মাধ্যমিক ২০২২‌ ভৌতবিজ্ঞান চলতড়িৎ সাজেশন


সংশোধিত সিলেবাস অনুযায়ী অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই সাজেশন গুলি এখানে দেওয়া হয়েছে আশা রাখি ৮০-৯৯ % কমন পাবে এবং এর পাশে তোমাদের কে পাঠ্যবই খুঁটিয়ে পড়তে হবে ভালো করে যাতে তোমাদের শর্ট কোশ্চেন ও ২মার্কের প্রশ্নের উত্তর লিখতে করতে কোন অসুবিধায় পড়তে না হয়। আর এই সাজেশন গুলো মুখস্ত করে লিখে লিখে প্র্যাকটিস করবে আশারাখি তোমরা সকলে ভাল রেজাল্ট করবে।


    : সূচিপত্র :
 ◕ অধ্যায়ঃ চলতড়িৎ 

☆ অধ্যায়ঃ চলতড়িৎ ভৌতবিজ্ঞান SAQ সাজেশন

Q1. ওহমের সূত্রের গাণিতিক রূপটি লেখাে?
➫  V=IR
Q2. একটি ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও?
➫ তামা
Q3. একটি অ-ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও?
➫ জার্মেনিয়াম
Q4. ওহমের সূত্রানুযায়ী I -V লেখচিত্রটির প্রকৃতি কীরূপ?
➫ মূলবিন্দুগামী সরলরেখা
Q5. I - V লেখচিত্রের নতি থেকে কী নির্ণয় করা যায়?
➫ পরিবাহিতা
Q6. কোশের অভ্যন্তরীণ রােধের মান বৃদ্ধি পেলে বহির্বর্তনীতে প্রবাহমাত্রার কী পরিবর্তন হবে?
➫ হ্রাস পাবে
Q7. উষ্ণতা বৃদ্ধি পেলে রােধ হ্রাস পায় এমন একটি পদার্থের উদাহরণ দাও?
➫ কার্বন
Q8. কোন ধাতুর ওপর আলাে পড়লে তার রােধ হ্রাস পায়?
➫ সেলেনিয়াম
Q9. কোন ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রাখলে তার রােধ বৃদ্ধি পায়?
➫ বিসমাথ
Q10. রােধের উষ্ণতা গুণাঙ্কের একক কী?
➫ °C
Q11. বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রত্যেকটি বৈদ্যুতিক সরঞ্জাম মেন লাইনের সঙ্গে কোন সমবায়ে যুক্ত থাকে?
➫ সমান্তরাল
Q12. রােধের উপর চাপের প্রভাবকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয়?
➫ মাইক্রোফোন
Q13. প্রবাহমাত্রা স্কেলার না ভেক্টর রাশি?
➫ স্কেলার  রাশি
Q14. 1 কুলম্ব এবং একটি ইলেকট্রনের আধানের মধ্যে কোনটি বড়াে?
➫ 1 কুলম্ব 
Q15. পরমাণুতে প্রাথমিক কণাগুলির মধ্যে কোনটি নিস্তড়িৎ?
➫ নিউট্রন


Q16. ধনাত্মক এবং ঋণাত্মক তড়িদাধান সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা প্রদান করেন?
➫ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
Q17. তড়িৎবিভব কী জাতীয় রাশি?
➫ স্কেলার রাশি
Q18. জুল/কুলম্ব কোন্ এককের সমতুল্য?
➫ ভােল্ট
Q19. পৃথিবীর বিভব কত?
➫ শূন্য
Q20. তড়িচ্চালক বল কোন্ যন্ত্রের সাহায্যে মাপা হয়?
➫ পােটেনশিওমিটার
Q21. CFL-এর পুরাে অর্থ কী?
➫  Compact Flurocent Lamp
Q22. LED-এর পুরাে অর্থ কী?
➫ Light Emitting Diode
Q23. তড়িৎপ্রবাহের তাপীয় ফলের একটি ব্যাবহারিক প্রয়ােগ লেখাে?
➫ বৈদ্যুতিক ইস্তিরি
Q24. ফিউজ তারকে তড়িৎ বর্তনীতে কোন সমবায়ে যােগ করা হয়?
➫ শ্রেণি সমবায়ে
Q25. তড়িৎ ক্ষমতার SI এককটি লেখাে?
➫ ওয়াট
Q26. BOT কথাটির অর্থ কী?
➫ Board of Trade Unit
Q27. বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত কুণ্ডলীটি কোন পদার্থের?
➫ নাইক্রোম
Q28. ফিউজ তারের উপাদানগুলি কী কী?
➫ টিন ও সিসা
Q29. বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস রাখা হয়?
➫ নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন
Q30. থ্রি পিন প্লাগের উপরের মােটা পিনটি কীসের জন্য ব্যবহূত হয়?
➫ আর্থ পিন
Q31. থ্রি পিন প্লাগ ব্যবহৃত হয় এমন একটি বৈদ্যুতিক সরঞ্জামের উদাহরণ দাও?
➫ ইলেকট্রিক ইস্তির
Q32. লাইভ তার কার মাধ্যমে মিটার বাক্সের সঙ্গে যুক্ত থাকে?
➫ ফিউজ-এর মাধ্যমে
Q33. MCB-এর পুরাে অর্থ কী?
➫  Miniature Circuit Breaker
Q34. PVC-এর পুরাে অর্থ কী?
➫  Poly Vinyl Chloride
Q35. তড়িৎচুম্বকীয় আবেশের একটি ব্যাবহারিক প্রয়ােগ লেখাে?
➫  AC ডায়ানামাে


Q36. জলবিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে ডায়ানামাের আর্মেচারকে কীসের সাহায্যে ঘােরানাে হয়?
➫ টারবাইনের সাহায্যে
Q37. সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল পরিবাহীতে আবিষ্ট তড়িৎচ্চালক বলের অভিমুখ কোন সূত্রের সাহায্যে জানা যায়?
➫  ফ্লেমিং-এর ডানহস্ত নিয়ম
Q38. AC না DC কোটি অধিক বিপজ্জনক?
  AC বেশি বিপজ্জনক
Q39. সমপ্রবাহের কম্পাঙ্ক কত?
➫ শৃন্য
Q40. চৌম্বক বলরেখা চুম্বকের কোন মেরু থেকে সৃষ্টি হয়?
➫ উত্তর মেরু

☆ অধ্যায়ঃ চলতড়িৎ ভৌতবিজ্ঞান 2 Mark SAQ সাজেশন

Q1. পরিবাহীর রোধ কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
 কোনাে পরিবাহীর রােধ সাধারণত নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে - (i) পরিবাহীর দৈর্ঘ্য, (ii) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, (iii) পরিবাহীর উপাদান ও (iv) পরিবাহীর তাপমাত্রা। এছাড়া কোন পরিবাহীর রােধ (i) আলাের তীব্রতী, (ii) চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এবং (iii) চাপের ওপর নির্ভর করে।

Q2. রােধাঙ্ক কাকে বলে?
 একক দৈর্ঘ্যবিশিষ্ট কোনাে ঘনকাকৃতি পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে ওই পরিবাহীর উপাদানের রােধাঙ্ক বলা হয়।

Q3. ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি বিবৃত করাে?
 নিয়মটি হল—বামহস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যম এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।

Q4. বার্লোর চক্রে ঘূর্ণনের ক্ষেত্রে কী ঘটবে যদি (i) তড়িৎ প্রবাহ বিপরীতমুখী হয় ? (ii) চুম্বকের মেরু দুটিকে উলটে দেওয়া হয়? (ii) তড়িৎপ্রবাহ বিপরীতমুখী ও একই সঙ্গে চুম্বকের মেরু দুটিকে উলটে দেওয়া হয়? (iv) DC এর পরিবর্তে AC পাঠানাে হয়?
➫ (i) বার্লোর চক্রে চৌম্বকক্ষেত্রের অভিমুখ একই রেখে তড়িৎপ্রবাহ বিপরীতমুখী করলে চক্রটি বিপরীত দিকে ঘুরৰে। (ii) বার্লোর চক্র তড়িৎপ্রবাহের অভিমুখ একই রেখে চুম্বকের মেরু দুটিকে উলটে
দিলে বার্লোর চক্ৰ বিপরীত দিকে ঘুরবে। (iii) বার্লোর চক্রে তড়িৎপ্রবাহ বিপরীতমুখী ও একইসঙ্গে চুম্বকের মেরু দুটিকে উলটে দিলে বার্লোর চক্র একই দিকে ঘুরবে। (iv) DC এর পরিবর্তে AC পাঠালে বার্লোর চক্রের 'ঘূর্ণন বন্ধ হয়ে যাবে।

Q5. বার্লোর চক্রের ঘূর্ণন কীভাবে বৃদ্ধি করা যাবে?
➫ চুম্বকের মেরুশক্তি বাড়ানাে হলে বা তড়িৎপ্রবাহ বৃদ্ধি করা হলে বার্লোর চক্রের ঘূর্ণন বেশি বৃদ্ধি পায় অর্থাৎ 'আরও জোরে 'ঘুরবে।

Q6. তুল্য রােধ কাকে বলে?
➫ কোনো তড়িৎ বর্তনীর দুটি বিন্দুর মধ্যে সংযুক্ত একাধিক রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করে রােধটির দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি একই তড়িৎপ্রবাহ পাওয়া যায় তবে ওই রােধকে উক্ত রােধগুলির তুল রােধ বলে।

Q7. কোনাে বৈদ্যুতিক বাতির গায়ে 220v-100w লেখ্য আছে। এর থেকে কী জানা যায়?
➫ কোনো বৈদ্যুতিক বাতির গায়ে 220V-100W লেখা থাকলে বোঝা যায়, বাতিটির দুই প্রান্তের বিভব প্রভেদ 220V হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাতিটি প্রতি সেকেন্ডে 100J তড়িৎশক্তি ব্যয় করবে।

Q8. শট-সার্কিট হয়েছে বললে কী বােঝাে?
➫  বিপরীতধর্মী তড়িৎতের দুটি লাইন বা তড়িৎকেশের দুই বিপরীত মেরু খুব অল্প রোধের মাধ্যমে যুক্ত হয়ে গেলে বর্তনীতে তড়িৎপ্রবাহমাত্রা খুব বেড়ে যায়। একে শর্ট-সার্কিট বলে। শর্ট-সার্কিট হলে প্রচুর ৩াপ সৃষ্টি হয় লাইনে আগুন ধরে যেতে পারে।
  
Q9. দ্যুৈতিক বাল্ব বায়ুশূন্য বা বায়ুপূর্ণ না করে নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন পুর্ণ করা হয় কেন?
➫ কোনাে বৈদ্যুতিক বাল্ব বায়ুশূন্য করলে ফিলামেন্টটি উচ্চ তাপমাত্রায় বাষ্পীভূত হয়, তাই কিছুদিন পরে ফিলামেন্টটি ক্ষয়প্রাপ্ত হয়ে ফেটে যায় এবং বাষ্পীভূত হয়ে বাল্বের ভিতরের দেওয়ালে একটি আস্তরণ তৈরি করে। এর ফলে কাঁচের স্বচ্ছতা কমে যায় এবং বাল্বের উজ্জ্বলতা হ্রাস পায়। আবার বাল্বটি বায়ুপূর্ণ করা হলে উচ্চ তাপমাত্রায় বায়ুর O2 (অক্সিজেন) দ্বারা ফিলামেন্টটি জারিত হয়ে ধাতব অক্সাইড উৎপন্ন করে এবং বাল্বের কর্মক্ষমতা হ্রাস পায়। এইসব কারণে নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন গ্যাস পূর্ণ করা হয়। ফলে ফিলামেন্টের জারিত হবার সম্ভাবনা থাকে না এবং বাস্পীভবন খুব কম হবার জন্য বাল্ব বেশি দিন চলে।

Q10. ওহমের সূত্র উল্লেখ করাে?
➫ উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ মাত্রা ওই পরিবাহীর দু-প্রান্তের বিভপ্রভেদের সমানুপাতিক হয়।

Q11. ফিউজ তার ব্যবহার করা হয় কেন?
 ফিউজ তারের তড়িৎপ্রবাহ মাত্রার একটি সর্বোচ্চ নির্দিষ্ট সহনসীমা থাকে। কোনাে কারণে ওই সইনসীমার বেশি তড়িৎপ্রবাহ হলে ফিউজ তার উত্তপ্ত হয়ে গলে যায় ফলে বর্তনী ছিন্ন হয়ে যায় এবং বর্তনীতে তড়িৎপ্রবাহ বন্ধ হয়ে যায়। যার মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

Q12. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখাে?
 তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎপ্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে, ব্যক্তিটির প্রসারিত বাম হাতটি যে দিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিক বিক্ষিপ্ত হবে।

Q13. থ্রিপিন প্লাগের আর্থ পিনটি কিছুটা বেশি মোটা ও লম্বা করা হয় কেন?
 থ্রি-পিন প্লাগের আর্থ পিনটি মােটা করা হয় যাতে ভুলবশত এই পিনটকে অন্য দুটি ছিদ্রে প্রবেশ করানো না যায়। আবার আর্থ পিনটি লম্বা করা হয়, যাতে লাইভ পিন বা নিউট্রাল পিন অপেক্ষা এই পিনটির প্রান্ত সকেটের সঙ্গে আগে যুক্ত হয় এবং ব্যবহারকারীর সর্ট খাওয়ার সম্ভাবনা কম হয়।

Q14. থ্রি-পিন প্লাগে প্রতিটি পিনের সম্মুখভাগ চেরা থাকে কেন?
➫ থ্রি-পিন প্লাগে প্রতিটি পিনের সম্মুখভাগ লম্বালম্বিভাবে চেরা থাকে, যাতে সকেট সংযােগ আলগা হয়ে গেলে একটু টেনে ভালােভাবে সংযােগ স্থাপন করা যায়। সকেটের সঙ্গে পিনের সংযােগ ঠিকভাবে না হলে সংযােগ আলগা হয়ে আগুন লাগতে পারে যা বিপজ্জনক।

Q15. কেননা কোশের তড়িচ্চালক বল 1.5 ভােল্ট—বলতে কী বােঝো?
➫ কোনাে কোশের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বােঝায় যে, ওই কোশের ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে এক কুলম্ব তড়িতাধান নিয়ে যেতে 1.5 জুল কাজ করতে হয়।



☆ অধ্যায়ঃ চলতড়িৎ ভৌতবিজ্ঞান MCQ Question সাজেশন
Q1.  তড়িৎপ্রবাহের চুম্বকীয় ক্রিয়া ঘটনাটি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন?
Ⓐ আলেসান্দ্রো ভােল্টা
Ⓑ হ্যানস ক্রিশ্চিয়ান ওরস্টেড
Ⓒ গেওর্ক জিমন ওহম
Ⓓ আন্দ্রে মেরি অ্যাম্পিয়া

Q2. ওরস্টেডের পরীক্ষায় তড়িৎপ্রবাহের জন্য চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ কোন নিয়ম থেকে পাই?
Ⓐ ফ্লেমিং-এর ডানহস্ত নিয়ম
Ⓑ ওহমের সূত্র
Ⓒ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম
Ⓓ ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম

Q3. সলিনয়েডের অক্ষ বরাবর বলরেখাগুলি কীরূপ হয়?
Ⓐ বৃত্তাকার
Ⓑ সরলরৈখিক
Ⓒ অধিবৃত্তাকার
Ⓓ উপবৃত্তাকার

Q4. 1 কিলােওয়াট-ঘণ্টা =?
Ⓐ 36 x 10জুল
Ⓑ  10জুল
Ⓒ 36 x 10জুল
Ⓓ 103 জুল

Q5. কিলােওয়াট-ঘণ্টা সাধারণত যে নামে পরিচিত, তা হল?
Ⓐ ওহম
Ⓑ ফ্যারাডে
Ⓒ ভোল্ট 
Ⓓ ইউনিট

Q6. কোন সম্পর্কটি সঠিক?
Ⓐ জুল = ভােল্ট xঅ্যাম্পিয়ার
Ⓑ জুল = ভােল্ট xকুলম্ব
Ⓒ জুল = ভােল্ট / অ্যাম্পিয়ার
Ⓓ জুল = ভােল্ট / কুলম্ব

Q7. তড়িৎপ্রবাহ মাত্রা মাপার যন্ত্রটি হল?
Ⓐ ভােল্টমিটার
Ⓑ অ্যামমিটার
Ⓒ গ্যালভানােমিটার
Ⓓ পােটেনসিওমিটার

Q8. অ্যাম্পিয়ার-সেকেন্ড এককটি কোন রাশির?
Ⓐ কুলম্ব
Ⓑ ক্ষমতা
Ⓒ পরিবাহিতা
Ⓓ আধান

Q9. তড়িৎবিভবের SI এককটি হল?
Ⓐ ওহম
Ⓑ ভোল্ট 
Ⓒ অ্যাম্পিয়ার
Ⓓ ক্ষমতা

Q10. তড়িৎচালক  বলের SI একক হল?
Ⓐ ভােল্ট
Ⓑ অ্যাম্পিয়ার
Ⓒ কুলম্ব
Ⓓ ওহম

Q11. কোন সম্পর্কটি সঠিক?
Ⓐ I = Q x t
Ⓑ t = Q x I
Ⓒ II = Q x t
Ⓓ `I\frac{Q}{t}`

Q12.একটি অ-ওহমীয় রােধের উদাহরণ হল?
Ⓐ ডায়ােড
Ⓑ টাংস্টেন তার
Ⓒ কার্বন রােধ
Ⓓ তামার তার
 
Q13. নীচের কোন পদার্থটির উষ্ণতা বৃদ্ধিতে রােধ হ্রাস পায়?
Ⓐ কার্বন
Ⓑ তামা
Ⓒ লােহা
Ⓓ রুপা

Q14. নিম্ন লিখিত সম্পর্ক গুলির মধ্যে কোটি রােধাঙ্ক একক?
Ⓐ কুলম্ব x সেকেন্ড
Ⓑ ভােল্ট x ওহম
Ⓒ ওহম-মিটার
Ⓓ ভােল্ট x কুলম্ব

Q15. রােধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক যে উপাদানটির সেটি হল?
Ⓐ তামা
Ⓑ গ্রাফাইট
Ⓒ নাইক্রোম
Ⓓ সােনা

Q16. পরিবাহিতার একক হল?
Ⓐ ওহম-মিটার
Ⓑ ওহম
Ⓒ মাে/মিটার
Ⓓ সিমেন্স বা মাে

Q17.  তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন?
Ⓐ অ্যাম্পিয়ার
Ⓑ ফ্লেমিং
Ⓒ ফ্যারাডে
Ⓓ লেঞ্জের

Q18. আবিষ্ট তড়িৎচালক বলের মান জানা যায়?
Ⓐ লেঞ্জের সূত্র থেকে
Ⓑ ফ্যারাডের প্রথম সূত্র থেকে
Ⓒ ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে
Ⓓ কোনােটিই নয়

Q19. ব্যাটারি কী প্রকার প্রবাহ সৃষ্টি করে?
Ⓐ সমপ্রবাহ
Ⓑ পরিবর্তী প্রবাহ
Ⓒ ঠান্ডা প্রবাহ 
Ⓓ কোনােটিই নয়

Q20. ভারতবর্ষে AC প্রবাহের কম্পাঙ্ক কত?
Ⓐ 70 Hz
Ⓑ 50 Hz
Ⓒ 60 Hz
Ⓓ 40 Hz

Q21. ডায়ানামাে নিয়ম বলা হয়?
Ⓐ  লেঞ্জের সূত্রকে
Ⓑ ফ্লেমিং-এর ডানহস্ত নিয়মকে
Ⓒ ফ্যারাডের প্রথম সূত্রকে
Ⓓ ফ্যারাডের দ্বিতীয় সূত্রকে

Q22. লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ সূত্রের পরিবর্তিত রূপ?
Ⓐ  শক্তি ও ভরবেগ
Ⓑ ভরবেগ
Ⓒ শক্তি
Ⓓ তড়িদাধান

Q23. ডায়ানামাে পরিবর্তিত করে?
Ⓐ তড়িৎ শক্তি → যান্ত্রিক শক্তি
Ⓑ AC → DC
Ⓒ যান্ত্রিক শক্তি → তড়িৎ শক্তি
Ⓓ DC + AC

Q24. বিদ্যুৎশক্তি উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা হয়?
Ⓐ কনভার্টার
Ⓑ AC জেনারেটর
Ⓒ DC জেনারেটর
Ⓓ একমুখীকারক

Q25. পরিবাহীতে উৎপন্ন তড়িৎচালক বলকে বলা হয়?
Ⓐ তড়িৎচালক বল
Ⓑ a এবং b উভয়
Ⓒ আবিষ্ট তড়িৎচালক বল
Ⓓ ওহম


Related Tags : মাধ্যমিক ২০২২‌ ভৌতবিজ্ঞান চলতড়িৎ সাজেশন,মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2021,মাধ্যমিক 2021 ভৌতবিজ্ঞান চলতড়িৎ ইম্পর্ট্যান্ট কোশ্চেন,মাধ্যমিক ২০২১ ভৌতবিজ্ঞান ওহমের সূত্র,মাধ্যমিক ভৌতবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় চলতড়িৎ সঠিক উত্তর নির্বাচন পর্ব-২,ভৌতবিজ্ঞান,মাধ্যমিক ভৌতবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় চলতড়িৎ অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর সহ পর্ব-১

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন