দশম শ্রেণির শেষ পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা, প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা। এটি শুধুমাত্র একটি পরীক্ষা নয়, বরং ভবিষ্যতের উচ্চশিক্ষার পথে প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পরীক্ষার ফলাফল একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু মাধ্যমিক একটি টার্নিং পয়েন্ট, তাই স্বাভাবিকভাবেই সকল পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য সর্বোচ্চ মনোযোগ ও নিষ্ঠা সহকারে প্রস্তুতি নিয়ে থাকে। কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা, এবং সঠিক রিভিশন—এই তিনটি বিষয়ের সমন্বয়ই একজন শিক্ষার্থীকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে।
স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা বিষয়ে তোমাদের বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন থাকবে এবং মোট ১৭টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। এই অংশে ভালো ফলাফল অর্জনের জন্য পাঠ্যবই এবং টেস্ট পেপার খুব মনোযোগ দিয়ে পড়া, এবং প্রতিটি ছোট ছোট প্রশ্নকে খুঁটিয়ে পড়ে, লিখে লিখে মনে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। MCQ অংশে যদি তোমার অধিকাংশ উত্তর সঠিক হয় এবং ভুলের সংখ্যা খুব কম থাকে, তবে বাংলায় ৯৫ বা তার বেশি নম্বর পাওয়া সম্ভব—এটা নিঃসন্দেহে আশা করা যায়। তাই এখন থেকেই এই অংশে জোর দিয়ে নিয়মিত অনুশীলন করতে হবে।
তোমাদের প্রস্তুতিকে আরও সুসংহত করতে এবং সাফল্যের পথে এক ধাপ এগিয়ে নিতে, আমি আজ তোমাদের জন্য বাংলা বিষয়ে ১৫০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন নিচে প্রদান করলাম। অনুগ্রহ করে মনোযোগ সহকারে প্র্যাকটিস করো এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো।
শুভ কামনা রইল সকলের জন্য—তোমাদের সাফল্যই আমাদের গর্ব।
☞ সঠিক উত্তরটি নির্বাচন করো :
১. পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন?
(ক) জগদীশবাবুর বাড়িতে
(খ) চক্রের বাসস্ট্যান্ডে
(গ) দয়ালবাবুর লিচুবাগানে
(ঘ) চায়ের দোকানে
Answer. (গ) দয়ালবাবুর লিচুবাগানে
২. তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন?
(ক) 'ধ্রুবতারা’
(খ) শুকতারা’
(গ) ‘সন্ধ্যাতারা’
(ঘ) ‘রংমশাল’
Answer. (গ) ‘সন্ধ্যাতারা’
৩. “দয়ার সাগর ! পরকে সেজে দি, নিজে খাইনে।”—বক্তা হলেন?
(ক) জগদীশবাবু
(খ) নিমাইবাবু
(গ) অপূর্ব
(ঘ) গিরীশ মহাপাত্র
Answer. (ক) জগদীশবাবু
৪. ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) 'লোরচন্দ্রানী'
(খ) ‘পদ্মাবতী’
(গ) ‘সতীময়না’
(ঘ) ‘তোফা’
Answer. (খ) ‘পদ্মাবতী’
৫. আমাদের ডান পাশে—
(ক) টাকা
(খ) বাঁধ
(গ) ধস
(ঘ) পথ
Answer. (গ) ধস
৬. “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড”—উক্তিটি?
(ক) রবীন্দ্রনাথের
(খ) বঙ্কিমচন্দ্রের
(গ) কালিদাসের
(ঘ) বিদ্যাসাগরের
Answer. (গ) কালিদাসের
৭. ‘শ্রীপান্থ’ ছদ্মনামে লিখেছেন?
(ক) অন্নদাশংকর রায়
(খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) নিখিল সরকার
Answer. (ঘ) নিখিল সরকার
৮. “লাঠি তোমার দিন ফুরাইয়াছে।”–লিখেছিলেন?
(ক) রবীন্দ্রনাথ
(খ) শরৎচন্দ্র
(গ) বঙ্কিমচন্দ্ৰ
(ঘ) সুভাষ মুখোপাধ্যায়
Answer. (গ) বঙ্কিমচন্দ্ৰ
৯. আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল?
(ক) দয়াময় দেবতার প্রতি
(খ) কবির সংগীতের প্রতি
(গ) নিজের প্রতি
(ঘ) ধরিত্রীর প্রতি
Answer. (গ) নিজের প্রতি
১০. ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে?
(ক) সমাস
(খ) কারক
(গ) প্রত্যয়
(ঘ) বিভক্তি
Answer. (খ) কারক
১১. মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা—রেখাঙ্কিত পদটি কোন কারক?
(ক) কর্তৃকারক
(খ) করণ কারক
(গ) অপাদান কারক
(ঘ) অধিকরণ কারক
Answer. (ঘ) অধিকরণ কারক
১২. এখন টাকায় সব হয়।—রেখাঙ্কিত পদটি কোন কারক?
(ক) নিমিত্ত কারক
(খ) করণ কারক
(গ) অপাদান কারক
(ঘ) কর্মকারক
Answer. (খ) করণ কারক
১৩. ‘দশানন’ কোন সমাসের উদাহরণ?
(ক) দ্বিগু
(খ) বহুব্রীহি
(গ) অব্যয়ীভাব
(ঘ) কর্মধারয়
Answer. (খ) বহুব্রীহি
১৪. মেয়েটি কী গান গাইল!—কী জাতীয় কৰ্ম?
(ক) ঊহ্য কর্ম
(খ) সমধাতুজ কর্ম
(গ) কর্মে বীপ্সা
(ঘ) উপবাক্যীয় কর্ম
Answer. (খ) সমধাতুজ কর্ম
১৫. 'কালি কলম মন, লেখে তিন জন!'—এটি হল একটি?
(ক) ধাঁধা
(খ) প্রবাদ
(গ) রূপকথা
(ঘ) উপকথা
Answer. (খ) প্রবাদ
১৬. 'কুইল' হল—
(ক) পালকের কলম
(খ) ছাপার কালি
(গ) খাগের কলম
(ঘ) বলপেন
Answer. (ক) পালকের কলম
১৭. 'অরণ্যে রোদন'-এর ব্যঞ্জনার্থ হল?
(ক) নিষ্ফল ক্রোধ
(খ) বনের কান্না .
(গ) বনে কান্না
(ঘ) নিষ্ফল খেদ
Answer. (ক) নিষ্ফল ক্রোধ
১৮. কর্ম যখন কর্তার ন্যায় আচরণ করে তাকে, বলে—
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) কর্মকর্তৃবাচ্য
(ঘ) ভাববাচ্য
Answer. (গ) কর্মকর্তৃবাচ্য
১৯. উপমেয় ও উপমান দুই পদই থাকে না?
(ক) উপমান কর্মধারয় সমাসে
(খ) উপমিত কর্মধারয় সমাসে
(গ) নিত্যসমাসে
(ঘ) অলোপ সমাসে
Answer. (গ) নিত্যসমাসে
২০. ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে—
(ক) সমাস
(খ) কারক
(গ) প্রত্যয়
(ঘ) বিভক্তি
Answer. (খ) কারক
২১. “সে যে বর্মায় এসেছে এ খবর সত্য।”—উক্তিটির বক্তা?
(ক) জগদীশবাবু
(খ) নিমাইবাবু
(গ) তলওয়ারকর
(ঘ) অপূর্ব
Answer. (ক) জগদীশবাবু
২২. জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন?
(ক) পাঁচদিন
(খ) সাতদিন
(গ) নয়দিন
(ঘ) ছয়দিন
Answer. (খ) সাতদিন
২৩. “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”— বক্তা হলেন?
(ক) হাসান
(খ) বাহালি
(গ) ইসাব
(ঘ) কালিয়া
Answer. (ক) হাসান
২৪. নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন?
(ক) কবি
(খ) স্রষ্টা
(গ) ছায়াবৃতা
(ঘ) দয়াময় দেবতা
Answer. (খ) স্রষ্টা
২৫. ‘হৈমবতীসুত’ যাকে বধ করেছিলেন, তিনি হলেন?
(ক) মহিষাসুর
(খ) তারকাসুর
(গ) বৃত্রাসুর
(ঘ) ভস্মাসুর
Answer. (খ) তারকাসুর
২৬. ‘উল্কা ছুটায় নীল খিলানে!'—'নীল খিলানে' বলতে বোঝানো হয়েছে?
(ক) মহাকাশকে
(খ) প্রাসাদকে
(গ) গাছপালাকে
(ঘ) আকাশকে
Answer. (ক) মহাকাশকে
২৭. মহাশয়ের কী করা হয়?—এটি কোন বাচ্যের দৃষ্টান্ত?
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
Answer. (গ) ভাববাচ্য
২৮. যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না। –কোন শ্রেণির বাক্য?
(ক) সরল
(খ) যৌগিক
(গ) মিশ্র
(ঘ) জটিল
Answer. (ঘ) জটিল
২৯. যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে—
(ক) তৎপুরুষ সমাস
(খ) কর্মধারয় সমাস
(গ) দ্বন্দ্বসমাস
(ঘ) অব্যয়ীভাব সমাস
Answer. (খ) কর্মধারয় সমাস
৩০. কী বল জগদীশ, পারে তো? –নিম্নরেখ পদটি?
(ক) সম্বোধন পদ
(খ) কর্তৃকারক
(গ) সম্বন্ধপদ
(ঘ) নিমিত্ত কারক
Answer. (গ) সম্বন্ধপদ
৩১.পাঁচদিন নদীকে দেখা হয় নাই।—রেখাঙ্কিত পদটি হল?
(ক) সম্বন্ধপদ
(খ) অধিকরণ কারক
(গ) কর্মকারক
(ঘ) কর্তৃকারক
Answer. (গ) কর্মকারক
৩২. সকালে সূর্য অস্ত যায়।—এটি বাক্য নয়, কারণ এতে
(ক) যোগ্যতা নেই
(খ) আসত্তি নেই
(গ) আকাঙ্ক্ষা নেই
(ঘ) যোগ্যতা ও আসত্তি নেই
Answer. ক) যোগ্যতা নেই
৩৩. নদেরচাঁদ সব বোঝে,—এটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্মবাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
Answer. (খ) কর্তৃবাচ্য
৩৪. ভাববাচ্যে প্রাধান্য পায়
(ক) কর্মের ভাব
(খ) ক্রিয়ার ভাব
(গ) কর্তার ভাব
(ঘ) কর্তা আর কর্মের ভাব
Answer. (খ) ক্রিয়ার ভাব
৩৫. ‘অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতাটির উৎস হল?
(ক) ‘পাখি, হুস’
(খ) ‘ভালোটি বাসিব’
(গ) ‘পাতার পোশাক
(ঘ) ‘ভুতুম ভগবান’
Answer. (গ) ‘পাতার পোশাক
৩৬. নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল?
(ক) শৈলজানন্দের
(খ) তারাশঙ্করের
(গ) তারকনাথ গঙ্গোপাধ্যায়ের
(ঘ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের
Answer. (ঘ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের
৩৭. কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায়?
(ক) ব্রোঞ্জের শলাকা
(খ) ফাউন্টেন পেন
(গ) বল পেন
(ঘ) কুইল বা পালকের পেন
Answer. (খ) ফাউন্টেন পেন
৩৮. রাজশেখর বসুর ছদ্মনাম?
(ক) পরশুরাম
(খ) বনফুল
(গ) শ্ৰীপা
(ঘ) রূপদর্শী
Answer. (ক) পরশুরাম
৩৯. ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে?
(ক) সমাস
(খ) প্রত্যয়
(গ) কারক
(ঘ) বিভক্তি
Answer. (গ) কারক
৪০. ওরে ভাই, ফাগুন লেগেছে বলে বনে। —নিম্নরেখ পদটি?
(ক) কর্তৃকারক
(খ) সম্বন্ধপদ
(গ) করণ কারক
(ঘ) সম্বোধন পদ
Answer. (ঘ) সম্বোধন পদ
৪১. ব্যাকরণগত ভাবে ‘সমাস' শব্দটির অর্থ?
(ক) সম্মেলন
(খ) সংক্ষিপ্তকরণ
(গ) সমাসীন
(ঘ) সম্বোধন পদ
Answer. (খ) সংক্ষিপ্তকরণ
৪২. “কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল !”—কথাটা হল?
(ক) ছোটো মেসোমশাই একজন ফুটবল খেলোয়ার
(খ) মেসোমশাই একজন চিত্রশিল্পী
(গ) মেসোমশাই একজন লেখক
(ঘ) মেসোমশাই একজন ফোটোগ্রাফার
Answer. (গ) মেসোমশাই একজন লেখক
৪৩. “বাবুজি এ-সব কথা বলার দুঃখ আছে।”—কথাটি বলেছিল?
(ক) শ্যামদাস
(খ) রামদাস
(গ) হরিদাস
(ঘ) ঘনদাস
Answer. (খ) রামদাস
৪৪. নদেরচাঁদকে পিষে দিয়ে গেল
(ক) ৫নং আপ প্যাসেঞ্জার
(খ) ৩১১কে ফাস্ট প্যাসেঞ্জার
(গ) সুপারফাস্ট আপ গাড়িটি
(ঘ) ৭নং ডাউন প্যাসেঞ্জার
Answer. (ঘ) ৭নং ডাউন প্যাসেঞ্জার
৪৫. রুদ্র সমুদ্রের বাহু কার কাছ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল?
(ক) পর্বতের বুক থেকে
(খ) এশিয়া মহাদেশ থেকে
(গ) প্রাচী ধরিত্রীর বুক থেকে
(ঘ) আগুনের মধ্য দিয়ে
Answer. (গ) প্রাচী ধরিত্রীর বুক থেকে
৪৬. “বিদায় এবে দেহ, বিধুমুখী।” – “বিধমুখী' শব্দের অর্থ?
(ক) চন্দ্রের ন্যায় মুখ
(খ) বিধাতার মুখ
(গ) বিধুর মুখ
(ঘ) কোনোটিই নয়
Answer. (ক) চন্দ্রের ন্যায় মুখ
৪৭. 'বড়ো মানুষের কাণ্ডের খবর’–‘বড়ো মানুষ' বলতে বোঝানো হয়েছে?
(ক) নিমাইবাবুকে
(খ) জগদীশবাবুকে
(গ) গিরীশ মহাপাত্রকে
(ঘ) নদেরচাঁদকে
Answer. (খ) জগদীশবাবুকে
৪৮. ‘এতাকাল নদেরচাঁদ গর্ব অনুভব করিয়াছে।'—কীসের জন্য গর্ব?
(ক) নতুন রং করা ব্রিজটির জন্য
(খ) দায়িত্বপ্রাপ্ত স্টেশনটির জন্য
(গ) নদীকে ভালোবাসার জন্য
(ঘ) দেশের নির্জীব নদীটির জন্য
Answer. (ক) নতুন রং করা ব্রিজটির জন্য
৪৯. ‘যা ভেবেছিলাম তাই’—বক্তার ভাবনাটি ছিল?
(ক) জামা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা
(খ) মায়ের হাতে মার খাওয়ার আশঙ্কা
(গ) সমস্ত বিষয়টি পাঠানের অবগত থাকা
(ঘ) ছেলেদের বিরক্ত করার আশঙ্কা
Answer. (গ) সমস্ত বিষয়টি পাঠানের অবগত থাকা
৫০. কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ?
(ক) ‘বাবরের প্রার্থনা
(খ) ‘পাতার পোশাক
(গ) ‘রূপসী বাংলা’
(ঘ) ‘অগ্নিবীণা’
Answer. (খ) ‘পাতার পোশাক
৫১. “বিদায় এবে দেহ, বিধুমুখী।”—বিধু' হল?
(ক) প্রমীলা
(খ) ইন্দিরা
(গ) চন্দ্ৰ
(ঘ) মন্দোদরী
Answer. (গ) চন্দ্ৰ
৫২. অচেতন পঞ্চকন্যাকে সারিয়ে তোলা হয়?
(ক) তন্ত্র-মন্ত্র-মহৌষধি দিয়ে
(খ) কন্দ-শিকড় দিয়ে
(গ) ভেষজ-ঔষধ দিয়ে
(ঘ) ফলমূল দিয়ে
Answer. (ক) তন্ত্র-মন্ত্র-মহৌষধি দিয়ে
৫৩. তোরা সব জয়ধ্বনি কর! – নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ?
(ক) তৎপুরুষ সমাস
(খ) বহুব্রীহি সমাস
(গ) কর্মধারয় সমাস
(ঘ) দ্বন্দ্ব সমাস
Answer. (গ) কর্মধারয় সমাস
৫৪. ‘আসত্তি'-র আর এক নাম—
(ক) নৈকট্য
(খ) যোগ্যতা
(গ) অভিপ্রায় বা আগ্রহ
(ঘ) আসক্তি
Answer. (ক) নৈকট্য
৫৫. হায় ! আমার সর্বস্ব গেল। —বাক্যটি কোন শ্রেণির?
(ক) শর্তসাপেক্ষ বাক্য
(খ) প্ৰাৰ্থনাসূচক বাক্য
(গ) আবেগসূচক বাক্য
(ঘ) নির্দেশক বাক্য
Answer. (গ) আবেগসূচক বাক্য
৫৬. ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়?
(ক) কর্তৃবাচ্যে
(খ) কর্মবাচ্যে
(ঘ) কর্মকর্তৃবাচ্যে
(গ) ভাববাচ্যে
Answer. (গ) ভাববাচ্যে
৫৭. তাকে টিকিট কিনতে হয়নি।—বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল?
(ক) তার টিকিট কেনা হয়নি
(খ) তাঁর দ্বারা টিকিট ক্রীত হয়নি
(গ) তিনি টিকিট কেনেননি
(ঘ) তিনি বিনা টিকিটে চলেছেন
Answer. (গ) তিনি টিকিট কেনেননি
৫৮. ‘International' শব্দটির যে পরিভাষা প্রবন্ধে উল্লেখ আছে, সেটি হল?
(ক) আন্তর্জাতিক
(খ) সার্বজাতিক
(গ) সর্বজনীন
(ঘ) আন্তর্দেশীয়
Answer. (খ) সার্বজাতিক
৫৯. সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন যিনি
(ক) অন্নদাশংকর রায়
(খ) সুভাষ মুখোপাধ্যায়
(গ) সত্যজিৎ রায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer. (গ) সত্যজিৎ রায়
৬০. ‘অল্পবিদ্যা ভয়ংকরী' প্রবাদের সত্যতা মেলে?
(ক) বৈজ্ঞানিক প্রবন্ধে
(খ) বৈজ্ঞানিক তথ্যে
(গ) অনুবাদ গ্রন্থে
(ঘ) সাময়িক পত্রাদিতে
Answer. (ঘ) সাময়িক পত্রাদিতে
৬১. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
(ক) শ্বেতপদ্ম
(খ) হাতঘড়ি
(গ) শূলপাণি
(ঘ) কাগজপত্র
Answer. (খ) হাতঘড়ি
৬২. ধাতুবিভক্তির অপর নাম হল
(ক) শব্দবিভক্তি
(খ) নির্দেশক
(গ) ক্রিয়াবিভক্তি
(ঘ) অনুসর্গ
Answer. (গ) ক্রিয়াবিভক্তি
৬৩. কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয়?
(ক) কর্মবাচ্যে
(খ) ভাববাচ্যে
(গ) কর্মকর্তৃবাচ্যে
(ঘ) কর্তৃবাচ্যে
Answer. (খ) ভাববাচ্যে
৬৪. সে যে কী মজার ব্যাপার তা ভাবা যায় না।—এটি কোন ধরনের বাক্য?
(ক) জটিল বাক্য
(খ) সরলবাক্য
(গ) সদর্থক বাক্য
(ঘ) যৌগিক বাক্য
Answer. (ক) জটিল বাক্য
৬৫. আশৈশব ইউরোপীয় আদবকায়দায় লালিত পালিত কিশোর সুভাষচন্দ্র জাতীয় পোশাক-পরিচ্ছদকে অঙ্গাভরণ করলেন। —এই বাক্যের নিম্নরেখ অংশটি হল—
(ক) উদ্দেশ্য
(খ) উদ্দেশ্য সম্প্রসারক
(গ) বিধেয়
(ঘ) বিধেয় সম্প্রসারক
Answer. (খ) উদ্দেশ্য সম্প্রসারক
৬৬. সন্ধ্যায় শাঁখ বাজে।—এটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্মবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্তৃবাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
Answer. (ঘ) কর্মকর্তৃবাচ্য
৬৭. ‘গিন্নিমা’–এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল—
(ক) গিন্নির মা
(খ) গিন্নি ও মা
(গ) যিনি গিন্নি তিনিই মা
(ঘ) যিনি গিন্নি তাঁর মা
Answer. (গ) যিনি গিন্নি তিনিই মা
৬৮. সিন্ধুতীরে দেখি দিব্যস্থান। —রেখাঙ্কিত পদটি যে কারকের উদাহরণ?
(ক) কর্মকারক
(খ) করণ কারক
(গ) অধিকরণ কারক
(ঘ) অপাদান কারক
Answer. (গ) অধিকরণ কারক
৬৯. সে এখনই যেতে পারবে না,—অস্ত্যর্থক বাক্যে রূপান্তরিত করলে হবে
(ক) সে পরে যাবে
(খ) সে এখনই যেতে অসম্মত
(গ) সে এখনই যাবে
(ঘ) সে যেতে সক্ষম
Answer. (খ) সে এখনই যেতে অসম্মত
৭০. 'অল্পবিদ্যা ভয়ংকরী' – বাক্যাংশটি ব্যাকরণে কী হিসেবে পরিচিত?
(ক) অভিধা
(খ) লক্ষণা
(গ) উৎপ্রেক্ষা
(ঘ) প্রবাদ
Answer. (ঘ) প্রবাদ
৭১. অনুসর্গের দৃষ্টান্ত কোনটি?
(ক) জন্য
(খ) খানা
(গ) টি
(ঘ) গাছি
Answer. (ক) জন্য
৭২. ‘দ্বন্দ্ব’ সমাসের অর্থ প্রাধান্য থাকে?
(ক) পূর্বপদের
(খ) উভয়পদের
(গ) পরপদের
(ঘ) অন্যপদের
(ঘ) অন্যপদের
Answer. (খ) উভয়পদের
৭৩. নদী হইতে একটা অশ্রুত পূর্ব শব্দ উঠিতেছিল। —নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ?
(ক) কর্তৃকারক
(খ) কর্মকারক
(গ) করণ কারক
(ঘ) অপাদান কারক
Answer. (ক) কর্তৃকারক
৭৪. ভেঙেআবার গড়তে জানে সে চিরসুন্দর। —নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল
(ক) অব্যয়ীভাব
(খ) মধ্যপদলোপী কর্মধারয়
(গ) ব্যাপ্তি তৎপুরুষ
(ঘ) বহুব্রীহি
Answer. (গ) ব্যাপ্তি তৎপুরুষ
৭৫. হরিদার জীবনে যে বৈচিত্র্য আছে, তা সত্যিই নাটকীয়।-এটি কোন শ্রেণির বাক্য?
(ক) সরলবাক্য
(খ) যৌগিক বাক্য
(গ) জটিল বাক্য
(ঘ) মিশ্র বাক্য
Answer. (গ) জটিল বাক্য
৭৬. দরবার ত্যাগ করতে হয় তো নবাবের অনুমতি নাও।—এটি কী ধরনের বাক্য?
(ক) অনুজ্ঞাসূচক বাক্য
(খ) নির্দেশক বাক্য
(গ) বিস্ময়সূচক বাক্য
(ঘ) প্রশ্নবোধক বাক্য
Answer. (ক) অনুজ্ঞাসূচক বাক্য
৭৭. আবেগ ভরা গলায় হাসান বললেন। —বাক্যটির ভাববাচ্যের রূপ হল
(ক) আবেগের ভরা গলায় হাসানের দ্বারা বলা হল
(খ) আবেগ ভরা গলায় হাসানের বলা হল
(গ) আবেগ নিয়ে হাসান বলল
(ঘ) আবেগ ভরা গলা করে হাসান বলল
Answer. (খ) আবেগ ভরা গলায় হাসানের বলা হল
৭৮. হরিদার ঘরে মাদুরের উপর কী পড়েছিল?
(ক) উত্তরীয়
(খ) ঝোলা
(গ) গীতা
(ঘ) পূর্বে উল্লিখিত সব ক-টি
Answer. (ঘ) পূর্বে উল্লিখিত সব ক-টি
৭৯. তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে।’“কৃতার্থ’শব্দটির অর্থ হল
(ক) কৃতজ্ঞ
(খ) বিস্মিত
(গ) সহাস্য
(ঘ) আশান্বিত
Answer. (ক) কৃতজ্ঞ
৮০. রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে কীসের ছায়া পড়েছে?
(ক) গাছের ছায়া
(খ) বইয়ের ছায়া
(গ) অদৃশ্য মেঘের ছায়া
(ঘ) দুঃখের ছায়া
Answer. (গ) অদৃশ্য মেঘের ছায়া
৮১. বছরগুলো কীভাবে নেমে এল?
(ক) বৃষ্টির মতো
(খ) তুষারপাতের মতো
(গ) আগ্নেয়পাহাড়ের মতো
(ঘ) পাথরের মতো
Answer. (ঘ) পাথরের মতো
৮২. কবি হাতে হাত রাখতে চাইছেন কারণ?
(ক) হাত শক্ত হবে বলে
(খ) প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে
(গ) যদি হারিয়ে যায়, সে কারণে
(ঘ) বন্ধুত্ব গড়ে উঠবে বলে
Answer. (খ) প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে
৮৩. কবি যুগান্তের কবিকে দাঁড়াতে বলেছেন?
(ক) কৃপণ আলোর অন্তঃপুরে
(খ) বাষ্পাকুল অরণ্যপথে
(গ) মানহারা মানবীর দ্বারে
(ঘ) প্রদোষকালের ঝঞ্ঝাবাতাসে
Answer. (গ) মানহারা মানবীর দ্বারে
৮৪. উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখার জন্য দেওয়া হত?
(ক) আট আনা
(খ) দশ আনা
(গ) বারো আনা
(ঘ) ষোলো আনা
Answer. (ক) আট আনা
৮৫. “তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা।”- কার কথা বলা হয়েছে?
(ক) সুভো ঠাকুরের
(খ) শৈলজানন্দের
(গ) বঙ্কিমচন্দ্রের
(ঘ) শরৎচন্দ্রের
Answer. (ঘ) শরৎচন্দ্রের
৮৬. “সে ভয়ানক দুর্লভ জিনিস।” – “দুর্লভ জিনিসটি হল?
(ক) সন্ন্যাসীর ঝোলা
(খ) সন্ন্যাসীর সঙ্গ
(গ) সন্ন্যাসীর পায়ের ধুলো
(ঘ) সন্ন্যাসীর কমণ্ডলু
Answer. (গ) সন্ন্যাসীর পায়ের ধুলো
৮৭. স্ত্রীকে লেখা নদেরচাদের চিঠির পৃষ্ঠাসংখ্যা ছিল?
(ক) এক
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
Answer. (ঘ) পাঁচ
৮৮. ‘অদল বদল' গল্পে বাহালি বৌদি হলেন?
(ক) ইসাবের মা
(খ) অমৃতের মা
(গ) কালিয়ার মা
(ঘ) অমৃতের মাসি
Answer. (খ) অমৃতের মা
৮৯. ‘কলমকে বলা হয়’—কী বলা হয়?
(ক) মানুষের চেয়েও শক্তিধর
(খ) নেতার চেয়েও শক্তিধর
(গ) তলোয়ারের চেয়েও শক্তিধর
(ঘ) সবচেয়ে বেশি শক্তিধর
Answer. (গ) তলোয়ারের চেয়েও শক্তিধর
৯০. “বেথানিত হৈছে কেশ বেশ।”—‘বেথানিত' কথাটির অর্থ?
(ক) অলংকৃত
(খ) অসংবৃত
(গ) অসংলগ্ন
(ঘ) কোনোটিই নয়
Answer. (খ) অসংবৃত
৯১. আমার শুধু একটা
(ক) তোতা
(খ) কোকিল
(গ) টিয়া
(ঘ) ময়না
Answer. (খ) কোকিল
৯২. 'Connotation' শব্দের বাংলা অর্থ?
(ক) অর্থ পরিবর্তন
(খ) অর্থব্যাপ্তি
(গ) অর্থের বৈপরীত্য
(ঘ) অর্থের সংকোচ
Answer. (খ) অর্থব্যাপ্তি
৯৩.পালকের কলমের ইংরেজি নাম?
(ক) কুইল
(খ) ফাউন্টেন
(গ) ডটপেন
(ঘ) স্টাইলাস
Answer. (ক) কুইল
৯৪. ‘প্রলয়োল্লাস' কবিতার উৎসগ্রন্থ?
(ক) ‘ঝিঙে ফুল ’
(খ) সর্বহারা’
(গ) ‘বিষের বাঁশি’
(ঘ) ‘অগ্নিবীণা’
Answer. (ঘ) ‘অগ্নিবীণা’
৯৫. ‘বিভক্তি' শব্দের অর্থ?
(ক) বৈশিষ্ট্য
(খ) বিভাজন
(গ) বিশেষ ভক্তি
(ঘ) বিকৃতি
Answer. (খ) বিভাজন
৯৬. ‘মাটির পুতুল' কথাতে প্রকাশ পেয়েছে?
(ক) কর্তৃ-সম্বন্ধ
(খ) যোগ্যতা-সম্বন্ধ
(গ) উপাদান-সম্বন্ধ
(ঘ) কর্ম-সম্বন্ধ
Answer. (গ) উপাদান-সম্বন্ধ
৯৭. যে সমাসের কোনো ব্যাসবাক্য হয় না, সেই সমাসের নাম?
(ক) দ্বন্দ্বসমাস
(খ) দ্বিগু সমাস
(গ) নিত্যসমাস
(ঘ) কর্মধারয় সমাস
Answer. (গ) নিত্যসমাস
৯৮. মিশকালো রং দেখে ভয় হল।—নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ?
(ক) কর্মধারয় সমাস
(খ) বহুব্রীহি সমাস
(গ) দ্বন্দ্ব সমাস
(ঘ) তৎপুরুষ সমাস
Answer. (ক) কর্মধারয় সমাস
৯৯. একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে?
(ক) সরলবাক্যে
(খ) যৌগিক বাক্যে
(গ) জটিল বাক্যে
(ঘ) মিশ্রবাক্যে
Answer. (ক) সরলবাক্যে
১০০. সে বোধহয় চলে গেছে।—অর্থগত দিক থেকে বাক্যটি হল?
(ক) আবেগসূচক বাক্য
(খ) সংশয়সূচক বাক্য
(গ) অনুজ্ঞাসূচক বাক্য
(ঘ) প্রার্থনাসূচক বাক্য
Answer. (খ) সংশয়সূচক বাক্য
১০১. আকাশে ঘুড়ি উড়ছে।—বাক্যটি যে বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
Answer. (ঘ) কর্মকর্তৃবাচ্য
১০২. বিভক্তি ও অনুসর্গ যোগে গঠিত কারক হল?
(ক) নিমিত্ত
(খ) কর্ম
(গ) কর্তৃ
(ঘ) অধিকরণ
Answer. (ক) নিমিত্ত
১০৩. ..... এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন।” যার বয়স হল?
(ক) হাজার বছর
(খ) হাজার বছরের বেশি
(গ) দু-হাজার বছর
(ঘ) দু-হাজার বছরের বেশি
Answer. (খ) হাজার বছরের বেশি
১০৪ “... একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল।”— গিরীশ মহাপাত্র গাঁজার কলিকা পকেটে করে রেখেছিলেন কেন?
(ক) পরে বিক্রি করতে চেয়েছিলেন
(খ) নিজে খাবেন বলে রেখে দিয়েছিলেন
(গ) যদি কারওর কাজে লাগে তাই পকেটে রেখেছিলেন
(ঘ) কলকে জমানোর শখ ছিল
Answer. (গ) যদি কারওর কাজে লাগে তাই পকেটে রেখেছিলেন
১০৫. তপনের যে লেখাটি ‘সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপা হয়েছিল তার নাম?
(ক) ‘প্রথম দেখা’
(খ) ‘স্কুলে প্রথম দেখা
(গ) ‘প্রথম দিন’
(ঘ) ‘স্কুলে প্রথম দিন
Answer. (গ) ‘প্রথম দিন’
১০৬. “শান্ত হলুদ দেবতারা/যারা...”
(ক) শত বছর ঘুমিয়ে ছিল
(খ) হাজার বছর জেগে ছিল
(গ) লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল
(ঘ) হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল
Answer. (ঘ) হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল
১০৭. ‘কাল-ভয়ংকরের বেশে’–কে আসে?
(ক) ভীষণ
(খ) বসন্ত
(গ) জীবন
(ঘ) সুন্দর
Answer. (ঘ) সুন্দর
১০৮. ‘ছদ্মবেশী অম্বুরাশি-সুতা/উত্তরিলা;’—‘অম্বুরাশি-সুতা' কে?
(ক) লক্ষ্মী
(খ) প্রমীলা
(গ) সীতা
(ঘ) মায়াদেবী
Answer. (ক) লক্ষ্মী
১০৯. নাটকে কুশীলব কুশ ও লব থাকে।——কুশীলব’শব্দটির ব্যাসবাক্য হল?
(ক) কুশ ও লব
(খ) কুশী ও লব
(গ) লব ও কুশ
(ঘ) কুশী যে লব
Answer. (ক) কুশ ও লব
১১০. আপনারা সপরিবারে কোথায় গিয়েছিলেন?- ‘সপরিবারে’ কোন সমাস?
(ক) বহুব্রীহি সমাস
(খ) তৎপুরুষ সমাস
(গ) কর্মধারয় সমাস
(ঘ) অব্যয়ীভাব সমাস
Answer. (ক) বহুব্রীহি সমাস
১১১. কুসুমকোমল হৃদয়—এই বাক্যটিতে উপমেয় হল?
(ক) কুসুম
(খ) কোমল
(গ) হৃদয়
(ঘ) উপমেয় অনুপস্থিত
Answer. (গ) হৃদয়
১১২. ‘সোনার দোয়াত কলম যে সত্যই হতো;’–তা লেখক যাঁর কাছে দেখেছিলেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যজিৎ রায়
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) সুভো ঠাকুর
Answer. (ঘ) সুভো ঠাকুর
১১৩. ‘এক সময় লেখা শুকানো হতো'?
(ক) আঠা দিয়ে
(খ) ব্লটিং পেপার দিয়ে
(গ) চকের গুঁড়ো দিয়ে
(ঘ) বালি দিয়ে
Answer. (ঘ) বালি দিয়ে
১১৪. ‘শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন '?
(ক) সত্যজিৎ রায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(ঘ) কালিদাস
Answer. (ক) সত্যজিৎ রায়
১১৫. বাক্যের ক্রিয়াটি যে সম্পন্ন করে, তাকে বলে?
(ক) কর্মকারক
(খ) কর্তৃকারক
(গ) করণ কারক
(ঘ) অধিকরণ কারক
Answer. (খ) কর্তৃকারক
১১৬. ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে।—এই বাক্যটিতে সম্বোধন পদ হল?
(ক) ফাগুন
(খ) লেগেছে
(গ) বনে বনে
(ঘ) ওরে ভাই
Answer. (ঘ) ওরে ভাই
১১৭. বাক্যের প্রাণীবাচক কর্মটিকে বলা হয়?
(ক) গৌণকর্ম
(খ) মুখ্যকর্ম
(গ) অক্ষুণ্ণ কর্ম
(ঘ) ঊহ্যকর্ম
Answer. (ক) গৌণকর্ম
১১৮. টি, টা, খানা, খানি, গাছা, গাছি—এগুলো হল?
(ক) নির্দেশক
(খ) বিভক্তি
(গ) অনুসর্গ
(ঘ) উপসর্গ
Answer. (ক) নির্দেশক
১১৯. সমাসে প্রাধান্য পায়?
(ক) ধ্বনি
(খ) পরপদ
(গ) অর্থ
(ঘ) পূর্বপদ
Answer. (গ) অর্থ
১২০. 'মৌন থাকিয়া কহিলেন,' – মৌন থাকা ব্যক্তিটি হলেন?
(ক) গিরীশ মহাপাত্র
(খ) রামদাস
(গ) জগদীশবাবু
(ঘ) নিমাইবাবু
Answer. (ঘ) নিমাইবাবু
১২১. “এ দেশের কিছু হবে না”–এ কথা বলেন?
(ক) তপন
(খ) তপনের বাবা
(গ) নতুন মেসো
(ঘ) পত্রিকার সম্পাদক
Answer. (গ) নতুন মেসো
১২২. আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতায় উল্লিখিত হিমানীর বাঁধ'-টি রয়েছে?
(ক) বাম পাশে
(খ) ডান পাশে
(গ) পায়ে পায়ে
(ঘ) মাথার উপরে
Answer. (গ) পায়ে পায়ে
১২৩. ত্রিফলা হল—
(ক) তিনটি সুমিষ্ট ফল
(খ) আমলকী-বহেড়া-হরীতকী
(গ) বেল-কাঁঠাল-তরমুজ
(ঘ) আমলকী-চী-বহেড়া ও অর্জুনের ছাল
Answer. (খ) আমলকী-বহেড়া-হরীতকী
১২৪. ‘আর কিছু চাই না।'—বক্তা কী চেয়েছিলেন?
(ক) ঠান্ডা জল
(খ) প্ৰণামি
(গ) বকশিশ
(ঘ) একটা হরীতকী
Answer. (ক) ঠান্ডা জল
১২৫. ‘অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় ‘গান’শব্দটি কতবার আছে?
(ক) ৭ বার
(খ) ৮ বার
(গ) ৯ বার
(ঘ) ১০ বার
Answer. (ক) ৭ বার
১২৬. স্টেশন থেকে নদীর দূরত্ব ছিল?
(ক) এক মাইল
(খ) দুই মাইল
(গ) তিন মাইল
(ঘ) চার মাইল
Answer. (ক) এক মাইল
১২৭. বৈজ্ঞানিক সাহিত্যে স্থানবিশেষে চলতে পারে?
(ক) ব্যঞ্জনা
(খ) উৎপ্রেক্ষা
(গ) রূপক ও উপমা
(ঘ) অতিশয়োক্তি
Answer. (গ) রূপক ও উপমা
১২৮. বাষ্পাকুল অরণ্যপথে’– অরণ্যপথ' বাষ্পাকুল কেন?
(ক) প্রবল ঝড়ে
(খ) প্রদোষকালের ঝঞ্ঝায়
(গ) আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে
(ঘ) আকস্মিক বন্যায়
Answer. (গ) আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে
১২৯. কৃদন্তপদের পূর্বস্থিত পদকে কী বলা হয়?
(ক) উপপদ
(খ) উত্তরপদ
(গ) নামপদ
(ঘ) সমাসবদ্ধ পদ
Answer. (ক) উপপদ
১৩০. পাঁচদিন নদীকে দেখা হয় নাই- এটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
Answer. (খ) কর্মবাচ্য
১৩১. যতদিন বাঁচি, ততদিন শিখি।—যে ধরনের বাক্য?
(ক) সরলবাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য
Answer. (খ) জটিল বাক্য
১৩২. পথে কুড়িয়ে পেলাম—চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ?
(ক) অধিকরণ কারক
(খ) নিমিত্ত কারক
(গ) কর্মকারক
(ঘ) অপাদান কারক
Answer. (ঘ) অপাদান কারক
১৩৩. কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। —নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ?
(ক) দ্বন্দ্ব সমাস
(খ) তৎপুরুষ সমাস
(গ) বহুব্রীহি সমাস
(ঘ) কর্মধারয় সমাস
Answer. (খ) তৎপুরুষ সমাস
১৩৪. উপমান ও উপমেয়ের অভেদ কল্পিত হয় কোন সমাসে?
(ক) সাধারণ কর্মধারয়
(খ) উপমান কর্মধারয়
(গ) উপমিত কর্মধারয়
(ঘ) রূপক কর্মধারয়
Answer. (ঘ) রূপক কর্মধারয়
১৩৫. ধাতুবিভক্তির অপর নাম?
(ক) ধাত্ত্ববয়ব
(খ) প্রকার বিভক্তি
(গ) অপসর্গ
(ঘ) ক্রিয়াবিভক্তি
Answer. (ঘ) ক্রিয়াবিভক্তি
১৩৬. নির্দেশক হল
(ক) প্রত্যয়
(খ) বর্ণ
(গ) অব্যয়
(ঘ) কারক
Answer. (গ) অব্যয়
১৩৭. ‘শ্ৰীযুক্ত’ কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
(ক) করণ তৎপুরুষ
(খ) সম্বন্ধ তৎপুরুষ
(গ) কর্ম তৎপুরুষ
(ঘ) নিমিত্ত তৎপুরুষ
Answer. (ক) করণ তৎপুরুষ
১৩৮. বাক্য নির্মাণের শর্ত নয়?
(ক) যোগ্যতা
(খ) আকাঙ্ক্ষা
(গ) নৈকট্য
(ঘ) ব্যাপ্তি
Answer. (ঘ) ব্যাপ্তি
১৩৯. কর্মবাচ্যের মুখ্যকর্মের বিভক্তি হবে?
(ক) ‘র’ বিভক্তি
(খ) শূন্যবিভক্তি
(গ) ‘য়’ বিভক্তি
(ঘ) ‘এ’ বিভক্তি
Answer. (খ) শূন্যবিভক্তি
১৪০. ‘জানালা খুলে গেল’—এটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্যের
(খ) কর্মবাচ্যের
(গ) ভাববাচ্যের
(ঘ) কর্মকর্তৃবাচ্যের
Answer. (ঘ) কর্মকর্তৃবাচ্যের
১৪১. অনুসর্গযুক্ত কর্তা কোন বাচ্যে বসে?
(ক) কর্তৃবাচ্যে
(খ) কর্মবাচ্যে
(গ) ভাববাচ্যে
(ঘ) সব ক-টিতে
Answer. (খ) কর্মবাচ্যে
১৪২. অর্থবোধের জন্য বাক্যে পদসমূহের যথাযথভাবে সাজানোকেই বলে?
(ক) আকাঙ্ক্ষা
(খ) আসত্তি
(গ) যোগ্যতা
(ঘ) কোনোটিই নয়
Answer. (খ) আসত্তি
১৪৩. ‘মন্বন্তর’ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল?
(ক) মনুর অন্তর
(খ) মনুর সদৃশ
(গ) অন্য মনু
(ঘ) অন্তরে মুনি যার
Answer. (গ) অন্য মনু
১৪৪. ‘অভিষেক' কবিতাটিতে পক্তি সংখ্যা কত?
(ক) একশো পাঁচ
(খ) একশো ছয়
(গ) একশো দুই
(ঘ) একশো আট
Answer. (খ) একশো ছয়
১৪৫. “আমাদের চোখমুখ ঢাকা”,–আমরা বারোমাস?
(ক) ভিক্ষা করি
(খ) ব্যাবসা করি
(গ) পরিশ্রম করি
(ঘ) কারখানায় কাজ করি
Answer. (ক) ভিক্ষা করি
১৪৬. যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন' তিনি হলেন?
(ক) দর্জি
(খ) দার্শনিক
(গ) সাংবাদিক
(ঘ) সাহিত্যিক
Answer. (খ) দার্শনিক
১৪৭. জল আর কর্পূর
(ক) উবে যায়
(খ) উবে যায় না
(গ) শুকিয়ে যায়
(ঘ) উবে যেতে পারে
Answer. (ক) উবে যায়
১৪৮. শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন?
(ক) সুভাষ মুখোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সত্যজিৎ রায়
(ঘ) অন্নদাশংকর রায়
Answer. (গ) সত্যজিৎ রায়
১৪৯. একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে?
(ক) জটিল বাক্যে
(খ) সরলবাক্যে
(গ) যৌগিক বাক্যে
(ঘ) মিশ্রবাক্যে
Answer. (খ) সরলবাক্যে
১৫০. “কীরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল।”—পায়া ভারী শব্দের অর্থ হল?
(ক) গম্ভীর হওয়া
(খ) পা মোটা হয়ে যাওয়া
(গ) অহংকারী হয়ে যাওয়া
(ঘ) ভারিক্কি হয়ে যাওয়া
Answer. (গ) অহংকারী হয়ে যাওয়া
west bengal madhyamik question paper 2024 pdf download, last 10 years madhyamik question papers wbbse pdf, madhyamik question paper, madhyamik exam paper, madhyamik question papers, wbchse last 5 years question paper pdf with answers, wbchse last 10 years question paper pdf with answers, madhyamik question, 2024 madhyamik question paper west bengal board, wbbse last 5 year question paper pdf, last 5 years madhyamik question papers pdf, wbbse last 5 year question paper class 10, last 10 years madhyamik question papers pdf download in bengali, madhyamik test paper, last 10 years madhyamik question paper west bengal board,
✅ Madhyamik Previous year question paper pdf Click Here Download ☟ ☟