Madhyamik 2022 history short question and answer

একটি বাক্যে উত্তর দাও : মাধ্যমিক ২০২২ ইতিহাস সাজেশন | পরিবর্তিত সিলেবাস অনুযায়ী পাঁচটি অধ্যায় থেকে অতি গুরুতপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ 

অধ্যায় 1 : [ ইতিহাসের ধারণা ]

  1.  সামাজিক ইতিহাস কটি পর্বে বিভক্ত?
  2. কত খ্রিস্টাব্দে 'বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়?
  3. সামরিক ইতিচর্চা প্রথম কোথায় শুরু হয়?
  4. 'ছেড়ে আসা গ্রাম’ কী ধরনের সাহিত্য?
  5. 'সােমপ্রকাশ’ পত্রিকার প্রকাশনা কিছুদিন স্থগিত রাখতে হয়েছিল কেন?
  6. ভারতের নিম্নবর্গের ইতিহাসচর্চার সূত্রপাত কে করেন?
  7. ইউরােপে নিম্নবর্গের ইতিহাসচর্চা করেন এমন একজন ঐতিহাসিকের নাম লেখাে?
  8. অ্যানাল গােষ্ঠীর ঐতিহাসিকগণ ইতিহাসের কোন ধারণা চর্চা করেন?
  9. দুটি ভারতীয় খেলার নাম লেখাে?
  10. মােহনবাগান ক্লাব ১৯১১ খ্রিস্টাব্দে শিল্ডজয় করে কোন বিদেশি ক্লাবকে হারিয়ে?
  11. কৃষ্ণনগর ও চন্দননগরের বিখ্যাত খাবারগুলির নাম লেখাে?
  12. 'রিদিম অফ লাইফ’গ্রন্থটি কার লেখা?
  13. 'কুলীন সর্বস্ব’ নাটকটি কার লেখা?
  14. ভারতে প্রথম চলচ্চিত্র কবে প্রদর্শিত হয়?
  15. বাংলার চলচ্চিত্র ব্যাবসার সূত্রপাত কে করেন?
  16. ভারতে প্রথম রেলপথ কবে চালু হয়?
  17. প্রাচীন ভারতের দুটি গুহাচিত্রের নাম লেখাে?
  18. সাংঘারাম কী?
  19. 'রাইজ অফ শিখ পাওয়ার’ গ্রন্থটি কার লেখা?
  20. ইমহােটেপ কে ছিলেন?
  21. সুশ্রূত ও ধন্বন্তরি কে ছিলেন?
  22. ভারতের ধ্রুপদ নৃত্যকে ক-ভাগে ভাগ করা যায়?
  23. বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কী?
  24. 'জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
  25. 'জীবনের ঝরাপাত’ কে রচনা করেন?
  26. 'বঙ্গদর্শন’ পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়?
  27. 'সােমপ্রকাশ’ পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?
  28. সরকারি নথি কোথায় সংরক্ষিত হয়?
অধ্যায় 1 : [ ইতিহাসের ধারণা উত্তর সেট ]
(1) দুটি পর্বে বিভক্ত (2) ১৮৭২ খ্রিস্টাব্দে (3) ইংল্যান্ডে (4) স্মৃতিকথামূলক গ্রন্থ (5) ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রাজদ্রোহের অভিযােগে (6) রণজিৎ গুহ (7) এরিখ হব্সম (8) নতুন সামাজিক ইতিহাস (9) দাবা, পাশা
(10) ইস্ট ইয়র্কশায়ার (11) কৃষ্ণনগর-সরপুরিয়া চন্দননগর-জলভরা সন্দেশ (12) উদয়শঙ্করের (13) রামনারায়ণ তর্কালঙ্কারের (14) ১৮৯৬ খ্রিস্টাব্দে (15) বীরেন্দ্রনাথ সরকার (16)  ১৮৫৩ খ্রিস্টাব্দে (17)  অজন্তা ও ইলােরা (18) বৌদ্ধমঠগুলিকে সংঘারাম বলা হয় (19) এন কে সিনহার (20) প্রাচীন মিশরের চিকিৎসক ও প্রযুক্তিবিদ (21) প্রাচীন ভারতের চিকিৎসক (22) চার ভাগে (23)  সত্তর বৎসর (24) রবীন্দ্রনাথের (25) সরলাদেবী চৌধুরাণী (26)  ১৮৭৮ খ্রিস্টাব্দে (27)  দ্বারকানাথ বিদ্যাভূষণ (28) অভিলেখ্যাগারে

অধ্যায় 2 : [ সংস্কার বৈশিষ্ট ও পর্যালোচনা ]
  1. বামাবােধিনী পত্রিকার সঙ্গে যুক্ত একজন লেখিকার নাম লেখাে?
  2. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
  3. হুতােম পেঁচা কার ছদ্মনাম?
  4. কাদের উদ্যোগে 'পার্থেনন’ নামে সাপ্তাহিক ইংরেজি পত্রিকা প্রকাশিত হয়েছিল?
  5. কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করা হয়?
  6. 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?
  7. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
  8. ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কী ? কে এটি প্রকাশ করেন?
  9. কে, কবে ‘দিগদর্শন’ পত্রিকাটি প্রকাশ করেন?
  10. বামাবােধিনী পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়?
  11. হিন্দু পেট্রিয়ট পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?
  12. হরিশচন্দ্র মুখােপাধ্যায় কে ছিলেন?
  13. 'হুতােম পেঁচার নকশা’ কে রচনা করেন?
  14. 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
  15. কাঙাল হরিনাথের প্রকৃত নাম কী?
  16. নীলদর্পণ’নাটকটি কার লেখা এবং ইংরেজিতে কে নাটকটির অনুবাদ করেন?
  17. ফিল্টারেশন থিয়ােরির প্রবক্তা কে?
  18. চার্লস উড কে ছিলেন?
  19. বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন?
  20. কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
  21. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
  22. কবে মেকলে মিনিট পেশ হয়?
  23. নব্যবঙ্গ গােষ্ঠীর প্রবক্তা কে?
  24. বিধবাবিবাহ আইন কবে পাশ হয়?
  25. নববিধান কে প্রতিষ্ঠা করেন?
  26. রামকৃষ্ণ  মিশন কে প্রতিষ্ঠা করেন?
অধ্যায় 2 : [ সংস্কার বৈশিষ্ট ও পর্যালোচনা উত্তর সেট]
(1)  ঊষা প্রভা দত্ত (2)  ওয়েলেসলি (3) কালীপ্রসন্ন সিংহের (4) নব্যবঙ্গ গােষ্ঠীর (5) ১৮২৯ খ্রিস্টাব্দে
(6) কুমারখালি (7) ১৮১৭ খ্রিস্টাব্দে (8) বেঙ্গল গেজেট’, হিকি (9) ১৮১৮ খ্রিস্টাব্দে, জন ক্লার্ক মার্শম্যান
(10) ১৮৬৩ খ্রিস্টাব্দে (11) গিরিশচন্দ্র ঘােষ (12)  হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক (13) কালীপ্রসন্ন সিংহ (14) কাঙাল হরিনাথের (15) হরিচরণ মজুমদার (16)  দীনবন্ধু মিত্রের, মধুসূদন দত্ত (17) মেকলে
(18) বাের্ড অব কন্ট্রোলের সভাপতি (19) ড্রিঙ্কওয়াটার বেথুন (20) মেকলে (21) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(22)  ১৮৩৫ খ্রিস্টাব্দে (23) ডিরোজিও  (24) ১৮৫৬ খ্রিস্টাব্দে (25) কেশবচন্দ্র সেন (26) স্বামী বিবেকানন্দ

অধ্যায় 3 : [ প্রতিরোধ ও বিদ্রোহ]
  1. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখাে?
  2. 'উলগুলান’ শব্দের অর্থ কী?
  3. কে প্রথম বাংলায় নীলচাষ শুরু করেছিলেন?
  4. কে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন?
  5. সাঁওতাল বিদ্রোহে আর কোন কোন উপজাতিরা যােগদান করেছিল?
  6. তিতুমিরের প্রকৃত নাম কী ছিল?
  7. হাজি শরিয়উল্লাহর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
  8. কারা আদিবাসীদের অরণ্যের অধিকার কেড়ে নেয়?
  9. রানি শিরােমণি কে ছিলেন?
  10. 'চুয়াড় বিদ্রোহ' কোথায় হয়?
  11. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখাে?
  12. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠিত হয়?
  13. 'দিকু’ কাদের বলা হয়?
  14. ‘দামিন-ই-কোহ' কথাটির অর্থ কী?
  15. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বনবিভাগ গঠন করে?
  16. মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখাে?
  17. 'বীরসাইট’ কাদের বলা হয়?
  18. 'ওয়াহাবি’ শব্দটির অর্থ কী?
  19. ভারতে ওয়াহাবি আন্দোলন কে প্রবর্তন করেন?
  20. বাংলায় ওয়াহাবি আন্দোলনে কে নেতৃত্ব দেন?
  21. 'ফরাজি’শব্দটির অর্থ কী?
  22. ফরাজি আন্দোলন কে প্রবর্তন করেন?
  23. ‘লাল প্রজাতন্ত্রী' কাদের বলা হয়?
  24. নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখাে?
অধ্যায় 3 : [ প্রতিরোধ ও বিদ্রোহ উত্তর সেট]
(1) বুধু ভগত, জোয়া ভগত (2) বিদ্রোহ (3) লুই বােনার্ড (4)  রানি শিরােমণি (5) কামার, কুমাের (6) মির নিশার আলি (7)  দুদুমিঞা (8)  ব্রিটিশ প্রশাসন (9) চুয়াড় বিদ্রোহের নেত্রী (10) পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ বাঁকুড়ায় (11)  সিধু (12) ১৯৩৪ খ্রিস্টাব্দে (13) বহিরাগত জমিদার ও মহাজনদের (14) পাহাড়ের প্রান্তদেশ (15) ১৮৬৪ খ্রিস্টাব্দ (16)  বীরসা মুন্ডা (17)  বীরসা মুন্ডার অনুগামীদের (18) নবজাগরণ (19) শাহওয়ালি উল্লাহ ও তাঁর পুত্র আজিজ (20) মির নিশার আলি (21) ইসলামের নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য
(22) হাজি শরিয়উল্লাহ (23) ফরাজিদের (24) দিগম্বর বিশ্বাস

অধ্যায় 4 : [সংঘবদ্ধতার গোড়ার কথা]
  1. কীসের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?
  2. হিন্দু মেলা প্রথমে কী নামে পরিচিত ছিল?
  3. কোন্ গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত?
  4. “আনন্দমঠ উপন্যাসে লেখক কোন সময়ের কথা তুলে ধরেছেন?
  5. এনফিল্ড রাইফেলের টোটা কীভাবে ব্যবহার করতে হত?
  6. ভারত সভার নেতৃত্বে গড়ে ওঠা দুটি আন্দোলনের উল্লেখ করাে?
  7. বিবেকানন্দের 'বর্তমান ভারত’ গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
  8. ব্রিটিশ ভারত সভা কোন দুটি সংস্থাকে যুক্ত করে গড়ে ওঠে?
  9. ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহ সম্পর্কে জে বি নর্টন কী মন্তব্য করেছিলেন?
  10. 'ভারতমাতা’ চিত্রটি কে অঙ্কন করেন?
  11. কে ‘বন্দেমাতরম্' সংগীতটির সুর দেন?
  12. ভারতের প্রথম ভাইসরয় কে?
  13. ইলবার্ট বিল কে রচনা করেন?
  14. 'গােরা’ উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম লেখাে?
  15. ১৮৫৭-এর বিদ্রোহ কোন কোন অঞ্চলে অনুষ্ঠিত হয়?
  16. ভারত সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  17. বঙ্গভাষা প্রকাশিকা সভায় কী বিষয়ে আলােচনা হত?
  18. হিন্দু মেলার বার্ষিক সভায় কোন গানটি গাওয়া হয়?
  19. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে?
  20. জমিদার সভার সঙ্গে যুক্ত কয়েকজনের নাম উল্লেখ করাে?
অধ্যায় 4 : [সংঘবদ্ধতার গোড়ার কথা উত্তর সেট]
(1) মহারানির ঘােষণাপত্র (2)  চৈত্র মেলা (3) আনন্দমঠ (4) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সময়কাল (5) দাঁতে কেটে (6) ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন, সিভিল সার্ভিস আন্দোলন (7) ১৮৯৯ খ্রিস্টাব্দে (8) জমিদার সভা ও বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সােসাইটি (9) জাতীয় বিদ্রোহ (10) অবনীন্দ্রনাথ ঠাকুর
(11) যদু ভট্ট (12)  লর্ড ক্যানিং (13) ইলবার্ট (14) পরেশবাবু ও কৃষ্ণদয়াল (15) অযােধ্যা ও বিহারে (16) কলকাতার অ্যালবার্ট হলে (17) ভারতবাসীর মঙ্গল ও অমঙ্গল  বিষয়ে (18) গাও ভারতের জয়গান 
(19)  মঙ্গল পান্ডে (20) দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, রাধাকান্ত দেব প্রমুখ


অধ্যায় 5 : [বিকল্প চিন্তা ও উদ্যোগ.......]
  1. বাংলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
  2. কোথায় এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়?
  3. 'রমন ক্রিয়া’ কে আবিষ্কার করেন?
  4. কাদের উদ্যোগে ও সহযােগিতায় কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপিত হয়?
  5. কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছিল?
  6. 'প্রতাপাদিত্য চরিত্র’ কার রচনা?
  7. পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
  8. ‘বর্ণপরিচয়’ গ্রন্থটির রচয়িতা কে?
  9. উপেন্দ্রকিশাের রায়চৌধুরীর ছাপাখানাটির নাম কী ছিল?
  10. কোন গ্রন্থটিকে বাংলার প্রথম প্রাইমার বলা হয়?
  11. কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়?
  12. কে ‘ছাপাখানার জনক’ নামে পরিচিত?
  13. এশিয়াটিক সােসাইটির পত্রিকার নাম কী ছিল?
  14. কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন?
  15. পাখি সব করে রব’ কবিতাটি কার লেখা?
  16. CET-এর পুরােনাম কী ?
  17. 'টেক’ কাদের প্রকাশিত জার্নাল?
  18. রামরাম বসু কে ছিলেন?
  19. কে শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
  20. কবে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়?
  21.  কে ‘টুনটুনির বই রচনা করেন?
  22. কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?
অধ্যায় 5 : [বিকল্প চিন্তা ও উদ্যোগ.......উত্তর সেট]
(1)  হুগলিতে (2) মাদ্রাজে (3) সি ভি রমন (4) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহেন্দ্রলাল সরকার ও কেশবচন্দ্র সেনের  (5) ১৯৫১ খ্রিস্টাব্দে (6) রামরাম বসুর (7) কুমারখালিতে (8) বিদ্যাসাগর (9) ইউ এন রায় অ্যান্ড সন্স (10)  শিশু শিক্ষা (11) ১৯১৭ খ্রিস্টাব্দে  (12) গুটেনবার্গ (13) এশিয়াটিক রিসার্চেস (14) রাসবিহারী ঘােষ (15) মদনমােহন তর্কালঙ্কারের (16) কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনােলজি (17) কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনােলজি-এর ছাত্রছাত্রীদের (18) প্রতাপাদিত্য চরিত্রের রচয়িতা (19) উইলিয়াম কেরি (20) ১৫৫৪ খ্রিস্টাব্দে (21) উপেন্দ্রকিশাের রায়চৌধুরী  (22)  ৯২ জন

Q1. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(ক) নিম্নবর্গের ইতিহাসচর্চা (i) নীরা দেশাই
(খ) খেলার ইতিহাসচর্চা (ii) রণজিৎ গুহ
(গ) বাগেশ্বরী প্রবন্ধমালা (iii) বোরিয়া মজুমদার
(ঘ) নারী ইতিহাস (iv) অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) ⟶ (ii)  (খ) ⟶ (iii) (গ) ⟶ (iv) (ঘ) ⟶ (i)

Q2. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(ক) সরকারি নথি (i) মেকলে মিনিট
(খ) সরকারি আধিকারিকদের প্রতিবেদন (ii) ১৯১১ খ্রিস্টাব্দে
(গ) মোহন বাগানের শিল্ড জয় (iii) বাংলাদেশের ইতিহাস
(ঘ) স্থানীয় ইতিহাস (iv) লেখ্যাগার

উত্তরঃ (ক) ⟶ (iv)  (খ) ⟶ (i) (গ) ⟶ (ii) (ঘ) ⟶ (iii)

Q3. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(ক) বঙ্গদর্শন (i) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(খ) সোম প্রকাশ (ii) ১৮৭২ খ্রিস্টাব্দে
(গ) জীবনের ঝরাপাতা (iii) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(ঘ) সত্তর বৎসর (iv) ১৯৪৪-৪৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ⟶ (ii)  (খ) ⟶ (iii) (গ) ⟶ (iv) (ঘ) ⟶ (i)

Q4. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(ক) উমেশচন্দ্র দত্ত (i) হুতোম পেঁচার নকশা
(খ) কালীপ্রসন্ন সিংহ (ii) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (iii) বামাবোধনী পত্রিকা
(ঘ) ডিরোজিও (iv) হিন্দু পেট্রিয়ট

উত্তরঃ (ক) ⟶ (iii) (খ) ⟶ (i) (গ) ⟶ (iv) (ঘ) ⟶ (ii) 
 
Q5. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(ক) বিধবা বিধবা আইন (i) লর্ড বেন্টিঙ্ক
(খ) সতীদাহ নিবারণ আইন (ii) লর্ড ক্যানিং
(গ) কলকাতা মাদ্রাসা (iii) লর্ড ডালহৌসি
(ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয় (iv) লর্ড হেস্টিংস

উত্তরঃ (ক) ⟶ (ii) (খ) ⟶ (i) (গ) ⟶ (iv) (ঘ) ⟶ (iii) 

 Q6. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
 
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(ক) এশিয়াটিক সোসাইটি (i) রামমোহন
(খ) হিন্দু কলেজ (ii) ডেভিড হেয়ার
(গ) স্কুল বুক সোসাইটি (iii) ১৮১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ব্রাম্মসমাজ (iv) ১৭৮৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ⟶ (iv) (খ) ⟶ (iii) (গ) ⟶ (ii) (ঘ) ⟶ (i) 
 
Q7. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
 
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(ক) রংপুরের বিদ্রোহ (i) সিধু ও কানু
(খ) চুয়াড় বিদ্রোহ (ii) নুরুলউদ্দিন
(গ) কোল বিদ্রোহ (iii) রানি শিরোমনি
(ঘ) সাঁওতাল বিদ্রোহ (iv) সুই মুন্ড

উত্তরঃ (ক) ⟶ (ii) (খ) ⟶ (iii) (গ) ⟶ (iv) (ঘ) ⟶ (i)

 Q8. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
   
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(ক) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ (i) শরিয়ৎউল্লাহ
(খ) পাগলপন্থী আন্দোলন (ii) মজনু শাহ
(গ) পাবনা কৃষক বিদ্রোহ (iii) টিপু শাহ
(ঘ) ফরাজি আন্দোলন (iv) ঈশানচন্দ্র রায়

উত্তরঃ (ক) ⟶ (ii) (খ) ⟶ (iii) (গ) ⟶ (iv) (ঘ) ⟶ (i) 

আরো বাকি ৫ টি ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : পিডিএফ ফাইল এর সাথে দেওয়া আছে। তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন