তৃতীয় শ্রেণি আমাদের পরিবেশ (অধ্যায় : ৭ সম্পদ) প্রশ্ন উত্তর | class 3 amader paribesh

class 3 amader poribesh chapter 7 question

তৃতীয় শ্রেণি আমাদের পরিবেশ (অধ্যায় : ৭ সম্পদ) প্রশ্ন উত্তর | Class 3 Amader Paribesh 

❐ আরো পড়ুনঃ তৃতীয় শ্রেণি 

✱ পাহাড়ে চড়ার মজা :
প্রকৃতির একটি সুন্দর সৃষ্টি হল পাহাড়। ছেলেরা দিদিমণির সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিল। পাহাড়ে ওঠার মজাই আলাদা। সকল ছেলেমেয়েরা একসঙ্গে পাহাড়ে উঠছে। হঠাৎ তাদের মধ্যে রিমঝিম আর মিঠাই অসুস্থতার জন্য পিছিয়ে পড়ছে। পরে দিদিমণিকে বলে তার পেট ব্যথা করছে। কুমিও এই পেট ব্যথার কারণ হতে পারে। তাই স্বাস্থ্য সম্পর্কে আমাদের সকল সময় সচেতন থাকতে হবে। স্বাস্থ্য ভালো না থাকলে পাহাড়ে ওঠা কেন, কোনো আনন্দই উপভোগ করা যায় না স্বাস্থ্যই সম্পদ।

✱ ঠিক উত্তরটি নির্বাচন করো :
১। মানুষের শ্রেষ্ঠ সম্পদ হল—
🄰 স্বাস্থ্য
🄱 পড়াশোনা
🄲 কাজ না করা
🄳 সবকটি

২। শরীর সুস্থ রাখার একমাত্র উপায় হল—
🄰 বেশিকরে খাওয়া
🄱 একদম না খাওয়া
🄲 ফাঁকি দেওয়া
🄳 শরীর চর্চা করা

৩। শরীর ভালো না থাকলে যা হয় তা হল—
🄰 স্বাস্থ্য হয়
🄱 রোগা হয়
🄲 কাজে মন লাগে না
🄳 কাজে মন লাগে

৪। পরিবেশে অন্যতম উপাদান কী? 
🄰 ধুলো-বালি
🄱 জল
🄲 আগুন
🄳 সবকটি

৫। পরিবেশে প্রধান উপাদান হল—
🄰 জল
🄱 মাটি
🄲 আকাশ
🄳 সবকটি

৬। কলেরা এবং ডায়রিয়া এই দুটি রোগ হল?
🄰 জল দূষিত
🄱 বায়ু দূষিত
🄲 দুটোই
🄳 খাবার দূষিত

৭। আমরা শ্বাসকার্যের জন্য যে গ্যাস ব্যবহার করি তা হল—
🄰 নাইট্রোজেন
🄱 অক্সিজেন
🄲 হাইড্রোজেন
🄳 সবগুলোই

৮। আমাদের প্রধান খাদ্য হল?
🄰 ভাত
🄱 মাংস
🄲 সবুজ উদ্ভিদ
🄳 সবগুলো

৯। কালমেঘ ও ঘৃতকুমারী হল—
🄰 ভেষজ উদ্ভিদ
🄱 রাসায়নিক বস্তু
🄲 বায়বীয় বস্তু
🄳 কোনোটিই নয়

১০। মানুষের প্রচেষ্টা ছাড়া যে সকল সম্পদ আমরা পেয়ে থাকি তা হল—
🄰 প্রাকৃতিক সম্পদ 
🄱 মানুষ সৃষ্টি সম্পদ 
🄲 দুটোই
🄳 কোনোটিই নয়

১১। বাড়িতে বসে ঘরোয়া ভাবে যেসব শিল্পজাত দ্রব্য তৈরি হয় তা হল—
🄰 বৃহৎ শিল্প
🄱 কুটির শিল্প
🄲 মাঝারি শিল্প
🄳 সবকটি

১২। লৌহ-ইস্পাত শিল্প হল—
🄰 বৃহৎ শিল্প
🄱 মাঝারি
🄲 ক্ষুদ্র শিল্প
🄳 কোনোটিই নয়

১৩। হাতের সূক্ষ্ম কাজকে ইংরেজিতে বলা হয়?
🄰 আরকিট্রেকচার
🄱 ক্রাফ্ট
🄲 হ্যান্ড ফোল্ড 
🄳 কোনোটিই নয়

প্রশ্নঃ১.ছেলেরা দিদিমণির সঙ্গে কোথায় বেড়াতে গিয়েছিল? 
উত্তরঃ ছেলেরা দিদিমণির সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিল।
প্রশ্নঃ২.তাদের মধ্যে কারা অসুস্থ হয়ে পড়েছিল?
উত্তরঃ তাদের মধ্যে রিমঝিম আর মিঠাই অসুস্থ হয়ে হাঁপিয়ে পড়েছিল।
প্রশ্নঃ৩.কে খুব মোটা?
উত্তরঃ মিঠাই।
প্রশ্নঃ৪. আমাদের শ্রেষ্ঠ সম্পদ কী?
উত্তরঃ আমাদের শ্রেষ্ঠ সম্পদ হল স্বাস্থ্য।
প্রশ্নঃ৫. ছেলেমেয়েরা কোথায় মজা করতে গিয়েছিল কীভাবে?
উত্তরঃ ছেলেমেয়েরা দিদিমণির সঙ্গে পাহাড়ে গিয়েছিল। আনন্দের সঙ্গে তারা পাহাড়ে উঠছিল পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য তাদের খুবই আনন্দ দিয়েছিল।
প্রশ্নঃ৬. কারা, কীভাবে তাদের আনন্দে বিঘ্ন ঘটিয়েছিল?
উত্তরঃ ছেলেমেয়েরা যখন আনন্দের সঙ্গে পাহাড়ে উঠছিল, তাদের মধ্যে কয়েকজন ছেলেমেয়ে শারীরিক অসুস্থতার জন্য অসুস্থ হয়ে পড়েছিল। রিমঝিম আর মিঠাই হাঁপাচ্ছিল।
প্রশ্নঃ৭.শরীর সুস্থ রাখতে শরীরচর্চা আর কী কী দরকার?
উত্তরঃ শরীর সুস্থ রাখতে শরীরচর্চা আর খাবার খাওয়া, জল খাওয়া দরকার।
প্রশ্নঃ৮. শরীর ভালো রাখতে কী ধরনের খাবার খাওয়া উচিত?
উত্তরঃ শরীর ভালো রাখতে সব ধরনের খাবার খাওয়া উচিত।
প্রশ্নঃ৯. আমাদের শ্রেষ্ঠ সম্পদ কী এবং কেন?
উত্তরঃ আমাদের শ্রেষ্ঠ সম্পদ হল স্বাস্থ্য। কারণ শরীর ভালো না থাকলে কোনো কাজই ভালোভাবে করা যায় না। কোনো কাজে মন লাগে না।
প্রশ্নঃ১০. কীভাবে এই স্বাস্থ্যকে ভালো রাখা যায়?
উত্তরঃ স্বাস্থ্যকে ভালো রাখতে হলে নিয়মিত—(১) শরীরচর্চা করতে হবে। (২) নিয়মিত খাবার খেতে হবে। (৩) জল খাওয়া ও ব্যায়াম করা দরকার। (৪) সাঁতার কাটাও দরকার যার দ্বারা ভালো ঘুম হয়। (৫) মাছ, মাংস, ডিম খেলেই শুধু হবে না, শাকসবজিও খেতে হবে।
প্রশ্নঃ১১. স্বাস্থ্য ছাড়া আর কী কী আমাদের সম্পদ?
উত্তরঃ স্বাস্থ্য ছাড়া জল, বায়ু, মাটি, আকাশ আমাদের সম্পদ।
প্রশ্নঃ১২. জল দূষিত দুটি রোগের নাম লেখো।
উত্তরঃ জল দূষিত দুটি রোগ হল কলেরা, ডায়রিয়া ইত্যাদি।
প্রশ্নঃ১৩. আমরা কোন গ্যাস গ্রহণ করি?
উত্তরঃ আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ করি।
প্রশ্নঃ১৪. মাটি নোংরা হলে আমাদের কী অসুবিধা হয়?
উত্তরঃ মাটি নোংরা হলে আমাদের চলাফেরার অসুবিধা হয়।
প্রশ্নঃ১৫. দিনেরবেলা আমরা কাকে দেখতে পাই?
উত্তরঃ দিনেরবেলা আমরা আকাশে সূর্যকে দেখতে পাই।
প্রশ্নঃ১৬. গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলি কী কী?
উত্তরঃ আমাদের প্রাকৃতিক সম্পদ অনেক হলেও প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদগুলি হল—(ক) জল, (খ) মৃত্তিকা, (গ) বায়ুমণ্ডল, (ঘ) আকাশ।
প্রশ্নঃ১৭. পরিবেশ কাকে বলে?
উত্তরঃ আমরা যেখানে বাস করি তার চারপাশের জল, মাটি, বায়ু, আকাশ, গাছপালা, নদীনালাকে পরিবেশ বলে।

প্রশ্নঃ১৮. পরিবেশ দূষণ কাকে বলে?
উত্তরঃ পরিবেশ দূষণ হল পরিবেশের স্বাভাবিক গুণমানের পরিবর্তন, যার প্রভাবে জীবদেহের জীবনের ক্ষতি হয়।
প্রশ্নঃ১৯. বায়ুদূষণ কাকে বলে?
উত্তরঃ আমাদের পরিবেশে বায়ুমণ্ডলে পরিবেশের পক্ষে ক্ষতিকারক পদার্থগুলো বেড়ে যাওয়ার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়, তাকে বায়ুদূষণ বলে।
প্রশ্নঃ২০. বায়ুদূষণের কারণগুলি কী কী?
উত্তরঃ বায়ুদূষণের কারণগুলি হল—(১) কলকারখানা, যানবাহন, রান্নার দূষিত ধোঁয়ায় বায়ু দূষিত হয়। (২) ধূলিকণা, কয়লার ঝুলকালি, ধুলো, পাঠের আঁশ প্রভৃতি দ্বারা বায়ু দূষিত হয়। (৩) নোংরা পচা আবর্জনা, কলকারখানার খনিজ বর্জ্য থেকে বিষাক্ত গ্যাস দ্বারা বায়ু দূষিত হয়। (৪) বিস্ফোরণ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তেজস্ক্রিয় পদার্থ।
প্রশ্নঃ২১. আমরা খাবার জন্য কোন জল ব্যবহার করি? 
উত্তরঃ আমরা খাবার জন্য মূলত ভূগর্ভস্থ জল বেশি ব্যবহার করি।
প্রশ্নঃ২২. কীসের মাধ্যমে এই জল আমরা নীচের থেকে তুলি? 
উত্তরঃ পাইপের মাধ্যমে টিউবওয়েলের সাহায্যে ওপরে তুলি ৷
প্রশ্নঃ২৩. বর্তমানে আমাদের কোন জল বেশি ব্যবহার করা উচিত?
উত্তরঃ বর্তমানে আমাদের ভূপৃষ্ঠের ওপরের জল পুকুর, নদী, হ্রদ বেশি ব্যবহার করা উচিত।
প্রশ্নঃ২৪. ভূপৃষ্ঠের ওপরের জলের উৎসগুলি কী কী?
উত্তরঃ ভূপৃষ্ঠের ওপরের জলের উৎসগুলি হল— পুকুর, নদী, হ্রদ, সমুদ্র ইত্যাদি।
প্রশ্নঃ২৫. ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধ করতে কী কী করা দরকার?
উত্তরঃ ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধ করতে—(১) কৃষিক্ষেত্রে পুকুর, নদী, হ্রদের জল বেশি ব্যবহার করতে হবে। (২) বর্ষার জলকে ধরে রাখা। (৩) ট্যাপকলের মুখ অহেতুক খুলে না রাখা।
প্রশ্নঃ২৬. ভূগর্ভস্থ জল না থাকলে আমাদের কী ক্ষতি হবে?
উত্তরঃ ভূগর্ভস্থ জল না থাকলে আমাদের পানীয় জলের সংকট দেখা দেবে কৃষিকাজ ব্যাহত হবে।
প্রশ্নঃ২৭. আমাদের প্রধান সম্পদ কী?
উত্তরঃ আমাদের প্রধান সম্পদ হল সবুজ উদ্ভিদ।

প্রশ্নঃ২৮.সবুজ উদ্ভিদ কয় ধরনের হয়?
উত্তরঃ দুই ধরনের—(১) প্রাকৃতিক সম্পদ, (২) মানুষের তৈরি সম্পদ।
প্রশ্নঃ২৯. পুরোনো নারকেল গাছ যা কেউ লাগায়নি কী ধরনের সম্পদ? 
উত্তরঃ প্রাকৃতিক সম্পদ।
প্রশ্নঃ৩০. আগে উদ্ভিদ কীরকম ছিল?
উত্তরঃ আগে সমস্ত উদ্ভিদই প্রাকৃতিক সম্পদ ছিল।
প্রশ্নঃ৩১. দুটি ভেষজ গাছের নাম বলো।
উত্তরঃ দুটি ভেষজ গাছ হল—কালমেঘ, ঘৃতকুমারী।
প্রশ্নঃ৩২. প্রাকৃতিক সম্পদ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ যে সকল গাছপালা এমনিতেই জন্মায় অর্থাৎ মানুষের প্রচেষ্টা ছাড়াই বেড়ে ওঠে তাদের প্রাকৃতিক সম্পদ বলে। যেমন—বৃহদায়তন বন-জঙ্গল, বাঁশঝাড় ইত্যাদি।
প্রশ্নঃ৩৩. মানুষের তৈরি সম্পদ কাকে বলে? 
উত্তরঃ যে সকল গাছপালা আলাদা করে মানুষ নিজ প্রচেষ্টায় ও যত্নে লাগায় এবং বড়ো করে তোলে তাকে মানুষের তৈরি সম্পদ বলে।
প্রশ্নঃ৩৪. কুটির শিল্প কাকে বলে?
উত্তরঃ ঘরে বসে ছোটো ছোটো যন্ত্রপাতির সাহায্যে অল্প মূলধন, কম জায়গা, কম কাঁচামালের সাহায্যে যে শিল্প গড়ে ওঠে, তাকে কুটির শিল্প বলে।
প্রশ্নঃ৩৫. রুয়েকটি কুটিরশিল্পের নাম লেখো।
উত্তরঃ (১) কুমোরের তৈরি মাটির ভাঁড়, কলসি। (২) কামারের তৈরি কোদাল, কাস্তে, দা ইত্যাদি। (৩) বাড়িতে বসে মাদুরকাঠি দিয়ে মাদুর তৈরি। (৪) বেত ও বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি। (৫) কাঠের চেয়ার, টেবিল, বেঞ, জানালা, দরজা তৈরি।
প্রশ্নঃ৩৬. বড়ো মাপের শিল্প বলতে কী বোঝো?
উত্তরঃ বৃহদায়তন জায়গা জুড়ে প্রচুর মূলধন, প্রচুর শ্রমিক, যন্ত্রনির্ভর শিল্পকে বড়ো মাপের শিল্প বলে। যেমন—লৌহ-ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প ইত্যাদি।
প্রশ্নঃ৩৭. পাঁচটি বড়ো মাপের শিল্পের নাম বলো।
উত্তরঃ (১) লৌহ-ইস্পাত শিল্প, (২) সিমেন্ট শিল্প, (৩) বিদ্যুৎ শিল্প, (৪) চালকল, (৫) মোটরগাড়ি শিল্প।
প্রশ্নঃ৩৮. ঝুড়ি বোনা কী শিল্প?
উত্তরঃ ঝুড়ি বোনা ঘরোয়া শিল্প বা কুটিরশিল্প।
প্রশ্নঃ৩৯. ঝুড়ি কী দিয়ে তৈরি?
উত্তরঃ এটি বাঁশের সরু সরু বাখারি এবং বেত দিয়ে তৈরি।
প্রশ্নঃ৪০. একটা সৌখিন ঝুড়ি যা কাজে লাগে না, ওটা কী সম্পদ?
উত্তরঃ সৌখিন ঝুড়ি দেখার কাজে লাগে, তাই ওটাও সম্পদ।
প্রশ্নঃ৪১. হাতের কাজকে কী শিল্প বলে?
উত্তরঃ হাতের কাজকে ঘরোয়া শিল্প বা কুটিরশিল্প বলে।
প্রশ্নঃ৪২. হাতের সুক্ষ্ম কাজকে ইংরেজিতে কী বলে?
উত্তরঃ হাতের সূক্ষ্ম কাজকে ইংরেজিতে বলে ‘ক্রাফ্‌ট’ (Craft) বলে।
প্রশ্নঃ৪৩. ঘরোয়া শিল্প কী ? উদাহরণ দাও।
উত্তরঃ  ঘরে বসে ছোটো ছোটো যন্ত্রপাতির সাহায্যে অল্প মূলধনে যেসব জিনিস তৈরি করা যায় তাকে ঘরোয়া শিল্প বলে।
প্রশ্নঃ৪৪.পাঁচটি ঘরোয়া শিল্প বা কুটিরশিল্পের উদাহরণ দাও।
উত্তরঃ (ক) বাশ, বেত দিয়ে সৌখিন ঝুড়ি তৈরি হয়। (২) ঝিনুক দিয়ে পুতুল তৈরি হয়। (৩) মোম, প্লাস্টিক দিয়ে খেলনা তৈরি হয়।

✱ আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণি 
 অধ্যায় : সম্পদ
❍ টেক্সট বইয়ের ছক সমধান পিডিএফ 



Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন