Importance Railway Group - D Practice Set with Answer

Importance Railway Group - D Practice set in Bengali

রেলের গ্রুপ - ডি অনলাইন পরীক্ষায় ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) জেনারেল অ্যাওয়ারনেস (কারেন্ট অ্যাফেয়ার্স), (২) অঙ্ক, (৩) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, (৪) জেনারেল সায়েন্সঅঙ্ক ।  

⦿ মাল্টিপল চয়েজ প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেট:

Q1. মালদ্বীপের পার্লামেন্টের নাম কী?
🅐 মােরা
🅑 আলথিং 
🅒 সেম 
🅓 মজলিশ
Ans. 🅓 মজলিশ

Q2. ব্র্যাবােন স্টেডিয়াম কোথায় অবস্থিত?
🅐 কটক 
🅑 কলকাতা 
🅒 মুম্বই 
🅓 জামশেদপুর
Ans. 🅒 মুম্বই

Q3. গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদের পণ্ডিত ছিলেন?
🅐 ভট্ট 
🅑 পানিনি 
🅒 চরক 
🅓 শুশ্রুত
Ans. 🅒 চরক

Q4. ভারতের CAG কে নিয়ােগ করেন?
🅐 রাষ্ট্রপতি 
🅑 প্রধানমন্ত্রী 
🅒 স্পিকার 
🅓 ডেপুটি স্পিকার
Ans. 🅐 রাষ্ট্রপতি

Q5. কত বছর অন্তর অর্থ কমিশন নিযুক্ত হয়?
🅐 4 বছর 
🅑 10 বছর 
🅒 5 বছর 
🅓 6 বছর
Ans. 🅒 5 বছর

Q6. স্যার কার্জন ওয়াইলিকে কে হত্যা করেন?
🅐 বীরেন্দ্রলাল চট্টোপাধ্যায় 
🅑 তারকনাথ দাস 
🅒 লালা হরদয়াল 
🅓 মদনলাল ধিংড়া
Ans. 🅓 মদনলাল ধিংড়া

Q7. 11 জুলাই দিনটি কোন দিবস হিসেবে পালিত হয়?
🅐 বিশ্ব ঐতিহ্য দিবস 
🅑 বিশ্ব মানবাধিকার দিবস 
🅒 বিশ্ব জনসংখ্যা দিবস 
🅓 বিশ্ব অঙ্ক দিবস
Ans. 🅒 বিশ্ব জনসংখ্যা দিবস

Q8. বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টোয়েন্টি-20 ক্রিকেটে 3টি শতরান করার নজির কে স্থাপন করলেন?
🅐 বিরাট কোহলি 
🅑 ম্যাক্সওয়েল 
🅒 ক্রিস গেইল 
🅓 কলিন মুনরাে
Ans. 🅓 কলিন মুনরাে

Q9. ভারতের ইতিহাসে এই প্রথম কোন মহিলা বিচারপতিকে সরাসরি শীর্ষ আদালতের বিচারপতি পদে নিয়ােগের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম?
🅐 ইন্দু মালহােত্রাকে 
🅑 বিন্দু মলহােত্রাকে 
🅒 অনিতা মলহােত্রাকে 
🅓 শেফালি মালহােত্রাকে
Ans. 🅐 ইন্দু মালহােত্রাকে

Q10. ‘উইকিলিক্স’-এর প্রতিষ্ঠাতা জুলিয়েন অ্যাসাঞ্জকে কোন দেশ নাগরিকত্ব দেওয়ার কথা ঘােষণা করল?
🅐 আমেরিকা 
🅑 ইকুয়েডর 
🅒 সৌদি আরব 
🅓 ব্রিটেন
Ans. 🅑 ইকুয়েডর

Q11. উত্তরপ্রদেশ সরকার কোন নতুন এক্সপ্রেসওয়ের নামকরণ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে করার সিদ্ধান্ত নিয়েছে?
🅐 বুন্দেলখণ্ড 
🅑 বাঘেলখণ্ড 
🅒 মিথিলাঞ্চল 
🅓 রােহিলখণ্ড
Ans. 🅐 বুন্দেলখণ্ড

Q12. পদ্মশ্রী সম্মান 2018-র জন্য কে মনােনীত হয়েও তিনি এই সম্মান প্রত্যাখ্যান করলেন?
🅐 বিক্রম চন্দ্র ঠাকুর 
🅑 রামলি ইব্রাহিম 
🅒 সিদ্ধেশ্বর স্বামী 
🅓 আনােয়ার জালালপুরি
Ans. 🅒 সিদ্ধেশ্বর স্বামী

Q13. বিশ্ব ওজোন দিবস হল?
🅐 16 মার্চ 
🅑 5 জুন 
🅒 16 সেপ্টেম্বর 
🅓 16 নভেম্বর
Ans. 🅒 16 সেপ্টেম্বর

Q14. ইন্দিরা গান্ধী রিটার্নস' বইটির লেখক হলেন?
🅐 খুসবন্ত সিং 
🅑 নীরদ সিং চৌধুরি 
🅒 কুলদীপ নায়ার 
🅓 এদের কেউই নন
Ans. 🅐 খুসবন্ত সিং

Q15. 'ক্যান্টার' কথাটির ব্যবহার হয় কোন পশুর বিষয়ে?
🅐 বাঘ 
🅑 বাদর 
🅒 ঘােড়া 
🅓 হাতি
Ans. 🅒 ঘােড়া

Q16. পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে বলে?
🅐 রেণ্ডর 
🅑 টোরা রােসা 
🅒 তরাই 
🅓 ল্যাটেরাইট
Ans. 🅐 রেণ্ডর 

Q17. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন?
🅐 সি রাজা গােপালাচারী 
🅑 রাজেন্দ্র প্রসাদ 
🅒 সর্বপল্লী রাধাকৃষ্ণন 
🅓 সর্দার বল্লভভাই প্যাটেল
Ans. 🅑 রাজেন্দ্র প্রসাদ

Q18. ভারতের ‘Central Inland Water Transport Corporation'-এর সদর দপ্তরটি অবস্থিত?
🅐 এলাহাবাদে 
🅑 কলকাতায় 
🅒 কোচিনে 
🅓 মুম্বাইয়ে
Ans. 🅑 কলকাতায়

Q19. নীচের কোনটি হিমাচল প্রদেশের লােকনৃত্য নয়?
🅐 ধমন 
🅑 ছাপেলি 
🅒 মহাথু 
🅓 ধানী
Ans. 🅑 ছাপেলি

Q20. প্রথম কোন বিদেশি ভারতরত্ন পুরস্কার পান?
🅐 মার্টিন লুথার কিং 
🅑 খান আব্দুল গফফর খান 
🅒 জুবিন মেহতা 
🅓 মাদার টেরেসা
Ans. 🅑 খান আব্দুল গফফর খান

Q21. ‘রােল ইনটার্ম; কোন খেলার সঙ্গে যুক্ত?
🅐 ক্রিকেট 
🅑 টেনিস 
🅒 হকি 
🅓 গলফ
Ans. 🅒 হকি

Q22. কোনটি স্কেলার রাশি?
🅐 ভরবেগ 
🅑 ভর 
🅒 ওজন 
🅓 বল
Ans. 🅑 ভর

Q23. হিমোেগ্লাবিন হচ্ছে একটি___?
🅐 কপার যৌগ 
🅑 কোবাল্ট যৌগ 
🅒 ম্যাগনেশিয়াম যৌগ 
🅓 আয়রন যৌগ
Ans. 🅓 আয়রন যৌগ

Q24. কিলাে ওয়াট আওয়ার কীসের একক?
🅐 ক্ষমতা 
🅑 বল 
🅒 শক্তি 
🅓 ভরবেগ
Ans. 🅐 ক্ষমতা 

Q25. বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমােনটি হল?
🅐 জিব্বারেলিন 
🅑 অক্সিন 
🅒 ইথিলিন 
🅓 কোনটিই নয়
Ans. 🅑 অক্সিন

Q26, লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তার নাম?
🅐 নিকটিন্যাস্টি 
🅑 ফটোন্যাস্টি 
🅒 জিওন্যাস্টি 
🅓 সিসমেন্যাস্টি
Ans. 🅓 সিসমেন্যাস্টি

Q27. এককভাবে অ্যাসিড সােনা (গােল্ড) কে দ্রবীভূত করতে পারে তা হল?
🅐 নাইট্রিক অ্যাসিড 
🅑 হাইড্রোক্লোরিক অ্যাসিড 
🅒 সেনােনিক অ্যাসিড 
🅓 অম্লরাজ (অ্যাকোয়া রিজিয়া)
Ans. 🅓 অম্লরাজ (অ্যাকোয়া রিজিয়া)

Q28. অ্যামােনিয়াকে শুষ্ক করা যায়?
🅐 গাঢ় H2SO4 দিয়ে 
🅑 গলিত CaC দিয়ে 
🅒 পােড়াচুন দিয়ে 
🅓 ফসফরাস পেন্টক্সাইড দিয়ে
Ans. 🅒 পােড়াচুন দিয়ে

Q29. নীচের কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র আছে?
🅐 কেঁচো 
🅑 সাপ 
🅒 আরশােলা 
🅓 ইঁদুর
Ans. 🅒 আরশােলা

Q30. পর্যায় সারণির '0' গ্রুপের মৌলগুলিকে বলা হয়?
🅐 ক্ষারধাতু 
🅑 হ্যালােজেন 
🅒 চ্যালকোজেন 
🅓 নিষ্ক্রিয় গ্যাস
Ans. 🅓 নিষ্ক্রিয় গ্যাস

Q31. একটি ট্রেন 12 মিনিটে 10 কিমি পথ অতিক্রম করে। যদি তার গড় গতিবেগ 5 কিমি/ঘন্টা কম হত তবে সেই একই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে?
🅐 `\frac{40}{3}` মিনিট 
🅑 `\frac{50}{3}` মিনিট 
🅒 `\frac{56}{3}` মিনিট 
🅓 37 মিনিট 
Ans. 🅐 `\frac{40}{3}` মিনিট 

⧬ ব্যাখ্যা : ট্রেনটি 12 মিনিটে অতিক্রম করে = 10 কিমি 
∴ ট্রেনটি 60 মিনিটে অতিক্রম করে = `\frac{10}{12}\times60` = 50 কিমি 
∴ ট্রেনটির গতিবেগ 50 কিমি /ঘন্টা
 ট্রেনটির গতিবেগ 5 কিমি/ঘন্টা কম হলে,ট্রেনের গতিবেগ হবে 45 কিমি /ঘন্টা 
∴ নির্ণেয় সময় = `\frac{10\times60}{45}` মিনিট 
 = `\frac{40}{3}` মিনিট 

Q32. নিউমেটোফোর পাওয়া যায়?
🅐 জেরােফাইট উড়িদে 
🅑 ম্যানগ্রোভ উদ্ভিদে 
🅒 জেলিফিসের নিমাটোমিস্টে 
🅓 কোনওটিই নয়
Ans. 🅑 ম্যানগ্রোভ উদ্ভিদে

Q33. অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ?
🅐 ডারউইন 
🅑 ল্যামার্ক 
🅒 ওয়ালেস 
🅓 মেন্ডেল
Ans. 🅑 ল্যামার্ক 

Q34. কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের?
🅐 স্প 
🅑 হাইড্রা 
🅒 কেঁচো 
🅓 শামুক
Ans. 🅑 হাইড্রা

Q35. কাকে কোষের মস্তিষ্ক বলে?
🅐 নিউক্লিয়াস 
🅑 মাইটোকনড্রিয়া 
🅒 সাইটোপ্লাজম 
🅓 কোনটিই নয়
Ans. 🅐 নিউক্লিয়াস

Q36. একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হল
🅐 হিলিয়াম 
🅑 ক্রিপটন 
🅒 জেনন 
🅓 রেড়ন
Ans. 🅓 রেড়ন

Q37. অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞানে যে নামে পরিচিত, তা হল?
🅐 ক্রায়ােজেনিক্স 
🅑 রেফ্রিজেনিকস 
🅒 সাইটোজেনিকাস 
🅓 ফ্রোজেনিকস
Ans. 🅐 ক্রায়ােজেনিক্স

Q38. সিনেমা দেখানাে প্রক্ষেপণ যন্ত্রে (Projector) কী ধরনের লেন্স ব্যবহার করা হয়?
🅐 জুস 
🅑 মেনিসকাস 
🅒 উত্তল 
🅓 অবল
Ans. 🅒 উত্তল

Q39. রােগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয়?
🅐 কন্ডাকটর 
🅑 ট্রান্সমিটার 
🅒 ড্রোনস 
🅓 ভেক্টর
Ans. 🅓 ভেক্টর


Q40. টেলি যােগাযােগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?
🅐 X রশ্মি 
🅑 অবলােহিত রশ্মি 
🅒 অতিবেগুনি রশ্মি 
🅓 মাইক্রো তরঙ্গ
Ans. 🅓 মাইক্রো তরঙ্গ

Q41. পৃথিবীর স্ক্যাভেঞ্জার হিসেবে পরিচিত?
🅐 ব্যাকটেরিয়া 
🅑 ভাইরাস 
🅒 অ্যালগি 
🅓 ফাংগি
Ans. 🅓 ফাংগি

Q42, মানব শরীরে খুব সম্প্রতি একটি প্রত্যঙ্গ আবিষ্কার হয়েছে, যার নাম?
🅐 মিজেনটারি 
🅑 রুবেলা 
🅒 ব্রুসেলােসিস 
🅓 কোনটিই নয়
Ans. 🅐 মিজেনটারি

Q43. সায়নোকোবলামিন হল?
🅐 ভিটামিন B, 
🅑 ভিটামিন B, 
🅒 ভিটামিন B, 
🅓 ভিটামিন B
Ans. 🅓 ভিটামিন B

Q44. কিডনীতে পরিস্রাবন যন্ত্র হল?
🅐 অ্যাক্সন 
🅑 নেফ্রন 
🅒 নিউরন 
🅓 কোনটিই নয়
Ans. 🅑 নেফ্রন

Q45. মানুষের দুধ-দাঁতের সংখ্যা?
🅐 28 
🅑 29 
🅒 20 
🅓 12
Ans. 🅒 20

Q46. বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক?
🅐 বাড়বে 
🅑 কমবে 
🅒 একই থাকবে 
🅓 কোনটিই নয়
Ans. 🅐 বাড়বে

Q47. কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 10 যােগ করলে যােগফল 48, 72, 84 দিয়ে বিভাজ্য হবে?
🅐 1008
🅑 1018
🅒 998 
🅓 990
Ans. 🅒 998
 
Q48. ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করুন যাকে 48, 72 ও 96 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 42, 66 ও 90 ভাগশেষ থাকে ?
🅐 282
🅑 288
🅒 286 
🅓 294
Ans. 🅐 282

Q49. 1008 কে কোন এক অঙ্কবিশিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
🅐 9 
🅑 4
🅒 ৪
🅓 7
Ans. 🅓 7

Q50. 625686734489 সংখ্যাটির বর্গমূল্যের অঙ্কসংখ্যা কত?
🅐 4
🅑 5
🅒 6 
🅓 7
Ans. 🅒 6 

Q51. একটি ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত?
🅐 1:12
🅑 12:1
🅒 1:6 
🅓 6 : 1
Ans. 🅐 1:12

Q52. আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 টাকা ও 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লভ্যাংশ পাবে?
🅐 5,400 
🅑 7,200
🅒 8,400 
🅓 9,600
Ans. 🅒 8,400 

Q53. একজন পুরুষ, একজন স্ত্রীলােক ও একজন বালক একসঙ্গে একটি কাজ 3দিনে করতে পারে।পুরুষ ও বালক আলাদাভাবে ওই কাজটি যথাক্রমে 6 দিনে ও 18 দিনে করতে পারে। স্ত্রীলােক একা ওই কাজটি কত দিনে করতে পারে?
🅐 6
🅑 9
🅒 24 
🅓 27
Ans. 🅑 9

Q54. A ও B আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার কিছুদিন পর B কাজ ছেড়ে দিল। A বাকি কাজ 10 দিনে শেষ করল। B কত দিন কাজে নিযুক্ত ছিল?
🅐 6
🅑 ৪
🅒 12
🅓 9
Ans. 🅐 6

Q55. A ও B দু’টি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 মিনিটে জলপূর্ণ হয়। C নল দিয়ে প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে?
🅐 30
🅑 40
🅒 50
🅓 60
Ans. 🅓 60

Q56. দুই ব্যক্তি সাইকেলে চেপে ৪5 কিলােমিটার দূরবর্তী দু'টি স্থান থেকে একই সময়ে 10 কিলােমিটার/ঘণ্টা ও 12 কিলােমিটার/ঘণ্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 3 ঘণ্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিলােমিটার হবে?
🅐 20
🅑 19
🅒 18 
🅓 17
Ans. 🅑 19

Q57. একটি ট্রেন সকাল 6 টায় A স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘণ্টা পর B স্টেশনে পৌঁছায় অন্য একটি ট্রেন একই সময়ে B স্টেশন থেকে যাত্রা শুরু করে 7 ঘণ্টার পর A স্টেশনে পৌঁছায়। কখন তাদের সাক্ষাৎ হয়েছিল?
🅐 ৪টা 35 মিনিট
🅑 ৪টা 40 মিনিট
🅒 ৪টা 50 মিনিট
🅓 ৪টা 55 মিনিট
Ans. 🅓 ৪টা 55 মিনিট

Q58. 45 কিলােমিটার/ঘণ্টা গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেণ্ডে 229 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে?
🅐 30 সেকেণ্ডে
🅑 35 সেকেণ্ডে
🅒 32 সেকেণ্ডে
🅓 40 সেকেণ্ডে
Ans. 🅒 32 সেকেণ্ডে

Q59. একটি শহরে লােকসংখ্যা পর পর তিন বছর যথাক্রমে 2%, 4% ও 6% কমে গেল। প্রাথমিক
লােকসংখ্যা 1,25,000 হলে, 3 বছর পর লােকসংখ্যা কত হবে?

🅐 105,044 
🅑 1,15,044
🅒 1,10,539
🅓 1,10,544
Ans. 🅓 1,10,544

Q60. একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3, যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়। তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর শতকরা হার কত?
🅐 74% 
🅑 75%
🅒 75% 
🅓 73%
Ans. 🅐 74% 

Q61. 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে ও পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করলে মােটের ওপর 14% লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত টাকা?
🅐 190
🅑 115
🅒 112 
🅓 110
Ans. 🅐 190

Q62. এক ব্যক্তি ৪% বার্ষিক সরল সুদে 6 বছরে 8,376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল?
🅐 17,180 
🅑 18,110
🅒 16,660
🅓 17,450
Ans. 🅓 17,450

Q63. দুটি সংখ্যার ল.সা.গু. 2310 ও গ.সা.গু. 30, একটি সংখ্যা 210 হলে, অন্যটি কত?
🅐 16170 
🅑 2100
🅒 1470
🅓 330
Ans. 🅓 330

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন