Class 4 english butterfly lesson 2 a girl in a fair question answer


Class 4 english a girl in a fair answers



2. Where do you find the objects you see above? Discuss with your partner and tick the most suitable answer. ওপরের ছবিতে যেসব বস্তুগুলি দেখছ সেগুলি কোথায় দেখেছ? তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো এবং উপযুক্ত উত্তরে টিক চিহ্ন দাও।
(a) hospital (হাসপাতাল)
(b) zoo (চিড়িয়াখানা)
(c) fair (মেলা)
Answer ➛ (c) fair (মেলা I see the above objects in a fair. A large number of people attend the fair. Children like to ride on merry-go-round. Some men buy dolls, masks, balloons from the shop. All the children enjoy the fair very much.

মেলা। আমি ওপরের বস্তুগুলি একটি মেলায় দেখেছি। প্রচুর মানুষ মেলাতে উপস্থিত হয়। শিশুরা নাগরদোলায় চড়তে পছন্দ করে। কোনো মানুষ পুতুল, মুখোশ, বেলুন কেনে দোকান থেকে। সব শিশুরাই মেলাটি দারুণভাবে উপভোগ করে।


Complete the following sentences with words from the text
পাঠ থেকে শব্দগুলি নিয়ে নীচের বাক্যগুলি সম্পূর্ণ করো।
(a) Lipi is nine years old. 
লিপির বয়স নয় বছর।
(b) Lipi and her parents live at Sukhnagar.
লিপি ও তার বাবা-মা সুখনগরে বাস করে।
(c) Lipi's father makes masks of various kinds.
লিপির বাবা বিভিন্ন রকমের মুখোশ তৈরি করেন।
(d) Lipi repeatedly asks her father to take her along.
লিপি বারবার তার বাবাকে তার সঙ্গে নিয়ে যেতে বলল।

Why is Lipi so eager to go to the fair? Discuss with your partner : লিপি মেলায় যাওয়ার জন্য এত উৎসুক কেন? তোমার সঙ্গীদের সঙ্গে আলোচনা করো।
Answer ➛  A fair is very much interesting to the children. A large number of people attend the fair. Children like to ride on merry-go-round. They buy dolls, masks, balloons and are very much like to eat fuchka or chop. Every year a big fair is held at Sukhnagar where Lipi lives. All the children like Lipi enjoy the fair very much. So Lipi is so eager to go to the fair.

শিশুদের কাছে একটি মেলা খুবই চিত্তাকর্ষক। প্রচুর সংখ্যক মানুষ মেলাতে দেখতে আসে। শিশুরা নাগরদোলায় চড়তে ভালোবাসে। তারা পুতুল, মুখোশ, বেলুন কেনে এবং ফুচকা বা চপ খেতে খুব পছন্দ করে। প্রতিবছর একটি বেশ বড়ো মেলা বসে যেখানে লিপি বাস করে। লিপির মতোই সব শিশুরা মেলা খুব উপভোগ করে। তাই লিপি মেলায় যেতে এত উদ্‌গ্রীব।

Write 'T' for true and 'F' for false statements in the given boxes.
প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবরণের জন্য ‘টি’ ও মিথ্যা বিবরণের জন্য ‘এফ’ লেখো :
(a) Nobody was buying masks.
কেউ মুখোশ কিনছে না।
Answer : F
(b) Lipi's father sells dolls.
লিপির বাবা পুতুল বিক্রি করছেন।
Answer : F
(c) The dolls are made of wood.
পুতুলগুলি কাঠের তৈরি।
Answer : F
(d) Mansur is Rubina's father.
মনসুর রুবিনার বাবা।
Answer : T

Match column A with column B
সারি এ-র সঙ্গে সারি বি-এর মিল করো :

Arrange the following sentences in the correct order. Put the numbers in the given boxes. One is done for you. নীচের বাক্যগুলিকে ক্রম অনুসারে সাজাও। প্রদত্ত বাক্সগুলিতে নম্বর বসাও। তোমার জন্য একটি করে দেওয়া হল :
(a) She has fun riding the merry-go-round.
নাগরদোলায় চেপে তার খুব মজা লাগল।
Answer : 4
(b) Lipi looks around the fair.
লিপি মেলার চারদিক দেখতে লাগল।
Answer : 1
(c) Close by, a puppet show is about to start.
কাছেই, পুতুলনাচ এখনই শুরু হবে।
Answer : 2
(d) She wishes to visit the fair again next year.
সে পরের বছর আবার মেলায় আসতে চায়।
Answer : 5
(e) She also hears a group of bauls sing some distance away.
অল্প কিছু দূরে সে বাউলদের গান শুনতে পেল।
Answer : 3


Answer the following questions.
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(a) Who is Lipi's classmate? 
লিপির সহপাঠী কে?
Answer :  Sujoy is Lipi's classmate.
সুজয় লিপির সহপাঠী।
(b) What does Sujoy buy at the fair?
মেলায় সুজয় কী কিনল ?
Answer :  Sujay buys a doll from Mansur uncle's shop.
সুজয় মনসুর কাকার দোকান থেকে একটি পুতুল কিনল।
(c) What does Lipi eat at the fair ?
মেলায় লিপি কী খেল?
Answer :  Lipi eats alu-kabli .and phuchka at the fair.
লিপি মেলায় আলু-কাবলী ও ফুচকা খেল ।
(d) Why is Lipi very happy? 
লিপি খুব খুশি কেন?
Answer :  Lipi's father buys a nice saree for her mother. So she is very happy.
লিপির বাবা তার মায়ের জন্য খুব সুন্দর একটি শাড়ি কিনলেন। তাই সে খুব খুশি।

Circle the Nouns in the sentences. Underline the words which replace the Nouns.  বাক্যগুলিতে বিশেষ্য পদে গোল দাগ দাও। বিশেষ্য পদের পরিবর্ত শব্দগুলির নীচে দাগ দাও।
1. (Lipi) looks around the (fair) She sees the huge (merry-go-round).
লিপি মেলার চারদিক দেখছে। সে বিশাল নাগরদোলা দেখছে।
2. Little (Lipi) has never been to a (fair) So she is very exited today.
ছোট্ট লিপি কখনো মেলায় আসেনি। তাই সে আজ খুবই উত্তেজিত।
3. (Sujoy) is Lipi's (classmate) He buys a (mask).
 সুজয় লিপির সহপাঠী। সে একটি মুখোশ কিনেছে।
4. (Lipi's) (father) buys her a (doll) It is made of (burnt clay).
লিপির বাবা তাকে একটি পুতুল কিনে দিয়েছে। এটা পোড়ামাটি দিয়ে তৈরি করা হয়।

A Pronoun is a word which is used instead of a noun.
লক্ষ করো যে নীচে দাগ দেওয়া শব্দগুলি বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। ওই শব্দগুলিকে বলা হয় সর্বনাম পদ

Now read the following chart. You will find how certain pronouns can be used to replace nouns. এবার নীচের তালিকাটি পড়ো। তুমি দেখবে কীভাবে নিশ্চিত সর্বনাম পদগুলি বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হবে :

Noun (নাউন)—বিশেষ্য পদ Pronoun (প্রোনাউন) – সর্বনাম পদ
Lipi — লিপি she — সে (স্ত্রীলিঙ্গ)
Sujoy — সুজয় he — সে (পুংলিঙ্গ)
Fair — মেলা it — এটি
Lipi and Sujoy—লিপি ও সুজয় they —তারা

Replace the underlined words with words from the Help Box having similar meanings.
সাহায্য বাক্স থেকে অনুরূপ অর্থযুক্ত শব্দগুলি নিয়ে নীচে দাগ দেওয়া শব্দগুলির পরিবর্তে বসাও :
(i) We see different shops in the fair.
আমরা মেলায় বিভিন্ন দোকান দেখি।
(ii) Rini is glad to see her friend.
রিনি তার বন্ধুকে দেখে খুসি হয়েছে।
(iii) Large rocks are found under the sea.
সমুদ্রের নীচে বিশাল পাথর দেখা যায়।
(iv) The football match is about to begin.
ফুটবল খেলা এখনই শুরু হবে।

Make sentences of your own using the following words
নীচের শব্দগুলি ব্যবহার করে নিজের ভাষায় বাক্য তৈরি করো :
agrees (এগ্রিজ)–রাজি হওয়া
➛ Pares agrees to my proposal.
পরেশ আমার প্রস্তাবে রাজি হল।
exclaims (একক্লেইম্স)—আনন্দে চিৎকার করে ওঠা
➛ Nabanita exclaims hearing her brilliant result.
নবনীতা তার উজ্জ্বল ফলের কথা শুনে আনন্দে চিৎকার করে উঠল।
crowd (ক্লাউড)—ভিড়
➛There was a big crowd after the arrival of the President of India.
ভারতের রাষ্ট্রপতির আগমনের পর সেখানে বিশাল ভিড় ছিল।
folk (ফোক)—লোক
➛ Folk-lore is very much interesting to the children.
শিশুদের কাছে লোককাহিনি খুবই চিত্তাকর্ষক।

O Dear, What can the Matter Be?
হে প্রিয়, কী ব্যাপার হতে পারে?

O dear, what can the matter be?
Dear, dear, what can the matter be?
O dear, what can the matter be?
Johnny's so long at the fair.
He promised to buy me a basket of posies, 
A garland of lilies, a garland of roses,
A little straw hat, to set off the ribbons
That tie up my bonny brown hair.


হে প্রিয়, কী ব্যাপার হতে পারে?
প্রিয় প্রিয়, কী ব্যাপার হতে পারে?
হে প্রিয়, কী ব্যাপার হতে পারে?
জনি আছে বহুক্ষণ মেলায়।
সে আমাকে কথা দিয়েছিল এক ঝুড়ি কিনবে ফুলের তোড়া,
লিলি ফুলের একটি মালা, গোলাপ ফুলের একটি মালা,
ছোট্ট একটি খড়ের টুপী, দেবে অলংকারের মতো
যেটা আমার হৃষ্টপুষ্ট (একঢাল) বাদামি চুলকে রাখবে বেঁধে।


Suppose you are Lipi's friend. Lipi has told you about her visit to the fair. Tell the class.
ধরো তুমি লিপির বন্ধু। মেলায় তার যাওয়া নিয়ে তোমাকে লিপি বলেছে। শ্রেণিতে বলো :
(a) What do you think Lipi enjoyed the most in the fair?
মেলায় লিপি কোটি খুব উপভোগ করেছে?
Answer : Lipi enjoyed the most riding the merry-go-round in the fair.
লিপি মেলায় নাগরদোলায় চাপা খুব উপভোগ করেছে।

(b) Why do you think so?
তুমি এটা মনে করছ কেন?
Answer : Little Lipi has never been to a fair. At last, she visited the fair with her father. She watched many funny things in the fair. She met with her classmate, Sujoy. She also made a friend, Rubina. She saw dolls made of burnt clay, huge merry-go-round, puppet show, food stalls etc. in the fair. She enjoys having alu - kabli and phuchka and took some jilabis home. She also heard a group of bauls that are the folk singers of Bengal. She is very happy to see that her father bought a nice saree for her mother. So on the whole it may said that she enjoyed the most in the fair. 

ছোট্ট লিপি কখনো মেলায় যায়নি। অবশেষে, সে তার বাবার সঙ্গে গিয়েছিল। সে মেলায় অনেক মজাদার জিনিস লক্ষ করেছে। তার সহপাঠী সুজয়ের সঙ্গে তার দেখা হয়েছে। রুবিনার সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে। সে মেলায় পোড়ামাটির পুতুল, বিশাল নাগরদোলা, পুতুলনাচ, খাবারের দোকান ইত্যাদি দেখেছে। সে আলু-কাবলী ও ফুচকা খেয়ে আনন্দ পেয়েছে আর বাড়িতে কিছু জিলিপি নিয়ে গেছে। বাংলার লোকসংগীত শিল্পী বাউলদের গান সে শুনেছে। তার বাবা তার মায়ের জন্য একটি সুন্দর শাড়ি কিনে দিয়েছে দেখে সে খুব আনন্দিত হল। তাই সামগ্রিকভাবে বলা যায়, সে মেলায় খুব আনন্দ উপভোগ করেছে।
Lipi enjoyed eating alu-kabli and phuchka at the fair. Have you ever tasted these? Write four sentences on what other food you like eating. লিপি মেলায় আলু-কাবলী ও ফুচকা খেয়ে আনন্দ পেয়েছে। তুমি কি কখনো এগুলির স্বাদ পেয়েছ? তুমি অন্য কী খাবার পছন্দ করো তা নিয়ে চারটি বাক্য লেখো।
1. I am fond of paprichat, icecream, candyflaws etc.
 আমার প্রিয় খাবার পাপরিচাট, আইসক্রীম, ক্যান্ডিফ্লজ ইত্যাদি।
2. Beside this I like to eat alu-kabli and phuchka.
এ ছাড়া আমি আলু-কাবলী ও ফুচকা পছন্দ করি।
3. I would also like to taste different food at different times.
আমি বিভিন্ন সময়ে বিভিন্ন খাবার পছন্দ করি।
4. Above all, I preferred the food prepared by my mother the best.
সর্বোপরি, আমি বেশি পছন্দ করি আমার মায়ের হাতের অপূর্ব রান্না।

In this lesson you have read about a village fair. There are many other fairs held in our state. Pictures of two such fairs are given below. এই অধ্যায়ে তুমি গ্রাম্য মেলা সম্পর্কে পড়েছ। এ ছাড়া আমাদের রাজ্যে আরও বিভিন্ন মেলা বসে। এরকমই দুটি মেলার ছবি নীচে দেওয়া হল :

Given a chance, which one of these fairs would you like to visit? Write in four sentences.
সুযোগ পেলে, এই মেলাগুলির মধ্যে কোন্ মেলায় যেতে তুমি পছন্দ করো। চারটি বাক্য লেখো।
1. I would like to visit the Book Fair.
আমি বইমেলায় যেতে পছন্দ করি।
2. A large number of books can be found at one place.
বিভিন্ন ধরনের প্রচুর বই এক জায়গায় পাওয়া যায়।
3. Books of different countries are bought and sold here.
বিভিন্ন দেশের বই এখানে কেনাবেচা হয়।
4. A large number of book-lovers are gathered here.
প্রচুর সংখ্যক বইপ্রেমী এখানে মিলিত হয়।

Read More (Class : IV English) 👇
Lesson Name Solved Answer
1. Why is the Sky so High? 👁 Click Here
2. A Girl in a Fair 👁 Click Here
3. Taste of Bengal 👁 Click Here
4. The Hero 👁 Click Here
5. Meeting Barre Miya 👁 Click Here
6. Swadesh 👁 Click Here
7. A Dream Journey 👁 Click Here
8. Sisters 👁 Click Here
9. A Profile in Kindness 👁 Click Here
10. Santiniketan 👁 Click Here




Answer the following questions : 
(নীচের প্রশ্নগুলির উত্তর দাও)
(1) Where does Lipi live?
 লিপি কোথায় থাকত?
Ans. Lipi lives at Sukhnagar with her parents.
 লিপি তার বাবা-মায়ের সঙ্গে সুখনগরে থাকত।

(2) What does Lipi's father do in the fair?
 লিপির বাবা মেলায় কী করতেন?
Ans. Lipi's father sells various kinds of masks in the fair.
লিপির বাবা মেলায় বিভিন্ন রকমের মুখোশ বিক্রি করতেন।

(3) Why is Lipi excited today?
 লিপি আজ উত্তেজিত কেন?
Ans. Lipi is excited today as she has come to the fair for the first time.
লিপি আজ খুবই উত্তেজিত যেহেতু সে প্রথমবার মেলায় এসেছে।

(4) What are the dolls made of?
 পুতুলগুলি কীসের তৈরি ছিল?
Ans. The dolls are made of burnt clay.
 পুতুলগুলি পোড়ামাটির তৈরি ছিল।

(5) What is the name of Mansur's daughter?
 মনসুরের মেয়ের নাম কী?
Ans. Mansur's daughter's name is Rubina. 
মনসুরের মেয়ের নাম রুবিনা।

(6) What does Lipi see around in the fair?
 লিপি মেলাতে কী দেখল?
Ans. Lipi sees the huge merry-go-round, food stalls and a puppet show is about to start. 
লিপি দেখল বিশাল নাগরদোলা, খাবারের দোকান এবং একটি পুতুলের নাচ এখনই শুরু হবে।

(7) What does Lipi know about the bauls?
 লিপি বাউলদের ব্যাপারে কী জানে?
Ans. Lipi knows that bauls are the folk singers of Bengal.
লিপি জানে বাউলরা হল বাংলার লোকগীতি গায়ক।

(8) What does Lipi buy from the fair? 
মেলা থেকে লিপি কী কেনে?
Ans. Lipi buys a doll, a huge gas balloon and some colourful glass bangles.
লিপি একটা পুতুল, একটা বড়ো গ্যাস বেলুন ও কিছু রঙিন কাঁচের চুড়ি কেনে।

(9) What does Lipi take for home? 
লিপি বাড়ির জন্য কী নেয়? 
Ans. Lipi takes some jilabis for home.
 লিপি বাড়ির জন্য কিছু জিলিপি নেয়।

(10) What is bought for her mother? 
তার মায়ের জন্য কী কেনা হয়?
Ans. Her father bought a nice saree for her mother.
তার বাবা তার মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কেনেন।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন