
ভাষাপাঠ ষষ্ঠ অধ্যায় সমাধান পঞ্চম শ্রেণি
২। বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো।
৩। গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুত্তর দাও।
৪। পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো।
১। ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে একটি চিঠি লেখো।
ছাত্রাবাস থেকে লেখা বাবা-মাকে চিঠি
রামকৃষ্ণ ছাত্রাবাস
ব্যারাকপুর
১৪.৯.২০২৩
আশাকরি তোমরা সকলেই ভালো আছো। গতকাল তোমার চিঠি পেয়েছি। আগামী সপ্তাহ থেকে বিশেষ পরীক্ষা শুরু হবে। তাই একটু ব্যস্ত ছিলাম। পাঠ্য বই ও সহায়ক বই এবং বিদ্যালয়ের শিক্ষকদের নানা পরামর্শ একত্র করে এই পরীক্ষার প্রস্তুতি শুরু করেছি। গত যান্মাসিক পরীক্ষার ফল বিশেষ ভালো হয়নি। তাই একটু উত্তেজনায় আছি। কারণ অন্যান্য বিষয়গুলিতে মোটামুটি সাফল্য পেলেও ইতিহাস ও পরিবেশ বিষয়ে দুশ্চিন্তা বেড়েছে। যা হোক আমাদের শিক্ষক মহাশয়গণ আমাকে সেজন্য কিছু উপদেশ ও নির্দেশ দিয়েছেন। আশা করি আমি তোমাদের আশীর্বাদে এবার পরীক্ষায় ভালো করব। তোমরা আমার প্রণাম নেবে।
ইতি
তোমাদের কালীপদ
শ্ৰীমতী প্ৰণতি সেনগুপ্তপ্রযত্নে প্রণয় সেনগুপ্ত
পোঃ নবগ্রাম
জেলা : হুগলি
২। বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো।
বিদ্যালয়ের অনুষ্ঠানে বন্ধুকে চিঠি
কাঁথি, মেদিনীপুর (পূর্ব)
১৪.৯.২০২২
প্রিয় টুকুন,
আশা করি তোমরা ভালো আছ। গতকাল আমাদের বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব পালিত হয়েছে। আমাদের প্রধান শিক্ষকমহাশয়ের তত্ত্বাবধানে আমরা বেশ কয়েকদিন ধরে এই উৎসবের প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল বেলা তিনটার সময়। বিদ্যালয়ের সভাপতি অনুষ্ঠানের উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালন করেন প্রধান শিক্ষক মহাশয়। প্রথমেই বৈদিক স্তোত্র পাঠ করে আমাদের শ্রেণির কয়েকজন ছাত্র। এরপর বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্ররা গান ও আবৃত্তি পরিবেশন করে। সভাপতি তাঁর ভাষণে ছাত্রদের বিদ্যানুরাগী, বিনয়ী ও শৃঙ্খলাপরায়ণ হতে আহ্বান জানান। পঞম থেকে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের অধিকারী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সুকুমার রায়ের '‘অবাক জলপান’ নাট্যানুষ্ঠান। এটি পরিচালনা করেন আমাদের বাংলার শিক্ষকমহাশয়। পঞ্চম শ্রেণির ছাত্ররাই এতে অভিনয় করে সাফল্যের সঙ্গে।
সবশেষে, সমবেত শ্রোতৃমণ্ডলীকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের এক প্রবীণ শিক্ষক মহাশয়। এমনি এক ভাবগম্ভীর পরিবেশে সেদিন আমাদের বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসবটি উদ্যাপিত হয়েছে। আজ শেষ করছি। তুমি আমার বুক ভরা ভালোবাসা নিয়ো।
ইতি
পরেশ
টুকুন রায়
প্রযত্নে বিজন রায়
আশ্রমপাড়া
পোঃ ও জেলা : জলপাইগুড়ি
প্রযত্নে বিজন রায়
আশ্রমপাড়া
পোঃ ও জেলা : জলপাইগুড়ি
৩। গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুত্তর দাও।
গরমের ছুটি জানিয়ে ভাইকে চিঠি
স্নেহের অনির্বাণ
১৪.৮.২০২৩
ইতি
দাদা
অনির্বাণ সামন্ত
বিদ্যাসাগর পল্লি,
পোঃ সাতমাইল
জেলা : পূর্ব মেদিনীপুর
বিদ্যাসাগর পল্লি,
পোঃ সাতমাইল
জেলা : পূর্ব মেদিনীপুর
৪। পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো।
পরীক্ষার কথা জানিয়ে দিদিকে চিঠি
পুরুলিয়া সারদা বিদ্যাপীঠ
পুরুলিয়া
শ্রীচরণেষু দিদি,
আশা করি তুমি কুশলেই আছো। পরীক্ষায় ব্যস্ত থাকার জন্য তোমাকে চিঠি লিখতে পারিনি। এজন্য ক্ষমাপ্রার্থী। গতকাল আমার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা সব ভালোই দিতে পেরেছি তবে ভূগোলটা খুব ভালো হয়নি। আসলে প্রথম থেকে ভূগোলের প্রতি কোনো গুরুত্ব দিইনি। তাই মনটা সামান্য অস্থির আছে। তবে ভূগোলে ফেল যে করব এটা তুমি মোটেই মনে করো না। ওই বিষয়ে পঞ্চাশ শতাংশ নম্বর টেনেটুনে পাবই। অন্য বিষয়গুলিতে আশি শতাংশের বেশি যে পাবই এটা তুমি নিশ্চিত হয়ে থাকো। ১৮ তারিখে পরীক্ষার ফল প্রকাশিত হবে। যদি সুযোগ করে নিতে পারি তাহলে তোমার কাছে কয়েকদিন ঘুরে আসব। ভাগ্নে-ভাগ্নিকে আমার বুকভরা ভালোবাসা জানিয়ো৷ জামাইবাবু এবং তুমি আমার শ্রদ্ধাযুক্ত প্রণাম নিয়ো।
ইতি
চন্দ্রা
শ্রীমতী মীনা ব্যানার্জি
সাহেববাগান
সাহেববাগান
পোঃ শ্যামনগর
জেলা : উত্তর ২৪ পরগনা
জেলা : উত্তর ২৪ পরগনা

শব্দ | বিপরীত শব্দ |
---|---|
টাটকা | বাসি |
যত্ন | অযত্ন |
খাঁটি | ভেজাল |
ঐক্য | অনৈক্য |
ঋজু | বক্র |
শান্তি | অশান্তি |
যৌগিক | মৌলিক |
মঙ্গল | অমঙ্গল |
২। নীচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো এবং সেই শব্দগুলি দিয়ে বাক্যরচনা করো :
- তরুণ—বৃদ্ধ : বৃদ্ধ ব্যক্তিটি লাঠি নিয়ে হাঁটছেন।
- আলো—অন্ধকার : অন্ধকারে সাবধানে পথ চলতে হয়।
- অশুভ—শুভ : শুভ কাজে কখনোই দেরি করতে নেই।
- গরম—ঠান্ডা : গরমের দিনে ঠান্ডা পানীয় আমার প্রিয়।
- ছোটো—বড়ো : বড়োদের কথা সবসময় মেনে চলতে হয়।
- উন্নত—অবনত : গুরুজনদের সামনে সবসময় অবনত থাকা উচিত।
- পাপ—পুণ্য : হিন্দুরা বলে, গঙ্গাস্নানে পুণ্য অর্জন করা যায়।
- প্রবেশ—প্রস্থান : আমার প্রবেশের সঙ্গে সঙ্গে তার প্রস্থান ঘটল।
- উচু—নীচু : উচু-নীচু রাস্তায় গাড়ি সাবধানে চালাতে হয়।
৩। নীচের বাক্যগুলিতে চিহ্নিত শব্দগুলির পরিবর্তে বিপরীত শব্দ লেখো :
৩.১ এই রাস্তা সোজা ভাবে গেছে।
৩.১ এই রাস্তা সোজা ভাবে গেছে।
উত্তর : সোজা—বাঁকা
৩.২ অঙ্কটা খুব সোজা
৩.২ অঙ্কটা খুব সোজা
উত্তর : সোজা—কঠিন
৩.৩ এটাই আমার উত্তর।
উত্তর : উত্তর — প্রশ্ন
৩.৪ পুকুরের উত্তর কোণে রয়েছে এক পাথরের মূর্তি।
৩.৩ এটাই আমার উত্তর।
উত্তর : উত্তর — প্রশ্ন
৩.৪ পুকুরের উত্তর কোণে রয়েছে এক পাথরের মূর্তি।
উত্তর : উত্তর–দক্ষিণ
৪। শব্দ ও তার বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে বাক্যে প্রয়োগ করো :
১. কাঁচাপাকা : জয়ন্তদার মাথাভরতি কাঁচাপাকা চুল।
২. উঁচুনীচু : উচুঁনীচু রাস্তায় সাবধানে চলতে হয়।
৩. সাদা-কালো : সাদা-কালো টিভি এখন অচল।
৪. ভালোমন্দ : পরীক্ষা ভালোমন্দ যা দিলাম তাতে ফেল যে করব না এটা আমি নিশ্চিত।
৫. হাসিকান্না : হাসিকান্না হিরা পান্না দোলে ভালে।
৬. দিনরাত্রি : ছেলে দুটি দিনরাত্রি শুধু খেলা করে
৫। বিপরীত শব্দ লেখো :
রাত্রি, আনন্দ, উর্বর, দীর্ঘ, ভোতা, অপক্ব, সচল, নিঃশব্দ, অনর্থ, অপব্যবহার, উপকার, অলস, উষ্ণ
- উত্তর : রাত্রি—দিন।
- আনন্দ—নিরানন্দ।
- উর্বর—অনুর্বর।
- দীর্ঘ—হ্রস্ব।
- ভোতা—তীক্ষ্ণ।
- অপক্ব—পক্ব।
- সচল—আচল।
- নিঃশব্দ—সশব্দ।
- অনর্থ—অর্থ।
- অপব্যবহার—ব্যবহার।
- উপকার—অপকার।
- অলস—পরিশ্রমী।
- উষ্ণ—শীতল।