: সূচিপত্র :
◕ অধ্যায়ঃ রাসায়নিক গণনা
◕ অধ্যায়ঃ আলো
২০২২ অধ্যায়ঃ ভিত্তিক দশম শ্রেণী ভৌতবিজ্ঞান সাজেশন Short + SAQ
অধ্যায়ঃ রাসায়নিক গণনা
Q1. কোন প্রকার বিক্রিয়ায় ভরের পরিমাণযােগ্য পরিবর্তন ঘটে?
Ⓐ নিউক্লিয় বিক্রিয়া
Ⓑ তাপগ্রাহী বিক্রিয়া
Ⓒ সাধারণ রাসায়নিক বিক্রিয়া
Ⓓ তাপমোচী বিক্রিয়া
Q2. ভৌত ও রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মােট ভর অপরিবর্তিত থাকে। এটি হল—
Q2. ভৌত ও রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মােট ভর অপরিবর্তিত থাকে। এটি হল—
Ⓐ শক্তির সংরক্ষণ সূত্র
Ⓑ গুণানুপাত সূত্র
Ⓒ ভরের সংরক্ষণ সূত্র
Ⓓ স্থিরানুপাত সূত্র
Q3. ভরের সংরক্ষণ সূত্র আবিষ্কার করেন?
Ⓐ জন ডালটন
Ⓑ ল্যাভয়সিয়ে
Ⓒ গে-লুকাস
Ⓓ হেনরি ক্যাভেন্ডিস
Q4. “মহাবিশ্বে ভর ও শক্তির মােট পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়”—বক্তব্যটি কোন সুত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
Ⓐ ভরের নিত্যতাসূত্র
Ⓑ স্থিরানুপাত সূত্র
Ⓒ শক্তির নিত্যতা সূত্র
Ⓓ ভর ও শক্তির নিত্যতা সূত্র
Q5. একটি গ্যাসের বাষ্পঘনত্ব 22 হলে STP-তে গ্যাসটির 44 g পরিমাণের আয়তন হবে?
Q5. একটি গ্যাসের বাষ্পঘনত্ব 22 হলে STP-তে গ্যাসটির 44 g পরিমাণের আয়তন হবে?
Ⓐ 11.2 লিটার
Ⓑ 5.6 লিটার
Ⓒ 22.4 লিটার
Ⓓ 44.৪ লিটার
Q6. তাপশােষী বিক্রিয়ায় তাপের শােষণ হয়, কারণ?
Ⓐ কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়
Ⓑ ভর অপরিবর্তিত থাকে
Ⓒ কিছু পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হয়
Ⓓ কোনােটিই নয়
Q7. নীচের কোন বিক্রিয়া সমীকরণটি ভরের সংরক্ষণ সূত্র মান্য করে?
Ⓐ 2H2O → H2+O2
Ⓑ CH4+202→ C02+2H2O
Ⓒ ZN+HCL→ ZNCL2+H2O
Ⓓ AI4C3+3H20 →
CH4+AAI9(0H)3
Q8. তাপমােচী বিক্রিয়ায় তাপের উদ্ভব হয়, কারণ?
Ⓐ কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়
Ⓑ ভর অপরিবর্তিত থাকে
Ⓒ কিছু পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হয়
Ⓓ কোনোটিই নয়
➫ সমীকরণটি হল ;
E = mc2 যেখানে E= শক্তি, m= ভর এবং C= আলাের
গতিবেগ।
Q10. গ্যাসের বাষ্পঘনত্ব কাকে বলে?
➫ নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, কোনাে গ্যাসের একটি নির্দিষ্ট আয়তনের ভর, সম আয়তন H2, গ্যাসের তুলনায় যতগুণ বেশি, সেই সংখ্যাক ওই গ্যাসের বাষ্পঘনত্ব (D) বলে।
➫ নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, কোনাে গ্যাসের একটি নির্দিষ্ট আয়তনের ভর, সম আয়তন H2, গ্যাসের তুলনায় যতগুণ বেশি, সেই সংখ্যাক ওই গ্যাসের বাষ্পঘনত্ব (D) বলে।
Q11. কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ভরের পরিবর্তনটি পরিমাপ যােগ্য হয়?
➫ নিউক্লিয় বিক্রিয়ায়।
➫ নিউক্লিয় বিক্রিয়ায়।
Q12. ভরের নিত্যতা সূত্র বা ভরের সংরক্ষণের সূত্রটি বিবৃত করাে?
➫ “পদার্থের ভর অবিনশ্বর। যে কোনাে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কর মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মােট ভর সর্বদা সমান হয়।”
➫ “পদার্থের ভর অবিনশ্বর। যে কোনাে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কর মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মােট ভর সর্বদা সমান হয়।”
Q13. ভরের সংরক্ষণ সুত্র কোন বিজ্ঞানী, কত সালে আবিষ্কার করেন?
➫ বিজ্ঞানী ল্যাভয়সিয়ে, 1774 সালে 'ভারের সংরক্ষণ সূত্র আবিষ্কার করেন।
➫ বিজ্ঞানী ল্যাভয়সিয়ে, 1774 সালে 'ভারের সংরক্ষণ সূত্র আবিষ্কার করেন।
Q14. ভর ও শক্তির তুল্যসূত্রটি বিবৃত করাে।
➫ “যে কোনো পরিবর্তনের আগে ও পরে ভর ও শক্তির মােট পরিমাণ সর্বদা একই হয়।”
➫ “যে কোনো পরিবর্তনের আগে ও পরে ভর ও শক্তির মােট পরিমাণ সর্বদা একই হয়।”
অধ্যায়ঃ আলো
Q1. দীর্ঘ দৃষ্টি ত্রুটিসম্পন্ন ব্যক্তি ব্যবহার করেন উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের?
Ⓐ অবতল লেন্সযুক্ত চশমা
Ⓑ উত্তল লেন্সযুক্ত চশমা
Ⓒ টরিক লেন্স
Ⓓ বেলনাকার চশমা
Q2. রেটিনার কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হলেও দেখা যায় না?
Ⓐ হলুদ বিন্দুতে
Ⓑ আলােক অক্ষে
Ⓒ অন্ধবিন্দুতে
Ⓓ দৃষ্টি অক্ষে
Q3. গাড়িতে ব্যবহৃত রিয়ার ফিউ মিররটি হল?
Ⓐ সমতল দর্পণ
Ⓑ অবতল লেন্স
Ⓒ উত্তল দর্পণ
Ⓓ অবতল দর্পণ
Q4. এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলাের কোন ধর্ম অপরিবর্তনীয়?
Ⓐ গতিবেগ
Ⓑ তরঙ্গদৈর্ঘ্য
Ⓒ কম্পাঙ্ক
Ⓓ বিস্তার
Q5. যখন আলােকরশ্মি কাচ থেকে বায়ুতে যায়, তখন পরিবর্তন হয় না তার__?
Ⓐ তরঙ্গদৈর্ঘ্যর
Ⓑ বিস্তার
Ⓒ কোনােটিই নয়
Ⓓ কম্পাঙ্কের
Q6. কোন উত্তল লেন্সে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের মান যথাক্রমে 10 cm ও 20 cm হলে রৈখিক বিবর্ধন?
Ⓐ 2
Ⓑ `\frac{1}{2}`
Ⓒ 4
Ⓓ 1=1
Q7. চোখের যে অংশ সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভুতি জাগায় তা হল?
Q7. চোখের যে অংশ সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভুতি জাগায় তা হল?
Ⓐ ফোভিয়া সেন্ট্রালিস
Ⓑ আইরিস
Ⓒ ভিট্রিয়াস হিউমার
Ⓓ অন্ধবিন্দু
Q8. সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব প্রায়?
Ⓐ 10 cm
Ⓑ 25 cm
Ⓒ 20 cm
Ⓓ 25 cm
Q9. কোনাে ক্ষেত্রে স্কেলের সূত্র প্রযােজ্য নয়—
Ⓐ প্রতিফলন
Ⓑ সমান্তরাল আপতন
Ⓒ লম্ব আপতন
Ⓓ তির্যক আপতন
Q10. আলােকের প্রতিসরণ যে বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি হয় সেটি?
Ⓐ বেগুনি
Ⓑ লাল
Ⓒ সবুজ
Ⓓ হলুদ
➫ দিনেরবেলায় আকাশ নীল দেখায় আলাের বিক্ষেপণের জন্য।
Q12. অবতল দর্পণ কখন একটি বস্তুর অসদবিন্দু গঠন করে?
➫ কোনাে বস্তু অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে থাকলে বস্তুর অসদবিম্ব গঠন করে।
Q13. অবতল দর্পণ কখন একটি বস্তুর সদবিম্ব গঠন করে?
➫ কোনাে বস্তু অবতল দর্পণের ফোকাস থেকে দূর থাকলে বা বস্তু 'দূরত্ব ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি হলে সদবিম্ব গঠিত হয়।
Q14. উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে না পিছনে অবস্থিত?
➫ উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পিছনে অবস্থিত।
Q15. অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে না পিছনে অবস্থিত?
➫ অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে অবস্থিত।
Q16. গাড়ির চালক রিয়ারভিউ ফাইন্ডার রূপে কোন দর্পণের সাহায্য নেয়?
➫ উত্তল দর্পণ।
➫ উত্তল দর্পণ।
Q17. সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?
➫ সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্য দিগন্ত থাকে, তাই সূর্যরশ্মিকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অনেকটা বেশি পথ অতিক্রম করতে হয়। সূর্যালােকের সাঁতটি আলাের মধ্যে লাল আলাের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ায় বিক্ষেপণ কম হয়। অন্যান্য কম তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলির বিক্ষেপণ বেশি হয় বলে চারিদিকে ছড়িয়ে যায়, ভূপৃষ্ঠে এসে পৌঁছায় না। শুধুমাত্র লালবর্ণের আলে৷ ভূপৃষ্ঠে আসতে পারে তাই সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে 'লাল দেখায়।
Q18. পরিপূরক বর্ণ কাকে বলে?
➫ সাদা আলাের বর্ণালির একদিকের কোনাে বর্ণের সঙ্গে বিপরীত দিকের কোনাে বর্ণ সঠিক অনুপাতে মিশিয়ে যদি সাদা বর্ণ পাওয়া যায় তাহলে ওই দুটি বর্ণকে পরিপূরক বর্ণ বলা হয়। যেমন নীল ও হলুদ হল পরিপূরক বর্ণ বা গাঢ় নীল ও লাল হল পরিপূরক বর্ণ।
Q19. মােটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
➫ মোটর গাড়ির হেডলাইট 'অবতল দর্পণ ব্যবহার করা হয়।
Q20. বিবর্ধক কাচ হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?
➫ বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়।
Q21. দন্ত চিকিৎসকের দর্পণ কী প্রকৃতির?
➫ দন্ত চিকিৎসকের দর্পণের প্রকৃতি হল 'অবতল'।
Q22. কোনাে আলােকরশ্মির প্রতিসরণে আপতন কোণ 60° ও প্রতিসরণ কোণ 45° হলে চ্যুতিকোণ কত?
➫ চ্যুতিকোণ = 60°- 45° = 15°
Q23. শূন্যস্থানে আলাের বেগ কত?
➫ শূন্যস্থানে আলাের বেগ 3 x 108m/s
Q24. নীল কাচের ভিতর দিয়ে সাদা ফুলকে কেমন দেখাবে?
➫ নীল কাচের ভিতর দিয়ে সাদা ফুলকে নীল দেখাবে। সাদা ফুল থেকে আগত সাতটি বর্ণের আলো নীল কাঁচে প্রবেশ করলে নীল কচি নীল রং ব্যতীত সব রং-এর আলাে শোষণ করে নেবে এবং দর্শকের চোখে শুধুমাত্র নীল আলােই আসবে। তাই সাদা ফুলকে নীল দেখাবে।
➫ নীল কাচের ভিতর দিয়ে সাদা ফুলকে নীল দেখাবে। সাদা ফুল থেকে আগত সাতটি বর্ণের আলো নীল কাঁচে প্রবেশ করলে নীল কচি নীল রং ব্যতীত সব রং-এর আলাে শোষণ করে নেবে এবং দর্শকের চোখে শুধুমাত্র নীল আলােই আসবে। তাই সাদা ফুলকে নীল দেখাবে।
Q25. অতিবেগুনি রশ্মির ব্যবহার ও তার ক্ষতিকারক প্রভাব লেখো?
অতিবেগুনি রশ্মির ব্যবহার : (i) জীবাণু নাশক কাজে, (ii) রত্ন, ঘি প্রভৃতির বিশুদ্ধতা নির্ণয়ে, (iii) ভিটামিন D উৎপাদনে , (iv) ত্বকের কিছু সংক্রমণ যেমন সোরিয়াসিস চিকিৎসায় ।
ক্ষতিকারক প্রভাব : বেশি পরিমাণ অতিবেগুনি রশ্মির প্রভাব ত্বকের ক্যানসার হতে পারে।
Q26. x-রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখাে?
x রশ্মির প্রভাব : (i) হাড় ভেঙে গেলে বা দাঁতের ভিতরের গঠন জানার জন্য, (ii) বিভিন্ন রােগের কারণ অনুসন্ধান ও ক্যানসারের চিকিৎসায়, (iii) কেলাসিত পদার্থের গঠন জানার জন্য, (iv) গোয়েন্দা দফতরে কোন নিখোঁজ জিনিসের অনুসন্ধানে জন্য।
ক্ষতিকারক প্রভাব :জীবিত কোশের ওপর আপতিত হলে কোশ 'ক্ষতিগ্রস্থ হয়।
Q27. দিনেরবেলায় আকাশ নীল দেখায় কেন?
➫ সূর্যের আলাে ভূপৃষ্ঠে আসার পূর্বে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। বায়ুমণ্ডলের মধ্যে থাকা ক্ষুদ্র ধূলিকণা, গ্যাসের অণু সূর্যালােকের বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলাের মধ্যে লাল আলাের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে লাল আলাের বিক্ষেপণ কম হয় কিন্তু নীল বা বেগুনি বর্ণের আলাের তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় এই আলাের বিক্ষেপণ বেশি হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখে বেগুনি অপেক্ষা নীল আলাে বেশি সংবেদনশীল বলে আমরা আকাশকে নীল দেখি।
Q28. আলাের বিচ্ছুরণ কাকে বলে?
➫ বহুবর্ণী বা কোনো যৌগিক অলোকরশ্মি কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গেলে বিভিন্ন বর্ণে ভেঙে যায়, এই ঘটনাকে 'আলোর বিচ্ছুরণ বলা হয়।
➫ সূর্যের আলাে ভূপৃষ্ঠে আসার পূর্বে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। বায়ুমণ্ডলের মধ্যে থাকা ক্ষুদ্র ধূলিকণা, গ্যাসের অণু সূর্যালােকের বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলাের মধ্যে লাল আলাের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে লাল আলাের বিক্ষেপণ কম হয় কিন্তু নীল বা বেগুনি বর্ণের আলাের তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় এই আলাের বিক্ষেপণ বেশি হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখে বেগুনি অপেক্ষা নীল আলাে বেশি সংবেদনশীল বলে আমরা আকাশকে নীল দেখি।
Q28. আলাের বিচ্ছুরণ কাকে বলে?
➫ বহুবর্ণী বা কোনো যৌগিক অলোকরশ্মি কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গেলে বিভিন্ন বর্ণে ভেঙে যায়, এই ঘটনাকে 'আলোর বিচ্ছুরণ বলা হয়।
Q29. দৃশ্যমান বর্ণালী কাকে বলে?
➫ যে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 4000A থেকে 8000A এর মধ্যে, সেই তরঙ্গগুলি আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। এই পাল্লার তরঙ্গগুলিই হল দৃশ্যমান বর্ণালী।
Q30. x-রশ্মি ও y-রশ্মির মধ্যে দুটি পার্থক্য লেখাে?
x-রশ্মি | y-রশ্মি |
---|---|
(i) তীব্র গতিবেগ সম্পন্ন ইলেকট্রন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতুকে আঘাত করলে x রশ্মির উৎন্ন হয়। | (i) তেজস্ক্রিয় মৌলের দুহিতা পরমাণু থেকে Y রশ্মি নির্গত হয়। |
(ii) x রশ্মির শক্তি y রশ্মির তুলনায় কম। | (ii) y রশ্মির শক্তি x রশ্মির তুলনায় বেশি। |
Related Tags ; madhyamik physical science suggestion 2022,2022 madhyamik physical science suggestion,madhyamik 2022 physical science suggestion,madhyamik suggestion 2022 physical science,class 10 physical science suggestion 2022,madhyamik 2022,2022 madhyamik suggestion,madhyamik suggestion 2022,madhyamik physical science suggestion 2022 new syllabus,physical science suggestion 2022,