দ্বাদশ শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায় : বি-উপনিবেশিকরণ (Decolonization)
অনলাইন প্র্যাকটিস সেট || Free ইতিহাস MCQ মক টেস্ট
❍ আরো পড়ুনঃ
➲ অধ্যায় সংক্ষেপে : বিংশ শতাব্দীর সূচনাকাল থেকেই সমগ্র পৃথিবীতে উপনিবেশগুলির স্বাধীনতা অর্জনের লড়াই অত্যন্ত তীব্র হয়ে ওঠে। ইউরোপীয় রাষ্ট্রগুলির দুর্বলতার সুযোগ নিয়ে তাদের অধীনস্থ আফ্রো-এশীয় উপনিবেশগুলি প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই নিজেদের স্বাধীনতার দাবিকে জোরদার করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক ইউরোপীয় রাষ্ট্রগুলি তাদের উপনিবেশগুলি ত্যাগ করতে বাধ্য হয়। এর দুটি কারণ হল, (i) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি এবং(ii) আফ্রিকা ও এশিয়ার রাষ্ট্রগুলির ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলন।এভাবেই এশিয়া ও আফ্রিকার দেশগুলি সাম্রাজ্যবাদী শক্তিগুলির থেকে স্বাধীনতা অর্জন করে, অর্থাৎ তাদের বি-উপনিবেশিকরণ ঘটে।
আলোচ্য অধ্যায়ে একটি সমীক্ষার বিষয়বস্তু হিসেবে ঔপনিবেশিক ফরাসি শক্তির অধীনতা থেকে আলজিরিয়ার স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে। পাশাপাশি ডাচদের অধীনতা থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভের ঘটনাও উল্লিখিত হয়েছে। শুধু তাই নয়, ভারত ভাগের পর পূর্ব ও পশ্চিম-পাকিস্তানকে নিয়ে গঠিত পাকিস্তান রাষ্ট্রেও ওই সময় থেকে রাজনৈতিক পটপরিবর্তনের সূত্রপাত হয়। বাংলাভাষী পূর্ব-পাকিস্তান, উর্দুভাষী পশ্চিম-পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র রাষ্ট্র ‘বাংলাদেশ' হিসেবে আত্মপ্রকাশ করতে উদ্গ্রীব হয়ে ওঠে। বহু প্রতিকূলতা ও রক্তক্ষয়ী আন্দোলনের পর শেষ পর্যন্ত ভারতের হস্তক্ষেপে 1971 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
স্বাধীনতার পর এশীয় রাষ্ট্রগুলিতে সাংবিধানিক শাসনব্যবস্থার প্রচলন হয়েছিল। ভারতীয় সাংবিধানিক শাসনের বৈশিষ্ট্যগুলি হল সংসদীয় ও যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, ব্যক্তিস্বাতন্ত্র্য্য, প্রশাসনিক ঐক্য, নির্বাচনমূলক রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশ। অপরপক্ষে, পাকিস্তানের সংবিধান সামরিক খাতে অধিক ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। বাংলাদেশও স্বাধীনতা লাভের পর ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বর্ধবিধান প্রণয়ন করেছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান মৌলবাদী কার্যকলাপের ফলে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ বন্ধ হয়নি। ভারত সাবিধান রচনা ছাড়াও অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা কমিশন গঠন করে, বার উদ্যোক্স ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এই কমিশনের উদ্যোগে ভারতে পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার সূচনা ঘটে।
এর উদ্দেশ্য ছিল সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে ভারসাম্য রক্ষা, উৎপাদন বৃদ্ধি, শিল্পক্ষেত্রে অধিক গুরুত্ব প্রদান, জাতীয় আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়ন। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য 1960-এর দশকে ‘সবুজ বিপ্লব’-এর পরিকল্পনাও গৃহীত হয়েছিল। ভারতসহ সদ্য স্বাধীনতাপ্রাপ্ত তৃতীয় বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রয়াস চালিয়েছিল। এই প্রয়াসেরই অন্যতম পরিণতি হল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠন অথবা সার্ক-এর প্রতিষ্ঠা। সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক উন্নতি। 1981 খ্রিস্টাব্দে কলম্বোতে সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় এবং 1985 খ্রিস্টাব্দে ঢাকায় অনুষ্ঠিত হয় প্রথম শীর্ষ সম্মেলন। তারপর থেকে বর্তমানেও সার্কের কার্যাবলি অব্যাহত আছে। সার্কের সাহায্যেই দক্ষিণ এশিয়ায় সহযোগিতামূলক কর্মসূচি প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণ করেছে।
Q1.মায়ানমার (ব্রমদেশ) কবে স্বাধীন হয়?
(a) 1948 খ্রিস্টাব্দে(b) 1950 খ্রিস্টাব্দে
(c) 1958 খ্রিস্টাব্দে
(d) 1960 খ্রিস্টাব্দে
Q2. প্যাট্রিক সুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
(a) ঘানা
(b) কঙ্গো
(c) জামাইকা
(d) মাল্টা
Q3. টিউনিশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
(a) স্পেন
(b) ইংল্যান্ড
(c) ফ্রান্স
(d) মার্কিন যুক্তরাষ্ট্র
Q4. 'The year of African Independence' বলা হয়?
(a) 1960 খ্রিস্টাব্দকে
Q5.বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
(a) চিনে
(b) ইন্দোনেশিয়ায়
(c) আপানে
(d) নেপালে
Q6. 'বি-উপনিবেশিকরণ' বা Decolonization শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন?
(a) ওয়াল্টার লিপম্যান
Q8. পাকিস্তানের সংবিধান অনুসারে ওই রাষ্ট্রের প্রধান হলেন?
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) সেনাপ্রধান
(d) স্বরাষ্ট্রমন্ত্রী
Q9. আলজিরিয়া যথাক্রমে কোন দুটি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল?
(a) ব্রিটেন ও পোর্তুগাল
(b) ইজিপ্ট ও জার্মানি
(c) অটোমান তুর্কি ও ফ্রান্স
(d) স্পেন ও আমেরিকা
Q10. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল?
(a) 1951 খ্রিস্টাব্দে
(b) 1952 খ্রিস্টাব্দে
(c) 1953 খ্রিস্টাব্দে
Q11. কোন ফরাসি রাষ্ট্রনায়কের নেতৃত্বে ফ্রান্সে পঞ্চম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়?
(a) লুই ফিলিপ্পি
(b) শার্ল দ্য গল
(c) নেপোলিয়ান বোনাপার্ট
(d) জেকুইস ম্যাসু
Q12. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়?
(a) 1951 খ্রিস্টাব্দে
(b) 1952 খ্রিস্টাব্দে
(c) 1953 খ্রিস্টাব্দে
(d) 1955 খ্রিস্টাব্দে
Q13. বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ভাষা দিবস পালিত হয়?
(a) 21 ফেব্রুয়ারি
(b) 29 মার্চ
(c) 15 এপ্রিল
(d) 5 ডিসেম্বর
Q14. 1971 খ্রিস্টাব্দের যুদ্ধের সময় পাকিস্তানে কোন রাজনৈতিক দলের একক কর্তৃত্ব ছিল?
(a) আওয়ামি লিগ
(b) মুসলিম লিগ
(c) পাকিস্তান পিপলস্ পার্টি
(d) বিএনপি
Q15. বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়?
(a) 11 ডিসেম্বর
(b) 16 ডিসেম্বর
(c) 18 ডিসেম্বর
(d) 20 ডিসেম্বর
Q16. পাকিস্তানের কোন রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনার জন্য ‘ইসলামিকরণ' নীতি বেছে নিয়েছিলেন?
(a) আয়ুব খান
(c) আসিফ আলি জারদারি
(b) পারভেজ মুশারফ
(d) জিয়াউল হক
Q17. অ্যাঙ্গোলা স্বাধীনতা অর্জন করে?
(a) 1976 খ্রিস্টাব্দে
(b) 1974 খ্রিস্টাব্দে
(c) 1975 খ্রিস্টাব্দে
(d) 1977 খ্রিস্টাব্দে
Q18. ইথিওপিয়া কাদের উপনিবেশ ছিল?
(a) জার্মানির
(b) স্পেনের
(c) ইটালির
(d) বেলজিয়ামের
Q19. মরক্কো স্বাধীন হয়?
(a) 1953 খ্রিস্টাব্দে
(b) 1954 খ্রিস্টাব্দে
(c) 1955 খ্রিস্টাব্দে
(d) 1956 খ্রিস্টাব্দে
Q20. নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোনটি ব্রিটিশ উপনিবেশ ছিল?
(a) টোগো
(b) সিরিয়া
(c) জামাইকা
(d রোয়াল্ডা
Q21. সাইপ্রাস স্বাধীন হয়______ খ্রিস্টাব্দে?
(a) 1960 খ্রিস্টাব্দে
Q22. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—গানটির রচয়িতা?
Q24. চতুর্থ সার্ক শীর্ষ সম্মেলন হয়েছিল?
(a) ঢাকায়
(b) দিল্লিতে
(c) ইসলামাবাদে
(d) থিম্পুতে
(c) 1958 খ্রিস্টাব্দে
(d) 1960 খ্রিস্টাব্দে
Q2. প্যাট্রিক সুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
(a) ঘানা
(b) কঙ্গো
(c) জামাইকা
(d) মাল্টা
Q3. টিউনিশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
(a) স্পেন
(b) ইংল্যান্ড
(c) ফ্রান্স
(d) মার্কিন যুক্তরাষ্ট্র
Q4. 'The year of African Independence' বলা হয়?
(a) 1960 খ্রিস্টাব্দকে
(b) 1970 খ্রিস্টাব্দকে
(c) 1980 খ্রিস্টাব্দকে
(d) 1990 খ্রিস্টাব্দকে
Q5.বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
(a) চিনে
(b) ইন্দোনেশিয়ায়
(c) আপানে
(d) নেপালে
Q6. 'বি-উপনিবেশিকরণ' বা Decolonization শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন?
(a) ওয়াল্টার লিপম্যান
(b) মরিস ডি. মরিস
(c) ক্রিস্টোফার হিল
(d) মরিৎজ জুলিয়াস বন
Q7. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সম্মিলিত জাতিপুঞ্জে যোগদানকারী রাষ্ট্রের সংখ্যা?
(c) ক্রিস্টোফার হিল
(d) মরিৎজ জুলিয়াস বন
Q7. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সম্মিলিত জাতিপুঞ্জে যোগদানকারী রাষ্ট্রের সংখ্যা?
(a) 111
(b) 179
(c) 150
(d) 198
(b) 179
(c) 150
(d) 198
Q8. পাকিস্তানের সংবিধান অনুসারে ওই রাষ্ট্রের প্রধান হলেন?
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) সেনাপ্রধান
(d) স্বরাষ্ট্রমন্ত্রী
Q9. আলজিরিয়া যথাক্রমে কোন দুটি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল?
(a) ব্রিটেন ও পোর্তুগাল
(b) ইজিপ্ট ও জার্মানি
(c) অটোমান তুর্কি ও ফ্রান্স
(d) স্পেন ও আমেরিকা
Q10. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল?
(a) 1951 খ্রিস্টাব্দে
(b) 1952 খ্রিস্টাব্দে
(c) 1953 খ্রিস্টাব্দে
(d) 1954 খ্রিস্টাব্দে
Q11. কোন ফরাসি রাষ্ট্রনায়কের নেতৃত্বে ফ্রান্সে পঞ্চম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়?
(a) লুই ফিলিপ্পি
(b) শার্ল দ্য গল
(c) নেপোলিয়ান বোনাপার্ট
(d) জেকুইস ম্যাসু
Q12. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়?
(a) 1951 খ্রিস্টাব্দে
(b) 1952 খ্রিস্টাব্দে
(c) 1953 খ্রিস্টাব্দে
(d) 1955 খ্রিস্টাব্দে
Q13. বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ভাষা দিবস পালিত হয়?
(a) 21 ফেব্রুয়ারি
(b) 29 মার্চ
(c) 15 এপ্রিল
(d) 5 ডিসেম্বর
Q14. 1971 খ্রিস্টাব্দের যুদ্ধের সময় পাকিস্তানে কোন রাজনৈতিক দলের একক কর্তৃত্ব ছিল?
(a) আওয়ামি লিগ
(b) মুসলিম লিগ
(c) পাকিস্তান পিপলস্ পার্টি
(d) বিএনপি
Q15. বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়?
(a) 11 ডিসেম্বর
(b) 16 ডিসেম্বর
(c) 18 ডিসেম্বর
(d) 20 ডিসেম্বর
Q16. পাকিস্তানের কোন রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনার জন্য ‘ইসলামিকরণ' নীতি বেছে নিয়েছিলেন?
(a) আয়ুব খান
(c) আসিফ আলি জারদারি
(b) পারভেজ মুশারফ
(d) জিয়াউল হক
Q17. অ্যাঙ্গোলা স্বাধীনতা অর্জন করে?
(a) 1976 খ্রিস্টাব্দে
(b) 1974 খ্রিস্টাব্দে
(c) 1975 খ্রিস্টাব্দে
(d) 1977 খ্রিস্টাব্দে
Q18. ইথিওপিয়া কাদের উপনিবেশ ছিল?
(a) জার্মানির
(b) স্পেনের
(c) ইটালির
(d) বেলজিয়ামের
Q19. মরক্কো স্বাধীন হয়?
(a) 1953 খ্রিস্টাব্দে
(b) 1954 খ্রিস্টাব্দে
(c) 1955 খ্রিস্টাব্দে
(d) 1956 খ্রিস্টাব্দে
Q20. নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোনটি ব্রিটিশ উপনিবেশ ছিল?
(a) টোগো
(b) সিরিয়া
(c) জামাইকা
(d রোয়াল্ডা
Q21. সাইপ্রাস স্বাধীন হয়______ খ্রিস্টাব্দে?
(a) 1960 খ্রিস্টাব্দে
(b) 1962 খ্রিস্টাব্দে
(c) 1965 খ্রিস্টাব্দে
(d) 1970 খ্রিস্টাব্দে
(d) 1970 খ্রিস্টাব্দে
Q22. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—গানটির রচয়িতা?
(a) আব্দুল জব্বার
(b) আব্দুল গফ্ফর চৌধুরি
(c) আব্দুল বরকত
(d) মোহম্মদ সালাউদ্দিন
(b) আব্দুল গফ্ফর চৌধুরি
(c) আব্দুল বরকত
(d) মোহম্মদ সালাউদ্দিন
Q23. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল?
(a) 1961 খ্রিস্টাব্দে
(b) 1971 খ্রিস্টাব্দে
(c) 1981 খ্রিস্টাব্দে
(d) 1991 খ্রিস্টাব্দে
Q24. চতুর্থ সার্ক শীর্ষ সম্মেলন হয়েছিল?
(a) ঢাকায়
(b) দিল্লিতে
(c) ইসলামাবাদে
(d) থিম্পুতে
(a) যুগোশ্লাভিয়া
(b) ইটালি
(c) পাকিস্তান
(b) ইটালি
(c) পাকিস্তান
(d) জার্মানি
Q26. টোগো যে ইউরোপীয় রাষ্ট্রের উপনিবেশ ছিল, সেটি হল?
(a) ইংল্যান্ড
(b) পোর্তুগাল
(c) ইটালি
(d) ফ্রান্স
Q27. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (NLF)-এর প্রধান নেতা ছিলেন?
(a) আহমেদ বেন বেল্লা
(b) সুহার্তো
(c) হো-চি-মিন
(c) হো-চি-মিন
(d) ফিদেল কাস্ত্রো
Q28. ইন্দোনেশিয়াতে ডাচ ঔপনিবেশিক শাসনের সূচনা হয়?
(a) 1802 খ্রিস্টাব্দে
(a) 1802 খ্রিস্টাব্দে
(b) 1800 খ্রিস্টাব্দে
(c) 1900 খ্রিস্টাব্দে
(d) 1951 খ্রিস্টাব্দে
Q29. ইন্দোনেশিয়ার প্রজাতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী ছিলেন?
(a) ড. সুকর্ন
(b) সুহার্তো
(c) বেন বেল্লা
(d) মোহাম্মদ হাট্টা
Q30. প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণকালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন?
(a) জওহরলাল নেহরু
(b) রাজীব গান্ধি
(c) ইন্দিরা গান্ধি
(c) ইন্দিরা গান্ধি
(d) ড. মনমোহন সিং
Q31. 'Bengal Muslims: The quest for identity' গ্রন্থটি রচনা করেছেন?
(a) আজিজ আহমেদ
(b) রফিউদ্দিন আহমেদ
(c) মোহম্মদ এনামুল হক
(d) উইলিয়াম হান্টার
Q32. 1970 খ্রিস্টাব্দে বাংলাদেশের নির্বাচনে আওয়ামি লিগের প্রাপ্ত আসন সংখ্যা ছিল?
(a) 140টি
(b) 150টি
(c) 160টি
(d) 110টি
(b) 150টি
(c) 160টি
(d) 110টি
Q33. রোয়ান্ডা কবে স্বাধীনতা লাভ করেছিল?
(a) 1962 খ্রিস্টাব্দে
(b) 1969 খ্রিস্টাব্দে
(c) 1980 খ্রিস্টাব্দে
(d) 1990 খ্রিস্টাব্দে
Q34. স্বাধীন বাংলাদেশের সংবিধান কার্যকারী হয়?
(a) 1971 খ্রিস্টাব্দে
(b) 1972 খ্রিস্টাব্দে
(c) 1973 খ্রিস্টাব্দে
(d) 1974 খ্রিস্টাব্দে
Q35. কার উদ্যোগে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল?
(a) জওহরলাল নেহরু
(b) ইন্দিরা গান্ধি
(c) মোতিলাল নেহরু
(c) মোতিলাল নেহরু
(d) মেঘনাদ সাহা
Q36. আলজিরিয়ার NLF রাজনৈতিক দলের সম্পূর্ণ নাম কী?
(a) নন ফ্রন্টিয়াল লিগ
(b) ন্যাশনাল লেফটিস্ট ফেডারেশন
(c) ন্যাশনাল ফেডারেশন লিগ
(d) ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট
Q37. ভিলাই ইস্পাত কারখানা গঠনের সময় ভারতের সহায়ক দেশ ছিল?
(a) জার্মানি
(b) ফ্রান্স
(c) সোভিয়েত ইউনিয়ন
(d) মার্কিন যুক্তরাষ্ট্র
Q38. ‘রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড' স্থাপিত হয়?
(a) বোকারোতে
(b) বিশাখাপত্তনমে
(c) ভিলাইতে
(d) আসানসোলে
(b) বিশাখাপত্তনমে
(c) ভিলাইতে
(d) আসানসোলে
Q39. ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (খড়গপুর) প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) 1949 খ্রিস্টাব্দে
(b) 1951 খ্রিস্টাব্দে
(c) 1962 খ্রিস্টাব্দে
(d) 1992 খ্রিস্টাব্দে
Q40. ‘ভারতের মহাকাশ কর্মসূচির জনক' ছিলেন?
(a) ড. বিক্রম সারাভাই
(b) হোমি জাহাঙ্গির ভাবা
(c) শাস্তিস্বরূপ ভাটনগর
(d) প্রশান্তচন্দ্ৰ মহলানবিশ
Q41. পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন হয়?
(a) 1950 খ্রিস্টাব্দে
(b) 1951 খ্রিস্টাব্দে
(c) 1952 খ্রিস্টাব্দে
(c) 1959 খ্রিস্টাব্দে
Q42. মুজিবর রহমান কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন?
(a) পাকিস্তান পিপলস্ পার্টি
(b) মুসলিম লিগ
(c) বাংলাদেশ পিপলস্ পার্টি
(d) আওয়ামি লিগ
Q43. ক্যামেরুন কোন দেশের উপনিবেশ ছিল?
(a) ফ্রান্সের
(b) ইংল্যান্ডের
(c) স্পেনের
(d) ইটালির
Q44. বর্তমানে ভারতের সংবিধানের ধারার সংখ্যা?
(a) 394 টি
(c) 466 টি
(b) 462 টি
(d) 397 টি
(c) 466 টি
(b) 462 টি
(d) 397 টি
Q45. প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির আমলে 'ভারত-সোভিয়েত মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়?
(a) 1981 খ্রিস্টাব্দে
(b) 1971 খ্রিস্টাব্দে
(c) 1961 খ্রিস্টাব্দে
(c) 1961 খ্রিস্টাব্দে
(d) 1991 খ্রিস্টাব্দে
Q46. ভারত প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?
(a) 1982 খ্রিস্টাব্দে
(b) 1986 খ্রিস্টাব্দে
(c) 1961 খ্রিস্টাব্দে
(d) 1974 খ্রিস্টাব্দে
(d) 1974 খ্রিস্টাব্দে
Q47. ভারতের নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হলেন?
(a) প্রধানমন্ত্রী
(b) রাষ্ট্রপতি
(c) রাজ্যপাল
(d) মুখ্যমন্ত্রী
(b) রাষ্ট্রপতি
(c) রাজ্যপাল
(d) মুখ্যমন্ত্রী
Q48. Centre for Advanced Technologies (CAT) প্রতিষ্ঠিত হয়?
(a) 1984 খ্রিস্টাব্দে
(b) 1990 খ্রিস্টাব্দে
(c) 1986 খ্রিস্টাব্দে
(d) 2002 খ্রিস্টাব্দে
Q49. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হল?
(a) IRE
(b) SAPTA
(c) SAARC
(d) ISRO
Q50. বেন বেন্নার পর আলজিরিয়ার রাষ্ট্রপতি হন?
(a) ড. সুকর্ন
(b) জেকুইস ম্যাসু
(b) জেকুইস ম্যাসু
(c) হৌয়ারি বুমেডিয়েন
(d) জিয়া-উল-হক
Q51. 1950-এর দশকে ‘কেমিক্যালস অ্যান্ড প্লাস্টিকস লিমিটেড' গঠিত হয়েছিল?
(a) দিল্লিতে
(b) বিশাখাপত্তনমে
(c) পশ্চিমবঙ্গে
(d) রাউরকেল্লায়
(b) বিশাখাপত্তনমে
(c) পশ্চিমবঙ্গে
(d) রাউরকেল্লায়
Q52. পরিকল্পনা কমিশনের সহযোগী সংস্থা হিসেবে ‘জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছিল?
(a) 1947 খ্রিস্টাব্দে
(b) 1950 খ্রিস্টাব্দে
(c) 1959 খ্রিস্টাব্দে
(d) 1992 খ্রিস্টাব্দে
Q53. রাউরকেল্লা স্টিল প্ল্যান্টে উৎপাদন শুরু হয়েছিল?
(a) 1959 খ্রিস্টাব্দে
(b) 1962 খ্রিস্টাব্দে
(c) 1966 খ্রিস্টাব্দে
(d) 1999 খ্রিস্টাব্দে
Q54. গণভোটের দ্বারা কে পাকিস্তানে ইসলামি আইন প্রবর্তন করেন?
(a) পারভেজ মুশারফ
(b) মোহম্মদ আলি জিন্না
(c) জিয়া-উল-হক
(d) নিয়াজি
(d) নিয়াজি
(a) দিল্লিতে
(b) কানপুরে
(c) বিশাখাপত্তনমে
(d) ইন্দোরে
Q56. রাজস্থানের পোখরানে ভারত প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল?
(a) 12 জানুয়ারি, 1965 খ্রিস্টাব্দে
(b) 25 সেপ্টেম্বর, 1977 খ্রিস্টাব্দে
(c) 17 জুলাই 1960 খ্রিস্টাব্দে
(d) 18 মে, 1974 খ্রিস্টাব্দে
Q57. যে প্রধানমন্ত্রীর আমলে ভারতে সর্বপ্রথম অর্থনৈতিক উদারীকরণ নীতি গৃহীত হয়েছিল, তিনি?
(a) ইন্দিরা গান্ধি
(b) ড. মনমোহন সিংহ
(c) পি. ভি. নরসিমা রাও
(d) অটলবিহারী বাজপেয়ী
Q58. ভারতীয় অর্থনীতিতে উদারীকরণ প্রক্রিয়ার সূচনা হয়েছিল
(a) 1985 খ্রিস্টাব্দে
(b) 1987 খ্রিস্টাব্দে
(c) 1991 খ্রিস্টাব্দে
(d) 1995 খ্রিস্টাব্দে
Q59. সার্ক প্রতিষ্ঠার রজতজয়ন্তী বর্ষ কোথায় পালিত হয়?
(a) থিম্পু (2010 খ্রিস্টাব্দে)
(b) আম্মু (2011 খ্রিস্টাব্দে)
(d) দিল্লি (2007 খ্রিস্টাব্দে)
(c) কলম্বো (2008 খ্রিস্টাব্দে)
Q60. 'BHEL:-এর সম্পূর্ণ অর্থ?
(a) বেশল হেভি ইলেকট্রিক লিমিটেড
(b) ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড
(c) বিড়লা হেভি ইলেকট্রিক লিমিটেড
(d) ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড
(a) বেশল হেভি ইলেকট্রিক লিমিটেড
(b) ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড
(c) বিড়লা হেভি ইলেকট্রিক লিমিটেড
(d) ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড
Q61. SAPTA (South Asian Preferential Trade Agreement) সম্পাদিত হয়?
(a) 1992 খ্রিস্টাব্দে
(b) 1994 খ্রিস্টাব্দে
(c) 1995 খ্রিস্টাব্দে
(d) 1993 খ্রিস্টাব্দে
Q62. এদের মধ্যে যে রাষ্ট্রটি সার্কের সদস্য নয়, সেটি হল?
(a) পাকিস্তান
(b) বাংলাদেশ
(c) মালদ্বীপ
(d) চিন
Q63. ভারতীয় সংবিধান কার্যকারী হয়।
(a) 1950 খ্রিস্টাব্দে
(b) 1973 খ্রিস্টাব্দে
(c) 1975 খ্রিস্টাব্দে
(d) 1980 খ্রিস্টাব্দে
(b) 1973 খ্রিস্টাব্দে
(c) 1975 খ্রিস্টাব্দে
(d) 1980 খ্রিস্টাব্দে
Q64. কোন দেশ আলজিরিয়ায় উপনিবেশ স্থাপন করে?
(a) ফ্রান্স
(a) ফ্রান্স
(b) ইংল্যান্ড
(c) ইটালি
(d) ফিলিপাইন
(d) ফিলিপাইন
Q65. ফ্রান্সে চতুর্থ প্রজাতন্ত্রের পতন ঘটে?
(a) 1958 খ্রিস্টাব্দে
(b) 1960 খ্রিস্টাব্দে
(c) 1950 খ্রিস্টাব্দে
(d) 1954 খ্রিস্টাব্দে
Q66. ভারতে গণপরিষদ গঠিত হয়?
(a) 1940 খ্রিস্টাব্দে
(b) 1941 খ্রিস্টাব্দে
(c) 1944 খ্রিস্টাব্দে
(d) 1946 খ্রিস্টাব্দে
(c) 1944 খ্রিস্টাব্দে
(d) 1946 খ্রিস্টাব্দে