ভূগোল কাকে বলে || what is geography short answer

 

what is the meaning of geography

১. ‘ভূগোল’ কথাটির অর্থ কী?
▻ ইংরেজি 'Geography' শব্দটির বাংলা প্রতিশব্দ হল ‘ভূগোল'। এই শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Geo (পৃথিবী) এবং Graphy (বর্ণনা) শব্দ থেকে। অর্থাৎ, ভূগোল কথাটির সহজ অর্থ হল 'পৃথিবীর বর্ণনা’ (Description of Earth)।

২.‘ভূগোল’ কাকে বলে?
▻ Dictionary of Geography (W. G. More)-এর মতে, “যে শাস্ত্রের মধ্যে ভূ-পৃষ্ঠের যাবতীয় বৈশিষ্ট্য অর্থাৎ তার ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, উদ্ভিদ, প্রাণীসম্পদ, উৎপন্ন দ্রব্যাদি, মানব সম্পদ ইত্যাদি এবং তাদের বণ্টন সম্পর্কে বর্ণনা করা হয়, তাকে ভূগোল বলে।

৩. ভূগোলশাস্ত্রের পরিধি কী?
▻ ভূগোলশাস্ত্রের পরিধি বলতে আমরা বুঝি : ১. মানুষ ও প্রকৃতির সম্পর্ক। ২. আঞ্চলিক পৃথকীকরণ। ৩. অবস্থান নির্ণয়, ৪. পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া। এবং ৫. সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা।

৪. ভূগোলপাঠের উদ্দেশ্য কী?
▻ ভূগোল পাঠের উদ্দেশ্য : ১. মানুষের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব এবং পরিবেশের উপর মানুষের প্রভাব জানা ও বোঝা। ২. জনসংখ্যা, সম্পদ ইত্যাদির বণ্টন ও তার বিশ্লেষণ। ৩. বিভিন্ন অঞ্চলের বর্ণনা। ৪. মানুষের অর্থনৈতিক কার্যাবলি, সামাজিক রীতিনীতি ও রাজনৈতিক চিন্তাভাবনা সম্পর্কে জ্ঞান অর্জন করা। এবং ৫. বিভিন্ন এলাকায় সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও তার রূপায়ণ সম্পর্কে জ্ঞান অর্জন করা।

৫. তুমি কী জন্য ভূগোল পাঠ করবে?
১. আমার পারিপার্শ্বিক এলাকায় ভূপ্রকৃতি, জলবায়ু, নদনদী, জীবসম্প্রদায়, খনিজ, কৃষিজ ও শিল্পসম্পদ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করতে। এবং ২. সংশ্লিষ্ট পরিবেশে মানুষের অভিযোজন ও কার্যাবলি সম্পর্কে জ্ঞান অর্জন করতে আমি ভূগোল পাঠ করব।

৬. কী ভাবে ভূগোলপাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি করা যায়?
১. নিকটবর্তী এলাকায় শিক্ষামূলক ভ্রমণ দ্বারা প্রকাশ্য অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে। ২. বিভিন্ন চার্ট, মডেল, চিত্র তৈরির মাধ্যমে। ৩. ভূগোলের নিত্যনতুন বিষয় সমস্যাগুলি সম্পর্কে শিক্ষকদের শ্রেণিকক্ষে আলোচনা ও উদাহরণ দানের মাধ্যমে ভূগোল পাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি করা সম্ভব হবে।

৭. কে প্রথম ‘ভূগোল’ শব্দটি ব্যবহার করেন?
▻  এরাটোসথেনিস প্রথমে ‘ভূগোল’ শব্দটি ব্যবহার করেন।
৮. মানবজীবনে প্রকৃতির প্রভাব জানা যায় ভূগোলের কোন শাখা দ্বারা?
▻ প্রাকৃতিক ভূগোল দ্বারা মানবজীবনে প্রকৃতির প্রভাব জানা যায়।


❍ আরো পড়ুনঃ



ভূমিরূপ ও তার শ্রেণিবিভাগ
Q1.ভূপৃষ্ঠের সর্বোচ্চ ভূমিরূপ কোনটি? ➺ পর্বত
Q2. ভূপৃষ্ঠের সবচেয়ে নীচু ভূমিরূপ কোনটি? ➺ সমভূমি
Q3. কোন পর্বতে ভাঁজ দেখা যায়? ➺ ভঙ্গিল পর্বতে
Q4. কোন পর্বতে চ্যুতি ও গ্রস্ত উপত্যকা লক্ষ করবে? ➺ স্তূপপর্বতে
Q5. কোন পর্বত সমুদ্র তলদেশ থেকে উৎপত্তি লাভ করে? ➺ ভঙ্গিল পর্বত
Q6. আগ্নেয় পর্বত কী দ্বারা গঠিত হয়? ➺ ম্যাগমা বা লাভা
Q7. ভূপৃষ্ঠে সুবিস্তৃত ও সুউচ্চ শিখরযুক্ত শিলাময় ভূমিরূপকে কী বলা হয়? ➺ পর্বত
Q8. প্রায় সমুদ্রতলে অবস্থিত বিস্তীর্ণ সমতলভূমিরূপকে কী বলা হয়? ➺ সমভূমি
Q9. টেথিস কী? ➺ একটি মহিখাত
Q10. টেবিল ল্যান্ড কাকে বলা হয়? ➺ মালভূমিকে
Q11. ব্ল্যাক ফরেস্ট কী? ➺ জার্মানির একটি স্তূপপর্বত
Q12. হিমালয় কী জাতীয় পর্বত? ➺ ভঙ্গিল পর্বত
Q13. পৃথিবীর ছাদ কাকে বলা হয়? ➺ পামির মালভূমিকে
Q14.কোন ভূমিরূপে বন্ধুরতা সবচেয়ে বেশি হয়? ➺ পার্বত্যর
Q15. জ্বালামুখ ও ক্যালডেরা কোন পর্বতে দেখা যায়? ➺ আগ্নেয় পর্বতে
Q16. লোয়েস সমভূমি কোন প্রক্রিয়ার দ্বারা গঠিত হয়? অথবা, লোয়েস সমভূমি কোন প্রাকৃতিক শক্তির দ্বারা গঠিত হয়? ➺ বায়ুপ্রবাহ দ্বারা
Q17. জীবাশ্মের উপস্থিতি কোন পর্বতের বৈশিষ্ট্য? ➺ ভঙ্গিল পর্বতের
Q18. পর্বতের ক্ষুদ্র সংস্করণ কোনটি ➺ পাহাড়
Q19. কোন ভূমিরূপে সবচেয়ে বেশি মানুষ বাস করে? ➺ সমভূমিতে
Q20. ভারতে নর্মদা নদী কোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ➺ গ্রস্ত উপত্যকা



আবহবিকার
Q21. শিলায় মরচে ধরা কী ধরনের আবহবিকারের উদাহরণ? ➺ রাসায়নিক আবহবিকার
Q22. যান্ত্রিক আবহবিকারে শিলার কীরুপ পরিবর্তন ঘটে? ➺ ভৌত পরিবর্তন
Q23. আমাদের এই জলবায়ু অঞ্চলে কী ধরনের আবহবিকার সবচেয়ে বেশি হয়? ➺ রাসায়নিক আবহবিকার
Q24. শিলার আবহবিকারের পরবর্তী পর্যায় কী? ➺ ক্ষয়ীভবন
Q25. কেলাসন প্রক্রিয়া কী ধরনের আবহবিকারের উদাহরণ? ➺ যান্ত্রিক আবহবিকার
Q26. আবহবিকারের ফলে উৎপন্ন শিথিল শিলাচূর্ণের আস্তরণকে কী বলা হয়? ➺ রেগোলিথ
Q27. জারণ আবহবিকার কোন গ্যাস দ্বারা সংঘটিত হয় ➺ অক্সিজেন
Q28. একই প্রকার খনিজ গঠিত বা সমসত্ত্ব শিলায় কী ধরনের আবহবিকার সংঘটিত হয়? ➺ শঙ্কমোচন
Q29. শীতল জলবায়ু অঞ্চলে কী প্রকার আবহবিকার প্রাধান্য লাভ করে? ➺ তুহিনখণ্ডিকরণ


নদী, হিমবাহ ও বায়ুর কাজ
Q30. ক্যানিয়ন কোন প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজ দ্বারা সৃষ্টি হয়? ➺ নদী
Q31. ‘V’ আকৃতির উপত্যকাকে কী বলা হয়? ➺ গিরিখাত
Q32. হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ হয়? ➺ ইংরেজি ‘U’ অক্ষরের মতো
Q33. বাজাদা কোন প্রাকৃতিক শক্তির কাজের ফলে সৃষ্টি হয়? ➺ বায়ু
Q34. গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন? ➺ এই নদীতে তিনটি গতি সুস্পষ্টরূপে দেখা যায়
Q35. উষ্ণ শুষ্ক মরু অঞ্চলে কোন শক্তির কাজ প্রাধান্য লাভ করে? ➺ বায়ুর কাজ
Q36. শীতল জলবায়ু অঞ্চলে কোন শক্তির কাজ প্রাধান্য লাভ করে? ➺ হিমবাহের কাজ
Q37. নদীর উচ্চগতিতে কোন ক্ষয় কাজ প্রাধান্য লাভ করে? ➺ নিম্নক্ষয়
Q38. ধ্রিয়ান কী? ➺ থর মরুভূমি অঞ্চলে চলমান বালিয়াড়ি
Q39. গঙ্গার নিম্নগতিতে কী কাজ প্রাধান্য লাভ করে? ➺ সঞ্চয় বা অবক্ষেপণ কাজ
Q40. অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কী বলা হয়? ➺ বাৰ্খান
Q41. মিয়েন্ডার নদী কোন গতিতে সৃষ্টি হয়? ➺ মধ্যগতি ও নিম্নগতি
Q42. ম্যাটার্নহন কী? ➺ একটি পিরামিড চূড়ার উদাহরণ
Q43. হিমবাহের উপর ফাটলগুলিকে কী বলা হয়? ➺ ক্রেভাস
Q44. কোন ঋতুতে হিমানিসম্প্রপাত বেশি ঘটে? ➺ শীতঋতু
Q45. নদী বৃহৎ শিলাখণ্ডকে কী প্রক্রিয়ায় বহন করে? ➺ লম্ফদান
Q46. দুটি নদী অববাহিকা কী দ্বারা পরস্পর বিচ্ছিন্ন থাকে? ➺ জলবিভাজিকা
Q47. নদীর উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে কী ধরনের ভূমিরূপ গড়ে উঠে? ➺ পলল ব্যজনী
Q48. উল্টানো চামচের মতো ভূমিরূপের নাম কী? ➺ ড্রামলিন
Q49. হিমবাহের সঞ্চয়জাত পদার্থগুলির নাম বলো। ➺ গ্রাবরেখা
Q50. ঝুলন্ত উপত্যকায় কী সৃষ্টি হয়? ➺ জলপ্রপাত
Q51. নদীবাহিত পদার্থগুলি কীভাবে সঞ্চিত হয়? ➺ পদার্থগুলির আকৃতি ও ওজন অনুসারে
Q52. জুগ্যানে শিলাস্তর কীভাবে থাকে? ➺ কঠিন ও কোমল শিলাস্তর অনুভূমিক ভাবে অবস্থান করে
Q53. ভেন্টিফ্যাক্ট কী? ➺ বায়ুর ক্ষয়জাত বাদামের মতো ভূমিরূপ
Q54. সাপের মতো আঁকাবাঁকা নদীপথকে কী বলা হয়? ➺ মিয়েন্ডার
Q55. বার্খানের প্রতিবাত ঢাল কীরূপ হয়? ➺ অবতল
Q56. পেডিমেন্ট কী? ➺ একটি মরুসমভূমি
Q57. শৃঙ্খলিত শৈলশিরা কোন শক্তি দ্বারা সৃষ্টি হয়? ➺ নদী
Q58. হিমশৈল জলে ভাসে কেন? ➺ কারণ বরফ জলের থেকে হালকা
Q59. বালিয়াড়ি কোথায় দেখা যায়? ➺ উষ্ণ শুষ্ক মরুভূমিতে



❐ প্রাকৃতিক ভূগোল :

৩. পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়
৪.  শিলা
৫. পর্বত, মালভূমি ও সমভূমি
৬. ভূমিকম্প
৭. আবহবিকার বা বিচূর্ণীভবন
৮. নদী, হিমবাহ ও বায়ুর কাজ
৯. বায়ুমণ্ডল
১০. আবহাওয়া ও জলবায়ুর উপাদান
১১. বায়ুমণ্ডলের তাপ ও চাপের তারতম্যের কারণ
১২. বারিমণ্ডল


 আঞ্চলিক ভূগোল :

১. ভারত ও প্রতিবেশী দেশসমূহ
২. ভারতের ভূ-প্রকৃতি
৩. ভারতের নদ-নদী
৪. ভারতের জলবায়ু
৫. ভারতের স্বাভাবিক উদ্ভিদ
৬. ভারতের মৃত্তিকা
৭.  ভারতের জলসেচ
৮.  ভারতের উৎপন্ন ফসল
৯. ভারতের খনিজ সম্পদ
১০. ভারতের শক্তি সম্পদ
১১. ভারতের শিল্প
১২. ভারতের জনবিন্যাস
১৩. ভারতের শহর ও নগর
১৪. ভারতের বন্দর
১৫. ভারতের কয়েকটি বিশেষ অঞ্চল
১৬. এশিয়ার ভূ-প্রকৃতি,
১৭. এশিয়ার নদ-নদী
১৮. এশিয়ার জলবায়ু
১৯. এশিয়ার কয়েকটি রাষ্ট্র

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন