মাধ্যমিক ২০২২ ভৌতবিজ্ঞান সাজেশন | গ্যাসের আচরণ


Madhyamik Physical Science Final Short & MCQ Question Suggestion 2022


 সংশোধিত সিলেবাস অনুযায়ী মাধ্যমিক ২০২২ ভৌতবিজ্ঞান সাজেশন 
সংশোধিত সিলেবাস অনুযায়ী অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই সাজেশন গুলি এখানে দেওয়া হয়েছে আশা রাখি ৮০-৯৯ % কমন পাবে এবং এর পাশে তোমাদের কে পাঠ্যবই খুঁটিয়ে পড়তে হবে ভালো করে যাতে তোমাদের শর্ট কোশ্চেন করতে কোন অসুবিধায় পড়তে না হয়। আর এই সাজেশন গুলো মুখস্ত করে লিখে লিখে প্র্যাকটিস করবে আশারাখি তোমরা সকলে ভাল রেজাল্ট করবে।

☉ পার্ট = B মাধ্যমিক ভৌতবিজ্ঞান অধ্যায়ঃ- গ্যাসের আচরণ 
☉ দশম শ্রেণির ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ শর্ট + অতিসংক্ষিপ্ত + MCQ

[Short Type Question - প্রতিটি প্রশ্নের মান-1 ]
Q1. কেলভিন স্কেল কাকে বলে?
➫ উষ্ণতার যে স্কেলে –273°c উষ্ণতাকে শূন্য বিন্দু এবং উষ্ণতার প্রতি ডিগ্রির মানকে সেলসিয়াস স্কেলের এক ডিগ্রির সমান ধরা হয়, তাকে উষ্ণতার পরম বা কেলভিন স্কেল বলে। 
Q2. কোন কোন বিজ্ঞানী গ্যাসের গতিতত্ত্বের অবতারণা করেন?
 গ্যাসের অণুগুলির গতি ব্যাখ্যা করতে ম্যাক্সওয়েল, বােলজ ম্যান, ক্লসিয়াস প্রমুখ বিজ্ঞানীরা গ্যাসের গতিতত্ত্বের অবতারণা করেন।
Q3. বয়েলের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা হয় কেন?
 বয়েলের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা হয়, কারণ গ্যাসের চাপ ও আয়তন গ্যাসের ভরের ওপর নির্ভরশীল। গ্যাসের ভর পরিবর্তিত হলে 'চাপ ও ‘আয়তন পরিবর্তিত হবে।
Q4. পরম শূন্য উষ্ণতা কাকে বলে?
➫ চার্লসের সূত্র অনুযায়ী, স্থির চাপে যে উষ্ণতায় সব গ্যাসের 'আয়তন শূন্য হয়ে যায়, সেই সর্বনিম্ন
উষ্ণতাকে পরমশূন্য (Absolute Zero) উষ্ণতায বলে। সেলসিয়াস স্কেলে এই উষ্ণতার মান -273°c
Q5. সবর্জনীন গ্যাস ধ্রুবক কাকে বলে?
 আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি হল PV=RT, R একটি ধ্রুবক। এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান। 'R' কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে।
Q6. ব্যাপন ধর্ম কাকে বলে?
 পরস্পরের সঙ্গে 'রাসায়নিক বিক্রিয়া করে না, এরূপ কয়েকটি গ্যাসকে একসঙ্গে মেশালে ওরা একটি সমসত্ত্ব মিশ্রণ তৈরি করে, গ্যাসের এই ধর্মকে ব্যাপন বলে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : [ প্রতিটি প্রশ্নের মান-2 ]


Q7. বয়েলের ও চার্লসের সূত্র দুটি লেখাে?
বয়েলের সূত্র : উন্নতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।
চার্লসের সূত্র : 'চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের আয়তন প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে 0°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের তার `\frac{1}{273}` অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।

Q8. অ্যাভােগাড্রো প্রকল্প লেখাে ও ব্যাখ্যা করাে?
➫ অ্যাভােগাড্রো প্রকল্প : একই চাপ ও উষ্ণতায় সম-আয়তনবিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান। ব্যাখ্যা : মনে করি, একই চাপ ও তাপমাত্রায় একই আয়তনের তিনটি পৃথক পাত্রে তিনটি গ্যাস, যেমন হাইড্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড আছে। V আয়তন হাইড্রোজেন গ্যাসে যদি x টি অণু থাকে তাহলে V আয়তন অক্সিজেন ও V আয়তন কার্বন ডাই-অক্সাইডেও x টি করে অণু থাকবে
Q9. অ্যাভােগাড্রো প্রকল্পকে সুত্রের মর্যাদা দেওয়া হয় কেন?
 অ্যাভােগাড্রো প্রকল্প সরাসরি পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়নি, কিন্তু আভোগাড্রো প্রকল্পের সাহায্যে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র বা ডালটনের পরমাণুবাদ বা আরও অনেক সূত্রকে সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। এমন কিছু আজ অবধি প্ৰমণিত হয়নি যা দ্বারা বোঝা যায় অ্যাভোগাড্রো প্রকল্পটি ভুল। এছাড়া এই প্রকল্প থেকে প্রাপ্ত সিদ্ধান্তগুলি অভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। এইসব কারণে আভোগাড্রো প্রকল্পকে সূত্রের মর্যাদা দেওয়া হয়েছে।
Q10. সবর্জনীন গ্যাস ধ্রুবক কাকে বলে?
➫ 1 মােল 'আদর্শ গ্যাসের ক্ষেত্রে `\frac{PV}{T}` এর মান বা R সকল গ্যাসের ক্ষেত্রে সমান , এই মান গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না। এই R ধ্রুবককে মোলার গ্যাস ধ্রুবক বা 'সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়।
Q11. অ্যাভােগাড্রো সংখ্যার সংজ্ঞা দাও?
 এক গ্রাম অণু যে কোনাে পদার্থে মৌলিক বা যৌগিক সমসংখ্যক অণু বর্তমান থাকে। এই সংখ্যাকে 'অ্যাভোগাড্রো সংখ্যা' বলে। এই সংখ্যাটি N অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এর মান 6.022 ㄨ 1023

   [MCQ Question - প্রতিটি প্রশ্নের মান-1 ]

Q12. পরম স্কেল আবিষ্কার করেন?
🅐 বয়েল
🅑 উইলিয়াম থমসন
🅒 নিউটন
🅓 চার্লস
Ans. 🅑 উইলিয়াম থমসন

Q13. বয়েল ও চার্লস-এর সূত্রে একই ধ্রুবকটি হল?
🅐 আয়তন
🅑 চাপ
🅒 ভর
🅓 উষ্ণতা
Ans. 🅒 ভর

Q14. গ্যাসের চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হল?
🅐 ভােল্টমিটার
🅑 ম্যানােমিটার
🅒 ব্যারােমিটার
🅓 ফারেনহাইট স্কেল
Ans. 🅑 ম্যানােমিটার

Q15. বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়?
🅐 অ্যামমিটার 
🅑 ব্যারােমিটার
🅒 ভােল্টমিটার
🅓 কোনােটিই নয়
Ans. 🅑 ব্যারােমিটার

Q16. গ্যাসের অণুগুলির পরপর দুটি ধাক্কার মাঝের দূরত্বকে বলে?
🅐 ব্যাপন ক্রিয়া 
🅑 মুক্তপথ
🅒 স্থিতিস্থাপকতা
🅓 কোনােটিই নয়
Ans. 🅑 মুক্তপথ

Q17.. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণুতার মান হল?
🅐 -452.4°F
🅑 -462.4°F
🅒 -459.4°F
🅓 -463.4°F
Ans. 🅒 -459.4°F

Q18.. পরম স্কেলে জলের হিমাঙ্ক হল?
🅐 273K
🅑 373K 
🅒 173K
🅓 299K
Ans. 🅐 273K

Q19. পরম স্কেলে জলের স্ফটনাঙ্ক হল?
🅐 373K
🅑 473K
🅒 273K
🅓 173K
Ans. 🅐 373K

Q20. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন?
🅐 রোনা
🅑  চার্লস
🅒 অ্যাভোগাড্রো
🅓 বয়েল
Ans. 🅓 বয়েল

Q21. E = mcসমীকরণটির সাথে কোন বিজ্ঞানীর নাম যুক্ত?
🅐 নিউটন
🅑 অ্যাভোগাড্রো
🅒 আইনস্টাইন 
🅓 কোনােটাই নয়
Ans. 🅒 আইনস্টাইন 

Q22. বাস্তব গ্যাসের সূত্র উপস্থাপনা করেন যে বিজ্ঞানী, তার নাম হল?
🅐 ভ্যানডার ওয়ালস 
🅑 বয়েল
🅒 রেনো
🅓 চার্লস
Ans. 🅐 ভ্যানডার ওয়ালস 

Q23. গভীর জলের তলদেশ থেকে একটি বায়ুর বুদবুদ যখন ওপরের দিকে ওঠে তখন তার আয়তন___?
🅐 কমে
🅑 বাড়ে
🅒 একই থাকে
🅓 কোনােটাই নয়
Ans. 🅑 বাড়ে

Q24. 1 পাস্কেল = কত?
🅐 1 নিউটন/মিটার2
🅑 1 নিউটন/মিটার3
🅒 10 ডাইন/সেমি2
🅓 1 ডাইন/সেমি2
Ans. 🅐 1 নিউটন/মিটার2

Q25. 'R'—এই সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান হল?
🅐 0.0082 লিটার
🅑 0.082 লিটার
🅒 0.00082 লিটার
🅓 0.820 লিটার
Ans. 🅑 0.082 লিটার

Q26. গ্যাসের অণুগুলির গতিশীলতা প্রমাণ করে?
🅐  গ্যাসের চাপ
🅑  গ্যাসের গতিশক্তি
🅒 ব্যাপন ধর্ম
🅓 সবকটিই
Ans. 🅒 ব্যাপন ধর্ম

Q27. গ্যাসীয় পদার্থের আণবিক ভর M বাষ্পঘনত্ব D এর সঠিক সম্পর্ক হল?
🅐 2M =D
🅑 M=3D
🅒 M=2D
🅓 M=DD
Ans. 🅒 M=2D

Q28. বয়েলের সূত্রে ধ্রুবক হল?
🅐  গ্যাসের ভর
🅑 গ্যাসের চাপ
🅒 গ্যাসের আয়তন
🅓 A এবং B উভয়ই
Ans. 🅓 A এবং B উভয়ই

Q29.. চার্লসের সূত্রে ধ্রুবক হল?
🅐 গ্যাসের ভর
🅑 গ্যাসের চাপ
🅒 গ্যাসের উষ্ণতা
🅓  A এবং B উভয়ই
Ans. 🅓  A এবং B উভয়ই

Q30. মহাবিশ্বে সর্বনিম্ন_____ °C উষ্ণতা থাকতে পারে?
🅐 -273.15
🅑 -199.32
🅒 -104.15
🅓 -268.14
Ans. 🅐 -273.15


Releted Tags : 
madhyamik physical science question, madhyamik physical science pdf in bengali,
previous year madhyamik physical science question paper, west bengal madhyamik physical science book pdf, madhyamik physical science question answer, madhyamik 2022 physical science answer, madhyamik physical science 2022 syllabus,

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন