Class 4 Amader Paribesh Question Answer Chapter 9
❏ সঠিক উত্তরটি নির্বাচন করো :
(প্রতিটি প্রশ্নের মান-১)
১. গ্রামের পাশের খালটি নোংরা হওয়ার কারণ?
🄰 গাছপালা থাকায়
🄱 নোংরা আবর্জনা ফেলায়
🄲 রাসায়নিক সার ধোয়া জল খালে পড়লে
🄳 সবগুলোই ঠিক
২. বাতাস দূষিত হওয়ার কারণ—
🄰 কলকারখানার, গাড়ির ধোঁয়া
🄱 ময়লা আবর্জনা
🄲 নোংরা জিনিস পোড়ালে
🄳 সবগুলিই
৩. নোংরা জলে নিয়মিত স্নান করলে—
🄰 শরীর ভালো থাকে
🄱 গায়ের ত্বক খারাপ হয়
🄲 সবকটিই ঠিক
🄳 কোনোটিই নয়
৪. ‘বিশনয়’ কথার অর্থ কী?
🄰 ঊনত্রিশ
🄱 ঊনচল্লিশ
🄲 ঊনপঞ্চাশ
🄳 ঊনষাট
৫. ‘বিশনয়’-দের জ্ঞানী ব্যক্তির নাম কী?
🄰 জামশেদজি টাটা
🄱 পণ্ডিত জহরলাল নেহরু
🄲 জামভাজি
🄳 নেতাজি
৬. 'বিশনয়’-দের কীসের বিরুদ্ধে প্রতিবাদ ছিল—
🄰 ধান কাটা
🄱 গাছ কাটা
🄲 গম কাটা
🄳 কোনোটিই নয়
৭. হিমালয়ের পাদদেশে যেসব গ্রাম আছে, সেগুলিকে ঘিরে রেখেছে?
🄰 নোংরা আবর্জনায়
🄱 জলে
🄲 বনে
🄳 সবকটিই
৮. পশ্চিম মেদিনীপুর জেলার আলাবারি জঙ্গলে গাছকাটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন—
🄰 অজিত কুমার ব্যানার্জি
🄱 সুকুমার সেন
🄲 রাম বিলাস পাসোয়ান
🄳 সবটি
৯. মেঘালয়ের মফলং বনভূমিকে যারা আগলে রেখেছে?
🄰 খাসি, জয়ন্তিয়ারা
🄱 টোটোরা
🄲 গারো জাতি
🄳 কোনোটিই নয়
১০. মাটি দূষিত হয় যে জন্য তা হল?
🄰 মাটিতে নানা রকম বিষ মিশছে বলে
🄱 ফসলে কীটনাশক না দেওয়ার ফলে
🄲 দুটোই
🄳 কোনোটিই নয়
১১. জমির ফল নষ্ট হওয়ার কারণ—
🄰 জল না থাকার কারণে
🄱 জল বেশি দেওয়ার ফলে
🄲 মাটিতে কারখানার নোংরা জল থেকে
🄳 কোনোটিই নয়
১২. নদীর জলও মানুষ ব্যবহার ঠিক মতো ব্যবহার করতে পারছে না কারণ?
🄰 কারখানার নোংরা জল নদীতে মিশে যাচ্ছে
🄱 নদীর প্রবাহ কমে যাওয়ার ফলে
🄲 নদী ভরতি বেশি জল থাকায়
🄳 সবকটি ঠিক
১৩. বাড়ির চারপাশে মাটি নষ্ট হয়—
🄰 পরিষ্কার রাখার জন্য
🄱 নোংরা, আবর্জনা ফেলার কারণে
🄲 গাছপালা থাকার কারণে
🄳 গাছপালা না থাকার কারণে
১৪. খেলার মাঠের মাটি নষ্ট হওয়ার কারণ—
🄰 পাশের চাষের মাটিতে রাসায়নিক সার দেওয়ায়
🄱 মাঠে বেশি আগাছা থাকার কারণে
🄲 দুটোই
🄳 কোনোটিই নয়
১৫. পুকুরে জল নষ্ট হওয়ার কারণ—
🄰 গোরুকে স্নান করানো, নোংরা কাপড় কাচা
🄱 বাসনপত্র ধোয়া, আবর্জনা ফেলা
🄲 দুটোই
🄳 কোনোটিই নয়
১. বিশনয় কাদের বলা হয়?
উত্তর : জ্ঞানী ব্যক্তি জামভাজির শিষ্যরা ঊনত্রিশটা উপদেশ মেনে চলত। তাই তাদের বিশনয় (২০ + ৯) বলা হয়।
২. বিশনয়রা কীভাবে পরিবেশ রক্ষা করেছিল?
উত্তর : বিশনয়রা অকারণে গাছপালা কাটে না। কোনো পশুপাখির ক্ষতি করে না। রাজার লোকেরা একবার তাদের গ্রামের গায়ে লাগা এক জঙ্গলে গাছ কাটতে এলে, বিশনয়ি মেয়েরা গাছেদের জড়িয়ে ধরে গাছ কাটতে দেবে না বলে। সৈন্যরা এজন্য অস্ত্র চালায় ফলে বিশনয়িরা পরিবেশ রক্ষার জন্য প্রাণ দেয়।
৩. পরিবেশ কীভাবে রক্ষা করা যায়?
উত্তর : রাস্তার দু-ধারে ফাঁকা জমিতে, বিদ্যালয় ও বাড়িতে গাছ লাগিয়ে বনসৃজনের মাধ্যমে পরিবেশ রক্ষা করা যায়।
৪. সুন্দরলাল বহুগুনা কে?
উত্তর : আমাদের দেশের উত্তরভাগে হিমালয় পর্বতের নীচে রয়েছে অসংখ্য গ্রাম। আর ওই গ্রামগুলিকে ঘিরে আছে বন। একসময় জ্বালানি ও কলকারখানার জন্য কিছু মানুষ গাছ কাটতে আসে। গ্রামের মানুষ গাছকে জড়িয়ে ধরে বাধা দিল সেই সময় গাছ বাঁচাতে এগিয়ে এসেছিলেন সুন্দরলাল বহুগুনা।
৫. পশ্চিম মেদিনীপুর জেলার আরাবারি জঙ্গল পরিবেশ নষ্ট হওয়া থেকে কীভাবে বাঁচল?
উত্তর : পশ্চিম মেদিনীপুর জেলার আরাবারি জঙ্গলে একসময় প্রচুর গাছপালা ছিল। গ্রামের মানুষ ওই গাছ কেটে জীবন চালাত। ফলে পরিবেশ নষ্ট হল। গাছের সংখ্যা কমে গেল। সেই সময় অজিত কুমার ব্যানার্জি এগিয়ে এসে গ্রামের মানুষদের বোঝালেন। গ্রামের মানুষ শাল গাছের চারা বসাতে শুরু করল। সেই গাছ থেকেই তাদের জীবন চালানোর খরচ উঠতে শুরু হল। এভাবেই ফাঁকা হয়ে যাওয়া জায়গায় তৈরি হল একটি বিশাল বন।
৬. মফলং পবিত্র বনভূমি কীভাবে বাঁচল?
উত্তর : মেঘালয়ের শিলং থেকে ২৫ কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত মফলং পবিত্র বনভূমি। শান্ত সুনিবিড় জঙ্গল। বড়ো বড়ো কুর্জি গাছের আড়ালে ঢাকা পরে সূর্যের আলো। নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে এখানে। খাসি,জয়ন্তিয়ারা আগলে রেখেছেন এই বন। কোনোরকম ফুল, ফল ও পাতা ছেঁড়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
৭. জামভাজি কে ছিলেন?
উত্তর : প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে রাজস্থানে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন।
৮. জামভাজি মানুষকে কী উপদেশ দিতেন?
উত্তর : জামভাজি মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন।