মাদ্রাসা পরীক্ষা | স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা | ইতিহাস প্রশ্ন আলোচনা
Q1. সিন্ধু সভ্যতার বিলুপ্তি ঘটে কোন সময়?
🄰 আনুমানিক বিংশ শতকে
🄱 সপ্তদশ শতকে
🄲 খ্রিঃপূঃ অষ্টাদশ শতকে
🄳 কোনোটিই নয়
Answer. 🄲 খ্রিঃপূঃ অষ্টাদশ শতকে
Q2. ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয়?
🄰 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
🄱 ভারতী পত্রিকায়
🄲 গ্রামবার্ত্তাপ্রকাশিকায়
🄳 বামাবোধিনী পত্রিকায়
Answer. 🄰 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
Q3. কে 'To India My Native Land' কবিতাটির রচয়িতা?
🄰 ডিরোজিও
🄱 ওয়ার্ডসওয়ার্থ
🄲 ফাদার গ্যাপন
🄳 প্যারিচাঁদ মিত্র
Answer. 🄰 ডিরোজিও
Q4. বাহমন শাহ-এর রাজধানী ছিল?
🄰 আগ্রা
🄱 ফতেপুর সিক্রি
🄲 গুলবর্গা
🄳 দিল্লি
Answer. 🄲 গুলবর্গা
Q5. ভারতীয় পেনাল কোড প্রবর্তন করেছিলেন?
🄰 লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
🄱 লর্ড কর্নওয়ালিশ
🄲 ডালহৌসি
🄳 হেস্টিংস
Answer. 🄰 লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Q6. কত তারিখে টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল?
🄰 1789 খ্রি: 8 আগস্ট
🄱 1789 খ্রি: 14 জুলাই
🄲1789 খ্রি: 17 জুন
🄳 1789 খ্রি: 20 জুন
Answer. 🄳 1789 খ্রি: 20 জুন
Q7. ‘বঙ্গীয় প্রজাস্বত্ব আইন’ কোন বিদ্রোহের পরিণতিতে পাস হয়েছিল?
🄰 পাগলপন্থীদের বিদ্রোহ
🄱 পাবনার কৃষক বিদ্রোহ
🄲 রংপুর বিদ্রোহ
🄳 ভিল বিদ্রোহ
Answer. 🄱 পাবনার কৃষক বিদ্রোহ
Q8. ‘বাংলার নানাসাহেব' নামে কে পরিচিত ছিলেন?
🄰 বিশ্বনাথ সর্দার
🄱 বিষ্ণুচরণ বিশ্বাস
🄲 তিতুমির
🄳 রামরতন মল্লিক
Answer. 🄳 রামরতন মল্লিক
Q9. সাঁওতাল বিদ্রোহ দমনে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন?
🄰 ফার্গুসন
🄱 মেজর মাকলাম
🄲 মেজর বারোজ
🄳 মেজর হল
Answer. 🄲 মেজর বারোজ
Q10. 'Eighteen Fifty Seven' গ্রন্থের লেখক কে?
🄰 ড. সুরেন্দ্রনাথ সেন
🄱 রমেশচন্দ্র মজুমদার
🄲 রজনীপাম দত্ত
🄳 ভি.ডি সাভারকর
Answer. 🄰 ড. সুরেন্দ্রনাথ সেন
Q11. ‘দেশপ্ৰাণ’ নামে কে পরিচিত ছিলেন?
🄰 বীরেন্দ্রনাথ শাসমল
🄱 সতীশ সামন্ত
🄲 অজয় মুখার্জি
🄳 শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
Answer. 🄰 বীরেন্দ্রনাথ শাসমল
Q12. ১৮১৫ খ্রিস্টাব্দের ওয়াটারলু যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন?
🄰 ডিউক অব ওয়েলিংটন
🄱 ব্লকার
🄲 ইয়র্ক
🄳 নেলসন
Answer. 🄰 ডিউক অব ওয়েলিংটন
Q13. হল্ট ম্যাকেঞ্জি দ্বারা "মহলওয়ারি বন্দোবস্ত" প্রবর্তন করা হয়েছিল?
🄰 1773 সালে
🄱 1784 সালে
🄲 1822 সালে
🄳 1833 সালে
Answer. 🄲 1822 সালে
Explain : 1822 সালে কোম্পানির পর্যবেক্ষক হল্ট ম্যাকেনজির(Holt Mackenzie) সুপারিশ অনুসারে "সপ্তম আইন" দ্বারা গাঙ্গেয় উপত্যকা, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের কিছু অংশে "মহলওয়ারি বন্দোবস্ত" প্রবর্তন করা হয়েছিল। তবে 1833 সালে লর্ড উইলিয়াম বেন্টিক এর প্রকৃত সূচনা করেন।
Q14. শিল্পবিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন?
🄰 আর্নল্ড টয়েনবি
🄱 অগাস্তে ব্ল্যাঙ্কি
🄲 কার্ল মার্কস
🄳 কার্টরাইট
Answer. 🄱 অগাস্তে ব্ল্যাঙ্কি
Q15. বড়ো সোনা মসজিদ নিম্নলিখিত কোন শাসকের একটি উল্লেখযোগ্য স্থাপত্যকীর্তি?
🄰 আলাউদ্দিন ফিরোজ শাহ
🄱 সইফউদ্দিন ফিরোজ
🄲 শামসউদ্দিন ইউসুফ শাহ
🄳 নসরৎ শাহ
Answer. 🄳 নসরৎ শাহ
Q16. বৈদিক যুগে রাজারা সাধারণ মানুষের থেকে যে কর আদায় করতেন সেটি ছিল?
🄰 বিষ্টি
🄱 বলি
🄲 বিধাতা
🄳 কারা
Answer. 🄱 বলি
Q17. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
🄰 জেমস উইলিয়াম কোলভিল
🄱 লর্ড ক্যানিং
🄲 আশুতোষ মুখোপাধ্যায়
🄳 ডেভিড হেয়ার
Answer. 🄰 জেমস উইলিয়াম কোলভিল
Q18. হরপ্পা সভ্যতার পোড়ামাটির শিল্পের প্রায় এক তৃতীয়াংশ কী ছিল?
🄰 গৃহস্থালির জিনিসপত্র
🄱 নারীমূর্তি
🄲 পুরুষমূর্তি
🄳 কোনোটিই নয়
Answer. 🄲 পুরুষমূর্তি
Q19. খালসা প্রথা 1699 সালে প্রতিষ্ঠা করেন?
🄰 গুরু গোবিন্দ সিংহ
🄱 গুরু নানক
🄲 গুরু রামদাস
🄳 গুরু অর্জুনদেব
Answer. 🄰 গুরু গোবিন্দ সিংহ
Q20. কাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয়?
🄰 মাতঙ্গিনী হাজরা-কে
🄱 অ্যানি বেসান্ত-কে
🄲 সরোজিনী নাইডু-কে
🄳 মাদাম ভিকাজি কামা-কে
Answer. 🄳 মাদাম ভিকাজি কামা-কে
Q21. চালুক্য রাজবংশের (543 সাল) প্রতিষ্ঠাতা হলেন?
🄰 প্রথম নরসিংহ বর্মন
🄱 দ্বিতীয় পুলকেশী
🄲 প্রথম পুলকেশী
🄳 ভাস্কর বর্মন
Answer. 🄲 প্রথম পুলকেশী
Q22. বেঙ্গল গেজেট প্রকাশ করেন?
🄰 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
🄱 জেমস আগাস্টাস হিকি
🄲 সুরেন্দ্রনাথ সেন
🄳 রেভারেন্ড জেমস লঙ
Answer. 🄱 জেমস আগাস্টাস হিকি
Q23. বামাবোধিনীর ‘বামা’ আসলে কারা?
🄰 সমগ্র নারী জাতি
🄱 বালিকারা
🄲 বিধবারা
🄳 নববিবাহিতরা
Answer. 🄰 সমগ্র নারী জাতি
Q24. এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো শুরু হয়?
🄰 পন্ডিচেরী
🄱 বোম্বাই
🄲 কলকাতা
🄳 মাদ্রাজ
Answer. 🄰 পন্ডিচেরী
Q25. ১৮২৮ সালের ২০শে আগস্ট ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?
🄰 দেবেন্দ্রনাথ ঠাকুর
🄱 রামমোহন রায়
🄲 কেশবচন্দ্র সেন
🄳 শিবনাথ শাস্ত্রী
Answer. 🄱 রামমোহন রায়
Q26. ১৮৫৭-এর বিদ্রোহকে ‘নৈরাজ্যবাদী’ বলে অভিহিত করেছেন?
🄰 সুরেন্দ্রনাথ সেন
🄱 রাজনারায়ণ বসু
🄲 রজনীপাম দত্ত
🄳 ভি.ডি সাভারকর
Answer. 🄱 রাজনারায়ণ বসু
Q27. হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়?
🄰 ১৮৬৭ খ্রিস্টাব্দে
🄱 ১৮৬৮ খ্রিস্টাব্দে
🄲 ১৮৬৯ খ্রিস্টাব্দে
🄳 ১৮৭১ খ্রিস্টাব্দে
Answer. 🄰 ১৮৬৭ খ্রিস্টাব্দে
Q28. ভারতসভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
🄰 দিল্লিতে
🄱 মাদ্রাজে
🄲 বোম্বাইয়ে
🄳 কলকাতায়
Answer. 🄳 কলকাতায়
Q29. কোন সন্ধির পর নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত হন?
🄰 অ্যামিয়েন্স
🄱 টিলসিট
🄲 ফঁতেন ব্লু
🄳 ক্যাম্পো ফর্মিও
Answer. 🄲 ফঁতেন ব্লু
Q30. ওয়াটালুর যুদ্ধের পর নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়?
🄰 সাইপ্রাস
🄱 এলবা
🄲 কর্সিকা
🄳 সেন্ট হেলেনা
Answer. 🄳 সেন্ট হেলেনা
Q31. ‘ফুলতার’ কার ছদ্মনাম?
🄰 সরোজিনী নাইডুর
🄱 লক্ষ্মী স্বামীনাথনের
🄲 প্রীতিলতা ওয়াদ্দেদার
🄳 উষা মেহতার
Answer. 🄲 প্রীতিলতা ওয়াদ্দেদার
Q32. 'P. N. Thakur' - কার ছদ্মনাম ছিল?
🄰 রাসবিহারী বসু
🄱 যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
🄲 সাভারকর
🄳 অরবিন্দ ঘোষ
Answer. 🄰 রাসবিহারী বসু
Q33. বাংলার শেষ গভর্নর কে ছিলেন?
🄰 লর্ড ক্লাইভ
🄱 লর্ড কর্নওয়ালিশ
🄲 লর্ড ডালহৌসি
🄳 ওয়ারেন হেস্টিংস
Answer. 🄳 ওয়ারেন হেস্টিংস
Q34. উনিশ শতকে বাংলার নবজাগরণকে ‘এলিটিস্ট আন্দোলন' বলে অভিহিত করেছেন?
🄰 অনিতা শীল
🄱 রবীন্দ্রনাথ ঠাকুর
🄲 বিপিনচন্দ্ৰ
🄳 জওহরলাল নেহরু
Answer. 🄰 অনিতা শীল
Q35. সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত?
🄰 উলঘুলান
🄱 দিকু
🄲 দার-উল-হারব
🄳 হুল
Answer. 🄳 হুল
Q36. 'The Sepoy Mutiny and the Revolt of 1857' গ্রন্থটির লেখক কে?
🄰 ড. রমেশচন্দ্র মজুমদার
🄱 অধ্যাপক রণজিৎ গুহ
🄲 হরিশচন্দ্র মুখোপাধ্যায়
🄳 ড. সুরেন্দ্রনাথ সেন
Answer. 🄰 ড. রমেশচন্দ্র মজুমদার
Q37. মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র প্রকাশ করা হয়?
🄰 মুম্বই থেকে
🄱 কলকাতা থেকে
🄲 এলাহাবাদ থেকে
🄳 মাদ্রাজ থেকে
Answer. 🄲 এলাহাবাদ থেকে
Q38. কবে ফ্রান্সের জাতীয় সভা ‘সংবিধান সভায়’ পরিণত হয়?
🄰 ১৭৮৯ খ্রিস্টাব্দের ৯ জুলাই
🄱 ১৭৯১ খ্রিস্টাব্দের ১ অক্টোবর
🄲 ১৭৯২ খ্রিস্টাব্দের ২৭ জুলাই
🄳 ১৭৯৫ খ্রিস্টাব্দের ২ জুন
Answer. 🄰 ১৭৮৯ খ্রিস্টাব্দের ৯ জুলাই
Q39. কোন ভারতীয় জ্যাকোবিন দলের সদস্য ছিলেন?
🄰 রাজা রামমোহন রায়
🄱 টিপু সুলতান
🄲 জওহরলাল নেহরু
🄳 রোবসপিয়ার
Answer. 🄱 টিপু সুলতান
Q40. লাইসি হল—
🄰 ফরাসি জাতির সম্মান
🄱 রাষ্ট্রীয় মাধ্যমিক বিদ্যালয়
🄲 রাষ্ট্রীয় সামরিক বিদ্যালয়
🄳 ফরাসি জাতীয় চার্চ
Answer. 🄱 রাষ্ট্রীয় মাধ্যমিক বিদ্যালয়
Q41. ইউনিভার্সিটি অব ফ্রান্স কবে গঠিত হয়?
🄰 ১৮০০ খ্রিস্টাব্দে
🄱 ১৮০৬ খ্রিস্টাব্দে
🄲 ১৮০৮ খ্রিস্টাব্দে
🄳 ১৮১২ খ্রিস্টাব্দে
Answer. 🄲 ১৮০৮ খ্রিস্টাব্দে
Q42. হরপ্পা সভ্যতা ছিল—
🄰 ভারতের নবীনতম সভ্যতা
🄱 ভারতের আধুনিক সভ্যতা
🄲 ভারতের প্রাচীনতম সভ্যতা
🄳 কোনোটিই নয়
Answer. 🄲 ভারতের প্রাচীনতম সভ্যতা
Q43. কবে দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন' গঠিত হয়?
🄰 ১৯৭৬ খ্রিস্টাব্দে
🄱 ১৯৮৬ খ্রিস্টাব্দে
🄲 ১৯৯৪ খ্রিস্টাব্দে
🄳 ২০০২ খ্রিস্টাব্দে
Answer. 🄰 ১৯৭৬ খ্রিস্টাব্দে
Q44. নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায়—
🄰 বঙ্গদর্শন পত্রিকায়
🄱 তত্ত্ববোধিনী পত্রিকায়
🄲 সোমপ্রকাশ পত্রিকায়
🄳 সঞ্জীবনী পত্রিকায়
Answer. 🄲 সোমপ্রকাশ পত্রিকায়
Q45. ভাগনাডিহির মাঠে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল?
🄰 ১৮৫৫খ্রি.৩০ জুন
🄱 ১৮৫৭ খ্রি.৩০ জুন
🄲 ১৮৫৮ খ্রি.৩০ জুন
🄳 ১৮৫৯ খ্রি.৩০ জুন
Answer. 🄰 ১৮৫৫খ্রি.৩০ জুন
Q46. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল?
🄰 ১৭৮৮ খ্রিস্টাব্দে
🄱 ১৭৮৯ খ্রিস্টাব্দে
🄲 ১৭৯০ খ্রিস্টাব্দে
🄳 ১৭৯৩ খ্রিস্টাব্দে
Answer. 🄱 ১৭৮৯ খ্রিস্টাব্দে
Q47. ব্রান্সউইক ঘোষণা কবে জারি করা হয়?
🄰 ১৭৮৯ খ্রিস্টাব্দে
🄱 ১৭৯০ খ্রিস্টাব্দে
🄲 ১৭৯১ খ্রিস্টাব্দে
🄳 ১৭৯২ খ্রিস্টাব্দে
Answer. 🄳 ১৭৯২ খ্রিস্টাব্দে
Q48. দ্বিতীয় জাস্টিনিয়ান নামে কে অভিহিত হন?
🄰 মেটারনিখ
🄱 বিসমার্ক
🄲 হিটলার
🄳 নেপোলিয়ন
Answer. 🄳 নেপোলিয়ন
Q49. কোন স্থানে মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়ো' আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন?
🄰 সুতাহাটা
🄱 বরিশাল
🄲 তমলুক
🄳 পুরুলিয়া
Answer. 🄲 তমলুক
Q50. ভারতীয় মুক্তিসংগ্রামের প্রথম মহিলা শহিদ হলেন?
🄰 কল্পনা দত্ত
🄱 প্রীতিলতা ওয়াদ্দেদার
🄲 মাতঙ্গিনি হাজরা
🄳 কোনোটিই নয়
Answer. 🄱 প্রীতিলতা ওয়াদ্দেদার
Q51. কবে ‘আনন্দমঠ’ উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়?
🄰 ১৮৮১ খ্রিস্টাব্দে
🄱 ১৮৮২ খ্রিস্টাব্দে
🄲 ১৮৮৫ খ্রিস্টাব্দে
🄳 ১৮৯২ খ্রিস্টাব্দে
Answer. 🄱 ১৮৮২ খ্রিস্টাব্দে
Q52. ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন ছিল কোন আন্দোলনের প্রকৃত সূচনাকাল?
🄰 অসহযোগ আন্দোলন
🄱 শ্রমিক আন্দোলন
🄲 গান্ধিজির আঞ্চলিক আন্দোলন
🄳 আইন অমান্য আন্দোলন
Answer. 🄰 অসহযোগ আন্দোলন
Q53. আজ পর্যন্ত সিন্ধু সভ্যতার নিদর্শনের কয়টি কেন্দ্র পাওয়া গেছে?
🄰 ১৫০টি
🄱 ২৫০টি
🄲 ২৯০টি
🄳 ৩০০টি
Answer. 🄱 ২৫০টি
Q54. ১৯২৯ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে কে সভাপতিত্ব করেন?
🄰 সুভাষচন্দ্র বসু
🄱 মতিলাল নেহরু
🄲 জওহরলাল নেহরু
🄳 চিত্তরঞ্জন দাশ
Answer. 🄲 জওহরলাল নেহরু
Q55. কে নেপোলিয়নের আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল বলেছেন?
🄰 ডেভিড টমসন
🄱 ফেভর
🄲 কুয়েসনিৎ
🄳 উপরের কেউনন
Answer. 🄱 ফেভর
Q56. সূর্যরাজা কাকে বলা হত?
🄰 চতুৰ্দশ লুইকে
🄱 পঞ্চদশ লুইকে
🄲 ষোড়শ লুইকে
🄳 ত্রয়োদশ লুইকে
Answer. 🄰 চতুৰ্দশ লুইকে
Q57. ‘চৈতন্য চরিতামৃত' গ্রন্থটি রচনা করেন?
🄰 মালাধর বসু
🄱 মুকুন্দরাম
🄲 কৃত্তিবাস ওঝা
🄳 কৃষ্ণদাস কবিরাজ
Answer. 🄳 কৃষ্ণদাস কবিরাজ
Q58. জাহাঙ্গিরের দরবারে অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন?
🄰 মহম্মদ নাদির
🄱 মনসুর
🄲 দিলীপ সিংহ
🄳 সৈয়দ আলি
Answer. 🄱 মনসুর
Q59. কাকে ‘ঐশ্বর্যের ইন্দ্রপুরী’ বলা হত?
🄰 বাস্তিল দুর্গকে
🄱 প্যারিসের স্টেটস জেনারেলের সভাকে
🄲 ভার্সাইয়ের রাজপ্রাসাদকে
🄳 টুইলারিস প্রাসাদকে
Answer. 🄲 ভার্সাইয়ের রাজপ্রাসাদকে
Q60. ক্যাপিটেশন কি ধরনের কর?
🄰 ধর্মীয় কর
🄱 লবণ কর
🄲 উৎপাদন কর
🄳 সম্পত্তি কর ধর্মীয় কর
Answer. 🄲 উৎপাদন কর
Q61. ফ্রান্সে ‘টাইদ’ করটি কারা আদায় করত?
🄰 অভিজাতরা
🄱 রাজারা
🄲 বুর্জোয়ারা
🄳 যাজকরা
Answer. 🄳 যাজকরা
Q62. ঋক বৈদিক যুগে লাঙলকে কী বলা হয়?
🄰 শীর
🄱 নিতি
🄲 ইলা
🄳 দিশানা
Answer. 🄰 শীর
Q63. কোন গুহায় রামায়নের বিষয়গুলি খোদাই করা অবস্থায় পাওয়া যায়?
🄰 তামিলনাড়ুর সিওনবসল
🄱 আসামের রাজমহল
🄲 কর্ণাটকের বাদামী
🄳 অন্ধ্রপ্রদেশের উন্ডবল্লী
Answer. 🄳 অন্ধ্রপ্রদেশের উন্ডবল্লী
Q64. হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রে ধ্বংসস্তুপের মধ্যে থেকে নৃতত্ত্ববিদরা নরগোষ্টীকে কয়ভাগে চিহ্নিত করেছেন?
🄰 তিন ভাগে
🄱 পাঁচ ভাগে
🄲 আট ভাগে
🄳 দশ ভাগে
Answer. 🄰 তিন ভাগে
Q65. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
🄰 ১৭১৭ খ্রি. ২০ জানুয়ারি
🄱 ১৮১৭ খ্রি. ২০ জানুয়ারি
🄲 ১৭১৭ খ্রি. ২০ জুন
🄳 ১৮১৭ খ্রি. ২০ জুন
Answer. 🄱 ১৮১৭ খ্রি. ২০ জানুয়ারি
Q66. মেকলের মিনিট কবে পেশ করা হয়?
🄰 ১৮১৩ খ্রিস্টাব্দে
🄱 ১৮২৩ খ্রিস্টাব্দে
🄲 ১৮২৮ খ্রিস্টাব্দে
🄳 ১৮৩৫ খ্রিস্টাব্দে
Answer. 🄳 ১৮৩৫ খ্রিস্টাব্দে
Q67. কে ১৮৬২ খ্রিস্টাব্দের কেশবচন্দ্র সেনকে 'ব্রহ্মানন্দ' উপাধি দেন?
🄰 শিবনাথ শাস্ত্রী
🄱 রামমোহন রায়
🄲 রামচন্দ্র বিদ্যাবাগীশ
🄳 দেবেন্দ্রনাথ ঠাকুর
Answer. 🄳 দেবেন্দ্রনাথ ঠাকুর
Q68. নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি পরবর্তী বৈদিক যুগের লেখকদের কাছে অপবিত্র এবং বৈদিক সংস্কৃতির প্রাণকেন্দ্র থেকে দূরবর্তী বলে বিবেচিত হয়েছিল?
🄰 অঙ্গ (পূর্ব বিহার)
🄱 মগধ (দক্ষিণ বিহার)
🄲 বঙ্গ (গাঙ্গেয় দ্বীপ)
🄳 উপরের সবগুলি
Answer. 🄲 বঙ্গ (গাঙ্গেয় দ্বীপ)
Q69. নিচের কোন প্রাচীনতম পুঁথিটিকে কাগজে অনুলিপি করা হয়েছে কখন এবং কোথায়?
🄰 শতপথ ব্রাহ্মণ ১০৮৯, কাশ্মীর
🄱 চাচনামা একাদশ শতাব্দী, সিন্ধ
🄲 কলহনের রাজতরঙ্গিনী ১১৪৯, কাশ্মীর
🄳 নারায়ণের হিতপদেশ ১১-১২ শতাব্দী, বাংলা
Answer. 🄰 শতপথ ব্রাহ্মণ ১০৮৯, কাশ্মীর
Q70. ‘পতঞ্জলী’ নিম্নের কোনটির একটি সংকলন গ্রন্থ হিসেবে পরিচিত?
🄰 যোগসূত্র
🄱 পঞ্চতন্ত্র
🄲 ব্ৰষ্মসুত্র
🄳 আয়ুর্বেদ
Answer. 🄰 যোগসূত্র
Q71. কলকাতা মাদ্রাসা (১৭৮১ খ্রি.) প্রতিষ্ঠা করেন?
🄰 লর্ড ক্লাইভ
🄱 লর্ড ওয়েলেসলি
🄲 লর্ড ওয়ারেন হেস্টিংস
🄳 লর্ড কর্নওয়ালিশ
Answer. 🄲 লর্ড ওয়ারেন হেস্টিংস
Q72. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
🄰 ১৭৭৪ খ্রিস্টাব্দে
🄱 ১৭৮৪ খ্রিস্টাব্দে
🄲 ১৭৯২ খ্রিস্টাব্দে
🄳 ১৮৭৪ খ্রিস্টাব্দে
Answer. 🄳 ১৮৭৪ খ্রিস্টাব্দে
Q73. সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়?
🄰 ১৭১৩ খ্রিস্টাব্দে
🄱 ১৮১৩ খ্রিস্টাব্দে
🄲 ১৮২৩ খ্রিস্টাব্দে
🄳 ১৯১৩ খ্রিস্টাব্দে
Answer. 🄲 ১৮২৩ খ্রিস্টাব্দে
Q74. ‘কেনারাম’ ও ‘বেচারাম’ নামে বাটখারা কারা ব্যবহার করত?
🄰 জমিদাররা
🄱 মহাজনরা
🄲 ইংরেজরা
🄳 ব্যবসায়ীরা
Answer. 🄳 ব্যবসায়ীরা
Q75. কার উদ্যোগে নীল কমিশন গঠিত হয়?
🄰 রিপন
🄱 লিটন
🄲 ডাফ
🄳 কে পি গ্রান্ট
Answer. 🄳 কে পি গ্রান্ট
Q76. প্রথম কোথায় পাবনা বিদ্রোহ শুরু হয়?
🄰 ইউসুফশাহি পরগনায়
🄱 সাঁওতাল পরগনায়
🄲 ২৪ পরগনায়
🄳 ইদ্রাকপুর পরগনায়
Answer. 🄰 ইউসুফশাহি পরগনায়
Q77. ‘বাংলার ওয়াট-টাইলার’ নামে পরিচিত ছিলেন?
🄰 বিষ্ণুচরণ বিশ্বাস
🄱 বিশ্বনাথ সর্দার
🄲 রামরতন মল্লিক
🄳 রফিক মণ্ডল
Answer. 🄰 বিষ্ণুচরণ বিশ্বাস
Q78. কত সালে ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয়?
🄰 ১৭৮৯ খ্রিস্টাব্দে
🄱 ১৭৯১ খ্রিস্টাব্দে
🄲 ১৭৯৩ খ্রিস্টাব্দে
🄳 ১৭৯৫ খ্রিস্টাব্দে
Answer. 🄱 ১৭৯১ খ্রিস্টাব্দে
79. কোন বিপ্লবে সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে—
🄰 ফরাসি বিপ্লবে
🄱 ইটালির বিপ্লবে
🄲 রুশ বিপ্লবে
🄳 জুলাই বিপ্লবে
Answer. 🄰 ফরাসি বিপ্লবে
80. বোঘাজকোই লিপিটি এশিয়া মাইনরে খুঁজে পাওয়া যায়। এই লিপিতে নিম্নের কোন কোন দেবতার উল্লেখ রয়েছে?
🄰 ইন্দ্র, বরুণ, মিত্র এবং অগ্নি
🄱 ইন্দ্র, বরুণ, অগ্নি এবং সূর্য
🄲 ইন্দ্র, মিত্র, বরুণ এবং নাস্তায়স
🄳 ইন্দ্র, বরুণ, অগ্নি এবং নাস্তায়স
Answer. 🄲 ইন্দ্র, মিত্র, বরুণ এবং নাস্তায়স
Q81. কোন মিনিটের মাধ্যমে প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে?
🄰 মেকলের মিনিট
🄱 অকল্যান্ডের মিনিট
🄲 বেন্টিঙ্কের মিনিট
🄳 জনপোরের মিনিট
Answer. 🄰 মেকলের মিনিট
Q82. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
🄰 ড. জে গ্রান্ট
🄱 ড. এম জে ব্রাম্লি
🄲 ড. এন ওয়ালিশ
🄳 ড. এইচ এইচ গুডিভ
Answer. 🄱 ড. এম জে ব্রাম্লি
Q83. কত খ্রিস্টাব্দে ইঙ্গ ফ্রান্স চুক্তি স্বাক্ষরিত হয়?
🄰 ১৯০৬ খ্রিস্টাব্দে
🄱 ১৯১৬ খ্রিস্টাব্দে
🄲 ১৯০৪ খ্রিস্টাব্দে
🄳 ১৯১৮ খ্রিস্টাব্দে
Answer. 🄲 ১৯০৪ খ্রিস্টাব্দে
Q84. ল্যাভরিলো প্রিন্সেপ কাকে গুলি করেছিল?
🄰 আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তাঁর পত্নী কে
🄱 ইম্যানুয়েল জাইস ও তাঁর পত্নী কে
🄲 ফ্রিৎস ফিশার ও তাঁর পত্নী কে
🄳 কোনটিই নয়
Answer. 🄰 আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তাঁর পত্নী কে
Q85. প্রথম বিধবাবিবাহ অনুষ্ঠিত হয়—
🄰 ১৮৫৬ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর
🄱 ১৮৫৬ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর
🄲 ১৮৫৭ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর
🄳 ১৮৫৭ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর
Answer. 🄱 ১৮৫৬ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর
Q86. কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন?
🄰 লর্ড ডালহৌসি
🄱 লর্ড রিপন
🄲 লর্ড কার্জন
🄳 লর্ড মাউন্টব্যাটন
Answer. 🄱 লর্ড রিপন
Q87. নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেন?
🄰 ৭০টি
🄱 ৮৩টি
🄲 ১৮২টি
🄳 ৩০০টি
Answer. 🄱 ৮৩টি
Q88. নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটিতে সর্বপ্রথম সমাজের চারটি স্তরে বিভাজনের উল্লেখ পাওয়া যায়?
🄰 ঋকবেদ সংহিতার পুরুষ সূক্তায়
🄱 যজু বেদ সংহিতা
🄲 কথোপনিষদ
🄳 মনু স্মৃতি
Answer. 🄰 ঋকবেদ সংহিতার পুরুষ সূক্তায়
Q89. ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কি?
🄰 সেন্ট ডেভিড দুর্গ
🄱 সেন্ট অ্যান্ড্রুজ দুর্গ
🄲 ফোর্ট ভিক্টোরিয়া
🄳 ফোর্ট উইলিয়াম
Answer. 🄳 ফোর্ট উইলিয়াম
Q90. চিস্তি সম্প্রদায়ের সবচেয়ে উল্লেখযোগ্য সাধক হলেন?
🄰 শেখ শিহাবউদ্দিন
🄱 নিজামউদ্দিন আউলিয়া
🄲 খাজা আবদাল চিস্তি
🄳 খাজা মঈনুদ্দীন চিশতী
Answer. 🄳 খাজা মঈনুদ্দীন চিশতী
Q91. পিট্স ইন্ডিয়া অ্যাক্ট কবে রচিত হয়?
🄰 1773 সালে
🄱 1792 সালে
🄲 1782 সালে
🄳 1784 সালে
Answer. 🄳 1784 সালে
Q92. কোমাগাতামারু ঘটনা কবে সংঘটিত হয়?
🄰 1914 সালে ৪ এপ্রিল
🄱 1919 সালে ৪ এপ্রিল
🄲 1942 সালে ৪ এপ্রিল
🄳 1947 সালে ৪ এপ্রিল
Answer. 🄰 1914 সালে ৪ এপ্রিল
Q93. 1919 খ্রি. 13 এপ্রিল জনসাধারণ জালিয়ানওয়ালাবাগে সমাবেত হয়েছিল কেন?
🄰 রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে
🄱 স্বরাজের দাবি জানাতে
🄲 ড. সৈফুদ্দিন কিচলু ও ড. সত্যপালের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে
🄳 উপরের সবগুলিই ঠিক
Answer. 🄲 ড. সৈফুদ্দিন কিচলু ও ড. সত্যপালের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে
Q94. নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিল—
🄰 সমাচার দর্পণ
🄱 এথেনিয়াম
🄲 সোমপ্রকাশ
🄳 বামাবোধিনী
Answer. 🄱 এথেনিয়াম
Q95. মহারানির ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের ‘রাজপ্রতিনিধি হিসেবে প্রথম কে নিযুক্ত হন?
🄰 লর্ড ক্যানিং
🄱 লর্ড ডালহৌসি
🄲 লর্ড বেন্টিঙ্ক
🄳 লর্ড মাউন্টব্যাটন
Answer. 🄰 লর্ড ক্যানিং
Q96. নিম্নের কোন আর্য সমাজে মানুষ জীবনের পর্যায়গুলি ক্রমানুসারে সঠিক?
🄰 ব্রহ্মচর্য—গার্হস্থ—বানপ্রস্থ—সন্ন্যাস
🄱 গার্হস্থ—ব্রহ্মচর্য—বানপ্রস্থ—সন্ন্যাস
🄲 ব্ৰষ্মচর্য—বানপ্রস্থ—সন্ন্যাস—গার্হস্থ
🄳 গার্হস্থ্য—সন্ন্যাস—বানপ্রস্থ—ব্রহ্মচর্য
Answer. 🄰 ব্রহ্মচর্য—গার্হস্থ—বানপ্রস্থ—সন্ন্যাস
Q97. করভি কি ধরনের কর?
🄰 বেগার শ্রম
🄱 শ্রমের বিনিময়ে অর্থ
🄲 সম্পত্তি কর
🄳 ধর্মীয় কর
Answer. 🄰 বেগার শ্রম
Q98. বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার' বলেছেন?
🄰 অ্যাডাম স্মিথ
🄱 লেফেভর
🄲 ভলতেয়ার
🄳 রুশো
Answer. 🄲 ভলতেয়ার
Q99. কবে হিরোশিমা ও নাগাসাকি শহর ধ্বংস হয়েছিল?
🄰 ১৯৪৪ সালের ১৫ ফেব্রুয়ারি
🄱 ১৯৪৫ সালের ৬ আগস্ট
🄲 ১৯৪৭ সালের ৫ জুন
🄳 ১৯৪৯ সালের ১৫ আগস্ট
Answer. 🄱 ১৯৪৫ সালের ৬ আগস্ট
Q100. ‘সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম’ একথা বলেছেন?
🄰 রমেশচন্দ্র মজুমদার
🄱 নরহরি কবিরাজ
🄲 ভিনসেন্ট স্মিথ
🄳 সুপ্রকাশ রায়
Answer. 🄱 নরহরি কবিরাজ