Class IV Bhasapath Solved Text Book Question Answer
১. বাঁ-দিকের সঙ্গে ডানদিক মেলাও :

২. নীচের উক্তিগুলির মধ্যে কোনটি ঠিক বা কোনটি ভুল লেখো :
২.১ ও-ধ্বনি কুঞ্চিত, সম্মুখ, উচ্চ-মধ্য স্বরধ্বনি।
উত্তরঃ (ভুল) সম্মুখ হবে না, হবে পশ্চাৎ, অর্ধ সংবৃত।
২.২ এ-র ক্ষেত্রে জিভ গুটিয়ে থাকে, সামনেটা অল্প উঠে থাকে।
উত্তরঃ (ভুল) এ-র ক্ষেত্রে জিভ এগিয়ে থাকে, সামনেটা অল্প উঠে থাকে।
২.৩ উ, ও, অ সবকটি কুঞ্চিত স্বরধ্বনি।
উত্তরঃ (ঠিক)।
২.৪ এ, অ দুটি অর্ধবিবৃত স্বরধ্বনি।
উত্তরঃ (ভুল) এ অর্ধসংবৃত, অ অর্ধবিবৃত।
✱ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
১. স্বরধ্বনি কাকে বলে?
উত্তরঃ যে ধ্বনি নিজে থেকে উচ্চারিত হয় ও অন্য ধ্বনিকে উচ্চারিত হতে সাহায্য করে, তাকে স্বরধ্বনি বলে। যেমন : অ, অ্যা, আ, ই, উ, এ, ও।
২. প্রসারিত স্বরধ্বনি কোনগুলি?
উত্তরঃ ই, এ, অ্যা—এগুলি হল প্রসারিত স্বরধ্বনি।
৩. ই, এ, অ্যা-গুলিকে প্রসারিত স্বরধ্বনি বলে কেন?
উত্তরঃ উচ্চারণের সময় এই ধ্বনিগুলি ঠোঁট ছড়িয়ে থাকে, তাই এগুলিকে প্রসারিত স্বরধ্বনি বলে।
৪. কুঞ্চিত স্বরধ্বনি কোনগুলি?
উত্তরঃ অ, উ, ও—এগুলি হল কুঞ্ঝিত স্বরধনি।
৫. অ, উ, ও—কে কুঞ্চিত স্বরধ্বনি কেন বলে?
উত্তরঃ উচ্চারণের সময় এই ধ্বনিগুলি ঠোঁট কুচকে গোল হয়ে যায়, তাই এগুলিকে কুঞ্চিত স্বরধ্বনি বলে।
৬. বিবৃত স্বরধ্বনি কোনগুলি?
উত্তরঃ অ, আ, অ্যা এদের ভালো নাম বিবৃত স্বরধ্বনি। কারণ এই স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় মুখের মধ্যে বেশ খানিকটা জায়গা তৈরি হয়।
৭. সংবৃত স্বরধ্বনি কাকে বলে?
উত্তরঃ ই, এ, উ, ও এগুলিকে সংবৃত স্বরধ্বনি বলে। কারণ এগুলি উচ্চারণের সময় মুখের ভিতরের জায়গা কমে যায় ৷
❐ টেক্সটবই পিডিএফ :
➲ চতুর্থ শ্রেণী ভাষাপাঠ
➲ File Size : 17 MB