bangla general knowledge | daily current affairs in bengali | Series-01

 
bengali gk,general knowledge questions and answers

Bangla General Knowledge | Daily Current Affairs in Bengali | Series-01

Q1. ভেজিটেবল প্রোডাকশন সিস্টেম' (ভেজি) কোন মহাকাশ সংস্থার সঙ্গে যুক্ত?
Answer  ➛  নাসা এটি হল 'আন্তর্জাতিক মহাকাশ স্টেশন'এ উদ্ভিদ বৃদ্ধির ইউনিট।
Q2. কোন মহাকাশ সংস্থা 'ফিউচার সার্কুলার কোলাইডার প্রকল্প এর সঙ্গে যুক্ত?
Answer  ➛  ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ।
Q3. ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলের অণুর সম্ভাব্য শক্তিকে বলা হয়?
Answer  ➛  পৃষ্ঠ শক্তি।
Q4. নিকেলের প্রধান আকরিক হল?
Answer  ➛  পেন্টল্যান্ডাইট।
Q5. রেফ্রিজারেটরের তরল শীতকরূপে ব্যবহৃত পদার্থটি হল?
Answer  ➛  অ্যামোনিয়া।
Q6. কোন মৌলটিকে 'কুইক সিলভার' বলা হয়?
Answer  ➛  পারদ।
Q7. কাকে ‘বিস্তৃত মহাবিশ্ব’আবিষ্কারে জন্য কৃতিত্ব দেওয়া হয়?
Answer  ➛  মার্কিনি জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল। তিনিই প্রথম প্রমাণ করেছিলেন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে।
Q8. 'সলবাই সন্ধি' কোন যুদ্ধের সঙ্গে জড়িত?
Answer  ➛  প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ।
Q9. ১৮৬৭ সালে নবগোপাল মিত্র কোন জায়গায় হিন্দু মেলা শুরু করে ছিলেন?
Answer  ➛  কলকাতা।
Q10. ১৯৪৬ সালে গঠিত অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন?
Answer  ➛  পণ্ডিত জওহরলাল নেহরু।
Q11. ১৯৪২ সালে কার মাধ্যমে 'ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি' প্রতিষ্ঠিত হয়েছিল?
Answer  ➛  ক্যাপ্টেন মোহন সিং।
Q12. প্রথম তামিল সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 
Answer  ➛  মাদুরাই।
Q13. কোন গুপ্ত সম্রাট একজন বিশেষজ্ঞ বীণা বাদক ছিলেন?
Answer  ➛  সমুদ্রগুপ্ত।
Q14. 'পঞ্চসিদ্ধান্তিকা' ব‍ইটি কে লিখেছেন?
Answer  ➛  বরাহমিহির।
Q15. কোন মুঘল রাজা 'ইলাহি' মুদ্রা জারি করেছিলেন?
Answer  ➛  আকবর।
Q16. কোন পণ্ডিত গজনীর মাহমুদের ভারত আক্রমণের সময় তার সঙ্গে ছিলেন?
Answer  ➛  আল বিরুনী ।
Q17. ভারতের কোন সংস্থা টোপোগ্রাফিক মানচিত্র প্রস্তুত করে?
Answer  ➛  সার্ভে অফ ইন্ডিয়া।
Q18. 'তিন বিঘা করিডর' কোন দুই দেশের সীমান্তে অবস্থিত?
Answer  ➛  ভারত ও বাংলাদেশ।
Q19. বিখ্যাত ঐতিহাসিক বিন্দু 'আলিয়ারাস সরাই" কোন গিরিপথে অবস্থিত?
Answer  ➛  পীর পাঞ্জাল।
Q20. কোলেরু হ্রদ কোন কোন নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত?
Answer  ➛  কৃষ্ণা এবং গোদাবরী।
Q21. কোন খনিজ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ভারত?
Answer  ➛  শীট মাইকা।
Q22. ভারতের কোন রাজ্যে বায়োগ্যাসের সম্ভাবনা সবথেকে বেশি?
Answer  ➛  উত্তর প্রদেশ।
Q23. রেল পরিবহণ নেটওয়ার্ক আকারের দিক থেকে ভারতের স্থান কত?
Answer  ➛  চতুর্থ (ভারতীয় রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় ১,২৩,০০০ কিলোমিটার)।
Q24. ‘কেন্দ্রীয় আলু গবেষণা ইনষ্টিটিউট' কোথায় অবস্থিত?
Answer  ➛  হিমাচল প্রদেশের সিমলা।
Q25. ভারতে মোট ক'টি রাজ্য আছে?
Answer  ➛  ২৮টি (৮টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে)।
Q26.  প্রথম খ্রিস্টান অর্থোডক্স সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে, সমকামী বিয়েকে বৈধতা দিল কারা?
Answer  ➛ গ্রিস দেশ।
Q27. উত্তর-পূর্ব ভারতের প্রথম রাজ্য তথা দেশের দশম রাজ্য হিসাবে, ১০০% বাড়িতে ট্যাপ কলের জলের সংযোগ দিয়ে নজির গড়ল কারা?
Answer  ➛  অরুণাচল প্রদেশ।
Q28. জনপ্রিয় অনলাইন ট্র্যাভেল এজেন্সি 'Booking.com এর বিচারে, এবছর ভারতের সবথেকে স্বাগত অঞ্চলের শিরোপা পেয়েছে কোন রাজ্য?
Answer  ➛  হিমাচল প্রদেশ ।
Q29. ১২ তম ‘আন্তর্জাতিক পুতুল উৎসব' কোথায় হয়েছে?
Answer  ➛  চণ্ডীগড়।
Q30. কোন দেশ পরিযায়ী শ্রমিকদের ওপর ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল?
Answer  ➛  তাইওয়ান।
Q31. সম্প্রতি প্রয়াত কবিতা চৌধুরি (৬৭ বছর) কে ছিলেন?
Answer  ➛  অভিনেত্রী।
Q32. ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার 'নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার'-এ ভূষিত হলেন কে?
Answer  ➛  শশী থারুর।
Q33 'দাদাসাহেব ফালকে পুরস্কার'এর পুরস্কারমূল্য ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে কত করা হয়েছে?
Answer  ➛  ১৫ লাখ।
Q34. বন-বহির্ভূত এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমে সম্প্রদায়ের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য, 'বন মিত্র' প্রকল্প চালু করল কোন রাজ্য?
Answer  ➛  হরিয়ানা।
Q35.  ‘বোয়িং ডিফেন্স ইন্ডিয়া' ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
Answer  ➛  নিখিল যোশী।
Q36. ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন কে?
Answer  ➛  প্রবোও সুবিয়াতো।
Q37. ভারতে প্রথম 'হেলিকপ্টার জরুরি চিকিৎসা পরিষেবা কোথায় চালু হতে চলেছে?
Answer  ➛  উত্তরাখণ্ড।
Q38. নির্বাচনী বন্ড কে অসাংবিধানিক' হিসাবে ঘোষণা করল কোন দেশের সুপ্রিম কোর্ট?
Answer  ➛  ভারত।
Q39. ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটেরিং- অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
Answer  ➛  সঞ্জয় কুমার জৈন।
Q40. দক্ষিণ রেলওয়ের প্রথম রূপান্তরকামী মহিলা ট্র্যাভেলিং টিকিট পরীক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন কে?
Answer  ➛  সিন্ধু গণপতি।
Q41. অসমের রাজ্য ফল কোনটি?
Answer  ➛  কাজি নেমু (একধরনের লেবু)।
Q42. এবছর দুবাইয়ে, ‘'ওয়ার্ল্ড' গভর্নমেন্ট সামিট'-এ নবম 'গভ টেক পুরস্কার' পেল কোন দেশ?
Answer  ➛  ভারত।
Q43. 'প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজ্ঞলি যোজনা' চালু করলেন কে?
Answer  ➛  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Q44. ১১৯ তম দেশ হিসাবে, ‘আন্তর্জাতিক সৌর জোট'এ যোগ দিল কারা?
Answer  ➛  মাল্টা।
Q45. উত্তর ভারতের প্রথম পিজ্জা এটিএম কোথায় চালু হল?
Answer  ➛  চণ্ডীগড়।

Tags : general knowledge bengali question,west bengal general knowledge,daily current affairs in bengali,general knowledge questions and answers 2023 in bengali,general knowledge bangla,general knowledge 2022,general knowledge quiz,knowledge account gk,general knowledge bengali,bengali current affairs,bengali quiz,general knowledge bengali version,


Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন