তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ অধ্যায় (৫)পরিবার প্রশ্ন উত্তর | Class 3 Amader Poribesh Chapter : (5) Poribar Question Answer

আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণি

Class 3 Amader Poribesh Chapter : (5) Poribar Question Answer


❐ আরো পড়ুনঃ তৃতীয় শ্রেণি 

 ✱ সঠিক উত্তরটি নির্বাচন করো :
১. পরিবার হল?
Ⓐ একা একা থাকা
Ⓑ সবাইকে নিয়ে একসঙ্গে থাকা
Ⓒ দুটোই
Ⓓ কোনোটিই নয়

২. পরিবারে সব চেয়ে বয়স্ক ব্যক্তিকে যা বলা হয় তা হল—
Ⓐ চাকর 
Ⓑ পরিবারের প্রধান
Ⓒ  দুটোই
Ⓓ কোনোটিই নয়

৩. টুনটুনি বইয়ের লেখক হলেন—
Ⓐ সুকুমার রায়
Ⓑ সত্যজিৎ রায়
Ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর 
Ⓓ উপেন্দ্রকিশোর

৪. সুকুমার রায় বিখ্যাত কারণ—
Ⓐ নাট্যকার
Ⓑ রাজনীতিবিদ
Ⓒ ডাক্তার
Ⓓ লেখক 

৫. আমাদের পরিবারে মানুষ ছাড়া আর কে কে থাকে?
Ⓐ বিড়াল, কুকুর
Ⓑ বাঘ
Ⓒ সিংহ
Ⓓ সবকটি

৬. কাকেরা বিড়ালকে তারা করে কেন?
Ⓐ খাবার জন্য
Ⓑ ভয় পায় বলে
Ⓒ বাসা ভেঙে দেওয়ার জন্য
Ⓓ কোনোটিই নয়

৭. পোস্ট অফিসের নম্বরকে কী বলা হয়?
Ⓐ পিন কোড
Ⓑ রেশন কার্ড
Ⓒ ভোটার কার্ড
Ⓓ আধার কার্ড 

৮. পোস্ট অফিসের বাংলা অর্থ হল
Ⓐ যাদুঘর
Ⓑ ডাকঘর
Ⓒ সিনেমা হল
Ⓓ সবকটি

৯. পরিবারের লোকেরা বহুকাল ধরে একটি কাজে যুক্ত থাকলে সেই কাজকে বলা হয়—
Ⓐ জীবিকা
Ⓑ জেলে
Ⓒ ডাক্তার
Ⓓ চাষি

১০. একটা লুপ্ত জীবিকা হল—
Ⓐ গাড়ি চালানো
Ⓑ লেখাপড়া শেখা
Ⓒ মাছ ধরা
Ⓓ শাঁখা, পলা ইত্যাদি ফেরি করা

১.প্রশ্নঃ সুমনা আনন্দিত কেন?
উত্তরঃ সুমনার ছোট্ট ভাইকে নিয়ে তার ঠাকুমা, কাকা ও কাকিমা এসেছে।
২.প্রশ্নঃ সুমনার পরিবারের সবচেয়ে বড়ো কে?
উত্তরঃ সুমনার পরিবারের সবচেয়ে বড়ো হল ঠাকুমা ও ঠাকুরদা।
৩.প্রশ্নঃ পরিবার কাকে বলে?
উত্তরঃ সবাইকে নিয়ে একসঙ্গে থাকায় হলো পরিবার। 
৪.প্রশ্নঃ পাঠে কার পরিবারের শাখা-প্রশাখা দেওয়া হয়েছে?
উত্তরঃ পাঠে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পরিবারের শাখা-প্রশাখা দেওয়া হয়েছে।
৫.প্রশ্নঃ উপেন্দ্রকিশোরের কয়টি ছেলেমেয়ে?
উত্তরঃ উপেন্দ্রকিশোরের ছয়টি ছেলেমেয়ে।
৬.প্রশ্নঃ  টুনটুনি বই-এর লেখক কে?
উত্তরঃ টুনটুনি বই-এর লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
৭.প্রশ্নঃ উপেন্দ্রকিশোরের স্ত্রীর নাম কী?
উত্তরঃ উপেন্দ্রকিশোরের স্ত্রীর নাম বিধুমুখী দেবী।
৮.প্রশ্নঃ উপেন্দ্রকিশোরের বড়ো ছেলের নাম কী? তিনি কী লিখেছেন?
উত্তরঃ সুকুমার রায়। তিনি আবোল-তাবোল লিখেছেন।
৯.প্রশ্নঃ সত্যজিৎ রায় কে ও তিনি কেন বিখ্যাত?
উত্তরঃ সত্যজিৎ রায় সুকুমার রায়ের একমাত্র সন্তান। তিনি ফেলুদার গল্পগুলি আর সিনেমায় গুপি গাইন বাঘা বাইন করেছেন। তিনি বিখ্যাত লেখক, চিত্রশিল্পী ও চিত্র পরিচালক।
১০.প্রশ্নঃ সুকুমার রায়ের স্ত্রীর নাম কী?
উত্তরঃ সুকুমার রায়ের স্ত্রীর নাম সুপ্রভা দেবী।
১১.প্রশ্নঃ কে কে ক্রিকেট খেলছে?
উত্তরঃ কেয়ার ঠাকুমা ও ভাই ক্রিকেট খেলছে।
১২.প্রশ্নঃ কে কাঁথা সেলাই করছিলেন?
উত্তরঃ কেয়ার ঠাকুমা কাঁথা সেলাই করছিলেন।
১৩.প্রশ্নঃ কেয়া কী কী কাজ করে তা লেখো।
উত্তরঃ কেউ জল চাইলে জল দেয়, কিছু কেনার দরকার হলে দোকানে যায়, কেউ বাইরে গেলে দরজার ছিটকিনি আটকে দেয়, কেউ এলে দরজা খুলে দেয়, বাগানের গাছে জল দেয়, কারুর অসুখ হলে মাথায় জলপট্টি দিয়ে দেয়।
১৪. প্রশ্নঃ কাকগুলো কাকে তাড়া করছে?
উত্তরঃ কাকগুলো বিড়ালটিকে তাড়া করছে।
১৫. প্রশ্নঃ কাদের গ্রামে ডাকঘর নেই?
উত্তরঃ নিতাইদের গ্রামে ডাকঘর নেই।
১৬. প্রশ্নঃ কাদের গ্রামে ডাকঘর আছে?
উত্তরঃ তামিমদের গ্রামে ডাকঘর আছে।
১৭. প্রশ্নঃ ডাকঘরের ইংরেজি কথা কী ?
উত্তরঃ ডাকঘরের ইংরেজি কথা পোস্ট অফিস।
১৮. প্রশ্নঃ যিনি চিঠি পাঠান তাঁর নাম কোথায় লেখা থাকে?
উত্তরঃ তাঁর নাম লেখা থাকে চিঠির বাঁপাশে।
১৯. প্রশ্নঃ ‘পিন কোড’ আসলে কী?
উত্তরঃ পিন কোড আসলে পোস্ট অফিসের নম্বর।
২০. প্রশ্নঃ পারিবারিক জীবিকা বলতে কী বোঝো?
উত্তরঃ পরিবারের লোকেরা বহুকাল ধরে একই ধরনের কাজ করলে, সেই কাজকে পারিবারিক জীবিকা বলা হয়।
২১. প্রশ্নঃ বাসের চালককে কী বলা হয়?
উত্তরঃ ড্রাইভার।
২২. প্রশ্নঃ বেহারা কাদের বলা হয়?
উত্তরঃ যারা পালকির বাহকদের কাঁধে নিয়ে যায় তাদের বেহারা বলা হয়।
২৩. প্রশ্নঃ ঘোড়ার গাড়ির চালককে কী বলা হয়?
উত্তরঃ কোচোয়ান।
২৪. প্রশ্নঃ ক্যাটারারের কাজ কী?
উত্তরঃ অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন করা।
২৫. প্রশ্নঃ লুপ্ত জীবিকা কাকে বলে?
উত্তরঃ কিছু জীবিকা আগে ছিল, কিন্তু এখন নেই সেইসব জীবিকাকে লুপ্ত জীবিকা বলে।
২৬. প্রশ্নঃ নতুন জীবিকা কাকে বলে?
উত্তরঃ কিছু জীবিকা আগে ছিল না, এখন হয়েছে সেগুলোকে নতুন জীবিকা বলে।

✱ আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণি 
 অধ্যায় : পরিবার
❍ টেক্সট বইয়ের ছক সমধান পিডিএফ 



Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন