HS History MCQ Suggestion 2024 Final Exam | উচ্চমাধ্যমিক ইতিহাস শর্ট এমসিকিউ সাজেশন


অতীত স্মরণ
(প্রতিটি প্রশ্নের মান-1)

1. Parallel Myths গ্রন্থের লেখক—
(a) জে এফ বিয়ারলেইন 
(b) ডবলিউ গ্রিম
(c) হেরোডোটাস 
(d) ডডওয়েল

2. রাজতরঙ্গিণী রচনা করেন
(a) কৌটিল্য 
(b) কলহন 
(c) বিলহন 
(d) কালিদাস

3. পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল—
(a) ব্রিটিশ মিউজিয়াম
(b) এননিগালডিনান্না-র জাদুঘর
(c) ল্যুভর মিউজিয়াম
(d) রোমান মিউজিয়াম

4. ‘মিউজিয়াম’ কথাটি এসেছে—
(a) লাতিন শব্দ মসিয়ান থেকে
(b) গ্রিক শব্দ মউসিয়ন থেকে
(c) ইংরেজি শব্দ মিউজিয়ম থেকে
(d) a ও b দুই-ই ঠিক

5. বৈজ্ঞানিক ইতিহাসচর্চার জনক কে?
(a) থুকিডাইডিস
(b) হেরোডোটাস
(c) সু-মা-কিয়েন
(d) ইবন খালদুন

6.“সব ইতিহাসই সমকালীন ইতিহাস”—উক্তিটি করেছেন—
(a) ক্রোচে 
(b) র‍্যাংকে 
(c) র‍্যালে 
(d) ই এইচ কার

7. Early History of India গ্রন্থের লেখক—
(a) জন স্টুয়ার্ট মিল 
(b) জেমস মিল
(c) জেমস প্রিন্সেপ
(d) ভিনসেন্ট স্মিথ

৪. ‘মিথ’ কথাটি এসেছে যে শব্দ থেকে—
(a) গ্রিক শব্দ মিথোস
(b) লাতিন শব্দ মিথোস
(c) গ্রিক শব্দ মিথুন
(d) লাতিন শব্দ মিথুন

9. আমি নেতাজীকে দেখেছি—গ্রন্থটির লেখক কে?
(a) মণিকুন্তলা সেন
(b) দক্ষিণারঞ্জন বসু
(c) নারায়ণ সান্যাল
(d) প্রফুল্ল দাস

10. ল্যুভর মিউজিয়াম অবস্থিত—
(a) ফ্রান্সে
(b) জার্মানিতে
(c) ইংল্যান্ডে
(d) হল্যান্ডে

11. জীবনের জলসাঘরে কার আত্মজীবনী?
(a) দক্ষিণারঞ্জন বসু
(b) মণিকুন্তলা সেন
(c) নারায়ণ সান্যাল
(d) মান্না দে
ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা
(প্রতিটি প্রশ্নের মান-1)

1. ‘ইম্পেরিয়ালিজম’ শব্দটি এসেছে—
(a) লাতিন ইম্পেরিয়াল শব্দ থেকে
(b) গ্রিক ইম্পেরিয়াম শব্দ থেকে
(c) লাতিন ইম্পেরিয়াম শব্দ থেকে
(d) রোমান ইম্পেরিয়াল শব্দ থেকে

2. কঙ্গো ফ্রি স্টেট-এ কোন দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়?
(a) ইংল্যান্ড
(b) ফ্রান্স
(c) বেলজিয়াম
(d) জার্মানি

3. পোর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলত—
(a) কয়লাকে
(b) লবঙ্গকে
(c) গোলমরিচকে
(d) দারুচিনিকে

4. হোয়াইট মেনস বার্ডেন কবিতাটি লেখেন—
(a) রুডইয়ার্ড কিপলিং 
(b) জুলে ফেরি
(c) হবসন 
(d) লর্ড ক্রোমার

5. ‘মার্কেন্টাইলবাদ’ কথাটি প্রথম ব্যবহার করেন—
(a) অ্যাডাম স্মিথ
(b) ভিনসেন্ট স্মিথ
(c) ডেভিড টমসন
(d) ভি আই লেনিন

6. ব্রাজিল স্বাধীন হয়—
(a) 1820 খ্রিস্টাব্দে
(b) 1822 খ্রিস্টাব্দে
(c) 1920 খ্রিস্টাব্দে
(d) 1922 খ্রিস্টাব্দে

7.‘নতুন বিশ্ব’ (New World) কথাটি প্রথম কে ব্যবহার করেন?
(a) কলম্বাস
(b) আমেরিগো ভেসপুচি
(c) ক্যাপ্টেন কুক
(d) ম্যাগেলান

ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি—নিয়মিত অনিয়মিত ও সাম্রাজ্য
(প্রতিটি প্রশ্নের মান-1)

1. স্বাধীন হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়—
(a) 1620 খ্রিস্টাব্দে
(b) 1624 খ্রিস্টাব্দে
(c) 1622 খ্রিস্টাব্দে
(d) 1724 খ্রিস্টাব্দে

2. ভারতে প্রকৃত আমলাতন্ত্র-এর প্রতিষ্ঠাতা ছিলেন—
(a) লর্ড ওয়ারেন হেস্টিংস 
(b) লর্ড কর্নওয়ালিশ
(c) লর্ড ওয়েলেসলি 
(d) লর্ড ডালহৌসি

3. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ‘এজেন্সি প্রথা' প্রবর্তন করে—
(a) 1752 খ্রিস্টাব্দে
(b) 1753 খ্রিস্টাব্দে
(c) 1852 খ্রিস্টাব্দে
(d) 1853 খ্রিস্টাব্দে

4. ভারতের প্রথম পাটশিল্প গড়ে ওঠে—
(a) সিরাজগঞ্জে
(b) বালিতে
(c) হলদিয়াতে
(d) রিষড়াতে

5. Poverty and Un-British rule in India গ্রন্থের লেখক কে?
(a) দাদাভাই নওরোজি 
(b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(c) যদুনাথ সরকার 
(d) রজনীপাম দত্ত

6. তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়—
(a) 1857 খ্রিস্টাব্দে
(b) 1858 খ্রিস্টাব্দে
(c) 1859 খ্রিস্টাব্দে
(d) 1860 খ্রিস্টাব্দে

7. বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন—
(a) মুরশিদকুলি খাঁ
(b) আলিবর্দি খাঁ
(c) সুজাউদ্দিন
(d) সিরাজ-উদদৌলা

৪. চিনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়__________ বন্দরের মধ্য দিয়ে।
(a) ম্যাকাও
(b) সাংহাই
(c) ক্যান্টন
(d) নানকিং


 সাম্রাজ্যবাদী কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া
( প্রতিটি প্রশ্নের মান-1)
1. জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন—
(a) নবগোপাল মিত্র
(b) স্বামী বিবেকানন্দ
(c) রামমোহন রায়
(d) দয়ানন্দ সরস্বতী

2. গান্ধিজি প্রবর্তিত ‘হরিজন’ শব্দের অর্থ কী?
(a) অস্পৃশ্য
(b) ঈশ্বরের সন্তান
(c) নিপীড়িত
(d) তফশিলি জাতি

3. ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় —
(a) 1780 খ্রিস্টাব্দে
(b) 1818 খ্রিস্টাব্দে
(c) 1800 খ্রিস্টাব্দে
(d) 1849 খ্রিস্টাব্দে

4. ‘ব্ৰহ্বানন্দ’ উপাধিতে ভূষিত হন—
(a) রাজনারায়ণ বসু
(b) নবগোপাল মিত্র
(c) কেশবচন্দ্র সেন
(d) দেবেন্দ্রনাথ ঠাকুর

5. শুদ্ধি আন্দোলনের প্রবক্তা ছিলেন— 
(a) দয়ানন্দ সরস্বতী
(b) লালা হংসরাজ
(c) কেশবচন্দ্র সেন
(d) বাল গঙ্গাধর তিলক

6. কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন প্রতিষ্ঠিত হয়— 
(b) 1821 খ্রিস্টাব্দে
(d) 1823 খ্রিস্টাব্দে
(a) 1820 খ্রিস্টাব্দে
(c) 1822 খ্রিস্টাব্দে

7. সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন—
(a) আত্মারাম পাণ্ডুরঙ্গ 
(b) জ্যোতিবা ফুলে
(c) দয়ানন্দ সরস্বতী 
(d) বীরসালিঙ্গম

৪. সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন—
(a) দয়ানন্দ সরস্বতী
(b) শ্রীনারায়ণ গুরু
(c) জ্যোতিবা ফুলে
(d) আত্মারাম পাণ্ডুরঙ্গ

9. আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল—
(a) 1815 খ্রিস্টাব্দে
(b) 1816 খ্রিস্টাব্দে
(c) 1817 খ্রিস্টাব্দে
(d) 1818 খ্রিস্টাব্দে

10. বাংলার নবজাগরণকে ‘তথাকথিত নবজাগরণ’ বলেছেন—
(a) অশোক মিত্র
(b) অশোক সরকার
(c) সুপ্রকাশ রায়
(d) সুপ্রকাশ দত্ত

11.‘লোকহিতবাদী’ নামে পরিচিত ছিলেন—
(a) আত্মারাম পাণ্ডুরঙ্গ
(b) গোপালহরি দেশমুখ
(c) দয়ানন্দ সরস্বতী
(d) জ্যোতিবা ফুলে

12. রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দেন—
(a) লর্ড মিন্টো
(b) দ্বিতীয় বাহাদুর শাহ
(c) দ্বিতীয় আকবর
(d) রবীন্দ্রনাথ ঠাকুর

13. চিনে 4 মে-র আন্দোলন হয়েছিল—
(a) 1911 খ্রিস্টাব্দে
(b) 1915 খ্রিস্টাব্দে
(c) 1917 খ্রিস্টাব্দে
(d) 1919 খ্রিস্টাব্দে
ঔপনিবেশিক ভারতের শাসন
(প্রশ্নের মান-1)

1. যে-আইন অনুযায়ী ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয়, তা হল—
(a) 1833 খ্রিস্টাব্দের সনদ আইন
(b) 1853 খ্রিস্টাব্দের সনদ আইন
(c) 1858 খ্রিস্টাব্দের ভারতশাসন আইন
(d) 1892 খ্রিস্টাব্দের ভারতশাসন আইন

2. বড়োলাটের কার্যনির্বাহক পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন—
(a) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ
(b) সত্যেন্দ্রনাথ দত্ত
(c) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(d) সত্যেন্দ্রমোহন আচার্য

3. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটেছিল  1919 খ্রিস্টাব্দের—
(a) 12 মার্চ
(b) 13 এপ্রিল
(c) 12 এপ্রিল
(d) 14 এপ্ৰিল

4. মাইকেল ও'ডায়ার ছিলেন—
(a) ভারতের বড়োলাট
(b) পাঞ্জাবের মুখ্য প্রশাসক, লেফটেন্যান্ট গভর্নর
(c) সামরিক প্রধান 
(d) ভারতের আইনসচিব

5. ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন—
(a) লর্ড কর্নওয়ালিশ 
(b) লর্ড ওয়েলেসলি
(c) লর্ড ডালহৌসি
(d) লর্ড উইলিয়াম বেন্টিংক

6. বিভাজন ও শাসননীতি ভারতে প্রথম চালু করেন—
(a) লর্ড ওয়েলেসলি 
(b) লর্ড ক্যানিং
(c) আর ম্যাকডোনাল্ড
(d) জন লরেন্স

7. নবান্ন নাটকটি রচিত হয়—
(a) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের পটভূমিকায়
(b) চুয়াড় বিদ্রোহের পটভূমিকায়
(c) পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায়
(d) তেভাগা আন্দোলনের পটভূমিকায়

৪. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল—
(a) কলকাতায়
(b) বোম্বাইতে
(c) মাদ্রাজে
(d) সুরাটে

9. 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন—
(a) মন্টেগু
(b) চেমসফোর্ড
(c) লর্ড কার্জন
(d) লর্ড মিন্টো

10. পঞ্চাশের মন্বন্তরের সময় ভারতে ভাইসরয় ছিলেন—
(a) ওয়াভেল
(b) রিপন
(c) আরউইন
(d) ক্লাইভ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ
(প্রশ্নের মান-1)

1. ভারতছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় 'কংগ্রেসের—
(a) পুনা অধিবেশনে 
(b) ওয়ার্ধা অধিবেশনে
(c) সবরমতী অধিবেশনে 
(d) গয়া অধিবেশনে

2. The Quit India Movement গ্রন্থের লেখক ছিলেন—
(a) মানস ভুঁইয়া 
(b) অরুণচন্দ্র ভুঁইয়া
(c) ড. অম্বাপ্রসাদ 
(d) সরোজিনী নাইডু

3. নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে-আইন দ্বারা 1940 খ্রিস্টাব্দে আটক করা হয়, তা হল—
(a) ভারত প্রতিরক্ষা আইন
(b) ভারতশাসন আইন
(c) সনদ আইন 
(d) কোনোটিই নয়

4. নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে দেশত্যাগ করেন—
(a) 1940 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি
(b) 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি
(c) 1940 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি
(d) 1941 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি

5. ভারতের স্বাধীনতা আইন পাস হয়—
(a) 1946 খ্রিস্টাব্দের 4 জুলাই
(b)·1946 খ্রিস্টাব্দের 14 জুলাই
(c) 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই
(d) 1947 খ্রিস্টাব্দের 14 জুলাই

6. ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন—
(a) গোবিন্দবল্লভ পন্থ 
(b) চক্রবর্তীরাজাগোপালাচারী
(c) পট্টভি সীতারামাইয়া 
(d) জওহরলাল নেহরু

7. ‘রশিদ আলি’ দিবস কবে পালিত হয়?
(a) 2 জানুয়ারি
(b) 12 ফেব্রুয়ারি
(c) 16 মার্চ
(d) 22 এপ্রিল

৪. ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেন—
(a) ইংরেজ 
(b) ওলন্দাজ 
(c) ফরাসি 
(d) পোর্তুগিজ

ঠান্ডা লড়াইয়ের যুগ
(প্রশ্নের মান-1)

1. ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন
(a) ওয়াল্টার লিপম্যান 
(b) বার্নার্ড বারুচ
(c) উইনস্টন চার্চিল
(d) রুজভেল্ট

2. উত্তর আটলান্টিক সামরিক জোট (NATO) করে গঠিত হয়েছিল?
(a) 1948 খ্রিস্টাব্দে
(b) 1949 খ্রিস্টাব্দে
(c) 1950 খ্রিস্টাব্দে
(d) 1951 খ্রিস্টাব্দে

3. আরব জাতীয়তাবাদের আধুনিক সালাদিন বলা হয়—
(a) ইয়াসের আরাফতকে 
(b) গামাল নাসেরকে
(c) জেনারেল নেগুইবকে 
(d) এঁদের কেউই নন

4. সুয়েজ খাল জাতীয়করণ করা হয়—
(a) 1954 খ্রিস্টাব্দে
(b) 1955 খ্রিস্টাব্দে
(c) 1956 খ্রিস্টাব্দে
(d) 1957 খ্রিস্টাব্দে

5. স্বাধীন ইজরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন—
(a) থিয়োডোর হারজাল
(b) লিয়োন পিয়ান্সকার
(c) ড. ওয়েইজম্যান
(d) ডেভিড বেন গুরিয়ন

6. ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন—
(a) ড. সুকর্ন
(b) বেন বেল্লা
(c) হো-চি-মিন
(d) সান-ইয়াত-সেন

7. হ্যারি ট্রুম্যান ছিলেন—
(a) মার্কিন সেনাপতি
(b) মার্কিন বিদেশমন্ত্রী
(c) মার্কিন প্রধানমন্ত্রী
(d) মার্কিন রাষ্ট্রপতি

৪. দুই কোরিয়াকে বিভক্ত করা হয়—
(a) 17° অক্ষরেখা বরাবর 
(b) 27° অক্ষরেখা বরাবর
(c) 18° অক্ষরেখা বরাবর 
(d) 38° অক্ষরেখা বরাবর

9. প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
(a) 1990 খ্রিস্টাব্দে
(b) 1995 খ্রিস্টাব্দে
(c) 2000 খ্রিস্টাব্দে 
(d) 2003 খ্রিস্টাব্দে

10. জোটনিরপেক্ষ আন্দোলনে ইউরোপের যে দেশটি যোগদান করে, তার নাম—
(a) চেকোশ্লোভাকিয়া
(b) যুগোশ্লাভিয়া
(c) রুমানিয়া
(d) বুলগেরিয়া
বি-উপনিবেশীকরণ
(প্রশ্নের মান-1)

1. ভারতে পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান—
(a) শান্তিস্বরূপ ভাটনাগর 
(b) মেঘনাদ সাহা
(c) রাজা রামান্না
(d) হোমি জাহাঙ্গির ভাবা

2. সার্কের সদর দফতর বা প্রধান কর্মকেন্দ্র বা প্রধান কার্যালয় অবস্থিত—
(a) কাঠমান্ডুতে
(b) দিল্লিতে
(c) ঢাকায়
(d) ইসলামাবাদে

3. নিয়ন্ত্রিত গণতন্ত্রের ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত?
(a) নেহরু
(b) হো-চি-মিন
(c) সুকর্ন
(d) সুহার্তো

4. আলজেরিয়া স্বাধীন হয়—
(a) 1961 খ্রিস্টাব্দে
(b) 1962 খ্রিস্টাব্দে
(c) 1963 খ্রিস্টাব্দে
(d) 1964 খ্রিস্টাব্দে

5. ‘বঙ্গবন্ধু’ বলা হয়—
(a) শেখ হাসিনাকে
(b) সাদাত খানকে
(c) মুজিবর রহমানকে 
(d) আয়ুব খাঁকে

6. বেলুচিস্তানের কসাই বলা হয়—
(a) ইয়াহিয়া খানকে
(b) জুলফিকার আলি ভুট্টোকে
(c) টিক্কা খানকে
(d) আতাউর রহমানকে

7. ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার ছিলেন—
(a) জওহরলাল নেহরু 
(b) প্রশান্তচন্দ্র মহলানবিশ
(c) বল্লভভাই প্যাটেল 
(d) মেঘনাদ সাহা

৪. ঢাকায় সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—
(a) 1980 খ্রিস্টাব্দে
(b) 1983 খ্রিস্টাব্দে
(c) 1985 খ্রিস্টাব্দে
(d) 1990 খ্রিস্টাব্দে

9. আওয়ামি লিগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন— 
(a) সোরাবর্দি
(b) ফজলুল হক
(c) শেখ মুজিবর রহমান 
(d) জুলফিকার আলি ভুট্টো

Page  : Page-1 Page-2 Page-3

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন