Class 3 Poribesh Question Answer Chapter 8 | আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণি (অধ্যায় : ৮ সাবধানতা) প্রশ্ন উত্তর

class 3 poribesh chapter 8 question

Class 3 Amader Poribesh Chapter 8 Question

❐ আরো পড়ুনঃ তৃতীয় শ্রেণি 

✱ সজাগ থেকো, ভুলে যেও না :
বাড়ির বাইরে বেরোতে গেলেই আমাদের কিছু নিয়মশৃঙ্খলা মেনে চলতে হয়। যেমন বাঁ-দিক ধরে হাঁটা, রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়া। সিগনাল মেনে পথ চলা একান্ত দরকার। লাল সিগনালের অর্থ থামা অর্থাৎ অপেক্ষা করা। সবুজ সিগনালের অর্থ যাওয়া বা পার হওয়া। ঝড়-বৃষ্টির সময় গাছের তলায় না দাঁড়ানো। কারণ ঝড়ে গাছের ডাল ভেঙে পড়তে পারে। বজ্রপাতের সময় মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়তে হয়। আবার, শরীর সুস্থ রাখতে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। যেমন—নিয়মিত স্নান করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ভিজে, নোংরা জামাকাপড় পরিধান না করা। এতে জ্বর, সর্দি, কাশি, হাঁচি, গলা খুসখুস ইত্যাদি রোগ হয়।

✱ সঠিক উত্তরটি নির্বাচন করো :
১। আমাদের রাস্তা-ঘাটে চলাফেরা করতে গেলে কীসের প্রয়োজন হয়?
🄰 নিয়ম-শৃঙ্খলা
🄱 অনিয়ম
🄲 কম্পিটিশন 
🄳 কোনোটিই নয়

২। বজ্রপাতের সময় বাইরে থাকলে যা করা উচিত তা হল—
🄰 গাছের গোড়ায় দাঁড়িয়ে পড়া
🄱 বসে থাকা
🄲 মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়া
🄳 সবকটি

৩। গাড়ি চালক দের কী কী নিয়ম মেনে চলা উচিত?
🄰 ইচ্ছামতো গাড়ি চালানো
🄱 সিগন্যাল দেখে গাড়ি চালানো
🄲 ডানদিক দিয়ে গাড়ি চালানো
🄳 কোনোটিই নয়

৪। শহরের রাস্তা পারাপারের সময় কোথা দিয়ে পার হতে হয়?
🄰 রাস্তার মাঝখান দিয়ে 
🄱 রাস্তার ধার ঘেষে
🄲 জেব্রা ক্রসিং দিয়ে 
🄳 সবগুলোই ঠিক

৫। সবজি কাটার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
🄰 কাস্তে
🄱 ছুরি
🄲 জাঁতি
🄳 বঁটি

৬। গরম পাত্র উনুন থেকে নামানোর জন্য ব্যবহার করা হয়।
🄰 কাপড় বা সাঁড়াশি
🄱 জাঁতি
🄲 ছুরি
🄳 কাস্তে

৭। খালি পায়ে পথ চললে যা হয়ে থাকে তা হল—
🄰 পা ভালো থাকে
🄱 কাঁটা বা পেরেক ফুটতে পারে
🄲 দুটোই
🄳 কোনোটিই নয়

৮। জলের বিপদ থেকে বাঁচতে গেলে যা শেখা দরকার তা হল—
🄰 সাঁতার
🄱 হাঁটা
🄲 পড়া
🄳 ব্যায়াম

৯। ডুবন্ত ব্যক্তিকে বাঁচাতে গেলে প্রথমে যা করা উচিত তা হল—
🄰 পেট থেকে জল বের করতে হবে
🄱 ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে
🄲 স্বাস্থকেন্দ্র নিয়ে যেতে হবে
🄳 কোনোটিই নয়

প্রশ্নঃ১. পথে হাঁটার সময় কোন্‌দিকে চলতে হবে?
উত্তরঃ বাঁ-দিক ধরে চলতে হবে।
প্রশ্নঃ২. শহরে পায়ে হেঁটে যাওয়ার রাস্তাকে কী বলে?
উত্তরঃ শহরে পায়ে হেঁটে যাওয়ার রাস্তাকে ফুটপাথ বলে।
প্রশ্নঃ৩. শহরের রাস্তা পার হতে কোথা দিয়ে পার হবে?
উত্তরঃ শহরের রাস্তা পেরোবার সময় জেব্রা ক্রসিং দিয়ে যেতে হবে।
প্রশ্নঃ৪. সবুজ সিগন্যাল-এর অর্থ কী?
উত্তরঃ না থেমে এগিয়ে যাওয়া সবুজ সিগন্যালের অর্থ।
প্রশ্নঃ৫. কোন সিগন্যালে অপেক্ষা করতে হবে?
উত্তরঃ লাল সিগন্যালে অপেক্ষা করতে হবে।
প্রশ্নঃ৬. শহরে পথ চলার ক্ষেত্রে কী কী মেনে চলা উচিত?
উত্তরঃ (১) বাঁ-দিক ধরে পথ চলতে হবে। (২) ফুটপাথ ধরে হেঁটে চলতে হবে। (৩) রাস্তা পারাপার হতে গেলে জেব্রা ক্রসিং-এর ওপর দিয়ে পার হতে হবে।
প্রশ্নঃ৭. ঝড়-বৃষ্টির সময় কী সতর্কতা মেনে চলা উচিত?
উত্তরঃ (১) ঝড়-বৃষ্টির সময় গাছের তলায় দাঁড়ানো উচিত নয়। কারণ গাছের ডাল ভেঙে পড়তে পারে। (২) বজ্রপাতের সময় মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়তে হবে।
প্রশ্নঃ৮. ভিজে জামা-কাপড় পরলে আমাদের কী ক্ষতি হয়?
উত্তরঃ ভিজে জামা-কাপড় কখনোই পরে থাকা উচিত নয়। কারণ ভিজে জামাকাপড় পরে থাকলে হাঁচি, গলা খুসখুস, নাক দিয়ে জল পড়া, জ্বর ইত্যাদি রোগ হতে পারে।
প্রশ্নঃ৯. আনাজ কাটতে কী ব্যবহার করা হয়?
উত্তরঃ আনাজ কাটতে বঁটি ব্যবহার করা হয়।
প্রশ্নঃ১০. আনাজ কাটার আগে আনাজকে কী করা উচিত?
উত্তরঃ আনাজ কাটার আগে আনাজকে ভালোমতো ধোয়া উচিত।
প্রশ্নঃ১১. আমরা কী দিয়ে নখ কাটি?
উত্তরঃ আমরা ব্লেড অথবা নেইলকাটার দিয়ে নখ কাটি।
প্রশ্নঃ১২. নখ কাটার আগে কী করা দরকার?
উত্তরঃ নখ কাটার আগে নখগুলো ভালো করে ভিজিয়ে নরম করে নেওয়া দরকার। তাতে অল্প চাপে নখ কেটে যায়।
প্রশ্নঃ১৩. মাটি কোপানোর জন্য কী ব্যবহার করা হয়?
উত্তরঃ মাটি কোপানোর জন্য কোদাল ব্যবহার করা হয়।
প্রশ্নঃ১৪. কীভাবে নখ কাটতে হয়?
উত্তরঃ  প্রথমে নখগুলিকে জলে ভিজিয়ে নরম করে নিতে হয়। তারপর নেইলকাটার বা ব্লেড দিয়ে অল্প চাপ দিয়ে নখ কাটতে হয়। শুকনো নখ শক্ত তাই কাটতে গেলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে।
প্রশ্নঃ১৫. ভিজে হাতে ইলেকট্রিক তারে হাত দিলে কী হবে?
উত্তরঃ ভিজে হাতে ইলেকট্রিক তারে হাত দিলে শক লাগতে পারে।
প্রশ্নঃ১৬. প্লাগ কাজ না করলে কী দিয়ে দেখবে?
উত্তরঃ প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখব।
প্রশ্নঃ১৭. মোমবাতির তলায় দেশলাই কাঠি ধরলে কী হবে?
উত্তরঃ মোমবাতির তলায় দেশলাই কাঠি ধরলে মোম গলে হাতে পড়বে।
প্রশ্নঃ১৮. গরম ডেকচি কীভাবে উনুন থেকে নামাবে?
উত্তরঃ গরম ডেকচি কাপড় অথবা সাঁড়াশি দিয়ে উনুন থেকে নামাব।
প্রশ্নঃ১৯. খালি পায়ে পথ চললে কী হবে?
উত্তরঃ খালি পায়ে পথ চললে পায়ে কাঁটা অথবা পেরেক ফুটে যেতে পারে।
প্রশ্নঃ২০. ইলেকট্রিক ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা নেওয়া উচিত?
উত্তরঃ (১) ভিজে হাতে সুইচে হাত দেওয়া উচিত নয়। (২) ইস্ত্রি করার সময় সুইচ বন্ধ করে ইস্ত্রিতে হাত দেওয়া উচিত। ইস্ত্রি খারাপ থাকলে শক লাগতে পারে। (৩) কাঠের ওপর অথবা জুতো পরে ইলেকট্রিকের কাজ করা উচিত। (৪) প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখতে হবে।

প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখতে হবে

প্রশ্নঃ২১. কীভাবে মোমবাতি জ্বালাবে?
উত্তরঃ মোমবাতির পলতের কাছে দেশলাই ধরে মোমবাতি জ্বালাতে হবে। মোমবাতির তলায় দেশলাই কাঠি ধরলে মোম গলে হাতে পড়লে ফোস্কা পড়বে।
প্রশ্নঃ২২. জলের বিপদ থেকে বাঁচতে কী শেখা দরকার?
উত্তরঃ জলের বিপদ থেকে বাঁচতে সাঁতার শেখা দরকার।
প্রশ্নঃ২৩. কেউ ডুবে যাচ্ছে দেখলে তাকে কীভাবে তোলা উচিত?
উত্তরঃ কেউ ডুবে যাচ্ছে দেখলে তাকে গামছা ছুঁড়ে তোলা উচিত।
প্রশ্নঃ২৪. ডুবন্ত কোনো ব্যক্তিকে জল থেকে তুলেই কী করা উচিত?
উত্তরঃ ডুবন্ত কোনো ব্যক্তিকে জল থেকে তুলে মাথা ও হাত একদিকে, পা অন্যদিকে করে ঝুলিয়ে দিতে হবে।
প্রশ্নঃ২৫. ডুবন্ত ব্যক্তির জল বের করতে পেটের তলায় কী দিতে হবে?
উত্তরঃ ডুবন্ত ব্যক্তির জল বের করে পেটের তলায় বালিশ দিতে হবে।
প্রশ্নঃ২৬. আমরা সাঁতার শিখব কেন?
উত্তরঃ আমরা সাঁতার শিখব কারণ জলে না-ডোবার হাত থেকে বাঁচতে। অপরদিকে কেউ জলে ডুবে যাচ্ছে দেখলে তাকেও জল থেকে তুলে বাঁচাতে পারবো।
প্রশ্নঃ২৭. কেউ জলে ডুবে যাচ্ছে দেখলে তাকে কীভাবে উদ্ধার করবে?
উত্তরঃ কেউ জলে ডুবে যাচ্ছে দেখলে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে না ধরে ওর হাতের কাছে একটা গামছা ছুঁড়ে দিতে হবে। তুমি গামছাটা ধরে টানবে, সে গামছাটাকে জড়িয়ে ধরবে। এভাবে তাকে পাড়ের কাছে নিয়ে এসে তারপর জল থেকে তুলতে হবে।
প্রশ্নঃ২৮. জলে ডুবে গেলে হৃদপিণ্ডের কাজ কীভাবে চালু করতে হবে?
উত্তরঃ যত তাড়াতাড়ি সম্ভব হৃদপিণ্ডে বাইরে থেকে চাপ দিতে হবে। রোগীর পাশে বসে বুকের পাঁজরের সব থেকে নীচের হাড়দুটো যেখানে মিশেছে, তার ঠিক দু-আঙুল ওপরে বুকের মাঝখানে ওই হাড়টার ওপর হাতদুটো দিয়ে চাপ দিতে হবে। এমনভাবে নামাতে হবে যাতে দু-ইঞ্জির মতো নামানো যায়। প্রায় ষাটবার এভাবে চাপ দিতে হয়। সেইসঙ্গে শ্বাস-প্রশ্বাস চালানোর কাজটাও করে যেতে হবে।

✱ আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণি 
 অধ্যায় : সাবধানতা
❍ টেক্সট বইয়ের ছক সমধান পিডিএফ 

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন