CLASS 12 HISTORY SUGGESTION 2024 | HIGHER SECONDARY HISTORY MARK -1 MCQ SUGGESTION 2024



ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা

1. কোন সময়কে ‘সাম্রাজ্যবাদের যুগ’ বলা হয়?
➛ 1870-1914 খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়।

2. কোন মহাদেশকে, কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত?
➛ আফ্রিকা মহাদেশ কে। আফ্রিকা মহাদেশ ভৌগোলিক ইউরোপের সবচেয়ে কাছে। কিন্তু এর অন্তরভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত। এই অঞ্চলে শ্বাপদসঙ্কুল গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা অনাব্য নদী, ঊষর মরুভুমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে এই মহাদেশটিকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়।

3. নয়া-সাম্রাজ্যবাদ বা অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?
➛ ১৮৭০ খ্রিস্টাব্দের পর ইউরোপের বড় ও শিল্প সমৃদ্ধ জাতিগুলি পূর্ব এশিয়া ও আফ্রিকাতে উপনিবেশ গঠনে অগ্রসর হয়। তাদের এই প্রয়াস নব সাম্রাজ্যবাদ নামে পরিচিত। নয়া সাম্রাজ্যবাদের লক্ষ্য ছিল ভৌমিক অধিকারের বিস্তৃতি নয়, সেই দেশের মানব ও অর্থনৈতিক সম্পদকে নিজ দেশের স্বার্থে ব্যবহার করা। এর ফলে কাঁচামাল সমৃদ্ধ ও সম্ভাব্য বাজার যুক্ত দেশগুলি ইউরোপের উপনিবেশে পরিণত হয়েছিল।

4. মার্কেন্টাইলবাদ কী?
➛মার্কেন্টাইলবাদ হল একটি 'সংরক্ষণবাদী' অর্থনৈতিক মতবাদ। প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ১৭৭৬ সালে তাঁর 'Wealth of Nations' গ্রন্থে অবজ্ঞাভরে সর্বপ্রথম 'মার্কেন্টাইলবাদ' কথাটি ব্যবহার করেছেন। ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপের ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রসার ঘটে এই মতবাদের মধ্য দিয়ে।

5. ‘হবসন-লেনিন তত্ত্ব’ কী?
➛ সাম্রাজ্যবাদের উৎপত্তি ও বিকাশ বিষয়ে হবসন ও লেনিন যে তত্ব উপস্হাপন করেছেন তা হবসন-লেনিন তত্ব নামে পরিচিত।

6. কবে, কাদের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়?
➛ ১৮২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখে এই সন্ধি স্বাক্ষরিত হয়। ব্রিটিশ বাহিনীর তরফ থেকে সার আর্চিবল্ড ক্যাম্পবেল ও ব্রহ্মদেশের তরফ থেকে লেগাইংগয়ের রাজ্যপাল মহা মিন লা কিয় টিন এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
7.‘শ্বেতাঙ্গদের বোঝা’ বা ‘সাদা চামড়ার দায়বদ্ধতা’ বলতে কী বোঝায়?
➛ শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করত। ইংরেজ কবি রুডইয়ার্ড কিপলিং ও ফরাসি লেখক জুলি ফেরি এ ব্যাপারে শ্বেতাঙ্গ জাতিকে পৃথিবীর বিভিন্ন অনুন্নত জাতিকে উন্নত করার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তাঁদের মতে এই দায়িত্ব নেওয়াটা শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতার মধ্যে পড়ে। এটাই ইতিহাসে 'শ্বেতাঙ্গদের বোঝা' বা 'শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা' বলে অভিহিত। এদের এই মতবাদ 'হোয়াইট মেনস বার্ডেন (White Man's Burden) তত্ত্ব' নামে পরিচিত।

৪. যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের জনক কে?
➛ চার্লস ডারউইন (১২ ফেব্রুয়ারি ১৮০৯ – ১৯ এপ্রিল ১৮৮২) ঊনিশ শতকের একজন ইংরেজ জীববিজ্ঞানী।

9. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?
➛ সাম্রাজ্যবাদের সংজ্ঞা নিয়ে নানা মত রয়েছে। প্রথমদিকে এর অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে বলা হয় একটি দেশ নিজের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনাশ বা সংকুচিত করে সেই দেশ ও জাতির ওপর যে প্রভুত্ব বা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করে তা হল সাম্রাজ্যবাদ (Imperialism)।

10. কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?
➛ ১৭৭৬ সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের দ্বারা ইংল্যান্ডকে পরাজিত করে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়।

11. বুল-এর নির্দেশনামা কী?
➛ সমুদ্র অভিযান নিয়ে স্পেন ও পর্তুগালের মধ্যে বিরোধ দেখা দিলে ১৪৯৩ সালে পোপ ষষ্ঠ আলেকজান্ডার পোপের নামাঙ্কিত নির্দেশনামায় স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন। এই নির্দেশনামা 'পেপাল বুল' (Papal Bull) বা 'বুল-এর নির্দেশনামা' নামে পরিচিত।

12. হিলফারডিং-এর বইটির নাম কী?
➛ হিলফার্ডিং-এর লেখা বইটির নাম হল - Finance Capital.

13. উন্মুক্তদ্বার নীতি কী?
➛ চিনে ইউরোপীয় দেশগুলির উপনিবেশিক আধিপত্য স্থাপনের ফলে আমেরিকা শঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবতে শুরু করে এর ফলে চিনে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতিতে ১৮৯৯ সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চিন সম্পর্কে যে নীতি গ্রহণ করেছিলেন তা মুক্তদ্বার নীতি নামে পরিচিত। এই নীতিতে বলা হয়, বিভিন্ন ইউরোপীয় শক্তি দ্বারা অধিকৃত চিনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সমান বাণিজ্যিক সুবিধা দিতে হবে।
14. কোন ইউরোপীয় দেশ সর্বপ্রথম চিনের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্ক গড়ে তোলে?
➛ ষোড়শ শতকে পর্তুগিজরা প্রথম চিনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল।

15. বাণিজ্যিক মূলধন কী?
➛ শিল্পবিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্যে নিয়োজিত এই মূলধন 'বাণিজ্যিক মূলধন' বা 'বাণিজ্যিক পুঁজি' নামে পরিচিত।

16. সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে?
➛ সোশ্যাল ডারউইনবাদ' বা 'সামাজিক দারুইনবাদ'র প্রবক্তা হলেন এডমন্ড স্পেনসার।

17. শিমনোসেকির সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? একটি শর্ত উল্লেখ করো।
➛ ১৮৯৫ খ্রিস্টাব্দের ১৭ই এপ্রিল জাপান ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। একটি শর্ত হলো - শিমনোসেকির সন্ধি দ্বারা চীন-জাপান যুদ্ধের অবসান হয়।

18. জে এ হবসনের বইটির নাম কী?
➛ জে এ হবসনের লেখার বইয়ের নাম 'Imperialism : A Study'.

ওপনিবেশিক আধিপত্যের প্রকৃতি-নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য 

1. ফারুকশিয়ারের ফরমান কী?
➛ ফাররুখশিয়র ছিলেন মুঘল সম্রাট। তিনি ১৭১৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগসুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন, তা ‘ফারুকশিয়ারের ফরমান’ নামে পরিচিত।

2. আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
➛ 1757 খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজ-উদ্‌দৌলা ও ইংরেজদের মধ্যে ‘আলিনগরের সন্ধি’ স্বাক্ষরিত হয়।

3. অন্ধকূপ হত্যা (Black hole Tragedy) কী?
➛ ইংরেজ কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে, নবাবের ফোর্ট উইলিয়ম দখলের পর নবাব-বাহিনীর হাতে কোম্পানির ১৪৬ জন কর্মচারী বন্দি হয়েছিল। ওই রাত্রে ১৮ ফুট লম্বা ও ১৪ ফুট ১০ ইঞি চওড়া একটি কক্ষে বন্দিদের রাখা হয়েছিল। তবে ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। পরদিন সকালের মধ্যে তাদের ১২৩ জন মারা গিয়েছিল। এই ঘটনা ‘অন্ধকূপ হত্যা’ নামে পরিচিত। 

4. ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?
➛ বাংলা তে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। 

5. পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো?
➛ ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজ উদ-দৌলাকে সরিয়ে মির জাফরকে বাংলার নবাব পদে বসান। পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভসহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশির যুদ্ধের পর মির জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে ‘পলাশির লুণ্ঠন' বলা হয়।

6. 1813 খ্রিস্টব্দের সনদ আইনের গুরুত্ব কী ছিল?
➛ ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইন ভারতের শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। (i) এই সনদ আইনে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক ১ লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয়। (ii) ভারতীয়দের শিক্ষার অর্থাৎ জনশিক্ষার দায়িত্ব কোম্পানি সরকারের— এ কথা স্বীকৃত হয়। দেরিতে হলেও কোম্পানি সরকারকে জনশিক্ষার দায়িত্ব নিতে হয়। বরাদ্দ টাকা পাওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে প্রাচ্য-পাশ্চাত্য শিক্ষাবিষয়ক দ্বন্দ্বের সূচনা হয়।

7. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে, কার কাছ থেকে দেওয়ানি লাভ করে?
➛ 1765 খ্রিস্টাব্দে বার্ষিক 26 লক্ষ টাকা কর এবং কারা ও এলাহাবাদ প্রদেশ দানের বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল সম্রাট দ্বিতীয় শাহ্ আলমের নিকট থেকে বাংলা, বিহার ও উড়িষ্যা (ওড়িশা)-র দেওয়ানি লাভ করে।

৪. কে, কবে বাংলায় দ্বৈতশাসনের সূচনা করেন?
➛ রবার্ট ক্লাইভ 1765 সালে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।

9. কে, কবে বোর্ড অব্ রেভিনিউ প্রতিষ্ঠা করেন? এর উদ্দেশ্য কী ছিল?
➛ ওয়ারেন হেস্টিংস ১৭৭২ সালের ১৩ আগষ্ট বোর্ড অব রেভিনিউ গঠন করেন। এর উদ্দেশ্য তোমরা জানলে লিখে কমেন্ট করে জানাও। 

10. কবে, কাদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়?
➛ ১৮০৯ খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। সন্ধিটি হয়েছিল রণজিৎ সিংহ ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে।

11. কে, কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল হন?
➛ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1833 সালে প্রথম ভারতের গভর্নর-জেনারেল হিসেবে মনোনীত হন। 
12.কোন আইন দ্বারা, কবে কলকাতায় সুপ্রিমকোর্ট স্থাপিত হয়? এর প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
➛ ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুসারে ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। এর প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে।

13. রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কবে?
➛ কোম্পানির ভারত শাসন ব্যবস্থায় শৃঙ্খলা প্রবর্তনের লক্ষ্যে ১৭৭৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস করানো হয়।

14. সর্বশেষ চার্টার আইন বা সনদ আইন কবে প্রবর্তিত হয়?
➛ 1853 সালে।

15. 'কর্নওয়ালিশ কোড' কী?
➛ লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তিনি ১৭৯৩ খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকেই ‘কর্নওয়ালিস কোড’ বলা হয়। এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়কে আলাদা করা হয়েছিল।

16. আমিনি কমিশন কী?
➛ ১৭৭২ খ্রিস্টাব্দে প্রবর্তিত পাঁচশালা বন্দোবস্তের ব্যর্থতার পর ১৭৭৬ খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার ভূমি বন্দোবস্ত ও ভূমিরাজস্ব সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের লক্ষ্যে একটি কমিশন গঠন করেন। এই কমিশন আমিনি কমিশন নামে পরিচিত ছিল।

17.সূর্যাস্ত আইন (Sunset Law) কী?
➛ চিরস্থায়ী বন্দোবস্তের, (১৭৯৩ খ্রি., ২২ মার্চ) শর্তানুযায়ী, বছরের নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে কোম্পানির নির্ধারিত খাজনা জমা দিতে না পারলে সেই জমিদারি বাজেয়াপ্ত করা হত। লর্ড কর্নওয়ালিশ প্রবর্তিত এই ব্যবস্থাই সূর্যাস্ত আইন নামে পরিচিত।

18. কোন ভূমিবন্দোবস্ত ব্যবস্থায় জমিদাররা জমির ওপর মালিকানা স্বত্ব পেয়েছিল?
➛ চিরস্থায়ী বন্দোবস্ত।

19. গ্যারান্টি ব্যবস্থার দুটি শর্ত উল্লেখ করো।
➛ গ্যারান্টি ব্যবস্থা ২টি শর্ত - (i) সরকার কোম্পানিগুলিকে রেলপথ নির্মাণের জন্য বিনামূল্যে জমি দেবে। (ii) কোম্পানিগুলি বিনিয়োগ করা মূলধনের ওপর বার্ষিক পাঁচ শতাংশ হারের সুদ দেবে।

20. ভারতে রেলপথের সূচনা হয় কবে? ভারতীয় রেলের জনক বলা হয় কাকে?
➛ ভারতের সর্বপ্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল বোম্বাই থেকে থানে পর্যন্ত । ভারতীয় রেলের জনক বলা হয় লর্ড ডালহৌসি কে।

21. ক্যান্টন বাণিজ্য কাকে বলে?
➛ চিনের দক্ষিণ উপকূলে অবস্থিত ক্যান্টন বন্দর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ১৭৫৭ সাল থেকে ১৮৪২ সাল পর্যন্ত এই বন্দরই ছিল বিদেশি বণিকদের কাছে একমাত্র উন্মুক্ত বন্দর। কারণ, ১৭৫৯ সালে চিনা আদালত একমাত্র ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করে। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চিনে বিদেশীদের এক-বন্দরকেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা-ই ‘ক্যান্টন বাণিজ্য’ নামে পরিচিত।

22. রুদ্ধদ্বার নীতি কী?
 ➛ ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী ইউরোপীয় বণিকদের চিনের ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হত । তাদের চিনা ভাষা ও চিন আদবকায়দা শেখা নিষিদ্ধ ছিল। বাণিজ্যকুঠিতে মহিলা , দাসী ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল । বাণিজ্যের মরশুম শেষ হলে তাদের ক্যান্টন ত্যাগ করতে হত । বিদেশি বণিকদের প্রতি চিনের এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত।

23. কো-হং কাদের বলা হত?
➛1839-1842 সালের প্রথম আফিম যুদ্ধের আগের শতাব্দীতে , চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্য সম্পর্ক একচেটিয়া ভাবে কো-হং এর মাধ্যমে সংঘটিত হয়েছিল। ক্যান্টন বাণিজ্যের মূল নিয়ন্ত্রণ কো-হং গোষ্ঠীর অধীনে থাকায় তারা ক্রমশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। কো-হং তৈরিকারী চীনা বণিকরা ছিলেন একধরনের বিদেশী ব্যবসায়ী।

24. চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়?
➛ কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেণিকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়।

25. কবে, কে মার্টিন অ্যান্ড কোম্পানি গড়ে তোলেন?
➛ এর উত্তর তোমরা জানলে লিখে কমেন্ট করে জানাও। 

26. বক্সার প্রোটোকল কী?
➛  বক্সার বিদ্রোহের দমনের পর 11 টি সাম্রাজ্যবাদী শক্তি 1901 খ্রিস্টাব্দে চিনের উপর যে কঠোর শর্ত সম্বলিত চুক্তি চাপিয়ে দেয় , তা বক্সার প্রোটোকল নামে পরিচিত।

Page  : Page-1 Page-2 Page-3

Tags : class 12 history suggestion 2024,history suggestion 2024 class 12,hs history suggestion 2024,hs 2024 history suggestion,class 12 history suggestion 2023,2024 hs history suggestion,class xii history suggestion 2024,history suggestion 2024 hs,hs history suggestion 2023,higher secondary history suggestion 2024,hs history final suggestion 2024,history suggestion 2023 class 12,hs history suggestion

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন