Q. ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার’ বলা হয় কেন?
➺ ১৭৮৯ খ্রিস্টাব্দে বিপ্লব-পূর্ব ফ্রান্সে ‘লেতর দ্য ক্যাশে’ নামক এক ধরনের রাজকীয় গ্রেফতারি পরোয়ানা প্রচলিত ছিল। এর মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে অথবা বাস্তিল দুর্গে আটকে রাখা যেত। এই কারণেই দার্শনিক ভলতেয়ার ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার' বলে অভিহিত করেছিলেন। তাঁকেও বন্দিরূপে বাস্তিল দুর্গে আটকে রাখা হয়েছিল।
Q. ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী দুজন মহিলার নাম লেখো।
➺ ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী দুজন মহিলা হলেন– [1] মাঁদাম রোনাল্ড জ্যাকোবিন দলের নেত্রী ও [2] ডি-আর্জন্ট জিরন্ডিন দলের নেত্রী।
Q. দ্বিতীয় ফরাসি বিপ্লব' কী?
➺ জ্যাকোবিন দলের নেতৃত্বে উত্তেজিত জনতা ১৭৯২ খ্রিস্টাব্দের ১০ আগস্ট রাজপ্রাসাদ আক্রমণ করে রাজার দেহরক্ষীদের হত্যা করে। আতঙ্কিত রাজা ও রানি নিকটবর্তী আইনসভায় আশ্রয় নিলে জনতা
আইনসভা ঘিরে ফেলে। জনতার দাবিতে রাজাকে ক্ষমতাচ্যুত করে তাঁকে টেম্পল দুর্গে বন্দি করা হয়। এই ঘটনাকে ঐতিহাসিক লেফেভর ‘দ্বিতীয় ফরাসি বিপ্লব’ বলে অভিহিত করেন।
Q. ফরাসি বিপ্লবের তিনটি মূলনীতি বা আদর্শ কী ছিল?
➺ ফরাসি বিপ্লবের তিনটি মূল নীতি বা আদর্শ ছিল—[1] সাম্য, [2] মৈত্রী ও [3] স্বাধীনতা।
Q. অ্যাসাইনেট প্রবর্তনের ফলে কী হয়েছিল?
➺ বিপ্লবী ফ্রান্সের সংবিধান সভা অ্যাসাইনেট নামে বিপুল পরিমাণ কাগজের নোট বাজারে ছাড়লে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ফলে দ্রুত দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং দরিদ্র জনগণ পণ্য ক্রয়ে অক্ষম হয়ে পড়ে।
Q. ফরাসি সংবিধান সভার মূল কাজ কী ছিল?
➺ ফরাসি সংবিধান সভার মূল কাজ ছিল দেশ থেকে সামন্ততন্ত্রের বিলোপ ঘটানো, বক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করা, রাজার ক্ষমতা হ্রাস করা, ধর্ম, অর্থনীতি ও বিচারবিভাগীয় ক্ষেত্রে সংস্কার সাধন করা প্রভৃতি।
Q. ‘মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা’ বলতে কী বোঝ?
➺‘মানুষ ও নাগরিকের অধিকারে ঘোষণা' বলতে বোঝায় ফরাসি বিপ্লবেরকালে ফরাসি সংবিধান সভা কর্তৃক ফ্রান্সের সাধারণ মানুষের জন্য ১৭৮৯ খ্রিস্টাব্দে ঘোষিত বিভিন্ন আইনগত অধিকার।
Q. ব্যক্তি ও নাগরিকের অধিকার’ পত্রের মূল লক্ষ্য কী ছিল?
➺‘ব্যক্তি ও নাগরিকের অধিকার’ পত্রের মূল লক্ষ্য ছিল— [1] নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা প্রদান করা, [2] আইনের চোখে সাম্য প্রতিষ্ঠা করা, [3] বাক্ স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মবিশ্বাসের স্বাধীনতা প্রভৃতি স্বীকার করা, [4] জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে তুলে ধরা।
Q. কীভাবে ফরাসি সংবিধান নাগরিকদের একটি বড়ো অংশকে নির্বাচনে অংশগ্রহণে বঞ্চিত করেছিল?
➺ ফরাসি সংবিধান সভা সম্পত্তির পরিমাণের ভিত্তিতে জনগণকে ‘সক্রিয়’ ও ‘নিষ্ক্রিয়’-দুইভাগে বিভক্ত করে এবং ‘নিষ্ক্রিয়’ নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে।
Q. সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝ?
➺ বিপ্লবেরকালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব-বিরোধী শক্তি মাথাচারা দিতে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন (২ জুন, ১৭৯৩ থেকে ২৭ জুলাই, ১৭৯৪ খ্রি.) নামে পরিচিত।
অধ্যায় (৭) জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ | |
---|---|
(২) মার্কের নোটস | MCQ Test |
Click Here | Click Here |
Q. সংবিধান সভার দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
➺ সংবিধান সভার দুটি গুরুত্বপূর্ণ কাজ হল— [1] সামন্ততন্ত্রের বিলোপ: সংবিধান সভা এক ঘোষণার দ্বারা— [a] সামন্ত প্রথা, [b] ভূমিদাস প্রথা, [c] বিভিন্ন সামন্ত কর, করভি বা বেগার খাটা, টাইদ বা ধর্মকর আদায়, [d] সামন্তশ্রেণির বিশেষ অধিকার প্রভৃতি বাতিল করলে সামন্ততন্ত্রের বিলোপ ঘটে। [2] ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা : সংবিধান সভা এই ঘোষণার দ্বারা ব্যক্তিস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ক্রয়-বিক্রয় ও ভোগের অধিকার-সহ মানুষের মৌলিক অধিকারগুলি রক্ষার ব্যবস্থা করে।
Q. 'অ্যাসাইনেট' কী?
➺ অ্যাসাইনেট হল ১৭৯১ খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা কর্তৃক প্রবর্তিত একধরনের কাগজের নোট। ফ্রান্সে প্রবল অর্থসংকট দেখা দিলে সংবিধান সভা গির্জার বাজেয়াপ্ত করা ভূসম্পত্তি আমানত রেখে তার
ভিত্তিতে এই নোট চালু করে।
Q.‘সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি’ কী?
➺ ফরাসি সংবিধান সভা ১৭৯০ খ্রিস্টাব্দে ‘সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লাৰ্জি’ বা ‘ধর্মযাজকদের সংবিধান' নামে এক আইন পাস করে। এর দ্বারা—[1] গির্জার ওপর পোপের যাবতীয় কর্তৃত্বের অবসান ঘটানো হয়। [2] গির্জাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। [3] যাজকদের নিয়োগ ও পদচ্যুতি রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। [4] সরকার যাজকদের বেতন প্রদানের ব্যবস্থা করে।
Q. ‘ব্রান্সউইক ঘোষণা’ কী?
➺ ১৭৯২ খ্রিস্টাব্দের আগস্টে প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক এক ঘোষণার মাধ্যমে ফরাসিদের সতর্ক করে দেন যে, ফরাসি রাজপরিবারের কোনো ক্ষতি হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। এটি
‘ব্রান্সউইক ঘোষণা’ নামে পরিচিত।
Q. “পিলনিজের ঘোষণা’ কী?
➺ অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড এবং প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিখ উইলিয়াম ১৭৯১ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট পিলনিজ নামক স্থান থেকে যৌথভাবে এক ঘোষণাপত্রের দ্বারা ফরাসি রাজতন্ত্রের সপক্ষে
ইউরোপের রাজন্যবর্গকে সশস্ত্র হস্তক্ষেপের আহ্বান জানান। এটি ‘পিলনিজের ঘোষণা’ নামে পরিচিত।
Q. মহাভয় কী?
➺ বাস্তিল দুর্গের পতনের (১৪ জুলাই, ১৭৮৯ খ্রি.) পর ফ্রান্সের গ্রামাঞ্চলে বিপ্লবের ব্যাপক প্রসার ঘটে। এই সময় গ্রামাঞ্চলে গুজব রটে যায় যে, অভিজাতদের ভাড়াটে গুন্ডা ও সেনাবাহিনী গ্রামের কৃষকদের
শায়েস্তা করতে এগিয়ে আসছে। এই গুজবের ফলে গ্রামাঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যা ‘মহাতঙ্ক’ বা ‘মহাভয়’ নামে পরিচিত।
Q. স্টেটস জেনারেল কী?
➺ ‘স্টেটস জেনারেল' হল ফ্রান্সের জাতীয় প্রতিনিধি সভা। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ ফরাসিবাসীর সুবিধা-অসুবিধার কথা রাজার কাছে পৌঁছোেত। বাস্তবে ফ্রান্সের এই ‘স্টেটস জেনারেল'
১৬১৪ খ্রিস্টাব্দ থেকে ১৭৮৯ খ্রিস্টাব্দের বিপ্লবের আগে পর্যন্ত টানা ১৭৫ বছর বন্ধ ছিল।
Q. ফ্রান্সকে কে, কেন ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছেন?
➺ ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছেন। তিনি একথা বলেছেন কারণ, ফ্রান্সের করব্যবস্থা ছিল বৈষম্যমূলক। যাজক ও অভিজাতদের হাতে থাকা বিপুল পরিমাণ জমির কর রাজা আদায় করতেন না। ফলে রাজকোশ সমৃদ্ধ ছিল না।
Q. ‘কনট্রাক্ট অব পোইসি’ কী?
➺ বিপ্লবের (১৭৮৯ খ্রি.) আগে ফ্রান্সে যাজক সম্প্রদায়ের অধীনস্থ গির্জার কাছে দেশের ৫ অংশ কৃষিজমি ছিল। এই জমির জন্য যাজকরা রাজাকে কোনো বাধ্যতামূলক কর দিত না। তবে ‘কনট্রাক্ট অব পোইসি’ নামে একটি চুক্তি অনুসারে যাজকরা রাজাকে স্বেচ্ছাকর দিত।
Q. ‘থাৰ্ড এস্টেট’ কী?
➺ ফরাসি বিপ্লবের আগে শ্রেণিবিভক্ত ফরাসি সমাজব্যবস্থায় যে তিনটি শ্রেণির অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড এস্টেট (Third Estate) বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, সাঁকুলোৎ বা চালচুলোহীন ভবঘুরে প্রভৃতি।
Q. ফ্রান্সে অভিজাত বিদ্রোহ কেন সংঘটিত হয়েছিল?
➺ ফরাসি রাজা ষোড়শ লুই-এর অর্থমন্ত্রী ব্রিয়া অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে অভিজাতদের ওপরও কর আরোপের প্রস্তাব দিলে ক্ষুব্ধ অভিজাতরা দাবি করে যে, কর আরোপের অধিকার রয়েছে একমাত্র স্টেটস জেনারেলের। এই অবস্থায় পার্লামেন্টে কিছু অপ্রীতিকর অবস্থা ও অভিজাতদের বিক্ষোভের ফলে রাজা পার্লামেন্ট মুলতুবি করে দেন। এর ফলে অভিজাতরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়।
Q. Assembly of Notables' কী?
➺ 'Assembly of Notables’ হল বিপ্লবের পূর্বে ফ্রান্সে উচ্চস্তরের অভিজাত, যাজক ও গণ্যমান্যদের নিয়ে গঠিত একটি সভা। এই সভার সদস্যরা রাজার দ্বারা মনোনীত হতেন। ফরাসি রাজা বিশেষ প্রয়োজন
হলে কোনো কোনো রাষ্ট্রীয় বিষয়ে এই সভার সঙ্গে আলোচনা করতেন।
Q. ‘বুর্জোয়া বিপ্লব’ বলতে কী বোঝ?
➺ বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে ‘টেনিস কোর্টের শপথ’-এর ঘটনার পর ভীত ও হতাশাগ্রস্থ রাজা ষোড়শ লুই তৃতীয় সম্প্রদায়ের দাবি অনুযায়ী তিন সম্প্রদায়ের মাথাপিছু ভোট ও একত্রে অধিবেশন ডাকার দাবি মেনে নেন। তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে এই বিপ্লব ‘বুর্জোয়া বিপ্লব’ নামে পরিচিত।
Q. টেনিস কোর্টের শপথের তাৎপর্য কী?
➺ টেনিস কোর্টের শপথের তাৎপর্য হল—[1] এর ফলে তৃতীয় সম্প্রদায়ের দাবিগুলি ফরাসি রাজা মেনে নিতে বাধ্য হন। [2] টেনিসের কোর্টের শপথ গ্রহণের মধ্য দিয়ে বুর্জোয়া বিপ্লবের প্রথম পর্ব সফল হয়।
Q. বাস্তিল দুর্গ পতনের গুরুত্ব কী?
➺ বাস্তিল দুর্গের পতনের প্রধান গুরুত্ব ছিল—[1] এই দুর্গ থেকে নিরপরাধ বন্দিরা মুক্তি পায়। [2] রাজার স্বৈরশাসনের প্রতীক ধ্বংস হয়। [3] বাস্তিলের পতনের মাধ্যমে বিপ্লবের জয়যাত্রা সূচিত হয়।
Q. ‘প্যারি কমিউন’ কাকে বলে?
➺ বাস্তিল দুর্গের পতনের (১৪ জুলাই, ১৭৮৯ খ্রি.) পর বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌরশাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে। এটি প্যারি কমিউন নামে পরিচিত।
Q. ‘কেহিয়ার্স’ কী?
➺ ফরাসি রাজা ষোড়শ লুই জাতীয় সভার অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়ে সকল শ্রেণির প্রজাদের কাছ থেকে জাতীয় সভা সম্পর্কে তাদের মতামত ও অভিযোগ জানাতে বলেন। জনগণের এই অভিযোগের
তালিকাকে ‘কেহিয়ার্স’ বলা হত।
Q. দৈব রাজতন্ত্র বলতে কী বোঝ?
➺ রাজতন্ত্রের ইতিহাসে দেখা যায় যে, অতীতে বিভিন্ন দেশের রাজতান্ত্রিক শাসকগণ নিজেদের ঈশ্বরের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে নিজের স্বৈরতান্ত্রিক শাসন পরিচালনা করতেন। এরূপ রাজতন্ত্র দৈব
রাজতন্ত্র বা ঐশ্বরিক অধিকারতন্ত্র নামে পরিচিত। ফ্রান্সে দৈব রাজতন্ত্র ছিল একেবারে মধ্যযুগীয় ভাবধারা। এই ধারণায় বিশ্বাসী ফরাসি রাজারা সেদেশে চরম স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ১৭৮৯ সালে বিপ্লবের মাধ্যমে এই ভাবধারা ভেঙে পড়লে ফ্রান্সে আধুনিক যুগের সূচনা হয়।
Q. ফরাসি বিপ্লবের কারণগুলি কী ছিল?
➺ ফরাসি বিপ্লবের প্রধান কারণগুলি ছিল—[1] প্রবল স্বৈরাচারী ফরাসি রাজতন্ত্র জনগণের সমস্তরকম অধিকার হরণ করে ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার’-এ পরিণত করে। [2] ‘ভুল অর্থনীতির জাদুঘর’ ফ্রান্সের তীব্র আর্থিক সংকট দেশবাসীকে বিপদের মুখে ঠেলে দেয়। [3] ফ্রান্সের তীব্র বৈষম্যমূলক সমাজ-কাঠামোয় মানুষ বিরক্ত হয়ে ওঠে। দার্শনিকরাও সমাজ ও রাষ্ট্রের ত্রুটিগুলি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলেন।
Q. ফরাসি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী?
➺ ফরাসি রাজা চতুর্দশ লুই ও অভিজাত-প্রধান পার্লামেন্টের মধ্যে বিরোধ বাধলে রাজা পার্লামেন্ট মুলতুবি করেন। ফলে অভিজাতরা বিদ্রোহ করে রাজাকে নতিস্বীকারে বাধ্য করে। অভিজাতদের বিদ্রোহের বিরুদ্ধেই ফরাসি জনগণ বিদ্রোহ শুরু করে।
Q. ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত প্রধান কয়েকটি করের নাম লেখো।
➺ ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত প্রধান কয়েকটি কর ছিল- [1] টাইলে বা ভূমিকর, [2] ক্যাপিটেশন বা উৎপাদন কর, [3] ভিটিংয়েমে বা আয়কর, [4] গ্যাবেলা বা লবণ কর, [5] টাইদ বা ধর্মকর, [6] করভি বা শ্রমকর (প্রভুর কাজে বাধ্যতামূলক বেগার শ্রমদান) প্রভৃতি।
Q. লেতর দ্য ক্যাশে’ কী?
➺‘লেতর দ্য ক্যাশে’ হল বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত একধরনের রাজকীয় গ্রেফতারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে-কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত।
Q. প্রাক-বিপ্লব পর্বে ফ্রান্সের দুটি রাজকীয় পরোয়ানার উল্লেখ করো।
➺ প্রাক-বিপ্লব পর্বে ফ্রান্সের দুটি রাজকীয় পরোয়ানা ছিল- [1] লেতর দ্য ক্যাশে: এই পরোয়ানার দ্বারা যে-কোনো সাধারণ ফরাসি নাগরিককে বিনা বিচারে কারাগারে বন্দি করা যেত। [2] লেতর দ্য গ্রেস : এই পরোয়ানার দ্বারা অর্থের বিনিময়ে যে-কোনো অভিযুক্ত ব্যক্তিকে শাস্তিপ্রদান থেকে রেহাই দেওয়া হত।
Q. ‘ইনটেনডেন্ট' কাদের বলা হয়? এরা ‘অর্থলোলুপ নেকড়ে’ নামে উপাধি পায় কেন?
➺ [1] ফরাসি বিপ্লবের প্রাক্কালে প্রদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্মে দায়িত্ব পালনকারী অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একশ্রেণির কর্মচারী ছিল। তাদের ইনটেনডেন্ট বলা হত। [2] বিপ্লব-পূর্ব ফ্রান্সে ইনটেনডেন্টরা জনগণের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করত বলে এরা ‘অর্থলোলুপ নেকড়ে’ নামে উপাধি পায় ৷
❐ নবম শ্রেণী ইতিহাস নোটস মার্ক ➛ ২ ও ৪ এবং ৮