বাংলা জিকে প্রশ্ন | সাম্প্রতিক সাধারন জ্ঞান | General Knowledge (Current Affairs) Part-1


Bangla-General-Knowledge-News and Current-Affairs-Part-1 

1. নিউটনের কোন গতিসূত্র অনুসারে ত্বরণ ও বল সম্পর্ক নির্ণয় করা যায়?
▸ দ্বিতীয় সূত্র।
2. কোন ধরনের খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না?
▸ কাঁচা। 
3. 'ডপলার ক্রিয়া' কোন বিষয় সংক্রান্ত?
▸ শব্দ।
4. কোল- বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়?
▸ মিথেন।
5. জনন মাতৃকোশ কোন পদ্ধতিতে বিভাজিত হয়?
▸ মিয়োসিস।
6. সবুজ কাঁচ তৈরি করতে কাঁচের সঙ্গে কী মেশানো হয়?
▸ ক্রোমিয়াম অক্সাইড।
7. পিউরিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
▸ নাইট্রিক অ্যাসিড।
8. মানবদেহের জৈবিক প্রক্রিয়া কোনটি?
▸ রেচন।
9. মেঘের গুড়ু গুড়ু ডাক শব্দের কোন ধর্মের বৈশিষ্ট্য?
▸ অনুনাদ।
10. 'জীববৈচিত্র্য' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন?
▸ ওয়াল্টার জি রোজেন।
11. শাহজাহানের আগের নাম ছিল?
▸ খুররম। 
12. 'সেতারের জনক' কাকে বলা হয়?
▸ আমির খসরু।
13. 'কুবত-উল-ইসলাম' মসজিদটি কে তৈরি করেন?
▸ কুতুবউদ্দিন আইবক।
14. ডুরাল্ড লাইনের সীমানা নির্ধারণের সময় আফগান-ই-স্তানের আমির ছিলেন?
▸ আব্দুর রহমান খান ।
15. গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থান 'তখত হরমন্দির সাহিব' কোন শহরে অবস্থিত?
▸ পাটনা।
16. কোন পাল শাসক 'সোমপুরী বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠা করেন?
▸ ধর্মপাল।
17. সিন্ধু সভ্যতার কোন শহরটিতে বাড়ির সদর দরজা প্রধান সড়কের দিকে রয়েছে?
▸ লোথাল।
18. ভারতের প্রথম হিন্দি ভাষায় প্রকাশিত সংবাদপত্র কোনটি?
▸ উদন্ত মার্তন্ড।
19. আকবরের রাজত্বকালে উত্তর-পশ্চিমে কতদূর পর্যন্ত রাজ্যের সীমানা বিস্তৃত ছিল?
▸ হিন্দুকুশ।
20. 'পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক' প্রতিষ্ঠা কে করেন?
▸ লালা লাজপত রায়।
21. 'অলকানন্দা' নদীর তীরে কোন শহরটি অবস্থিত?
▸ বদ্রীনাথ। 
22. কোন পরিবহণ ব্যবস্থাকে 'ভারতের জীবনরেখা' বলা হয়?
▸ রেলপথ।
23. মেরুপ্রভা কোন অঞ্চলে দেখা যায়?
▸ কুমেরু অঞ্চল।
24. ‘প্রশান্ত মহাসাগর' এর একটি শীতল স্রোত হল?
▸ পেরু স্রোত
25. ভারতের একমাত্র সক্রিয় হীরের খনি কোনটি?
▸ পান্না, মধ্য প্রদেশ ।
26. 'বিশ্বের কাজুর রাজধানী' কোন শহরকে বলা হয়?
▸ কেরলের কোল্লাম।
27. 'উকাই' বাঁধটি কোন নদীর ওপরে রয়েছে?
▸ তাপ্তি।
28. কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ হল 'ফোবস' ও 'ডেই মোস'?
▸ মঙ্গল।
29. 'নাইস' কোন ধরনের শিলা?
▸ রূপান্তরিত।
30. ভারতের কোন অঞ্চলটি পৃথিবীর একমাত্র স্থান, যেখানে এশিয়ার জংলী গাধা পাওয়া যায়?
▸ কচ্ছের রণ।
31. 'ভারতী অ্যাক্সা লাইফ ইন্সিওরেন্স'এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
▸  অখিল গুপ্তা।
32. 'ভারত সঞ্চার নিগম লিমিটেড'এর পরবর্তী ডিরেক্টর এন্টারপ্রাইজ হতে চলেছেন কে?
▸ সুধাকররাও পাপা।
33. 'এসবিআই জেনারেল ইন্সিওরেন্স কোম্পানি লিমিটেড'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?
▸ নবীন চন্দ্র ঝা।
34. 'বিশ্বব্যাঙ্ক'এর রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে ভারত মোট কত রেমিট্যান্স পেয়েছে?
▸ ১২০ বিলিয়ন মার্কিন ডলার।
35. 'নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
▸ গিরিজা সুব্রামনিয়ান।

36. 'কৃষ' ও 'ভূমি' নামে দু'টি কৃত্রিম বুদ্ধিমত্তা সংবাদ উপস্থাপক চালু করেছে কোন চ্যানেল?
▸ দূরদর্শন কিষাণ।
37. ২০২৩ সালে রাষ্ট্রসঙ্ঘের 'মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার' পুরস্কার পেলেন কে?
▸ ভারতীয় সেনাকর্মী মেজর রাধিকা সেন।
38. মর্যাদাপূর্ণ 'আমাল ক্লুনি নারী ক্ষমতায়ন পুরস্কার'এ ভূষিত হলেন কে?
▸ উত্তর প্রদেশের বাহরাইচ জেলার ১৮ বছর বয়সি ই-রিকশা চালক আরতি।
39. 'ওয়ার্ল্ড স্কিল অ্যাসোসিয়েশন'এর তথ্য অনুসারে, এবছরের এপ্রিলে ইস্পাত উৎপাদনে রেকর্ড ইতিবাচক বৃদ্ধি হয়েছে কোন দেশের?
▸ ভারত (এবছরের এপ্রিলে ১২.১ মিলিয়ন টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে ভারত)।
40. এবছর ‘আন্তর্জাতিক বুকার পুরস্কার' পেলেন কে?
▸ জার্মান লেখিকা জেনি এরপেনবেক। 'কাইরোস' বইয়ের জন্য এই পুরস্কার পেলেন তিনি।
41. “ইন্ডিয়াফার্স্ট লাইফ ইন্সিওরেন্স'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?
▸ ঋষভ গান্ধী।
42. কোন দিনটিকে 'আন্তর্জাতিক মারখোর দিবস' হিসাবে পালন করার কথা ঘোষণা করল রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ?
▸ ২৪ মে।
43. বিশ্বের প্রথম ১০০% বায়োডিগ্রেডেবল পেন তৈরি করেছেন কে?
▸  নয়াদিল্লির সৌরভ এইচ. মেহতা। পেনটির নাম 'নোট পেন'।
44. ভারতের প্রথম বিমানবন্দর হিসাবে 'জিরো ওয়েস্ট টু ল্যান্ডফিল এর মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করে ইতিহাস গড়ল কারা?
▸ তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর।
45. কার আদর্শের ওপর ভিত্তি করে একটি নতুন চ্যাটবট তৈরি করল চিন?
▸  প্রেসিডেন্ট শি জিনপিং।
46. কোন দেশে ভারতীয় ওষুধ সংস্থা 'সান ফার্মা'র কারখানা চালু হল?
▸  বাংলাদেশ।
47. 'ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট হিসাবে দায়িত্ব নিলেন কে?
▸  ভাইস অ্যাডমিরাল গুরচরণ সিং।
48. বিনা প্রতিদ্বন্দ্বিতায় 'ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া'র চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
▸ জেঠা আহির।
49. চাদের নতুন প্রধানমন্ত্রী এখন কে?
▸ আল্লামায়ে হালিনা।
50. কোন দেশে প্রথম H5N1 (বার্ডফ্লু) ভাইরাসের সংক্রমণ দেখা গেল?
▸ অস্ট্রেলিয়া।
51. 'সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটি'র তরফ থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০২৩-২৪ সালে রাজ্য ট্রান্সমিশন সংস্থাগুলির মাধ্যমে ট্রান্সমিশন লাইন যুক্ত করার ক্ষেত্রে শীর্ষ স্থান পেল কোন রাজ্য?
▸ উত্তর প্রদেশ।
52. কোন দেশে 'স্পেসএক্স' এর স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করলেন এলন মাস্ক?
▸ ইন্দোনেশিয়া।


53. প্রথম ভারতীয় হিসাবে, ৭৭তম 'কান চলচ্চিত্র উৎসব'এ 'আন সার্টেন রিগার্ড' বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন কে?
▸ কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত ('দ্য শেমলেস' চলচ্চিত্রের জন্য এই পুরস্কার পেলেন তিনি)।
54. রাজস্থানের জয়সলমেরে 'ন্যাশনাল ডেজার্ট পার্ক'এ বার্ষিক ওয়াটারহোল সমীক্ষায় মোট ক'টি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড গণনা করা হয়েছে?
▸ ৬৪ টি।
55. লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট এখন কে?
▸ গীতানাস নৌসেদা।
56. গেইল (ইন্ডিয়া) লিমিটেডের প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় চালু হল?
▸ মধ্য প্রদেশের বিজয়পুর। 
57. 'বিশ্ব তামাকমুক্ত দিবস' কবে পালিত হয়?
▸ ৩১ মে।
58. 'আন্তর্জাতিক আলু দিবস' কবে পালিত হয়?
▸ ৩০ মে।
59. অ্যান্টি র‍্যাডিয়েশন সুপারসনিক ক্ষেপণাস্ত্র 'রদ্রুম-২' এর সফল উৎক্ষেপণ করল কোন সংস্থা?
▸ ডিআরডিও।
60. একই মরসুমে দু'বার 'মাউন্ট ''এভারেস্ট' ও মাউন্ট লোৎসে' পর্বত আরোহণ করে ইতিহাস গড়লেন কে?
▸ ভারতীয় পর্বতারোহী সত্যদীপ গুপ্ত।
61. দেশে কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোচিপ ইমেজার তৈরি করতে চুক্তিবদ্ধ হল কোন দুই সংস্থা?
▸ আইআইটি বম্বে ও টাটা কন্সালট্যান্সি সার্ভিসেস।
62. 'কোল্ড চেইন অ্যান্ড লজিস্টিক্স সামিট' কোথায় হয়েছে?
▸ নয়াদিল্লি।
63. এবছর গোয়ায় 'আউটলুক প্ল্যানেট সাসটেইনেবিলিটি সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস'এ 'নন-ফসিল ফুয়েল বিজনেস' বিভাগে 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পুরস্কার এ ভূষিত হল কোন সংস্থা?
▸ পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড।
64. দক্ষিণ কোরিয়ার প্রথম মহাকাশ সংস্থার নাম কী?
▸ "কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন' বা, কাসা।
65. “মুথুট পাপ্পাচান গ্রুপ এর প্রচারদূত হিসাবে নিযুক্ত হলেন কে?
▸ শাহরুখ খান।
66. সফলভাবে নিজেদের তৈরি ৩ডি প্রিন্টেড সেমি-ক্রায়োজেনিক 'অগ্নিবাণ' রকেট উৎক্ষেপণ করল কোন সংস্থা?
▸ অগ্নিকুল কসমস।
67. ডিআরডিও-ইন্ডাস্ট্রি-আকাদেমিয়া সেন্টার অফ এক্সেলেন্স চালু করল কোন দুই সংস্থা?
▸ আইআইটি কানপুর ও ডিআরডিও।
68. কোন দেশের বিজ্ঞানীরা হীরা উৎপাদনের জন্য একটি সুপারফাস্ট পদ্ধতি তৈরি করেছেন?
▸ দক্ষিণ কোরিয়া।
69. ডেনমার্কের কোপেনহেগেনে, এবছর বিশ্বব্যাপী 'ডব্লুএএন- আইএফআরএ ডিজিটাল মিডিয়া পুরস্কার'এ 'বেস্ট ইন অডিয়েন্স এনগেজমেন্ট' বিভাগে পুরস্কৃত হল কোন প্রচারাভিযান?
▸ 'মেড অফ চেন্নাই' (এটি ভারতীয় সংবাদপত্র 'দ্য হিন্দু'র একটি ব্র্যান্ড ক্যাম্পেইন)।
70. কোন দেশে প্রথম বিদেশি প্রকল্প চালু করল 'ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া'?
▸ ওমান।
71. চেন্নাইয়ের কাছে মাপেদু'তে, ভারতের প্রথম মাল্টিমোডাল লজিস্টিক্স পার্ক তৈরি করছে কোন সংস্থা?
▸ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
72. পাপুয়া নিউ গিনির বিধ্বংসী ভূমিধসের পরিপ্রেক্ষিতে ভারত মোট কত টাকা আর্থিক সহায়তা দিয়েছে?
▸ ১ মিলিয়ন মার্কিন ডলার।
73. এবছর 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র তরফ থেকে, 'নেলসন ম্যান্ডেলা হেলথ প্রোমোশন পুরস্কার' পেল ভারতের কোন সংস্থা?
▸ বেঙ্গালউরুর 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস'।
74. ফ্রান্সে ৭৭ তম কান চলচ্চিত্র উৎসব'এ, প্রথম ভারতীয় হিসারে গ্রাঁ প্রি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন কে?
▸ ভারতীয় চলচ্চিত্র পরিচালক পায়েল কাপাডিয়া (“অল উই ইমাজিন অ্যাজ লাইট' চলচ্চিত্রের জন্য কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ এই পুরস্কার পেলেন তিনি)।
75. পৃথিবীর ১০০টি সেরা প্রভাবশালী কোম্পানির তালিকায় জায়গা পেল কোন ৩ ভারতীয় সংস্থা?
▸ রিলায়েন্স, ইন্ডাস্ট্রিজ লিমিটেড', 'টাটা গ্রুপ' ও 'সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া'।
76. আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় দার এস সালাম' বন্দরের কন্টেইনার 'টার্মিনাল-২' পরিচালনার জন্য মোট কত বছরের লিজ নিয়েছে 'আদানি গোষ্ঠী'?
▸  ৩০ বছর। 

77. 'উইসডেন ক্রিকেটারস অ্যালমানাক'এর বিচারে, ২০২৩ সালের সেরা পুরুষ ক্রিকেটার হিসাবে নির্বাচিত হলেন কে?
▸ অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
78. 'উইসডেন ক্রিকেটারস অ্যালমানাক'এর বিচারে, ২০২৩ সালের সেরা মহিলা ক্রিকেটার হিসাবে নির্বাচিত হলেন কে?
▸ ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট।
79. বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে, বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর যোগ্যতা অর্জন করেছেন কে?
▸ ভারতের ডি.গুকেশ (১৭ বছর বয়সি)।
80. ফর্মুলা ১ চাইনিজ গ্রাঁ প্রি জিতলেন কে?
▸ ম্যাক্স ভারস্তাপেন ।
81. কোন শহরে নিজেদের প্রথম ক্রিকেট আকাদেমির উদ্বোধন করল "রাজস্থান রয়‍্যালস'?
▸ জয়পুর।
82. রোয়িংয়ে, ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসাবে এবছর 'প্যারিস অলিম্পিক্স'এর কোটা নিশ্চিত করলেন কে?
▸ বলরাজ পানওয়ার।
83. সম্প্রতি অবসরের ঘোষণা করা সৌরভ ঘোষাল কোন খেলার সঙ্গে যুক্ত?
▸  স্কোয়াশ।
84. এবছর 'লরিয়াস ক্রীড়া পুরস্কার' এ 'বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ এর সম্মান পেলেন কে?
▸ সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ।
85. এবছর 'লরিয়াস ক্রীড়া পুরস্কার' এ 'বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ'এর সম্মান পেলেন কে?
▸ স্প্যানিশ ফুটবলার আইতানা বোনমাতি।
86. বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে, আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন কে?
▸ যজুবেন্দ্ৰ চহাল।
87. এবছর আইসিসি পুরুষদের টোয়েন্টি-২০ বিশ্বকাপের দূত হিসাবে নিযুক্ত হলেন কে?
▸ যুবরাজ সিং।
88. এবছর সর্বশেষ আইটিটিএফ 'টেবল টেনিস বিশ্ব র‍্যাঙ্কিং'এ ভারতের ১ নম্বর মহিলা সিঙ্গলস টেবল টেনিস তারকার শিরোপা পেলেন কে?
▸ সৃজা আকুলা।
89. আসন্ন আইসিসি মহিলাদের টোয়েন্টি-২০ বিশ্বকাপ কোয়ালিফায়ার'এর দূত হিসাবে নিযুক্ত হলেন কে?
▸ সোনা মীর। 
90. এবছর ‘গালফ যুব গেমস' আয়োজন করেছে কোন দেশ?
▸ সংযুক্ত আরব আমিরশাহী।
91. ফিফা বিশ্বকাপ স্পন্সর করবে কোন কোম্পানি?
▸ আরামকো (সৌদি আরবের কোম্পানি)।


  General Knowledge with (Current Affairs)  
  • Click Here Part-2 
  • Click Here Part-3
  • Click Here Part-4
  • Click Here Part-5
  • Click Here Part-6
  • Click Here Part-7
  • Click Here Part-8
  • Click Here Part-9
  • Click Here Part-10
  • Click Here Part-11
  • Click Here Part-12
  • Click Here Part-13
  • Click Here Part-14
  • Click Here Part-15

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন