Bangla General Knowledge News and Current Affairs Part-2
92. আমাদের খাদ্যের সর্বাধিক প্রোটিন অংশ আমাদের খাদ্যনালীর কোন অংশে পরিপাক হয়?
▸ ক্ষুদ্রান্ত।
93. ‘ইন্টারলিউকিন’ কোন রোগের প্রতিকার?
▸ ক্যান্সার।
94. মানবদেহে বৃক্কের পরিশোধন একককে কী বলা হয়?
▸ নেফ্রন।
95. প্রতিবছর ২৩ অক্টোবর সকাল ৬:০২ থেকে সন্ধ্যে ৬:০২ পর্যন্ত রসায়ন জগতে কোন দিন উদযাপন করা হয়?
▸ মোল দিন অ্যাভোগাড্রো সংখ্যা আবিষ্কারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি পালিত হয়।
96. ২ বর্গমিটার অঞ্চল জুড়ে ১৪ নিউটন বল কাজ করছে। চাপের মান কত হবে?
▸ ৭ পাস্কাল।
97. পিউরিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
▸নাইট্রিক অ্যাসিড।
98. ক্যালশিয়াম কার্বনেটে ক্যালশিয়ামের শতকরা হার কত?
▸ 40%
99. এক অণু কাপড় কাচার সোডাতে কতগুলি জলের অণু রয়েছে?
▸১০
100. মোবাইল ফোনের জনক কে?
▸মার্টিন কুপার (১৯৭৩ সাল)
101. ১৯৫৯ সালে বাংলায় কোন বড় শিল্প ধর্মঘট হয়েছিল, যা ভারতীয় শ্রমিক আন্দোলনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল?
▸ হাওড়া ধর্মঘট।
102. "এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল'এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
▸ স্যার উইলিয়াম জোন্স (১৭৮৪ সালের ১৫ জানুয়ারি)।
103. কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, যা 'স্যাডলার কমিশন' নামেও পরিচিত। এটি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
▸ ১৯১৭ (এর চেয়ারম্যান স্যার মাইকেল স্যাডলার'এর নামানুসারে এটির নাম রাখা হয়েছিল)।
104. আল্লুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন।
▸ অন্ধ্রপ্রদেশ।
105. কার অধীনে ১৮ শতকে বাংলা ধীরে ধীরে মোগল নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়?
▸ মুর্শিদকুলী খান।
106. গৌতম বুদ্ধের একমাত্র ছেলের নাম কী ছিল?
▸ রাহুল।
107. কোন পল্লব রাজা 'বাতাপিকোন্ডা' (বাতাপির বিজয়ী) উপাধি গ্রহণ করেন।
▸ প্রথম নরসিংহবর্মণ।
108. কোন লোদি শাসকের আসল নাম ছিল নিজাম খান?
▸ সিকাদ্দার লোদি। (১৪৮৯ সাল থেকে ১৫১৭ সাল পর্যন্ত লোদি রাজবংশের একজন শাসক ছিলেন তিনি)।
109. 'বিনয় পিটক' বইটিতে কী বিষয় নথিভুক্ত রয়েছে?
▸ বৌদ্ধ নিয়ম।
110. 'খিলজি' রাজবংশের শেষ শাসক কে ছিলেন?
▸ খসরু খান।
111. কোন মহাদেশের একটি দেশের 'নাম 'চাদ'?
▸ আফ্রিকা।
112. 'বায়লাডিলা' কীজন্য বিখ্যাত?
▸ লৌহ আকরিক।
113. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি?
▸ রাইডাক।
114. পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি কোন জেলার বৈশিষ্ট্য?
▸ দার্জিলিং।
115. ভারতের প্রথম উপকূল-ভিত্তিক, আধুনিক, সমন্বিত ইস্পাত কারখানা কোনটি?
▸বিশাখাপত্তনম।
116. ভারতের কোন রাজ্যের আয়তন সবথেকে বেশি?
▸ রাজস্থান। (৩,৪২,২৩১ বর্গ কিলোমিটার)।
117. ভারতে ক'টি প্রধান জৈব ভৌগোলিক অঞ্চল রয়েছে?
▸১০টি। (ট্রান্স হিমালয়, হিমালয়, মরুভূমি, আধাশুষ্ক, পশ্চিমঘাট, দাক্ষিণাত্যের মালভূমি, গাঙ্গেয় সমভূমি, উত্তর পূর্ব অঞ্চল, উপকূলীয় অঞ্চল ও উপকূলের কাছাকাছি দ্বীপপুঞ্জ)।
118. ওএনজিসি'র আন্তর্জাতিক শাখা কোন নামে পরিচিত?
▸ওএনজিসি বিদেশ লিমিটেড।
119. 'মাচকুণ্ড প্রকল্পটি কোন দুই রাজ্যের একটি যৌথ উদ্যোগ?
▸ ওড়িশা ও আন্ধ্রা প্রদেশ (এটি একটি জলবিদ্যুৎ প্রকল্প)।
120. ভারতের প্রথম টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে স্থাপিত হবে?
▸ গুজরাট (সুরাট)।
121. 'ইন্টারনেশনস এর সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সবথেকে সাশ্রয়ী মূল্যের দেশের তকমা পেল কারা?
▸ভিয়েতনাম ।
122. ভারতের প্রথম রাজ্য হিসাবে, আগামী ১০ বছরের জন্য সড়ক নিরাপত্তা কর্ম পরিকল্পনা তৈরি করতে চলেছে কারা?
▸ রাজস্থান।
123. পঞ্জাবের প্রথম উদ্ভিদ ক্লিনিক ও মাটি পরীক্ষাগার কোথায় স্থাপন করা হয়?
▸ মোগা ভারতের পাঞ্জাব রাজ্যের একটি জেলা শহর।
124. অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি, সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মেয়েদের জন্য বিনামূল্যে উচ্চ শিক্ষা নীতির ঘোষণা করল কোন রাজ্য?
▸মহারাষ্ট্র।
125. ভারতের কোন রাজ্যে ঘর ঘর সোলার' উদ্যোগ চালু করল টাটা পাওয়ার সোলার সিস্টেমস লিমিটেড'?
▸ উত্তর প্রদেশ ।
126. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন ক?
▸ ড. সৌম্যা স্বামীনাথন ।
127. কাকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান 'অর্ডার অফ' সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল'এ ভূষিত করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন?
▸ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
128. প্রথম 'বিশ্ব অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট' আয়োজন করবে কোন দেশ?
▸ ভারত (গোয়ায় ২০-২৪ নভেম্বর এটি হয়েছে)।
129. দেশের প্রথম রডোডেনড্রন বাগান ভারতের কোন রাজ্যে চালু হল?
▸ উত্তরাখণ্ড।
130. মেডিক্যাল ডিভাইসের তথ্যের জন্য একটি উদ্ভাবনী অনলাইন প্ল্যাটফর্ম 'মেডিক্যাল ডিভাইস ইনফর্মেশন সিস্টেম' চালু করল কোন সংস্থা?
▸বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
131. কোন দিনটিকে 'সংবিধান হত্যা দিবস' হিসাবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার?
▸ ২৫ জুন।
132. ভারতের কোন রাজ্যের ৫৫টি জেলায় 'প্রধানমন্ত্রী কলেজ অফ এক্সেলেন্স'এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?
▸ মধ্য প্রদেশ।
133. পাক-ইভানের 'লাহোর হাই কোর্ট" এর প্রথম মহিলা প্রধান বিচারপতি কে?
▸ আলিয়া নীলম ।
134. এবছর বিশাখাপত্তনমে, বার্ষিক 'ফ্লিট পুরস্কার অনুষ্ঠান'এ পূর্বাঞ্চলীয় ফ্লিটের সেরা জাহাজ হিসাবে বিবেচিত হল?
▸আইএনএস দিল্লি।
135. কোথায় উত্তরাখণ্ডের প্রথম পাখি গ্যালারি স্থাপিত হল?
▸ দেরাদুন।
136. ওড়িশার আঙ্গুল জেলার মাছকাটা সংশোধিত কয়লা খনির জন্য সফল বিড জিতল কোন সংস্থা?
▸ এনএলসি ইন্ডিয়া লিমিটেড।
137. উদ্ভিদদেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়?
▸ জাইলেম।
138. মানবদেহে কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয়?
▸ বৃক্ক।
139. আধুনিক ট্যানারি শিল্পে কোন বিষাক্ত ভারী ধাতু পাওয়া যায়?
▸ ক্রোমিয়াম ।
140. মানবদেহের বৃহত্তম পেশি কোনটি?
▸ গ্লুটিয়াস ম্যাক্সিমাস।
141. 'ভিটামিন-সি'এর আবিষ্কারক কে?
▸ আলবার্ট সেজেন্ট-জিগুণি।
142. ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তুর স্বকীয় ধর্ম?
▸ ভর।
143. কার্বন মনোক্সাইডের প্রধান উৎস কী?
▸ জীবাশ্ম জ্বালানির দহন ।
144. ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কোন ধরনের শক্তি সঞ্চয় করি?
▸ স্থিতিশক্তি।
145. 'অলীক বল' কাকে বলে?
▸ অপকেন্দ্র বলকে।
146. পদ্মফুল কোন ধর্মে প্রথম সবথেকে পবিত্র সামগ্রী ছিল?
▸ বৌদ্ধ ধর্মে।
147. কে প্রথম উর্দু ভাষাকে কবিতার ভাষা হিসাবে ব্যবহার করেন?
▸আমির খসরু।
148. পশ্চিম ভারতের নবজাগরণের জনক ছিলেন কে?
▸ মহাদেব গোবিন্দ রানাডে ।
149. চিন দেশের পরিব্রাজক হিউয়েন সাং কার কাছে সংস্কৃত ভাষা শেখেন?
▸ শীলভদ্র।
150. মহম্মদ বিন তুঘলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কী ছিল?
▸ আদল।
151. ভারতের কোন এলাকার সম্রাটরা 'বিরাট' উপাধি নিতেন উত্তর?
▸ ভারতের সম্রাটরা।
152. বৈজু বাওরার সমাধি কোন স্থানে অবস্থিত?
▸ চান্দেরি।
153. শেরশাহ সূরী'র শেষ অভিযান ছিল?
▸ কালিঞ্জার (১৫৪৫ সাল)।
154. 'নিষাদ' কারা?
▸ অনার্য উপজাতি।
155. 'আলমগীর নামা'র রচয়িতা হলেন?
▸ মির্জা মুহাম্মদ কাজিম।
156. 'বাকিংহাম খাল' ভারতের কোন কোন রাজ্যে অবস্থিত?
▸ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু।
157. ভারতের কোন রাজ্যের রাজধানীকে 'পূর্বের স্কটল্যান্ড' বলা হয়?
▸ মেঘালয়।
158. সিকিমের 'তিস্তা' নদীর কোন উপনদীর ওপর 'রঙ্গিত' বাঁধটি তৈরি হয়েছে?
▸ রঙ্গিত।
159. ওড়িশার সুকিন্দা উপত্যকা কোন রাসায়নিক উপাদানের বৃহত্তম আধার?
▸ ক্রোমিয়াম।
160. ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে দেশের সর্বোচ্চ শতাংশ?
▸ম্যানগ্রোভ অরণ্য রয়েছে — পশ্চিমবঙ্গ (ভারতের মোট ম্যানগ্রোভ এলাকার প্রায় ৪২%)।
161. ভারতের কোন রাজ্যে 'চির বাট্টি' নামক প্রাকৃতিক ঘটনাটি দেখতে পাওয়া যায়?
▸ গুজরাত (এটি স্থানীয়দের ভাষায় ভয়ঙ্কর ভূতের আলো নামে পরিচিত)।
162. ভারতের কোন রাজ্যে 'চির বাট্টি' নামক প্রাকৃতিক ঘটনাটি দেখতে পাওয়া?
▸ গুজরাত (এটি স্থানীয়দের ভাষায় ভয়ঙ্কর ভূতের আলো নামে পরিচিত)।
163. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সয়াবিন উৎপাদন হয়?
▸মধ্য প্রদেশ (প্রায় ৪৫%)।
164. ভারতে সেচের জন্য ব্যবহৃত বৃহত্তম খাল কোনটি?
▸ ইন্দিরা গান্ধী খাল।
165. ভারতের একমাত্র অভয়ারণ্য কোনটি, যেখানে কাশ্মীর হরিণ পাওয়া যায়?
▸ কাশ্মীরের 'দাচিগাম জাতীয় উদ্যান'।
166. ভারতের বৃহত্তম কর্মক্ষম - উপকূলীয় বায়ু খামার কোনটি?
▸ মুপ্পান্ডাল বায়ু খামার (তামিলনাডুতে অবস্থিত)।
167. এবছরের ২৮ আগস্ট 'প্রধানমন্ত্রী জন ধন যোজনা' কত বছর পূর্ণ করেছে?
▸ ১০ বছর।
168. প্রথম ভারতীয় জীবন বিমাকারী সংস্থা হিসাবে 'গুজরাত ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটি তে কার্যক্রম করল কারা?
▸ ইন্ডিয়াফার্ট লাইফ।
169. গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা বাড়াতে, ভারতে বিটা মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কথোপকথনমূলক শপিং অ্যাসিস্ট্যান্ট 'রুফাস' চালু করল কোন কোম্পানি?
▸ অ্যামাজন।
170. প্রথম ভারতীয় সংস্থা হিসাবে, বার্ষিক আয়ের নিরিখে ১০ লাখ কোটির গণ্ডি ছুঁয়েছে কোন কোম্পানি?
▸ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
171. ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কত শতাংশে উন্নীত করেছে?
▸ 'বিশ্বব্যাঙ্ক'- ৭%
172. ‘আজম-ই-ইসতেহকাম' নামে নতুন মিলিটারি অনুশীলন করেছে কোন দেশ?
▸ পাক-ইস্তান।
173. ফৌজদারি মামলায় জড়িত সাক্ষীদের নিরাপত্তা ও সহায়তা প্রদানের জন্য, 'সাক্ষী সুরক্ষা প্রকল্প ২০২৪ " চালু করল কোন রাজ্য?
▸ অসম।
174. যক্ষ্মা গবেষণা অধ্যয়নের জন্য একটি নতুন ৩ড়ি হাইড্রোজেল কালচার সিস্টেম তৈরি করল কোন সংস্থা?
▸ বেঙ্গালউরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স।
175. মহাবিশ্বের সবথেকে শক্তিশালী গামা রশ্মি বিস্ফোরণের রহস্য জানতে যৌথভাবে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে কোন দুই দেশ?
▸চিন ও ফ্রান্স।
176. ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব নিলেন কে?
▸ লেফটেন্যান্ট জেনারেল এন.এস.রাজা সুব্রামনি।
177. নতুন ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর অধীনে, প্রথম এফআইআর নথিভুক্ত করল কোন রাজ্য?
▸ তেলেঙ্গানা।
178. 'এনটিআর ভরোসা পেনশন প্রকল্প" চালু করল কোন রাজ্য?
▸ অন্ধ্রপ্রদেশ।
179. অশ্বিন রামাস্বামী হলেন প্রথম জেনারেল জেড ভারতীয়-মার্কিনি প্রার্থী, যিনি জর্জিয়া রাজ্য সেনেটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কোন পার্টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন?
▸ ডেমোক্র্যাটিক।
180. 'লোকার্নো চলচ্চিত্র উৎসব'এর তরফ থেকে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট পুরস্কার পার্দো আল্লা কেরিয়ারে ভূষিত হলেন কে?
▸ শাহরুখ খান।
181/ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা পোশাক তৈরি করলেন কে?
▸ক্রিস্টিনা আর্নস্ট ।
182. ভারতের কোন রাজ্যে ৪১,০০০ বছরের পুরনো অতিকায় উটপাখির বাসার খোঁজ পেলেন গবেষকরা?
▸ অন্ধ্রপ্রদেশ।
183. নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এখন কে?
▸ ডিক শুফ।
184. মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্যসচিব কে?
▸ সুজাতা সৌনিক।
185. উদ্বোধনী 'কে.সরস্বতী আম্মা পুরস্কার' এ ভূষিত হলেন কে?
▸ লেখিকা, সমালোচক ও নারীবাদী কর্মী পি. গীথা।
186. মহারাষ্ট্রের অমরাবতী জেলায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল তৈরি করবে কোন বিমান সংস্থা?
▸ এয়ার ইন্ডিয়া।
187. গুরুগ্রাম-মানেসার ও ফরিদাবাদে, বর্জ্য থেকে কাঠকয়লা প্ল্যান্ট স্থাপন করবে কোন রাজ্য?
▸ হরিয়ানা।
188. ২০২৫ সালে কোন শহরটিকে 'রাজস্ব জেলা' হিসাবে তৈরি করবে বিহার?
▸ বাগহা সিটি।
189. এবছর 'গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট' উদ্বোধন করেছেন কে?
▸ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
190. লস অ্যাঞ্জেলেসে, 'ভারতীয় চলচ্চিত্র উৎসব এ গ্র্যান্ড জুরি পুরস্কার পেল কোন চলচ্চিত্র?
▸ গার্লস উইল বি গার্লস।
191. কোথায় 'কুমারমঙ্গলম আর্টিলারিজাদুঘর' হিসাবে সংস্কার করা আর্টিলারি জাদু ঘরটি আবার খুলে নিল ভারতীয় সেনাবাহিনী?
▸ মহারাষ্ট্রের নাসিক জেলা।
192. 'বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস কবে পালিত হয়।
▸ ২ জুলাই।
192. ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি'র ৪৬ তম অধিবেশন আয়োজন করবে কোন দেশ?
▸ ভারত।
193. 'ন্যাশনাল মেডিক্যাল কমিশন'এর চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হলেন কে?
▸ ড. বি.এন.গঙ্গাধর।
194. গুয়াহাটির 'লোকপ্ৰিয়া গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর এর চিফ এয়ারপোর্ট অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?
▸ অশ্বিন নরোনহা।
195. ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে?
▸ টি.ভি. রবিচন্দ্রন ।
196. কোন দেশে একটি নতুন প্রেসিডেন্সিয়াল প্যালেস তৈরি করল চিন?
▸ ভানুয়াতু।
197. ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এখন কে?
▸ হেমন্ত সোরেন।
198. 'প্রেস ইনফর্মেশন ব্যুরো'র ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
▸ ধীরেন্দ্র ওঝা।
199. পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে?
▸বিচারপতি শীল নাগু।
200. জনসাধারণের জন্য ৭ দিনের মধ্যে রাস্তার সমস্যার সমাধান করতে, ‘লোকপথ মোবাইল অ্যাপ' চালু করল কোন রাজ্য?
▸ মধ্য প্রদেশ।
- Click Here Part-1
- Click Here Part-2
- Click Here Part-3
- Click Here Part-4
- Click Here Part-5
- Click Here Part-6
- Click Here Part-7
- Click Here Part-8
- Click Here Part-9
- Click Here Part-11
- Click Here Part-12
- Click Here Part-13
- Click Here Part-14
- Click Here Part-15