1. ফরাসি বিপ্লব চলাকালীন ফ্রান্সকে প্রজাতান্ত্রিক দেশ বলে ঘোষণা করা হয় কোন বছর?
Ⓐ ১৭৮৯ খ্রিস্টাব্দে
Ⓑ ১৭৯১ খ্রিস্টাব্দে
Ⓒ ১৭৯২ খ্রিস্টাব্দে
Ⓓ ১৭৯৫ খ্রিস্টাব্দে
Answer. Ⓒ ১৭৯২ খ্রিস্টাব্দে
2. ঋগ্বৈদিক যুগের সমাজে নিম্নলিখিত কোন জিনিসটির অস্তিত্ব ছিল না?
Ⓐ অসবর্ণ বিবাহ
Ⓑ বিধবাবিবাহ
Ⓒ সম্পত্তিতে নারীদের মালিকানা
Ⓓ উপরের সবকটি
Answer. Ⓓ উপরের সবকটি
3. জুলাই রাজতন্ত্রের কার্যকাল কবে শেষ হয়?
Ⓐ ১৮৪৮ খ্রিস্টাব্দে
Ⓑ ১৮৩০ খ্রিস্টাব্দে
Ⓒ ১৮৩৩ খ্রিস্টাব্দে
Ⓓ ১৮৩১ খ্রিস্টাব্দে
Answer. Ⓐ ১৮৪৮ খ্রিস্টাব্দে
4. মানুষ সর্বপ্রথম কোন শস্যের চাষ করতে শিখেছিল?
Ⓐ ধান
Ⓑ যব
Ⓒ গম
Ⓓ কোনোটিই নয়
Answer. Ⓑ যব
5. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন—
Ⓐ কেশবচন্দ্র সেন
Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ রাজা রামমোহন রায়
Ⓓ শিবনাথ শাস্ত্রী
Answer. Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর
6. হিন্দু কলেজের নাম 'প্রেসিডেন্সি কলেজ' করা হয়?
Ⓐ 1840 খ্রিস্টাব্দে
Ⓑ 1860 খ্রিস্টাব্দে
Ⓒ 1855 খ্রিস্টাব্দে
Ⓓ 1865 খ্রিস্টাব্দে
Answer. Ⓒ 1855 খ্রিস্টাব্দে
7. ডিউক অব আর্টয়েস ছিলেন—
Ⓐ লুই ফিলিপ
Ⓑ দশম চার্লস
Ⓒ অষ্টাদশ লুই
Ⓓ কাউন্ট বেনেদিতি
Answer. Ⓑ দশম চার্লস
8. সন্ত্রাসের শাসনকালে গঠিত একটি প্রশাসনিক সংস্থা হল—
Ⓐ প্যারিস কমিউন
Ⓑ সোসাইটি অব দি প্যান্থিয়ন
Ⓒ প্যারিস পার্লামেন্ট
Ⓓ গণনিরাপত্তা সমিতি
Answer. Ⓓ গণনিরাপত্তা সমিতি
9. কোন গভর্নর জেনারেলের সময় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
Ⓐ লর্ড ওয়ারেন হেস্টিংস
Ⓑ লর্ড কর্নওয়ালিশ
Ⓒ লর্ড ওয়েলেসলি
Ⓓ লর্ড বেন্টিক
Answer. Ⓐ লর্ড ওয়ারেন হেস্টিংস
10. নিম্নলিখিত পত্রিকাগুলির মধ্যে কোনটি প্রকাশিত হত মারাঠি ভাষায়?
Ⓐ সন্ধ্যা
Ⓑ হরিজন
Ⓒ কেশরী
Ⓓ মারহাট্টা
Answer. Ⓒ কেশরী
11. ‘পণ্ডিত সার্বভৌম' উপাধিতে ভূষিত হয়েছিলেন—
Ⓐ শ্রীনাথ
Ⓑ শ্রীকর নন্দী
Ⓒ শ্রীধর কবিরাজ
Ⓓ বৃহস্পতি মিশ্র
Answer. Ⓓ বৃহস্পতি মিশ্র
12. গিরিয়ার যুদ্ধে সরফরাজ খানকে পরাজিত ও নিহত করে বাংলার মসনদ দখল করেন—
Ⓐ সুজাউদ্দিন
Ⓑ নজম-উদ্ দৌলা
Ⓒ আলিবর্দি খাঁ
Ⓓ মুবারক-উদ্ দৌলা
Answer. Ⓒ আলিবর্দি খাঁ
13. লাল সন্ত্রাস বা মহাসন্ত্রাসের প্রধান নায়ক কে ছিলেন?
Ⓐ রোবসপিয়ার
Ⓒ দাঁতো
Ⓑ হিবার্ট
Ⓓ মারাট
Answer. Ⓐ রোবসপিয়ার
14. স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
Ⓐ ড্রিঙ্কওয়াটার বেথুন
Ⓑ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ⓒ ডেভিড হেয়ার
Ⓓ রাজা রামমোহন রায়
Answer. Ⓒ ডেভিড হেয়ার
15. 'আল হিলাল' পত্রিকাটির প্রকাশক ছিলেন?
Ⓐ সৈয়দ আহমেদ খান
Ⓑ আগা খান
Ⓒ আবুল কালাম আজাদ
Ⓓ নবাব আব্দুল লতিফ
Answer. Ⓒ আবুল কালাম আজাদ
16. নীচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ নয়?
Ⓐ আর্যদের আক্রমণ
Ⓑ ভূমিকম্প
Ⓒ বন্যা
Ⓓ অগ্নিকাণ্ড
Answer. Ⓓ অগ্নিকাণ্ড
17. ‘বাসকুল' (Buscule) শব্দের অর্থ?
Ⓐ বামপন্থী সংস্কার প্রবর্তন
Ⓑ অবাধ বাণিজ্য নীতি
Ⓒ নতুন কাগজি মুদ্রা
Ⓓ ভারসাম্য রক্ষাকারী দোলনা বিশেষ
Answer. Ⓓ ভারসাম্য রক্ষাকারী দোলনা বিশেষ
18. কোন ঐতিহাসিক রোবপিয়ারকে ইতিহাসের সামনের সারিতে থাকা সবচেয়ে ঘৃণ্য চরিত্র' বলে বর্ণনা করেছেন?
Ⓐ ডেভিড থমসন
Ⓑ জুলেস মিশেল
Ⓒ লর্ড অ্যাকটন
Ⓓ জর্জ লেফেভর
Answer. Ⓒ লর্ড অ্যাকটন
19. নেপালের কাঠমাণ্ডু আক্রমণ করে স্বয়ম্ভূনাথ স্তূপ ও পশুপতিনাথের মূর্তি ধ্বংস করেন?
Ⓐ শামসউদ্দিন ইলিয়াস শাহ
Ⓑ সিকন্দর শাহ
Ⓒ আলাউদ্দিন ফিরোজ শাহ
Ⓓ নসরৎ শাহ
Answer. Ⓒ আলাউদ্দিন ফিরোজ শাহ
20. গৌড়ে ফতেহ খানের সমাধিভবন নির্মাণ করেন—
Ⓐ গিয়াসউদ্দিন আজম শাহ
Ⓑ রাজা গণেশ
Ⓒ সিকন্দর শাহ
Ⓓ নসরৎ শাহ
Answer. Ⓑ রাজা গণেশ
21. ‘পাল’ একটি প্রাকৃত শব্দ, যার অর্থ—
Ⓐ রাজা
Ⓑ রক্ষাকারী
Ⓒ দল
Ⓓ দলপতি
Answer. Ⓑ রক্ষাকারী
22. বিক্রমশীল' নামে অভিহিত হয়েছিলেন—
Ⓐ দেবপাল
Ⓑ রামপাল
Ⓒ ধর্মপাল
Ⓓ প্রথম মহীপাল
Answer. Ⓒ ধর্মপাল
23. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধে—
Ⓐ ব্রিটিশরা জয়লাভ করে
Ⓑ মারাঠারা জয়লাভ করে
Ⓒ কোনো পক্ষই জয়ী হতে পারেনি
Ⓓ ব্রিটিশ ও মারাঠা যুদ্ধে লিপ্ত থাকায় হায়দার আলি শক্তি সঞ্চয় করেন
Answer. Ⓒ কোনো পক্ষই জয়ী হতে পারেনি
24. সঠিক বক্তব্যটি চিহ্নিত করো :
Ⓐ ১ থার্মিডর টেনিস কোর্টের শপথ গ্রহণ
Ⓑ ৯ থার্মিডর সন্ত্রাসের রাজত্বে সূচনা
Ⓒ ৯ থার্মিডর ডাইরেক্টরির শাসনের অবসান
Ⓓ ৯ থার্মিডর সন্ত্রাসের শাসনের অবসান
Answer. Ⓓ ৯ থার্মিডর সন্ত্রাসের শাসনের অবসান
25. ‘বাসকুল' (Buscule) নীতি কোন শাসনব্যবস্থার সঙ্গে সম্পর্কিত?
Ⓐ সন্ত্রাসের শাসনকাল
Ⓑ ডাইরেক্টরির শাসন
Ⓒ থার্মিডোরিয় প্রতিক্রিয়ার যুগ
Ⓓ কনসালেট-এর শাসনকাল
Answer. Ⓑ ডাইরেক্টরির শাসন
26. 1818 খ্রিস্টাব্দে পটলডাঙা অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছিলেন?
Ⓐ রাজা রামমোহন রায়
Ⓑ ডেভিড হেয়ার
Ⓒ জোনাথন ডানকান
Ⓓ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Answer. Ⓑ ডেভিড হেয়ার
27. নীচের কোনটির একটি নিদর্শনও সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি?
Ⓐ শস্যাগার
Ⓑ স্নানাগার
Ⓒ নগর প্রাচীর
Ⓓ মন্দির
Answer. Ⓓ মন্দির
28. সুলতান হুসেন শাহের রাজত্বকালে বাংলা আক্রমণ করেন—
Ⓐ বহলুল লোদি
Ⓑ সিকন্দর শাহ লোদি
Ⓒ ইব্রাহিম লোদি
Ⓓ ফিরোজ শাহ তুঘলক
Answer. Ⓑ সিকন্দর শাহ লোদি
29. মারাঠা সাম্রাজ্যের শেষ স্বাধীন পেশোয়া ছিলেন—
Ⓐ দ্বিতীয় বাজিরাও
Ⓑ মাধব রাও
Ⓒ দ্বিতীয় মাধব রাও
Ⓓ নারায়ণ রাও
Answer. Ⓐ দ্বিতীয় বাজিরাও
30. বাংলায় সর্বধর্মসমন্বয়ের আদর্শের প্রধান প্রচারক ছিলেন?
Ⓐ শ্রীরামকৃষ্ণ
Ⓑ স্বামী বিবেকানন্দ
Ⓒ বিজয়কৃষ্ণ গোস্বামী
Ⓓ তৈলঙ্গস্বামী
Answer. Ⓐ শ্রীরামকৃষ্ণ
31. তিন সম্রাটের সংঘের সদস্য কারা ছিল?
Ⓐ জার্মানি, ফ্রান্স ও স্পেন
Ⓑ জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্স
Ⓒ জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি
Ⓓ জার্মানি, অস্ট্রিয়া ও রাশিয়া
Answer. Ⓓ জার্মানি, অস্ট্রিয়া ও রাশিয়া
32. লালকোর্তা বাহিনীর নায়ক ছিলেন?
Ⓐ গ্যারিবল্ডি
Ⓑ ম্যাৎসিনি
Ⓒ ক্যাভুর
Ⓓ বিসমার্ক
Answer. Ⓐ গ্যারিবল্ডি
33. ফ্রান্সের সর্বশেষ বুরবোঁ রাজা কে ছিলেন?
Ⓐ ষোড়শ লুই
Ⓑ দশম চার্লস
Ⓒ অষ্টাদশ লুই
Ⓓ লুই ফিলিপ
Answer. Ⓒ অষ্টাদশ লুই
34. সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি আবিষ্কার হয়েছে—
Ⓐ রোপারে
Ⓑ হরপ্পায়
Ⓒ মহেন-জো-দারোয়
Ⓓ কালিবঙ্গানে
Answer. Ⓒ মহেন-জো-দারোয়
35. বৌদ্ধ ভিক্ষু মহারত্ন ধর্মরাজাকে দূত রূপে চিনে প্রেরণ করেন—
Ⓐ গিয়াসউদ্দিন আজম শাহ
Ⓑ নসরৎ শাহ
Ⓒ রাজা গণেশ
Ⓓ সিকন্দর শাহ
Answer. Ⓐ গিয়াসউদ্দিন আজম শাহ
36. সিরাজ-উদ্-দৌলা কাকে আলিনগরের শাসনকর্তারূপে নিয়োগ করেন?
Ⓐ সৌকত জঙ্গ
Ⓑ উর্মি চাঁদ
Ⓒ মানিক চাঁদ
Ⓓ রাজবল্লভ
Answer. Ⓒ মানিক চাঁদ
37. মারাঠা সাম্রাজ্যে 'অষ্টপ্রধান' ছিলেন—
Ⓐ আটজন সেনাপতি
Ⓑ আটজন মন্ত্রী
Ⓒ আটজন সভাসদ
Ⓓ কোনোটিই নয়
Answer. Ⓑ আটজন মন্ত্রী
38. বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন—
Ⓐ ইলিয়াস শাহ
Ⓑ গিয়াসউদ্দিন মামুদ শাহ
Ⓒ সিকন্দর শাহ
Ⓓ হামজা শাহ
Answer. Ⓑ গিয়াসউদ্দিন মামুদ শাহ
39. বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেন—
Ⓐ হুসেন শাহ
Ⓑ নুসরৎ শাহ
Ⓒ ইলিয়াস শাহ
Ⓓ সিকন্দর শাহ
Answer. Ⓓ সিকন্দর শাহ
40. ইউরোপে শক্তি সমবায় কবে প্রতিষ্ঠিত হয়?
Ⓐ ১৮০৯ খ্রিস্টাব্দে
Ⓑ ১৮১৫ খ্রিস্টাব্দে
Ⓒ ১৮২০ খ্রিস্টাব্দে
Ⓓ ১৮৩০ খ্রিস্টাব্দে
Answer. Ⓑ ১৮১৫ খ্রিস্টাব্দে
41. 'ভৌগোলিক সংজ্ঞার দেশ' বলা হয়?
Ⓐ ফ্রান্সকে
Ⓑ বেলজিয়ামকে
Ⓒ ইটালিকে
Ⓓ রাশিয়াকে
Answer. Ⓒ ইটালিকে
42. ‘কার্বোনারি’ দলের প্রধান কেন্দ্র ছিল—
Ⓐ নেপল্স
Ⓑ পার্মা
Ⓒ মডেনা
Ⓓ সিসিলি
Answer. Ⓐ নেপল্স
43. ‘অ্যাসোসিয়েশন অ্যাগারিয়া' নামক সমিতি কে গঠন করেন?
Ⓐ ক্যাভুর
Ⓑ লুই কসুথ
Ⓒ গ্যারিবল্ডি
Ⓓ ম্যাৎসিনি
Answer. Ⓐ ক্যাভুর
44. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন—
Ⓐ কৃষ্ণকুমার মিত্র
Ⓑ বারীন্দ্রকুমার ঘোষ
Ⓒ ব্রহ্মবান্ধব উপাধ্যায়
Ⓓ দ্বিজেন্দ্রলাল রায়
Answer. Ⓐ কৃষ্ণকুমার মিত্র
45. ফ্রান্সে জুলাই বিপ্লবের সময় ফরাসি সম্রাট ছিলেন?
Ⓐ অষ্টাদশ লুই
Ⓑ দশম চার্লস
Ⓒ লুই ফিলিপ
Ⓓ গিজো
Answer. Ⓑ দশম চার্লস
46. ‘বাস্তুতান্ত্রিক সংকট'-কে সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণরূপে চিহ্নিত করেছেন?
Ⓐ জর্জ এফ ডেলস্
Ⓑ এস আর রাও
Ⓒ আলেকাজান্ডার ক্যানিংহাম
Ⓓ জন মার্শাল
Answer. Ⓐ জর্জ এফ ডেলস্
47. নিম্নলিখিত কোন পশুটির কোনো প্রতিকৃতি পাওয়া যায়নি সিন্ধু সভ্যতার কোনো সিলে অথবা টেরাকোটায়?
Ⓐ গোরু
Ⓑ সিংহ
Ⓒ ঘোড়া
Ⓓ কোনোটিই নয়
Answer. Ⓒ ঘোড়া
48. দানসাগর গ্রন্থের রচয়িতা ছিলেন—
Ⓐ চক্রপাণিদত্ত
Ⓑ বল্লালসেন
Ⓒ লক্ষ্মণসেন
Ⓓ শ্রীহর্ষ
Answer. Ⓑ বল্লালসেন
49. ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়?
Ⓐ ম্যাৎসিনি
Ⓑ ভিক্টর ইমানুয়েল
Ⓒ গ্যারিবল্ডি
Ⓓ ক্যাভুর
Answer. Ⓓ ক্যাভুর
50. প্রথম কোন দেশে জাতীয়তাবাদ সর্বাধিক তীব্র হয়?
Ⓐ রাশিয়া
Ⓑ জার্মানি
Ⓒ ফ্রান্স
Ⓓ ইটালি
Answer. Ⓒ ফ্রান্স
51. ভিয়েনা সম্মেলনে অনুপস্থিত দেশ হল—
Ⓐ পোল্যান্ড
Ⓑ নেদারল্যান্ড
Ⓒ সুইডেন
Ⓓ তুরস্ক
Answer. Ⓓ তুরস্ক
52. কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন—
Ⓐ ধর্মপাল
Ⓑ দেবপাল
Ⓒ গোপাল
Ⓓ রামপাল
Answer. Ⓓ রামপাল
53. কত তারিখে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করেন?
Ⓐ ২১ ফেব্রুয়ারি
Ⓑ ২২ ফেব্রুয়ারি
Ⓒ ২৩ ফেব্রুয়ারি
Ⓓ ২৪ ফেব্রুয়ারি
Answer. Ⓓ ২৪ ফেব্রুয়ারি
54. ঔরঙ্গজেবের সমাধি কোথায় আছে?
Ⓐ সাসারাম
Ⓑ দৌলতাবাদ
Ⓒ আগ্রা
Ⓓ দিল্লি
Answer. Ⓑ দৌলতাবাদ
55. 'A Civil War in France' গ্রন্থের প্রেক্ষিত হল—
Ⓐ ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব
Ⓑ প্যারি কমিউন
Ⓒ বাস্তিল দুর্গের পতন
Ⓓ ষোড়শ লুই-এর প্রাণদণ্ড
Answer. Ⓑ প্যারি কমিউন
56. বিশিষ্ট ব্যাকরণবিদ পরগুলি কার সমসাময়িক ছিলেন?
Ⓐ বিম্বিসার
Ⓑ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓒ পুষ্যমিত্র শুঙ্গ
Ⓓ কনিষ্ক
Answer. Ⓒ পুষ্যমিত্র শুঙ্গ
57. আজিবিকাস কোন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন?
Ⓐ মাখালী গোসালা
Ⓑ মহাবীর
Ⓒ গৌতম বুদ্ধ
Ⓓ পান্তঞ্জলি
Answer. Ⓐ মাখালী গোসালা
58. কুষাণ রাজ কনিষ্ক বৌদ্ধধর্মের কোন শাখার প্রতি আস্থাশীল ছিলেন?
Ⓐ বজ্রযান বৌদ্ধধর্ম
Ⓑ হীনযান বৌদ্ধধর্ম
Ⓒ মহাযান বৌদ্ধধর্ম
Ⓓ উপরোক্ত কোনোটিই নয়
Answer. Ⓒ মহাযান বৌদ্ধধর্ম
59. ‘চন্দ্রগুপ্ত মৌর্যই ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা – অভিমতটি কার?
Ⓐ রমেশচন্দ্র মজুমদার
Ⓑ রোমিলা থাপার
Ⓒ হেমচন্দ্র রায়চৌধুরি
Ⓓ বি. এন মুখার্জি
Answer. Ⓒ হেমচন্দ্র রায়চৌধুরি
60. কত সালে কনিষ্কের উদ্যোগে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়?
Ⓐ 72 খ্রিস্টপূর্বাব্দ
Ⓑ 78 খ্রিস্টপূর্বাব্দ
Ⓒ 88 খ্রিস্টপূর্বাব্দ
Ⓓ 98 খ্রিস্টপূর্বাব্দ
Answer. Ⓐ 72 খ্রিস্টপূর্বাব্দ
West Bengal School Service Commission
- MCQ Mock Test New-1
- MCQ Mock Test New-2
- MCQ Mock Test New-3
- MCQ Mock Test New - 4 &5
- MCQ Mock Test New- 6 & 7
- MCQ Mock Test New-8
- MCQ Mock Test New-9
- MCQ Mock Test New-10