2nd SLST History (IX-X & XI-XII) MCQ Mock Test New-2


1. হরপ্পা সভ্যতার অধিবাসীরা নীচের কোন জিনিসটির পূজা করত অথবা সেটিকে পবিত্র বলে গণ্য করত?
Ⓐ পিপলবৃক্ষ
Ⓑ মানুষের যৌনাঙ্গের প্রতিকৃতি
Ⓒ অশ্বত্থ গাছ
Ⓓ উপরোক্ত সবকটি
Answer. Ⓓ উপরোক্ত সবকটি

2. উইলিয়াম হকিন্স ও স্যার টমাস রো কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
Ⓐ আকবর
Ⓑ জাহাঙ্গির
Ⓒ শাহজাহান
Ⓓ ঔরঙ্গজেব
Answer. Ⓑ জাহাঙ্গির

3. কাকে ‘বিপ্লবের সন্তান' বলে অভিহিত করা হয়?
Ⓐ মিরাবো
Ⓑ রোবপিয়ার
Ⓒ নেপোলিয়ন বোনাপার্ট
Ⓓ লুই ব্লাঙ্ক
Answer. Ⓒ নেপোলিয়ন বোনাপার্ট

4. কোন রাজ্যজয়কে স্মরণীয় করে রাখতে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন?
Ⓐ গুজরাট
Ⓑ বাংলা
Ⓒ মেবার
Ⓓ কাশ্মীর
Answer. Ⓐ গুজরাট

5. দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার আশু কারণ হল?
Ⓐ জার্মানির পোল্যান্ড আক্রমণ
Ⓑ জাপানে মার্কিন আণবিক বোমা নিক্ষেপ
Ⓒ ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধের সূচনা
Ⓓ রুশ-জার্মান আক্রমণ চুক্তি
Answer. Ⓐ জার্মানির পোল্যান্ড আক্রমণ

6. ফ্রান্সের অসংখ্য সৈন্য রাশিয়া অভিযানে গিয়ে কোন জ্বরে মারা যায?
Ⓐ সোয়াইন ফ্লু
Ⓑ টাইফাস
Ⓒ ডেঙ্গু 
Ⓓ টাইফয়েড
Answer. Ⓑ টাইফাস

7. সেনদের আদিনিবাস ছিল—
Ⓐ সৌরাষ্ট্রে
Ⓑ কামরূপে
Ⓒ কর্ণাটকে
Ⓓ কাশ্মীরে
Answer. Ⓒ কর্ণাটকে

8. দেওপাড়া প্রশস্তিতে কোন রাজার কীর্তিকাহিনি বর্ণিত হয়েছে?
Ⓐ লক্ষ্মণসেন
Ⓑ ধর্মপাল
Ⓒ বল্লালসেন 
Ⓓ বিজয়সেন
Answer. Ⓓ বিজয়সেন

9. পুরন্দরের সন্ধিতে শিবাজির সাথে স্বাক্ষর করেন—
Ⓐ প্রথম বাহাদুর শাহ
Ⓑ জয় সিংহ
Ⓒ আফজল খাঁ
Ⓓ দ্বিতীয় আকবর
Answer. Ⓑ জয় সিংহ

10. কত খ্রিস্টাব্দে সিরাজ ও ইংরেজদের মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়?
Ⓐ 1752 খ্রিস্টাব্দে 
Ⓑ 1755 খ্রিস্টাব্দে 
Ⓒ 1757 খ্রিস্টাব্দে 
Ⓓ 1759 খ্রিস্টাব্দে 
Answer. Ⓒ 1757 খ্রিস্টাব্দে 

11. কত খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে অযোধ্যা দখল করেন?
Ⓐ 1850 খ্রিস্টাব্দে
Ⓑ 1854 খ্রিস্টাব্দে
Ⓒ 1856 খ্রিস্টাব্দে
Ⓓ 1857 খ্রিস্টাব্দে
Answer. Ⓒ 1856 খ্রিস্টাব্দে
 
12. গুরুমুখি বর্ণমালার সূচনা করেন—
Ⓐ গুরু রামদাস
Ⓑ গুরু অমরদাস
Ⓒ গুরু অঙ্গদ
Ⓓ গুরু হররায়
Answer. Ⓒ গুরু অঙ্গদ

13. বৈদিক যুগের কোন যজ্ঞানুষ্ঠানে পশুবলি দেওয়ার প্রথা প্রচলিত ছিল?
Ⓐ বাজপেয়ী
Ⓑ সৌত্রামণী
Ⓒ রাজসু
Ⓓ অগ্নিহোত্র
Answer. Ⓐ বাজপেয়ী

14. নেপোলিয়নের সময় প্রদেশ বা ডিপার্টমেন্টের শাসককে বলা হত?
Ⓐ কমিশনার
Ⓑ সাব-প্রিফেক্ট
Ⓒ মেয়র
Ⓓ প্রিফেক্ট
Answer. Ⓓ প্রিফেক্ট

15. বিজয়নগর সাম্রাজ্যের সেনাপতিকে বলা হত?
Ⓐ মহাপ্রধান
Ⓑ মহাধ্যক্ষ
Ⓒ দণ্ডনায়ক
Ⓓ অধীশ
Answer. Ⓒ দণ্ডনায়ক

16. নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল?
Ⓐ শিক্ষা বিস্তার
Ⓑ ১৮০১ খ্রিস্টাব্দের কনকরড্যাট
Ⓒ অর্থনৈতিক সংস্কার
Ⓓ কোড নেপোলিয়ন
Answer. Ⓓ কোড নেপোলিয়ন

17. 1960 সালে কার নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক খননের ফলে কালিবঙ্গান আবিষ্কৃত হয়?
Ⓐ স্যার জন মার্শাল
Ⓑ বি.কে থাপার
Ⓒ জাঁ ফ্রাঁসোয়া জারিজ
Ⓓ এস.আর রাও
Answer. Ⓑ বি.কে থাপার

18. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিয়েনা চুক্তির (1815) মূল শর্ত ছিল না?
Ⓐ ন্যায্য অধিকার
Ⓑ গণতন্ত্র
Ⓒ পুরস্কার ও ক্ষতিপূরণ
Ⓓ শক্তিসাম্য
Answer. Ⓑ গণতন্ত্র

19. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম হল?
Ⓐ জেন্দ-আবেস্তা
Ⓑ ঋগবেদ
Ⓒ কল্পসূত্র
Ⓓ ইলিয়াড
Answer. Ⓑ ঋগবেদ
 
20. আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন?
Ⓐ গুপ্ত যুগ 
Ⓑ মৌর্য যুগ
Ⓒ বৈদিক যুগ
Ⓓ কুষাণ যুগ
Answer. Ⓐ গুপ্ত যুগ 

21. প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের কোন কোন দেশ নিরপেক্ষ ছিল?
Ⓐ নরওয়ে
Ⓑ ডেনমার্ক
Ⓒ স্পেন
Ⓓ সবকটি
Answer. Ⓓ সবকটি

22. গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচার-কে কী বলা হয়?
Ⓐ মহাভিনিষ্ক্রমণ
Ⓑ ধর্মচক্র প্রবর্তন
Ⓒ ধর্মঘোষ
Ⓓ মহাপরিনির্বান
Answer. Ⓑ ধর্মচক্র প্রবর্তন

23. জার্মানির একত্রীকরণের সময় কাইজার কে ছিলেন?
Ⓐ প্রথম উইলিয়ম
Ⓑ ফ্রেডরিক উইলিয়ম
Ⓒ দ্বিতীয় উইলিয়ম
Ⓓ দ্বিতীয় ফ্রেডরিক
Answer. Ⓐ প্রথম উইলিয়ম

24. বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ⓐ আলাউদ্দিন হাসান বাহমান শাহ
Ⓑ প্রথম মহম্মদ শাহ
Ⓒ ফিরোজ শাহ
Ⓓ আহম্মদ শাহ
Answer. Ⓐ আলাউদ্দিন হাসান বাহমান শাহ

25. জোলভেরাইন ছিল কী ধরনের সংস্থা?
Ⓐ ট্রেড ইউনিয়ন
Ⓑ শুল্ক সমিতি
Ⓒ নারী সমিতি
Ⓓ অভিজাতদের সংস্থা
Answer. Ⓑ শুল্ক সমিতি

26. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন?
Ⓐ কুশীনগর
Ⓑ সারনাথ
Ⓒ লুম্বিনী
Ⓓ বোধগয়া
Answer. Ⓓ বোধগয়া

27. যাগযজ্ঞাদির আচার-অনুষ্ঠান বেদের কোন অংশে আলোচিত হয়েছে?
Ⓐ ব্রাহ্মণ
Ⓑ উপনিষদ
Ⓒ সংহিতা
Ⓓ আরণ্যক
Answer. Ⓐ ব্রাহ্মণ

28. লোথালের আবিষ্কারক হলেন—
Ⓐ বি.কে থাপার
Ⓑ জন মার্শাল
Ⓒ এস.আর রাও
Ⓓ চার্লস ম্যাসন
Answer. Ⓒ এস.আর রাও

29. ‘বঙ্গমাতা' চিত্রটি অঙ্কিত হয়?
Ⓐ ১৮০৬ খ্রিস্টাব্দে
Ⓑ ১৮৭২ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯০০ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯০২ খ্রিস্টাব্দে
Answer. Ⓓ ১৯০২ খ্রিস্টাব্দে

30. বিজয়সেন চরিত রচনা করেন—
Ⓐ শ্রীহর্ষ
Ⓑ শ্রীধর ভট্ট
Ⓒ ধোয়ী
Ⓓ উমাপতিধর
Answer. Ⓐ শ্রীহর্ষ

31. কোন মুঘল সম্রাটের রাজত্বকালে মুঘল চিত্রকলা উন্নতির চরম শিখর স্পর্শ করে?
Ⓐ ঔরঙ্গজেব
Ⓑ আকবর
Ⓒ শাহজাহান
Ⓓ জাহাঙ্গির
Answer. Ⓓ জাহাঙ্গির

32. ক্যাম্পো ফোর্মি ও চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
Ⓐ  নভেম্বর, 1796
Ⓑ মাৰ্চ, 1798
Ⓒ অক্টোবর, 1797
Ⓓ জুলাই, 1799
Answer. Ⓒ অক্টোবর, 1797

33. কে দ্বিতীয় পানিপথের যুদ্ধে মুঘল সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন?
Ⓐ বৈরাম খাঁ
Ⓑ আকবর
Ⓒ মান সিংহ
Ⓓ জাহাঙ্গির
Answer. Ⓐ বৈরাম খাঁ

34. নিম্নলিখিত কোন বক্তব্যটি একটি ইউটোপিয়ান সোসাইটিকে সর্বোত্তমভাবে ব্যাখ্যা করে?
Ⓐ এমন একটি সমাজ যেখানে সকলেই সমান
Ⓑ একটি গণতান্ত্রিক সমাজ
Ⓒ একটি আদর্শবাদী সমাজ, যা কখনোই অর্জন করা যায় না
Ⓓ একটি বিস্তৃত সংবিধানসহ একটি সমাজ
Answer. Ⓒ একটি আদর্শবাদী সমাজ, যা কখনোই অর্জন করা যায় না

35. রঙ্গিলা বাদশাহ নামে কে পরিচিত ছিলেন?
Ⓐ প্রথম বাহাদুর শাহ
Ⓑ আহম্মদ শাহ
Ⓒ মহম্মদ শাহ
Ⓓ দ্বিতীয় শাহ আলম
Answer. Ⓒ মহম্মদ শাহ

36. সন্ত্রাসের রাজত্বকালে জননিরাপত্তা কমিটির নেতৃত্ব কে দিয়েছিলেন?
Ⓐ রোবসপিয়র
Ⓑ হিবার্ট
Ⓒ ম্যারাৎ
Ⓓ দাঁতো
Answer. Ⓐ রোবসপিয়র

37. বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত?
Ⓐ সিন্ধু প্রদেশের লারকানা জেলায়
Ⓑ পাকিস্তান-ইরান সীমান্তে
Ⓒ পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়
Ⓓ রাজস্থানে
Answer. Ⓒ পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়

38. ভিয়েনা কংগ্রেস সম্পর্কে নীচের কোন বৈশিষ্টটি সঠিক নয়?
Ⓐ বৈধতার মূলনীতি
Ⓑ ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী ব্যবস্থা
Ⓒ ক্ষমতার ভারসম্যের নীতি
Ⓓ জাতীয়তার নীতিকে অবহেলা করা হয়
Answer. Ⓑ ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী ব্যবস্থা

39. কোন বেদে জৈন তীর্থংকর ঋষভ এবং অরিষ্টনেমির উল্লেখ রয়েছে?
Ⓐ ঋগবেদ
Ⓑ সামবেদ
Ⓒ যজুর্বেদ
Ⓓ অথর্ববেদ
Answer. Ⓐ ঋগবেদ

40. নিম্নলিখিত কোন উদ্ভাবনের মধ্য দিয়ে শিল্প বিপ্লবের সূচনা হয়?
Ⓐ রেলপথ
Ⓑ টেলিফোন
Ⓒ ব্লাস্ট ফারনেস
Ⓓ বাষ্পচালিত ইঞ্জিন
Answer. Ⓓ বাষ্পচালিত ইঞ্জিন

41. কবি জয়দেব বাংলার কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন?
Ⓐ ধর্মপাল
Ⓑ শশাঙ্ক
Ⓒ দেবপাল
Ⓓ লক্ষ্মণ সেন
Answer. Ⓓ লক্ষ্মণ সেন

42. সিন্ধু সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল—
Ⓐ নগর প্রাচীর
Ⓑ পোড়া ইটের বাড়ি
Ⓒ মন্দির বা উপাসনা গৃহ
Ⓓ শিল্প ও স্থাপত্য
Answer. Ⓑ পোড়া ইটের বাড়ি
 
43. সমতাবাদীদের ষড়যন্ত্রের (Conspiracy of the Equals) নেতা কে ছিলেন?
Ⓐ ব্যাবেউফ
Ⓑ কুইজনে
Ⓒ অগাস্তে ব্লাঁকি
Ⓓ জোসেফ প্রুধোঁ
Answer. Ⓐ ব্যাবেউফ

44. ঋগ্‌বৈদিক যুগে নীচের কোন জিনিসটির মালিকানাকে সর্বাধিক মূল্যবান বলে মনে করা হত?
Ⓐ জমি
Ⓑ দাস
Ⓒ ধাতু
Ⓓ গবাদিপশু
Answer.  Ⓓ গবাদিপশু

45. কোন যুদ্ধে জয়লাভ করে নেপোলিয়ন বোনাপার্ট মিশর জয় করেন?
Ⓐ ভামির যুদ্ধ
Ⓑ নীল নদের যুদ্ধ
Ⓒ ট্রাফালগারের যুদ্ধ
Ⓓ পিরামিডের যুদ্ধ
Answer. Ⓓ পিরামিডের যুদ্ধ

46. জুলাই অর্ডিন্যান্সে দমনমূলক বিধির সংখ্যা ছিল?
Ⓐ ৪ টি
Ⓑ ৫ টি
Ⓒ ৬ টি
Ⓓ ৭ টি
Answer. Ⓐ ৪ টি

47. ফারসিতে রামমোহন রায় প্রকাশিত পত্রিকাটি হল—
Ⓐ আল হিলাল
Ⓑ মিরাত-উল-আকবর
Ⓒ রাস্ত গোফতার
Ⓓ উপরোর কোনোটিই নয়
Answer. Ⓑ মিরাত-উল-আকবর

48. 'ডেকান এডুকেশন সোসাইটি” কে প্রতিষ্ঠা করেন?
Ⓐ জন অ্যান্ডারসন
Ⓑ মহাদেব গোবিন্দ রানাডে
Ⓒ জ্যোতিবা ফুলে
Ⓓ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Answer. Ⓑ মহাদেব গোবিন্দ রানাডে

49. জাতির যুদ্ধে কে অংশ নেয়নি?
Ⓐ রাশিয়া
Ⓑ ডেনমার্ক
Ⓒ প্রাশিয়া
Ⓓ সুইডেন
Answer. Ⓑ ডেনমার্ক

50. প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কি ছিল?
Ⓐ জার্মানির বিশ্বনীতি
Ⓑ জার্মানির সম্রাটদের দাম্ভিকতা
Ⓒ জার্মানির সঙ্গে আফ্রিকার মিত্রতা
Ⓓ জার্মানির সঙ্গে ফ্রান্সের বিরোধ
Answer. Ⓐ জার্মানির বিশ্বনীতি

51. সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন?
Ⓐ রামপাল
Ⓑ লক্ষ্মণসেন
Ⓒ ধর্মপাল
Ⓓ দেবপাল
Answer. Ⓐ রামপাল

52. এদের মধ্যে কে জাতীয় রক্ষী বাহিনীর প্রধান ছিলেন?
Ⓐ সিলভেইন বেইলি
Ⓑ আবে সিয়েস
Ⓒ মিরাবো
Ⓓ লাফায়েৎ
Answer. Ⓓ লাফায়েৎ

53. সিন্ধু সভ্যতা ছিল একটি—
Ⓐ তাম্র-ব্রোঞ্জ যুগীয় গ্রামকেন্দ্রিক সভ্যতা
Ⓑ তাম্র-ব্রোঞ্জ যুগীয় নগরকেন্দ্রিক সভ্যতা
Ⓒ লৌহ যুগীয় নগরকেন্দ্রিক সভ্যতা
Ⓓ লৌহ যুগীয় গ্রামকেন্দ্ৰিক সভ্যতা
Answer. Ⓑ তাম্র-ব্রোঞ্জ যুগীয় নগরকেন্দ্রিক সভ্যতা

54. ন্যাশনাল কনভেনশন ওজন ও পরিমাপের ক্ষেত্রে কোন পদ্ধতি চালু করে?
Ⓐ রোমান
Ⓑ মেট্রিক বা দশমিক
Ⓒ টিউটন
Ⓓ স্পেনীয়
Answer. Ⓑ মেট্রিক বা দশমিক

55. 'যুক্তির উপাসনা' (Worship of Reason) তত্ত্বটি কোন শাসনকালের সঙ্গে যুক্ত?
Ⓐ আইনসভা
Ⓑ সন্ত্রাসের রাজত্ব
Ⓒ থার্মিডোরিয় যুগ
Ⓓ ডাইরেক্টরির শাসন
Answer. Ⓑ সন্ত্রাসের রাজত্ব

56. দাড়ি সমন্বিত যোগীপুরুষের প্রস্তরমূর্তি এবং ষাঁড়ের ছাপযুক্ত সিল পাওয়া গেছে?
Ⓐ কালিবঙ্গানে
Ⓑ মহেন-জো-দারোতে
Ⓒ লোথালে
Ⓓ রূপারে
Answer. Ⓑ মহেন-জো-দারোতে
 
57. সিন্ধু সভ্যতার অধিবাসীরা নীচের কোনটির ব্যবহার জানত না?
Ⓐ ঘোড়া
Ⓑ লোহা
Ⓒ তরবারি
Ⓓ উপরের সবকটি
Answer. Ⓓ উপরের সবকটি

58. বৈদিক সভ্যতা ছিল একটি—
Ⓐ তাম্র যুগীয় নগরকেন্দ্রিক সভ্যতা
Ⓑ তাম্র যুগীয় গ্রামকেন্দ্রিক সভ্যতা
Ⓒ লৌহ যুগীয় গ্রামকেন্দ্ৰিক সভ্যতা
Ⓓ লৌহ যুগীয় নগরকেন্দ্রিক সভ্যতা
Answer. Ⓒ লৌহ যুগীয় গ্রামকেন্দ্ৰিক সভ্যতা

59. 'ইলবার্ট বিল' বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল?
Ⓐ লর্ড কার্জন
Ⓑ লর্ড হার্ডিঞ্জ
Ⓒ লর্ড লিটন
Ⓓ লর্ড রিপন
Answer. Ⓓ লর্ড রিপন

60. কোন বিষয়টিকে ‘প্রাচীন আমলের মৃত্যু পরোয়ানা বলে অভিহিত করা হয়েছে?
Ⓐ বাস্তিল দুর্গের পতন
Ⓑ টেনিস কোর্টের শপথ
Ⓒ ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্ৰ
Ⓓ সন্ত্রাসের রাজত্বের প্রতিষ্ঠা
Answer. Ⓒ ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্ৰ

West Bengal School Service Commission

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন