আবিষ্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ জি.কে প্রশ্ন উত্তর 2023

 
general knowledge bangla

বিভিন্ন আবিষ্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ  জি.কে প্রশ্ন উত্তর 

Bangla General Knowledge

১.প্রশ্নঃ রেডিয়াম ১৮৯৮ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ মাদাম কুরি।
২.প্রশ্নঃ অক্সিজেন ১৭৭৪ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ প্রিস্টলি।
৩.প্রশ্নঃ ডিনামাইট ১৮৬২ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ আলফ্রেড নোবেল।
৪.প্রশ্নঃ অ্যামোনিয়া ১৯০৮ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ এফ. জি. হেবার।
৫.প্রশ্নঃ নাইট্রোজেন ১৭৭২ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ ডানিয়েল রাদারফোর্ড।
৬.প্রশ্নঃ দেশলাই কাঠি ১৮২৯ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ জে. ওয়াল্টার।
৭.প্রশ্নঃ রেডন ১৮৯৯ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ আর্নেস্ট রাদারফোর্ড।
৮.প্রশ্নঃ আয়োডিন ১৮১১ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ বি. কোরটোইস।
৯.প্রশ্নঃ সেলেনিয়াম ১৮১৭ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ বার্জেলিয়াম।
১০.প্রশ্নঃ আর্সেনিক ১২৫০ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ ম্যাসনাস।
১১.প্রশ্নঃ ভারী হাইড্রোজেন ১৯৩২ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ এস. সি. উরি। 
১২.প্রশ্নঃ আলফা ও বিটা কণা ১৮৯৯ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ রাদারফোর্ড।
১৩.প্রশ্নঃ পরমাণুর নিউক্লিয়াস ১৯১১ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ রাদারফোর্ড।
১৪.প্রশ্নঃ পরমাণুর গঠন ১৯১৩ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ নীলস্ বোর। 
১৫.প্রশ্নঃ ইলেকট্রিক ব্যাটারি ১৮০০ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ ভোল্টা।
১৬.প্রশ্নঃ পারমাণবিক বিয়োজন ১৯৩৮ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ অটোহান।
১৭.প্রশ্নঃ নির্জল ব্যাটারি ১৮৬৬ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ লেকল্যান্স।
১৮.প্রশ্নঃ রেফ্রিজারেটর ১৮৭৯ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ কার্লভান লিন্ড।
১৯.প্রশ্নঃ জেট ইঞ্জিন ১৯৩০ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ ফ্র্যাঙ্ক হুইটিল।
২০.প্রশ্নঃ জ্বালানি ইঞ্জিন ১৮৯২ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ রুড্ফ ডিজেল। 
২১.প্রশ্নঃ পেট্রোল গাড়ি ১৮৮৮ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ কার্ল বেনজ।
২২.প্রশ্নঃ ফাউনটেন পেন ১৮৮৪ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ ওয়াটার ম্যান।
২৩.প্রশ্নঃ পারমাণবিক সংখ্যা ১৯১৩ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ হেনরি মোসলে।
২৪.প্রশ্নঃ ইউরেনিয়াম ১৮৪১ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ মার্টিন ক্লেপ্রোথ।
২৫.প্রশ্নঃ রাসায়নিক কম্পন ১৯৩৯ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ পাউলি।
২৬.প্রশ্নঃ নিয়ন ল্যাম্প ১৯১০ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ জর্জ ক্লাউড।
২৭.প্রশ্নঃ বুনসেন বার্নার ১৮৪১ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ রবার্ট বুনসেন।
২৮.প্রশ্নঃ হাইড্রোজেন গ্যাস ১৭৬৬ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ ক্যাভেনডিস।
২৯.প্রশ্নঃ বায়ুমণ্ডলীয় চাপ ১৬৪৩ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ টরিসেলি।
৩০.প্রশ্নঃ পর্যায় সারণি ১৮৬৯ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ মেন্ডেলিফ।
৩১.প্রশ্নঃ গ্যাস আয়তন সূত্র ১৮০৮ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ গে লুসাক।
৩২.প্রশ্নঃ তেজস্ক্রিয়তা ১৮৯৬ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ বেকারেল।
৩৩.প্রশ্নঃ পারমাণবিক তত্ত্ব ১৮০২ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ জন ডালটন।
৩৪.প্রশ্নঃ তড়িৎ বিশ্লেষণ সূত্র ১৮৩৩ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ মাইকেল ফ্যারাডে।
৩৫.প্রশ্নঃ হিলিয়াম গ্যাস ১৮৬৮ সালে কারা আবিষ্কার করেন?
উত্তরঃ লোকেয়ায় ও জনসন।
৩৬.প্রশ্নঃ প্লাস্টিক ১৮৬২ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ আলেকজান্ডার পার্কস।
৩৭.প্রশ্নঃ ওজোন ১৮৩৯ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ ক্রিসপিয়ান স্কোনব্যান।
৩৮.প্রশ্নঃ ফসফরাস ১৬৭৪ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ ব্রান্ড।
৩৯.প্রশ্নঃ ফটোগ্রাফিক নেগেটিভ ১৮৩৫ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ উইলিয়াম ফক্স ট্যালবোট।
৪০.প্রশ্নঃ সিন্থেটিক রঞ্জক ১৮৫৬ সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ উইলিয়াম পার্কিন।


Highlight G.K Current Affairs :
  • গান পাউডার হল সালফার, কার্বন ও নাইটার (KNO3)-এর মিশ্রণ।
  • হিমোগ্লোবিনে লোহা (Fe) এবং হিমোসায়ানিনে তামা বর্তমান থাকে।
  • মরিচার রাসায়নিক নাম সোদক ফেরিক অক্সাইড (Fe2O3, X H2O)
  • নাইট্রোজেন ডাই অক্সাইডকে শুষ্ক নাইট্রিক অ্যাসিড বলে এটি বাদামি রঙের গ্যাস।
  • যে দ্রবণে সামান্য মাত্রায় অ্যাসিড বা ক্ষার যোগ করলে তার pH-এর কোনো পরিবর্তন হয় না তাকে বাফার দ্রবণ বলে। যেমন রক্ত একটি বাফার দ্রবণ।
  • সবচেয়ে হালকা ধাতু হল লিথিয়াম (Li), সবচেয়ে হালকা মৌল হল হাইড্রোজেন (H2), সবচেয়ে ভারী গ্যাস রেডন।
  • লিথিয়াম সবচেয়ে শক্তিশালী বিজারক দ্রব্য ও ফ্লুওরিন সবচেয়ে শক্তিশালী জারক দ্রব্য।
  • অস্টাটাইন (At) হল পৃথিবীর সবচেয়ে বিরল মৌল।
  • ধাতুদের মধ্যে সোনা (Au) সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক 2-4
  • ফ্লুওরিন হল সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল 4.0
  • প্রোটিনের একক হল অ্যামাইনো অ্যাসিড।
  • কাঁদানে গ্যাস হিসাবে ব্যবহৃত হয় a-ক্লোরো-অ্যাসিটোফেনল ও অ্যাক্রোলিন।
  • মিথাইল আইসোসায়ানেট (CH3NCO) মিক (MIC) গ্যাস নামে পরিচিত, যা অত্যন্ত বিষাক্ত গ্যাস।
  • সাবান হল স্টিয়ারিক ও পামিটিক অ্যাসিডের Na ও K লবণ।
  • L.P.G (লিক্যুইড পেট্রোলিয়াম গ্যাস) হল বিউটেন গ্যাস।
  • প্রথম তৈরি কৃত্রিম তন্তু হল নাইলন।
  • ফরম্যালডিহাইড-এর লঘু দ্রবণকে ফর্মালিন বলে। এটি জৈব পদার্থ সংরক্ষণে ব্যবহৃত হয়।
  • ইলেকট্রিক বাল্বের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস আর্গন (Ar) থাকে।
  • মার্কারি ভেগার ল্যাম্প-এ মার্কারি ব্যবহার করা হয়।
  • কৃত্রিম শ্বাসকার্যের জন্য অক্সিজেন ও হিলিয়াম গ্যাস মিশ্রণ ব্যবহার করা হয়।
  • হলুদ ফসফরাস জলের মধ্যে রাখা হয়। সোডিয়াম কেরোসিন তেলের মধ্যে রাখা হয়।
  • আতস বাঁজিতে এবং সবুজ রং তৈরি করতে বেরিয়াম (Ba) ও লাল রং তৈরিতে স্ট্রনসিয়াম (Sr) লবণ ব্যবহার করা হয়।
  • লাল ফসফরাস দেশলাই প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
  • রূপা (Ag) হল তড়িতের সবচেয়ে বেশি সুপরিবাহী।
  • পোলোনিয়াম (Po)-এ সবচেয়ে বেশি সংখ্যক আইসোটোপ রয়েছে।
  • জিঙ্ক সালফাইড (ZnS) অনুপ্রভা সৃষ্টি করতে পারে। পুরানো তৈলচিত্র পরিষ্কার করতে H2O2ব্যবহার করা হয়।
  • বিজ্ঞানী বেকারেল তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কার করেন।বিজ্ঞানী মাদাম কুরি ও পিয়ের কুরি ইউরেনিয়ামের আকরিক পিচব্লেন্ড (U3O8) থেকে নতুন দুটি তেজস্ক্রিয় মৌল পোলোনিয়াম (Po) ও রেডিয়াম (Ra) আবিষ্কার করেন।
  • ফ্রান্সিয়াম (Fr) হল তরল তেজস্ক্রিয় মৌল।
  • ক্যানসারের চিকিৎসায় তেজষ্ক্রিয় মৌল রেডন ব্যবহার করা হয়।
  • তেজস্ক্রিয়তা পরিমাসের একক হল বেকারেল (SI) এ ছাড়া কুরি এককও ব্যবহার করা হয়।
  • তেজস্ক্রিয় আয়োডিন (I131) থাইরয়েড গ্রন্থির ত্রুটিজনিত রোগ গলগণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয়।
  • এ ছাড়া তেজস্ক্রিয় কার্বন (C13) পরমাণু ব্যবহার করে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়।
  • হাইড্রোজেন (H2) যেহেতু দাহ্য গ্যাস তাই নিষ্ক্রিয় হিলিয়াম (He) যাত্রীবাহী বেলুনে ব্যবহার করা হয়।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন