Class 5 Wings Lesson 3 Phulmani's India Activity-1 to 12 Sloved Question Answer

Phulmani's Lesson-3 Wings Class 5 Answer 2023

class 5 wings phulmani's India lesson 3 solved all activity

 ❐ আরো পড়ুনঃ Read More ⇩

Read the following passage and answer the Activities given below:
Animesh reads in Class VI, in a government school in Kolkata. He lives in Kolkata. He lives with his parents and younger sister, Tania. Animesh is born and brought up in Kolkata. He is very much accustomed to the busy city life of Kolkata. However, Animesh has read about people living in distant places of West Bengal.

He has read about Bishnupur. It is a historic semi-urban locality in the district of Bankura. Animesh is interested in painting pictures. He has also a great interest in knowing about the handicrafts of Bankura district. He has read about terracotta handicrafts of Bankura. The word 'terracotta' means burnt clay. In Bankura district, there are folk-artists who produce terracotta handicrafts. The most popular is the 'Bankura horse' In Bankura, Panchmura, Rajagram, Sonamukhi and Hamirpur are places where terracotta horses and elephants are produced. However, each place has its local style. Potteries shaped out of Panchmura style is considered the best and the finest of all four types.

'Bankura horse', originally used for village rituals has now gained global recognition for its elegant and unique posture and grace. Other forms of handicrafts popular in Bankura are: dokra, wood carving conch shells, stone carving, bamboo craft, etc.

All these informations that Animesh has read about Bankura handicrafts has made him eager to visit Bankura and get a glimpse of these things.
অনিমেষ কলকাতার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সে কলকাতাতেই থাকে। সে তার মা-বাবা ও
ছোটো বোন তানিয়ার সঙ্গে থাকে। অনিমেষ কলকাতাতেই জন্মেছে ও বড়ো হয়েছে। সে কলকাতার এই ব্যস্ত শহুরে জীবনে পুরোপুরি অভ্যস্ত। যাইহোক, অনিমেষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষদের সম্পর্কে পড়েছে।

সে বিষ্ণুপুরের সম্পর্কে পড়েছে। এটা বাঁকুড়ার এক ঐতিহাসিক আধা শহুরে জায়গা। অনিমেষ ছবি আঁকতে পছন্দ করে। বাঁকুড়া জেলার হস্তশিল্পের সম্পর্কে জানতেও অনিমেষের খুব আগ্রহ রয়েছে। সে বাঁকুড়ার হস্তশিল্প টেরাকোটার ব্যাপারে পড়েছে। ‘টেরাকোটা’ শব্দটির মানে হল পোড়া মাটি। বাঁকুড়া জেলায় লোকশিল্পীরা রয়েছেন যারা টেরাকোটার জিনিস বানান। সবথেকে জনপ্রিয় হল ‘বাঁকুড়ার ঘোড়া'। বাঁকুড়াতে পাঁচমুড়া, রাজাগ্রাম, সোনামুখী এবং হামিরপুর জায়গাগুলিতে পোড়ামাটির ঘোড়া ও হাতি তৈরি হয়। প্রত্যেকেটি জায়গার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। পাঁচমুড়া বৈশিষ্ট্যে তৈরি মাটির জিনিসগুলো এই চার ধরনের মধ্যে সবথেকে সেরা।

বাঁকুড়ার ঘোড়া যা প্রথমে গ্রামের ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হত এখন তা চারুশীলতা এবং অনন্য ভঙ্গিমার ও শ্রী-এর কারণে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে।

বাঁকুড়ার হস্তশিল্পের অন্যান্য রূপগুলি হল : ডোকরা, খোদাই করা কাঠের কাজ, শঙ্খের কাজ, পাথরের কাজ ও বাঁশের কাজ প্রভৃতি। এসব তথ্য পড়ে অনিমেষ বাঁকুড়ায় গিয়ে জিনিসগুলোর ঝলক দেখতে খুবই উদগ্রীব হয়ে আছে। 

Activity - 1 
Write "T" for True and 'F' for False statements in the boxes given:
(সত্য বাক্যগুলির জন্য "T" ও মিথ্যা বাক্যগুলির জন্য 'F' লেখো প্রদত্ত বাক্সগুলিতে) 
(i) Animesh reads in a school in Bishnupur.
অনিমেষ বাঁকুড়ার একটি স্কুলে পড়ে।
Answer : F
(ii) Animesh wants to know about distant places in West Bengal.
অনিমেষ পশ্চিমবঙ্গের দূরদূরান্ত জায়গাগুলির ব্যাপারে জানতে চায়।
Answer : T
(iii) Animesh does not have much interest in painting.
অনিমেষের ছবি আঁকাতে বিশেষ আগ্রহ ছিল না।
Answer : F
(iv) Terracotta is an art of making pottery from burnt or baked clay.
টেরাকোটা হল পোড়া মাটি দিয়ে তৈরি জিনিসের কৌশল।
Answer : T
(v) 'Bankura Horse' is a typical breed of horse known for its strong and agile body.
বাঁকুড়ার ঘোড়া হল ঘোড়ার একটি প্রজাতি যা শক্তিশালী ও নমনীয় শরীরের জন্য সুপরিচিত
Answer : F

Activity - 2 
Fill in the blanks with suitable words from the given list of words.
প্রদত্ত শব্দ তালিকা থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো
Words : elephant, historical, accuotomed, interest
(i) Many students are not accustomed to find out books on particular subjects in the library.
অনেক ছাত্ররাই পাঠাগারে বিশেষ কোনো বিষয়ের বই খুঁজতে অভ্যস্ত নয়।
(ii) Visiting places of historical importance is very effective in the study of history.
ঐতিহাসিক গুরুত্বযুক্ত জায়গাগুলিতে ভ্রমণ ইতিহাস পড়াতে খুব কাজের হতে পারে।
(iii) In West Bengal there are many places famous for their specific interest.
পশ্চিমবঙ্গের অনেক জায়গা আছে যা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত।
(iv) In Jaldapara tourist spot elephant safaries are arranged by the Tourism Department.
জলদাপাড়া পর্যটক কেন্দ্রে হাতি দেখানোর যাত্রার ব্যবস্থা করা হয় পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের পক্ষ থেকে।
Activity - 3 
Find out the words from the passage that are opposite to the underlined words/phrases in the given sentences :
অনুচ্ছেদ থেকে এমন শব্দ খোঁজো যা নীচের বাক্যগুলির দাগ দেওয়া অংশের বিপরীত শব্দ
(i) Students who are not habituated to such activities may feel nervous. orit-book
যেসব ছাত্ররা এই ধরনের কাজে অভ্যস্ত নয় তারা ভয় পেতে পারে।
(ii) My friend lives near my house.
আমার বন্ধু আমার বাড়ির কাছেই থাকে।
(iii) Many feel disinterested in writing letters to relatives. 
অনেকেই আত্মীয়দের চিঠি লিখতে আগ্রহী হয় না।
(iv) The painting appears very commonplace.
ছবিটা খুবই সাধারণ দেখাচ্ছে।
(v) This book has acquired a local popularity.
এই বইটা স্থানীয় জনপ্রিয়তা অর্জন করেছে।

Word(s) Opposite words (from passage)
(i) not habituated accustomed
(ii) near far
(iii) disinterested interested
(iv) commonplace unique
(v) local global


Activity - 4 
Answer the following questions :
 নীচের প্রশ্নগুলির উত্তর দাও
(i) To which thing is Animesh accustomed?
 অনিমেষ কীসে অভ্যস্ত?
Ans. Animesh is accustomed to the busy city life. 
অনিমেষ ব্যস্ত শহুরে জীবনে অভ্যস্ত।
(ii) What sort of place is Bishnupur? In which district does it fall?
বিষ্ণুপুর কেমন জায়গা? এটা কোন জেলাতে পড়ে?
Ans. Bishnupur is a historic semi-urban locality. It is in the Bankura district.
বিষ্ণুপুর হল একটি ঐতিহাসিক আধা-শহুরে এলাকা। এটা বাঁকুড়া জেলাতে পড়ে।
(iii) What does the word 'terracotta' mean? 
টেরাকোটা শব্দটির অর্থ কী?
Ans. Terracotta means burnt clay. 
টেরাকোটার মানে হল পোড়া মাটি।
(iv) Name some places in Bankura where terracotta handicrafts are produced?
বাঁকুড়ার কয়েকটি জায়গার নাম বলো যেখানে টেরাকোটার হস্তশিল্পের জিনিসগুলি বানানো হয়।
Ans. The places in Bankura where terracotta handicrafts are produced are Panchmura, Rajagram, Sonamukhi and Hamirpur.
বাঁকুড়ার যেসব জায়গায় টেরাকোটা হস্তশিল্প তৈরি হয় সেগুলি হল— পাঁচমুড়া, রাজাগ্রাম, এবং হামিরপুর।
(v) How much popular is terracotta Bankura horse as an artwork?
টেরাকোটার বাঁকুড়ার ঘোড়া শিল্পকর্ম হিসাবে কতটা বিখ্যাত?
Ans. Terrakotta Bankura horse has gained global recognition for its elegant and unique posture.
টেরাকোটা বাঁকুড়ার ঘোড়া এর সৌন্দর্য ও অনন্য ভঙ্গিমার জন্য আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে।
Let's learn চলো শিখি :
Read the following passage carefully.
 নীচের পংক্তিটি পড়ো
Book Passage No: - 47
আমি হলাম জেসমিন। আমি পঞ্চম শ্রেণির একজন ছাত্রী। এই স্কুলটি আমাদের। আমরা রোজ স্কুলে আসি। রানু আমার খুব ভালো বন্ধু। সে আমার বাড়ির কাছেই থাকে। এই বাড়িটা তাদের। আমাদেরটা ওইখানে, জামগাছটার ঠিক পিছনে।
You see some words are underlined. They are Pronouns.
তুমি দেখো কিছু শব্দের নীচে দাগ দেওয়া আছে। এগুলি হল সর্বনাম বা Pronouns [Pronouns are words that are used instead of Nouns. বলা যেতে পারে Pronouns হচ্ছে Noun-এরই বিকল্প শব্দ।]
তোমরা দুধরনের Pronoun-এর কথা পড়েছ। যেমন Personal Pronoun যে Pronoun কজন ব্যক্তি বা
প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যে Pronounটি বাক্যের Subject অথবা object হিসেবে ব্যবহৃত হয়। আর Possessive Pronoun হল যে Pronoun কোনো ব্যক্তি বা প্রাণীর অধিকারের (possession) কিছুর সঙ্গে সম্পর্কিত হয়।

Let's do চলো করি :
Activity - 5 
Put the underlined Pronouns in the appropriate columns of the box given below : 
নীচে দাগ দেওয়া Pronoun-গুলি সঠিক সারিতে বসাও
(1) Ronita must take good care of her health.
(2) The red house is theirs.
(3) Mira is my best friend. Her house is close to mine.
(4) Srijan has many toy cars. He is particularly foud of the red car of his.
(5) Tutu is a parrot. It loves to eat nuts. 

Personal Pronoun Possessive Pronoun
My her
He theirs
It mine
his


Activity - 6 
Underline the Personal Pronouns and circle the Possessive Pronouns in the following sentences. 
নীচের বাক্যগুলিতে Personal Pronouns-গুলির নীচে দাগ দাও। Possessive Pronouns-গুলিকে গোল দাগ দাও
(1) Mohul and Rehana are best friends. Every year they celebrate Eid and Durga Puja together.
মহুল আর রেহানা হল প্রিয় বন্ধু। প্রতিবছর তারা ইদ ও দুর্গাপূজা একসঙ্গে পালন করে।
(2) Bharatnatyam is a famous Indian dance form. It originated in South India.
ভারতনাট্যম একটি বিখ্যাত ভারতীয় নৃত্যরূপ। এটি দক্ষিণ ভারত থেকে সৃষ্টি।
(3) We are proud of the rich cultural heritage of ours.
আমরা আমাদের প্রচুর সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গর্বিত।
(4) They love to visit the house of theirs in Purulia.
তারা পুরুলিয়ায় তাদের বাড়িতে যেতে ভালোবাসে।
Activity -7 
Fill in the blanks to make meaningful sentences with suitable words from the Word Trove :
(Word Trove থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে অর্থপূর্ণ বাক্য তৈরি করো)
(i) The ruins of Hampi depict the ancient history of India.
হাম্পি জেলার ধ্বংসাবশেষ ভারতের প্রাচীন ইতিহাসের ছবি তুলে ধরে।
(ii) Van Gogh was a famous Dutch painter.
ভ্যান গঘ ছিলেন একজন বিখ্যাত ডাচ হল্যান্ড অধিবাসী চিত্রশিল্পী।
(iii) Kalika Prasad Bhattacharya, the famous folk singer, died a premature death.
বিখ্যাত লোকসংগীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য্য-এর অকাল প্রয়াণ ঘটেছিল।
(iv) Ajanta caves are one of the finest examples of sculpture of India.
অজন্তার গুহা হল ভারতীয় ভাস্কর্যের সবথেকে ভালো উদাহরণ।
(v) Early morning exercise is essential for healthy lifestyle.
ভোরবেলার শারীরিক কসরত স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য প্রয়োজন।

Activity - 8 
You have been admitted to a new school in class-V. Write six or seven sentences about how you fill in your new school.
তুমি একটি নতুন স্কুলে পঞ্চম শ্রেণিতে ভরতি হয়েছো। নতুন স্কুলে তোমার কেমন লাগছে সেই বিষয়ে ছটি-সাতটি বাক্য লেখো।
Points: [changes in school building new friends-new teachers-how did you feel to communicate with them how did you accustom yourself with new time schedule.]

Answer. I was quite sad and tensed when I was admitted to a new school is class V. I didn't want to leave my old school, teachers and friends. The new school building is very big and white and green in colour. The teachers are very cooperative to a new student. I have made many friends within a week. My initial tension to communicate with the new students and teachers has been gone. The school starts from 10.30 a.m and ends at 4.30 p.m. This timing is also new to me and I need to accustom myself
with this. I have started to like my school.

পঞ্চম শ্রেণিতে যখন আমি একটা নতুন স্কুলে ভরতি হয়েছিলাম তখন আমার বেশ মনখারাপ ও ভয় লাগছিল। আমি আমার পুরোনো স্কুল, শিক্ষক ও বন্ধুদের ছেড়ে আসতে চাইনি। নতুন স্কুল বাড়িটা সাদা ও সবুজ রঙের আর খুব বড়ো। শিক্ষকরা নতুন ছাত্রদের প্রতি খুবই সহায়তাপূর্ণ সপ্তাহখানেকের মধ্যেই আমার বেশ কয়েকজন বন্ধু হয়েছে। শিক্ষক আর বন্ধুদের সঙ্গে কথা বলা নিয়ে আমার প্রথমদিকের দুশ্চিন্তাটা পুরো চলে গেছিল। এই স্কুল সকাল ১০.৩০টাতে শুরু হয় আর বিকাল ৪.৩০তে শেষ হয়। এই সময়কালটাও আমার জন্য নতুন এবং তাই আমাকে এতে অভ্যস্ত হতে হবে। আমার এই নতুন স্কুল আমার ভালো লাগতে শুরু করেছে।

Activity - 9 
Complete the following sentences with information from the text.
পাঠ থেকে তথ্য নিয়ে নীচের বাক্যগুলি সম্পূর্ণ করো
(i) Air, water and earth are the most precious free gifts from nature.
বাতাস, জল ও মাটি হল প্রকৃতির সবথেকে দামি উপহার।
(ii) Without their help, we wouldn't have lived on the earth.
তাদের সাহায্য ছাড়া, আমরা পৃথিবীতে বাঁচতে পারতাম না।
(iii) We get water from rivers, springs. pools, lakes and underground sources.
আমরা জল পাই নদী, ঝরনা, পুকুর, দিঘি ও মাটির নীচের উৎস থেকে।
(iv) 75% of the earths surface is sea water
পৃথিবীর উপরিভাগের ৭৫ শতাংশই হল সামুদ্রিক জল।
(v) We must be very causious in using potable water.
আমাদের জল ব্যবহার করার ব্যাপারে সাবধানী হওয়া উচিত।

Activity - 10 
Read the passage carefully and answer the following questions :
অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ো এবং নীচের প্রশ্নগুলির উত্তর দাও
(i) Where do we get water from?
 আমরা জল কোথা থেকে পাই?
Ans. We get water from rivers, springs, pools, lakes and from underground water.
আমরা নদী, ঝরনা, পুকুর, দিঘি ও মাটির নীচ থেকে জল পাই।
(ii) Why is sea water not suitable for drinking?
 সামুদ্রিক জল পানের অনুপযুক্ত কেন?
Ans. Sea-water is not suitable for drinking as 1 litre of sea-water contains 30-35 grams of salt. 
সামুদ্রিক জল পানের অনুপযুক্ত কারণ ১ লিটার সামুদ্রিক জলে ৩০-৩৫ গ্রাম লবণ থাকে।
(iii) What will happen if we misuse water callously?
জল অবিবচকের মতো ব্যবহারে কী ঘটতে পারে?
Ans. If we misuse water callously, many thickly populated cities will face extreme scarity of potable water in near future.
যদি আমরা অবিবেচকের মতো জল ব্যবহার করি, তবে ঘনবসতিপূর্ণ শহরগুলি অদূর ভবিষ্যতে চূড়ান্ত জলের অভাবের সম্মুখীন হব।

Activity - 11 
Fill in the blanks with suitable words from the passage, to make meaningful sentences :
 অনুচ্ছেদ থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এবং অর্থপূর্ণ বাক্য তৈরি করো
(i) Taking junk food is unsuitable for health.
বাইরের তেলমশলার খাবার স্বাস্থ্যের পক্ষে অনুপযুক্ত।
(ii) Many district towns in West Bengal are getting densely populated.
পশ্চিমবঙ্গের অনেক জেলা শহরই অত্যন্ত ঘনবসতিপূর্ণ।
(iii) Underground water is gradually getting exhausted for lack of sufficient rainfall.
ভূগর্ভস্থ জল ক্রমশ কমে যাচ্ছে যথেষ্ট বৃষ্টিপাত না হওয়ার কারণে।
(iv) Mangoes are available in the market only during summer.
শুধুমাত্র গ্রীষ্মকালেই আম বাজারে পাওয়া যায়।
(v) Air pollution is increasing at an alarming rate.
বায়ুদূষণ খুবই বিপজ্জনক হারে বাড়ছে।
(vi) Gold is more precious than silver.
সোনা রুপোর থেকে বেশি দামি।
Activity -12 
Recently, Teacher's Day was celebrated in your school. Some students of class V participated in that function. Now write six sentences about the performance of the students of class V on Teacher's Day programme.
তোমাদের স্কুলে শিক্ষক দিবস পালিত হয়েছিল। পঞ্চম শ্রেণির কিছু অনুষ্ঠানে ছাত্র অংশগ্রহণ করেছিল। এবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির ছাত্রদের অংশগ্রহণ বিষয়ে ছটি বাক্য লেখো।

Answer. In Teacher's day celebration of 2020 of our school, students of class V took part. A group of them did a dance performance. They danced with two Rabindra sangeet. Everyone liked it. Another group enacted a piece of play named 'Cinderella'. All the teacher loved that performance.

আমাদের বিদ্যালয়ের ২০২০ সালের শিক্ষক দিবসের উদযাপনে পঞ্চম শ্রেণির ছাত্ররা অংশগ্রহণ করেছিল। ওদের একটা দল একটা নাচের অনুষ্ঠান করেছিল। ওরা দুটো রবীন্দ্রসঙ্গীতের সাথে নেচেছিল। সবাই এটা পছন্দ করেছিল। আরেকটা দল ‘সিন্ডারেলা’ নামক একটি নাটকে অভিনয় করেছিল। সব শিক্ষকরা এটা খুব পছন্দ করেছিল।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন