Madhyamik Life Science Suggestion Practice Set 2022 | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন


West Bengal Board Class 10 [Madhyamik - 2022] Life Science Question Paper Practice Set {Mark - 2} Question Answer in Bengali Pdf Free Download

মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2022 প্র্যাকটিস সেট 100% কমন

২ মার্কের প্রশ্ন উত্তর সেট || সিরিজ # ক
[সিরিজ # ক] পিডিএফ ফাইল ডাউনলোড লিংক এই পোস্টের নীচে দেখো
● প্রথম অধ্যায় : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
● দ্বিতীয় অধ্যায় : জীবনের প্রবহমানতা 
● তৃতীয় অধ্যায় : বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ

♯ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : [ প্রতিটি প্রশ্নের মান - ২]
প্রথম অধ্যায় : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
প্রশ্নঃ হরমােনকে দ্বৈত-নিয়ন্ত্রক বলা হয় কেন?
ロ সুনির্দিষ্ট কোনাে কাজে  বৃদ্ধি, রক্তের শর্করা নিয়ন্ত্রণ, যৌনতা প্রকাশ কিছু হরমােন সহায়তা করে আবার কিছু হরমােন ওই কাজে বাধার সৃষ্টি করে। তাই হরমােনকে দ্বৈত নিয়ন্ত্রক বলা হয়। যেমন—ইনসুলিন রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, কিন্তু গ্লকাগন রক্তে শর্করার মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে।
প্রশ্নঃ ট্রপিক ও ট্যাকটিক চলনের মূল পার্থক্য কী?
ロ ট্রপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, কিন্তু ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়।
প্রশ্নঃ ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখাে?
ロ যে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, তখন তাকে ট্রপিক চলন বলে।
আবার উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথের প্রভাবে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে নিয়ন্ত্রিত হয়, তখন তাকে ন্যাস্টিক চলন বলে।
প্রশ্নঃ সিসমােন্যাস্টি চলন কাকে বলে? উদাহরণ দাও
ロ আঘাত, স্পর্শ, বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতায় উদ্ভিদ অঙ্গে যে-চলন ঘটে, তাকে সিসমেন্যাস্টি চলন বলে। উদাহরণ-লজ্জাবতী পাতা স্পর্শ করলে পত্রক গুলি মুড়ে যায় এবং পাতাটি নুয়ে পড়ে—এটি সিসমােন্যাস্টি চলন।
প্রশ্নঃ হরমােনের দুটি প্রধান কাজ উল্লেখ করাে?
ロ হরমােনের কাজ : (i) হরমােন জীবদেহের কোশে কোশে রাসায়নিক সংযােগ স্থাপন করে। (ii) হরমােন জীবদেহে বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে।
প্রশ্নঃ কৃষিকার্যে জিব্বেরেলিনের দুটি ব্যাবহারিক প্রয়ােগ লেখাে?
ロ জিব্বেরেলিনের ব্যাবহারিক প্রয়ােগ : (i) জিব্বেরেলিন কয়েক প্রকার (ভুট্টা, মটর) খর্ব জাতের গাছের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। (ii) জিব্বেরেলিন প্রয়ােগ করে লেটুস বীজের দ্রুত অঙ্কুরােদ্গম ঘটানাে সম্ভবপর হয়েছে।

প্রশ্নঃ হরমােন ও উৎসেচকের দুটি পার্থক্য লেখাে?

হরমােন উৎসেচক
(i) হরমােন ক্রিয়ার পর বিনষ্ট হয়। (i) উৎসেচক ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে।
(ii) হরমােন ক্ষরণের জন্য কোনাে নালি থাকে না অর্থাৎ, এটি অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। (ii) উৎসেচক ক্ষরণের জন্য নালি থাকে অর্থাৎ, এটি সনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়।

প্রশ্নঃ মেনিনজেস  কী?
ロ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড যে তিন স্তর বিশিষ্ট তন্তুময় আবরক দ্বারা আবৃত থাকে, তাকে মেনিনজেস বলে। মেনিনজেস এর তিনটি স্তর হল—ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার এবং পিয়ামেটার।
প্রশ্নঃ চারটি প্রােটিন জাতীয় প্রাণী হরমােনের নাম লেখাে?
ロ চারটি প্রােটিন জাতীয় প্রাণী হরমােনের নাম হল- (i) গ্রোথ হরমােন বা STH (ii) থাইরয়েড স্টিমুলেটিং হরমােন TSH (iii) গ্লকাগণ  (iv) ইনসুলিন।
প্রশ্নঃ অপরিণত ফল মােচনে কৃত্রিম হরমােনের প্রভাব উল্লেখ করাে?
ロ ফলের অকালমােচন রােধে কৃত্রিম অক্সিন হরমােন স্বল্প মাত্রায় প্রয়ােগ করা হয়। এক্ষেত্রে অক্সিন 2, 4-D (2,4 ডাইক্লোরােফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড), NAA (ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড) প্রভৃতি স্বল্প মাত্রায় প্রয়ােগ করে সুফল পাওয়া গেছে।
প্রশ্নঃ দুটি স্টেরয়েড জাতীয় হরমােনের নাম লেখাে?
ロ দুটি স্টেরয়েড জাতীয় হরমােনের নাম হল টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন।


প্রশ্নঃ হরমােনকে রাসায়নিক দূত বলা হয় কেন?
ロ দূত যেমন স্থানে স্থানে বার্তা বহন করে নিয়ে যায় হরমােনও তেমন দূতের মতাে লক্ষ্যকোশের ভিতরে বা বাইরে কোশপর্দায় কোনাে গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে একটি রাসায়নিক বার্তা প্রেরণ করে, যাতে ওই কোশের শারীরবৃত্তীয় কাজ প্রভাবিত হয়, এজন্য হরমােনকে রাসায়নিক দূত বলে।
প্রশ্নঃ মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস কাকে বলে?
ロ ইনসুলিন হরমােনের কম ক্ষরণে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি (180 gm/ 100 ml এর বেশি), মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হওয়া, অতিরিক্ত ক্ষুধা ও তৃষ্ণাসহ শারীরিক দুর্বলতা জনিত কঠিন ব্যাধিকে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস বলে।
প্রশ্নঃ অ্যাড্রিনালিনকে 'জরুরিকালীন হরমােন’বলা হয় কেন?
ロ অ্যাড্রিনালিন ভয়, রাগ, দুশ্চিন্তা প্রভৃতি মানসিক উত্তেজনায় অতিরিক্ত পরিমাণে ক্ষরিত হয়। জরুরি প্রয়ােজনে এই হরমােন দ্রুত ক্রিয়াশীল হয় এবং সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে সেই মুহূর্তে দেহকে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার উপযােগী করে তােলে এবং সংকটজনক অবস্থা থেকে দেহকে মুক্ত করে, তাই অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা আপৎকালীন হরমােন বলে।
প্রশ্নঃ অগ্ন্যাশয় থেকে কোন হরমােন নিঃসৃত হয়?
ロ অগ্ন্যাশয়ে অবস্থিত আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস গ্রন্থির বিটা কোশ থেকে ইনসুলিন, আলফা কোশ থেকে গ্লকাগণ এবং ডেল্টা কোশ থেকে সােমাটোস্ট্যাটিন হরমােন নিঃসৃত হয়।
প্রশ্নঃ মানুষের স্নায়ুতন্ত্রের উপাদানগুলি কী কী?
ロ মানুষের স্নায়ুতন্ত্র মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, 12 জোড়া করােটি স্নায়ু, 31 জোড়া সুষুম্নাস্নায়ু, সিমপ্যাথেটিক ও প্যারাসিমপ্যাথেটিক নার্ভ এবং গ্রাহক ও কারক দ্বারা গঠিত।
প্রশ্নঃ নিউরােগ্লিয়া কী?
ロ স্নায়ুতন্ত্রে নিউরােন ছাড়াও নিউরােগ্লিয়া নামক অপর এক ধরনের গঠনগত উপাদান থাকে। নিউরােগ্লিয়া স্নায়ুতন্ত্রে ধারক কোশ হিসাবে কাজ করে। নিউরােগ্লিয়া কোশ বিভাজনে সক্ষম, কিন্তু এর স্নায়ুস্পন্দন পরিবহণের ক্ষমতা নেই। স্নায়ুকোশের বা নিউরােনের মৃত্যুর পর নিউরােগ্লিয়া তার স্থান দখল করে।
প্রশ্নঃ নিজলদানা কী? এর কাজ কী?
ロ নিউরােপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানাে রাইবােনিউক্লিও প্রােটিনের দানা আবৃত ER, যা ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়, তাকে নিজল দানা বলে। এর কাজ : নিজল দানা নিউরােনের কোশ দেহে প্রােটিন সংশ্লেষে অংশে গ্রহণ করে।

প্রশ্নঃ সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ নিউরােনের পার্থক্য লেখাে?

সংজ্ঞাবহ আজ্ঞাবহ
(i) যে নিউরােন গ্রাহক থেকে উদ্দীপনা বা স্নায়ুস্পন্দন বহন করে কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রে অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডে প্রেরণ করে, তাকে সংজ্ঞাবহ বা অন্তর্বাহী নিউরােন বলে। (i) যে নিউরােন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড থেকে স্নায়ু উদ্দীপনা বা স্নায়ুস্পন্দন পেশি ও গ্রন্থি, অর্থাৎ কারক অংশে বহন করে, তাকে আজ্ঞাবহ বা বহির্বাহী নিউরােন বলে।
(ii) এই ধরনের নিউরােন বাইরে থেকে ভিতরে উদ্দীপনা বহন করে। (ii) এই ধরনের নিউরােন দেহের অভ্যন্তর থেকে বাইরের দিকে স্নায়ুস্পন্দন বহন করে।

প্রশ্নঃ ডেনড্রন কী ? এর কাজ কী?
ロ নিউরিলেমা আবরণবিহীন, নিউরােনের ক্ষুদ্র ক্ষুদ্র শাখা-প্রশাখা যুক্ত প্রবর্ধক, যা স্নায়ুকোষ বা নিউরােনের কোশদেহ থেকে নির্গত হয়, তাদের ডেনড্রন বলে। ডেনড্রনের মধ্যে নিউরােপ্লাজম অবস্থিত। এর কাজ : ডেনড্রন রিসেপ্টর থেকে বা পূর্ববর্তী নিউরােন থেকে স্নায়বিক উদ্দীপনা
গ্রহণ করে কোশদেহে বহন করে।
প্রশ্নঃ সাইন্যাপ বা স্নায়ুসন্নিধি কাকে বলে, এর অবস্থান লেখাে?
ロ প্রােটোপ্লাজমীয় সংযােগবিহীন দুটি নিউরােনের সংযােগস্থলে যে ফাকের সৃষ্টি হয় এবং যার মাধ্যমে একটি স্নায়ুকোশ থেকে স্নায়ুস্পন্দন অপর স্নায়ুকোশে পরিবাহিত হয়, তাকে সাইন্যাপস বলে।
অবস্থান : সাইন্যাপস গুরুমস্তিষ্কের পিরামিডাল নিউরােনে ও সুষুম্নাকাণ্ডের মােটর নিউরােনে অবস্থিত।

প্রশ্নঃ ইনসুলিন ও অ্যাড্রিনালিন হরমােনের একটি করে ব্যাবহারিক প্রয়ােগ উল্লেখ করাে?
 ইনসুলিনের ব্যাবহারিক প্রয়ােগ : রক্তে শর্করার মাত্রা কমিয়ে রক্তশর্করা নিয়ন্ত্রণে রাখতে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রােগাক্রান্ত ব্যক্তিদের ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়।
অ্যাড্রিনালিনের ব্যাবহারিক প্রয়োেগ : চোখের পরীক্ষায় তারান্ধ কে বিস্ফারিত করতে এবং ব্রংকিয়ালের প্রসারণ ঘটিয়ে হাঁপানির টান কমাতে এই হরমােনটি প্রয়ােগ করাহয়।


প্রশ্নঃ সরল প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।
ロ যে প্রতিবর্ত ক্রিয়া কেবলমাত্র সুষুম্নকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং প্রতিবর্ত পথ অল্প পরিমাণ স্নায়ুকোশ বা নিউরােন দ্বারা গঠিত হয়, তাকে সরল প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ : চোখে কিছু পড়ার উপক্রম হলে চোখের পাতা আপনা থেকেই বুজে যাওয়া।
প্রশ্নঃ মায়েলিন সিদের কাজ কী?
ロ (i) স্নায়ুতন্তুকে অন্তরিত করে দ্রুত স্নায়ুপ্রবাহ সঞ্চারিত করা (ii) স্নায়ুকোশ বা নিউরােনকে পুষ্টির জোগান দেওয়া। (iii) স্নায়ুপ্রবাহের গতিকে বৃদ্ধি করা।
প্রশ্নঃ প্রেসবায়ােপিয়া কী?
ロ সাধারণত চল্লিশাের্ধ বয়সের মানুষের ক্ষেত্রে লেন্সের সংকোচন ও প্রসারণশীলতা হ্রাস পাওয়ার জন্য কাছের বস্তুকে দেখতে বা পড়তে অসুবিধাজনিত ত্রুটিকে প্রেসবায়ােপ্রিয়া বলে। উত্তল লেন্স (+) ব্যবহারে এই ত্রুটি দূর হয়।
প্রশ্নঃ পায়রার দেহে কত রকমের পালক থাকে ও কী কী?
ロ পায়রার দেহে দু-রকমের পালক থাকে, যেমন—(i) আচ্ছাদন পালক (ii) উড্ডয়ন পালক। উড্ডয়ন পালক আবার দু-রকমের হয়, যথা—(i) ডানার পালক ও (ii) লেজের পালক ডানায় 23টি রেমিজেস এবং লেজে 12টি রেক্ট্রিসেস পালক থাকে।
প্রশ্নঃ মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।
ロ যে সব গ্রন্থি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা নালিযুক্ত এবং নালিবিহীন উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত, তাদের মিশ্র গ্রন্থি বলে। উদাহরণ : শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্ন্যাশয় গ্রন্থির প্যানক্রিয়েটিক অ্যাসিনাস অংশটি নালিযুক্ত ও বহিঃক্ষরা প্রকৃতির। এটি বিভিন্ন পরিপাককারী উৎসেচক নিঃসরণ করে, আবার আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস অংশ নালিবিহীন, অন্তঃক্ষরা প্রকৃতির, এটি বিভিন্ন হরমােন ক্ষরণ করে।
প্রশ্নঃ ইস্ট্রোজেনের দুটি বৈশিষ্ট্য বা কাজ উল্লেখ করাে?
ロ ইস্ট্রোজেনের বৈশিষ্ট্য : (i) ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত স্টেরয়েডধর্মী হরমােন।(ii) স্ত্রীলােকের গৌণ যৌনাঙ্গের বৃদ্ধি ও গৌণ যৌন লক্ষণের প্রকাশে সাহায্য করে।

দ্বিতীয় অধ্যায় : জীবনের প্রবহমানতা 

প্রশ্নঃ মুক্ত কোশ বিভাজন কাকে বলে?
ロ  যে কোশ বিভাজনে কোশে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু অপত্য কোশের সংখ্যা বৃদ্ধি পায় না, তাকে মুক্ত কোশ বিভাজন বলে। এর ফলে বহু কোশ  নিউক্লিয়াসযুক্ত হয়।
প্রশ্নঃ  স্বপরাগযােগ বলিতে কি বােঝ? উদাহরণ দাও।
ロ যখন একটি ফুলের পরাগধানীতে উৎপন্ন পরাগ রেণু সেই ফুলের গর্ভমুণ্ডে বা একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়ে পরাগ যােগ ঘটায়, তখন তাকে স্বপরাগযােগ বলে। সাধারণত উভয় লিঙ্গ ফুলে স্বপরাগ যােগ হয়। যেমন—জবা।
প্রশ্নঃ মিয়ােসিসকে হ্রাস বিভাজন বলে কেন?
ロ মিয়ােসিস বিভাজনের জনন মাতৃকোশের নিউক্লিয়াসটি দু-বার বিভাজিত হয়, কিন্তু প্রথম ক্ষেত্রে যে দুটি হ্যাপ্লয়েড অপত্যকোশ উৎপন্ন হয় তাদের ক্রোমােজোম সংখ্যা (n) মাতৃকোশের ক্রোমােজোম সংখ্যার (2n) অর্ধেক হয়ে যায়, অর্থাৎ ক্রোমােজোম সংখ্যার হ্রাস ঘটে। এজন্য মিয়ােসিসকে হ্রাস বিভাজন বলে।
প্রশ্নঃ জনুক্রম কাকে বলে? উদাহরণ দাও।
ロ জীবের জীবনচক্র অযৌন জনু বা রেণুধর দশা (2n) এবং যৌন জনু (n) বা লিঙ্গধর দশার পর্যায় ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। উদাহরণ-ড্রায়ােপটেরিস এটি সাধারণ ভারতীয় প্রজাতির ফার্ন। এর জীবনচক্র সুস্পষ্ট জনুক্রম পরিলক্ষিত হয়।
প্রশ্নঃ অ্যামাইটোসিসকে সরল ও প্রত্যক্ষ বিভাজন বলে কেন?
ロ অ্যামাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোশটিতে নিউক্লীয় পর্দার অবলুপ্তি ঘটে না, ক্রোমােজোম ও বেমতন্তু গঠিত হয় না, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি কোনাের ধারাবাহিক পরিবর্তন ছাড়াই খাঁজ সৃষ্টির মাধ্যমে বিভাজিত হয়ে দুটি অপত্য কোশ সৃষ্টি করে, সে জন্য একে সরল ও প্রত্যক্ষ বিভাজন বলে।
প্রশ্নঃ ক্রোমাটিড ও ক্রোমাটিনের মধ্যে পার্থক্য কী?
ロ (i) ক্রোমােজোম অনুদৈর্ঘ্যভাবে বিচ্ছিন্ন হয়ে যে দুটি সমপ্রকৃতির তন্তু গঠন করে, তাদের প্রত্যেক টিকে ক্রোমাটিড বলে (i) DNA এবং প্রােটিন দ্বারা গঠিত যে সূত্রাকার অংশ ক্রোমােজোম গঠনের বিশেষ উপাদান হিসেবে অংশগ্রহণ করে, তাকে ক্রোমাটিন বলে।
প্রশ্নঃ বুলবিল কাকে বলে?
ロ চুপড়ি আলু, ইত্যাদি উদ্ভিদের কাক্ষিক মুকুল খাদ্য সঞ্জয়ের ফলে স্ফীত ও গােলাকার হয়, একে বুলবিল বলে। অনুকূল পরিবেশে বুলবিল থেকে নতুন চুপড়ি আলু, খাম আলু ইত্যাদি জন্ম হয়।
প্রশ্নঃ ক্রসিংওভার কাকে বলে?
ロ মিয়ােসিস কোশ বিভাজনের প্রথম প্রফেজের প্যাকাইটিন উপদশায় যে পদ্ধতিতে সমসংস্থ ক্রোমােজোম জোড়ার দুটি ননসিস্টার ক্রোমাটিভের মধ্যে ক্রোমাটিন অংশের বিনিময়ের ফলে জিনের নতুন সজ্জাবিন্যাস গঠিত হয় এবং নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের উৎপত্তি ঘটে, তাকে ক্রসিংওভার বলে।
প্রশ্নঃ মাইটোসিসকে সম বিভাজন বলে কেন?
ロ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত মাতৃকোশ এবং অপত্য কোশের ক্রোমােজোম সংখ্যা সমান থাকে। উভয়েই সম-আকৃতিবিশিষ্ট এবং মাতৃকোশ ও অপত্যকোশের ক্রোমােজোমগুলি সমগুণ সম্পন্ন হওয়ার জন্য মাইটোসিসকে সম বিভাজন বলে।


প্রশ্নঃ জননের প্রয়ােজনীয়তা বা জননের গুরুত্ব ব্যাখ্যা করাে?
ロ জীবজগতের জননের গুরুত্ব বা প্রয়ােজনীয়তা অপরিসীম। যেসব কারণে জনন প্রয়ােজনীয় সেগুলি হল— (i) প্রজাতির সংখ্যা বৃদ্ধি ; জননের সাহায্যে জীব নতুন অপত্য সৃষ্টি করে। ফলে তার নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি পায় এবং প্রজাতির অস্তিত্ব বজায় থাকে। (ii) বংশগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় রাখা :জননের ফলে নতুন অপত্যজীব সৃষ্ট হওয়ায় জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় থাকে। (iii) জীবজগতের ভারসাম্য রক্ষা : জীরে মৃত্যুর ফলে জীবের সংখ্যার যে হ্রাস ঘটে, জননের ফলে নতুন জীব সৃষ্টি হয়ে পৃথিবীতে জীবের ভারসাম্য বজায় থাকে। (iv) প্রকরণ : যৌন জননের দ্বারা জীবদেহে মিউটেশন বা পরিব্যাপ্তি ঘটে। আবার, মিউটেশনের ফলে জীবদেহের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য বা প্রকরণের উদ্ভব হয়। প্রকরণকে জীবের অভিযােজন ও অভিব্যক্তির অন্যতম উপাদান বলে গণ্য করা হয়।

প্রশ্নঃ উদ্ভিদ ও প্রাণীকোশে মাইটোসিসের মধ্যে তিনটি পার্থক্য লেখাে?


প্রাণীকোশের মাইটোসিস উদ্ভিদকোশের মাইটোসিস
(i) সেন্ট্রোজোম কোশ বিভাজনের বেমতন্তু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। (i) উদ্ভিদকোশে সেন্ট্রোজোম থাকে না তাই বেমতন্তু MTOC থেকে গঠিত হয়।
(ii) সাইটোকাইনেসিস কোশ পর্দার মধ্যাংশে খাঁজ গঠনের মাধ্যমে সম্পন্ন হয়। (ii) সাইটোকাইনেসিস কোশের মধ্যাংশে কোশপাত গঠনের মাধ্যমে সম্পন্ন হয়।
(iii) প্রফেজ দশায় সেন্ট্রিওল পৃথক হয়ে বেমের দু-প্রান্তে যায়। (iii) সেন্ট্রিওল না থাকায় এখানে এ ধরনের কোনাে ঘটনা ঘটে না।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন