চতুর্থ শ্রেণি বাংলা ভাষাপাঠ চ্যাপ্টার -পাঁচ (বাক্যের কথা) হাতেকলমে প্রশ্ন উত্তর

 চতুর্থ শ্রেণি বাংলা ভাষাপাঠ চ্যাপ্টার -পাঁচ হাতেকলমে 

❐ আরো পড়ুনঃ চতুর্থ শ্রেণি 

১. নীচের বাক্যগুলিকে কর্তাখণ্ড ও ক্রিয়াখণ্ডে ভাগ করো :
১.১ সফিক আর মীনা মেলায় বেড়াতে এসেছে।
উত্তরঃ কর্তা—সফিক আর মীনা, ক্রিয়া—বেড়াতে এসেছে।
১.২ পার্থর বাবা কৃষক অধিবেশনে বক্তৃতা দিলেন।
উত্তরঃ কর্তা—পার্থর বাবা, ক্রিয়া—দিলেন।
১.৩ সন্তু আর তোতার ছোটোবোন টিয়া পঞ্চম শ্রেণিতে পড়ে।
উত্তরঃ কর্তা—সন্তু আর তোতার ছোটোবোন টিয়া, ক্রিয়া—পড়ে।
১.৪ অয়ন রোজ নিয়ম করে ব্যায়াম করে।
উত্তরঃ কর্তা—অয়ন, ক্রিয়া—ব্যায়াম।
১.৫ স্বামী বিবেকানন্দ কলকাতার সিমলে পাড়ার অধিবাসী ছিলেন।
উত্তরঃ কর্তা—স্বামী বিবেকানন্দ, ক্রিয়া—অধিবাসী ছিলেন।

২. নীচের বাক্যগুলির কর্তাখণ্ডকে বাড়াও :
২.১ মাইকেল খেলছে।
উত্তরঃ আমার ক্লাসের বন্ধু মাইকেল খেলছে।
২.২ মা তোমাকে নিমন্ত্রণ করেছিলেন।
উত্তরঃআমার মা তোমাকে নিমন্ত্রণ করেছিলেন।
২.৩ শচীন তেণ্ডুলকর দুশোটি টেস্ট ম্যাচ খেলেছেন।
উত্তরঃ বিশ্ববিখ্যাত ক্রিকেটার শচীন তেণ্ডুলকর দুশোটি টেস্ট ম্যাচ খেলেছেন।
২.৪ অপালা রোজ মন দিয়ে পড়াশুনা করে।
উত্তরঃ আমার বোন অপালা রোজ মন দিয়ে পড়াশুনা করে।
২.৫ হাবিবুর এক সময় সাঁতরে নদী পার হত।
উত্তরঃ বাবার বন্ধু হাবিবুর এক সময় সাঁতরে নদী পার হত।

৩. নীচের বাক্যগুলির ক্রিয়াখণ্ডকে বাড়াও :
৩.১ রামবাবু ক্লাবের সভাপতি। (কোন্? কতদিন ধরে?)
উত্তরঃ রামবাবু ইন্দ্রধনু ক্লাবের বারো বছর সভাপতি পদে নিযুক্ত ছিলেন।
৩.২ আয়েষা নাচছে। (কী? কোথায়? কখন?)
উত্তরঃ  আয়েষা এখন মহাদেশ পরিষদ মঞেঞ্চ ভরতনাট্যম নাচছে।
৩.৩ নরেন্দ্র বই দিল। (কাকে? কোথা থেকে? কার?)
উত্তরঃ নরেন্দ্র আমাকে আলমারি থেকে কাজী নজরুলের বইটি দিল।
৩.৪ আব্বাস আর বাবু খেলতো। (কী দিয়ে? কখন? কোথায় ?)
উত্তরঃ আব্বাস আর বাবু বল দিয়ে বিকেল বেলা মাঠে খেলতো।
৩.৫ বীরেন ঘুমায়। (কীভাবে? কতক্ষণ ধরে?)
উত্তরঃ বীরেন বিছানায় এক পাশ ফিরে সারারাত ঘুমায়।

৪. নির্দেশ অনুযায়ী কর্তা, কর্ম (মুখ্য ও গৌণ) এবং ক্রিয়া বসিয়ে শূন্যস্থান পূরণ করে বিভিন্ন মৌলিক বাক্য রচনা করো :



Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন