রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষা প্রস্তুতি প্রশ্ন উত্তর প্রাকটিস সেট


Related Tags : rrb group d 2022 gk in bengali, railway group d salary 2022,railway group d age limit 2022,railway group d qualification 2022,rail exam 2022,group d exam 2022,rrb group d 2022 details, railway group d 2022 details
রেলওয়ে গ্রুপ-ডি সাজেশন প্রশ্ন উত্তর বাংলা ভার্সন
রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষা প্রস্তুতি প্রশ্ন উত্তর প্রাকটিস সেট 2022

      ⦿  #সিরিজ -1  👈 দেখতে ক্লিক করুন  
⦿ রেলওয়ে গ্রুপ-ডি প্রাকটিস সেট 2022 #সিরিজ - 2

১ প্রশ্নঃ 5 অঙ্কের (digit) কোন বৃহত্তম (greatest) সংখ্যা (number), 315 দিয়ে বিভাজ্য (divisible)?
    🄰  99855
    🄱  99875
    🄲  99985
    🄳  99835
উত্তর:  🄰  99855

২ প্রশ্নঃ নীচের শ্রেণীতে যুক্ত অক্ষরগুলি নির্ণয় করুন। AOP, CQR,EST, GUV,?
   🄰 JWX
   🄱 IYZ
   🄲 IWX
   🄳 HWX
উত্তর: 🄲 IWX

৩ প্রশ্নঃ ভদ্রলােককে দেখিয়ে মহিলা বললেন, “উনি আমার মায়ের মার একমাত্র পুত্র। ভদ্রমহিলা ভদ্রলােকের কে হন?
   🄰 Mother [মা]
   🄱 Sister [বােন]
   🄲 Niece [বােনঝি]
   🄳 Aunt [কাকিমা / মাসিমা]
উত্তর 🄲 Niece [বােনঝি]

৪ প্রশ্নঃ যদি Z= 26 এবং NET =39 হয়, তাহলে NUT =?
       🄰 50
       🄱 55
       🄲 58
       🄳 59
উত্ত 🄱 55
৫ প্রশ্নঃ নীচের কোনটি একটি Operating System (OS) নয়?
       🄰 উইন্ডােজ (Windows)
       🄱 ওরাকল (Oracle)
       🄲 লিনাক্স (Linux)
       🄳 ডস (DOS)
উত্ত 🄱 ওরাকল (Oracle)

৬ প্রশ্নঃ কোনাে ঘড়িতে 4 টার ঘণ্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে ৪ টার ঘণ্টা বাজতে কত সময় লাগবে?
     🄰  6 সেকেন্ড
     🄱 12 সেকেন্ড
     🄲 `9\frac{1}{3}` সেকেন্ড
     🄳 `9\frac{2}{3}` সেকেন্ড
উত্ত🄲 `9\frac{1}{3}` সেকেন্ড

৭ প্রশ্নঃ Amphan নামটি কোন দেশ দিয়েছিল?
    🄰  থাইল্যান্ড 
    🄱  বাংলাদেশ
    🄲  নেপাল
    🄳  পাক-ই-স্তান
উত্ত🄰  থাইল্যান্ড 

৮ প্রশ্নঃ 5629 থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়ােগ করলে বিয়ােগফলটি পূর্ণবর্গ হবে?
    🄰 1
    🄱 2
    🄲 3
    🄳 4
উত্ত: 🄳 4

৯ প্রশ্নঃ প্রথম ৪ টি বিজোড় মৌলিক সংখ্যার গড় কত?
    🄰 12.5
    🄱 12.25
    🄲 9.625
    🄳 9.5
উত্ত: 🄳 9.5

১০ প্রশ্নঃ যদি কোনাে দুটি সংখ্যার যােগফলের 30% তাদের বিয়ােগফলের 40% এর সমান হয় তবে বড় সংখ্যা ও ছােট সংখ্যার অনুপাত কত হবে?
    🄰 4:5
    🄱 7:2
    🄲 7:1
    🄳 3:6
উত্ত🄲 7:1


১১ প্রশ্নঃ একটি ঘড়ির মূল্য ধার্য আছে 1500 টাকা। 20% ছাড়ে বিক্রি করলে বিক্রয়মূল্য কত ছিল?
     🄰  1800
     🄱  1200
     🄲  1500
     🄳  1600
উত্ত 🄱  1200

১২ প্রশ্নঃ 'ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার' ভারতের কোন রাজ্যে অবস্থিত?
     🄰 ওড়িশা
     🄱 মহারাষ্ট্র 
     🄲 তেলেঙ্গনা
     🄳 মধ্য প্রদেশ
উত্ত: 🄱 মহারাষ্ট্র 

১৩ প্রশ্নঃ যদি x+y = 19 ও x-y = 7 হয়, তাহলে xy= কত?
     🄰 24
     🄱 28
     🄲 48
     🄳 78
উত্ত: 🄳 78

১৪ প্রশ্নঃ Onam উৎসব, কোন রাজ্যে পালিত হয়?
   🄰 মেঘালয়
   🄱 মধ্যপ্রদেশ
   🄲 ত্রিপুরা
   🄳 কেরল
উত্ত:  🄳 কেরল

১৫ প্রশ্নঃ 6 টি সংখ্যার গড় 46 ও প্রথম 5 টি সংখ্যার গড় 45, ষষ্ঠ সংখ্যাটি কত?
    🄰 70
    🄱 60
    🄲 51
    🄳 40
উত্ত🄲 51

১৬ প্রশ্নঃ প্রথম জিনগত উপাদানটি কী?
    🄰 RNA
    🄱 DNA
    🄲 কার্বোহাইড্রেট
    🄳 প্রােটিন
উত্ত🄰 RNA

১৭ প্রশ্নঃ একটি নির্দিষ্ট কোডে, যদি KITE লেখা হয় 108194, তাহলে TEAR লেখা হবে?
     🄰 194018
     🄱 194017
     🄲 195118
     🄳 194118
উত্ত🄱 194017
১৮ প্রশ্নঃ কলকাতার ফোর্ট উইলিময় কবে প্রতিষ্ঠিত হয়?
    🄰 1698 সালে 
    🄱 1690 সালে 
    🄲 1700 সালে 
    🄳 1757 সালে 
উত্ত🄲 1700 সালে 

১৯ প্রশ্নঃ প্রদত্ত চিত্রে ক'টি ত্রিভুজ আছে?

   🄰  12 টি
   🄱  14 টি
   🄲  19 টি
   🄳  17 টি
উত্ত 🄳 17 টি

২০ প্রশ্নঃ কোনাে একটি সংখ্যার 3৪%, 133 হলে সংখ্যাটি কত?
      🄰  340
      🄱  355
      🄲  350
      🄳  360
উত্ত: 🄲  350

২১ প্রশ্নঃ তারিখ-ই-হিন্দ এর রচয়িতা কে?
     🄰  আলবেরুনী
     🄱  ইবন বতুতা
     🄲  আমির খসরু
     🄳  ফেরিস্তা
উত্ত🄰  আলবেরুনী


২২ প্রশ্নঃ ব্লাডব্যাঙ্কে রক্ততঞ্চন রােধক হিসাবে সবথেকে বেশি কী ব্যবহৃত হয়?
      🄰 ক্যালসিয়াম সাইট্রেট
      🄱 হিরুডিন  
      🄲 সােডিয়াম সাইট্রেট
      🄳 হেপারিন
উত্ত: 🄲 সােডিয়াম সাইট্রেট

২৩ প্রশ্নঃ BCCI-এর সদর দফতর কোথায় অবস্থিত?
       🄰 দিল্লি
       🄱 চেন্নাই
       🄲 মুম্বাই
       🄳 কলকাতা
উত্ত: 🄲 মুম্বাই 

২৪ প্রশ্নঃ 'P' কক্ষে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকতে পারে?
     🄰 18 টি
     🄱  8 টি
     🄲  6 টি
     🄳  2 টি
উত্ত 🄲  6 টি

২৫ প্রশ্নঃ মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যাকটি?
     🄰 31 জোড়া
     🄱 12 জোড়া
     🄲 10 জোড়া
     🄳 50 জোড়া
উত্ত🄰 31 জোড়া

২৬ প্রশ্নঃ ASSOCHAM-এর পুরাে নাম কী?
🄰 Associated Chambers of Commerce and Industry of India
🄱 Associated Commerce
🄲  Association of Commerce
🄳 Associate Chambers In India 
উত্ত🄰 Associated Chambers of Commerce and Industry of India

২৭ প্রশ্নঃ নীচের কোনটি দিয়ে পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা হয়?
     🄰  মিলিমিটার
     🄱  ন্যানােমিটার
     🄲  মাইক্রোমিটার
     🄳  সেন্টিমিটার
উত্ত🄱  ন্যানােমিটার

২৮ প্রশ্নঃ A, B-এর ভাই B,C এর কন্যা ও D হল A -এর পিতা।তাহলে C ,D-এর কে হন?
    🄰 ঠাকুরদা
    🄱 নাতনি
    🄲 স্ত্রী
    🄳 স্বামী
উত্ত:  🄲 স্ত্রী

২৯ প্রশ্নঃ ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার জনক কে?
   🄰  রিপন
   🄱  কর্ণওয়ালিস
   🄲  ডালহৌসী
   🄳  বেন্টিঙ্ক
উত্ত 🄱  কর্ণওয়ালিস

৩০ প্রশ্নঃ নীচের কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ (Data Store) করে?
    🄰 RAM
    🄱 ROM
    🄲  A.LU.
    🄳 Cache Memory
উত্ত🄱 ROM

৩১ প্রশ্নঃ শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
    🄰  প্রথম বাহাদুর শাহ
    🄱  দ্বিতীয় শাহ আলম
    🄲 দ্বিতীয় আকবর
    🄳 দ্বিতীয় বাহাদুর শাহ
উত্ত 🄳 দ্বিতীয় বাহাদুর শাহ

৩২ প্রশ্নঃ কোন সুলতান সর্বপ্রথম জমি জরিপ ব্যবস্থা করেন?
   🄰  সিকন্দর লােদী
   🄱  আলাউদ্দিন খলজী
   🄲  আকবর
   🄳  শেরশাহ
ত্ত🄱  আলাউদ্দিন খলজী

৩৩ প্রশ্নঃ সিনেমা হলে প্রােজেক্ট Projector রূপে কোন লেন্স ব্যবহৃত হয়?
    🄰 Convex lens
    🄱 Meniscus lens
    🄲 Zoom lens
    🄳 Concave lens
ত্ত🄰 Convex lens

৩৪ প্রশ্নঃ কবে প্রথম ফ্যাক্টরি আইন গৃহীত হয়?
   🄰 1881 সালে
   🄱 1901 সালে
   🄲 1891 সালে
   🄳 1911 সালে
 ত্ত🄰 1881 সালে

৩৫ প্রশ্নঃ শতদ্রু নদী নীচের কোন নদীর উপনদী?
   🄰  বিপাশা
   🄱  সিন্ধু নদ 
   🄲  চন্দ্রভাগা
   🄳  ঝিলাম
 ত্ত🄱 সিন্ধু নদ 

৩৬ প্রশ্নঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Logo লােগােতে কোন পশুর পরিচয় চিহ্ন রয়েছে?
     🄰 বাঘ
     🄱 সিংহ
     🄲 হাতি
     🄳 প্যান্থার 
 ত্ত🄰 বাঘ

৩৭ প্রশ্নঃ সর্বশিক্ষা অভিযান কোন বয়সের শিশুদের জন্য কার্যকারী?
     🄰 5-10 বছর
     🄱 4-10 বছর
     🄲 4-14 বছর
     🄳 6-14 বছর
 ত্ত: 🄳 6-14 বছর

৩৮ প্রশ্নঃ কাশী বিশ্বনাথ মন্দির উত্তর প্রদেশের কোন এলাকায় অবস্থিত?
   🄰 কানপুর
   🄱 বারাণসী  
   🄲 লখনৌ
   🄳 এলাহাবাদ 
 ত্ত: 🄱 বারাণসী 

৩৯ প্রশ্নঃ গৌতম বুদ্ধ সেতু কোন নদীর উপর তৈরি হয়েছে?
    🄰  মহানদী
    🄱  সোন নদী 
    🄲  গন্ধক নদী
    🄳  সরাবতী নদী
 ত্ত🄲  গন্ধক নদী

৪০ প্রশ্নঃ ওয়াঘা বডার কোন কোন দেশের মধ্যে দিয়ে গেছে?
   🄰 ভারত ও চীন
   🄱 ভারত শ্রীলংকা
   🄲 ভারত ও পাকিস্তান
   🄳 ভারত ও বাংলাদেশ
ত্ত🄲 ভারত ও পাকিস্তান

৪১ প্রশ্নঃ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ার পার্সন কে হলেন?
   🄰 অলকা উপাধ্যায়
   🄱 হষিদা সিং
   🄲 শ্বেতা কুম্বলে
   🄳 কোনোটিই নয়
ত্ত 🄰 অলকা উপাধ্যায়


৪২ প্রশ্নঃ ভারতের সবথেকে শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
   🄰 লাক্ষাদ্বীপ
   🄱 পুদুচেরি
   🄲 চন্ডিগড়
   🄳  দিল্লি  
ত্ত🄰 লাক্ষাদ্বীপ

৪৩ প্রশ্নঃ উড়োজাহাজের মধ্যে যে Black বক্স থাকে সেটি কি রংয়ের হয়?
    🄰 হলুদ
    🄱 সবুজ
    🄲 কমলা 
    🄳 লাল 
 ত্ত 🄲 কমলা 

৪৪ প্রশ্নঃ ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত যে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন সেটি হল?
     🄰 চেতক
     🄱 চিতা
     🄲 MI 26
     🄳 MI 17V5
 ত্ত🄳 MI 17V5

#সিরিজ - 1 & 2 PDF Download Now
Name : 2022 রেলওয়ে গ্রুপ-ডি প্রাকটিস সেট
Size : 70 KB
Pdf Page : 19

Download
click to Download
70 KB 19 Page

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন