2nd SLST History (IX-X & XI-XII) MCQ Mock Test New-1

2nd SLST history MCQ

1. ইউরোপের বিপ্লবের বছর বলতে কি বোঝায়?
Ⓐ 1830-এর বিপ্লব
Ⓑ 1848-এর বিপ্লব
Ⓒ 1870-এর জার্মানির একত্রীকরণ
Ⓓ 1905-এর রুশ বিপ্লব
Answer. Ⓑ 1848-এর বিপ্লব

2. কোন অঞ্চলে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে বাহমনি রাজা ও বিজয়নগর সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত থাকত?
Ⓐ মাদুরাই
Ⓑ মালাকার
Ⓒ বরঙ্গল
Ⓓ রায়চুর দোয়াব
Answer. Ⓓ রায়চুর দোয়াব

3. মৌর্য যুগে পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস হল—
Ⓐ ইন্ডিকা
Ⓑ অর্থশাস্ত্র
Ⓒ অশোকের শিলালিপি
Ⓓ মুদ্রারাক্ষস
Answer. Ⓐ ইন্ডিকা

4. ‘অনাবৃষ্টি’-কে সিন্ধু সভ্যতার ধ্বংসের সম্ভাব্য কারণরূপে চিহ্নিত করেছেন?
Ⓐ অরেল স্টেইন
Ⓑ মার্টিমার হুইলার
Ⓒ গর্ডন চাইল্ড
Ⓓ এস. আর রাও
Answer. Ⓐ অরেল স্টেইন

5. অষ্টাদশ শতকের সর্বশেষ ও সর্বোত্তম প্রজাহিতৈষী স্বৈরাচারী শাসক হিসাবে ঐতিহাসিক ডেভিড থমসন কাকে সম্মানিত করেছেন?
Ⓐ নেপোলিয়ন বোনাপার্ট
Ⓑ দ্বিতীয় ক্যাথরিন
Ⓒ পিটার দি গ্রেট
Ⓓ দ্বিতীয় যোসেফ
Answer. Ⓐ নেপোলিয়ন বোনাপার্ট

6. কোন বিবৃতিটি ঠিক নয়?
Ⓐ নেপোলিয়ন ফ্রান্সে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান।
Ⓑ কোড নেপোলিয়নের মাধ্যমে ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠিত হয়।
Ⓒ মহাদেশীয় অবরোধ ইংল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি।
Ⓓ গ্রান্ড ডাচি অব ওয়ারস-র মাধ্যমে পোলান্ড বহুলাংশের ঐক্যবদ্ধ হয়।
Answer. Ⓒ মহাদেশীয় অবরোধ ইংল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি।

7. কে বলেছেন যে “বাংলার নবজাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীতমুখী”?
Ⓐ যদুনাথ সরকার
Ⓑ অমলেশ ত্রিপাঠী
Ⓒ সুপ্রকাশ রায়
Ⓓ বিনয় ঘোষ
Answer. Ⓒ সুপ্রকাশ রায়

8. পাল রাজারা বৌদ্ধধর্মের কোন শাখার প্রতি আস্থাশীল ছিলেন?
Ⓐ হীনযান
Ⓑ মহাযান
Ⓒ বজ্রযান
Ⓓ স্থবিরবাদী
Answer. Ⓒ বজ্রযান

9. মুঘল সম্রাট ফারুকশিয়রকে পদচ্যুত করতে সৈয়দ ভ্রাতৃদ্বয়কে সাহায্য করেন?
Ⓐ বালাজি বিশ্বনাথ
Ⓑ বালাজি বাজিরাও
Ⓒ নারায়ণ রাও
Ⓓ প্রথম বাজিরাও
Answer. Ⓐ বালাজি বিশ্বনাথ

10. বাবরের রচিত 'তুজুক-ই-বাবরি' গ্রন্থে বাংলার কোন শাসকের উল্লেখ রয়েছে?
Ⓐ নসরৎ শাহ
Ⓑ ইলিয়াস শাহ
Ⓒ হুসেন শাহ
Ⓓ সিকন্দর শাহ
Answer. Ⓐ নসরৎ শাহ

11. বৈদিক যুগে আর্যদের সামাজিক জীবনে নীচের কোনটির অস্তিত্ব ছিল না?
Ⓐ চতুর্যাম
Ⓑ চতুর্বর্ণ
Ⓒ চতুরাশ্রম
Ⓓ উপরোর কোনোটিই নয়
Answer. Ⓐ চতুর্যাম

12. 'মাউন্টেন' নামে পরিচিত ছিল?
Ⓐ জিরন্দিন
Ⓑ জ্যাকোবিন 
Ⓒ প্লেইন
Ⓓ ফিউল্যান্টস্
Answer. Ⓑ জ্যাকোবিন 

13. ফিজিওক্র্যাটস (Physiocrats) বলতে বোঝায়?
Ⓐ একদল অর্থনীতিবিদ
Ⓑ একদল চিকিৎসক
Ⓒ একদল চিত্রকর
Ⓓ একদল সরকারি কর্মচারী
Answer. Ⓐ একদল অর্থনীতিবিদ

14. উর্দু ভাষায় ‘গদর' পত্রিকা প্রকাশিত হয়?
Ⓐ 1 নভেম্বর, 1913
Ⓑ 25 নভেম্বর, 1915
Ⓒ 16 অক্টোবর, 1911
Ⓓ 2 অক্টোবর, 1917
Answer. Ⓐ 1 নভেম্বর, 1913

15. সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি বর্তমানে পাকিস্তান-ইরান সীমান্তের কাছে অবস্থিত?
Ⓐ হরপ্পা
Ⓑ সুতকাজেনদোর
Ⓒ ধোলাভিরা
Ⓓ মহেন-জো-দারো
Answer. Ⓑ সুতকাজেনদোর

16. ১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের সময় মেটারনিখ ছদ্মবেশে পলায়ন করেন?
Ⓐ ফ্রান্সে
Ⓑ ইংল্যান্ডে
Ⓒ রাশিয়ায়
Ⓓ প্রাশিয়ায়
Answer. Ⓑ ইংল্যান্ডে

17. সিন্ধু সভ্যতায় শাসনকার্য পরিচালনা করত?
Ⓐ কৃষক সম্প্রদায়
Ⓑ বণিক সম্প্রদায়
Ⓒ ভূমিদাস শ্রেণি
Ⓓ পুরোহিত শ্রেণি
Answer. Ⓑ বণিক সম্প্রদায়

18. ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন?
Ⓐ মার্টিন
Ⓑ থিয়ার্স
Ⓒ লা-মার্টিন
Ⓓ লুই ফিলিপ
Answer.  Ⓒ লা-মার্টিন

19. নিম্নলিখিত কোন বিষয়টি পরবর্তী বৈদিক যুগের সাথে ঋগ্‌বৈদিক যুগের পার্থক্য সূচিত করে?
Ⓐ বংশানুক্রমিক রাজতন্ত্রের উদ্ভব
Ⓑ ধর্মীয় আচার-অনুষ্ঠানে জটিলতা বৃদ্ধি
Ⓒ মিশ্র অর্থনীতির বিকাশ
Ⓓ উপরের সবকটি
Answer. Ⓓ উপরের সবকটি

20. জাতীয়তাবাদী সংগঠন ‘পুনা সার্বজনিক সভা' কবে প্রতিষ্ঠিত হয়?
Ⓐ 1870 সালে 
Ⓑ 1885 সালে
Ⓒ 1829 সালে
Ⓓ 1858 সালে
Answer. Ⓐ 1870 সালে 

21. লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের আইন সচিব কে ছিলেন?
Ⓐ ডব্লিউ ডব্লিউ হান্টার
Ⓑ চার্লস উড
Ⓒ টমাস র‍্যালে
Ⓓ টমাস ব্যারিংটন মেকলে
Answer. Ⓓ টমাস ব্যারিংটন মেকলে

22. ‘সাঁকুলোৎ’ (Sanscullotes) বলতে বোঝায়?
Ⓐ মধ্যবিত্ত শ্রেণি
Ⓑ নিম্নবর্ণের অধিপতি
Ⓒ খেটে খাওয়া ও সর্বহারা শ্রেণির মানুষ
Ⓓ নিম্নবর্ণের অভিজাত
Answer. Ⓒ খেটে খাওয়া ও সর্বহারা শ্রেণির মানুষ

23. 'মানদাত তেরিতোরিয়া' হল এক ধরণের?
Ⓐ কাগজি মুদ্ৰা
Ⓑ রাজকীয় সনদ
Ⓒ বিচারালয়
Ⓓ সেনা সংগঠন
Answer. Ⓐ কাগজি মুদ্ৰা

24. হরপ্পা যুগের নগর সভ্যতা বিকাশের কারণ ছিল—
Ⓐ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি
Ⓑ কৃষির বিকাশ
Ⓒ চারু ও কারু শিল্পের উন্নয়ন
Ⓓ ব্যাবসা ও বাণিজ্যের উন্নতি
Answer. Ⓑ কৃষির বিকাশ

25. কাকে হত্যা করে বাংলায় স্বাধীন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন শামসউদ্দিন ইলিয়াস শাহ?
Ⓐ দিলওয়ার খান
Ⓑ আলি মুবারক শাহ
Ⓒ হুসেন শাহ শারকি
Ⓓ শাহ মীর
Answer. Ⓑ আলি মুবারক শাহ

26. ইংরেজদের সাথে এলাহাবাদের সন্ধিতে স্বাক্ষর করেন?
Ⓐ সাদাত খান
Ⓑ সুজা-উদ্-দৌলা
Ⓒ সফদর জঙ্গ
Ⓓ ওয়াজিদ আলি শাহ
Answer. Ⓑ সুজা-উদ্-দৌলা

27. তিব্বতি লামা তারানাথের বিবরণীতে কাকে উল্লেখ করা হয়েছে ভারতে বৌদ্ধধর্মের রক্ষাকর্তা রূপে?
Ⓐ ধৰ্মপাল
Ⓑ দেবপাল
Ⓒ রামপাল
Ⓓ গোপাল
Answer. Ⓑ দেবপাল

28. কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেন?
Ⓐ বাংলা
Ⓑ সংস্কৃত
Ⓒ মৈথিলি
Ⓓ অপভ্রংশ
Answer. Ⓑ সংস্কৃত

29. কোন গভর্নর জেনারেলের নির্দেশে কোল বিদ্রোহ দমিত হয়েছিল?
Ⓐ লর্ড ক্যানিং
Ⓑ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ⓒ লর্ড কার্জন
Ⓓ লর্ড মাউন্টব্যাটেন
Answer. Ⓑ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

30. একশত দিবসের রাজত্বের (Hundred Days' Rule) সঙ্গে কোন নানটি সামঞ্জস্যপূর্ণ?
Ⓐ সপ্তদশ লুই
Ⓑ ষোড়শ লুই
Ⓒ অষ্টাদশ লুই
Ⓓ নেপোলিয়ন
Answer. Ⓓ নেপোলিয়ন

31. কে আনুষ্ঠানিকভাবে ‘পবিত্র রোম সাম্রাজ্যের' (Holy Roman Empire) অবসান ঘটান?
Ⓐ পোপ
Ⓑ চতুৰ্দশ লুই
Ⓒ নেপোলিয়ন বোনাপার্ট
Ⓓ অস্ট্রিয়ার সম্রাট
Answer. Ⓒ নেপোলিয়ন বোনাপার্ট

32. বৈদিক যুগে পশুচারণভূমির তদারকির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বলা হত?
Ⓐ ব্ৰজপতি
Ⓑ গ্রাম্যবাদিন
Ⓒ মধ্যমসি
Ⓓ উগ্র
Answer. Ⓐ ব্ৰজপতি

33. কোন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানতে পারা যায়—
Ⓐ ভগবতীসূত্র
Ⓑ কল্পসূত্র
Ⓒ অঙ্গুত্তর নিকয়
Ⓓ A এবং C উভয়ই
Answer. Ⓓ A এবং C উভয়ই

34. কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনি জানতে পারা যায়?
Ⓐ সি-ইউ-কি
Ⓑ ইন্ডিকা
Ⓒ অর্থশাস্ত্র
Ⓓ পেরিপ্লাস অব্ দ্য ইরিথ্রিয়ান সি
Answer. Ⓑ ইন্ডিকা

35. বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন—
Ⓐ কৌটিল্য
Ⓑ নচিকেতা
Ⓒ চরক
Ⓓ জীবক
Answer. Ⓓ জীবক

36. কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন?
Ⓐ চন্দ্রগুপ্ত
Ⓑ বিম্বিসার
Ⓒ প্রদ্যোত
Ⓓ অজাতশত্রু
Answer. Ⓑ বিম্বিসার

37. কোন বংশের সুলতানরা সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিলেন?
Ⓐ তুঘলক
Ⓑ দাস
Ⓒ খলজি
Ⓓ লেদি
Answer. Ⓐ তুঘলক

38. চিত্রশিল্পী মনসুর কার রাজসভা অলংকৃত করেছিলেন?
Ⓐ শাহজাহান
Ⓑ আকবর
Ⓒ শেরশাহ
Ⓓ জাহাঙ্গির
Answer. Ⓓ জাহাঙ্গির

39. আকবরের কেন্দ্রীয় প্রশাসনে সর্বাধিক গুরুত্বপূর্ণ পদ ছিল?
Ⓐ দেওয়ান বা ওয়াজির
Ⓑ মীর বক্সী
Ⓒ মীর সামান
Ⓓ কাজি
Answer. Ⓐ দেওয়ান বা ওয়াজির

40. নিম্নলিখিতদের মধ্যে কে জার্মানির একত্রীকরণের প্রধান স্থপতি ছিলেন?
Ⓐ অটোভন বিসমার্ক
Ⓑ প্রথম উইলিয়ম
Ⓒ তৃতীয় ফ্রেডরিক
Ⓓ দ্বিতীয় উইলিয়ম
Answer. Ⓐ অটোভন বিসমার্ক

41. 'History of the Russian Revolution' বইটি কে লিখেছিলেন?
Ⓐ লিও ট্রটস্কি
Ⓑ ভি আই লেনিন
Ⓒ জোসেফ স্ট্যালিন
Ⓓ হবসবম
Answer. Ⓐ লিও ট্রটস্কি

42. মহম্মদ ঘোরির ভারত অভিযানের লক্ষ্য ছিল—
Ⓐ সাম্রাজ্য বিস্তার
Ⓑ ইসলামের প্রসার
Ⓒ সম্পদ লুণ্ঠন
Ⓓ কোনোটিই নয়
Answer. Ⓐ সাম্রাজ্য বিস্তার

43. বুদ্ধদেব প্রথম কোথায় ধর্মপ্রচার করেন?
Ⓐ কুশিনগর
Ⓑ বুদ্ধগয়া
Ⓒ কাশী
Ⓓ সারনাথ
Answer. Ⓓ সারনাথ

44. বেদের কোন অংশে আত্মা ও পরমাত্মা সম্পর্কিত আলোচনা রয়েছে?
Ⓐ উপনিষদ
Ⓑ আরণ্যক
Ⓒ সংহিতা
Ⓓ ব্রাক্ষ্মণ
Answer. Ⓐ উপনিষদ

45. কোন প্রত্নক্ষেত্রটিকে 'হরপ্পা সভ্যতার ম্যাঞ্চেস্টার' বলা হয়ে থাকে?
Ⓐ কালিবঙ্গান
Ⓑ ধোলাভিরা
Ⓒ মহেনজো-দারো 
Ⓓ লোথাল
Answer. Ⓓ লোথাল

46. “উনিশ শতকের গোড়ার দিকে ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞামাত্র”—এ কথা বলেছিলেন?
Ⓐ মেটারনিখ
Ⓑ ক্যাভুর
Ⓒ ম্যাৎসিনি
Ⓓ গ্যারিবল্ডি
Answer.  Ⓐ মেটারনিখ

47. সিপাহি বিদ্রোহের নেতা নানাসাহেব ও তাঁতিয়া টোপি ছিলেন?
Ⓐ মিরাটের নেতা
Ⓑ বিহারের নেতা
Ⓒ কানপুরের নেতা
Ⓓ নাগপুরের নেতা
Answer. Ⓒ কানপুরের নেতা

48. ‘শব্দকল্পদ্রুম' নামক সংস্কৃত অভিধানের রচয়িতা হলেন?
Ⓐ কেশবচন্দ্র সেন
Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ রাজা রামমোহন রায়
Ⓓ রাধাকান্ত দেব
Answer. Ⓓ রাধাকান্ত দেব

49. বাংলায় শতবর্ষব্যাপী মাৎস্যন্যায়ের অবসান ঘটান?
Ⓐ শশাঙ্ক
Ⓑ ধর্মপাল
Ⓒ গোপাল
Ⓓ দেবপাল
Answer. Ⓒ গোপাল
As4

50. গৌড়েশ্বর উপাধি গ্রহণ করেছিলেন—
Ⓐ ধর্মপাল
Ⓑ শশাঙ্ক
Ⓒ লক্ষ্মণসেন
Ⓓ বল্লালসেন
Answer. Ⓒ লক্ষ্মণসেন

51. কে রাশিয়াকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করেছিলেন?
Ⓐ প্রথম কাইডার উইলিয়ম
Ⓑ দ্বিতীয় কাইজার উইলিয়ম
Ⓒ ভন বুলো
Ⓓ অটোভন বিসমার্ক
Answer. Ⓓ অটোভন বিসমার্ক

52. ‘বারো কানুন' নামক 12টি আইন জারি করেন —
Ⓐ জাহাঙ্গির
Ⓑ আকবর
Ⓒ ঔরঙ্গজেব
Ⓓ শেরশাহ
Answer. Ⓐ জাহাঙ্গির

53. “Industry and Empire" বইটি কে লিখেছিলেন?
Ⓐ এরিক জন আর্নেস্ট হবসবাম
Ⓑ লেনিন
Ⓒ ফেয়ার ব্যাঙ্ক
Ⓓ লুই ব্যাঙ্ক
Answer. Ⓐ এরিক জন আর্নেস্ট হবসবাম

54. সুলতানি যুগে প্রদেশগুলির শাসনকর্তাদের বলা হত?
Ⓐ ওয়ালি
Ⓑ ওয়াজির
Ⓒ ইকতাদার
Ⓓ পাটোয়ারি
Answer. Ⓐ ওয়ালি

55. কুতুবউদ্দিন আইবকের রাজধানী ছিল?
Ⓐ লাহোর
Ⓑ দিল্লি
Ⓒ আগ্রা
Ⓓ পেশোয়ার
Answer. Ⓐ লাহোর

56. বৌদ্ধধর্ম মতে, সকল দুঃখের কারণ হল—
Ⓐ মায়া
Ⓑ কাম
Ⓒ ক্রোধ
Ⓓ তৃষ্ণা 
Answer. Ⓓ তৃষ্ণা 

57. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়?
Ⓐ বিজাপুর
Ⓑ হাম্পি
Ⓒ বরোদা
Ⓓ গোলকুণ্ডা
Answer. Ⓑ হাম্পি

58. এপ্রিল বিদ্রোহ (1876) কোথায় সংঘটিত হয়েছিল?
Ⓐ বুলগেরিয়া
Ⓑ সার্বিয়া
Ⓒ অস্ট্রিয়া
Ⓓ হাঙ্গেরি
Answer. Ⓐ বুলগেরিয়া

59. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন—
Ⓐ মুবারক শাহ
Ⓑ সিকন্দর শাহ
Ⓒ আলাউদ্দিন আলম শাহ
Ⓓ খিজির খাঁ
Answer. Ⓓ খিজির খাঁ

60. যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন?
Ⓐ উইলিয়ম হেনরি হ্যারিসন
Ⓑ উড্রো উইলসন
Ⓒ ওয়ারেন জি হার্ডিং
Ⓓ হার্বার্ট হুভার
Answer. Ⓑ উড্রো উইলসন

West Bengal School Service Commission

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন