চতুর্থ শ্রেণি বাংলা ভাষাপাঠ চ্যাপ্টার - চার (স্বরসন্ধি) হাতেকলমে প্রশ্ন উত্তর


চতুর্থ শ্রেণি বাংলা ভাষাপাঠ

চতুর্থ শ্রেণি বাংলা ভাষাপাঠ চ্যাপ্টার - চার 

❐ আরো পড়ুনঃ চতুর্থ শ্রেণি 

৪. সন্ধি করো :
৪.১ স্তৌ + অক = স্তাবক।
৪.২ সীমা + অন্ত = সীমান্ত।
৪.৩ অব + ঈক্ষণ = অবক্ষণ।
৪.৪ পূ+ ইত্ৰ = পৌত্র।
৪.৫ অনু + অয় = অন্বয়।
৪.৬ বি + অতীত = ব্যতীত।
৪.৭ গৃহ + অভ্যন্তর = গৃহাভ্যন্তর।
৪.৮ মরু + উদ্যান = মরূদ্যান।
৪.৯ অন্ত্য + ইষ্টি = অন্তেষ্টি।
৪.১০ অতি + উক্তি = অত্যুক্তি।
৪.১১ ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত।
৪.১২ প্রতি + অক্ষ = প্রত্যক্ষ।
৫. সন্ধি বিচ্ছেদ করো :
৫.১ অশ্বারোহী = অশ্ব + আরোহী।
৫.২ দাবানল = দাব + অনল।
৫.৩ মহর্ষি = মহা + ঋষি
৫.৪ দ্বিপেন্দ্ৰ = দ্বিপ + ইন্দ্ৰ।
৫.৫ অপেক্ষা = অপ + ইক্ষা।
৫.৬ গবাক্ষ = গো + অক্ষ।
৫.৭ তীর্থোদক = তীর্থ + উদক।
৫.৮ ব্যবস্থা = বি + অবস্থা।
৫.৯ শয়ন = শে + অন।
৫.১০ গবেষণা = গো + এষণা।
৫.১১ ব্যবহার = বি + অবহার।
৫.১২ স্বৈর = স্ব + ঈর
১. স্বরসন্ধি কাকে বলে?
উত্তর : দুটি পাশাপাশি অবস্থিত স্বরধ্বনি মিলিত হয়ে একটিমাত্র স্বরধ্বনিতে পরিণত হলে বা পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে, তাকে স্বরসন্ধি বলে। যেমন: যুগ + অন্তর = যুগান্তর।
২. বর্ণ বিশ্লেষণ করো : উদয় =  উ + দ + অ + য়্ + অ 
৩. নিম্ন-মধ্য, পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?
উত্তর : অ 
৪. উচ্চ, সম্মুখ স্বরধ্বনি কোনটি?
উত্তর : ই 
৫. খাঁটি বাংলা স্বরসন্ধির উদাহরণ দাও।
উত্তর : বাপ + অন্ত = বাপান্ত (অ + অ = আ)। চাষ + আবাদ = চাষাবাদ (অ + আ= আ)।
৬. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ দাও। 
উত্তর :  প্র + ঊঢ় = প্রৌঢ়, গো + অক্ষ = গবাক্ষ, স্ব + ঈর = স্বৈর।

Tags : ভাষা পাঠ চতুর্থ শ্রেণি,চতুর্থ শ্রেণি বাংলা,বাংলা ভাষা পাঠ চতুর্থ শ্রেণি,ভাষাপাঠ চতুর্থ শ্রেণি,বাংলা ৪র্থ শ্রেণি,চতুর্থ শ্রেণি,চতুর্থ শ্রেণি বাংলা কবিতা,চতুর্থ শ্রেণির ভাষাপাঠ,চতুর্থ শ্রেণী ভাষাপাঠ,চতুর্থ শ্রেণির বাংলা প্রশ্ন,চতুর্থ শ্রেণির বাংলা ক্লাস,চতুর্থ শ্রেণির বাংলা ব্যাকরণ,চতুর্থ শ্রেণির বাংলা কোশ্চেন,চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন,চতুর্থ শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর,চতুর্থ শ্রেণির বাংলা বইয়ের প্রশ্ন,চতুর্থ শ্রেণী ভাষাপাঠ ব্যঞ্জনধ্বনি

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন