{tocify} $title={Table of Contents}
Q. একটি রেখাচিত্রের বা পর্যায়চিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রের বর্ণনা দাও।
অথবা, নাইট্রোজেন চক্রের ধাপগুলি একটি পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
☐ নাইট্রোজেন চক্র : বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা 78.09 ভাগ। এ ছাড়াও মাটির মধ্যে নাইট্রেট, নাইট্রাইট এবং অন্য যৌগ হিসেবে নাইট্রোজেন আবদ্ধ থাকে। প্রকৃতির নাইট্রোজেন চক্র যে পর্যায়ে হয়, সেগুলি হল—নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ, মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ, জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ এবং নাইট্রোজেনের মুক্তি।
![]() |
নাইট্রোজেন চক্র বর্ণনা |
(1) নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ: যে পদ্ধতিতে বায়ুর নাইট্রোজেন মাটিতে মেশে এবং নাইট্রোজেনঘটিত যৌগে পরিণত হয়, তাকে নাইট্রোজেন সংযোজন বা স্থিতিকরণ বা আবদ্ধকরণ বলে। এই স্থিতিকরণ প্রধানত তিনটি পদ্ধতিতে ঘটে থাকে। এগুলি হল—
(i) প্রাকৃতিক আবদ্ধকরণ: বজ্রপাত ও অগ্ন্যুৎপাতের সময়ে বাতাসের নাইট্রোজেন গ্যাস অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড গঠন করে। এই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের দ্বারা জারিত হয় ও নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড এ পরিণত হয় এবং তা মাটিতে নেমে আসে।
N2 + O2 → 2NO ; 2NO + O2 →2NO2
2NO2 + H2O → HNO2 + HNO3
(ii) জীবজ আবদ্ধকরণ: [a] বিভিন্নপ্রকার অণুজীব, যেমন—অ্যাজোটোব্যাকটর, ক্লসটিডিয়াম প্রভৃতি, বাতাসের মুক্ত নাইট্রোজেনকে নিজদেহে আবদ্ধ করে। মৃত্যুর পরে এদের দেহের নাইট্রোজেনঘটিত যৌগগুলি মাটিতে মিশে যায়। এই ব্যাকটেরিয়াগুলিকে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া বলে। [b] বিভিন্ন প্রকার নীলাভ-সবুজ শৈবাল সরাসরি বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে মাটির নাইট্রোজেন যৌগের পরিমাণ বৃদ্ধি করে। যেমন— অ্যানাবিনা, নস্টক ইত্যাদি। [c] মিথোজীবী ব্যাকটেরিয়া, যেমন—রাইজোবিয়াম, ছোলা, মটর প্রভৃতি শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ (nodule) গঠন করে বসবাস করে এবং বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে নানাপ্রকার নাইট্রোজেন ঘটিত যৌগ উৎপাদন করে। এইসব ব্যাকটেরিয়ার মৃত্যুর পরে তাদের দেহের নাইট্রোজেনঘটিত যৌগগুলি মাটিতে মিশে যায় ও নাইট্রোজেনের আবদ্ধকরণ ঘটে।
(iii) শিল্পজাত আবদ্ধকরণ: কলকারখানায় বিভিন্ন ধরনের নাইট্রোজেন-সমৃদ্ধ সার তৈরি হয়। যেমন—হ্যাবার বস পদ্ধতিতে 300-400°C তাপমাত্রায় এবং 35-100 MPa চাপে (MPa মেগাপাসকাল, চাপের মেট্রিক বা SI একক) N2 ও H2 যুক্ত হয়ে NH3 উৎপন্ন হয়। NH3
অন্যান্য N2 -যুক্ত সার প্রয়োগের ফলে ম্যাঢতে নাইট্রোজেন সংবন্ধন ঘটে।
(2) মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ: উদ্ভিদ, মাটিতে আবদ্ধ নাইট্রোজেনঘটিত লবণ শোষণ করে এবং নিজদেহের চাহিদাপূরণ করে। এই নাইট্রোজেন উদ্ভিদদেহে উদ্ভিজ্জ প্রোটিনরূপে অৱস্থান করে। প্রাণীরা খাদ্যের মাধ্যমে তা গ্রহণ করে নিজদেহে প্রবেশ করায় এবং প্রাণীদেহে প্রাণীজ প্রোটিনরূপে অবস্থান করে।
(3) জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ : জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ ঘটে দুটি পদ্ধতির মাধ্যমে। এই পদ্ধতি দুটি হল—[i] অ্যামোনিফিকেশন: উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ এবং প্রাণীর নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ বিভিন্ন বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে নাইট্রোজেনঘটিত যৌগের পরিমাণ বাড়ায়। এরপর এই যৌগগুলি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া ও মাইক্রোকক্কাস-র দ্বারা বিশ্লিষ্ট হয়ে যে প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় পরিণত হয়, তাকে অ্যামোনিফিকেশন বলে। [ii] নাইট্রিফিকেশন: মাটির অ্যামোনিয়া বিভিন্নপ্রকার নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লিষ্ট হয়ে নাইট্রাইট ও নাইট্রেটে পরিণত হয়, যে প্রক্রিয়ায় তাকে নাইট্রিফিকেশন বলে। নাইট্রিফিকেশনে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াগুলিকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে। এই প্রক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়নগুলি মাটিতে নাইট্রোসোমোনাস নামক ব্যাকটেরিয়ার ক্রিয়ায় নাইট্রাইট যৌগে পরিণত হয়। তারপর মাটিতে বসবাসকারী নাইট্রোব্যাকটর নামক ব্যাকটেরিয়া নাইট্রাইট যৌগকে নাইট্রেটে পরিণত করে।
(4) নাইট্রোজেনের মোচন বা ডিনাইট্রিফিকেশন: যে প্রক্রিয়ায় মৃত্তিকাস্থিত নাইট্রাইট ও নাইট্রেট যৌগ থেকে বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে পুনরায় বায়ুমণ্ডলে ফিরে আসে, তাকে ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন বলে। এতে সাহায্য করে থায়োব্যাসিলাস, সিউডোমোনাস ইত্যাদি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
ক্লাস - X জীবনবিজ্ঞান ও পরিবেশ |
নাইট্রোজেন চক্র নোটস | মার্ক - ২ (Click Here) |
পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ class 10 mcq (নাইট্রোজেন চক্র)
১. মাটিতে বসবাসকারী একটি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হল—
🄰 ক্লসট্রিডিয়াম
🄱 নস্টক
🄲 অ্যানাবিনা
🄳 ল্যাকটোব্যাসিলাস
উত্তরঃ 🄰 ক্লসট্রিডিয়াম
২. অ্যামোনিফিকেশন হল—
🄰 অ্যামিনো অ্যাসিড -অ্যামোনিয়া
🄱 জীবদেহ -অ্যামোনিয়া
🄲 নাইট্রাইট লবণ-অ্যামোনিয়া
🄳 নাইট্রেট লবণ-অ্যামোনিয়া
উত্তরঃ 🄱 জীবদেহ -অ্যামোনিয়া
৩. নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলে—
🄰 সিমবায়োসিস
🄱 নাইট্রিফিকেশন
🄲 অ্যামোনিফিকেশন
🄳 ডিনাইট্রিফিকেশন
উত্তরঃ 🄳 ডিনাইট্রিফিকেশন
৪. সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সাথে যুক্ত?
🄰 অ্যামোনিফিকেশন
🄱 নাইট্রিফিকেশন
🄲 নাইট্রোজেন আবদ্ধকরণ
🄳 ডিনাইট্রিফিকেশন
উত্তরঃ 🄱 নাইট্রিফিকেশন
৫. নাইট্রোজেন মোচনকারী বা ডিনাইট্রিফাইং অণুজীব হল—
🄰 সিউডোমোনাস
🄱 নাইট্রোব্যাকটর
🄲 নাইট্রোব্যাকটর
🄳 অ্যানাবিনা
উত্তরঃ 🄰 সিউডোমোনাস
৬. নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশন পদ্ধতির ক্ষেত্রে কোনটি সঠিক ধাপ?
🄰 নাইট্রাইট→ নাইট্রেট →অ্যামোনিয়া→নাইট্রোজেন
🄱 নাইট্রেট → নাইট্রাইট →নাইট্রোজেন →অ্যামোনিয়া
🄲 নাইট্রেট →নাইট্রাইট → অ্যামোনিয়া→নাইট্রোজেন
🄳 অ্যামোনিয়া →নাইট্রাইট →নাইট্রেট →নাইট্রোজেন
উত্তরঃ 🄲 নাইট্রেট →নাইট্রাইট → অ্যামোনিয়া→নাইট্রোজেন
৭. নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলে?
🄰 সিমবায়োসিস
🄱 নাইট্রিফিকেশন
🄲 ডিনাইট্রিফিকেশন
🄳 অ্যামোনিফিকেশন
উত্তরঃ 🄲 ডিনাইট্রিফিকেশন
৮. পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিয়োজক হল—
🄰 উদ্ভিদ
🄱 ভাইরাস
🄲 প্রাণী
🄳 ব্যাকটেরিয়া
উত্তরঃ 🄳 ব্যাকটেরিয়া
৯. কোনটি N2 -সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়?
🄰 ক্লসট্রিডিয়াম
🄱 রাইজোবিয়াম
🄲 নস্টক
🄳 অ্যাজোটোব্যাকটর
উত্তরঃ 🄲 নস্টক
১০. কোন প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেনের শিল্পঘটিত স্থিতিকরণ ঘটে?
🄰 ফ্রিডেল ক্রাফট্স বিক্রিয়া
🄱 রাইমার টিম্যান বিক্রিয়া
🄲 হেবার পদ্ধতি
🄳 হেলমন্টস্ পদ্ধতি
উত্তরঃ 🄲 হেবার পদ্ধতি
১১. অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হল —
🄰 অ্যাজোলা
🄱 ক্লসট্রিডিয়াম
🄲 ব্যাসিলাস মাইকয়ডিস
🄳 রাইজোবিয়াম
উত্তরঃ 🄲 ব্যাসিলাস মাইকয়ডিস
১২. নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্যটি হল—
🄰 মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন
🄱 অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন
🄲 নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন
🄳 নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া গঠন
উত্তরঃ 🄱 অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন
১৩. নীচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে?
🄰 নাইট্রোসোমোনাস
🄱 সিউডোমোনাস
🄲 অ্যাজোটোব্যাকটর
🄳 থায়োব্যাসিলাস
উত্তরঃ 🄰 নাইট্রোসোমোনাস
১৪. লেগহিমোগ্লোবিন যে ব্যাকটেরিয়ার কাজে সাহায্য করে সেটি—
🄰 অ্যাজোটোব্যাকটর
🄱 রাইজোবিয়াম
🄲 ক্লসট্রিডিয়াম
🄳 সিউডোমোনাস
উত্তরঃ 🄱 রাইজোবিয়াম
১৫. লেগহিমোগ্লোবিন নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত?
🄰 নাইট্রিফিকেশন
🄱 ডিনাইট্রি- ফিকেশন
🄲 নাইট্রোজেন আবদ্ধকরণ
🄳 অ্যামোনিফিকেশন
উত্তরঃ 🄲 নাইট্রোজেন আবদ্ধকরণ
১৬. লেগহিমোগ্লোবিন কোথায় থাকে?
🄰 শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে
🄱 সাধারণ উদ্ভিদের মূলে
🄲 ছত্রাকের দেহে
🄳 ব্যাকটেরিয়ার দেহে
উত্তরঃ 🄰 শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে
১৭. নীচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে?
🄰 সিউডোমোনাস
🄱 রাইজোবিয়াম
🄲 নস্টক
🄳 নাইট্রোব্যাকটর
উত্তরঃ 🄰 সিউডোমোনাস