PSC Assistant Master/Mistress History
Q1. মিশরে ঘোড়া ও যুদ্ধরথ প্রবর্তন করেছিলেন?
Ⓐ ফ্যারাও রাজগণ
Ⓑ হামুরাবি
Ⓒ আক্কাদ জাতি
Ⓓ হিকসস্ জাতি
Answer : Ⓓ হিকসস্ জাতি
Q2. আমেন হোটপের অন্যতম লক্ষ্য ছিল?
Ⓐ উপাসনা পদ্ধতি তুলে দেওয়া
Ⓑ মিশরকে স্বাধীন করা
Ⓒ পুরোহিতদের দমন করা
Ⓓ হিকসস্ দের পরাজিত করা
Answer : Ⓒ পুরোহিতদের দমন করা
Q3. যে গ্রীকবীর পারস্যদেশ জয় করেন তিনি হলেন?
Ⓐ আলেকজান্ডার
Ⓑ সাইরাস
Ⓒ মুরাবি
Ⓓ ফ্যারাও
Answer : Ⓐ আলেকজান্ডার
Q4. ঈজিয়ান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
Ⓐ ম্যাসিডনে
Ⓑ ক্রীটে
Ⓒ এথেন্সে
Ⓓ স্পার্টায়
Answer : Ⓑ ক্রীটে
Q5. ‘ওডিসি' মহাকাব্যের প্রধান বিষয়বস্তু ছিল—
Ⓐ স্পার্টার কঠিন জীবন-যাপনের কাহিনি
Ⓑ এথেন্সের উন্নতির কাহিনি
Ⓒ ওডিসিয়াসের দেশভ্রমণের কাহিনি
Ⓓ আলেকজাণ্ডারের দ্বিগ্বিজয়ের কাহিনি
Answer : Ⓒ ওডিসিয়াসের দেশভ্রমণের কাহিনি
Q6. আলেকজাণ্ডারের বশ্যতা যিনি মেনে নেননি তিনি হলেন?
Ⓐ পুরু
Ⓑ প্লুটো
Ⓒ সক্রেটিস
Ⓓ দ্বিতীয় ফিলিপ
Answer : Ⓐ পুরু
Q7. রোম শহরের নামকরণ হয়েছিল?
Ⓐ রোমুলাসের নাম অনুসারে
Ⓑ পেরিক্লিসের নাম অনুসারে
Ⓒ আলেকজান্ডারের নাম অনুসারে
Ⓓ পুরুর নাম অনুসারে
Answer : Ⓐ রোমুলাসের নাম অনুসারে
Q8. রোমে রাজাকে নির্বাচন করত—
Ⓐ সৈন্যদল
Ⓑ পরিবার
Ⓒ পাদরী শ্রেণী
Ⓓ সিনেট
Answer : Ⓓ সিনেট
Q9. কার্থেজ নগরীর পত্তন করেছিল?
Ⓐ গ্রীকরা
Ⓑ ব্যবিলনবাসীরা
Ⓒ ট্রয়বাসীরা
Ⓓ ফিনিসীয়রা
Answer : Ⓓ ফিনিসীয়রা
Q10. ক্রীতদাসদের বিদ্রোহের অন্যতম কারণ হল?
Ⓐ নিষ্ঠুর দাসত্ব থেকে মুক্তি
Ⓑ রোমের শাসনভার দখল করা
Ⓒ জমির অধিকার না পাওয়া
Ⓓ অধিক করের বোঝা
Answer : Ⓐ নিষ্ঠুর দাসত্ব থেকে মুক্তি
Q11. চীনে সামন্তপ্রথা প্রবর্তন করেন?
Ⓐ জুলিয়াস সীজার
Ⓑ টি-আঙ
Ⓒ শাও বংশ
Ⓓ উপরের কোনোটিই নয়
Answer : Ⓑ টি-আঙ
Q12. চীনের বিখ্যাত পণ্ডিত কে ছিলেন?
Ⓐ অগাস্টাস
Ⓑ হোমার
Ⓒ কনফুসিয়াস
Ⓓ সক্রেটিস
Answer : Ⓒ কনফুসিয়াস
One Line Short MCQ
Q13. প্রাচীন গ্রীসের ইতিহাস কীসের উপর ভিত্তি করে রচিত হত?
➛ খ্রিস্টপূর্ব অষ্টম শতকের আগে প্রাচীন যুগের গাথা ও কাহিনীকে ভিত্তি করে
গ্রীসের ইতিহাস রচিত হত।
Q14. গ্রীসের রাজাকে শাসনকাজে কারা সাহায্য করত?
➛ গ্রীসের রাজ্য শাসনে রাজাকে পরামর্শ দেবার জন্য বাউলী ও এগোরো নামে দুটি সমিতি
ছিল। তারাই শাসনকাজে সাহায্য করত।
Q15. গ্রীক সমাজে জনসাধারণ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল?
➛ গ্রীক সমাজে চারটি শ্রেণী ছিল। তারা হল অভিজাত, সাধারণ, নাগরিক, থেটিস ও
ক্রীতদাস।
Q16. কখন রোমের প্রতিষ্ঠা হয়?
➛ আনুমানিক খ্রিস্টপূর্ব ৭৫৩ অব্দে রোমের প্রতিষ্ঠা হয়।
Q17. রোম সমাজের ভিত্তি কী ছিল?
➛ রোম সমাজের ভিত্তি ছিল পরিবার।
Q18. শাং যুগের লোকেরা কোন ধাতুর জিনিস ব্যবহার করত?
➛ ব্রোঞ্জ ধাতুর জিনিস ব্যবহার করত।
Q19. চীনের প্রাচীর কে নির্মাণ করেন?
➛ চীনের প্রাচীর নির্মাণ করেন চৌ-বংশের শ্রেষ্ঠ রাজা শি-হুয়াং-তি।
Q20. চীনের প্রাচীর পৃথিবীতে বিখ্যাত কেন?
➛ চৌ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন শি-হুয়াং-তি। তাঁর বিশ্ববিখ্যাত কীর্তি হল ‘চীনের
মহাপ্রাচীর’। বিদেশী হূণদের আক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে তিনি এই প্রাচীর তৈরি করান।
প্রায় দেড় হাজার মাইল দীর্ঘ, ২৪ ফুট উচ্চতাবিশিষ্ট এই বিশাল প্রাচীরটি বিশ্বের
সপ্তম আশ্চর্যের অন্যতম। এর উপর দিয়ে ছ'জন অশ্বারোহী পাশাপাশি চলতে পারত। আজও এই
প্রাচীর রয়েছে এবং যা চীনের অন্যতম প্রধান দর্শনীয় জিনিস।
Q21. শাং যুগে চীনের জীবনযাত্রা কী রকম ছিল?
➛ শাং যুগে ছিল সামন্ত প্রথা। সামন্তরা নিজের নিজের অঞ্চল শাসন করত। এদের
জীবনযাত্রা কীরকম ছিল তা জানা যায় সেই সময়কার প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে। তাদের
রাজধানী ছিল বর্তমান চীনের হুনান প্রদেশে। ধাতু হিসাবে তারা ব্রোঞ্জ ব্যবহার করত।
বাঁশের ওপর রচনা করা হত গ্রন্থ, কচ্ছপের খোলায় আঁকত নানা ধরনের ছবি। জলসেচের
ব্যবস্থা ছিল ভালো। সমাজে গরিব ও বড়োলোক এই দুই শ্রেণী ছিল। তারা প্রাকৃতিক
শক্তির উপাসনা করত।
Q22. ইহুদিরা কেন মিশরে গিয়েছিল ?
➛ প্রাচীনকালে ইহুদিদের অনেকটা যাযাবরের মতো জীবন কাটাতে হত। মেষ-পালন ছিল তাদের
প্রধান জীবিকা। ঐ অঞ্চলে জলাভাব ও খাদ্যাভাবের জন্য প্রায়ই দুর্ভিক্ষ হত। তাই
ইহুদিদের একটা বড়ো অংশ দুঃখকষ্টের হাত থেকে বাঁচতে মিশরে চলে যায়। এই যাত্রায়
তাদের নেতা ছিল আব্রাহাম।
Q23. পিউনিক যুদ্ধ কোন কোন রাষ্ট্রের মধ্যে ঘটেছিল?
➛ পিউনিক যুদ্ধ ঘটেছিল রোম ও কার্থেজের মধ্যে।
Q24. প্রাচীনকালে রোম সাম্রাজ্যের ইতিহাস কীরূপ ছিল ?
➛ সাম্রাজ্য বিস্তারের দিক দিয়ে ইউরোপের ইতিহাসে রোমের ভূমিকা ছিল সবচেয়ে
গুরুত্বপূর্ণ। রোমই প্রথম বহুধা বিভক্ত রাষ্ট্রগুলোকে একই শাসনে ঐক্যবদ্ধ করে এক
অখণ্ড সাম্রাজ্য গড়ে তোলে। অতি প্রাচীনকালের যেসব নিদর্শন পাওয়া গেছে তার থেকে
এটা প্রমাণিত হয় যে ইতালিতে আদি ও নব্য প্রস্তর যুগে মানুষ বসবাস করত। সেখানে
ছিল অনেক জাতির বাস। তারা চাষবাস করত, পশুপালনও করত। কালক্রমে রোম সকলের উপর
আধিপত্য বিস্তার করে। রোমে ছিল রাজতন্ত্র রাজারাই দেশ শাসন করত। সাতজন রাজা পর পর
রাজত্ব করেছিলেন। শেষ রাজা ছিলেন তারকুইন। তিনি ছিলেন খুবই অত্যাচারী। তাঁর
শাসনের বিরুদ্ধে রোমে সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয়। পরিণামে রাজতন্ত্রের উচ্ছেদ
ঘটে। প্রাচীন রোমের সমাজ ছিল পরিবারভিত্তিক। সমাজে ছিল দুটি শ্রেণী। তা হলো
প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান। প্যাট্রিসিয়ানরাই ছিল অভিজাত। তারা সবরকম
সুযোগ-সুবিধা ভোগ করত প্লেবিয়ানদের ওপর অত্যাচারও চলত। রাজাকে নির্বাচন করত
সিনেট।
More Updated MCQ Subscribe