WB SET HISTORY MCQ PRACTICE UNIT: I & II (From State to Empire)

WB SET HISTORY MCQ : (Total-98)

1. নিম্নে বর্ণিত প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কে প্রাচীন তক্ষশীলার আবিষ্কার করেন?
Ⓐ রাখালদাস বন্দ্যোপাধ্যায়
Ⓑ এম. হুইলার
Ⓒ আলেকজান্ডার কানিংহাম
Ⓓ সি. ড্যু. হেল্স
Answer. Ⓒ আলেকজান্ডার কানিংহাম

2. শশাঙ্ককে বৌদ্ধবিদ্বেষী বলে উল্লেখ করা হয়েছে?
Ⓐ আর্যমঞ্জুশ্রীমূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে
Ⓑ সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে
Ⓒ আইন-ই-আকবরি গ্রন্থে
Ⓓ মিনহাজ-ই-সিরাজের লেখায়
Answer -   Ⓐ আর্যমঞ্জুশ্রীমূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে

3. গুপ্তযুগের একজন বিখ্যাত মহিলা শাসক ছিলেন?
Ⓐ কুমারদেবী
Ⓑ কোশলদেবী
Ⓒ ধ্রুবদেবী
Ⓓ প্রভাবতীগুপ্ত
Answer -   Ⓓ প্রভাবতীগুপ্ত

4. গুপ্তযুগের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত ছিল?
Ⓐ নিষ্ক
Ⓑ মোহর
Ⓒ দিনার
Ⓓ শতমান
Answer -   Ⓒ দিনার

5. কবি কালিদাস কার রাজসভায় ছিলেন?
Ⓐ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓑ প্রথম চন্দ্রগুপ্ত
Ⓒ সমুদ্রগুপ্ত
Ⓓ স্কন্দগুপ্ত
Answer -   Ⓐ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

6. গুপ্তযুগের সরকারি ভাষা ছিল?
Ⓐ প্রাকৃত
Ⓑ পালি
Ⓒ সংস্কৃত
Ⓓ মাগধী
Answer -   Ⓒ সংস্কৃত

7. অর্থশাস্ত্রে উল্লিখিত ‘সীতাদক্ষ' কোন বিভাগের প্রধান ছিলেন?
Ⓐ সেনাবাহিনী 
Ⓑ কৃষিকাজ
Ⓒ জনকল্যাণ
Ⓓ গুপ্তচর
Answer -   Ⓑ কৃষিকাজ


8. মহাপদ্মনন্দকে 'উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট' বলে অভিহিত করেছেন?
Ⓐ রোমিলা থাপার
Ⓑ এ এল ব্যাসাম
Ⓒ আর কে মুখার্জি
Ⓓ আর সি মজুমদার
Answer -   Ⓒ আর কে মুখার্জি

9. কোন রাজা আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধে প্রাণত্যাগ করেন?
Ⓐ শশিগুপ্ত
Ⓑ অষ্টক
Ⓒ পুরু
Ⓓ অম্ভি
Answer -   Ⓑ অষ্টক

10. জেলার শাসক মৌর্য শাসনব্যবস্থায় কী নামে পরিচিত ছিল?
Ⓐ অ্যাগ্রোনময়
Ⓑ স্থানিক
Ⓒ দৌবারিক
Ⓓ অস্তিনময়
Answer -   Ⓐ অ্যাগ্রোনময়

11. কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন?
Ⓐ হিউয়েন সাঙ
Ⓑ স্ট্রাবো
Ⓒ ফা-হিয়েন
Ⓓ মেগাস্থিনিস
Answer -   Ⓓ মেগাস্থিনিস
 
12. কুষান শাসক বিম কদফিসের মুদ্রায় ব্যবহৃত ‘মহীশ্বর' শব্দের অর্থ কী?
Ⓐ আকাশ
Ⓑ শিব
Ⓒ নদী
Ⓓ পাতাল
Answer -   Ⓑ শিব

13. টলেমি বর্ণিত ট্যামালিটিস কোন বন্দর?
Ⓐ তাম্রলিপ্ত
Ⓑ পাটলিপুত্ৰ
Ⓒ কনৌজ
Ⓓ কুরু
Answer -   Ⓐ তাম্রলিপ্ত

14. পারমার রাজ্য ভোজের জীবন চরিতের নাম কী?
Ⓐ ভোজ প্ৰবন্ধ
Ⓑ মানসোল্লাস
Ⓒ রাজমালা
Ⓓ প্রবন্ধ চিন্তামণি
Answer -   Ⓐ ভোজ প্ৰবন্ধ

15. বিখ্যাত উক্তি ‘মানুষের মনেই যুদ্ধের সুচনা' এটি পাওয়া যায়?
Ⓐ অথর্ব বেদে
Ⓑ মুন্ডক উপনিষদ
Ⓒ সামবেদে 
Ⓓ ঋগ্বেদ
Answer -   Ⓐ অথর্ব বেদে

16. “অঘ্ন” বলতে কি বোঝানো হয়?
Ⓐ প্রতিপত্তিশালী ব্ৰাহ্মণ
Ⓑ পুরোহিত
Ⓒ দুগ্ধবতী গাভী
Ⓓ নারী জাতি
Answer -   Ⓒ দুগ্ধবতী গাভী

17. শত অনিত্র কথাটির অর্থ—
Ⓐ শত দাঁড় বিশিষ্ট নৌকা
Ⓑ এক শত স্বর্ণ মুদ্রা
Ⓒ এক শত গাভি
Ⓓ একশত বণিক
Answer -  Ⓐ শত দাঁড় বিশিষ্ট নৌকা

18. কোন সম্প্রদায়ের মধ্যে গান্ধারের শিল্পকলা প্রথম উদ্ভব হয়?
Ⓐ শৈব্য সম্প্রদায়
Ⓑ মহাযান সম্প্রদায়
Ⓒ হীনযান সম্প্রদায়
Ⓓ বৈশ্যনাব সম্প্রদায়
Answer -   Ⓑ মহাযান সম্প্রদায়

19. ভারতীয় সাহিত্যে দিঘা নিকায়া হলো?
Ⓐ কৌটিল্যের গল্পগুচ্ছ
Ⓑ পালিভাষায় রচিত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থ
Ⓒ মুদ্রারাক্ষস সম্পর্কিত বিভিন্ন রকমের গদ্য ও কবিতা
Ⓓ মহাবীরের দীর্ঘ ধর্ম উপদেশ
Answer -   Ⓑ পালিভাষায় রচিত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থ

20. জৈন ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছিল?
Ⓐ অর্ধমাগধী
Ⓑ পাবা
Ⓒ সংস্কৃত
Ⓓ উপরের কোনোটিই নয়
Answer -   Ⓐ অর্ধমাগধী

21. 'জাতক' গ্রন্থটি কোন ভাষায় রচিত?
Ⓐ প্ৰাকৃত
Ⓑ পালি
Ⓒ অর্ধমাগধী
Ⓓ সংস্কৃত
Answer -   Ⓑ পালি

22. দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কার আমলে অনুষ্ঠিত হয়?
Ⓐ কালাশোক
Ⓑ অশোক
Ⓒ বিন্দুসার
Ⓓ বিম্বিসার
Answer -   Ⓐ কালাশোক

23. দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে সভাপতিত্ব করেন কে?
Ⓐ ভদ্ৰবাহু
Ⓑ মহাকাশ্যপ
Ⓒ বসুমিত্র
Ⓓ মহাস্থবির যশ
Answer -   Ⓓ মহাস্থবির যশ

24. চতুর্থ বৌদ্ধ সংগীতি কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল?
Ⓐ মহাকাশ্যপ
Ⓑ বসুমিত্র 
Ⓒ মোগলিপুত্তা তিসসা
Ⓓ সাবাকামি
Answer -   Ⓑ বসুমিত্র 

25. 'মহাযান' ও ‘হীনযান’ এই দুই সম্প্রদায় কোন ধর্মের?
Ⓐ জৈন
Ⓑ আজিবীক
Ⓒ চার্বাক
Ⓓ বৌদ্ধ
Answer -   Ⓓ বৌদ্ধ


26. বৌদ্ধধর্মের প্রসারে প্রথম কোন সম্রাট বিদেশী দূত প্রেরণ করেন?
Ⓐ বিম্বিসার
Ⓑ অজাতশত্রু
Ⓒ অশোক
Ⓓ বিন্দুসার
Answer -   Ⓒ অশোক

27. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গড়ে ওঠা ‘ষোড়শ মহাজনপদ' অবস্থিত ছিল?
Ⓐ আর্যাবর্তে
Ⓑ দাক্ষিণাত্যে
Ⓒ অনন্তবর্তে
Ⓓ ব্রহ্মমতে
Answer -   Ⓐ আর্যাবর্তে

28. পরপর আক্রমণই হল মৌর্য বংশের ধ্বংসের কারণ। কারা প্রথম মৌর্য যুগে ভারত আক্রমণ করে?
Ⓐ শক
Ⓑ ইন্দো-পার্থিয়ান
Ⓒ কুষাণ
Ⓓ ইন্দো-ব্যাকট্রিয়ান
Answer -   Ⓓ ইন্দো-ব্যাকট্রিয়ান

29. নীচের কোন গ্রন্থ হতে জানা যায় মৌর্যরা শুদ্র বর্ণের?
Ⓐ ইউরোপীয় শাস্ত্রীয় লেখক
Ⓑ পূর্ব
Ⓒ পুরাণ
Ⓓ জাতক
Answer -   Ⓒ পুরাণ

30. কোন উৎস হতে জানা যায় শ্রীনগর অশোক দ্বারা নির্মিত হয়?
Ⓐ মহাভমাস
Ⓑ দিব্যবন্দনা
Ⓒ রাজতরঙ্গিনী
Ⓓ তারানাথের তিব্বতের ইতিহাস
Answer -   Ⓒ রাজতরঙ্গিনী

31. নিম্নের কোন সন্ন্যাসী সম্রাট অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করে?
Ⓐ ব্ৰহ্ম গুপ্ত
Ⓑ বিষ্ণু গুপ্ত
Ⓒ উপা গুপ্ত
Ⓓ বৃহদ্রথ
Answer -   Ⓒ উপা গুপ্ত

32. কোন ঘটনাটি অশোকের প্রশাসনিক ব্যবস্থায় অমোঘ পরিবর্তন নিয়ে আসে?
Ⓐ তৃতীয় বৌদ্ধ মন্ত্রিপরিষদ
Ⓑ কলিঙ্গ যুদ্ধ
Ⓒ বৌদ্ধ ধর্মগ্রহণ
Ⓓ সেলনে ধর্মপ্রচারের জন্য দূত পাঠানো
Answer -   Ⓑ কলিঙ্গ যুদ্ধ

33. মৌর্য সাম্রাজ্যে সামরিক বাহিনী এবং রাজস্ব সংগ্রহের ভারপ্রাপ্ত কর্মচারী কী নামে পরিচিত ছিল?
Ⓐ ক্রোরী
Ⓑ ফৌজদার
Ⓒ রাজুকা
Ⓓ চিরাস্তদার 
Answer -   Ⓒ রাজুকা

34. “শক-যমন-পহ্লব-নিসূদন' কাকে বলা হয়েছে?
Ⓐ সিমুক
Ⓑ যজ্ঞশ্রী সাতকর্ণী
Ⓒ প্রথম সাতকর্ণী
Ⓓ গৌতমীপুত্র সাতকর্ণী
Answer -   Ⓓ গৌতমীপুত্র সাতকর্ণী

35. বানভট্ট কাকে ‘ত্রিসমুদ্রাধিপতি' বলে বর্ণনা করেছেন?
Ⓐ প্রথম সাতকর্ণী
Ⓑ শিবশ্রী
Ⓒ যজ্ঞোশ্রী সাতকর্ণী
Ⓓ গৌতমীপুত্র সাতকর্ণী
Answer -   Ⓒ যজ্ঞোশ্রী সাতকর্ণী

36. সাতবাহন আমলে জনপদ-এর শাসনকর্তা ছিলেন?
Ⓐ আমাত্য
Ⓑ যুবরাজ 
Ⓒ গ্রামিক
Ⓓ দূতক
Answer -   Ⓑ যুবরাজ 

37. সাতবাহনকালে আহর এর শাসনভার ছিল কার উপর?
Ⓐ গ্রামিক
Ⓑ আমাত্য
Ⓒ দূতক
Ⓓ যুবরাজ
Answer -   Ⓑ আমাত্য

38. কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
Ⓐ প্রথম কনিষ্ক
Ⓑ প্রথম কদফিসিস
Ⓒ বিয় কফিসিস
Ⓓ বাসুদেব
Answer -   Ⓐ প্রথম কনিষ্ক

39. 'সাতবাহন-কুল-যশঃ-প্রতিষ্ঠানকর' কাকে বলা হয়েছে?
Ⓐ গৌতমীপুত্র সাতকর্ণীকে
Ⓑ কৃষ্ণকে
Ⓒ যজ্ঞশ্রী সাতকর্ণীকে
Ⓓ প্রথম সাতকর্ণীকে
Answer -   Ⓓ প্রথম সাতকর্ণীকে

40. গৌতমীপুত্র সাতকর্ণী কোন শক রাজাকে পরাজিত করেন?
Ⓐ রুদ্রদামন
Ⓑ ভূমক
Ⓒ নহপান
Ⓓ চষ্টন
Answer -   Ⓒ নহপান


41. কোন শকরাজা গৌতমীপুত্র সাতকর্ণীকে পরাস্ত করেন?
Ⓐ চষ্টন
Ⓑ রুদ্রদামন 
Ⓒ ভূমক
Ⓓ নহপান
Answer -   Ⓑ রুদ্রদামন 

42. গুপ্ত প্রশাসনে প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল—
Ⓐ ভুক্তি
Ⓑ বিষয়
Ⓒ বীথি
Ⓓ মন্ডলম্
Answer -   Ⓐ ভুক্তি

43. গুপ্ত প্রশাসনে প্রদেশের নীচের প্রশাসনিক এলাকাকে বলা হত?
Ⓐ নাড়ু
Ⓑ বীথি
Ⓒ বিষয়
Ⓓ ভুক্তি
Answer -   Ⓒ বিষয়

44. গুপ্তযুগে ভারতের প্রধান শিল্প ছিল?
Ⓐ মৃৎশিল্প
Ⓑ বস্ত্রশিল্প
Ⓒ লৌহশিল্প
Ⓓ সূচীশিল্প
Answer -   Ⓑ বস্ত্রশিল্প

45. গিল্ডের রীতিনীতি বা প্রথা কী নামে পরিচিত ছিল?
Ⓐ শ্রেণি ধৰ্ম
Ⓑ শ্রেণি কারক
Ⓒ জ্যেথথক
Ⓓ মুখ্য প্রতীক
Answer -   Ⓐ শ্রেণি ধৰ্ম

46. গুপ্তযুগে 'শতসাহস্ৰী সংহিতা' নামে যে গ্রন্থটি পরিচিত লাভ করে?
Ⓐ কাত্যায়ন স্মৃতি
Ⓑ রামায়ণ
Ⓒ মহাভারত
Ⓓ রঘুবংশ
Answer -   Ⓒ মহাভারত

47. কার রাজসভা 'নবরত্ন' এর জন্য বিখ্যাত ছিল?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓒ অশোক
Ⓓ সমুদ্রগুপ্ত
Answer -   Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

48. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি তিন ভাগে বিভক্ত ছিল?
Ⓐ লোথাল
Ⓑ ধোলাবিরা
Ⓒ চানহুদারো
Ⓓ কালিবঙ্গান
Answer -   Ⓑ ধোলাবিরা

49. শতপথ ব্রাহ্মণ কোন বেদের সাথে যুক্ত ছিল?
Ⓐ ঋকবেদ
Ⓑ যজুঃবেদ
Ⓒ সামবেদ
Ⓓ অথর্ববেদ
Answer -   Ⓑ যজুঃবেদ

50. নীচের কোন উপনিষদটি গদ্যে লিখিত?
Ⓐ ঈশ
Ⓑ বৃহদারাঙ্ক
Ⓒ কঠ
Ⓓ কোনোটিই নয়
Answer -   Ⓓ কোনোটিই নয়

51. গুপ্ত সাম্রাজ্যের পতনের পর হুনদের মতো বিদেশি অভিবাসীরা কী নামে পরিচিত হয়?
Ⓐ ব্রাত্য ক্ষত্রিয়
Ⓑ ক্ষত্রিয়
Ⓒ রাজপুত
Ⓓ ম্লেচ্ছ
Answer -   Ⓐ ব্রাত্য ক্ষত্রিয়

52. কোন স্থান থেকে মগধে এসে কৌটিল্য চন্দ্ৰগুপ্ত মৌর্যের মন্ত্রী হয়েছিলেন?
Ⓐ তক্ষশীলা
Ⓑ পাটলিপুত্র
Ⓒ শ্রীনগর
Ⓓ বারাণসী
Answer -   Ⓐ তক্ষশীলা

53. ‘উত্তর রামচরিত' নাটক কে রচনা করেছিলেন?
Ⓐ ভবভূতি
Ⓑ কালিদাস
Ⓒ ভারবি
Ⓓ বিশাখ দত্ত
Answer -   Ⓐ ভবভূতি

54. বৌদ্ধধর্মে ‘পতিমোক্ষ' নীচের কোনটির সাথে যুক্ত ছিল?
Ⓐ শিক্ষা
Ⓑ প্রচার
Ⓒ শৃঙ্খলা
Ⓓ সবগুলিই সঠিক
Answer -   Ⓒ শৃঙ্খলা

55. নিম্নলিখিত কোনটি গুপ্তযুগের সরকারি আইন গ্রন্থ হিসাবে বিবেচিত করা হয়?
Ⓐ ব্যাস স্মৃতি
Ⓑ পরাশর স্মৃতি
Ⓒ মনুস্মৃতি
Ⓓ যাজ্ঞবল্ক্যস্মৃতি
Answer -   Ⓓ যাজ্ঞবল্ক্যস্মৃতি

56. হর্ষবর্ধনের রাজত্বকালে বাণিজ্য শুল্কের নাম ছিল?
Ⓐ ভাগ
Ⓑ মনা
Ⓒ বলি
Ⓓ হিরণ্য
Answer -   Ⓓ হিরণ্য

57. নিম্নলিখিত কোন নাটকটি হর্ষবর্ধনের রচিত?
Ⓐ প্রিয়দর্শিকা
Ⓑ নাগানন্দ
Ⓒ রত্নাবলী
Ⓓ উপরোক্ত সবকটি
Answer -   Ⓓ উপরোক্ত সবকটি

58. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার ঐতিহাসিক উৎস কোনটি?
Ⓐ হর্ষচরিত
Ⓑ গঞ্জাম লিপি
Ⓒ আইহোল লিপি
Ⓓ সি-ইউ-কি
 Answer -   Ⓒ আইহোল লিপি


59. হর্ষবর্ধন কাকে ওড়িশার 40টি গ্রাম দান করেন?
Ⓐ বানভট্ট
Ⓑ বৌদ্ধ পণ্ডিত জয়সেন
Ⓒ হিউয়েন সাঙ
Ⓓ ময়ূরমাতঙ্গ
 Answer -   Ⓑ বৌদ্ধ পণ্ডিত জয়সেন

60. হর্ষবর্ধনের রাজসভায় নিম্নলিখিত কোন রাজা হিউয়েন সাঙকে পাঠিয়েছিলেন?
Ⓐ তাই সুঙ
Ⓑ কু ইয়নে
Ⓒ তুঙ্কুয়ান
Ⓓ উপরোক্ত কেউ নন
 Answer -   Ⓐ তাই সুঙ

61. নিম্নলিখিত কোনটি মৌর্য সাম্রাজ্যের আঞ্চলিক সদর দপ্তর ছিল না?
Ⓐ তোসালি
Ⓑ উজ্জয়িনী
Ⓒ তক্ষশিলা
Ⓓ তাম্রপর্ণি
Answer -   Ⓓ তাম্রপর্ণি

62. মৌর্যযুগের বিভিন্ন বাণিজ্য পথের উল্লেখ রয়েছে?
Ⓐ অর্থশাস্ত্রে
Ⓑ ইন্ডিকাতে
Ⓒ হাতিগুম্ফা লিপিতে
Ⓓ জুনাগড় শিলালিপিতে
Answer -   Ⓐ অর্থশাস্ত্রে

63. সাতবাহনদের মুদ্রা কী নামে পরিচিত ছিল?
Ⓐ শতমান
Ⓑ পোতিন
Ⓒ নাগরণী
Ⓓ মোহর
Answer -   Ⓑ পোতিন

64. মহাজনপদগুলির মধ্যে সর্বাধিক শক্তিশালী জনপদরূপে মগধের উত্থানের কারণ ছিল—
Ⓐ নিজস্ব রাজনৈতিক সীমানার মধ্যে লৌহ খনিগুলির অবস্থা
Ⓑ অনুকূল ভৌগোলিক অবস্থান
Ⓒ নিম্ন গাঙ্গেয় অঞ্চলের উর্বর মাটিতে অধিকতর কৃষিজ উৎপাদন
Ⓓ উপরোক্ত সবকটি
Answer -   Ⓓ উপরোক্ত সবকটি

65. হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা কোনটি?
Ⓐ রোপার
Ⓑ রাখিগড়ী
Ⓒ লোথাল
Ⓓ কালিবঙ্গান
Answer - Ⓑ রাখিগড়ী

66. নিম্নের কোনটির মধ্যে বেশি সম্ভাব্য মনে হয় হরপ্পার লিখন শৈলী?
Ⓐ প্রাক দ্রাবিড়িয়ান
Ⓑ সুমেরিয়ান
Ⓒ চিত্রদ্বারা লিখন পদ্ধতি
Ⓓ সংস্কৃত
Answer -   Ⓒ চিত্রদ্বারা লিখন পদ্ধতি

67. সিন্ধু সভ্যতার মানুষরা ছিল অনার্য কারণ—
Ⓐ এটি ছিল পৌর বা নগরকেন্দ্রিক
Ⓑ অর্থনীতি ছিল কৃষি নির্ভর
Ⓒ নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত
Ⓓ চিত্র দ্বারা লেখন পদ্ধতি ছিল
Answer -   Ⓐ এটি ছিল পৌর বা নগরকেন্দ্রিক

68. নিম্নের কোন বিবৃতিটি সিন্ধু সভ্যতা প্রসঙ্গে সঠিক নয়?
Ⓐ এই সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানত না।
Ⓑ সিন্ধু সভ্যতা হল একটি অগ্রসর শহরকেন্দ্রিক সভ্যতা।
Ⓒ কোন সম্প্রদায় মানুষ এই সভ্যতায় বসবাস করত তা জানা খুবই কঠিন।
Ⓓ চাষবাস সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না।
Answer -   Ⓓ চাষবাস সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না।

69. বুদ্ধের সমসাময়িক কালে সমাজে মহিলাদের অবস্থা সম্পর্কিত নিম্নোক্ত কোন তথ্যটি ভুল?
Ⓐ সমাজের মহিলাদের মর্যাদা খর্ব করা হত।
Ⓑ শিশু বিহারের প্রচুর প্রমাণ পাওয়া যায়।
Ⓒ উচ্চ শ্রেণির মানুষের মধ্যে বহুল বিবাহের প্রচলন ছিল।
Ⓓ মহিলাদের শিক্ষা দেওয়া হত না।
Answer -   Ⓓ মহিলাদের শিক্ষা দেওয়া হত না।

70. ভারতীয় সংস্কৃতিক ইতিহাসের উল্লেখিত নিচের কোনটি ‘পারমিতাস' শব্দটির সঠিক বর্ণনা?
Ⓐ দার্শনিক স্কুলগুলি বেদের কর্তৃত্ব মেনে নেয়নি।
Ⓑ প্রাচীনতম ধর্মশাস্ত্রগুলি রচিত হয়েছে সূত্র স্টাইলে।
Ⓒ বোধিসত্ত্বের পথই পরিপূর্ণতা প্রাপ্তির দিকে পরিব্যাপ্তিত।
Ⓓ আদিমধ্যযুগে দক্ষিণভারতে গিল্ডগুলি শক্তিশালী বাণিজ্যিক সংস্থা ছিল।
Answer -   Ⓒ বোধিসত্ত্বের পথই পরিপূর্ণতা প্রাপ্তির দিকে পরিব্যাপ্তিত।

71. নিম্নের কোন রাজা জৈনধর্মের একজন সক্রিয় অনুগামী ছিলেন?
Ⓐ দ্বিতীয় পুলকেশী
Ⓑ বিম্বিসার
Ⓒ মহাপদ্মনন্দ
Ⓓ খারবেল
Answer -   Ⓓ খারবেল

72. কোন গ্রন্থে ষোড়শ মহাজনপদের তালিকা পাওয়া যায়?
Ⓐ মুদ্রারাক্ষস
Ⓑ ইন্ডিয়া
Ⓒ অঙ্গুত্তরনিকায়
Ⓓ জাতক
Answer -   Ⓒ অঙ্গুত্তরনিকায়


73. মগধ রাজ্যের উপর শাসনকারী প্রথম রাজবংশের নাম কী ছিল?
Ⓐ নন্দ বংশ
Ⓑ মৌর্য বংশ
Ⓒ শিশুঙ্গ বংশ
Ⓓ হর্যঙ্ক বংশ
Answer -  Ⓓ হর্যঙ্ক বংশ

74. সুরসেন মহাজনপদের রাজধানী কোনটি ছিল?
Ⓐ কাশী
Ⓑ মথুরা
Ⓒ বৈশালী
Ⓓ চম্পা
Answer -   Ⓑ মথুরা

75. নীচের কোন রাজ্যটির যেখানে যুদ্ধের জন্য প্রথম হাতি ব্যবহার করা হয়েছিল?
Ⓐ চম্পা
Ⓑ মগধ
Ⓒ কোশল
Ⓓ অবন্তী
 Answer -  Ⓑ মগধ

76. কে পাটলিপুত্রকে তাঁর রাজত্বকালে মগধের রাজধানী করেন এবং এখানে একটি ছোটো দুর্গের নির্মাণ করেন?
Ⓐ বিম্বিসার
Ⓑ অজাতশত্রু
Ⓒ উদয়িন
Ⓓ কালাশোক
Answer -  Ⓒ উদয়িন

77. সঙ্গম সাহিত্যের প্রতিটি 'তিনাই' কী দ্বারা নামকরণ করা হয়েছিল?
Ⓐ গাছ
Ⓑ নদী
Ⓒ বন
Ⓓ ফুল
Answer -  Ⓓ ফুল

78. নীচের কোনটি সংস্কৃত রচনা নয়?
Ⓐ মিলিন্দপঞ্‌হ
Ⓑ ললিতবিস্তার
Ⓒ দিব্যবদন
Ⓓ মহাবাস্তু
Answer -  Ⓐ মিলিন্দপঞ্‌হ

79. নিম্নলিখিত কোন শহরটিতে সঙ্গম সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল?
Ⓐ নাগাপট্টিনাম
Ⓑ থিরুভারুর
Ⓒ তিরুভাল্লুর
Ⓓ মাদুরাই
Answer -  Ⓓ মাদুরাই

80. প্রাচীন দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্য সম্পর্কে নীচের কোনটি সঠিক?
Ⓐ সঙ্গম কবিতা বস্তুগত সংস্কৃতির কোনো উল্লেখ বর্জিত
Ⓑ বর্ণের সামাজিক শ্রেণীবিভাগ সঙ্গম কবিদের জানা ছিল
Ⓒ সঙ্গম কবিতায় যোদ্ধা নীতির কোনো উল্লেখ নেই
Ⓓ সঙ্গম সাহিত্য জাদু শক্তির উল্লেখ অযৌক্তিক হিসাবে করে
Answer -  Ⓑ বর্ণের সামাজিক শ্রেণীবিভাগ সঙ্গম কবিদের জানা ছিল

81. ‘বিক্রমাদিত্য’ ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি হল?
Ⓐ সাহসাঙ্ক 
Ⓑ ভারতের নেপোলিয়ন 
Ⓒ সর্ব্বোরাজোচ্ছেতা
Ⓓ সম্রাট
Answer -  Ⓐ সাহসাঙ্ক 

82. ময়ুর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা কে প্রচলন করেন?
Ⓐ সমুদ্রগুপ্ত
Ⓑ প্রথম চন্দ্রগুপ্ত 
Ⓒ কুমারগুপ্ত 
Ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Answer -  Ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

83.নিম্নলিখিতদের মধ্যে প্রাচীন ভারতের কোন ঋষি 'মীমাংসা-সূত্র' লিখেছিলেন?
Ⓐ বাদরায়ণ
Ⓑ চরক
Ⓒ যামিনী
Ⓓ পাণিনি
Answer -  Ⓒ যামিনী

84. নিম্নে বর্ণিত কোন গ্রন্থে শুঙ্গ রাজার প্রেমকাহিনির উল্লেখ আছে?
Ⓐ স্বপ্নবাসবদত্তা
Ⓑ মালবিকাগ্নিমিত্রম্
Ⓒ মেঘদূতম্ 
Ⓓ রত্নাবলী
Answer - Ⓑ মালবিকাগ্নিমিত্রম্

85. নিচের কোন রাজবংশ বিদিশায় তার রাজধানী স্থাপন করেছিল এবং সাঁচি স্তূপের তোরণ নির্মাণ করেছিল?
Ⓐ মৌর্য রাজবংশ
Ⓑ সুঙ্গ রাজবংশ
Ⓒ সাতবাহন রাজবংশ
Ⓓ কুষাণ রাজবংশ
Answer - Ⓑ সুঙ্গ রাজবংশ

86. নিম্নে বর্ণিত কোন পণ্ডিত বলেছেন যে ভারতীয় গ্রাম সংগঠনের মূল ভিত্তি হল যজমানি ব্যবস্থা?
Ⓐ ওয়াইসর
Ⓑ বি. পাওয়েল
Ⓒ এইচ. ফুকাযাওয়া
Ⓓ হেনরি মেইন
Answer - Ⓐ ওয়াইসর

87. ঋগবেদে শস্যের জন্য ব্যবহৃত শব্দগুলি হল
Ⓐ গোধূম এবং বৃহি
Ⓑ যব এবং ধান্য
Ⓒ তিল এবং খলা
Ⓓ প্রিয়ঙ্গু এবং শ্যামক
Answer - Ⓐ গোধূম এবং বৃহি

88. খ্রিস্টপূর্ব 326 সালে ভারত আক্রমণ করতে আলেকজান্ডার প্রথম কোন নদী পার করেছিলেন?
Ⓐ শতদ্রু 
Ⓑ চেনাব
Ⓒ সিন্ধু
Ⓓ ঝিলাম
Answer - Ⓒ সিন্ধু

89. নিম্নলিখিত কোন রাজবংশের দ্বিতীয় রুদ্রসেন গুপ্ত রাজবংশের দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতীগুপ্তকে বিয়ে করেছিলেন?
Ⓐ বাকাটক
Ⓑ পাল্লব
Ⓒ পুষ্যভূতি
Ⓓ চালুক্য
Answer - Ⓐ বাকাটক


90. নিম্নলিখিতদের মধ্যে কে গুপ্ত আমলে ঔষধ নিয়ে কাজ করার জন্য পরিচিত?
Ⓐ চরক
Ⓑ শৌনক
Ⓒ নাগার্জুন
Ⓓ সুশ্রুত
Answer -  Ⓓ সুশ্রুত
 
91. কে গুপ্ত যুগের সাহিত্যিক ছিলেন? 
Ⓐ ভৈরবী 
Ⓑ কালিদাস
Ⓒ হরিসেনা
Ⓓ উপরের সকলেই 
Answer - Ⓓ উপরের সকলেই 

92. নালন্দা বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত কোন শাসক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?
Ⓐ সমুদ্রগুপ্ত
Ⓑ প্রথম কুমারগুপ্ত
Ⓒ স্কন্দগুপ্ত
Ⓓ হর্ষবর্ধন
Answer -  Ⓑ প্রথম কুমারগুপ্ত

93. বিলহন নিম্নলিখিত কোন রাজ্যের রাজদরবারের কবি ছিলেন?
Ⓐ ষষ্ঠ বিক্রমাদিত্য 
Ⓑ প্রথম কুলোত্তুঙ্গ
Ⓒ দ্বিতীয় রাজরাজ
Ⓓ সপ্তম বিজয়াদিত্য 
Answer -  Ⓐ ষষ্ঠ বিক্রমাদিত্য

94. রাজা শশাঙ্ক, যাঁর বিরুদ্ধে হর্ষবর্ধন যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনি কোন রাজ্যের শাসক ছিলেন?
Ⓐ জুনাগড়
Ⓑ গৌড়
Ⓒ কান্যকুব্জ
Ⓓ মগধ
Answer - Ⓑ গৌড়

95. রাজা হর্ষবর্ধন কোথায় 'ভদ্র-বিহার' নামে জ্ঞানের একটি বৃহৎ কেন্দ্র স্থাপন করেছিলেন?
Ⓐ মথুরা
Ⓑ কাশী
Ⓒ হরিদ্বার
Ⓓ কনৌজ
Answer - Ⓓ কনৌজ

96. মেগাস্থিনিস পাটলিপুত্র সম্পর্কে লিখেছেন যে এটি একটি বিশাল এবং সুন্দর শহর যা একটি বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত। এটিতে 570টি টাওয়ার এবং কয়টি দরজা রয়েছে।
Ⓐ 44 টি
Ⓑ 54 টি
Ⓒ 64 টি
Ⓓ 74 টি
Answer - Ⓒ 64 টি

97. চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পাটুলিপুত্রের যুদ্ধে নিম্নলিখিত শাসকদের মধ্যে কে পরাজিত হয়েছিলেন?
Ⓐ মেগাস্থেনিস
Ⓑ সেলুকাস নিকেটর
Ⓒ ধননন্দ
Ⓓ এলারা
Answer - Ⓒ ধননন্দ

98. হিউয়েন সাং-এর ভ্রমণ বিবরণীতে কাকে ‘বৌদ্ধবিদ্বেষী' বলা হয়েছে?
Ⓐ শশাঙ্ককে
Ⓑ অশোককে
Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে
Ⓓ কনিষ্ককে
Answer -   Ⓐ শশাঙ্ককে


 WB SET HISTORY PAPER-II MCQ PRACTICE
Unit- I (Negotiating the Sources)
Unit- II (From State to Empire)

Unit- III (Emergence of Regional Kingdoms)
Unit- IV (Source of Medieval Indian History)

Unit- V (Administration & Economy)
Unit- VI (Society and Culture)

Unit- VII (Sources of Modern Indian History)
Unit- VIII (Colonial Economy)

Unit- IX (Rise of Indian Nationalism)
Unit- X (Historical Method, Research, Methodology and Historiography)

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন