CLASS 4 WINGS PART III SOLVED PAGE NO. 163 TO 175
❐ আরো পড়ুনঃ Class -IV
Mother Teresa, was born on 26 August in 1910. At the age of 18 she decided to be a nun. She then left home for good to enroll herself at the Institute of the Blessed Mary Virgin in Ireland. She came to India in 1929. Teresa founded the Missionaries of Charity in 1950. She spent many years of her life in Kolkata, working for the poor and sick people. She was honored with many awards. In 1979 she was awarded the Nobel Prize for Peace. She is respected all over the world for her noble works. She passed away on 5 September 1997 in Kolkata.
বাংলা মানে : মাদার টেরিজা ১৯১০ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। ১৮ বছর বয়সে তিনি সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর তিনি ভালো কাজের জন্য চিরতরে বাড়ি ছেড়ে চলে যান ও আয়ারল্যান্ডের ব্লেসড্ মেরি ভার্জিন প্রতিষ্ঠানে গিয়ে নাম নথিভুক্ত করান। ১৯২৯ সালে তিনি ভারতে আসেন। ১৯৫০ সালে তিনি মিশনারিজ অফ চ্যারিটি স্থাপন করেন। কলকাতায় তিনি তাঁর জীবনের বহু বছর দরিদ্র, অসুস্থদের সেবা করে কাটিয়েছিলেন। সারা জীবন তিনি বহু পুরস্কারে ভূষিতা হয়েছিলেন। ১৯৭৯ সালে তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পান। তাঁর মহৎ কাজগুলির জন্য তিনি সারা পৃথিবীতে সম্মানিত হয়েছিলেন। ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কলকাতায় তিনি মারা যান।
Activity-1
Complete the following sentences with information from the text :
পাঠ থেকে তথ্য নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো
(a) Mother Teresa spent many years of her life in_______.
Answer. Kolkata
(b) Mother Teresa was born in_______.
Answer. 1910
(c) She founded the_______.
Answer. Missionaries of Charity
(d) In 1979, Mother Teresa was awarded the_______.
Answer. Nobel Prize
Activity-2
Write “T” for True statements and 'F' for False statements in the boxes given :
প্রদত্ত বাক্সে সত্য বাক্যগুলির জন্য “T” এবং মিথ্যা বাক্যগুলির জন্য ‘F” লেখো :
(a) Mother Teresa spent many years in Kalimpong.
মাদার টেরিজা কালিম্পং-এ অনেক বছর কাটিয়েছিলেন।
Answer : F
(b) Mother Teresa founded the Missionaries of Charity.
মাদার টেরিজা মিশনারিজ অফ চ্যারিটি স্থাপন করেছিলেন।
Answer : T
(c) She was honoured with many awards.
তিনি বহু পুরস্কার পেয়ে সম্মানিত হয়েছিলেন।
Answer : T
(d) Mother Teresa helped the poor people.
মাদার টেরিজা দরিদ্র মানুষদের সাহায্য করতেন।
Answer : T
Activity-3
Answer the following questions :
নীচের প্রশ্নগুলির উত্তর দাও
(a) Whom did Mother Teresa help?
মাদার টেরিজা কাদের সাহায্য করতেন?
Answer : Mother Teresa helped the poor, sick people.
মাদার টেরিজা দরিদ্র ও অসুস্থদের সাহায্য করতেন।
(b) What did Mother Teresa do during her long stay in Kolkata?
দীর্ঘদিন কলকাতায় থাকাকালীন মাদার টেরিজা কী করেছিলেন?
Answer : During her long stay in Kolkata, Mother Teresa worked for the poor and sick people.
দীর্ঘদিন কলকাতায় থাকাকালীন মাদার টেরিজা দরিদ্র ও অসুস্থদের সেবা করেছিলেন।
(c) Why did Mother Teresa establish Missionaries of Charity?
মাদার টেরিজা কেন মিশনারিজ অফ চ্যারিটি স্থাপন করেছিলেন?
Answer : Mother Teresa established the Missionaries of Charity to serve the distressed people.
মাদার টেরিজা দুর্দশাগ্রস্ত মানুষদের সেবা করার জন্য মিশনারিজ অফ চ্যারিটি স্থাপন করেছিলেন।
(d) Why is Mother Teresa respected all over the world?
মাদার টেরিজা সারা পৃথিবীতে সম্মানিত হন কেন?
Answer : Mother Teresa is respected all over the world for her noble work.
মাদার টেরিজা তাঁর মহৎ কাজগুলোর জন্য সারা পৃথিবীতে সম্মানিত হন।
Activity-4
Tick (✔) the correct preposition :
সঠিক preposition-এ দাগ দাও
(i) He came to my house (on / in ) Sunday.
সে আমার বাড়িতে রবিবার আসে।
Answer : on ✔
(ii) The dog jumped ( above / over ) the fence.
কুকুরটি বেড়ার ওপর দিয়ে লাফিয়েছিল।
Answer : over ✔
(iii) Roma lives (into / in) Purulia.
রোমা পুরুলিয়ায় থাকে।
Answer : in ✔
(iv) My friend, Anne, lives (beside / from) my house.
আমার বন্ধু, অ্যান, আমার বাড়ির পাশেই থাকে।
Answer : beside ✔
(v) The old woman is suffering (of / from) fever.
বৃদ্ধাটি জ্বরে ভুগছেন।
Answer : of ✔
Activity-5
Fill in the blanks with correct prepositions :
সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো
(i) The teacher sat on the chair.
শিক্ষক চেয়ারের ওপর বসেছিলেন।
(ii) There is a nice story in this book.
এই বইতে একটি সুন্দর গল্প আছে।
(iii) Distribute the sweets among the boys of the class.
শ্রেণির ছেলেদের মধ্যে মিষ্টিগুলি ভাগ করে দাও।
(iv) He was born in 1990.
তিনি ১৯৯০ সালে জন্মেছিলেন।
(v) Mr. Sharma came to Kolkata from Delhi.
মি. শর্মা দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন।
Activity-6
Read the following passage. Identify the Proper Noun, Pronouns and Adjectives and place them in the suitable boxes.
নীচের অনুচ্ছেদটি পড়ো। নামবাচক বিশেষ্য, সর্বনাম ও বিশেষণ পদ চিহ্নিত করো এবং সঠিক বাক্সে লেখো।
Sameer was a kind boy. One day, he found a dog in his garden. It had hurt its leg. Sameer put some medicine on the wound and bandaged it. He also gave the dog some warm milk to drink. At night, Sameer made a small bed with some old clothes. The dog lay down on it, wagging its tail. Soon they became good friends. Sameer got a cute pet. He called it Tommy.
Proper Nouns | Adjectives | Pronouns |
---|---|---|
Sameer, Tommy | kind, warm, small, old, good, | he, his, It, its, they, cute |
Activity-7
Fill in the blanks with the words given in brackets.
বন্ধনীতে দেওয়া শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো
quiet, stranger, reverence, respectable, influence
1. She does not know the man. He is a stranger to her.
সে লোকটিকে চেনে না। লোকটি তার কাছে অচেনা।
2. The teacher had great influence on her students.
ছাত্রদের ওপর শিক্ষকটির গভীর প্রভাব ছিল।
3. We remember APJ Abdul Kalam with reverence.
আমরা এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
4. The children remained quite.
শিশুরা শান্ত হয়ে রয়েছে।
5. Our teacher is a respectable person.
আমাদের শিক্ষক হলেন একজন শ্রদ্ধেয় মানুষ।
Activity-8
Make sentences with the following words :
নীচের শব্দগুলি দিয়ে বাক্যগঠন করো
1. faint : I have heard a faint sound of someone's shouting.
আমি কারোর চিৎকারের হালকা শব্দ পেলাম।
2. quiet : Our locality is usually very quiet.
আমাদের এলাকাটা সাধারণত খুবই শান্ত থাকে।
3. Saviour : Swami Vivekananda has been saviour of the Indian.
স্বামী বিবেকানন্দ ভারতবাসীর রক্ষাকর্তা।
4. Knowledge : Shyamal is well-known for his maths knowledge.
শ্যামল তার অঙ্কের জ্ঞানের জন্য সুপরিচিত।
5. Charity : She gave few of her new clothes to the charity.
সে তার নিজের কয়েকটা নতুন জামা দানে দিয়েছিল।
Let's rhyme by using appropriate words. You may take words from the Help Box :
(বাক্স থেকে উপযুক্ত শব্দ ব্যবহার করে ছন্দ মেলাও)
(1) dark (ডার্ক)—অন্ধকার
bark (বৰ্ক)—ঘেউ ঘেউ করা
hark (হার্ক)—শোনা
(2) rice (রাইস)—ভাত
vice (ভাইস)—পাপ/কলঙ্ক
slice (স্লাইস) – অংশ
(3) kind (কাইন্ড)—দয়ালু
mind (মাইন্ড)—মন
bind (বাইন্ড)—বাঁধা
(4) taught (টট)—শিখিয়েছিল
sought (সট্)—দরকার পড়েছিল
fought (ফট)—মারামারি করেছিল
(5) lead (লিড)—নেতৃত্ব দেওয়া
plead (প্লিড)—মিনতি করা
mead (মিড্)—একরকমের পানীয়
(6) sad (স্যাড)—দুঃখিত
glad (গ্ল্যাড)—আনন্দিত
bad (ব্যাড)—খারাপ
(7) tear (টিয়ার)—ছিঁড়ে ফেলা
fear (ফিয়ার)—ভয়
dear (ডিয়ার) – হরিণ/প্রিয়
near (নিয়ার)—কাছে
(8) food (ফুড)—খাবার
good (গুড)—ভালো
mood (মুড)—মেজাজ
wood (উড)—কাঠ/জঙ্গল
Activity-9
Your friend has forgot to bring her pen. What will you do? Write six sentences. You may take hints from the help box.
তোমার বন্ধু তার কলম আনতে ভুলে গেছে। তুমি কী করবে? ছটি বাক্য লেখো। তুমি সাহায্য বাক্স থেকে সংকেত নিতে পারো।
:: Help Box ::
● I will give her/him my pen.
● I will ignore her / his problem.
● I will ask my other friends to help her.
Answer. My friend, Rohit dropped his tiffin at home. I offered him my tiffin. He was hesitating to take my tiffin. But I shared my food with him. My other few friends also joined with us. We all shared our tiffin.
আমার বন্ধু রোহিত বাড়িতেই টিফিন ভুলে রেখে এসেছিল। আমি তাকে আমার টিফিন নিতে বললাম। কিন্তু সে ইতস্তত করছিল। কিন্তু আমি তার সঙ্গে খাবার ভাগ করে নিলাম। আমার অন্য কয়েকজন বন্ধুও এসে যোগ দিল। আমরা সবাই টিফিন ভাগ করে খেলাম।
Activity-10
Write five sentences on Raja Ram Mohan Roy. Use the hints given below:
রাজা রামমোহন রায়ের ব্যাপারে পাঁচটি বাক্য লেখো। নীচের সংকেতগুলি ব্যবহার করো
Hints (i) Born on 22nd May 1772.
(ii) Social reformer-worked for the upliftment of women.
(iii) Founded Brahmo Samaj
(iv) Died on 27th September, 1833
(v) Maker of modern India
Answer : Raja Ram Mohan Roy was a great social reformer of all time and the maker of modern India. He was born on 22nd May in 1772. He worked for the upliftment of women throughout his life. He founded Brahmo Samaj. He died on 27th September, in 1833.
রাজা রামমোহন রায় সর্বকালের সেরা একজন সমাজ সংস্কারক ও আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৭৭২ সালের ২২ মে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সারাজীবন ধরে নারীদের উন্নতির জন্য কাজ করে গেছেন। তিনি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। ১৮৩৩ সালের ৭ সেপ্টেম্বর তিনি মারা যান।
Self Check
Read the passage and answer the following questions :
নীচের অনুচ্ছেটি পড়ো এবং নীচের প্রশ্নগুলির উত্তর দাও।
Last night, Trina read a beautiful story. The story is about a respectable person. He is a merchant. He traveled the world for his business. But one day, he lost all his ships in a dangerous sea storm. In one day he became very poor. He lost all his property. He did not find any hope nearby. One day, he was standing outside a food shop. He was very hungry but did not have any money to buy food. Suddenly, he saw a stranger in front of the shop. "Can you give me one rupee? I am very hungry but I do not have a paisa to buy a roti" asked the businessman. Hearing this, the man brought out a one rupee note from his pocket and said, "This is all I have. But now, you take it because your hunger is greater than mine". The businessman was surprised and asked, "But how will you buy your food?" "If you remain dedicated to charity, a savior will surely come to help you in your distress the man affirmed in a calm
and quiet tone.
বাংলা মানে : গত রাতে, তৃণা একটি সুন্দর গল্প পড়েছিল। গল্পটা একজন সম্মানীয় ব্যক্তির ব্যাপারে। তিনি একজন ব্যবসায়ী। ব্যাবসার কারণে তিনি সারা পৃথিবীতে ঘুরে বেড়াতেন। কিন্তু একদিন, এক ভয়ংকর সামুদ্রিক ঝড়ে তিনি তার সবকটা জাহাজ হারালেন। একদিনের মধ্যেই তিনি দরিদ্র হয়ে গেলেন। তিনি তার সব সম্পত্তি হারালেন। তিনি কোনো রকম আশাও দেখতে পাচ্ছিলেন না। একদিন, তিনি একটি খাবারের দোকানের বাইরে দাড়িয়েছিলেন। তিনি খুবই ক্ষুধার্ত ছিলেন কিন্তু খাবার কেনার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। তিনি দোকানের সামনে এক অচেনা ব্যক্তিকে দেখলেন। ব্যবসায়িটি জিজ্ঞেস করলেন, “তুমি কি আমায় একটি টাকা দিতে পার? আমি খুবই ক্ষুধার্ত কিন্তু একটা রুটি কেনার ও পয়সা নেই আমার।” এটা শুনে লোকটি পকেট থেকে এক টাকার নোট বের করলেন ও বললেন, “আমার কাছে এটাই আছে। কিন্তু এখন, এটা তুমিই নাও কারণ তোমার আমার থেকেও বেশি খিদে পেয়েছে।” ব্যবসায়ীটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, “কিন্তু তুমি তোমার খাবার কী দিয়ে কিনবে?” লোকটি শান্ত ও স্থির স্বরে তাকে নিশ্চিন্ত করলেন, “তুমি যদি দান করার ব্যাপারে নিজেকে উৎসর্গ করো, তাহলে, তোমার দুর্দশায় কেউ তোমাকে উদ্ধার ঠিক করবে।”
Activity-1
Tick (✔) the correct alternative :
বিকল্পটিতে (✔) চিহ্ন দাও
(a) Trina read a story about a (farmer / businessman).
তৃণা একটা গল্প পড়েছিল একটি (কৃষকের বিষয়ে / ব্যবসায়ীর বিষয়ে)
Answer : businessman ✔
(b) The (merchant / carpenter) lost all his ships in natural disaster.
(ব্যবসায়ীটি / ছুতোরটি)প্রাকৃতিক দুর্যোগের ফলে তার সব জাহাজ হারিয়েছিলেন)।
Answer : merchant ✔
(c) The businessman met a stranger outside a ( shop / park).
ব্যবসায়ীটির একজন অচেনা মানুষের সঙ্গে দেখা হয়েছিল (দোকানের বাইরে / পার্কের বাইরে)।
Answer : shop ✔
(d) The stranger had only (two rupees / one rupee)
আগন্তুকটির কাছে ছিল শুধুমাত্র (দুই টাকা / এক টাকা)।
Answer : one rupee ✔
Activity-2
Complete the following sentences with information from the text :
পাঠ থেকে নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো
(a) Last night Trina read a beautiful story.
গত রাতে তৃণা একটি সুন্দর গল্প পড়েছিল।
(b) The merchant had to travel all over the world.
বণিকটিকে সারা পৃথিবীতে ঘুরতে হতো।
(c) The merchant was very hungry but did not have any money to buy food.
বণিকটি খুবই ক্ষুধার্ত ছিল কিন্তু তার খাবার কেনার কোনো টাকা ছিল না।
(d) The stranger felt that the merchant's hunger was greater than his.
আগন্তুকটি অনুভব করেছিলেন বণিকটির খিদে তার থেকেও বেশি ছিল।
Activity-3
Answer the following questions :
নীচের প্রশ্নগুলোর উত্তর দাও
(a) Who lost all his ships in a sea storm ?
সামুদ্রিক ঝড়ে কে সব জাহাজ হারিয়েছিল?
Answer. The respectable and successful merchant lost all his ships in a sea-storm.
সম্মানীয় ও সফল একজন ব্যবসায়ী সামুদ্রিক ঝড়ে তার সব জাহাজগুলো হারিয়েছিল।
(b) Why was the businessman surprised?
বণিকটি অবাক কেন হয়েছিলেন?
Answer. The businessman was surprised because the stranger wanted to give his only one rupee note.
ব্যবসায়ীটি অবাক হয়েছিলেন কারণ অচেনা মানুষটি তাকে তাঁর একমাত্র একটাকার নোটটা দিয়ে দিতে চেয়েছিলেন।
(c) What did the stranger affirm in a calm and quiet.manner?
আগন্তুকটি শান্ত স্বরে কী নিশ্চিত করেছিলেন?
Answer. The stranger affirmed in a calm and quiet manner that if someone dedicated himself to charity, a savior would surely come to help him in his distress.
আগন্তুকটি নিশ্চিত করলেন যে যদি কেউ দান-ধ্যানে নিজের জীবনটা উৎসর্গ করে, তার দুর্দশায় একজন রক্ষাকর্তা নিশ্চয়ই তাকে সাহায্য করতে আসবে।
Activity-4
Use the following prepositions to make sentences :
নীচের প্রিপোজিশনগুলি দিয়ে বাক্যরচনা করো
(a) with – I usually go to school with my grandfather.
আমি সাধারণত আমার দাদুর সঙ্গে স্কুলে যাই।
(b) at– My mother wakes me up at 6.30 a.m. everyday.
আমার মা প্রতিদিন আমাকে সকাল সাড়ে ছ'টায় জাগিয়ে দেন।
(c) into – Shyamal jumped into the river to save his friend.
শ্যামল তার বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিল।
(d) upon – The patient is surviving upon saline water only.
রোগীটি শুধুমাত্র নুনজলের ওপরেই বেঁচে আছে।
(e) from– My father is returning from Delhi today.
আমার বাবা আজ দিল্লি থেকে ফিরছেন।
Activity-5
Fill in the blanks with adjectives given in the Help Box below :
বাক্স থেকে adjective নিয়ে শূন্যস্থান পূরণ করো
Help Box : strong, cold, sweet, big, little.
1. I want a big cake for my birthday.
আমি আমার জন্মদিনে একটা বড়ো কেক চাই।
2. Would you like cold water?
তুমি কি ঠান্ডা জল পছন্দ করবে?
3. I love to hear sweet music.
আমি মিষ্টি সুরের গান শুনতে ভালোবাসি।
4. The cat ran after a little mouse.
বিড়ালটি একটি ছোট্ট ইঁদুরের পিছনে দৌড়েছিল।
5. The strong man lost the wrestling match.
শক্তিশালী মানুষটি কুস্তি প্রতিযোগিতায় হেরে গেছে।
Activity-6
Fill in the blanks with the words opposite in meaning to the given words.
প্রদত্ত শব্দের বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো
(a) Mira's house is far from the school.
মীরার বাড়ি স্কুল থেকে দূরে।
(b) The rich people have donated large amounts of money to build the hospital.
ধনী মানুষরা হাসপাতাল তৈরির জন্য বেশি পরিমাণে অর্থ দান করেছেন।
(c) There is a small notebook in Abdul's pocket.
আবদুলের পকেটে একটা ছোটো নোটবই থাকে।
(d) She lost her purse as she had kept it carelessly.
সে তার টাকার ব্যাগটা হারিয়ে ফেলেছে কারণ সে এটা অসতর্কভাবে রেখেছিল
Activity-7
Look at the picture carefully :
নীচের ছবিটার দিকে মনোযোগ দিয়ে তাকাও
Now, write six sentences on what you see in the picture:
ছবিটায় যা দেখছ তা নিয়ে ছটি বাক্য লেখো :
Answer : Rina went outside her house. She saw an old man sitting on the footpath. He was in poor condition and looked sickly. Rina felt sympathy for him. She gave him some food. The old man ate the food and felt a little better.
রিনা তার বাড়ির বাইরে বেরিয়েছিল। সে ফুটপাথে একজন বৃদ্ধকে দেখল। তার অবস্থা খুবই খারাপ ও খুব অসুস্থ দেখাচ্ছিল। রিনা তার জন্য সহানুভূতি বোধ করল। সে তাঁকে কিছু খাবার দিল। বৃদ্ধটি খাবার খেলেন ও একটু ভালো বোধ করলেন।)
Tags : class 4 wings part 3,wings class 4,wings class 4 part 3,class 4 wings part 3 lesson 9,wings class 4 part 3 lesson 9 solved video,class 4 wings part 2,class iv lesson 9,new book wings class iv lesson 9,class four wings lesson 9 solved,class iv wings part iii,wings class 4 lesson 9,class 4 wings lesson 9,class 4 wings part 1,wings class 4 part 1,wings class 4 part 2,class 4 english,wings class iv,class 4 wings part 3 lesson 9 page 169