SLST HISTORY (IX-X & XI-XII) 500 MCQ PRACTICE SET | SSC SLST HISTORY MCQ WITH ANSWERS

SLST HISTORY (IX-X & XI-XII) 500 MCQ PRACTICE SET | SSC SLST HISTORY MCQ WITH ANSWERS

1. "পুরোহিতরা হরপ্পায় একটি শাসকশ্রেণি গড়ে তুলেছিল"—অভিমতটি কার?
Ⓐ এ. এল ব্যাসাম
Ⓑ মার্টিমার হুইলার
Ⓒ ভিনসেন্ট স্মিথ
Ⓓ রামশরণ শর্মা

2. পরবর্তী বৈদিক যুগের কর আদায়কারী কর্মচারীরা কী নামে পরিচিত ছিল?
Ⓐ ভাগদুখ
Ⓑ ক্ষত্রী
Ⓒ শতক্ষপ
Ⓓ অবক্ষপ

3. ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
Ⓐ তৃতীয় নেপোলিয়ন
Ⓑ লুই নেপোলিয়ন
Ⓒ দশম চার্লস
Ⓓ লুই ফিলিপ

4. ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন—
Ⓐ লা-মার্টিন
Ⓑ লুই নেপোলিয়ন
Ⓒ থিয়ার্স
Ⓓ মার্টিন

5. সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয়?
Ⓐ কালিবঙ্গান
Ⓑ লোথাল
Ⓒ হরপ্পা
Ⓓ মহেন-জো-দারো

Explain : হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত শহরগুলির অন্যতম। ১৯২০-এর দশকে তদনীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে এই শহরটি আবিষ্কৃত হয়। ১৯২১-২২ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। স্যার জন মার্শালের তত্ত্বাবধানে প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। হরপ্পা বর্তমান পাকিস্তান রাষ্ট্রের পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলায় অবস্থিত।

6. কে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন?
Ⓐ বিনায়ক দামোদর সাভারকার
Ⓑ সুরেন্দ্রনাথ সেন
Ⓒ শশীভূষণ চৌধুরী
Ⓓ রমেশচন্দ্র মজুমদার

7. ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
Ⓐ ১৯৪৬ খ্রিস্টাব্দে
Ⓑ ১৮৪৭ খ্রিস্টাব্দে
Ⓒ ১৮৪৮ খ্রিস্টাব্দে
Ⓓ ১৮৫২ খ্রিস্টাব্দে

8. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন—
Ⓐ সুনীতি চৌধুরী
Ⓑ প্রীতিলতা ওয়াদ্দেদার
Ⓒ বীনা দাস
Ⓓ কল্পনা দত্ত

Explain : বীণা দাস ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবের নেত্রী ছিলেন এবং ১৯৩২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এর সমাবর্তনে বাংলার ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর পিস্তল দিয়ে গুলি চালান।

9. কাইজার দ্বিতীয় উইলিয়ামের ‘ওয়েল্ট পলিটিক’নীতির লক্ষ্য ছিল—
Ⓐ জার্মানিক শীর্ষস্থানে স্থাপন করা
Ⓑ বলকান অঞ্চলে জার্মানির আধিপত্য বৃদ্ধি
Ⓒ ফ্রান্সকে ধ্বংস করা
Ⓓ ইংল্যান্ডের সঙ্গে মিত্রতা স্থাপন করা

10. ‘পাল’ একটি প্রাকৃত শব্দ, যার অর্থ—
Ⓐ দল
Ⓑ রক্ষাকারী
Ⓒ দলপতি
Ⓓ রাজা

11. ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের পতন হয়?
Ⓐ ১৮৩০ সালে
Ⓑ ১৮৪৮ সালে
Ⓒ ১৮৫২ সালে
Ⓓ ১৮৭০ সালে

12. কত তারিখে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করেন? 
Ⓐ ২১ ফেব্রুয়ারি
Ⓑ ২৩ ফেব্রুয়ারি
Ⓒ ২২ ফেব্রুয়ারি
Ⓓ ২৪ ফেব্রুয়ারি

13. তিব্বতি লামা তারানাথের বিবরণীতে কাকে উল্লেখ করা হয়েছে ভারতে বৌদ্ধধর্মের রক্ষাকর্তা রূপে?
Ⓐ ধর্মপাল
Ⓑ রামপাল
Ⓒ দেবপাল
Ⓓ গোপাল 

14. ১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের সময় মেটারনিখ কোথায় ছদ্মবেশে পলায়ন করেন?
Ⓐ প্রাশিয়ায়
Ⓑ ফ্রান্সে
Ⓒ রাশিয়ায়
Ⓓ ইংল্যান্ডে

15. সেনদের আদিনিবাস ছিল—
Ⓐ কামরূপে
Ⓑ কর্ণাটকে
Ⓒ সৌরাষ্ট্রে
Ⓓ কাশ্মীরে

16. আরব বণিক সুলেইমান নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ‘রুহমি’ হিসাবে পরিচিত ছিলেন?
Ⓐ রাষ্ট্রকূট
Ⓑ প্রতিহার
Ⓒ চোল
Ⓓ পাল

17. হরিভদ্র বিখ্যাত বৌদ্ধ সাহিত্যিক কোন শাসকের আমলে ছিলেন?
Ⓐ ধর্মপাল
Ⓑ গোপাল
Ⓒ মহীপাল
Ⓓ দেবপাল

18. ‘আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন' উক্তিটি কার? 
Ⓐ লেনিনের
Ⓑ হিটলারের
Ⓒ চার্চিলের
Ⓓ মুসোলিনির

19. রোম-বার্লিন অক্ষচুক্তির ‘অক্ষ' শব্দটি ব্যবহার করেছিলেন?
Ⓐ জেনারেল ফ্রাঙ্কো
Ⓑ মুসোলিনি
Ⓒ হিটলার
Ⓓ চার্চিল

20. ‘আনস্লুস' কথার অর্থ হল—
Ⓐ জার্মানির সঙ্গে রাশিয়ার সংযুক্তি
Ⓑ জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তি
Ⓒ জার্মানির সঙ্গে ইটালির সংযুক্তি
Ⓓ জার্মানির সঙ্গে পোল্যান্ডের সংযুক্তি


21. বৈদিক যুগে উপনয়নের অধিকার ছিল—
Ⓐ ব্রাহ্মণদের
Ⓑ ক্ষত্রিয়দের
Ⓒ বৈশ্যদের
Ⓓ উপরোক্ত তিনটি শ্রেণির

22. প্রত্নতাত্ত্বিক খননকার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মান্ডা হল সিন্ধু সভ্যতার _____কেন্দ্ৰ?
Ⓐ পূর্বতম
Ⓑ দক্ষিণতম 
Ⓒ উত্তরতম
Ⓓ পশ্চিমতম 

23. অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট নারী—
Ⓐ বীণা দাস
Ⓑ সিস্টার নিবেদিতা
Ⓒ উর্মিলা দেবী
Ⓓ প্রীতিলতা ওয়াদ্দেদার

24. আটটি পথের ধারণা পাওয়া যায়?
Ⓐ ধর্মচক্র প্রবর্তন সূত্ত
Ⓑ মহাপরিনির্বাণ
Ⓒ দীপবংশ
Ⓓ দিব্যবদান

25. মহাযান বৌদ্ধধর্মে বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর নামে পরিচিত?
Ⓐ মৈত্রেয়
Ⓑ বজ্ৰপানি
Ⓒ মঞ্জুশ্রী
Ⓓ পদ্মপানি

26. কোন সম্প্রদায়ের মধ্যে গান্ধারের শিল্পকলা প্রথম উদ্ভব হয়?
Ⓐ মহাযান সম্প্রদায়
Ⓑ শৈব্য সম্প্রদায়
Ⓒ বৈশ্যনাব সম্প্রদায়
Ⓓ হীনযান সম্প্রদায়

27. ভারতীয় সাহিত্যে দিঘা নিকায়া (Digha Nikaya) কী?
Ⓐ কৌটিল্যের গল্পগুচ্ছ
Ⓑ মহাবীরের দীর্ঘ ধর্ম উপদেশ
Ⓒ পালিভাষায় রচিত একটি গুরুত্বপূর্ণ-বৌদ্ধ গ্রন্থ
Ⓓ মুদ্রারাক্ষস সম্পর্কিত বিভিন্ন রকমের গদ্য ও কবিতা

28. জৈন ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছিল?
Ⓐ অর্ধমাগধী
Ⓑ সংস্কৃত
Ⓒ পাবা
Ⓓ উপরের কোনোটিই নয়

29. “বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ⓐ উমেশচন্দ্র দত্ত
Ⓑ দ্বারকানাথ বিদ্যাভূষণ
Ⓒ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ⓓ হরিশচন্দ্র মুখোপাধ্যায়

30. কোন বিদ্রোহ ‘উলগুলান’ নামে পরিচিত?
Ⓐ মুণ্ডা বিদ্রোহ
Ⓑ কোল বিদ্রোহ
Ⓒ সাঁওতাল বিদ্রোহ
Ⓓ চুয়াড় বিদ্রোহ

31. নাগার্জুন কে ছিলেন?
Ⓐ  দাক্ষিণাত্যের এক হিন্দু রাজা 
Ⓑ  একজন বৌদ্ধ দার্শনিক 
Ⓒ বৈদিক যুগের একজন ঋষি 
Ⓓ জৈনধর্মের এক তীর্থঙ্কর

32. মৌর্য পরবর্তী যুগে মধ্যভারত ও দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে বেশি?
Ⓐ  চোল
Ⓑ  চালুক্য 
Ⓒ সাতবাহন 
Ⓓ পল্লব

33. সম্রাট অশােকের শাসন ব্যবস্থায় “ রাজুক ” শ্রেণি নীচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন?
Ⓐ  ধর্ম সংক্রান্ত বিষয়
Ⓑ  সৈন্য পরিচালনা
Ⓒ রাজস্ব আদায়
Ⓓ বিচার ব্যবস্থা

34. নীচের ধর্মসংস্কারকদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন?
Ⓐ  কুমারিল ভট্ট
Ⓑ  শংকরাচার্য
Ⓒ রামানুজ
Ⓓ মাধবাচার্য

35. ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে “ বৈপরীত্যের মিশ্রণ ” বলে আখ্যা দিয়েছেন?
Ⓐ ইব্রাহিম লােদি
Ⓑ মহম্মদ বিন তুঘলক
Ⓒ আলাউদ্দীন খলজী 
Ⓓ গিয়াসুদ্দিন বলবন

36. “ দুরাণী " বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ⓐ  ইব্রাহিম লােদি
Ⓑ  আহমদ শাহ আবদালি
Ⓒ মুরশিদকুলি খাঁ
Ⓓ সেলিম দুরাণী

37. কার ব্রহ্মানন্দ উপাধি ছিল—
Ⓐ কেশবচন্দ্র সেনের
Ⓑ রামরতন মল্লিক
Ⓒ আনন্দমোহন বসুর
Ⓓ দেবেন্দ্রনাথ ঠাকুরের

38. খুৎকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে?
Ⓐ সাঁওতাল
Ⓑ মুণ্ডা
Ⓒ কোল
Ⓓ চুয়াড়

39. সেভরের সন্ধি পরিবর্তন করে কোন সন্ধি স্বাক্ষরিত হয়?
Ⓐ লুসানের
Ⓑ ট্রিয়াননের
Ⓒ নিউলির
Ⓓ সেন্ট জার্মেইন

40. কোন ঘটনাকে 'Dropping of the Pilot' বলা হয়?
Ⓐ তৃতীয় নেপোলিয়ানের পদচ্যুতি
Ⓑ সেরাজেভো হত্যাকান্ড
Ⓒ রাশিয়া ও ফ্রান্সের মিত্রতা
Ⓓ বিসমার্কের পদচ্যুতি


41. দালাদিয়ের কে ছিলেন?
Ⓐ ব্রিটিশ প্রধানমন্ত্রী
Ⓑ মার্কিন প্রধানমন্ত্রী
Ⓒ ফ্রান্সের প্রধানমন্ত্রী
Ⓓ রুশ প্রধানমন্ত্রী

42. হিটলারের কোন অভিযান ‘শ্বেত অভিযান' নামে খ্যাত?
Ⓐ সুদেতান অভিযান
Ⓑ পোল্যান্ড অভিযান 
Ⓒ রুশ অভিযান
Ⓓ চেকোশ্লাভাকিয়া অভিযান

43. কোন মৌর্য শাসক শ্রবণবেলগোলায় ভদ্রবাহুর অনুসঙ্গী ছিলেন?
Ⓐ বিন্দুসার
Ⓑ চন্দ্ৰগুপ্ত
Ⓒ অশোক 
Ⓓ দশরথ

44. কোন ভারতীয় শাসক প্রথম আন্তর্জাতিক চুক্তির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত ভারতীয় ইতিহাসে?
Ⓐ মহাপদ্ম নন্দ
Ⓑ বিন্দুসার
Ⓒ অশোক
Ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য

45. ‘লেবেনস্রাউম' (Lebensraum) কথাটির অর্থ কী?
Ⓐ তৃতীয় রাইখ প্রতিষ্ঠা
Ⓑ জার্মানদের বসবাসের জায়গার সম্প্রসারণ
Ⓒ প্রভুজাতি তত্ত্ব
Ⓓ উপরের সবগুলি

46. নিম্নলিখিতগুলির মধ্যে কে গ্রীক রাষ্ট্রদূত ছিল না, যে মৌর্য আদালতে ছিলেন?
Ⓐ মেগাস্থিনিস
Ⓑ ডাইমেকাস
Ⓒ ডায়োনিমিরাস
Ⓓ ডায়োডরাস

47. মৌযযুগে কন্টকশোধন ছিল?
Ⓐ পুলিশ থানা
Ⓑ দেওয়ানী আদালত
Ⓒ রাজকীয় কোষাগার
Ⓓ ফৌজদারি আদালত

48. মহাজনপদের শাসকগণ কাদের কাছ থেকে ‘ভাগা' বা রাজস্ব (Tax) আদায় করত?
Ⓐ কৃষক
Ⓑ শ্ৰম শিল্পি
Ⓒ পশুপালক
Ⓓ শিকারী

49. গঙ্গা এবং শোন নদীগুলি প্রাচীন ভারতের কোন মহাজনপদের উপর দিয়ে প্রবাহিত হয়েছে?
Ⓐ মগধ
Ⓑ কোশল 
Ⓒ কম্বোজ
Ⓓ উপরের সবগুলি

50. গোপালের সিংহাসনে আরোহণ ও পাল বংশ প্রতিষ্ঠার ঘটনাকে ‘রক্তপাতহীন বিপ্লব' বলেছেন?
Ⓐ ভিনসেন্ট স্মিথ
Ⓑ রোমিলা থাপার
Ⓒ বি. এন মুখার্জি
Ⓓ রমেশ চন্দ্র মজুমদার

51. সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে জল সংরক্ষণের জন্য নির্মিত জলাধারের নিদর্শন পাওয়া গেছে?
Ⓐ মহেন-জো-দারো
Ⓑ ধোলাভিরা
Ⓒ হরপ্পা
Ⓓ লোথাল

Explain : ভারতের গুজরাটের কাচ্ছের রণের খাদির দ্বীপে অবস্থিত, ধোলাভিরা হল পাঁচটি বৃহত্তম হরপ্পান সাইটের একটি, যা এই প্রাচীন সভ্যতার উন্নত নগর পরিকল্পনা এবং প্রকৌশল দক্ষতা প্রদর্শন করে। ধোলাভিরা আবিষ্কার করেন 1967 জেপি জোশী, ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের একজন প্রত্নতত্ত্ববিদ। ভারতের গুজরাটের ধোলাভিরা হল সিন্ধু উপত্যকা সভ্যতার বৃহত্তম শহরগুলির মধ্যে একটি, যেখানে কৃত্রিমভাবে নির্মিত জলাধারে পানিদর্শন পাওয়া গেছে।

52. ঋগ্‌বৈদিক যুগের সমাজে—
Ⓐ ব্যক্তিগত মালিকানার ধারণা অনুপস্থিত ছিল
Ⓑ প্রাকৃতিক শক্তির উপাসনা করা হত
Ⓒ পশুপালন ছিল প্রধান জীবিকা
Ⓓ উপরোক্ত সবকটিই

53. সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন?
Ⓐ সেন রাজবংশ
Ⓑ পাল রাজবংশ
Ⓒ হুসেনশাহী রাজবংশ
Ⓓ মৌর্য রাজবংশ

54. সিন্ধু সভ্যতার পাঁচটি পশুবেষ্টিত ত্রিমুখবিশিষ্ট যোগীমূর্তিকে ‘আদিশিব' বলে চিহ্নিত করেছেন?
Ⓐ এম হুইলার
Ⓑ জন মার্শাল
Ⓒ ব্রিজিৎ অলচিন
Ⓓ এইচ টি ল্যামব্রিক

55. কোন শহরটি গুপ্তযুগের পূর্বে ও গুপ্তযুগে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম ব্যবসা-বাণিজ্যের জন্য একটি সঙ্গমস্থল (Nodal Point) ছিল?
Ⓐ তক্ষশিলা
Ⓑ উজ্জয়িনী
Ⓒ মথুরা
Ⓓ বিদিশা

Explain : খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে উজ্জয়িনী ছিল প্রাচীন ভারতের মহাজনপদের অন্যতম। এটি ছিল অবন্তী রাজ্যের রাজধানী। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে এই অঞ্চল নন্দ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।পরবর্তীকালে অশোক উজ্জয়িনীতে শাসক হিসাবে নিযুক্ত হন। এরপর গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় উজ্জয়িনী গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী হয়ে ওঠে। ব্যবসা বাণিজ্য ও বহির্ভারতের যোগাযোগ হিসাবে উজ্জয়িনীর ভৌগলিক মাত্ৰা বৃদ্ধি পায়।

56. ইউরোপে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া' নামে পরিচিত?
Ⓐ স্পেনের গৃহযুদ্ধ
Ⓑ অ্যাবিসিনিয়া আক্রমণ
Ⓒ পোল্যান্ড আক্রমণ
Ⓓ অস্ট্রিয়া অভিযান

57. নেপোলিয়নের শ্রেষ্ঠ সেনাপতি কে ছিলেন?
Ⓐ ম্যাসেনা
Ⓑ মুনাট
Ⓒ ইউজিন
Ⓓ ওডিনো

58. ‘কোড নেপোলিয়ন’ রচনা করেন?
Ⓐ 4 জনে
Ⓑ 5 জনে
Ⓒ 7 জনে
Ⓓ 10 জনে

59. "অশোকের ধর্মপ্রচার এশিয়া, ইউরোপ ও আফ্রিকার কুসংস্কারাচ্ছন্ন মানুষের মনে জ্ঞানের আলো জ্বালিয়েছিল।” – কার উক্তি?
Ⓐ রমেশচন্দ্র মজুমদার
Ⓑ ডি আর ভাণ্ডারকর
Ⓒ রণবীর চক্রবর্তী
Ⓓ স্যান্ডার্স

60. অশোক যে প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন, সেটি হল—
Ⓐ কলিঙ্গ
Ⓑ অবন্তী
Ⓒ উত্তরাপথ
Ⓓ প্রাচ্য


61. কলহনের রাজতরঙ্গিনী অনুযায়ী অশোক প্রথম জীবনে কোন ধর্মের অনুরাগী ছিলেন?
Ⓐ প্রতিবাদী
Ⓑ শৈব
Ⓒ আজীবিক
Ⓓ বৌদ্ধ 

62. 'ধৰ্ম্ম' কথাটি প্রথম কোন শিলালেখতে লিপিবদ্ধ করা হয়েছে?
Ⓐ মাস্কি লেখ
Ⓑ এরান লেখ
Ⓒ এলাহাবাদ প্রশস্তি
Ⓓ বৈরাট লেখ

Explain : মাস্কি শিলালিপি ভারতের কর্ণাটক রাজ্যের মাস্কিতে আবিষ্কৃত অশোকের প্রাচীনতম শিলালিপিগুলির মধ্যে একটি। এটি ব্রাহ্মী লিপি এবং প্রাকৃত ভাষায় লিখিত একটি শিলা আদেশ। মাস্কি শিলালিপি সম্রাটকে "দেবনামপ্রিয়া অশোক" বা "দেবতাদের প্রিয় অশোক" বলে উল্লেখ হয়েছে। এই শিলালিপি, অন্যদের সাথে, অশোকের নীতি, তার বৌদ্ধ ধর্মে রূপান্তর এবং তার সাম্রাজ্য জুড়ে ধম্ম (ধার্মিকতা) প্রচারের জন্য তার প্রচেষ্টার অন্তর্দৃষ্টি প্রদান করে।

63. 'ধৰ্ম্ম' শব্দটি এসেছে কোন ভাষা থেকে?
Ⓐ বাংলা
Ⓑ পালি
Ⓒ সংস্কৃত 
Ⓓ প্রাকৃত 

64. “সিন্ধু সভ্যতার স্থাপত্য থাকা সত্ত্বেও ভারতীয় স্থাপত্য ও শিল্প মূলত অশোকের সময় থেকে শুরু হয়েছিল” – একথাটি কে বলেছেন?
Ⓐ রোমিলা থাপার
Ⓑ সরসীকুমার সরস্বতী
Ⓒ রণবীর চক্রবর্তী
Ⓓ ডি ডি কোশাম্বী

65. 'শকারি' শব্দের অর্থ—
Ⓐ শত্রু নিধনকারী
Ⓑ প্রতিহিংসা
Ⓒ শকদের শত্রু
Ⓓ উগ্রতা

66. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় বিখ্যাত পন্ডিত ও গুণী মানুষের সমাবেশ ঘটেছিল তাদের একত্রে বলা হত?
Ⓐ সপ্তরত্ন
Ⓑ অষ্টরত্ন
Ⓒ নবরত্ন
Ⓓ দশরত্ন

67. কোন গুপ্ত সম্রাট 'মহেন্দ্রাদিত্য' উপাধি ধারণ করেছিলেন?
Ⓐ প্রথম চন্দ্রগুপ্ত
Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓒ শ্ৰীগুপ্ত
Ⓓ প্রথম কুমারগুপ্ত

68. তক্ষশীলা কোন ক্ষেত্র হিসেবে বিখ্যাত ছিল?
Ⓐ গুপ্তশিল্প
Ⓑ আদি আৰ্যযুগ
Ⓒ গান্ধার শিল্প
Ⓓ মৌর্যশিল্প

69. মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করে?
Ⓐ সাতবাহন যুগে
Ⓑ শুঙ্গ যুগে
Ⓒ শক যুগে
Ⓓ কুষাণ যুগে

70. বিখ্যাত শিল্পী শূলপানি কোন সময়কালের?
Ⓐ গুপ্তযুগে
Ⓑ পালযুগে 
Ⓒ সেনযুগে
Ⓓ কুষাণযুগে

Explain : সেন রাজারা শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন। এই যুগের বিশিষ্ট শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— শূলপানি, সুত্রধর, বিভদ্র, কর্মভদ্র, তথাগতসার প্রমুখ। শূলপাণি মীমাংসা ও ন্যায়দর্শনেও পন্ডিত ছিলেন, এই  বিষয়ে গ্রন্থও রচনা করেছেন।

71. 'কাব্যচরিতম' গ্রন্থটি কে রচনা করেন?
Ⓐ সমুদ্রগুপ্ত
Ⓑ হরিষেণ
Ⓒ নাগানন্দ 
Ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

72. দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার শ্রেষ্ঠ কবি ছিলেন?
Ⓐ ধন্বন্তরি
Ⓑ ক্ষপনক  
Ⓒ বরাহমিহির
Ⓓ কালিদাস

73. হলায়ুধ কে ছিলেন?
Ⓐ রামপালের সভাকবি
Ⓑ লক্ষ্মণসেনর সভাকবি
Ⓒ চন্দ্রগুপ্তের সভাকবি
Ⓓ সমুদ্রগুপ্তের সভাকবি

Explain : হলায়ুধ ছিলেন লক্ষণ সেনের সভাকবি। এছাড়াও  ছিলেন একজন সংস্কৃত ভাষার গদ্য ও পদ্য রচয়িতা।

74. কাকে রায়তওয়ারি ব্যবস্থার জনক বলা হয়?
Ⓐ আলেকজাণ্ডার রিড
Ⓑ টমাস রিড-কে
Ⓒ টমাস মুনরো
Ⓓ আলেকজাণ্ডার ডাফ

75. ইস্টার প্যাগোডা মুদ্রা ভারতের কোন অঞ্চলে প্রচলিত ছিল?
Ⓐ উত্তর ভারতে
Ⓑ দক্ষিণ ভারতে
Ⓒ পূর্ব ভারতে
Ⓓ পশ্চিম ভারতে

76. বাংলার আর্থিক লুন্ঠনের পথ প্রদর্শক কে ছিলেন?
Ⓐ  ডালহৌসি
Ⓑ  বেন্টিং
Ⓒ হেস্টিংস
Ⓓ  লর্ড ক্লাইভ

77. টাকা শুধু টাকা নষ্ট করার মতো সময় একদম নেই—কার উক্তি?
Ⓐ ডালহৌসি
Ⓑ হেস্টিংস
Ⓒ জগৎ শেঠ 
Ⓓ রবার্ট ক্লাইভ 

78. প্রথম বলকান যুদ্ধ কবে গঠিত হয়?
Ⓐ ১৯১২ সালে
Ⓑ ১৯১৪ সালে
Ⓒ ১৯১৯ সালে
Ⓓ ১৯২২ সালে

79. বুলগেরিয়ার বিসমার্ক কাকে বলা হত?
Ⓐ টমাস পেইনকে
Ⓑ কিপলিংকে
Ⓒ স্টেফান স্ট্যাম্বোলভ
Ⓓ উপরের কেউই  নন 

 80. ইউরোপের করিডর কোন রাষ্ট্রকে বলা হয়?
Ⓐ পোল্যান্ড
Ⓑ ইংল্যান্ড
Ⓒ বুলগেরিয়া
Ⓓ ফ্রান্স


81. ভেরেলেস্ট কতদিন বাংলার গভর্নর ছিলেন?
Ⓐ ১৭৬৭-১৭৬৯ খ্রিস্টাব্দ পর্যন্ত 
Ⓑ ১৭৬৬-১৭৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত 
Ⓒ ১৭৬৬-১৭৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত 
Ⓓ ১৭৭০-১৭৭৩ খ্রিস্টাব্দ পর্যন্ত 

82. 'Board of Revenue' বা রাজস্ব বোর্ড কে গঠন করেন?
Ⓐ ওয়ারেং হেস্টিংস (১৭৭২ খ্রি.)
Ⓑ লর্ড ক্লাইভ (১৭৬৫ খ্রি.)
Ⓒ লর্ড ডালহৌসি (১৮৫২ খ্রি.)
Ⓓ লর্ড ক্যানিং (১৮৬২ খ্রি.)

83. রাজা কর্তৃক শাস্তি মুকুবের আদেশকে কী বলা হয়?
Ⓐ লেতর দ্যা কাফে
Ⓑ লেতর দ্য ক্যাশে
Ⓒ ক্যাপিটেশন
Ⓓ লেতর-কিলোসফিক

84. ক্যাপিটেশন কী?
Ⓐ ধর্মকর
Ⓑ ভূমি রাজস্ব
Ⓒ কৃষি কর
Ⓓ উৎপাদন ভিত্তিক আয়কর বা মাথাপিছু কর

85. কবি কৃত্তিবাস যখন রামায়ণ রচনা করেন তখন বাংলার সুলতান কে ছিলেন?
Ⓐ ইলিয়াস শাহী বংশের রুকনুদ্দিন
Ⓑ ইলিয়াস শাহ
Ⓒ আলম শাহ
Ⓓ হুসেন শাহ

86. ‘ভারতের সাদী' কাকে বলা হত?
Ⓐ আমির খসরু
Ⓑ কবি আমীর হাসান সঙ্গীকে
Ⓒ মিনাহাজ-উদ্দিন-সিরাজ
Ⓓ জিয়াউদ্দিন বারানি

87. প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধের অবসান কালে কোন সন্ধি স্বাক্ষরিত হয়?
Ⓐ অমৃতসরের সন্ধি
Ⓑ গুজরাটের সন্ধি
Ⓒ মাদ্রাজের সন্ধি
Ⓓ লাহোরের প্রথম সন্ধি

88. অপশাসনের ভিত্তিতে ডালহৌসি নীচের কোন রাজ্যটিকে জয় করে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সংযুক্ত করেছিলেন?
Ⓐ সাতারা
Ⓑ নাগপুর
Ⓒ ঝাঁসি
Ⓓ অউধ

89. লর্ড ডালহৌসি যুদ্ধের মাধ্যমে কোন রাজ্যটি জয়লাভ করেন?
Ⓐ মহীশূর
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ বাংলা
Ⓓ হায়দ্রাবাদ

90. ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানি এলিজাবেথের যুগ ও গ্রীসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন?
Ⓐ গুপ্ত যুগ
Ⓑ সুলতান যুগ
Ⓒ মৌর্য যুগ
Ⓓ মুঘল যুগ

91. গুপ্তযুগে কে উত্তর রামচরিত' নাটক রচনা করেন?
Ⓐ ভারবি
Ⓑ কালিদাস
Ⓒ বিশাখদত্ত 
Ⓓ ভবভূতি

92. আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? 
Ⓐ সক্রেটিস 
Ⓑ হােমার
Ⓒ প্লেটো
Ⓓ অ্যারিস্টটল

93. চতুর্থ খ্রিঃপূঃ মগধের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়েছিল?
Ⓐ পানিপথ
Ⓑ মথুরা
Ⓒ বারানসী
Ⓓ পাটলিপুত্র

Explain : হর্যঙ্ক বংশের শাসক উদয়িন প্রথমে পাটলিপুত্রে মগধের রাজধানী স্থানান্তর করেন। পরবর্তীকালে শিশুনাগ বংশের শিশুনাগ সাময়িকভাবে মগধের রাজধানী পাটলিপুত্র থেকে রাজগৃহে এবং পরে তা স্থায়ীভাবে বৈশালীতে স্থানান্তরিত করেন। শিশুনাগ বংশের পরবর্তী শাসক কালাশোক স্থায়ীভাবে পাটলিপুত্রে মগধের রাজধানী স্থানান্তরিত করেন।

94. সেন রাজাদের প্রধান ভাষা কি ছিল?
Ⓐ বাংলা
Ⓑ প্রাকৃত
Ⓒ সংস্কৃত
Ⓓ কোনোটিই নয়

Explain :  সেন রাজাদের প্রধান ভাষা ছিল সংস্কৃত। সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে সেন শাসনকাল ছিল এক সুবর্ণ যুগ।

95. সেন রাজাদের রাজধানী কোথায় ছিল?
Ⓐ হায়দ্রাবাদে
Ⓑ নবদ্বীপে
Ⓒ তমলুকে
Ⓓ মুর্শিদাবাদে

96. মিথিলা কোন সেন রাজার রাজত্বভুক্ত ছিল?
Ⓐ বিজয় সেন
Ⓑ বল্লাল সেন
Ⓒ সামন্ত সেন
Ⓓ লক্ষ্মণসেন

Explain :  মিথিলা বল্লাল সেনের রাজত্বভুক্ত ছিল। তাঁর রাজত্ব কালে শান্তি ও সমৃদ্ধি বজায় ছিল। আনন্দভট্টের রচিত “বল্লাল চরিত” থেকে জানা যায় মিথিলা তাঁর রাজত্বভুক্ত ছিল এবং পঞ্চম প্রদেশ হিসেবে পরিগণিত হত। অপর চারটি প্রদেশ ছিল রাধা, বারেন্দ্র, বাগরি ও বঙ্গ।

97. মৌর্য বংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করে?
Ⓐ হর্যঙ্ক বংশ
Ⓑ শুঙ্গ বংশ
Ⓒ শিশুনাগ বংশ
Ⓓ নন্দ বংশ

98. মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন?
Ⓐ সম্প্রীতি
Ⓑ কুনাল
Ⓒ বৃহদ্রথ 
Ⓓ সুশিমা

99. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কে ভারতে এসেছিলেন?
Ⓐ ফা-হিয়েন
Ⓑ হিউয়েন সাঙ
Ⓒ স্ট্রাবো
Ⓓ মেগাস্থিনিস

Explain : মেগাস্থিনিস সেলুকাসের দূত ছিলেন। মেগাস্থিনিসের বিখাত গ্রন্থ হল ‘ইন্ডিকা'। এই গ্রন্থ হতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনব্যবস্থা ও সমসাময়িক ভারতবর্ষ সম্পর্কে বহু তথ্য আমরা পাই । সেলুকাসের পুত্র প্রথম অ্যান্টিওকাস বিন্দুসারের রাজসভায় ডেইমেকস নামে এক দূত পাঠান।

100. 'চিত্রশিল্পী মির সৈয়দ আলি এবং আবদুস সামাদ কার সময়ে পারস্য থেকে ভারতে আসেন?
Ⓐ হুমায়ুন
Ⓑ শাহ জাহান
Ⓒ আকবর
Ⓓ জাহাঙ্গির


101. মুঘল যুগের চিত্রশিল্পী মির সৈয়দ আলি এবং আবদুস সামাদ যে চিত্রগুলি আঁকেন, তা হল?
Ⓐ  তারিখ ফেরিস্তা
Ⓑ পাদশাহনামা
Ⓒ আকবরনামা
Ⓓ হামজানামা

102. কোন মুঘল সম্রাটের আমলে ক্ষুদ্র চিত্রের (Miniature) উন্নতি ঘটে ?
Ⓐ আকবর
Ⓑ জাহাঙ্গির
Ⓒ ঔরঙ্গজেব
Ⓓ শাহ জাহান

103. 'কাংড়া, রাজপুত-এর মতো আঞ্চলিক চিত্রশিল্পের জন্ম হয় কোন সম্রাটের আমলে?
Ⓐ ঔরঙ্গজেব
Ⓑ জাহাঙ্গির
Ⓒ শাহ জাহান
Ⓓ আকবর

104. ওস্তাদ মনসুর, আবুল হাসান, আগা রেজা কোন সম্রাটের আমলের চিত্রশিল্পী ছিলেন?
Ⓐ জাহাঙ্গির
Ⓑ শাহ জাহান
Ⓒ আকবর
Ⓓ ঔরঙ্গজেব

105. আর্যমঞ্জুশ্রীমূলকল্প গ্রন্থে কাকে একজন 'শ্রেষ্ঠ ন্যায়সম্পন্ন নিরপেক্ষ বিচারক' বলা হয়েছে?
Ⓐ সমুদ্রগুপ্তকে
Ⓑ প্রথম কুমারগুপ্তকে
Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে
Ⓓ স্কন্দগুপ্তকে

106. 'Prince of Pilgrims' কাকে বলা হয়?
Ⓐ মেগাস্থিনিস
Ⓑ ফা-হিয়েন
Ⓒ প্লুটার্ক
Ⓓ হিউয়েন সাঙ

Explain :  চীনা তীর্থযাত্রী হিউন সাং ভারতে (630-643 CE) প্রায় 13 বছর অতিবাহিত করেছিলেন। 600 খ্রিস্টাব্দে এসে তিনি শীঘ্রই একটি অপরিহার্য ঐতিহাসিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তাকে আজ 'তীর্থযাত্রীদের রাজপুত্র' বলা হয়। কারণ তিনি বুদ্ধের জীবনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ তীর্থযাত্রী কেন্দ্রগুলি পরিদর্শন করেছিলেন।

107. মহাপুরাণের রচয়িতা জিনসেনা এবং গুণভদ্র কার রাজসভা অলংকৃত করেছিলেন?
Ⓐ সমুদ্রগুপ্ত
Ⓑ প্রথম অমোঘবর্ষ
Ⓒ হর্ষবর্ধন
Ⓓ কনিষ্ক

Explain : রাষ্ট্রকূট রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম অমোঘবর্ষ। প্রথম আমোঘবর্ষ শিক্ষা ও সাহিত্যের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন। জৈন সন্ন্যাসী জিনসেন দ্বারা আমোঘবর্ষকে জৈন ধর্মে রূপান্তরিত করা হয়েছিল। রাষ্ট্রকূটরা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং দাক্ষিণাত্যে জৈন ধর্ম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

108. নীচের কোন গ্রন্থটি রাষ্ট্রকুটরাজ অমোঘবর্ষ রচিত?
Ⓐ রত্নমালিকা
Ⓑ বৃহৎ কথা
Ⓒ দায়ভাগ
Ⓓ অমুক্তমাল্যদা

109. সিন্ধুলিপির পাঠোদ্ধারে আংশিক সাফল্য লাভ করেছিলেন―
Ⓐ চার্লস ম্যাসন
Ⓑ জন মার্শাল
Ⓒ ফাদার হেরাস
Ⓓ এম হুইলার

110. ভেরীঘোষ নীতির পরিবর্তে সেনাবাহিনীতে 'ধৰ্ম্মঘোষ নীতির প্রবর্তন করেন কোন সম্রাট?
Ⓐ বিম্বিসার 
Ⓑ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓒ বিন্দুসার
Ⓓ অশোক

111. 'সংগীতি' কথার অর্থ হল―
Ⓐ সম্মেলন 
Ⓑ সঙ্গীত
Ⓒ সংগঠন 
Ⓓ জনগণ

112. প্রথম বৌদ্ধসংগীতি কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল?
Ⓐ অশোক
Ⓑ কালাশোক
Ⓒ অজাতশত্রু
Ⓓ বসুমিত্ৰ

113. গুপ্ত সাম্রাজ্যে গ্রামবাসীদের থেকে যে কর আদায় করা হত, তা হল―
Ⓐ ভোগ
Ⓑ গোপ্ত
Ⓒ ক্ষেত্ৰ
Ⓓ তলবর

114. গুপ্ত সাম্রাজ্যে মহাবলাধিকৃত বলা হত―
Ⓐ  প্রধান সেনাপতি–কে
Ⓑ দেশের শাসনকর্তা–কে
Ⓒ দেওয়ান-কে
Ⓓ নগর শাসনের প্রধান-কে

115. মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন?
Ⓐ দারিয়ুস
Ⓑ আলেকজান্ডার
Ⓒ মহম্মদ বিন কাসিম 
Ⓓ সেলুকাস নিকেটর

116. শ্রীচৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ “ চৈতন্য চরিতামৃত ” গ্রন্থের গ্রন্থকার কে? 
Ⓐ ভানুসিংহ
Ⓑ কৃষ্ণদাস কবিরাজ
Ⓒ কৃত্তিবাস 
Ⓓ তুলসীদাস

117. মহারাণা প্রতাপের ঘোড়ার নাম কী ছিল?
Ⓐ দ্রুতি
Ⓑ চিতোর
Ⓒ হায়গ্রীক
Ⓓ চেতক

118. "বিধাতার অভিশাপ' নামে কোন হুন নেতাকে অভিহিত করা হত?
Ⓐ তোরমান
Ⓑ এটিলা
Ⓒ মিহিরকুল
Ⓓ এলারিক

119. কে সুদর্শন হ্রদ নির্মাণ করেন?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ বিন্দুসার
Ⓒ সমুদ্রগুপ্ত
Ⓓ পুষ্যগুপ্ত বৈশ্য

120. চোল যুগে নটরাজ খোদিত  যে ব্রোঞ্জ মুদ্রা পাওয়া গিয়েছে , সেখানে নটরাজের কটি হাত ছিল?
Ⓐ দুইটি 
Ⓑ চারটি
Ⓒ ছয়টি
Ⓓ আটটি 

121. মথুরা ঘরানায় শিল্পকার্যে নীচের কোন উপাদান ব্যবহৃত হত?
Ⓐ সাদা মার্বেল  
Ⓑ লাল বেলেপাথর 
Ⓒ গ্রানাইট 
Ⓓ শ্লেট

122. “ তুঘলকনামা ” 1320 সালে কে লিখেছিলেন? 
Ⓐ আবুল ফজল 
Ⓑ ইবন বতুতা
Ⓒ আমীর খসরু
Ⓓ ফিরোজ শাহ তুঘলক 

123. গুপ্তদের রাষ্ট্রপ্রতীক ছিল—
Ⓐ ময়ূর
Ⓑ গরুড় 
Ⓒ হাতি 
Ⓓ বাঘ

124. "গুপ্ত শাসনব্যবস্থা ছিল?
Ⓐ বিকেন্দ্রীভূত
Ⓑ গণতান্ত্রিক
Ⓒ সামন্ততান্ত্রিক
Ⓓ বিকেন্দ্রীভূত এবং আধা-সামন্ততান্ত্রিক

125. নীচের কে অভিধান রচনার জন্য সুপরিচিত? 
Ⓐ অমরসিংহ
Ⓑ পানিনি
Ⓒ বানভট্ট 
Ⓓ অশ্বঘোষ 


126. মারাঠি সাহিত্যের বিকাশে উল্লেখ্য অবদান কার প্রথম?
Ⓐ রামদাস
Ⓑ যােগী মুকুন্দরাজ 
Ⓒ ধ্যানেশ্বর
Ⓓ নামদেব

127. গুপ্ত সাম্রাজ্যে প্রাদেশিক স্তরে বৃহত্তর প্রশাসনিক একককে বলা হত?
Ⓐ দেশ বা ভুক্তি
Ⓑ ঊর
Ⓒ জেলা
Ⓓ গ্রাম

128. গুপ্ত যুগের কোন গ্রন্থে অপরাধীদের দাসে পরিণত করার বিধান ছিল?
Ⓐ মৃচ্ছকটিকম্
Ⓑ অর্থশাস্ত্র
Ⓒ মনুসংহিতা
Ⓓ ইন্ডিকা

129. লুম্বিনি গৌতম বুদ্ধের জন্মস্থান, এটি কার শিলালেখ থেকে জানা যায়?
Ⓐ ধর্মপাল
Ⓑ সমুদ্রগুপ্ত
Ⓒ অশোক
Ⓓ কনিষ্ক

130. জৈন পণ্ডিত ভদ্ৰবাহুর শিষ্য ছিলেন—
Ⓐ বিম্বিসার 
Ⓑ খারবেল
Ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓓ মহাপদ্মনন্দ

131. অজন্তার গুহাচিত্রে কোন গ্রন্থের কাহিনি বর্ণিত হয়েছে?
Ⓐ বুদ্ধচরিত 
Ⓑ জাতক
Ⓒ বিনয়পিটক
Ⓓ কল্পসূত্র 

132. জৈনধর্মে ‘পুদ্‌গল' কথাটি নির্দেশ করে?
Ⓐ পদার্থ
Ⓑ আত্মা
Ⓒ আকাশ
Ⓓ সত্য

133. প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ হল—
Ⓐ দ্বাদশ উপাঙ্গ
Ⓑ দ্বাদশ অঙ্গ
Ⓒ কল্পসূত্র
Ⓓ ভগবতীসূত্র

134. মহাবিভাষা কী?
Ⓐ নাগার্জুন-কৃত দ্বাদশ অঙ্গের ব্যাখ্যা
Ⓑ বসুবন্ধু-কৃত ত্রিপিটকের ব্যাখ্যা
Ⓒ অতীশ দীপঙ্কর কৃত ত্রিপিটকের ব্যাখ্যা
Ⓓ উপরোক্ত কোনোটিই নয়

135. বেদের অভ্রান্ততার কথা সর্বপ্রথম অস্বীকার করেন—
Ⓐ পার্শ্বনাথ
Ⓑ মহাবীর
Ⓒ অরিষ্টনেমি
Ⓓ গৌতম বুদ্ধ

136. ব্যাকট্রীয় রাজা মিনান্দার এবং বৌদ্ধ ভিক্ষু নাগসেনের মধ্যে কথোপকথনের ওপর রচিত গ্রন্থের নাম হল—
Ⓐ সি-ইউ-কি
Ⓑ বৃহৎকথা
Ⓒ অঙ্গুত্তর নিকয়
Ⓓ মিলিন্দপঞ্‌হ

137. বিনয়পিটকের সংকলক হলেন—
Ⓐ বসুবন্ধু
Ⓑ অশ্বঘোষ
Ⓒ উপালি
Ⓓ নাগার্জুন 

138. ‘রেড শার্ট’ নেতা হিসাবে কে পরিচিত?
Ⓐ লালা লাজপৎ রায়
Ⓑ খান আবদুল গফফর খান
Ⓒ মহম্মদ আলি জিন্না
Ⓓ ভগৎ সিং

139. ভারতে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
Ⓐ স্যার সৈয়দ আহমেদ খান
Ⓑ লিয়াকৎ আলি
Ⓒ মহম্মদ আলি জিন্না
Ⓓ আবুল কালাম আজাদ

140. নীচের কোন নেতা চরণপন্থী ছিলেন না?
Ⓐ মহাত্মা গান্ধী
Ⓑ দাদাভাই নৌরজি
Ⓒ গোখলে
Ⓓ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

141. সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন?
Ⓐ একজন
Ⓑ দুইজন
Ⓒ তিন জন
Ⓓ কেউ ছিলেন না

142. ‘জয় হিন্দ’— এই অভিবাদনটি প্রথম কে করেন?
Ⓐ মহাত্মা গান্ধী 
Ⓑ লালা লাজপৎ রায়
Ⓒ সুভাষচন্দ্র বসু
Ⓓ জওহরলাল নেহেরু

143.  স্কুল বুক সোসাইটির (1817 খ্রীস্টাব্দের 6মে) প্রতিষ্ঠাতা কে?
Ⓐ রাজা রামমোহন রায়
Ⓑ ডেভিড হেয়ার
Ⓒ উইলিয়াম কেরী
Ⓓ বিদ্যাসাগর

144. 'বৃত্রসংহার' মহাকাব্যের রচয়িতা কে?
Ⓐ গিরিশ ঘোষ
Ⓑ বিদ্যাসাগর
Ⓒ নবীনচন্দ্র সেন
Ⓓ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

145. ভাইমার প্রজাতন্ত্রের আমলে জার্মানিতে রাশিয়ার অনুকরণে ভাইমার প্রজাতন্ত্রের একটি সরকার গড়ে ওঠে এই সরকারটির নাম কী?
Ⓐ কাউন্সিল অব দ্য পিপল ডেপুটিস
Ⓑ কাউন্সিল দ্য স্টেট
Ⓒ জাস্টিস অব পীস
Ⓓ সিভিল লিস্ট

146. ভাইমার প্রজাতন্ত্রের চ্যান্সেলর কে ছিলেন?
Ⓐ ব্রুনিন
Ⓑ এঁধো 
Ⓒ স্কুপটনিন
Ⓓ বুকানন

147. কোন সরকারকে ‘ক্ষুধার্থ' সরকার বলা হয়?
Ⓐ নেপোলিয়ানের সরকারকে
Ⓑ দ্বিতীয় ভাইমার প্রজাতন্ত্রকে
Ⓒ চ্যান্সেলর ব্রুনিনের নেতৃত্বে গঠিত ভাইমার প্রজাতন্ত্রকে
Ⓓ কোনোটিই নয়

148. ফ্যাসিস্ট সিন্ডিক্যালিজম (Fascist syndicalism) প্রতিষ্ঠানটি কে তৈরি করেন? 
Ⓐ নেপোলিয়ান
Ⓑ মুসোলিনি
Ⓒ হিটলার
Ⓓ ব্রুনো

149. জাতীয় শ্রমিক দল কে গঠন করেন?
Ⓐ ভিলীল
Ⓑ কুটুজফ
Ⓒ নেপোলিয়ন
Ⓓ হিটলার

150. ন্যাৎসি দলের সঙ্গীতের রচয়িতা কে ছিলেন?
Ⓐ ইস্ট জয়েসেল
Ⓑ ইনটেনজেন্ট
Ⓒ কাউন্সিল দ্য টে
Ⓓ লিট দ্য জাস্টিস 


151. জাগ্রত জার্মানি সঙ্গীতটি কে রচনা করেন?
Ⓐ জ্যাকো বিন
Ⓑ নেপোলিয়ান
Ⓒ ভাগনার ও গুয়াগনার
Ⓓ ষোড়শ লুই

152. স্পেনের গৃহযুদ্ধে ভারতের কোন দুটি ছাত্র সংগঠন সমর্থন করেছিল?
Ⓐ ছাত্র ব্লক ও হালোর ছাত্র ব্লক
Ⓑ ছাত্র ব্লক, ভারত ছাত্র ইউনিয়ন
Ⓒ ভারত ছাত্র ইউনিয়ন ও লাহোর ছাত্র ইউনিয়ন
Ⓓ নিখিল ভারত ছাত্র ফেডারেশন ও লাহোর ছাত্র ইউনিয়ন

153. স্পেনের গৃহযুদ্ধে ভারতের জাতীয় কংগ্রেস কাকে সমর্থন করেন?
Ⓐ নাৎসি দলকে
Ⓑ ফ্যাসিবাদী দলকে
Ⓒ রিপাবলিকান দলকে
Ⓓ প্রজাতান্ত্রিক সরকারকে

154. কোন মুঘল সম্রাটকে স্থাপত্যের রাজকুমার (Prince Builder) বলা হয়?
Ⓐ আকবর কে
Ⓑ শাহ জাহান কে
Ⓒ জাহাঙ্গির কে
Ⓓ হুমায়ুন কে

155. গুপ্ত যুগের শিল্পীরা অতীন্দ্রিয় শিল্প তৈরি করতে চেয়েছিলেন এবং তাতে তাঁরা সফল হয়েছিলেন' – কথাটি কে বলেন?
Ⓐ রোমিলা থাপার
Ⓑ রণবীর চক্রবর্তী
Ⓒ জন মার্শাল
Ⓓ ড. নীহাররঞ্জন রায় ও সরসীকুমার সরস্বতী

156. অজন্তার শিল্পীগণ মানুষ ও পশুপাখির প্রতিকৃতি অঙ্কনে চূড়ান্ত দক্ষতার পরিচয় দিয়েছেন' – একথা কে বলেছেন?
Ⓐ ড. দ্বিজেন্দ্র নারায়ণ ঝা
Ⓑ ড. নীহাররঞ্জন রায়
Ⓒ ড. সরসীকুমার সরস্বতী
Ⓓ ড. রণবীর চক্রবর্তী

157. খলিফা মনসুরের উৎসাহে প্রাচ্যের কোন গ্রন্থটি আরবি ভাষায় অনূদিত হয়?
Ⓐ পঞ্চসিদ্ধান্ত
Ⓑ সূর্যসিদ্ধান্ত
Ⓒ বৃহৎকথা 
Ⓓ ব্রহ্মসিদ্ধান্ত

158. ”বাৎসিকান” শব্দের অর্থ কী?
Ⓐ মূর্তি ধ্বংসকারী
Ⓑ নগর ধ্বংসকারী
Ⓒ গ্রন্থাগার ধ্বংসকারী
Ⓓ কোনোটিই নয়

Explain : সুলতান মামুদকে ‘বাৎসিকান’ বলা হয়। ‘বাৎসিকান’ শব্দের অর্থ মূর্তি ধ্বংসকারী’।ভারত আক্রমণকালে সুলতান মামুদ অসংখ্য হিন্দু মন্দির ও দেব-দেবীর মূর্তি ধ্বংস করেন বলে তাঁকে 'বাৎসিকান' নামে অভিহিত করা হয়েছে।

159. বঙ্গসেন ছিলেন পাল যুগের এক বিখ্যাত―
Ⓐ কবি
Ⓑ সংগীতজ্ঞ
Ⓒ চিকিৎসক
Ⓓ জ্যোতির্বিজ্ঞানি

160. কৌটিল্যের অর্থশাস্ত্রে 'গিল্ড'-এর সমার্থক শব্দ হিসাবে ব্যবহৃত হয়েছে?
Ⓐ সংঘ
Ⓑ শ্রেণী
Ⓒ নিগম
Ⓓ কোনোটিই নয়

161. মিখাইল রোমানভ কত সালে  রাশিয়ার সিংহাসনে বসেন?
Ⓐ ১৬১৩ 
Ⓑ ১৭১৩
Ⓒ ১৮১৩
Ⓓ ১৯১৩ 

162. রোমানভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ⓐ জারিনা দ্বিতীয় ক্যাথারিন
Ⓑ পিটার দি গ্রেট
Ⓒ চতুর্থ আইভান
Ⓓ মিখাইল রোমান

163. ১৫৪৭ সালে প্রথম 'জার' উপাধি ধারণ করেন কে?
Ⓐ রাজা চতুর্থ আইভান
Ⓑ দ্বিতীয় ক্যাথারিন
Ⓒ পিটার দি গ্রেট
Ⓓ উপরের কেউই নয়

164. পলাশির যুদ্ধকে ভারতে মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা বলে অভিমত দিয়েছেন কোন ঐতিহাসিক?
Ⓐ ইরফান হাবিব 
Ⓑ রমেশচন্দ্র মজুমদার
Ⓒ হেমচন্দ্র রায়চৌধুরী
Ⓓ যদুনাথ সরকার

165. বিদেরার যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত করেছিল―
Ⓐ পোর্তুগিজদের 
Ⓑ ওলন্দাজদের
Ⓒ দিনেমারদের
Ⓓ ফরাসিদের

Explain : বিদেরার যুদ্ধ ১৭৫৯ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ওলন্দাজদের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয়। ওলন্দাজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এর পরেই কোম্পানি মিরজাফরকে নবাবি থেকে পদচ্যুত করে এবং মিরকাশিমকে সিংহাসনে বসায়।

166. মােগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন?
Ⓐ মান্দালয়
Ⓑ আন্দামান
Ⓒ রেঙ্গুন 
Ⓓ হায়দ্রাবাদ 

Explain : বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেছিল। বাহাদুর শাহ জাফর ছিলেন দ্বিতীয় আকবরের দ্বিতীয় পুত্র। তিনি ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট। তিনি 28শে সেপ্টেম্বর 1837 থেকে 14ই সেপ্টেম্বর 1857 পর্যন্ত 20 বছর রাজত্ব করেছিলেন। 1857 সালে তাকে বার্মায় নির্বাসিত করা হয়। অসুস্থতার কারণে 1862 সালের 7ই নভেম্বর তিনি মারা যান।

167. ভারতীয় ইতিহাসে কাকে আখ্যা দেওয়া হয়েছিল - “পার্বত্য মুষিক”? 
Ⓐ শিবাজি 
Ⓑ রাণা প্রতাপ 
Ⓒ রণজিৎ সিং 
Ⓓ পৃথ্বিরাজ চৌহান

168. মিরকাশিমের সঙ্গে গোপন চুক্তি করে তাঁকে বাংলার নবাব পদে বসান যে ইংরেজ গভর্নর, তিনি হলেন?
Ⓐ ক্লাইভ
Ⓑ ভেরেলস্ট
Ⓒ ভ্যান্সিটার্ট
Ⓓ ওয়াটসন

Explain : ভ্যান্সিটার্ট (Vansittart) ২৭ জুলাই ১৭৬০ থেকে ২ ডিসেম্বর ১৭৬৪ পর্যন্ত বাংলায় ফোর্ট উইলিয়ম এর গভর্নর ছিলেন। তাঁর নেতৃত্বে কোম্পানি ষড়যন্ত্র করে মিরজাফরকে পদচ্যুত করে ১৭৬০ খ্রিস্টাব্দের শেষের দিকে মিরকাশিমকে বাংলার মসনদে বসায় । ভ্যান্সিটার্টের আমলেই মিরকাশিমের সঙ্গে কোম্পানির প্রকাশ্য যুদ্ধের সূত্রপাত হয়। ভ্যান্সিটার্ট ১৭৬৩ খ্রিস্টাব্দে মিরকাশিমকে পদচ্যুত ও মিরজাফরকে নবাব বলে ঘোষণা করেন। বাংলায় কোম্পানির স্বার্থ সুরক্ষায় ভ্যান্সিটার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

169. ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেন—
Ⓐ রুদ্রদামন
Ⓑ কনিষ্ক
Ⓒ গন্ডোফার্নিস
Ⓓ বিম কদফিসেস

170. স্কন্দগুপ্তকে 'ভারতের রক্ষাকারী' বলে অভিহিত করেছেন—
Ⓐ রোমিলা থাপার
Ⓑ ভিনসেন্ট স্মিথ
Ⓒ রমেশচন্দ্র মজুমদার
Ⓓ এ এল ব্যাসাম

171. গুণাঢ্য কোন রাজবংশের সভাকবি ছিলেন?
Ⓐ সাতবাহন
Ⓑ মৌর্য
Ⓒ গুপ্ত
Ⓓ কুষাণ

172. কোন গুপ্তরাজা শকদের কাছে পরাজিত হয়ে নিজের রানি ধ্রুবদেবীকে শক রাজার হাতে সমর্পণ করতে বাধ্য হন?
Ⓐ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓑ রামগুপ্ত
Ⓒ স্কন্দগুপ্ত
Ⓓ প্রথম চন্দ্রগুপ্ত

173. কার রাজত্বকালে তক্ষশিলায় ব্রাহ্মণ্য বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
Ⓐ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓑ অশোক
Ⓒ পুষ্যমিত্র শুঙ্গ
Ⓓ বিন্দুসার

174. মৌর্য শাসনব্যবস্থাকে ‘সীমাহীন স্বৈরতন্ত্র' বলেছেন?
Ⓐ ডি ডি কোশাম্বি
Ⓑ ভিনসেন্ট স্মিথ
Ⓒ বি এন মুখার্জি
Ⓓ রোমিলা থাপার

175. মৌর্য শাসনব্যবস্থায় প্রদেশের প্রধান ছিলেন—
Ⓐ কুমারমাত্য
Ⓑ দৌবারিক
Ⓒ প্রশান্তা
Ⓓ অন্তমহামাত্র

176. প্রথম কোন মােগল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের 'ফরমান' মঞ্জর করেন? 
Ⓐ আকবর
Ⓑ শাহজাহান 
Ⓒ ঔরঙ্গজেব
Ⓓ জাহাঙ্গীর 

177. হলদিঘাটের যুদ্ধে মােগলদের প্রধান সেনাপতি কে ছিলেন?
Ⓐ প্রতাপ সিংহ 
Ⓑ মীরকাশিম 
Ⓒ মানসিংহ 
Ⓓ শায়েস্তা খান 

178. খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল?
Ⓐ 1526 খ্রিস্টাব্দ
Ⓑ 1527 খ্রিস্টাব্দ 
Ⓒ 1556 খ্রিস্টাব্দ 
Ⓓ 1576 খ্রিস্টাব্দ 

Explain : খানুয়ার যুদ্ধ 1527 সালে সংঘটিত হয়েছিল। এটি মুঘল সম্রাট বাবর এবং মেওয়ারের রাজপুত রাজা রানা সাঙ্গার মধ্যে যুদ্ধ হয়েছিল। খানুয়ার যুদ্ধে বাবর রানা সাঙ্গাকে পরাজিত করেন। এটি রাজস্থানের ভরতপুরের কাছে খানওয়া গ্রামে যুদ্ধ হয়েছিল।

179. ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন?
Ⓐ চন্দ্রগুপ্ত 
Ⓑ অম্ভি
Ⓒ পুরু 
Ⓓ ধননন্দ 

Explain : তক্ষশীলার রাজা অম্ভি ভারতীয় শাসকদের মধ্যে প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন।

180. জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
Ⓐ ত্রিরত্ন
Ⓑ ত্রিপিটক
Ⓒ দ্বাদশ অঙ্গ 
Ⓓ প্রিয়দর্শিকা


181. কোন যুদ্ধে ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল?
Ⓐ প্রথম পানিপথের যুদ্ধ
Ⓑ হলদিঘাটের যুদ্ধ
Ⓒ দ্বিতীয় পানিপথের যুদ্ধ
Ⓓ তালিকোটার যুদ্ধ

182. কোন মুসলিম সম্রাট রানি পদ্মিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন?
Ⓐ আলাউদ্দিন খলজি 
Ⓑ হুমায়ুন 
Ⓒ আকবর 
Ⓓ বাবর 

Explain : রানী পদ্মাবতী বা পদ্মিনী ছিলেন  ১৩-১৪ শতকের চিত্রকোট বা চিতোরের বিখ্যাত রানী। ১৭ শতকের বেশ কয়েকটি গ্রন্থে তার উল্লেখ পাওয়া যায়, যার প্রাচীনতম সূত্র পদ্মাবত, ১৫৪০ খ্রিষ্টাব্দে মালিক মুহম্মদ জায়সী কর্তৃক লিখিত মহাকাব্য। মধ্যযুগের বাঙালি কবি আলাওল মহাকাব্যটিকে পদ্মাবতী নামে অনুবাদ করেছিলেন। রানী পদ্মাবতীর সৌন্দর্যের গল্প দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজিকে 1303 সালে চিতোরের দুর্গ আক্রমণ করতে আকৃষ্ট করেছিল।

183. কিসের স্মারক চিহ্ন হিসেবে হায়দ্রাবাদ শহরে চারমিনার তোরণ প্রতিষ্ঠিত হয়েছিল?
Ⓐ আলাউদ্দিন খিলজীর দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তার 
Ⓑ ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য বিজয় 
Ⓒ মুঘলদের সিন্ধু জয় 
Ⓓ শহরের মারাত্মক প্লেগ রােগের অবসান

184. কোন ঐতিহাসিক ব্যক্তি “ মহীশূরের বাঘ ” নামে বিশেষ পরিচিত ছিল?
Ⓐ হায়দার আলি 
Ⓑ রুদ্রমন
Ⓒ টিপু সুলতান 
Ⓓ শেরশাহ 

Explain : 1750 সালের নভেম্বরে জন্মগ্রহণ করেন, টিপু সুলতান ছিলেন হায়দার আলীর পুত্র এবং একজন মহান যোদ্ধা, যিনি মহীশূরের বাঘ নামেও পরিচিত। তিনি ছিলেন একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা যিনি মৃত্যুর আগ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনি ছিলেন একজন কবি, পণ্ডিত এবং একজন সৈনিক। হায়দার আলী (1761 থেকে 1782 সাল পর্যন্ত শাসন করেন) এবং তার বিখ্যাত পুত্র টিপু সুলতান (1782 থেকে 1799 সাল পর্যন্ত শাসন করেন) এর মতো শক্তিশালী শাসকদের নেতৃত্বে মহীশূর শক্তি বৃদ্ধি পেয়েছিল। যুদ্ধের হাতি সহ ঐতিহ্যবাহী ভারতীয় অস্ত্রের পাশাপাশি আর্টিলারি এবং রকেটের মতো পশ্চিমা সামরিক পদ্ধতিগুলি গ্রহণ করে, তিনি নিশ্চিত করেছিলেন যে তার বাহিনী তার ভারতীয় প্রতিদ্বন্দ্বীদের পরাভূত করতে পারে এবংতিনি ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তির পৃষ্ঠপোষকও ছিলেন এবং ভারতে রকেট প্রযুক্তির অগ্রদূত হিসাবে কৃতিত্ব লাভ করেন।  তিনি মহীশূরে ব্রিটিশ আক্রমণ থামাতে পরপর চারটি যুদ্ধ করেছিলেন, কিন্তু চতুর্থ যুদ্ধের সময় 4 মে 1799 তারিখে তিনি দুঃখজনকভাবে তার জীবন হারিয়েছিলেন। টিপু সুলতানকে মহীশূরের বাঘ হিসাবেও উল্লেখ করা হয়, যিনি মহীশূরের দক্ষিণ ভারতীয় রাজ্য শাসন করেছিলেন। টিপু নিজে জ্যাকবিন ক্লাবের সদস্য হয়েছিলেন এবং নিজেকে নাগরিক টিপু বলে অভিহিত করার অনুমতি দেন। 1782 সালের ডিসেম্বরে টিপু সুলতান তার পিতার (হায়দার আলী) মৃত্যুর পর মহীশূরের শাসক হন। 1784 সালে, তিনি ব্রিটিশদের সাথে শান্তি বজায় রাখেন এবং মহীশূরের বাঘ উপাধি পান।

185. নীচের সম্রাটদের মধ্যে কে “রাজকুমার সেলিম” নামে পরিচিত ছিলেন?
Ⓐ আকবর 
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ ঔরঙ্গজেব 
Ⓓ শাহজাহান

Explain : 1602 সালে যুবরাজ সেলিমের নির্দেশে আবুল ফজলকে হত্যা করা হয়েছিল, কারণ যুবরাজ সেলিম তাকে সম্রাট হওয়ার পথে বাধা মনে করেছিলেন। এই কাজটি সম্পাদনের জন্য রাজকুমার সেলিম নিয়োগ করেছিলেন বীর সিং বুন্দেলাকে। পরে তিনি ওর্চার শাসক হন। রাজকুমার সেলিম ছিলেন সম্রাট আকবরের জ্যেষ্ঠ পুত্র এবং তাঁর রাজকীয় নাম জাহাঙ্গীর।

186. নীচের কোন রাজবংশ ভারতে প্রায় একশ বছর রাজত্ব করেছে এবং যাদের আসল বংশগত নাম ছিল “মুইজ্জি" ?
Ⓐ খলজী
Ⓑ দাসবংশ
Ⓒ তুঘলক
Ⓓ বাহমনী

187. বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ⓐ আহমদ শাহ
Ⓑ মাহমুদ গাওয়ান
Ⓒ ফিরোজ শাহ বাহমানী
Ⓓ আলাউদ্দিন বাহমান শাহ

Explain : আলাউদ্দিন বাহমান শাহ (1347-1358) : 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন বাহমান শাহ বাহমানি রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি হাসান গাঙ্গু নামেও পরিচিত ছিলেন। তিনি তার পুত্র মুহাম্মদ শাহ প্রথম দ্বারা স্থলাভিষিক্ত হন।

188. সলবাই–এর সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয়?
Ⓐ ১৭৭২ সালে
Ⓑ ১৭৮০ সালে
Ⓒ ১৭৮১ সালে
Ⓓ ১৭৮২ সালে

Explain : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে 17ই মে 1782 সালে সলবাই চুক্তি স্বাক্ষরিত হয়। সলবাই মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় অবস্থিত। অর্থাৎ ওয়ারেন হেস্টিংস এবং মহাদাজি সিন্ধিয়ার মধ্যে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের ফলাফল নিষ্পত্তির জন্য দীর্ঘ আলোচনার পর মারাঠা সাম্রাজ্য এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদের দ্বারা 17ই মে 1782 সালে সলবাই চুক্তি স্বাক্ষরিত হয়।

189. দক্ষিণ ভারতে ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলী কোন যুদ্ধে সিন্ধিয়া ও ভোঁসলে কে পরাস্ত করেন?
Ⓐ অষ্টির যুদ্ধে 
Ⓑ কেরেগাঁও যুদ্ধে 
Ⓒ অসইয়ের যুদ্ধে 
Ⓓ দিশ এর যুদ্ধে 

190. কোন সন্ধির দ্বারা ইংরেজরা পেশবা-পদ লোপ করে?
Ⓐ সলবাইয়ের সন্ধি
Ⓑ পুনার সন্ধি
Ⓒ দেওগাঁওয়ের সন্ধি
Ⓓ পুরন্দরের সন্ধি

191. ‘অখিল শিখ রাষ্ট্র’ গঠনে উদ্যোগী হন কে?
Ⓐ জামান শাহ 
Ⓑ মহাসিংহ
Ⓒ রঞ্জিৎ সিং 
Ⓓ গুরু গোবিন্দ সিং

192. ১৮০৯ খ্রীষ্টাব্দে অমৃতসরের সন্ধি রঞ্জিৎ সিং ও ইংরেজ পক্ষের কার মধ্যে স্বাক্ষরিত হয়?
Ⓐ লর্ড ওয়েলেসলী  
Ⓑ লর্ড আমহার্স্ট  
Ⓒ লর্ড মিন্টো
Ⓓ  লর্ড কর্নওয়ালিস    

193. ১৮৩১ খ্রীষ্টাব্দে রঞ্জিৎ সিং এর সঙ্গে কে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন?
Ⓐ লর্ড আমহার্স্ট
Ⓑ লর্ড ওয়েলেসলী
Ⓒ লর্ড উইলিয়ম বেন্টিক 
Ⓓ লর্ড মিন্টো  

194.  ব্রিটিশ, আফগানিস্তান ও রঞ্জিৎ সিংহের ত্রিশক্তি চুক্তি কবে হয়?
Ⓐ ১৮৩০ খ্রিষ্টাব্দে  
Ⓑ ১৮৩৪ খ্রিষ্টাব্দে
Ⓒ ১৮৩৮ খ্রিষ্টাব্দে
Ⓓ ১৮৩৯ খ্রিষ্টাব্দে

195. ১৮৪৯ এ চিলিয়ানওয়ালা নামক স্থানে সংঘটিত দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?
Ⓐ লর্ড ক্লাইভ
Ⓑ হেনরী লরেন্স
Ⓒ ম্যাকডোনাল্ড
Ⓓ লর্ড গাফ

196. গন্ডোমাকের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
Ⓐ ১৮৭১, আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে
Ⓑ ১৮৭২, আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে 
Ⓒ ১৮৭৮, মহীশূর ও ব্রিটিশদের মধ্যে 
Ⓓ ১৮৭৮, আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে  

197.  ব্রিটিশ সরকার কবে শিল্প কমিশন নিয়োগ করে?
Ⓐ ১৯১৬ খ্রিষ্টাব্দে 
Ⓑ ১৯১৭ খ্রিষ্টাব্দে
Ⓒ ১৯১৮ খ্রিষ্টাব্দে
Ⓓ ১৯২০ খ্রিষ্টাব্দে

198. ‘ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ’ নামে পরিচিত ব্রাহ্মসমাজের নতুন শাখাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?    
Ⓐ রামমোহন রায়      
Ⓑ দেবেদ্রনাথ ঠাকুর  
Ⓒ অক্ষয়কুমার দত্ত 
Ⓓ কেশবচন্দ্র সেন

199. জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নারী মুক্তির কথা লিখতে থাকেন?
Ⓐ জর্জ স্যান্ড
Ⓑ প্রথম লিওপোল্ড
Ⓒ লা-মার্টিন
Ⓓ ভিক্টর হুগো

200. ভারতের প্রথম ভাইসরয় (Viceroy) কে? 
Ⓐ চার্লস উড
Ⓑ হেনরি ডান্ডাস
Ⓒ লর্ড অকল্যান্ড
Ⓓ লর্ড স্ট্যানলি

Explain : ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। ‘ভাইসরয়’ শব্দের অর্থ রাজপ্রতিনিধি। প্রথম ভারত সচিব ছিলেন লর্ড স্ট্যানলি (Stanley)। লন্ডনের ইন্ডিয়া হাউস ছিল তাঁর সদর দপ্তর। দ্বিতীয় ভারতে সচিব ছিলেন চার্লস উড।


201. কার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দদের পরাজিত করতে সফল হন?
Ⓐ পাণিনি
Ⓑ চাণক্য
Ⓒ বিন্দুসার
Ⓓ বাণভট্ট

Explain :  চাণক্য , যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। তিনি একজন শিক্ষক, দার্শনিক, অর্থনীতিবিদ, আইনবিদ এবং রাজকীয় উপদেষ্টা ছিলেন। অর্থশাস্ত্র নামে প্রাচীন ভারতীয় রাজনৈতিক গ্রন্থ তিনি রচনা করেন। চাণক্য নন্দ রাজবংশের পতন ঘটাতে চন্দ্রগুপ্ত মৌর্যকে সহায়তা করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চাণক্যের কৌশলগত পরিকল্পনা এবং রাজনৈতিক বুদ্ধিমত্তা চন্দ্রগুপ্তের বিজয় এবং পরবর্তী শাসনে সহায়ক ছিল।

202. Eighteen Fifty-Seven গ্রন্থটির রচয়িতা কে?
Ⓐ সুরেন্দ্রনাথ সেন
Ⓑ রমেশচন্দ্র মজুমদার
Ⓒ বি. ডি. সাভারকার
Ⓓ শশীভূষণ দাশগুপ্ত

Explain :  ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ওপর রচিত গ্রন্থ গুলির রচয়িতা : The Sepoy Mutiny and the Revolt of 1857 – ড. রমেশচন্দ্র মজুমদার । Eighteen Fifty-Seven — ড. সুরেন্দ্রনাথ সেন। The War of Indian Independence—বি. ডি. সাভারকর। Civil Rebellion in the Indian Mutinies, 1857-58 ড. শশীভূষণ চৌধুরী। 

203. ভারত ইতিহাসে প্রথম আন্তর্জাতিক চুক্তি হিসেবে পরিগণিত হয়?
Ⓐ কাশী-কোশলের গণরাজ্যগুলির মধ্যে স্বাক্ষরিত চুক্তি
Ⓑ অশোক ও গ্রিক শাসকদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি
Ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তি
Ⓓ সিংহলরাজের সঙ্গে সমুদ্রগুপ্তের স্বাক্ষরিত চুক্তি

204. চন্দ্রগুপ্ত হলেন 'ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা – কথাটি কে বলেন?
Ⓐ ভিনসেন্ট স্মিথ
Ⓑ হেমচন্দ্র রায়চৌধুরী
Ⓒ রমেশচন্দ্র মজুমদার
Ⓓ রণবীর চক্রবর্তী

205. মৌর্য সাম্রাজ্য সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়।
Ⓐ কৃষিতে তারা শুধুমাত্র কাঠের যন্ত্রপাতিই ব্যবহার করত
Ⓑ ভৌগোলিক কারণে মগধ ছিল কৃষির জন্য উপযুক্ত
Ⓒ মগধকে কেন্দ্র করে মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠে
Ⓓ ভূমিকর ছিল মৌর্যদের আয়ের প্রধান উৎস

206. রাজ্যাভিষেকের পরে কততম বর্ষে অশোক কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হন?
Ⓐ ষষ্ঠ বর্ষে
Ⓑ সপ্তম বর্ষে
Ⓒ অষ্টম বর্ষে
Ⓓ দ্বাদশ বর্ষে

207. ফঁতেনব্লু চুক্তি হয়েছিল—
Ⓐ ১৮০৫ খ্রিস্টাব্দে
Ⓑ ১৮০৬ খ্রিস্টাব্দে
Ⓒ ১৮০৭ খ্রিস্টাব্দে
Ⓓ ১৮০৮ খ্রিস্টাব্দে

Explain : নেপোলিয়ন স্পেনের সঙ্গে ফঁতেনব্লু-এর গোপন সন্ধি (১৮০৭ খ্রি.) স্বাক্ষর করেন। এই সন্ধির দ্বারা স্থির হয় যে— ফ্রান্স ও স্পেনের যৌথ বাহিনী পোর্তুগাল আক্রমণ করবে। এবং যুদ্ধে জয়লাভের পর পোর্তুগাল ও তার উপনিবেশগুলি ফ্রান্স ও স্পেন ভাগ করে নেবে।

208. 'বার্লিন ডিক্রি' কবে জারি হয়েছিল—
Ⓐ ১৮০০ খ্রিস্টাব্দে
Ⓑ ১৮০৬ খ্রিস্টাব্দে
Ⓒ ১৮১০ খ্রিস্টাব্দে
Ⓓ ১৮১৪ খ্রিস্টাব্দে

Explain :  নেপোলিয়ন ‘মহাদেশীয় অবরোধ ব্যবস্থা' কার্যকর করার উদ্দেশ্যে যেসব হুকুমনামা জারি করেন, সেগুলির মধ্যে অন্যতম ছিল বার্লিন ডিক্রি।ফরাসি সম্রাট নেপোলিয়ন ১৮০৬ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্লিন ডিক্রি জারি করেন। এতে বলা হয়— ইংল্যান্ড বা তার উপনিবেশগুলির
কোনো জাহাজ ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। এসব দেশে কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে।

209. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ ভারত সরকার ১৮৭৯ সালে কৃষিজীবীদের উপশম আইন (Agriculturists' Relief Act) পাশ করেন?
Ⓐ সাঁওতাল বিদ্রোহ
Ⓑ নীল বিদ্রোহ
Ⓒ পাইক বিদ্রোহ
Ⓓ দাক্ষিণাত্য দাঙ্গা বা কৃষক বিদ্রোহ

Explain :  বহিরাগত মহাজন বা সাউকারদের শোষণের প্রতিবাদে মহারাষ্ট্রের তুলা চাষিরা ১৮৭৫ খ্রিস্টাব্দে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে। এটি 'দাক্ষিণাত্য দাঙ্গা' নামে পরিচিত। এই প্রেক্ষাপটে কৃষিজীবীদের অসুবিধা দূর করার জন্য সরকার ১৮৭৯ খ্রিস্টাব্দে কৃষিজীবীদের উপশম আইন (Agriculturists' Relief Act) পাশ করে।

210. আইবেরীয় উপদ্বীপ বলতে বোঝায়?
Ⓐ পোর্তুগাল
Ⓑ স্পেন
Ⓒ সুইটজারল্যান্ড
Ⓓ পোর্তুগাল ও স্পেন

211. এডিক্ট অব নান্তে কে ঘোষণা করে?
Ⓐ নেপোলিয়ন
Ⓑ চতুর্থ হেনরি
Ⓒ দশম চার্লস
Ⓓ দশম লুই

212.  শিক্ষাব্যবস্থার 'Magna Carta' হিসাবে কোনটি পরিচিত? 
Ⓐ মেকলের মিনিট       
Ⓑ হান্টার কমিশনের রিপোর্ট      
Ⓒ উডের ডেসপ্যাচ   
Ⓓ কোনোটিই নয়

Explain : ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য লর্ড হার্ডিঞ্জ ১৮৪৪ সালে ঘোষণা করেন যে, সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজকে আরও উৎসাহিত করার জন্য ১৮৫৪ সালের ১৯শে জুলাই  কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামা 'উডের ডেসপ্যাস' নামে পরিচিত।

213. কলিঙ্গ বিজয়ের কথা কোন লেখ থেকে জানা যায়?
Ⓐ নক্‌স-ই-রুস্তম
Ⓑ বেহিস্তান লেখ
Ⓒ হামদান লেখ
Ⓓ খারবেলের হাতিগুম্ফা লেখ

214. চন্দ্রগুপ্তের আমলে সৌরাষ্ট্রের শাসনকর্তা ছিলেন?
Ⓐ ধননন্দ
Ⓑ নবনন্দ
Ⓒ বৈশ্য পুষ্যগুপ্ত
Ⓓ সৌরভূম

215. ‘পোড়ামাটির নীতি’ কারা অনুসরণ করেছিল?
Ⓐ ইংরেজরা
Ⓑ পোর্তুগিজরা
Ⓒ ফরাসিরা
Ⓓ রুশরা

Explain :  ‘পোড়ামাটির নীতি’ হল যুদ্ধের একপ্রকার রণকৌশল। এতে শত্রুদলের অগ্রগতির সময় নিজ দেশের সম্পদ ধ্বংস করে সেনাদের পিছু হটানো হয় ৷ নেপোলিয়ন বাহিনীর বিরুদ্ধে রুশ সেনাপ্রধান কুটুসফ (kutusoff) ‘পোড়ামাটি নীতি' নিয়েছিলেন।

216. রাশিয়া অভিযানে নেপোলিয়ন গঠন করেন—
Ⓐ স্প্যানিশ আর্মাডা
Ⓑ আইবেরীয় আর্মি
Ⓒ কিংডম অব ওয়েস্টফেলিয়া
Ⓓ গ্রাদ আর্মি

Explain :  'গ্রাদ আর্মি' ছিল নেপোলিয়নের অত্যন্ত শক্তিশালী সেনাদল। নেপোলিয়ন তাঁর ‘গ্রাদ আর্মি' নিয়ে ১৮১২ খ্রিস্টাব্দে রাশিয়া অভিযান করলে সেখানে প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যাভাব, মারণ রোগ, রুশ গেরিলা সেনাদের আক্রমণ প্রভৃতি কারণে এই বাহিনীর বৃহদাংশ ধ্বংস হয় ৷

217. গুপ্ত সম্রাটদের সঠিক ক্রমটি হল?
Ⓐ প্রথম চন্দ্রগুপ্ত–সমুদ্রগুপ্ত–শ্রীগুপ্ত–দ্বিতীয় চন্দ্ৰগুপ্ত
Ⓑ শ্রীগুপ্ত–প্রথম চন্দ্রগুপ্ত–সমুদ্রগুপ্ত–দ্বিতীয় চন্দ্ৰগুপ্ত
Ⓒ শ্রীগুপ্ত–প্রথম চন্দ্রগুপ্ত–দ্বিতীয় চন্দ্রগুপ্ত–সমুদ্রগুপ্ত
Ⓓ শ্রীগুপ্ত–সমুদ্রগুপ্ত–প্রথম চন্দ্রগুপ্ত–দ্বিতীয় চন্দ্ৰগুপ্ত

218. মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ ছিল?
Ⓐ সামাজিক সংকট
Ⓑ ধর্মকেন্দ্রিক সমস্যা 
Ⓒ অর্থনৈতিক সংকট
Ⓓ শুল্ক প্রত্যাহার

219. 'দেশ যে দেউলিয়া তা ঔরঙ্গজেবের মৃত্যুর পর স্পষ্ট হয়ে যায়'—কথাটি কে বলেন?
Ⓐ সতীশচন্দ্ৰ
Ⓑ মোরল্যান্ড
Ⓒ ভিনসেন্ট স্মিথ
Ⓓ আর চম্পকলক্ষ্মী

220. মুঘল যুগে ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়া জমি কী নামে পরিচিত ছিল?
Ⓐ মদদ-ই-মাশ
Ⓑ জায়গির
Ⓒ তাকাভি
Ⓓ পাটোয়ারি


221. কোন যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত?
Ⓐ নীলনদের যুদ্ধ
Ⓑ পেনিনসুলালের যুদ্ধ
Ⓒ লাইপজিগের যুদ্ধ
Ⓓ ফ্রিডল্যান্ডের যুদ্ধ

Explain :  চতুর্থ শক্তিজোটের বিভিন্ন সদস্য-রাষ্ট্র ১৮১৩ খ্রিস্টাব্দে জার্মানির লাইপজিগের যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করে। এটি লাইপজিগের বা জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। ইউরোপের প্রায় ১৩টি রাষ্ট্র লাইপজিগের যুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে অংশ নেয়। এজন্য এই যুদ্ধকে ‘জাতিসমূহের যুদ্ধ' বলা হয় ৷

222. ক্রেমেন্দ্র ও সোমদেবের রচনাতে কাকে 'পূর্ব নন্দসূত' বা 'নন্দশাসকের পুত্র' বলে অভিহিত করা হয়েছে?
Ⓐ অশোক
Ⓑ বিন্দুসার
Ⓒ বিম্বিসার
Ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য

223. কাংড়া দুর্গ কে জয় করেন?
Ⓐ শাহ জাহান
Ⓑ জাহাঙ্গির
Ⓒ বাবর
Ⓓ হুমায়ুন

224. মুঘল শাসনব্যবস্থায় তাকাভি ছিল?
Ⓐ আয়কর
Ⓑ কৃষিঋণ
Ⓒ ধর্মকর
Ⓓ হিসাব কর

225. শের শাহের আমলে ‘দেওয়ান-ই-ওয়াজিরাত' বলতে বোঝাত?
Ⓐ সামরিক বিভাগের মন্ত্রী
Ⓑ প্রধানমন্ত্রী
Ⓒ বিচারক 
Ⓓ অর্থ ও রাজস্বমন্ত্রী

226. প্রাচীন ভারতের ইতিহাসে 'নিউটন' নামে অভিহিত হন—
Ⓐ আর্যভট্ট
Ⓑ বরাহমিহির
Ⓒ বাণভট্ট
Ⓓ ব্রহ্মগুপ্ত

227. অর্ডার্স-ইন-কাউন্সিল ঘোষণা করে—
Ⓐ ইংল্যান্ড
Ⓑ রাশিয়া
Ⓒ স্পেন
Ⓓ পোর্তুগাল

228. শের শাহের আমলে দেওয়ান-ই-আরজ বলতে বোঝাত?
Ⓐ বিচারবিভাগের প্রধান
Ⓑ সামরিক বিভাগের মন্ত্রী
Ⓒ রাজস্বমন্ত্রী
Ⓓ প্রধানমন্ত্রী

229. বিজাপুর এবং গোলকোণ্ডাকে পরাজিত করে কে তাদের করদ রাজ্যে পরিণত করেছিলেন?
Ⓐ আকবর
Ⓑ শাহ জাহান
Ⓒ ঔরঙ্গজেব
Ⓓ বাবর

230. কার রাজত্বকালকে 'Golden Age' বলে অভিহিত করা হয়?
Ⓐ জাহাঙ্গির
Ⓑ আকবর
Ⓒ শাহ জাহান
Ⓓ ঔরঙ্গজেব

231. ওয়াটারলু-এর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন?
Ⓐ নেলসন
Ⓑ ইয়র্ক
Ⓒ ডিউক অব ওয়েলিংটন 
Ⓓ মার্শাল জুনো 

Explain : ১৮১৫ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন এবং ইংল্যান্ড ও প্রাশিয়ার যৌথ বাহিনীর মধ্যে ওয়াটারলু-এর যুদ্ধ হয় । এই  যুদ্ধে নেপোলিয়ন ইংরেজ সেনাপতি ডিউক অব ওয়েলিংটন ও প্রাশীয় সেনাপতি ব্লকারের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন ১৫ জুলাই, ১৮১৫ খ্রি. তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়।

232. “স্পেনীয় ক্ষত আমাকে ধ্বংস করেছে” একথা বলেছেন?
Ⓐ রোবসপিয়ার
Ⓑ রাজা ষোড়শ লুই
Ⓒ জার আলেকজান্ডার
Ⓓ নেপোলিয়ন

Explain :  নেপোলিয়ন স্পেন দখল করে স্পেন, পোর্তুগাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে উপদ্বীপীয় যুদ্ধে (১৮০৮-১৮১৪ খ্রি.) জড়িয়ে পড়েন। যুদ্ধে তাঁর পরাজয় ঘটে এবং তাঁর ভাবমূর্তি নষ্ট হয়। পরাজিত ফ্রান্সের ব্যাপক আর্থিক ও সামরিক ক্ষতি হলে ফ্রান্সের দুর্বলতা প্রকাশে এসে পড়ে। ফলে নেপোলিয়নের বিরুদ্ধে আবার শক্তিজোট গড়ে ওঠে যার কাছে নেপোলিয়নের পরাজয় ও পতন ঘটে। এজন্য তিনি এই যুদ্ধকে ‘স্পেনীয় ক্ষত' বলেছেন।

233. পিতা হুমায়ুনের মৃত্যুর সময়ে আকবরের অভিভাবক কে ছিলেন?
Ⓐ হিমু
Ⓑ বৈরাম খাঁ
Ⓒ বিক্রম সিংহ
Ⓓ মির শাহ

234. পানিপতের দ্বিতীয় যুদ্ধে (১৫৫৬ খ্রিস্টাব্দ) আকবর কাকে পরাজিত করেন?
Ⓐ রানা সংগ্রাম সিংহকে
Ⓑ বৈরাম খাঁকে
Ⓒ শের শাহকে
Ⓓ হিমুকে

235. ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রথম কে স্বৈরাতান্ত্রিক রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন?
Ⓐ লুই ফিলিপ
Ⓑ তৃতীয় নেপোলিয়ন
Ⓒ নেপোলিয়ন বোনাপার্ট
Ⓓ লুই নেপোলিয়ন

236. ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
Ⓐ ১৮১৫ খ্রিস্টাব্দে
Ⓑ ১৮১৬ খ্রিস্টাব্দে
Ⓒ ১৮১৭ খ্রিস্টাব্দে
Ⓓ ১৮১৮ খ্রিস্টাব্দে

Explain :  মেটারনিখের সভাপতিত্বে ভিয়েনা সম্মেলন ১৮১৫ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হয়। ভিয়েনা সম্মেলনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন—অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ। রুশ জার প্রথম আলেকজান্ডার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসলরি এবং ফ্রান্সের প্রতিনিধি তালির। মেটারনিখ ছিলেন ভিয়েনা সম্মেলনের সভাপতি ।

237. নীচের কোন রাষ্ট্রটি ‘বিগ ফোর’-এর সঙ্গে যুক্ত ছিল না?
Ⓐ ফ্রান্স
Ⓑ অস্ট্রিয়া
Ⓒ রাশিয়া
Ⓓ ইংল্যান্ড

Explain :  ১৮১৫ সময়কালে চারটি দেশকে অর্থাৎ অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ডকে ‘বিগ-ফোর' বোঝানো হয়েছে। ভিয়েনা সম্মেলনে (১৮১৫ খ্রি.) উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। 

238. “উত্তম ইউরোপীয় গ্রন্থাগারের মাত্র একটি আলমারিই আরব ও ভারতের সমগ্র সাহিত্যের সমকক্ষ।”—কে বলেছিলেন?
Ⓐ স্যার চার্লস উড
Ⓑ টমাস ব্যাবিংটন মেকলে
Ⓒ মাইকেল স্যাডলার
Ⓓ লর্ড কার্জন

239. কত সালে কার্লাইল সার্কুলার জারি হয়?
Ⓐ 1905
Ⓑ 1906
Ⓒ 1908
Ⓓ 1919

Explain :  বাংলার মুখ্য সচিব টমাস কার্লাইল 22শে অক্টোবর 1905 সালে জারি করেছিলেন। পরিপত্রে বলা হয়েছে, ‘কোন কলেজ সরকারি আদেশ অমান্য করলে এবং শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে দিলে ওই প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হবে না। এটাকে দাসত্ব ঘোষণা বলা হয়। ভারতীয় যুবকরা যখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে পাশ্চাত্য শিক্ষার বিরোধিতা শুরু করে তখন এটি জারি করা হয়।

240. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?
Ⓐ অ্যানি বেসান্ত
Ⓑ সরোজিনী নাইডু
Ⓒ বিজয়লক্ষ্মী পণ্ডিত
Ⓓ অরুণা আসফ আলি

241. “কংগ্রেসের আন্দোলন না জনতার দ্বারা অনুপ্রাণিত, না তাঁদের দ্বারা পরিকল্পিত”–কে বলেছিলেন?
Ⓐ লালা লাজপত রায়
Ⓑ লর্ড ডাফরিন
Ⓒ লর্ড কার্জন
Ⓓ স্যার সৈয়দ আহমেদ খান

242. 1892 সালে ভারতে প্রথম নীল কারখানা স্থাপন করেন?
Ⓐ এফ মার্টিন
Ⓑ জর্জ ইউল 
Ⓒ লুই বোনার
Ⓓ কার্ল ব্ল্যাম

243. ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম ছিল?
Ⓐ রাজ্যশ্রী
Ⓑ মণিকর্ণিকা তাম্বে 
Ⓒ অহল্যা
Ⓓ রাজলক্ষ্মী

244. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন—
Ⓐ উইলিয়াম কেলভিন
Ⓑ এইচ টি প্রিন্সেপ
Ⓒ আলেকজান্ডার ডাফ
Ⓓ জেমস উইলসন


245. কত সালে 'ভার্নাকুলার প্রেস অ্যাক্ট' পাস হয়?
Ⓐ 1870
Ⓑ 1874
Ⓒ 1876
Ⓓ 1878

246. ভারতের জাতীয় আয় নির্ধারণের প্রথম প্রয়াস গ্রহণ করেছিলেন—
Ⓐ দাদাভাই নৌরজি
Ⓑ রমেশচন্দ্র দত্ত
Ⓒ এম জি রানাডে
Ⓓ সত্যেন্দ্রনাথ ঠাকুর

247. রাশিয়ায় ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয়?
Ⓐ ১৮৫৫ খ্রি
Ⓑ ১৮৬১ খ্রি
Ⓒ ১৮৭১ খ্রি
Ⓓ ১৮৮১ খ্রি

248. ‘নারদ' কথার অর্থ—
Ⓐ মন্ত্ৰী
Ⓑ রাজা
Ⓒ জনগণ 
Ⓓ কর্মচারী

249. সোভিয়েত পার্লামেন্টের নাম—
Ⓐ সেনেট
Ⓑ মজলিস
Ⓒ ডুমা
Ⓓ ডায়েট

250. এঙ্গেলসের রচিত নিজস্ব গ্রন্থ কোনটি?
Ⓐ প্রাইভেট প্রপারটি অ্যান্ড দ্য স্টেট
Ⓑ ইম্পিরিয়ালিজম
Ⓒ কমিউনিস্ট ম্যানিফেস্টো
Ⓓ দাস ক্যাপিটাল

251. ‘নৈরাজ্যবাদের জনক' হলেন?
Ⓐ রবার্ট ওয়েন
Ⓑ পিয়ের জোসেফ প্রধোঁ
Ⓒ হেনরি সেন্ট সাইমন
Ⓓ লুই রাঁ

252. 'ইন্ডিয়া উইনস ফ্রিডম' গ্রন্থটির রচয়িতা কে?
Ⓐ জে বি কৃপালনী
Ⓑ আবুল কালাম আজাদ
Ⓒ পট্টভি সীতারামাইয়া
Ⓓ জওহরলাল নেহরু

253. নীল বিদ্রোহের ওপর লেখা 'The Blue Mutiny' গ্রন্থের রচয়িতা কে?
Ⓐ ব্লেয়ার ক্লিং
Ⓑ জেমস লঙ্
Ⓒ হরিশচন্দ্র মুখোপাধ্যায়
Ⓓ পার্সিভ্যাল স্পিয়ার

254. স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম ছিল—
Ⓐ গৌরী শঙ্কর
Ⓑ অভি শঙ্কর
Ⓒ দয়া শঙ্কর
Ⓓ মূল শঙ্কর

255. 'Polish Corridor' কোন দুই দেশকে বিভক্ত করেছে?
Ⓐ সার্বিয়া ও রোমেনিয়া
Ⓑ অস্ট্রিয়া ও হাঙ্গেরি
Ⓒ হাঙ্গেরি ও রোমেনিয়া
Ⓓ ইস্ট ও ওয়েস্ট প্রাশিয়া

256. 'সভ্যতার সংকট' গ্রন্থের লেখক কে? 
Ⓐ অতীন বন্দ্যোপাধ্যায়
Ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓒ রুশো
Ⓓ দান্তে

257. ‘কালো বৃহস্পতিবার' হিসেবে চিহ্নিত 1929 খ্রিস্টাব্দের—
Ⓐ ২৪ অক্টোবর
Ⓑ ২৪ নভেম্বর
Ⓒ ৩১ অক্টোবর
Ⓓ ৩১ নভেম্বর

258. ‘হুভার স্থগিতকরণ' জারি হয়?
Ⓐ ১৯৩০ খ্রি.
Ⓑ ১৯৩১ খ্রি.
Ⓒ ১৯০২ খ্রি. 
Ⓓ ১৯১৭ খ্রি.

259. ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
Ⓐ হিটলার
Ⓑ ভিক্টর ইমান্যুয়েল
Ⓒ মুসোলিনি
Ⓓ ফ্রেডরিখ ইবার্ট

260. ভাইমার প্রজাতন্ত্রের শেষ প্রেসিডেন্ট কে ছিলেন?
Ⓐ ডেক্সলার
Ⓑ ফ্রেডরিখ ইবার্ট
Ⓒ হিটলার
Ⓓ হিন্ডেনবার্গ

261. রাইখস্ট্যাগ হল—
Ⓐ ইটালির গুপ্ত সমিতি
Ⓑ রাশিয়ার আইনসভা
Ⓒ ভিয়েনা সম্মেলনের স্থান
Ⓓ জার্মানির আইনসভা

262. ভারতে মুদ্রণ যন্ত্রের প্রচলন করেন?
Ⓐ পোর্তুগিজ মিশনারি
Ⓑ ব্রিটিশ মিশনারি
Ⓒ ওলন্দাজ ব্যবসায়ী
Ⓓ ব্রিটিশ ব্যবসায়ী

263. 1799 খ্রিস্টাব্দে ‘সেন্সরশিপ অব প্রেস অ্যাক্ট' প্রবর্তন করেন—
Ⓐ লর্ড ওয়েলেসলি
Ⓑ লর্ড রিপন
Ⓒ লর্ড ক্যানিং
Ⓓ লর্ড লিটন

264. আগাদির বন্দরে ‘প্যান্থার' নামক যুদ্ধজাহাজ পাঠায়?
Ⓐ ফ্রান্স
Ⓑ রাশিয়া
Ⓒ জার্মানি
Ⓓ ইংল্যান্ড

265. জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে ১৯১৮ খ্রিস্টাব্দের—
Ⓐ ১১ সেপ্টেম্বর
Ⓑ ১১ নভেম্বর
Ⓒ ১১ অক্টোবর
Ⓓ ১১ ডিসেম্বর

266. রাশিয়ার পুরোনো বর্ষপঞ্জির সঙ্গে নতুন বম্পঞ্জির পার্থক্য?
Ⓐ ১৩ দিনের
Ⓑ ১৪ দিনের
Ⓒ ১৫ দিনের
Ⓓ ১৬ দিনের

267. কোন জারের আমলে রাশিয়ায় নিহিলিজম আন্দোলন হয়?
Ⓐ দ্বিতীয় আলেকজান্ডার
Ⓑ পিটার দ্য গ্রেট
Ⓒ দ্বিতীয় নিকোলাস
Ⓓ প্রথম নিকোলাস

268. কোন আন্দোলনকে রুশ নবজাগরণের শুকতারা’ বলে?
Ⓐ ডিসেম্ব্রিস্ট
Ⓑ বলশেভিক
Ⓒ মেনশেভিক
Ⓓ নিহিলিস্ট

269. তৃতীয় আন্তর্জাতিক বা কমিন্টার্ন প্রতিষ্ঠিত হয়—
Ⓐ মস্কোতে 
Ⓑ বুখারেস্টে
Ⓒ জেনেভায়
Ⓓ তাসখন্দে

270. কোন সময়কে ঐতিহাসিকরা ‘সশস্ত্র শান্তির যুগ' বা ‘Era of Armed Peace' বলে অভিহিত করেন?
Ⓐ ১৮৭১-১৯১৩ খ্রি.পর্যন্ত
Ⓑ ১৯২০-১৯৩৯ খ্রি. পর্যন্ত
Ⓒ ১৯৩৯-১৯৪৫ খ্রি. পর্যন্ত
Ⓓ ১৯১৪-১৯১৮ খ্রি. পর্যন্ত

271. হরপ্পা সভ্যতার নগরের নকশাগুলি ছিল?
Ⓐ গোলাকৃতি
Ⓑ অর্ধবৃত্তাকার
Ⓒ ত্রিকোণাকৃতি
Ⓓ চৌকো আকারের

272. এর কোনটি বর্ণাশ্রমের অংশ নয়?
Ⓐ ব্রাহ্মণ
Ⓑ শূদ্র
Ⓒ ক্ষত্রিয়
Ⓓ নৃপতি

273. সিন্ধু উপত্যকার দখল নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে কোন গ্রিক প্রশাসকের যুদ্ধ বাঁধে?
Ⓐ মেগাস্থিনিস
Ⓑ এলডার পোরোস
Ⓒ সেলুকাস নিকেটর
Ⓓ উপরের কেউ নয় 

274.মেগাস্থিনিসের লেখা থেকে কোন নগরের প্রশাসনিক কার্যকলাপের কথা জানা যায়?
Ⓐ বৈশালী
Ⓑ পাটলিপুত্ৰ
Ⓒ স্থানীশ্বর
Ⓓ কৌশাম্বী

275. ‘পাদশাহ বেগম' কাকে বলা হয়?
Ⓐ গুলবদান বেগমকে
Ⓑ জেবুউন্নিসাকে
Ⓒ মমতাজ মহলকে
Ⓓ নুরজাহানকে

276. ‘স্কন্দগুপ্তের আমলে স্বর্ণমুদ্রার ওজন বাড়িয়ে করা হয়?
Ⓐ ১৪৪ গ্রেন
Ⓑ ১৫৪ গ্রেন
Ⓒ ১৬৪ গ্রেন
Ⓓ ১৭০ গ্রেন

277. জাহাঙ্গির (1615) খ্রি: মেবারের কোন রাজার সঙ্গে সন্ধি করেছিলেন?
Ⓐ অমরসিংহ
Ⓑ প্ৰতাপসিংহ
Ⓒ উদয়সিংহ
Ⓓ জয়সিংহ

278. ‘গাথাসপ্তশতী' লেখা হয়?
Ⓐ পালি ভাষায়
Ⓑ প্রাকৃত ভাষায়
Ⓒ ব্রাহ্মী লিপিতে
Ⓓ সংস্কৃত ভাষায়

279. কাকে ‘রাজকীয় পোশাকে আবৃত একজন দরবেশ' ও ‘জিন্দাপীর’ বলা হত?
Ⓐ জাহাঙ্গির
Ⓑ আকবর
Ⓒ ঔরঙ্গজেব
Ⓓ শাহজাহান

280. নীচের কোন অঞ্চলটি শাহজাহানের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যভুক্ত হয়?
Ⓐ আহম্মদনগর
Ⓑ বিজাপুর
Ⓒ খান্দেশ
Ⓓ গোলকুন্ডা

281. ভারতীয় স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলাগুলি মূলত কী থেকে অনুপ্রাণিত হত?
Ⓐ সামাজিক ধ্যানধারণা
Ⓑ অর্থনৈতিক ধ্যানধারণা
Ⓒ ধর্মীয় ধ্যানধারণা
Ⓓ রাজনৈতিক ধ্যানধারণা

282. মুঘল যুগে কোন বৈদেশিক বাণিজ্যিক সংস্থা প্ৰথম ভারতে আসে?
Ⓐ পোর্তুগিজ
Ⓑ ব্রিটিশ
Ⓒ ডাচ
Ⓓ ড্যানিস

283. ভারতে লক্ষ্মণাব্দের সূচনা হয় কত খ্রিস্টাব্দে?
Ⓐ ১১৭৯ খ্রিস্টাব্দে
Ⓑ ১১৯৬ খ্রিস্টাব্দে
Ⓒ ১২১১ খ্রিস্টাব্দে
Ⓓ ১৩২৫ খ্রিস্টাব্দে

284. আকবর কবে এলাহি সম্বৎ চালু করেন?
Ⓐ ১৫৬৭ খ্রিস্টাব্দে
Ⓑ ১৫৬২ খ্রিস্টাব্দে
Ⓒ ১৫৮৩ খ্রিস্টাব্দে
Ⓓ ১৫০৬ খ্রিস্টাব্দে

285. ভারতে আকবর কত খ্রিস্টাব্দে বঙ্গাব্দ-র সূচনা করেন?
Ⓐ ১৫৮৬ খ্রিস্টাব্দে
Ⓑ ১৫৮৪ খ্রিস্টাব্দে
Ⓒ ১৫৬২ খ্রিস্টাব্দে
Ⓓ ১৫৯৫ খ্রিস্টাব্দে


286. ‘আধুনিক রাশিয়ার জনক' কাকে বলা হয়?
Ⓐ চতুর্থ আইভাল
Ⓑ পিটার দ্য গ্রেট
Ⓒ প্রথম আলেকজান্ডার
Ⓓ মিখাইল রোমানভ

287.1547 খ্রিস্টাব্দে প্রথম 'জার' উপাধি গ্রহণ করেন?
Ⓐ চতুর্থ আইভান
Ⓑ প্রথম আলেকজান্ডার
Ⓒ পিটার দ্য গ্রেট
Ⓓ মিখাইল রোমানভ 

288. ‘রাজনৈতিক ডাকাতির লক্ষ্য হলো সরকারি ধন প্রাপ্ত করা'—একথা বলেছিলেন?
Ⓐ সূর্য সেন
Ⓑ ভগৎ সিং
Ⓒ রামপ্রসাদ বিসমিল
Ⓓ চন্দ্রশেখর আজাদ

289. গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হত?
Ⓐ সামন্ত ব্যবস্থা
Ⓑ কার্ষাপণ
Ⓒ অগ্রহার ব্যবস্থা
Ⓓ বণিক গ্রাম

290. 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে নীচের কোন পর্যবেক্ষণটি সঠিক নয়?
Ⓐ এটি ছিলো অহিংস আন্দোলন
Ⓑ এটি মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল
Ⓒ এটি ছিল স্বতঃস্ফূর্ত গণবিপ্লব
Ⓓ সাধারণভাবে এটি শ্রমিক শ্রেণীকে আকৃষ্ট করেনি

291. কাকে ‘দক্ষিণ ভারতের জ্বালামুখী' বলে অভিহিত করা হয়?
Ⓐ রামস্বামী নায়ার
Ⓑ কে. আর. আয়েঙ্গার
Ⓒ সত্যমূর্তি
Ⓓ রাধাকৃষ্ণান

292. কোন মোগল সম্রাট দরবারে সমস্ত রকম বিনোদন নিষিদ্ধ করেন?
Ⓐ শাহজাহান
Ⓑ আকবর
Ⓒ ঔরঙ্গজেব
Ⓓ জাহাঙ্গির

293. শিবাজির অভিভাবক কে ছিলেন?
Ⓐ রামদাস
Ⓑ দাদাদি কোন্ডদেব
Ⓒ জিজাবাঈ
Ⓓ শাহজি

294. শিবাজির রাজ্যাভিষেক কবে, কোথায় হয়েছিল?
Ⓐ 1671, পুরন্দর দুর্গে
Ⓑ 1676, আসিরগড় দুর্গে
Ⓒ 1673, গিরি দুর্গে
Ⓓ 1674, রায়গড় দুর্গে
 
295. নীচের কে নুরজাহান চক্রের সদস্য ছিলেন?
Ⓐ শের আফগান
Ⓑ যুবরাজ খুররম
Ⓒ ইতিমাদউদদোলা
Ⓓ আসফ ঝা

296. আবু নাসের-বিন-উৎবি রচিত সুলতান মাহমুদের শাসনকাল জানা যায় যে গ্রন্থটি থেকে, তা হল—
Ⓐ কিতাব-উল-ইয়ামিনি
Ⓑ শাফিনাত-উল-আউলিয়া
Ⓒ মাজমা-উল-বাহরিন
Ⓓ মুন্তাখাব-উৎ-তওয়ারিখ

297. দিল্লির লোদি শাসকদের ইতিহাস সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ উপাদান হল—
Ⓐ আকবরনামা
Ⓑ তারিখ-ই সালাতিন-ই-আফগানা
Ⓒ আলমগিরনামা
Ⓓ বাদশাহনামা

298. দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯ -১৯৪৫) প্রত্যক্ষ কারণ ছিল?
Ⓐ জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ
Ⓑ ইটালির আবিসিনিয়া আক্রমণ
Ⓒ জার্মানির রাশিয়া আক্রমণ
Ⓓ হিটলারের পোল্যান্ড আক্রমণ

299. র‍্যাপলো চুক্তি (1922) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ⓐ জার্মানি - রাশিয়া
Ⓑ ফ্রান্স - ইতালি
Ⓒ জার্মানি - ফ্রান্স
Ⓓ জার্মানি - জাপান

300. 1933 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক নীতি অনুসরণ করে হিটলার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন কোন আইনের দ্বারা?
Ⓐ এনাবলিং অ্যাক্ট
Ⓑ ফরেস্ট অ্যাক্ট
Ⓒ ক্ল্যাক অ্যাক্ট
Ⓓ ফুড অ্যাক্ট

301. ‘পলাশীর যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সার ছিল চূড়ান্ত বিজয়’- উক্তিটি কার?
Ⓐ রঙ্গলাল বন্দোপাধ্যায়
Ⓑ ভিনসেন্ট স্মিথ
Ⓒ নবিনচন্দ্র সেন
Ⓓ  ডি এল রায়

302. মেটারনিখ কোন সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন?
Ⓐ স্যাভয়
Ⓑ অরেঞ্জ
Ⓒ কাইজার
Ⓓ হ্যাপসবার্গ

303. ইউরোপের ‘পুলিশ ম্যান' কাকে বলা হয়?
Ⓐ নেপোলিয়ান
Ⓑ মেটারনিখ
Ⓒ কাভুর
Ⓓ বিসমার্ক

304. কোন মুঘল সম্রাটের রাজত্বকালে বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত হন মুরশিদকুলি খাঁ?
Ⓐ প্রথম বাহাদুর শাহ
Ⓑ ফারুকশিয়ার
Ⓒ জাহন্দর শাহ
Ⓓ মহম্মদ শাহ

305. হরপ্পা সভ্যতার শহরগুলিতে সরু গলিরাস্তাগুলি বিস্তৃত ছিল?
Ⓐ পূর্ব-পশ্চিমে
Ⓑ উত্তর-দক্ষিণে
Ⓒ দক্ষিণ-পশ্চিমে
Ⓓ দক্ষিণ-পূর্বে 


306. মুঘল সম্রাট ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন?
Ⓐ গুরু তেগবাহাদুর
Ⓑ গুরু অর্জুন সিং
Ⓒ গুরু হরগোবিন্দ
Ⓓ গুরু গোবিন্দ সিং

307. প্রথম রুপোর মুদ্রা ভারতে চালু করেন?
Ⓐ সমুদ্রগুপ্ত
Ⓑ স্কন্দগুপ্ত
Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓓ প্রথম কুমারগুপ্ত

308. কৌটিল্যীয় অর্থশাস্ত্রে প্রতি ১২ ঘণ্টায় রাজার কতরকম কাজের কথা বলেছেন?
Ⓐ ৫ রকম
Ⓑ ৮ রকম
Ⓒ ১০ রকম
Ⓓ ১২ রকম

309. মৌর্য সাম্রাজ্যের ভালো ও শান্ত বনবাসীরা পরিচিত ছিল—
Ⓐ আটবিক নামে
Ⓑ আরণ্যক নামে
Ⓒ অরণ্যচর নামে
Ⓓ কোনোটিই নয়

310. দয়া, দান ও সত্যকথন এইসব আচরণের কথা পাওয়া যায়?
Ⓐ অর্থশাস্ত্রে
Ⓑ অশোকের ধম্মে
Ⓒ ব্রাহ্মণ্য ধর্মশাস্ত্রে
Ⓓ ইন্ডিকায়

311. কুষাণদের প্রধান শাসনকেন্দ্র ছিল—
Ⓐ পাকিস্তান 
Ⓑ মধ্য আরব
Ⓒ আফগানিস্তান
Ⓓ ব্যাকট্রিয়া 

312. কোন চুক্তির মাধ্যমে পেশোয়া পদের অবলুপ্তি ঘটে?
Ⓐ বেনারসের চুক্তি
Ⓑ শিওগাঁওয়ের চুক্তি
Ⓒ বেসিনের চুক্তি
Ⓓ পুনা চুক্তি

313. ‘শ্রীকৃষ্ণবিজয়’কাব্য রচনা করেন—
Ⓐ কৃত্তিবাস ওঝা
Ⓑ শ্ৰীনাথ
Ⓒ মালাধর বসু
Ⓓ কাশীরাম দাস

314. ‘বেদমার্গ প্রতিষ্ঠাপক' উপাধি কে গ্রহণ করেন?
Ⓐ প্রথম দেবরায়
Ⓑ কৃষ্ণদেব রায়
Ⓒ অচ্যুত রায়
Ⓓ বুক্ক

315. গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তরিত করেন—
Ⓐ মহম্মদ শাহ
Ⓑ নিজাম শাহ
Ⓒ মামুদ শাহ
Ⓓ আহম্মদ শাহ

316. কত খ্রিস্টাব্দে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
Ⓐ 1315 খ্রিস্টাব্দে
Ⓑ 1342 খ্রিস্টাব্দে
Ⓒ 1347 খ্রিস্টাব্দে
Ⓓ 1349 খ্রিস্টাব্দে

317. লুই ফিলিপ কোন বংশের লোক ছিলেন?
Ⓐ বুরবোঁ
Ⓑ স্যাভয়
Ⓒ অলিয়েন্স
Ⓓ অরেঞ্জ

318. ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের সভাপতি কে ছিলেন?
Ⓐ লা-মার্টিন
Ⓑ লুই কসুথ
Ⓒ ম্যারাট
Ⓓ লুই নেপোলিয়ান

319. শকরাজ রুদ্রদামন সুদর্শন হ্রদের সংস্কারকার্যের কথা বর্ণনা করেছেন?
Ⓐ ভিতারি স্তম্ভলিপিতে
Ⓑ নাসিক শিলালেখতে 
Ⓒ জুনাগড় শিলালেখতে
Ⓓ কার্লে লেখতে

320. নয়ঙ্কর ব্যবস্থা কোন রাজ্য/সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত?
Ⓐ বাহমনি রাজ্য
Ⓑ মারাঠা রাজ্য
Ⓒ চোল সাম্রাজ্য
Ⓓ বিজয়নগর সাম্রাজ্য

321. জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে উইলসনের কত নম্বর শর্তে?
Ⓐ 9 নম্বর শর্তে
Ⓑ 12 নম্বর শর্তে
Ⓒ 14 নম্বর শর্তে
Ⓓ 19 নম্বর শর্তে

322. কোন সন্ধি দ্বারা জার্মানির ডানজিগকে ‘উন্মুক্ত বন্দর’ হিসাবে ঘোষণা করা হয়?
Ⓐ নিউলির
Ⓑ প্যারিসের
Ⓒ ভার্সাই
Ⓓ ট্রিয়াননের

323. নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসেবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হত?
Ⓐ রেশম
Ⓑ মূল্যবান পাথর
Ⓒ অশ্ব
Ⓓ মুক্তো

324. প্রথম বিশ্বযুদ্ধে পূর্ব রণাঙ্গনে জার্মানি কোন দেশকে পরাজিত করে?
Ⓐ বেলজিয়াম
Ⓑ ইংল্যান্ড
Ⓒ রাশিয়া
Ⓓ ফ্রান্স

325. 'অষ্টদিগ্গজ' গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন?
Ⓐ দ্বিতীয় দেবরায়
Ⓑ প্রথম দেবরায়
Ⓒ বীর নরসিংহ
Ⓓ কৃষ্ণদেব রায়

326. হবসনের ‘সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা' গ্রন্থটি প্রকাশিত হয়?
Ⓐ 1902 সালে
Ⓑ 1910 সালে
Ⓒ 1916 সালে
Ⓓ 1919 সালে

327. বৈদিক সমাজে জনপ্রিয় খেলা ছিল—
Ⓐ কবাডি
Ⓑ পাশা
Ⓒ কুস্তি
Ⓓ দাবা

328. কার রাজত্বকালে 'ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' 1664 খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
Ⓐ ত্রয়োদশ লুই
Ⓑ চতুর্দশ লুই
Ⓒ ষোড়শ লুই
Ⓓ পঞ্চদশ লুই

329. কলিঙ্গরাজ খারবেল কোন বংশের রাজা ছিলেন?
Ⓐ মৌর্য বংশ
Ⓑ চেদি বংশ
Ⓒ চালুক্য বংশ
Ⓓ পল্লব বংশ

330. আলেকজান্ডার ভারতের কোন রাজার সঙ্গে যুদ্ধে লিপ্ত হন?
Ⓐ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓑ পুরু
Ⓒ চাণক্য
Ⓓ ধননন্দ


331. চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য গড়ে তোলেন?
Ⓐ ৩০০ খ্রিস্টপূর্বাব্দে
Ⓑ ৩২০ খ্রিস্টপূর্বাব্দে
Ⓒ ৩২১ খ্রিস্টাব্দে
Ⓓ ৩২৪ খ্রিস্টাব্দে 

332. ইন্দো-আর্য ভাষার সবথেকে পুরোনো সাহিত্য?
Ⓐ মহাভারত
Ⓑ ঋক-সংহিতা
Ⓒ ব্রাক্ষ্মণ
Ⓓ বেদান্ত

333. পাল যুগে বাংলা ও বিহারে পুথিচিত্রকলার ইতিহাস প্রণয়ন করেছিলেন?
Ⓐ রামশরণ শৰ্মা
Ⓑ সন্ধ্যাকর নন্দী
Ⓒ রমেশচন্দ্র মজুমদার
Ⓓ সরসীকুমার সরস্বতী

334. হরপ্পা সভ্যতার শস্যাগার, পাটলিপুত্রে মৌর্য প্রাসাদের ধ্বংসাবশেষ-এগুলি কীসের উদাহরণ?
Ⓐ রাজকীয় স্থাপত্য
Ⓑ লৌকিক স্থাপত্য
Ⓒ রাজনৈতিক প্ৰতিষ্ঠান
Ⓓ কোনোটিই নয়

335. 'গুপ্ত যুগের স্বর্ণমুদ্রাকে বলা হত?
Ⓐ শতমান 
Ⓑ নিষ্ক
Ⓒ দিনার
Ⓓ পোতিন 

336. ইংরেজদের বিরুদ্ধে সংঘর্ষে সিরাজের ব্যর্থতার কারণ ছিল—
Ⓐ মীরজাফর, ঘসেটি বেগম, রাজবল্লভ প্রমুখের ষড়যন্ত্র
Ⓑ ইংরেজদের প্রকৃত শক্তি অনুধাবনে সিরাজের ব্যর্থতা
Ⓒ রবার্ট ক্লাইভের সামরিক ও কূটনৈতিক দক্ষতা
Ⓓ উপরোক্ত সবগুলিই

337. কুষাণ মুদ্রায় সম্রাটদের মাথার পিছনে একরকমের জ্যোতির্বলয় বানানো হত কারণ?
Ⓐ সম্রাট ও দেবতাদের একই বোঝানোর জন্য
Ⓑ সম্রাটরা আসলে দেবতা ছিলেন, তা বোঝানোর জন্য
Ⓒ কুষাণ সম্রাটরা জাদুবিদ্যা জানতেন, তা বোঝানোর জন্য
Ⓓ সম্রাটদের শক্তিশালী বোঝানোর জন্য

338. কর্ণাটকের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 
Ⓐ ডাচ এবং ইংরেজ
Ⓑ পর্তুগীজ এবং ইংরেজ
Ⓒ ফরাসি এবং পর্তুগীজ
Ⓓ ইংরেজ এবং ফরাসী 

Explain :  ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ শুরু হলে ভারতেও কয়েকদফায় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। ভারতীয় উপমহাদেশের পূর্ব উপকূল দখলকে কেন্দ্র করে এই প্রকার যুদ্ধের প্রথমটি কর্ণাটকের প্রথম যুদ্ধ নামে পরিচিত। কর্ণাটকের প্রথম যুদ্ধ ইংরেজ এবং ফরাসীর মধ্যে সংঘটিত হয়েছিল। ইউরোপীয়রা করমন্ডল উপকূল এবং এর অন্তর্দেশের নাম দিয়েছিল কর্ণাটক।  
 
339. ‘জাতীয় গ্রন্থাগার’ কত সালে স্থাপিত হয়?
Ⓐ ১৮৩৫ সালে   
Ⓑ ১৮৩৬ সালে
Ⓒ ১৯৩৯ সালে
Ⓓ ১৯৪৯ সালে

340. নিম্নলিখিত কোন বইটি "বুদ্ধের নীতি" এর সাথে সম্পর্কিত?
Ⓐ সুত্ত পিটক 
Ⓑ বিনয় পিটক 
Ⓒ দিব্যা
Ⓓ অভিধম্ম পিটক 

341. অষ্টম হেনরি ইংল্যান্ডের রাজা হন?
Ⓐ 1504 খ্রিস্টাব্দে
Ⓑ 1505 খ্রিস্টাব্দে
Ⓒ 1509 খ্রিস্টাব্দে
Ⓓ 1510 খ্রিস্টাব্দে

342. ফরাসি ঐতিহাসিক মিশেলে ‘ফ্রান্সের ইতিহাস’ নামক গ্রন্থের কোন খণ্ডে রেনেসাঁস কথাটি প্রথম ব্যবহার করেন?
Ⓐ প্রথম খণ্ড
Ⓑ দ্বিতীয় খণ্ড
Ⓒ তৃতীয় খণ্ড 
Ⓓ সপ্তম খণ্ড

343. 'সিন্ধু সভ্যতার আদি উৎস মেসোপটেমিয়া (সুমের) – প্রথম এই মতামত পোষণ করেন?
Ⓐ স্যার মাটিমার হুইলার
Ⓑ জন মার্শাল
Ⓒ এস আর রাও
Ⓓ ভিনসেন্ট স্মিথ

344. ঋগ্‌বৈদিক যুগের সমাজে নীচের কোটির অস্তিত্ব ছিল?
Ⓐ বংশানুক্রমিক রাজতন্ত্র
Ⓑ বাল্যবিবাহ
Ⓒ সম্পত্তির ব্যক্তিগত মালিকানা
Ⓓ পুরুষতান্ত্রিক আচার-অনুষ্ঠান

345. সুদাস যিনি দশরাজার যুদ্ধে ভরত নামক জনজাতিকে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁর কাহিনি কোন বেদে বর্ণিত হয়েছে?
Ⓐ অথর্ববেদ
Ⓑ যজুর্বেদ
Ⓒ ঋগ্‌ বেদ 
Ⓓ সামবেদ 

346. বৈদিক যুগে আর্যদের সামাজিক জীবনে নীচের কোনটির অস্তিত্ব ছিল না?
Ⓐ চতুবর্ণ
Ⓑ চতুরাশ্রম
Ⓒ চতুর্যাম
Ⓓ সবকটি

347. আমির খসরু কার শিষ্য ছিলেন?
Ⓐ নিজামউদ্দিন আউলিয়া
Ⓑ মইনউদ্দিন চিস্তি
Ⓒ বাবা ফরিদ
Ⓓ সেলিম চিস্তি

348. আজমিরে কোন সুফি সন্তের দরগা রয়েছে?
Ⓐ মইনুদ্দিন চিস্তি
Ⓑ নিজামউদ্দিন আউলিয়া
Ⓒ সেলিম চিস্তি
Ⓓ নাসিরউদ্দিন চিরাগ

349. 'ছদ্ম-বুদ্ধ' নামে কে পরিচিত ছিলেন?
Ⓐ বল্লভাচার্য
Ⓑ শংকরাচার্য
Ⓒ রামানুজ
Ⓓ মাধবাচার্য

350. ঋগ্‌বৈদিক যুগে নীচের কোন জিনিসটির মালিকানাকে সর্বাধিক মূল্যবান বলে মনে করা হত?
Ⓐ ধাতু
Ⓑ গবাদিপশু
Ⓒ জমি
Ⓓ দাস

351. নিম্নলিখিত কোন পশুটির কোনো প্রতিকৃতি পাওয়া যায়নি সিন্ধু সভ্যতার কোনো সিলে অথবা টেরাকোটায়?
Ⓐ ঘোড়া 
Ⓑ সিংহ
Ⓒ গোরু 
Ⓓ বাঘ 

352. হরপ্পা যুগের নগর সভ্যতা বিকাশের কারণ ছিল
Ⓐ ব্যাবসা ও বাণিজ্যের উন্নতি
Ⓑ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি
Ⓒ চারু ও কারু শিল্পের উন্নয়ন
Ⓓ কৃষির বিকাশ

353. পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের দেবতা ছিলেন —
Ⓐ ইন্দ্ৰ
Ⓑ পুষাণ
Ⓒ সোম
Ⓓ অগ্নি

354. বৈদিক যুগে 'খিল্য' বলতে বোঝানো হত—
Ⓐ জলাভূমি
Ⓑ কৰ্ষিত ভূমি
Ⓒ বনভূমি
Ⓓ মরুভূমি

355. পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন?
Ⓐ প্রজাপতি
Ⓑ ইন্দ্ৰ
Ⓒ অগ্নি 
Ⓓ বরুণ 

356. নিম্নলিখিত কোন ধাতুটি কুষাণরা তাদের মুদ্রায় ব্যবহার করত?
Ⓐ সোনা
Ⓑ সোনা ও তামা
Ⓒ সোনা, রূপা, তামা
Ⓓ সোনা ও রূপা

357. প্রাচীন ভারতের বিদেশি আক্রমণকারীদের মধ্যে নিম্নলিখিত কোনটি সঠিক ক্রমানুসারে সাজাও?
Ⓐ  শক, কুষাণ, গ্রিক
Ⓑ গ্রিক, শক, কুষাণ
Ⓒ শক, গ্রিক, কুষাণ
Ⓓ গ্রিক, কুষাণ, শক

358. ‘রাইন-রাষ্ট্রসংঘ’ বা কনফেডারেশন অব দি রাইন গঠিত হয়?
Ⓐ 1806 খ্রিস্টাব্দে
Ⓑ 1808 খ্রিস্টাব্দে
Ⓒ 1809 খ্রিস্টাব্দে
Ⓓ 1810 খ্রিস্টাব্দে

359. ভিত্তোরিয়ার যুদ্ধে ফরাসি সেনানায়ক মার্শাল জুর্দান যার কাছে পরাজিত হন?
Ⓐ আর্থার ওয়েলেসলি
Ⓑ লর্ড কর্নওয়ালিস
Ⓒ  ব্লচার
Ⓓ নেলসন

360. কিংডম অব ওয়েস্টফেলিয়ার শাসক নিযুক্ত হন?
Ⓐ জোসেফ 
Ⓑ মিউরাহ
Ⓒ ইউজিন
Ⓓ জেরোম 


361. নেপোলিয়নের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল?
Ⓐ ব্যাংক অব ফ্রান্স প্রতিষ্ঠা
Ⓑ শিক্ষাসংস্কার
Ⓒ ধর্ম মীমাংসা চুক্তি
Ⓓ কোর্ড নেপোলিয়নের প্রচলন 

362. রাজস্ব আদায়ের উদ্দেশ্যে 1772 খ্রিস্টাব্দে 'ভ্রাম্যমান কমিটি' গঠন করেন?
Ⓐ লর্ড ওয়েলেসলি
Ⓑ লর্ড ওয়ারেন হেস্টিংস
Ⓒ লর্ড ক্লাইভ
Ⓓ লর্ড কর্ণওয়ালিস

363. কবে হায়দার আলি ব্রিটিশদের আক্রমণ করেন?
Ⓐ 1773 খ্রিস্টাব্দে
Ⓑ 1775 খ্রিস্টাব্দে
Ⓒ 1780 খ্রিস্টাব্দে
Ⓓ 1782 খ্রিস্টাব্দে

364. প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে কোন ভারতীয় শিল্পোদ্যোগ নেননি?
Ⓐ প্রফুল্লচন্দ্র রায়
Ⓑ দ্বারকানাথ ঠাকুর
Ⓒ জামশেদজি টাটা
Ⓓ লাল বিহারী দে

365. 1774 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি ও কতজন বিচারপতি নিয়ে গঠিত হয়েছিল?
Ⓐ 2 জন
Ⓑ 3 জন
Ⓒ 4 জন
Ⓓ 5 জন

366. শেরশাহের আত্মজীবনী 'তারিখ-ই- শেরশাহী' রচনা করেন?
Ⓐ তানসেন
Ⓑ বদায়ুনি
Ⓒ আব্বাস খান শেয়ানি
Ⓓ আবুল ফজল

367. আকবরের সময়ে 'মীর বকসী' কে ছিলেন?
Ⓐ সামরিক বিভাগের মন্ত্রী 
Ⓑ প্রধানমন্ত্রী
Ⓒ অর্থমন্ত্রী
Ⓓ ধর্মীয় বিভাগের মন্ত্রী

368. চান্দেরির যুদ্ধ কাদের মধ্যে(1528) সংঘটিত হয়েছিল?
Ⓐ বাবর ও মেদিনী রাই-এর মধ্যে
Ⓑ বাবার ও ইব্রাহিম লোদীর মধ্যে
Ⓒ বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে
Ⓓ বাবর ও মামুদ লোদীর মধ্যে

369. শেরশাহের মৃত্যুর পর দিল্লীর সিংহাসনে কে বসেন?
Ⓐ হিমু
Ⓑ সিকান্দার শুর
Ⓒ আদিল শাহ
Ⓓ ইসলামশাহ

370. আকবর কবে গুজরাট জয় করেন?
Ⓐ 1572 খ্রিস্টাব্দে
Ⓑ 1573 খ্রিস্টাব্দে
Ⓒ 1575 খ্রিস্টাব্দে
Ⓓ 1578 খ্রিস্টাব্দে

371. কোন দিক থেকে কান্দাহার হস্তচ্যুত হওয়া মুঘল সাম্রাজ্যের পক্ষে একটি বড়ো আঘাত ছিল?
Ⓐ প্রাকৃতিক সম্পদ
Ⓑ জনসংযোগ
Ⓒ সুকৌশলী শক্তিকেন্দ্র
Ⓓ বাফার রাজ্য

372. নীচের কোন মুঘল সম্রাটের সমাধি সৌধ ভারতের বাইরে অবস্থিত?
Ⓐ শাহজাহান
Ⓑ আকবর
Ⓒ জাহাঙ্গির
Ⓓ ঔরঙ্গজেব

373. নীচের কোন ব্যক্তি শিবাজী কর্তৃক নিষিদ্ধ হন?
Ⓐ শায়েস্তা খান
Ⓑ জয় সিং
Ⓒ ভায়ানকোজি
Ⓓ আফজল খান

374. "Fell short even of the qur'anic allowance of four" কোন মুঘল সম্রাটের স্ত্রী সংখ্যা সম্পর্কে একথা বলা হয়?
Ⓐ জাহাঙ্গির
Ⓑ ঔরঙ্গজেব
Ⓒ আকবর
Ⓓ হুমায়ুন

375. গান্ধিজি ডান্ডি অভিযান (1930 খ্রিঃ 12 মার্চ) শুরু করেছিলেন কোথা থেকে?
Ⓐ সবরমতী আশ্রম
Ⓑ আমেদাবাদ
Ⓒ সুরাট
Ⓓ পোরবন্দর

376. আজাদ হিন্দ বাহিনীর সেনাদের বিচার হয়েছিল কোথায়?
Ⓐ বম্বে
Ⓑ কলকাতা
Ⓒ দিল্লি
Ⓓ সিমলা

377. ‘পূর্ণ স্বরাজ দিবস' প্রথম পালন করা হয়েছিল?
Ⓐ 1929, 15 আগস্ট
Ⓑ 1930, 15 আগস্ট
Ⓒ 1930, 26 জানুয়ারি
Ⓓ 1931, 26 জানুয়ারি

378. ভগত সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লির আইন সভায় বোমা নিক্ষেপ করেন?
Ⓐ 1927 খ্রিস্টাব্দে
Ⓑ 1930 খ্রিস্টাব্দে
Ⓒ 1929 খ্রিস্টাব্দে
Ⓓ 1932 খ্রিস্টাব্দে

379. ব্যক্তিগত সত্যাগ্রহের কে নেতৃত্ব দেন?
Ⓐ বিনোবা ভাবে
Ⓑ মহাত্মা গান্ধী
Ⓒ জওহরলাল নেহেরু
Ⓓ বল্লভভাই প্যাটেল

380. তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা যে দাবি করেছিল, তা হল—
Ⓐ সামরিক বিদ্রোহ
Ⓑ বুর্জোয়া বিদ্ৰোহ
Ⓒ মাথা পিছু ভোট
Ⓓ সম্প্রদায়গত ভোট

381. ফ্রান্সকে 'রাজনৈতিক কারাগার' বলেছেন?
Ⓐ রুশো
Ⓑ মন্টেস্কু
Ⓒ দিদেরো
Ⓓ ভলতেয়ার

382. ম্যারাট ছিলেন—
Ⓐ জ্যাকোবিন নেতা
Ⓑ সমাজতন্ত্রী নেতা
Ⓒ জাতীয় সভার সভাপতি
Ⓓ জাতীয় রক্ষীবাহিনীর প্রধান

383. ‘ইতিহাসের দর্শন' কথাটি প্রথম ব্যবহার করেন?
Ⓐ রুশো
Ⓑ কুইসনে
Ⓒ মন্টেস্কু
Ⓓ ভলতেয়ার

384. ‘ফিজিওক্র্যাট' শব্দটির উদ্ভাবক কে ছিলেন?
Ⓐ অ্যাডাম স্মিথ
Ⓑ নেমুর
Ⓒ গুরনে
Ⓓ মিরাবো

385. ‘Friends of the People' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ⓐ জাঁ পল ম্যারাট
Ⓑ কুইসনে
Ⓒ অ্যাবেসিয়েস
Ⓓ মিরাবো

386. নেপোলিয়ান ভূমধ্যসাগরের কোন দ্বীপটি অধিকার করেন?
Ⓐ সেন্ট হেলেনা
Ⓑ কিউবা
Ⓒ এলবা
Ⓓ মাল্টা

387. নেপোলিয়ান ফ্রান্সের প্রথম কনসাল পদ লাভ করেন?
Ⓐ 1795 খ্রিস্টাব্দে
Ⓑ 1799 খ্রিস্টাব্দে
Ⓒ 1802 খ্রিস্টাব্দে
Ⓓ 1804 খ্রিস্টাব্দে


388. সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র বলে ঘোষিত হয়?
Ⓐ 1801 খ্রিস্টাব্দে
Ⓑ 1802 খ্রিস্টাব্দে
Ⓒ 1804 খ্রিস্টাব্দে
Ⓓ 1806 খ্রিস্টাব্দে

389. 'মধ্য ইউরোপীয় বিপ্লব' বলা হয়?
Ⓐ ফেব্রুয়ারি বিপ্লবকে
Ⓑ জুলাই বিপ্লবকে
Ⓒ ফরাসি বিপ্লবকে
Ⓓ নভেম্বর বিপ্লবকে

390. মনরো নীতি কবে ঘোষিত হয়?
Ⓐ 1820 খ্রিস্টাব্দে
Ⓑ 1920 খ্রিস্টাব্দে
Ⓒ 1823 খ্রিস্টাব্দে
Ⓓ 1835 খ্রিস্টাব্দে

391. ইয়ং ইটালি বা নব্য ইটালি প্রতিষ্ঠিত হয়?
Ⓐ 1830 খ্রিস্টাব্দে
Ⓑ 1831 খ্রিস্টাব্দে
Ⓒ 1831-32 খ্রিস্টাব্দে
Ⓓ 1839 খ্রিস্টাব্দে

392. জুরিখের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ⓐ অস্ট্রিয়া ও পিডমন্ট-সার্ডিনিয়া
Ⓑ ফ্রান্স ও পিডমন্টস সার্ডিনিয়া
Ⓒ ফ্রান্স ও অস্ট্রিয়া
Ⓓ অস্ট্রিয়া ও রাশিয়া

393. গ্যারিবল্ডি নেপলস ও সিসিলি জয় করেন?
Ⓐ 1860 খ্রিস্টাব্দে
Ⓑ 1862 খ্রিস্টাব্দে
Ⓒ 1865 খ্রিস্টাব্দে
Ⓓ 1868 খ্রিস্টাব্দে

394. ‘সর্বজার্মানবাদ' প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন?
Ⓐ স্টেইন
Ⓑ ফিকটে
Ⓒ বোহেমার
Ⓓ উপরের সবগুলিই 

395. প্রাশিয়ার ‘বুরখেনশাফট' নামক ছাত্রসংগঠন ভেঙে দেন?
Ⓐ মেটারনিখ
Ⓑ নেপোলিয়ান
Ⓒ প্রথম আলেজান্ডার
Ⓓ জেমস মনরো

396. রুশ নাট্যকার কটুজেবুকে হত্যা করেন—
Ⓐ কার্লস্যান্ড
Ⓑ হ্যাজেন 
Ⓒ কার্লসবা
Ⓓ মনরো

397. কার্বোনারি দলের সদস্যরা কী বহন করত?
Ⓐ বন্দুক
Ⓑ তরবারি
Ⓒ ছুরি
Ⓓ কাঠকয়লা

398. ‘ইটালির ঐক্য আন্দোলনের আত্মা' কাকে বলা হয়?
Ⓐ মেটারনিখ
Ⓑ কাভুর
Ⓒ ম্যাৎসিনি
Ⓓ ভিক্টর ইমানুয়েল

399. জগদ্দল মহাবিহার কে নির্মাণ করেন?
Ⓐ ধর্মপাল
Ⓑ রামপাল
Ⓒ গোপাল 
Ⓓ দেবপাল 

400. শৈলেন্দ্রবংশীয় রাজা বালপুত্রদেবকে নালন্দায় বৌদ্ধমঠ নির্মাণের জন্য পাঁচটি গ্রাম দান করেন?
Ⓐ গোপাল
Ⓑ দেবপাল
Ⓒ রামপাল
Ⓓ ধর্মপাল

401. প্রথম চন্দ্রগুপ্তের শাসনের সময় থেকে নিম্নোক্ত কোন বর্ষগণনা শুরু হয়?
Ⓐ খ্রিস্টাব্দ
Ⓑ গুপ্তাব্দ
Ⓒ হর্ষাব্দ
Ⓓ বঙ্গাব্দ

402. বাকাটক রাজ্যের শাসকদের বলা হত?
Ⓐ রাজন
Ⓑ সামন্ত
Ⓒ সেনাপতি
Ⓓ ক্ষত্রপ

403. ৬০৬ খ্রিস্টাব্দ থেকে কোন বর্ষগণনা রীতি শুরু হয়?
Ⓐ বঙ্গাব্দ
Ⓑ খ্রিস্টাব্দ 
Ⓒ হর্ষাব্দ
Ⓓ গুপ্তাব্দ 

404. মগধকে ঘিরে তৈরি ভারতের প্রথম সাম্রাজ্যটি হল―
Ⓐ কুষাণ সাম্রাজ্য
Ⓑ মৌর্য সাম্রাজ্য 
Ⓒ মুঘল সাম্রাজ্য 
Ⓓ গুপ্ত সাম্রাজ্য

405. কৌটিল্য রচিত “অর্থশাস্ত্র”-এর আক্ষরিক অর্থ?
Ⓐ আয় শাস্ত্র
Ⓑ অর্থনীতি বিষয়ক শাস্ত্র
Ⓒ অর্থপূর্ণ শাস্ত্র
Ⓓ কোনোটিই নয়

406. সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন― 
Ⓐ গৌতমীপুত্র সাতকর্ণী
Ⓑ অশোক 
Ⓒ বিন্দুসার
Ⓓ সিমুক 

407. ‘দমঅত” উপাধি ধারণ করেছিলেন?
Ⓐ বিন্দুসার
Ⓑ সমুদ্রগুপ্ত
Ⓒ অশোক 
Ⓓ বিম কদফিসেস

408. মগধে কোন ধানের চাষ বেশি হত?
Ⓐ বোরো ধানের
Ⓑ আউস ধানের
Ⓒ শালি ধানের
Ⓓ আমন ধানের 

409. কার্ষাপণ ছিল বহু প্রচলিত এক ধরনের―
Ⓐ পয়সা
Ⓑ কাগজ 
Ⓒ কলম
Ⓓ মুদ্রা 

410. প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল?
Ⓐ হরপ্পা সভ্যতায়
Ⓑ ষোড়শ মহাজনপদে
Ⓒ মেহেরগড় সভ্যতায়
Ⓓ মেসোপটেমিয়ায়

411. ষোড়শ মহাজনপদের যুগে বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল?
Ⓐ কলকাতা
Ⓑ পাটনা
Ⓒ বারাণসী
Ⓓ হরিদ্বার

412. সাতবাহন আমলের কোন গ্রন্থ থেকে দক্ষিণ ভারতের গ্রামজীবন সম্পর্কে জানা যায়?
Ⓐ অর্থশাস্ত্র
Ⓑ মুদ্রারাক্ষস
Ⓒ ইন্ডিকা
Ⓓ গাথা সপ্তশতী 

413. গুপ্তযুগে কোন বন্দরের মাধ্যমে দূরপাল্লার বাণিজ্য হত?
Ⓐ কালিবঙ্গান
Ⓑ কাবেরীপট্টনম
Ⓒ লোথাল
Ⓓ তাম্রলিপ্ত

414. গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কী বলা হত?
Ⓐ সুবর্ণ 
Ⓑ তঙ্কা 
Ⓒ তঙ্কা 
Ⓓ রূপক

415. গুপ্ত আমলে মেয়েরা বিয়ের সময় যে সম্পদ পেতেন তাকে বলা হত?
Ⓐ অগ্রহার
Ⓑ কন্যাপণ
Ⓒ কার্ষাপণ
Ⓓ স্ত্রীধন

416. মিসেস অ্যানেট বিভারিজ 'বাবরনামার' অনুবাদ করেন?
Ⓐ ফার্সিতে
Ⓑ ইংরেজিতে
Ⓒ ল্যাটিনে
Ⓓ উর্দুতে

417. 'খাত-ই- বাবরী' নামক এক নতুন তুর্কি হরফের প্রচলন করেন?
Ⓐ শেরশাহ
Ⓑ হুমায়ুন
Ⓒ সিকান্দর লোদি
Ⓓ বাবর


418. মুঘল যুগে রায়তওয়ারি বন্দোবস্ত কে চালু করেন?
Ⓐ শাহজাহান
Ⓑ শেরশাহ
Ⓒ বাবর
Ⓓ হুমায়ুন

419. টোডরমল নিম্নলিখিত কোন বিভাগের মন্ত্রী ছিলেন?
Ⓐ কৃষি
Ⓑ নিরাপত্তা
Ⓒ পরিবহন
Ⓓ অর্থনীতি

420. কোন মুঘল সম্রাটের রাজত্বকালকে হিন্দি কবিতার সুবর্ণ যুগ বলা হয়?
Ⓐ আকবর
Ⓑ ঔরঙ্গজেব
Ⓒ বাবর
Ⓓ শাহজাহান

421. আকবরের ধর্মগুরুর নাম কী?
Ⓐ শেখ সিহারউদ্দিন সুরাবর্দি
Ⓑ মৈনুদ্দিন চিস্তি
Ⓒ সেলিম চিস্তি
Ⓓ বৈরাম খাঁ

422. ‘দীন-ই-ইলাহি' কে 'স্বর্গীয় একেশ্বরবাদ' বলে অভিহিত করেছিলেন?
Ⓐ আবুল ফজল
Ⓑ বীরবল
Ⓒ টোডরমল
Ⓓ মনসারেট

423. আকবর ‘ঐক্য ও সংহতি' স্থাপনের জন্য ধর্মপ্রচার করেছিলেন বলে মত প্রকাশ করেছেন?
Ⓐ ড. ঈশ্বরী প্রসাদ
Ⓑ ইরফান হাবিব
Ⓒ ড. ভিনসেন্ট স্মিথ
Ⓓ ড. রোমিলা থাপার

424. রুশ সমাজে সর্বোচ্চ ছিল?
Ⓐ অভিজাত শ্রেণি
Ⓑ কৃষক শ্রেণি
Ⓒ পুঁজিপতি শ্রেণি
Ⓓ শ্রমিক শ্রেণি

425. বলশেভিক দল কবে গঠিত হয়?
Ⓐ 1898 খ্রিস্টাব্দে 
Ⓑ 1903 খ্রিস্টাব্দে 
Ⓒ 1905 খ্রিস্টাব্দে 
Ⓓ 1910 খ্রিস্টাব্দে 

426. রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক দল বলশেভিক ও মেনশেভিক নামক দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়?
Ⓐ 1898 খ্রিস্টাব্দে 
Ⓑ 1903 খ্রিস্টাব্দে 
Ⓒ 1919 খ্রিস্টাব্দে 
Ⓓ 1947 খ্রিস্টাব্দে 

427. ‘উদারনৈতিক জার' নামে পরিচিত ছিলেন—
Ⓐ প্রথম আলেকজান্ডার
Ⓑ দ্বিতীয় আলেকজান্ডার
Ⓒ প্রথম নিকোলাস
Ⓓ দ্বিতীয় নিকোলাস

428. ‘আধুনিক রাশিয়ার জনক' কাকে বলা হয়?
Ⓐ পিটার দ্য গ্রেট
Ⓑ চতুর্থ আইভান
Ⓒ মিখাইল রোমানভ
Ⓓ প্রথম আলেকজান্ডার

429.1547 খ্রিস্টাব্দে কে প্রথম 'জার' উপাধি গ্রহণ করেন?
Ⓐ চতুর্থ আইভান
Ⓑ মিখাইল রোমানভ
Ⓒ পিটার দ্য গ্রেট
Ⓓ উপরের কেউ নন 

430. রুশ পার্লামেন্ট ডুমার প্রথম অধিবেশন বসে—
Ⓐ 1898 খ্রিস্টাব্দে 
Ⓑ 1899 খ্রিস্টাব্দে 
Ⓒ 1903 খ্রিস্টাব্দে 
Ⓓ 1906 খ্রিস্টাব্দে 

431. মৌর্যদের কাছে প্রেরিত টলেমির দূত হলেন?
Ⓐ মেগাস্থিনিস 
Ⓑ সেলিউকাস
Ⓒ ডায়ামাকাস
Ⓓ ডায়োনিসিয়াস

432. সংস্কৃত ভাষায় রচিত পতঞ্জলির মহাভাষ্য কী বিষয়ক গ্রন্থ?
Ⓐ ব্যাকরণ বিষয়ক গ্রন্থ 
Ⓑ গণিত বিষয়ক গ্রন্থ 
Ⓒ দর্শন বিষয়ক গ্রন্থ 
Ⓓ সাহিত্য বিষয়ক

433. বিম্বিসারের রাজবৈদ্য কে  ছিলেন?
Ⓐ শুশ্ৰুত
Ⓑ বানভট্ট
Ⓒ চরক
Ⓓ জীবক

434. খ্রিস্টীয় প্রথম শতাব্দীর বৌদ্ধ পণ্ডিত ছিলেন?
Ⓐ নাগার্জুন 
Ⓑ ব্রহ্মগুপ্ত
Ⓒ বিশাখদত্ত
Ⓓ আর্যভট্ট

435. কোন ভাস্কর্যে গ্রিক ও রোমান প্রভাব দেখা যায়?
Ⓐ মথুরা ভাস্কর্যে
Ⓑ গ্রিক ভাস্কর্যে
Ⓒ সারনাথ ভাস্কর্যে 
Ⓓ গান্ধার ভাস্কর্যে

436. মথুরা রীতির ভাস্কর্যে কীসের বেশি ব্যবহার হত?
Ⓐ লাল চুনাপাথরের
Ⓑ সিমেন্টের
Ⓒ চুনাপাথরের
Ⓓ বালি পাথরের 

437. কোন যুগে গান্ধার ও মথুরা শিল্পরীতি বিখ্যাত হয়েছিল?
Ⓐ সাতবাহন-গুপ্ত-যুগে
Ⓑ শক-কুষাণ-যুগে 
Ⓒ মৌর্য-কুষাণ-যুগে
Ⓓ মৌর্য-সাতবাহন-যুগে

438. 'সারদা সদন' কে প্রতিষ্ঠা করেন?
Ⓐ জ্যোতিবা ফুলে
Ⓑ দয়ানন্দ সরস্বতী
Ⓒ পণ্ডিতা রমাবাঈ
Ⓓ মহাদেব গোবিন্দ রানাডে

439. ‘চুয়াড় বিদ্রোহ' কত সালে শুরু হয়?
Ⓐ 1763 সালে
Ⓑ 1765 সালে
Ⓒ 1768 সালে
Ⓓ 1777 সালে

440. চুয়াড় বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন?
Ⓐ জগন্নাথ ধল
Ⓑ দুর্জন সিং
Ⓒ শ্যামগজন
Ⓓ দিগম্বর বিশ্বাস


441. 1826 খ্রিস্টাব্দে ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল?
Ⓐ কান্দাহার
Ⓑ চারসাদা
Ⓒ কোয়েট্টা
Ⓓ পেশোয়ার

442. ‘খুরদা বিদ্রোহ’ কোন বিদ্রোহের অপর নাম?
Ⓐ পাইক বিদ্রোহ
Ⓑ চুয়াড় বিদ্রোহ
Ⓒ পলিগার বিদ্রোহ
Ⓓ কোল বিদ্রোহ

443. 1832 খ্রিঃ কোল বিদ্রোহ দমন করেন?
Ⓐ মেজর অ্যাডামস
Ⓑ লর্ড বেন্টিঙ্ক
Ⓒ ক্যাপ্টেন উইলকিনস
Ⓓ জন নিকলসন

444. নিম্নলিখিতদের মধ্যে কে তাঁর বন্ধুর বিশ্বাসঘাতকতায় ইংরেজদের হাতে নিহত হন?
Ⓐ তাতিয়া টোপি
Ⓑ কুনওয়ার সিং
Ⓒ নানা সাহেব
Ⓓ খান বাহাদুর খান

445. মঙ্গল পাণ্ডেকে কোন সালে ফাঁসি দেওয়া হয়?
Ⓐ 1855 সালের 3 মে
Ⓑ 1856 সালের 4 মে
Ⓒ 1857 সালের 9 মে
Ⓓ 1857 সালের 2 জুন

446. ব্রিটেনের একজন সংসদ ও রাজনীতিবিদ যিনি স্বীকার করেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহ নয়?
Ⓐ ডেভিড জর্জ
Ⓑ উইলিয়াম হিলডারব্যান্ড
Ⓒ জর্জ বিঙ্গসলে
Ⓓ ডিজরেলি

447. 1856 খ্রিস্টাব্দে ‘জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট' পাশ করেন?
Ⓐ লর্ড মিন্টো
Ⓑ লর্ড কার্জন
Ⓒ লর্ড ক্যানিং
Ⓓ লর্ড হেস্টিংস
 
448. বাণিজ্যে কোম্পানির লাভ সুনিশ্চিত করতে এজেন্সি প্রথা চালু করেন?
Ⓐ লর্ড ক্লাইভ
Ⓑ লর্ড ওয়েলেসলি
Ⓒ লর্ড কর্ণওয়ালিশ
Ⓓ লর্ড ওয়ারেন হেস্টিংস

449. কাঁচামাল রপ্তানির ক্ষেত্রে অন্যতম প্রধান দ্রব্য ছিল?
Ⓐ চা
Ⓑ চিনি
Ⓒ কাঁচা সুতো
Ⓓ নীল

450. কৃষিসংকট কোন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলে?
Ⓐ চা শিল্পে
Ⓑ কুটির শিল্পে
Ⓒ কৃষিজ শিল্পে
Ⓓ দেশীয় হস্তশিল্পে

451. কোন আইন দ্বারা ভারতে দাস প্রথার অবসান ঘটানো হয়?
Ⓐ পঞ্চম আইন
Ⓑ সপ্তম আইন
Ⓒ নবম আইন
Ⓓ সপ্তদশ আইন

452. কোন ব্যবস্থার ফলে কর্মচারীরা নিজেদের ইচ্ছামতো করের পরিমাণ নির্ধারণ করতে পারত না?
Ⓐ চিরস্থায়ী বন্দোবস্ত
Ⓑ দশসালা বন্দোবস্ত
Ⓒ মহলওয়ারি বন্দোবস্ত
Ⓓ রায়তওয়ারি বন্দোবস্ত

453. ভারতে নীল চাষের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল?
Ⓐ দক্ষিণাঞ্চল
Ⓑ পশ্চিমাঞ্চল
Ⓒ উত্তরাঞ্চল
Ⓓ পূর্বাঞ্চল

454. কোন ঐতিহাসিক অবশিল্পায়নের ধারণাকে 'অলীক কল্পনা' বলেছেন?
Ⓐ এডমন্ড বার্ক
Ⓑ মরিস ডি. মরিস
Ⓒ রমেশচন্দ্র দত্ত
Ⓓ রজনীপাম দত্ত

455. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম সভাপতি ছিলেন?
Ⓐ চার্লস আয়ার
Ⓑ জন চাইল্ড
Ⓒ চার্লস বুন
Ⓓ জর্জ আক্সেসডন

456. কোন পেশোয়াকে কানপুরের কাছে বিঠুরে নির্বাসিত করা হয়?
Ⓐ দ্বিতীয় বাজিরাও
Ⓑ বালাজি বিশ্বনাথ
Ⓒ প্রথম বাজিরাও
Ⓓ বালাজি বাজিরা


 UGC NET/WB SET (History-II) Study Notes
Unit 1: Negotiating the Sources 
Unit 2: From State to Empire
Unit 3: The Emergence of Regional Kingdoms
Unit 4: Source of Medieval Indian History
Unit 5: Administration & Economy
Unit 6: Society and Culture
Unit 7: Sources of Modern Indian History
Unit 8: Colonial Economy
Unit 9: Rise of Indian Nationalism
Unit 10: Historical Method, Research, Methodology, and Historiography

More Upated Soon

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন