Free Bengali Quiz Test Question and Answer
১. গ্রহ কয়টি ও কী কী?
উত্তরঃ নয়টি, যথা—বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো!
২. সৌরজগৎ কাকে বলে?
উত্তরঃ সূর্য নক্ষত্রটিকে মাঝে রেখে, বিভিন্ন গ্রহ-উপগ্রহগুলি তার চারপাশে ঘুরছে। সূর্যের চারপাশের এই জগৎকেই সৌরজগৎ বলে।
৩. পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ।
৪. পৃথিবীর সবচেয়ে দূরের গ্রহ কোনটি?
উত্তরঃ নেপচুন।
৫. সবচেয়ে বড়ো গ্রহ কোনটি?
উত্তরঃ বৃহস্পতি।
৬. কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে?
উত্তরঃ পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে।
৭. সূর্য কী?
উত্তরঃ সূর্য একটি নক্ষত্র।
৮. পৃথিবী অপেক্ষা সূর্য কতগুণ বড়ো?
উত্তরঃ প্রায় ১৩ লক্ষ গুণ বড়ো।
৯. বায়ুমণ্ডল নেই কোন গ্রহে?
উত্তরঃ বুধ-এ।
১০. উপগ্ৰহ কী?
উত্তরঃ বিভিন্ন গ্রহের বিচ্ছিন্ন খণ্ডগুলিকে উপগ্রহ বলে।
১১. চাঁদ কী?
উত্তরঃ চাঁদ একটি উপগ্রহ ৷
১২. সূর্যের আলো পৃথিবীর বুকে আসতে কত সময় লাগে?
উত্তরঃ ৮ মিনিট ১৮ সেকেন্ড।
১৩. চাঁদের আলো পৃথিবীর বুকে আসতে কত সময় লাগে?
উত্তরঃ ১৯ সেকেন্ড।
১৪. চাঁদ থেকে পৃথিবীর কোন বস্তুকে দেখা যায়?
উত্তরঃ চিনের প্রাচীর।
১৫. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৫ সেকেন্ড।
১৬. কোন গ্রহের কটি উপগ্রহ আছে?
উত্তরঃ পৃথিবীর ১টি, মঙ্গলের ২টি, বৃহস্পতির ১৬টি, শনির ১০টি, ইউরেনাসের ৫টি ও নেপচুনের ২টি উপগ্রহ আছে।
১৭. মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি কোন গ্রহের?
উত্তরঃ বৃহস্পতির।
১৮. ধ্রুবতারাকে আকাশের কোন প্রান্তে দেখা যায়?
উত্তরঃ আকাশের উত্তরদিকে।
১৯. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চন্দ্রের কত সময় লাগে?
উত্তরঃ ২৭ দিন ১২ ঘণ্টা ৪৫ মিনিট ১০ সেকেন্ড।
২০. ছায়াপথ কী?
উত্তরঃ মেঘমুক্ত রাতের আকাশে তাকালে উত্তর থেকে দক্ষিণে কোনাকুনি ভাবে অসংখ্য নক্ষত্রের ঝাঁককে উজ্জ্বল পথের মতো দেখায়, একেই আমরা ছায়াপথ বলি।
২১. নীহারিকা কী?
উত্তরঃ পরিষ্কার রাতের আকাশে চোখ রাখলে মাঝে মধ্যে দেখা যায় একরকম সাদা পদার্থ ভেসে বেড়াচ্ছে, এদেরকেই নীহারিকা বলে।
২২. শুকতারা কী?
উত্তরঃ শুকতারা কোনো তারা নয়, এটি আসলে শুক্র গ্রহ।
২৩. রামধনুর সাতটি রং কী কী?
উত্তরঃ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলদে, কমলা ও লাল।
২৪. রামধনু কী?
উত্তরঃ বৃষ্টির শেষে আকাশের দিকে তাকালে অনেক সময় অর্ধ রামধনু বৃত্তের মতো গোলাকৃতির সাতটি রঙের বাহার আমাদের চোখে পড়ে, একেই আমরা রামধনু বলি।
২৫. মহাকাশ কাকে বলে?
উত্তরঃ যতদূর পর্যন্ত পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে, ততদূর পর্যন্ত আকাশ তারপর মহাকাশ।
২৬. কোন তিথিতে সূর্যগ্রহণ হয়?
উত্তরঃ অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়।
২৭. কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়?
উত্তরঃ পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়।
২৮. সূর্যগ্রহণের সময় পৃথিবীতে চাঁদের আবস্থান কীরূপ?
উত্তরঃ সূর্যগ্রহণের সময় চাঁদ অবস্থান করে পৃথিবী ও সূর্যের মাঝখানে।
২৯. চন্দ্রগ্রহণের সময় পৃথিবীতে চাঁদের অবস্থান কীরূপ?
উত্তরঃ চন্দ্রগ্রহণের সময় পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে।
৩০. জোয়ার ও ভাটা কাকে বলে?
উত্তরঃ চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের ফলে সমুদ্রের জলরাশি বেড়ে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে ৷
৩১. সপ্তর্ষিমণ্ডল কাকে বলে?
উত্তরঃ চৈত্র-বৈশাখ মাসে সন্ধ্যা বেলায় উত্তর আকাশের দিকে তাকালে যে সাতটি তারাকে উজ্জ্বল দেখায়, সেই সাতটি তারাকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে একটি লাঙলের ফলার মতো দেখায়, একেই আমরা সপ্তর্ষিমণ্ডল বলি।
৩২. আহ্নিক গতির ফলে কী হয়?
উত্তরঃ দিন-রাত্রি হয়।
৩৩. বার্ষিক গতির ফলে কী হয়?
উত্তরঃ ঋতু পরিবর্তন হয়।
৩৪. নীহারিকাপুঞ্জ কী?
উত্তরঃ অসংখ্য নক্ষত্রের সমাবেশ।
৩৫. শব্দ কী?
উত্তরঃ শব্দ হল এক প্রকার তরঙ্গ।
৩৬. শব্দের গতিবেগ প্রতি সেকেন্ডে কত?
উত্তরঃ শব্দের গতিবেগ প্রতি সেকেন্ডে ১ হাজার ১ শত ফুট।
![]() |
জব চার্নক - Job Charnock |
৩৭. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জব চার্নক।
৩৮. কোন কোন গ্রাম নিয়ে কলকাতা মহানগরী গড়ে ওঠে?
উত্তরঃ গোবিন্দপুর, সুতানুটি ও কলকাতা-এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা মহানগরী গড়ে ওঠে।
৩৯. কলকাতাকে ক’টি ভাগে ভাগ করা হয়েছে?
উত্তরঃ তিনটি ভাগে ; যথা— উত্তর কলকাতা, মধ্য কলকাতা ও দক্ষিণ কলকাতা।
৪০. কলকাতার আয়তন কত?
উত্তরঃ ১৮৫ বর্গ কিলোমিটার।
৪১. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?
উত্তরঃ ১৮৫৭ সালের ২৪শে জানুয়ারি।
৪২. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ জেমস্ উইলিয়াম কনভিল।
৪৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালী উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
৪৪. কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালী মেয়র কে ছিলেন?
উত্তরঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।
৪৫. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন স্থাপিত হয় কোন সালে?
উত্তরঃ ১৮৭৬ সালে।
৪৬. কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়?
উত্তরঃ ১৮৬১ সালে।
৪৭. কলকাতায় ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯১৭ সালের ২০ নভেম্বর।
৪৮. স্বাধীনতা লাভের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ ফণিভূষণ চক্রবর্তী।
৪৯. কলকাতায় প্রথম বৈদ্যুতিক আলো জ্বলে কত সালে?
উত্তরঃ ১৮৯৯ সালের ২৬শে মে।
৫০. কলকাতার সবচেয়ে পুরাতন গির্জা কোনটি?
উত্তরঃ সেন্ট অ্যান গির্জা, ১৭০৯ সালে স্থাপিত।
৫১. কলকাতায় প্রথম টেলিফোন চালু হয় কত সালে?
উত্তরঃ ১৮৮১ সালে।
৫২. কলকাতার সবচেয়ে বড়ো স্টেডিয়াম কোনটি?
উত্তরঃ সল্টলেকের যুবভারতী ক্লীড়াঙ্গন।
৫৩. কলকাতায় মোট কঁটি বিশ্ববিদ্যালয় আছে ও কী কী?
উত্তরঃ তিনটি বিশ্ববিদ্যালয় ; যথা – কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ।
৫৪. কলকাতার মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়?
উত্তরঃ ১৮৩৫ সালে।
৫৫. কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম চলত কত সালে?
উত্তরঃ ১৮৭৩ সালে।
৫৬. কলকাতা মনুমেন্ট কত সালে স্থাপিত হয়?
উত্তরঃ ১৮১৫ সালে।
৫৭. কলকাতা মনুমেন্ট কার স্মৃতিস্তম্ভ?
উত্তরঃ ডেভিড অক্টারলোনির স্মৃতিস্তম্ভ।
৫৮. কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ কর্নেল কিকং।
৫৯. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ শ্রীমতী পদ্মা খাস্তগীর।
৫০. কলকাতার সবচেয়ে বড়ো জলাধার কোনটি?
উত্তরঃ টালা ট্যাঙ্ক।
৫১. আলিপুর চিড়িয়াখানা কত খ্রিঃ স্থাপিত হয়?
উত্তরঃ ১৮৮৫ খ্রিঃ ১লা জানুয়ারি।
৫২. ভিক্টোরিয়া মেমোরিয়াল কার স্মৃতিস্তম্ভ?
উত্তরঃ ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার স্মৃতিস্তম্ভ।
৫৩. মহাজাতি সদনের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ নেতাজি সুভাষচন্দ্র বসু।
৫৪. কলকাতায় মোট কঁটি থানা?
উত্তরঃ ৪২টি থানা।
৫৫. বর্তমানে কলকাতা পৌরসভায় কতগুলি ওয়ার্ড আছে?
উত্তরঃ ১৪১টি ওয়ার্ড।
৫৬. কলকাতায় মোট কঁটি ডাকঘর?
উত্তরঃ ৯৫টি ডাকঘর।
৫৭. কলকাতায় মোট কঁটি হাসপাতাল?
উত্তরঃ ছোটো বড়ো মিলিয়ে প্রায় ৫০টি হাসপাতাল ।
৫৮. কলকাতার প্রথম টাঁকশালটি নির্মিত হয় কোন সালে?
উত্তরঃ ১৮৩৫ সালে।
৫৯. কলকাতার দর্শনীয় স্থান কোন্গুলি?
উত্তরঃ আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, যাদুঘর, বিড়লা প্যানেটোরিয়াম, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, রবীন্দ্র সরোবর, ফোর্ট উইলিয়াম দুর্গ, মনুমেন্ট, এয়ারপোর্ট, কালিঘাট, দক্ষিণেশ্বরের কালীমন্দির, পাতাল রেল, নিক্কো পার্ক, নন্দন, সায়েন্স সিটি, জাতীয় গ্রন্থাগার প্রভৃতি।
৬০. আমরা কোন রাজ্যে বাস করি?
উত্তরঃ পশ্চিমবঙ্গে।
৬১. পশ্চিমবঙ্গের আয়তন কত?
উত্তরঃ প্রায় ৮৮,৭৪২ বর্গ কিলোমিটার।
৬২. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী?
উত্তরঃ কলকাতা।
৬৩. পশ্চিমবঙ্গের বিভাগ কয়টি ও কী কী?
উত্তরঃ তিনটি বিভাগ ; যথা— প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ ও জলপাইগুড়ি বিভাগ।
৬৪. পশ্চিমবঙ্গের মোট জেলা কটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের মোট ১৯টি জেলা।
৬৫. পশ্চিমবঙ্গের মহকুমা কয়টি?
উত্তরঃ পশ্চিমবঙ্গে মোট ৫৬টি মহকুমা আছে।
৬৬. পশ্চিমবঙ্গের কোন জেলায় কটি মহকুমা আছে?
উত্তরঃ (ক) কলকাতায় কোনো মহকুমা নেই। উত্তর ২৪ পরগনাতে আছে ৪টি, দক্ষিণ ২৪ পরগনাতে ৩টি, নদীয়ায় ৪টি, মুর্শিদাবাদে ৪টি এবং হাওড়ায় ২টি মহকুমা। (খ) বর্ধমানে ৫টি, বাঁকুড়ায় ২টি, হুগলিতে ৪টি, বীরভূমে ৩টি, পূর্ব-মেদিনীপুরে ৪টি, পশ্চিম মেদিনীপুরে ৪টি, ও পুরুলিয়াতে ১টি। (গ) জলপাইগুড়িতে ২টি, উত্তর-দিনাজপুরে ২টি, দক্ষিণ-দিনাজপুরে ২টি, মালদহে ১টি, কোচবিহারে ৫টি ও দার্জিলিং-এ ৫টি।
৬৭. জেলার শাসনকর্তাকে কী বলা হয়?
উত্তরঃ জেলার শাসনকর্তাকে জেলাশাসক বলা হয়।
৬৮.পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো জেলা কোনটি?
উত্তরঃ পশ্চিম-মেদিনীপুর।
৬৯.পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো জেলা কোনটি?
উত্তরঃ হাওড়া।
৭০. পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজাত দ্রব্য কী কী?
উত্তরঃ ধান, গম, পাট, চা, ইক্ষু প্রভৃতি।
৭১. পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য কী কী?
উত্তরঃ কয়লা, লৌহ, অভ্র প্রভৃতি।
৭২.পশ্চিমবঙ্গের প্রধান বনজ সম্পদ কী কী?
উত্তরঃ শাল, সেগুন, পাইন, বাঁশ, বেত প্রভৃতি।
৭৩. পশ্চিমবঙ্গের প্রধান নদী কী কী?
উত্তরঃ হুগলি, দামোদর, ময়ূরাক্ষি, তিস্তা, তোর্সা প্রভৃতি।
৭৪. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো রেলস্টেশন কোনটি?
উত্তরঃ হাওড়া রেলষ্টেশন।
৭৫. পশ্চিমবঙ্গের কোথায় তাঁতের কাপড়ের কল আছে?
উত্তরঃ শান্তিপুর, ধনেখালি, বেলডাঙা, ফুলিয়া প্রভৃতি।
৭৬. পশ্চিমবঙ্গের কোথায় উৎকৃষ্ট মানের চা পাওয়া যায়?
উত্তরঃ দার্জিলিং ও জলপাইগুড়িতে।
৭৭. পশ্চিমবঙ্গের কোথায় কাগজ কলগুলি গড়ে উঠেছে?
উত্তরঃ টিটাগড়, চাকদহ, নৈহাটি, কাঁকিনাড়া প্রভৃতি।
৭৮. পশ্চিমবঙ্গের কোথায় কোথায় লৌহ-ইস্পাত কারখানা গুলি গড়ে উঠেছে?
উত্তরঃ দুর্গাপুর, বার্নপুর, হীরাপুর, কুলটি প্রভৃতি স্থানে।
৭৯. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো মেডিকেল কলেজ কোনটি?
উত্তরঃ এস.এস.কে.এম।
৮০. পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয় কোনটি?
উত্তরঃ কলকাতা হাইকোর্ট।
৮১. পশ্চিমবঙ্গের প্রধান বিমানবন্দর কোনটি?
উত্তরঃ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর।
৮২. পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি?
উত্তরঃ দার্জিলিং শীতলতম স্থান।
৮৩. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি?
উত্তরঃ রানিগঞ্জ, আসানসোল উষ্ণতম স্থান।
৮৪. পশ্চিমবঙ্গের পোতাশ্রয় কী কী?
উত্তরঃ হলদিয়া ও ডায়মন্ডহারবার।
৮৫. পশ্চিমবঙ্গের ইতিহাস প্রসিদ্ধ স্থান?
উত্তরঃনবদ্বীপ, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, চন্দননগর, ইত্যাদি।
৮৬. পশ্চিমবঙ্গের প্রধান তীর্থস্থান কোনগুলি?
উত্তরঃ দক্ষিণেশ্বর কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, তারকেশ্বর, কপিল মুনির আশ্রম ইত্যাদি।
৮৭. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ ড. প্রফুল্লচন্দ্র ঘোষ।
৮৮. পশ্চিমবঙ্গের প্রধান রাজ্যপাল কে ছিলেন?
উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালাচারী।
৮৯. পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ২৯৪ জন।
৯০. পশ্চিমবঙ্গের লোকসভার সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ৪২ জন।
৯১. পশ্চিমবঙ্গের রাজ্য সভার সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১৬ জন।
৯২. ভারতের রাজধানী কোনটি?
উত্তরঃ নয়াদিল্লি।
৯৩. ভারতের রাষ্ট্রিয় প্রতীক চিহ্ন কী?
উত্তরঃ আশোক স্তম্ভ।
৯৪. আয়তনের দিক দিয়ে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত?
উত্তরঃ সপ্তম স্থান।
৯৫. আয়তন অনুসারে সবচেয়ে বড়ো রাজ্য কোনটি?
উত্তরঃ রাজস্থান (৩,৪২,২৪০ বর্গ কিমি)।
৯৬. সবচেয়ে ছোটো রাজ্য কোনটি?
উত্তরঃ গোয়া (৩,৭০০ বর্গ কিমি.)।
৯৭. ভারতের নবীনতম রাজ্য কোনটি?
উত্তরঃ ঝাড়খণ্ড।
৯৮. ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?
উত্তরঃ অরুণাচলপ্রদেশ।
৯৯. ভারতের সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
১০০. ভারতীয় সংবিধানের স্থপতি কে?
উত্তরঃ বি. আর. আম্বেদকর।
১০১. ভারতের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়?
উত্তরঃ ১৯২৯ সালের ৩১ ডিসেম্বর।
১০২. ভারতের জাতীয় পতাকা কত সালে সংবিধান সভার স্বীকৃতি পায়?
উত্তরঃ ১৯৪৭ সালের ২২ জুলাই।
১০৩. ভারত রাষ্ট্রপুঞ্জের সদস্য হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৫ সালে।
১০৪. ভারতের জাতীয় সংগীত কোনটি?
উত্তরঃ ‘জন-গণ-মন-অধিনায়ক'।
১০৫. ভারতের জাতীয় ফল কোনটি?
উত্তরঃ আম।
১০৬. ভারতের জাতীয় ফুল কোনটি?
উত্তরঃ পদ্ম।
১০৭. ভারতের জাতীয় পাখি কোনটি?
উত্তরঃ ময়ূর।
১০৮. ভারতের জাতীয় পশু কোনটি?
উত্তরঃ বাঘ।
১০৯. ভারতের প্রধান নদী কোনটি?
উত্তরঃ গঙ্গা।
১১০. ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি?
উত্তরঃ সুপ্রিম কোর্ট।
১১১. ভারতের মোট জেলা কটি?
উত্তরঃ ৪৩৪টি জেলা।
১১২. ভারতের ব্যস্ততম শহর কোনটি?
উত্তরঃ মুম্বই।
১১৩. ভারতে প্রথম পাতাল রেল চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৬ সালের ২৫ অক্টোবর।
১১৪. ভারতে বৈদ্যুতিক ট্রেন কবে প্রথম চালু হয়?
উত্তরঃ ১৯২৫ সালের ৩ ফেব্রুয়ারি।
১১৫. ভারতে ডাকটিকিট প্রথম চালু হয় কোথায় এবং কত সালে?
উত্তরঃ সিন্ধু প্রদেশে, ১৮২৫ সালে।
১১৬. ভারতে রেলগাড়ি প্রথম চালু হয় কত সালে?
উত্তরঃ ১৮৫৩ সালের ১৬ এপ্রিল।
১১৭. ভারতের বেতার কেন্দ্রটি প্রথম স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ ১৯২৭ সালে।
১১৮. ভারতে টেলিভিশন কবে প্রথম চালু হয়?
উত্তরঃ ১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর।
১১৯.পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কী?
উত্তরঃ হুগলি নদী।
১২০.পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু স্তম্ভ কোনটি?
উত্তরঃ শহিদ মিনার।
১২১. পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মের কী নাম?
উত্তরঃ খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম।
১২২.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটির কী নাম?
উত্তরঃ ঘুম (দার্জিলিং-এ) রেলস্টেশন।
১২৩.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তরঃ সান্দাক্ফ ।
১২৪. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলওয়ে স্টেশনটির কী নাম?
উত্তরঃ হাওড়া রেলওয়ে স্টেশন।
১২৫. পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম বাঁধ কোনটি?
উত্তরঃ দামোদর বাঁধ।
১২৬. পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু স্মৃতিসৌধ কোনটি?
উত্তরঃ ভিক্টোরিয়া মেমোরিয়াল ৷
১২৭. পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম সেতুটি কোনটি?
উত্তরঃ হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু।
১২৮. পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম সেতু কোনটি?
উত্তরঃ রূপনারায়ণ সেতু (কোলাঘাটে)।
১২৯. ভারতের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোনটি?
উত্তরঃ খড়গপুর রেলওয়ে প্লাটফর্ম।
১৩০. ভারতের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তরঃ শোন ব্রীজ।
১৩১. ভারতের দীর্ঘতম বারান্দা কোনটি?
উত্তরঃ রামেশ্বর মন্দিরের বারান্দা।
১৩২. ভারতের উচ্চতম সৌধ কোনটি?
উত্তরঃ কুতুব মিনার (দিল্লি ২৩৮ ফুট)।
১৩৩. ভারতের উচ্চতম মূর্তি কোনটি?
উত্তরঃ গোমতেশ্বর (কর্নাটকে, ৬৪ ফুট উঁচু)।
১৩৪. ভারতের সর্বাপেক্ষা উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তরঃ নন্দাদেবী (হিমালয় ২৫,৬৪৩ ফুট)।
১৩৫. ভারতের উচ্চতম মসজিদ কোনটি?
উত্তরঃ জুম্মা মসজিদ।
১৩৬. ভারতের সর্বাপেক্ষা উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তরঃ গারসোপ্পা জলপ্রপাত (কর্নাটকে)।
১৩৭. ভারতের সর্বাপেক্ষা উচ্চতম সিংহদুয়ার কোনটি?
উত্তরঃ বুলন্দ দরওয়াজা (ফতেপুর, ১০৬ ফুট)।
১৩৮. ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি?
উত্তরঃ চাসুল বিমানবন্দর (লাডাক)।
১৩৯. ভারতের উচ্চতম বাঁধ কোনটি?
উত্তরঃ ভাকরা নাঙ্গাল— ৭৫০ ফুট (পঞ্জাব)।
১৪০. পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লোক বাস করে কোন দেশে?
উত্তরঃ চিন দেশে (১১৫ কোটির বেশী)।
১৪১. পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু গাছ কোনটি?
উত্তরঃ সেডার (পশ্চিম সাসেক্সে), ১৩২ ফুট লম্বা।
১৪২. পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো মহাদেশ কোনটি?
উত্তরঃ এশিয়া মহাদেশ।
১৪৩. পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোটো মহাদেশ কোনটি?
উত্তরঃ আন্টার্কটিকা মহাদেশ।
১৪৪. পৃথিবীর মধ্যে সবচেয়ে শীতলতম জায়গা কোনটি?
উত্তরঃ আন্টার্কটিকার ডাইক স্টেশনটি।
১৪৫. পৃথিবীর মধ্যে বৃহত্তম গীর্জা কোনটি?
উত্তরঃ রোমের সেন্ট পিটার্স গির্জা।
১৪৬. পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি?
উত্তরঃ আইফেল টাওয়ারটি (প্যারিসে অবস্থিত)।
১৪৭. পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম সাগর কোনটি?
উত্তরঃ ক্যারিবিয়ান সাগর।
১৪৮.পৃথিবীর মধ্যে গভীরতম মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।
১৪৯. পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো মন্দির কোনটি?
উত্তরঃ কাম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দির।
১৫০.পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো মসজিদ কোনটি?
উত্তরঃ দিল্লির জুম্মা মসজিদ।
১৫১. পৃথিবীর মধ্যে দীর্ঘতম সুরঙ্গপথ কোনটি?
উত্তরঃ সাইবেরিয়ান রেলপথ ।
১৫২. পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোটো মাছ কোনটি?
উত্তরঃ ট্রিমাটম নানুস।
১৫৩. পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো পাখি কোনটি?
উত্তরঃ আফ্রিকার অসট্রিচ।
১৫৪. পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোটো পাখি কোনটি?
উত্তরঃ হামিং বার্ড।
১৫৫. বিনিময় প্রথা উদ্ভব হয় কোন যুগে?
উত্তরঃ তাম্র ও ব্রোঞ্জের যুগে।
১৬৬. তাম্র ও ব্রোঞ্জের যুগের পর কোন যুগের উদ্ভব হয়?
উত্তরঃ লৌহ যুগের।
১৬৭. আর্যদের সবচেয়ে প্রাচীন সাহিত্য কী?
উত্তরঃ ঋক বেদ। (ইহা পৃথিবীর প্রাচীন সাহিত্য)
১৬৮. প্রাচীন গ্রিসের দুটি মহাকাব্যের নাম লেখো?
উত্তরঃ ইলিয়াড ও ওডেসি।
১৬৯.আলেকজান্ডারের পিতার নাম কী ছিল?
উত্তরঃ ফিলিপস্।
১৭০. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তরঃ বাবর।
১৭১. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত খ্রিস্টাব্দে?
উত্তরঃ ১৮১৪ খ্রিস্টাব্দের ১৮ই জুলাই।
১৭২. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত খ্রিস্টাব্দে?
উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর।
১৭৩. প্রাচীন ভারতের কোন যুগকে “সুবর্ণ যুগ’ বলা হত?
উত্তরঃ গুপ্ত যুগকে।
১৭৪. মৌর্য বংশের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
১৭৫. কুষান বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তরঃ কনিষ্ক ৷
১৭৬. দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক।
১৭৭. তুঘলক বংশের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তরঃ গিয়াসউদ্দিন তুঘলক।
১৭৮. ইউরোপের প্রথম আধুনিক মানুষ বলতে কাকে বোঝায়?
উত্তরঃ পেত্রার্ককে।
১৭৯. পাগলা রাজা কাকে বলা হত?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলককে।
১৮০. তাজমহল কে স্থাপন করেছিলেন?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৮১. দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন?
উত্তরঃ শাহজাহান।
১৮২. ময়ূর সিংহাসন কে স্থাপন করেছিলেন?
উত্তরঃ সম্রাট শাহজাহান।