আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণি চ্যাপ্টার ৭ (জীবিকা ও সম্পদ) প্রশ্ন উত্তর | Class 4 Amader Paribesh Question Answer

class 4 poribesh

Class 4 Amader Paribesh Question Answer Chapter : 7


❐ আরো পড়ুনঃ চতুর্থ শ্রেণি 

১. লোককথা কাকে বলে?
উত্তরঃ দাদু-ঠাকুমাদের কাছে বা লোকমুখে আমরা নানা গল্প শুনি, যা আমাদের জীবনে কাজে লাগে একেই বলে লোককথা।
২. বাউল গান কাকে বলে?
উত্তরঃ বাউল গান হল পল্লির গান। গ্রামের মানুষেরা গায়। পল্লির গান হল সমাজের আদি-গান।
৩. ছৌ নাচের মুখোশ কোথায় তৈরি হয়? 
উত্তরঃ পুরুলিয়া জেলায়, প্রধানত পাড়া, আরসা, মালদা ও স্যাঙুরিতে।
৪. চৈত্র সংক্রান্তিতে কীসের মেলা বসে? 
উত্তরঃ গাজনের মেলা।
৫. কুম্ভকারেরা কী কী জিনিস বানান?
উত্তরঃ কুম্ভকারেরা মনসা ঘট, লক্ষ্মীর পট, রঙিন ছবি আঁকা হাঁড়ি, কলশি ইত্যাদি বানান।
৬. নকশি কাঁথা কী দিয়ে বানানো হয়?
উত্তরঃ সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে কাঁথা বানানো হয়। কাঁথার গায়ে গল্পকথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, পরি এসব সূঁচ-সুতোয় সুন্দর ফুটিয়ে তোলা হয়।
৭. মালাকার কাকে বলে?
উত্তরঃ শোলার কাজ যারা করেন, তাদের মালাকার বলে।
৮. ছৌ নাচ কোথায় হয়?
উত্তরঃ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায়।
৯. পশ্চিমবঙ্গের কোথায় কয়লা তোলা হয়?
উত্তরঃ পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ ও আসানসোল অঞ্চলে।
১০. ছৌ নাচের মুখোশ কী কী দিয়ে তৈরি হয়?
উত্তরঃ আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, শলমা-চুমকি ও রং দিয়ে ছৌনাচের মুখোশ তৈরি হয়।
১১. কোন কোন জেলার মানুষ পাথরের খাদানে কাজ করেন?
উত্তরঃ পশ্চিমবঙ্গের পশ্চিমে সমগ্র পুরুলিয়া এবং বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ পাথরের খাদানে কাজ করেন।
১২. গোল হয়ে মানুষ বসে থাকে। মাঝখানে একজন গান গায়। তিনি কে?
উত্তরঃ তিনি বাউল। তিনি দাঁড়িয়ে গেয়ে থাকেন।
১৩. নদিয়া জেলার ফুলিয়ায় কী তৈরি হয় ? 
উত্তরঃ ফুলিয়ার তাঁতিরা ঘরে বসে তাঁত চালিয়ে সুন্দর শাড়ি তৈরি করেন।
১৪. সিল্কেরশাড়ি কোথায় তৈরিহয়?
উত্তরঃ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরেও মুরশিদাবাদ জেলায় বালুচরিও সিল্কের শাড়ি তৈরি হয়।
১৫. সোনা-রুপো ছাড়া আর কীসে গয়না বানানো হয়? 
উত্তরঃ সুতোর গয়না, পোড়ামাটির গয়না, কাঠের গয়না।
১৬. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলটি কোথায়?
উত্তরঃ দার্জিলিং পার্বত্য অঞ্চল ও পশ্চিমের মালভূমি অঞ্চলটি বাদ দিলে বাকি অংশটুকু সমভূমি বা নীচু জলা জায়গা।
১৭. দাদু-ঠাকুমার কাছে যেসব গল্প শুনি, সেগুলি কোথায় ছিল?
উত্তরঃ এসব গল্প কোথাও লেখা ছিল না। মুখে মুখে মানুষ শুনেছে সেসব গল্প আর ছোটোদের বলেছে।
১৮. রাখাল বালক ও বাঘ-এর গল্পে তুমি কী শিখেছ?
উত্তরঃ মিথ্যা কথা বলা উচিত নয়।
১৯. দাদু-ঠাকুমাদের গল্প থেকে আমাদের কী সাহায্য করে?
উত্তরঃ দাদু-ঠাকুমারা নানা গল্প বলে আমাদের নানা উপদেশ দেন। এসব আমাদের ভালোভাবে বাঁচতে সাহায্য করে।
সঠিক উত্তরটি নির্বাচন করো :
(প্রতিটি প্রশ্নের মান-১)
১.পাথরের খাদানে কাজ করেন যে জেলার মানুষ—
🄰 পুরুলিয়া 
🄱 হুগলি 
🄲 হাওড়া 
🄳 নদিয়া

২. পোড়া মাটি দিয়ে তৈরি হয় এমন একটি জিনিস হল—
🄰 ব্যাগ 
🄱 চশমা 
🄲 বাসন পত্র 
🄳 সবকটি

৩. গরম জামা কাপড় তৈরি হয় যা দিয়ে তা হল—
🄰 পশম দিয়ে 
🄱 সুতো 
🄲 প্লাস্টিক 
🄳 মোম

৪. চাঁদমালা তৈরি যে জিনিস দিয়ে তাকে – 
🄰 মাটি 
🄱 প্লাস্টিক 
🄲 মোম 
🄳 শোলা

৫. ছৌ নাচের মুখোশ তৈরি হয়—
🄰 পুরুলিয়া 
🄱 হুগলি 
🄲 হাওড়ায় 
🄳 নদিয়ায়

৬. শোলার কাজ যারা করে তাদের বলা হয়—
🄰 কুম্ভকার 
🄱 কামার 
🄲 মালাকার 
🄳 জেলে

৭. সিল্কের শাড়ি তৈরি হয়—
🄰 নদিয়ায় 
🄱 বিষ্ণুপুর ও মুরশিদাবাদে 
🄲 হাওড়ায় 
🄳 হুগলিতে

৮. ধনেখালি যে জন্য বিখ্যাত তা হল—
🄰 রেশম শিল্ব 
🄱 তাঁত শিল্ক 
🄲 গালা শিল্ক 
🄳 মৃৎ শিল্প

৯. ছৌ নাচ দেখা যায়—
🄰 পুরুলিয়া, বাঁকুড়া 
🄱 হুগলি 
🄲 হাওড়া 
🄳 নদিয়া

১০. 'গম্ভীরা' নাচ সাধারণত—
🄰 সাঁওতালিদের নাচ 
🄱 টোটোদের নাচ 
🄲 কোলদের নাচ 
🄳 ভিলদের নাচ

১১. ঝুমুর নাচ দেখা যায় সাধারণত—
🄰 পৌষ মেলায় 
🄱 সাঁওতালি মেলায় 
🄲 টুসু পরবে 
🄳 কোনোটিই নয়

১২. পৌষ মেলায় নাচ দেখা যায়—
🄰 বাউল নাচ 
🄱 টুসু নাচ 
🄲 সাঁওতালি নাচ 
🄳 কোনোটিই নয়

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন