Class - [ X ] Bengali MCQ Practice Chapter Tests
West Bengal Madhyamik Board
চতুর্থ পাঠ - বহুরূপী (সুবোধ ঘোষ)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নকাঠামো অনুযায়ী এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে।
Bahurupi Class 10 | Madhyamik 2023 Bengali MCQ Practice Questions |
❐ বহুরূপী গল্পের বিষয় সংক্ষেপে আলোচনাঃ
গল্পের মুখ্য চরিত্র একজন বহুরূপী, যার ভাতের হাঁড়িতে প্রায় দিনই শুধু জল ফোটে। হরি নামে পরিচিত এই ব্যক্তিটি নিজের পেশার প্রতি অসম্ভব যত্নবান, যদিও পেশা থেকে তার আয় খুবই সামান্য। পাড়ার যুবকদের প্রিয় হরিদা কখনও পাগল, বাইজি বা বাউলের ভূমিকায়, কখনও-বা কাপালিক, কাবুলিওয়ালা বা পুলিশের ছদ্মবেশ ধারণ করে মানুষের মনােরঞ্জন করে। এই যুবকদের মুখেই সে একদিন একজন সন্ন্যাসীর কথা শােনে যে বহুরূপী হিমালয়বাসী সর্বত্যাগী হওয়া সত্ত্বেও, ধনী ব্যক্তি জগদীশবাবুর কাছ থেকে কাঠের খড়মে সােনার বােল ও একশাে টাকা নিতে পিছপা হননি। তখনই হরি জগদীশবাবুকে প্রকৃত সন্ন্যাসী কেমন হয়, তা দেখানাের পরিকল্পনা করে। চাঁদের আলােয় উজ্জ্বল এক সন্ধ্যায় পাড়ার যুবকদের উপস্থিতিতে হরি বহুরূপী বিরাগী সন্ন্যাসীর বেশে জগদীশবাবুর কাছে যায়।
● MCQ সঠিক উত্তরটি নির্বাচন করাে :
Q১. বহুরূপী’ গল্পটি কে লেখেন?
(ক) সুবােধ ঘােষ
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(ঘ) বনফুল মুখােপাধ্যায়
Q২. গল্পকথক ও তার সঙ্গীরা কার কাছে গল্প করেছিল?
(ক) হরিদার কাছে
(খ) নবদার কাছে
(গ) দেবুদার কাছে
(ঘ) বুড়ােদার কাছে
Q৩. জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কত দিন ছিলেন?
(ক) সাত দিন
(খ) পাঁচ দিন
(গ) আট দিন
(ঘ) চার দিন
Q৪. সারা বছরে সন্ন্যাসী শুধু একটি কী খান?
(ক) একটি সুপারি
(খ) একটি হরীতকী
(গ) একটি নারকেল
(ঘ) একটি আপেল
Q৫. হরিদা চকের বাস স্ট্যান্ডে কোন সময়ে পাগল সেজেছিল?
(ক) সকালবেলায়
(খ) বিকালবেলায়
(গ) দুপুরবেলায়
(ঘ) সন্ধ্যাবেলায়
Q৬. হরিদা ছিলেন পেশায় একজন?
(ক) চায়ের দোকানদার
(খ) বহুরূপী
(গ) বাইজি
(ঘ) পুলিশ
Q৭. যার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন, তার নাম?
(ক) হরিবাবু
(খ) ভবতােষবাবু
(গ) অনাদিবাবু
(ঘ) জগদীশবাবু
Q৮. সন্ন্যাসী থাকেন?
(ক) হিমালয়ের চূড়াতে
(খ) হিমালয়ের গুহাতে
(গ) মরুভূমিতে
(ঘ) বনভূমিতে
Q৯. সন্ন্যাসীর বয়স কত বছর?
(ক) একশাে বছর
(খ) হাজার বছর
(গ) হাজার বছরের বেশি
(ঘ) একশাে বছরের বেশি
Q১০. জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তা হল?
(ক) সােনার বােল
(খ) সােনার মল
(গ) সােনার আংটি
(ঘ) সােনার ঘুঙুর
Q১১. সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিলেন?
(ক) একটা দশ টাকার নােট
(খ) একটা পঞ্চাশ টাকার নােট
(গ) একটা কুড়ি টাকার নােট
(ঘ) একটা একশাে টাকার নােট
Q১২. হরিদার ঘরে আড্ডা দিত?
(ক) পাঁচ জন
(খ) চার জন
(গ) তিন জন
(ঘ) ছয় জন
Q১৩. লেখক ও তার বন্ধুরা কোন কোন সময়ে আড্ডা দিতেন?
(ক) রাতে
(খ) সকাল-দুপুরে
(গ) সকাল-সন্ধে
(ঘ) রাত-দিন
Q১৪. হরিদার কাছে যা অসম্ভব, তা হল?
(ক) রােজই ভাত রান্না করা
(খ) রােজ চা তৈরি করা।
(গ) রােজ বহুরূপী সাজা
(ঘ) রােজই একটা চাকরির কাজ করে যাওয়া
Q১৫. হরিদার ছােট্ট ঘরটির অবস্থান?
(ক) শহরের সবচেয়ে সরু গলির ভিতরে
(খ) চকের বাস স্ট্যান্ডের কাছে।
(গ) দয়ালবাবুর লিচু বাগানে
(ঘ) জগদীশবাবুর বাড়ির বাগানে
Q১৬. হরিদার জীবন জুড়ে ছিল—
(ক) ভয়ানক আপত্তি
(খ) নাটকীয় বৈচিত্র্য
(গ) বিচিত্র ছদ্মবেশ
(ঘ) করুণ আবেদন
Q১৭. মাঝে মাঝে সত্যিই হরিদা যা করতেন, তা হল-
(ক) রােজগার
(খ) উপােস
(গ) সন্দেহ
(ঘ) বিরাগ
Q১৮. যারা বহুরুপীর সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয়?
(ক) এক আনা
(খ) এক পয়সা
(গ) এক টাকা
(ঘ) এক আনা-দু-আনা
Q১৯. দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল?
(ক) শহরের সবচেয়ে সরু গলিটিতে
(খ) জগদীশবাবুর বাড়ির বাগানে
(গ) দয়ালবাবুর লিচু বাগানে
(ঘ) চকের বাস স্ট্যান্ডে
Q২০. চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল—
(ক) একজন বাইজি
(খ) একটি উন্মাদ পাগল
(গ) একজন সন্ন্যাসী
(ঘ) একজন কাপালিক
Q২১. হরিদা যিনি পাগল সেজেছিলেন, তার গলায় কীসের মালা ছিল?
(ক) ফুলের মালা
(খ) কাগজের মালা
(গ) হাড়ের মালা
(ঘ) র্টিনের কৌটোর মালা
Q২২. হরিদা কী সাজ দেখিয়ে সবচেয়ে বেশি পয়সা পেয়েছিলেন?
(ক) রূপসি বাইজি
(খ) হনুমান
(গ) রাক্ষস
(ঘ) দেবী কালী
Q২৩. স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিলেন?
(ক) পাঁচ আনা
(খ) আট আনা
(গ) সাত আনা
(ঘ) চার আনা
Q২৪. সপ্তাহে কত দিন হরিদা বহুরূপী সেজে পথে বের হন?
(ক) দুদিন
(খ) তিন দিন
(গ) এক দিন
(ঘ) চার দিন
Q২৫. হরিদা জগদীশবাবুর বাড়ি গিয়ে ঝােলা থেকে কী বের করেছিলেন?
(ক) রামায়ণ
(খ) মহাভারত
(গ) উপনিষদ
(ঘ) গীতা
Q২৬. বাসের ড্রাইভারের নাম ছিল-
(ক) ভবতােষ
(খ) অনাদি
(গ) কাশীনাথ
(ঘ) জগদীশ
Q২৭. ‘খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো । অন্যদিকে যাও।' এ কথা বলেছে।
(ক) ভবতােষ
(খ) অনাদি
(গ) কাশীনাথ
(ঘ) জনৈক বাসযাত্রী
Q২৮. প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল—
(ক) একজন কাপালিক
(খ) একজন সন্ন্যাসী
(গ) একজন বাইজি
(ঘ) একটি পাগল
Q২৯. দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল—
(ক) ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে
(খ) পুলিশ সেজে
(গ) স্কুলের মাস্টারমশাই সেজে
(ঘ) বাউল সেজে
Q৩০. লিচুবাগানে নকল পুলিশ স্কুলের যে কটি ছেলেকে ধরেছিলেন তার সংখ্যা হল?
(ক) পাঁচ
(খ) চার
(গ) আট
(ঘ) দশ
Q৩১. জগদীশবাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন?
(ক) উদার
(খ) কৃপণ
(গ) খারাপ
(ঘ) শান্ত
Q৩২. বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি?
(ক) জামা
(খ) পাঞ্জাবি
(গ) শাল
(ঘ) উত্তরীয়
Q৩৩. জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল—
(ক) বারাে লক্ষ টাকার
(গ) কুড়ি লক্ষ টাকার
(গ) আঠারাে লক্ষ টাকার
(ঘ) এগারাে লক্ষ টাকার
Q৩৪. রাগ হল এক ধরনের______?
(ক) প্রবৃত্তি
(খ) অনুভুতি
(গ) রিপু
(ঘ) আচরণ
Q৩৫. লেখকের কানের কাছে ফিশফিশ করে যে বলেছিল—“না না, হরিদা নয়। হতেই পারে না।” তার নাম হল?
(ক) অনাদি
(খ) ভবতোষ
(গ) জগদীশ
(ঘ) সুবােধ
গল্পের মুখ্য চরিত্র একজন বহুরূপী, যার ভাতের হাঁড়িতে প্রায় দিনই শুধু জল ফোটে। হরি নামে পরিচিত এই ব্যক্তিটি নিজের পেশার প্রতি অসম্ভব যত্নবান, যদিও পেশা থেকে তার আয় খুবই সামান্য। পাড়ার যুবকদের প্রিয় হরিদা কখনও পাগল, বাইজি বা বাউলের ভূমিকায়, কখনও-বা কাপালিক, কাবুলিওয়ালা বা পুলিশের ছদ্মবেশ ধারণ করে মানুষের মনােরঞ্জন করে। এই যুবকদের মুখেই সে একদিন একজন সন্ন্যাসীর কথা শােনে যে বহুরূপী হিমালয়বাসী সর্বত্যাগী হওয়া সত্ত্বেও, ধনী ব্যক্তি জগদীশবাবুর কাছ থেকে কাঠের খড়মে সােনার বােল ও একশাে টাকা নিতে পিছপা হননি। তখনই হরি জগদীশবাবুকে প্রকৃত সন্ন্যাসী কেমন হয়, তা দেখানাের পরিকল্পনা করে। চাঁদের আলােয় উজ্জ্বল এক সন্ধ্যায় পাড়ার যুবকদের উপস্থিতিতে হরি বহুরূপী বিরাগী সন্ন্যাসীর বেশে জগদীশবাবুর কাছে যায়।
জগদীশবাবু সন্ন্যাসীর রূপে ও উপদেশে মুগ্ধ হয়ে তাকে একশাে টাকা প্রণামী দিতে চান। গরিব বহুরূপী হরির কাছে একশাে টাকা ছিল স্বপ্নের মতাে। তবুও পাছে বিরাগীর অভিনয়ে ত্রুটি হয়, তাই সে সেই টাকা নেয় না। তার মতে, “তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। পরে সে পাড়ার যুবকদের কাছে বলে যে, জগদীশবাবুর কাছ থেকে কিছু বকশিশ আনতে অবশ্যই সে যাবে। গল্প পড়ে মনে হয়, বিরাগীর মতাে দার্শনিক ও সন্ন্যাসী হয়তাে হরির অন্তরেই বসবাস করে। তাই হরি সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করতে গিয়ে প্রকৃত সন্ন্যাসী হয়ে ওঠে, কিন্তু তথাকথিত সন্ন্যাসী সর্বত্যাগী হয়েও অন্তর্মনের মােহ-মায়া-লােভ ত্যাগ করতে পারে না।
❐ বহুরূপী গল্পের উৎসঃ
বহুরূপী কাকে বলে? সুবােধ ঘােষ রচিত 'বহুরূপী' গল্পের মূল বিষয়বস্তু আবর্তিত হয়েছে হরিকে কেন্দ্র করে। হরি নামে পরিচিত এই ব্যক্তিটি নিজের পেশার প্রতি অসম্ভব যত্নবান, যদিও পেশা থেকে তার আয় খুবই সামান্য কিন্তু , এই গল্পে হরি পেশায় বহুরূপী। বহুরূপী’ গল্পটি ‘কিশাের গল্প সুবােধ ঘােষ’ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত। যদিও পরবর্তীকালে গল্পটি সুবােধ ঘােষের ‘গল্প সমগ্র’-তেও সংকলিত হয়েছে।
❐ বহুরূপী গল্পের উৎসঃ
বহুরূপী কাকে বলে? সুবােধ ঘােষ রচিত 'বহুরূপী' গল্পের মূল বিষয়বস্তু আবর্তিত হয়েছে হরিকে কেন্দ্র করে। হরি নামে পরিচিত এই ব্যক্তিটি নিজের পেশার প্রতি অসম্ভব যত্নবান, যদিও পেশা থেকে তার আয় খুবই সামান্য কিন্তু , এই গল্পে হরি পেশায় বহুরূপী। বহুরূপী’ গল্পটি ‘কিশাের গল্প সুবােধ ঘােষ’ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত। যদিও পরবর্তীকালে গল্পটি সুবােধ ঘােষের ‘গল্প সমগ্র’-তেও সংকলিত হয়েছে।
● MCQ সঠিক উত্তরটি নির্বাচন করাে :
Q১. বহুরূপী’ গল্পটি কে লেখেন?
(ক) সুবােধ ঘােষ
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(ঘ) বনফুল মুখােপাধ্যায়
Q২. গল্পকথক ও তার সঙ্গীরা কার কাছে গল্প করেছিল?
(ক) হরিদার কাছে
(খ) নবদার কাছে
(গ) দেবুদার কাছে
(ঘ) বুড়ােদার কাছে
Q৩. জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কত দিন ছিলেন?
(ক) সাত দিন
(খ) পাঁচ দিন
(গ) আট দিন
(ঘ) চার দিন
Q৪. সারা বছরে সন্ন্যাসী শুধু একটি কী খান?
(ক) একটি সুপারি
(খ) একটি হরীতকী
(গ) একটি নারকেল
(ঘ) একটি আপেল
Q৫. হরিদা চকের বাস স্ট্যান্ডে কোন সময়ে পাগল সেজেছিল?
(ক) সকালবেলায়
(খ) বিকালবেলায়
(গ) দুপুরবেলায়
(ঘ) সন্ধ্যাবেলায়
Q৬. হরিদা ছিলেন পেশায় একজন?
(ক) চায়ের দোকানদার
(খ) বহুরূপী
(গ) বাইজি
(ঘ) পুলিশ
Q৭. যার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন, তার নাম?
(ক) হরিবাবু
(খ) ভবতােষবাবু
(গ) অনাদিবাবু
(ঘ) জগদীশবাবু
Q৮. সন্ন্যাসী থাকেন?
(ক) হিমালয়ের চূড়াতে
(খ) হিমালয়ের গুহাতে
(গ) মরুভূমিতে
(ঘ) বনভূমিতে
Q৯. সন্ন্যাসীর বয়স কত বছর?
(ক) একশাে বছর
(খ) হাজার বছর
(গ) হাজার বছরের বেশি
(ঘ) একশাে বছরের বেশি
Q১০. জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তা হল?
(ক) সােনার বােল
(খ) সােনার মল
(গ) সােনার আংটি
(ঘ) সােনার ঘুঙুর
Q১১. সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিলেন?
(ক) একটা দশ টাকার নােট
(খ) একটা পঞ্চাশ টাকার নােট
(গ) একটা কুড়ি টাকার নােট
(ঘ) একটা একশাে টাকার নােট
Q১২. হরিদার ঘরে আড্ডা দিত?
(ক) পাঁচ জন
(খ) চার জন
(গ) তিন জন
(ঘ) ছয় জন
Q১৩. লেখক ও তার বন্ধুরা কোন কোন সময়ে আড্ডা দিতেন?
(ক) রাতে
(খ) সকাল-দুপুরে
(গ) সকাল-সন্ধে
(ঘ) রাত-দিন
Q১৪. হরিদার কাছে যা অসম্ভব, তা হল?
(ক) রােজই ভাত রান্না করা
(খ) রােজ চা তৈরি করা।
(গ) রােজ বহুরূপী সাজা
(ঘ) রােজই একটা চাকরির কাজ করে যাওয়া
Q১৫. হরিদার ছােট্ট ঘরটির অবস্থান?
(ক) শহরের সবচেয়ে সরু গলির ভিতরে
(খ) চকের বাস স্ট্যান্ডের কাছে।
(গ) দয়ালবাবুর লিচু বাগানে
(ঘ) জগদীশবাবুর বাড়ির বাগানে
Q১৬. হরিদার জীবন জুড়ে ছিল—
(ক) ভয়ানক আপত্তি
(খ) নাটকীয় বৈচিত্র্য
(গ) বিচিত্র ছদ্মবেশ
(ঘ) করুণ আবেদন
Q১৭. মাঝে মাঝে সত্যিই হরিদা যা করতেন, তা হল-
(ক) রােজগার
(খ) উপােস
(গ) সন্দেহ
(ঘ) বিরাগ
Q১৮. যারা বহুরুপীর সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয়?
(ক) এক আনা
(খ) এক পয়সা
(গ) এক টাকা
(ঘ) এক আনা-দু-আনা
Q১৯. দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল?
(ক) শহরের সবচেয়ে সরু গলিটিতে
(খ) জগদীশবাবুর বাড়ির বাগানে
(গ) দয়ালবাবুর লিচু বাগানে
(ঘ) চকের বাস স্ট্যান্ডে
Q২০. চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল—
(ক) একজন বাইজি
(খ) একটি উন্মাদ পাগল
(গ) একজন সন্ন্যাসী
(ঘ) একজন কাপালিক
Q২১. হরিদা যিনি পাগল সেজেছিলেন, তার গলায় কীসের মালা ছিল?
(ক) ফুলের মালা
(খ) কাগজের মালা
(গ) হাড়ের মালা
(ঘ) র্টিনের কৌটোর মালা
Q২২. হরিদা কী সাজ দেখিয়ে সবচেয়ে বেশি পয়সা পেয়েছিলেন?
(ক) রূপসি বাইজি
(খ) হনুমান
(গ) রাক্ষস
(ঘ) দেবী কালী
Q২৩. স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিলেন?
(ক) পাঁচ আনা
(খ) আট আনা
(গ) সাত আনা
(ঘ) চার আনা
Q২৪. সপ্তাহে কত দিন হরিদা বহুরূপী সেজে পথে বের হন?
(ক) দুদিন
(খ) তিন দিন
(গ) এক দিন
(ঘ) চার দিন
Q২৫. হরিদা জগদীশবাবুর বাড়ি গিয়ে ঝােলা থেকে কী বের করেছিলেন?
(ক) রামায়ণ
(খ) মহাভারত
(গ) উপনিষদ
(ঘ) গীতা
Q২৬. বাসের ড্রাইভারের নাম ছিল-
(ক) ভবতােষ
(খ) অনাদি
(গ) কাশীনাথ
(ঘ) জগদীশ
Q২৭. ‘খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো । অন্যদিকে যাও।' এ কথা বলেছে।
(ক) ভবতােষ
(খ) অনাদি
(গ) কাশীনাথ
(ঘ) জনৈক বাসযাত্রী
Q২৮. প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল—
(ক) একজন কাপালিক
(খ) একজন সন্ন্যাসী
(গ) একজন বাইজি
(ঘ) একটি পাগল
Q২৯. দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল—
(ক) ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে
(খ) পুলিশ সেজে
(গ) স্কুলের মাস্টারমশাই সেজে
(ঘ) বাউল সেজে
Q৩০. লিচুবাগানে নকল পুলিশ স্কুলের যে কটি ছেলেকে ধরেছিলেন তার সংখ্যা হল?
(ক) পাঁচ
(খ) চার
(গ) আট
(ঘ) দশ
Q৩১. জগদীশবাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন?
(ক) উদার
(খ) কৃপণ
(গ) খারাপ
(ঘ) শান্ত
Q৩২. বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি?
(ক) জামা
(খ) পাঞ্জাবি
(গ) শাল
(ঘ) উত্তরীয়
Q৩৩. জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল—
(ক) বারাে লক্ষ টাকার
(গ) কুড়ি লক্ষ টাকার
(গ) আঠারাে লক্ষ টাকার
(ঘ) এগারাে লক্ষ টাকার
Q৩৪. রাগ হল এক ধরনের______?
(ক) প্রবৃত্তি
(খ) অনুভুতি
(গ) রিপু
(ঘ) আচরণ
Q৩৫. লেখকের কানের কাছে ফিশফিশ করে যে বলেছিল—“না না, হরিদা নয়। হতেই পারে না।” তার নাম হল?
(ক) অনাদি
(খ) ভবতোষ
(গ) জগদীশ
(ঘ) সুবােধ
📢 উত্তর সমাধান নীচের পিডিএফ ফাইল আকারে দেওয়া রয়েছে ...
PDF File Details :
⚙ বহুরূপী MCQ Answer PDF
⚙ Size - 100. KB
⚙ Total Pages - 7 Page.
⚙ Quality - HD
⚙ Download Server - Highspeed