WB SET Unit : III & IV (Total :119 MCQ)
1. পদিত্রুপট্টু (Paditrupputtu) কাব্যগ্রন্থটিতে কোন রাজার গৌরবান্বিত কাহিনি বর্ণিত আছে?
Ⓐ পাণ্ড্য
Ⓑ চোল
Ⓒ চের
Ⓓ কোনোটিই নয়
Answer : Ⓒ চের
2. রাষ্ট্রকূটরা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিল?
Ⓐ বৌদ্ধধর্ম
Ⓑ বৈষ্ণব ধর্ম
Ⓒ সাইধর্ম
Ⓓ জৈনধর্ম
Answer : Ⓓ জৈনধর্ম
3. নিম্নের কোনটির জন্য চোল যুগটি সুপরিচিত?
Ⓐ সেলন (Ceylon)-দের সাথে বাণিজ্য
Ⓑ তামিল সংস্কৃতির বিকাশ
Ⓒ রাষ্ট্রকূটদের সঙ্গে যুদ্ধ
Ⓓ গ্রাম সভা
Answer : Ⓓ গ্রাম সভা
4. “ইক্তা" শব্দটি কি?
Ⓐ সামরিক অধিকর্তাকে রাজকীয় জমি প্রদান
Ⓑ পূর্বাধিকার আইন
Ⓒ বেতনের পরিবর্তে অঞ্চল হতে রাজস্ব আদায়
Ⓓ যুদ্ধের লুণ্ঠিত সম্পদের ১/৩ অংশ রাজ্যের অধিকার
Answer : Ⓒ বেতনের পরিবর্তে অঞ্চল হতে রাজস্ব আদায়
5. বিক্রম যুগ (Vikram Era) কবে থেকে শুরু হয়?
Ⓐ 47 BC
Ⓑ 50 BC
Ⓒ 55 BC
Ⓓ 57 BC
Answer : Ⓓ 57 BC
Explain : BC শব্দের অর্থ হলো Before Christ (বিফোর ক্রাইস্ট) বঙ্গানুবাদ হলো খ্রিস্টপূর্ব বা খ্রিস্টপূর্বাব্দ। সহজ কথায় বলা যায়, যিশুখ্রিস্টের জন্মের আগ থেকে যে বছর গণনা করা হয়, তা হলো খ্রিস্টপূর্বাব্দ (BC)। আর যিশুখ্রিস্টের জন্মবছরের পরেরটা থেকে যে বছরের গণনা শুরু করা হয়েছে, তা-ই হলো খ্রিস্টাব্দ (AD)। এই গণনারীতি অনুযায়ীই কোনও শূন্য বছর নেই, অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মবছরই হলো খ্রিস্টপূর্ব (BC) বছরের শেষ বছর আর খ্রিস্টাব্দের (AD) প্রথম বছর।
খ্রিষ্টপূর্ব বলতে- BC(খ্রিষ্টপূর্ব) Before Christ.
অতএব, খ্রিষ্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের আগে।
যেহেতু, যিশুখ্রিষ্ট (হযরত ইসা আঃ) এর জন্মের পর থেকে ইংরেজি তারিখ গণনা শুরু করা হয়। এই জন্য ইংরেজি তারিখের সালকে খ্রিস্টাব্দ বলা হয় (খ্রিষ্ট+অব্দ=খ্রিস্টাব্দ; অব্দ মানে বৎসর)।
6. কোন বংশের রাজত্বকালে কম্বন তামিল ভাষায় রামায়ণ অনুবাদ করেন?
Ⓐ চোল
Ⓑ চালুক্য
Ⓒ পল্লব
Ⓓ কাকাতিয়া
Answer : Ⓐ চোল
Explain : চোল যুগের বিখ্যাত কবি কম্বন তামিল সাহিত্যে স্বর্ণযুগের সূত্রপাত করেন। কবি কম্বন রচিত রামায়ন তামিল সাহিত্যের একটি রত্ন। তামিল সাহিত্যিক ওট্টকুট্টন ও জুগালেন্ডি এই সময়ই আবির্ভূত হন।
7. সুলতানি আমলে ইক্তা হল—
Ⓐ গ্রাম বা অঞ্চল হতে ভূমিরাজস্ব
Ⓑ সাদর অভ্যর্থনা
Ⓒ সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর
Ⓓ কোনোটিই নয়
Answer : Ⓐ গ্রাম বা অঞ্চল হতে ভূমিরাজস্ব
8. নতুন গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ⓐ রাজা হরিশচন্দ্র
Ⓑ রাজা বৎসরাজ
Ⓒ রাজা প্রথম নাগভট্ট
Ⓓ রাজা দ্বিতীয় নাগভট্ট
Answer : Ⓒ রাজা প্রথম নাগভট্ট
9. রাষ্ট্রকূট রাজ্যের শ্রেষ্ঠ বন্দরটির নাম কী?
Ⓐ মান্যখেট
Ⓑ কাবেরীপট্টনম
Ⓒ ভৃগুকচ্ছ
Ⓓ তাম্রলিপ্ত
Answer : Ⓒ ভৃগুকচ্ছ
10. কোন কোন শিল্পরীতির সংমিশ্রণে চালুক্য শৈলি গড়ে উঠেছিল?
Ⓐ বেসর ও নাগর
Ⓑ নাগর ও দ্রাবিড়
Ⓒ দ্রাবিড় ও অমরাবতী
Ⓓ বেসর ও দ্রাবিড়
Answer : Ⓑ নাগর ও দ্রাবিড়
11. পাল ও সেন আমলে গৌড়ীয় রীতি ছিল আসলে—
Ⓐ হিন্দি ও প্রাকৃত ভাষার মিলনে গড়ে-ওঠা সাহিত্যচর্চা।
Ⓑ পালি ও প্রাকৃত ভাষার মিলনে গড়ে-ওঠা সাহিত্যচর্চা।
Ⓒ হিন্দি ও সংস্কৃত ভাষার মিলনে গড়ে-ওঠা সাহিত্যচর্চা।
Ⓓ মাগধী ও প্রাকৃত ভাষার মিলনে গড়ে ওঠা সাহিত্যচর্চা।
Answer : Ⓓ মাগধী ও প্রাকৃত ভাষার মিলনে গড়ে ওঠা সাহিত্যচর্চা।
12. কে দক্ষিণের শৈব ধর্মের গুরু ছিলেন?
Ⓐ সুন্দরমূর্তি
Ⓑ ভূতযোগী
Ⓒ কুলশেখর
Ⓓ ভ্রান্তযোগী
Answer : Ⓐ সুন্দরমূর্তি
13. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
Ⓐ তৃতীয় ইন্দ্ৰ
Ⓑ প্রথম কৃষ্ণ
Ⓒ তৃতীয় কৃষ্ণ
Ⓓ তৃতীয় গোবিন্দ
Answer : Ⓓ তৃতীয় গোবিন্দ
14. 'রত্নমালিকা' গ্রন্থটি লিখেছেন?
Ⓐ সোমদেব ভট্ট
Ⓑ রাজা অমোঘবর্ষ
Ⓒ তৃতীয় কৃষ্ণ
Ⓓ তৃতীয় গোবিন্দ
Answer : Ⓑ রাজা অমোঘবর্ষ
15. রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দের উত্তরাধিকারী কে ছিলেন?
Ⓐ প্রথম অমোঘবর্ষ
Ⓑ তৃতীয় ইন্দ্ৰ
Ⓒ তৃতীয় কৃষ্ণ
Ⓓ চতুর্থ কৃষ্ণ
Answer : Ⓐ প্রথম অমোঘবর্ষ
16. রাষ্ট্রকূট রাজা তৃতীয় ইন্দ্র প্রতিহার রাজাকে পরাজিত করে কোন স্থানটি দখল করেন?
Ⓐ মালব
Ⓑ কণৌজ
Ⓒ গৌড়
Ⓓ থানেশ্বর
Answer : Ⓑ কণৌজ
17. প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন?
Ⓐ রাজা মিহির ভোজ
Ⓑ রাজা বৎসরাজ
Ⓒ প্রথম নাগভট্ট
Ⓓ রাজা হরিশচন্দ্র
Answer : Ⓐ রাজা মিহির ভোজ
18. মহাবলিপুরমে সাতটি প্যাগোডা নিম্নের কোন বংশের শিল্পকলার নিদর্শন?
Ⓐ পান্ড্য
Ⓑ চের
Ⓒ পল্লব
Ⓓ চোল
Answer : Ⓒ পল্লব
19. নিম্নের কোন উপাধিটি চোল সম্রাট রাজেন্দ্র চোলের নয়?
Ⓐ গঙ্গাইকোল্ড (Gangikonda)
Ⓑ ত্যাগসমুদ্র (Tyagasamudra)
Ⓒ মুদিকোন্ড (Mudi Konda)
Ⓓ পন্ডিত চোল (Pandit Chola)
Answer : Ⓑ ত্যাগসমুদ্র (Tyagasamudra)
20. নিম্নের কোন চোল সম্রাট 'গঙ্গার বিজয়ী' (Victor of the Ganges) নামে পরিচিত?
Ⓐ প্রথম পরাক্রান্ত চোল
Ⓑ প্রথম রাজেন্দ্র চোল
Ⓒ বিজয়ালয় চোল
Ⓓ গান্ধারদিত্য চোল
Answer : Ⓑ প্রথম রাজেন্দ্র চোল
21. নিম্নলিখিত মন্দিরগুলির মধ্যে কোনটি চোল রাজারা নির্মাণ করেছিলেন?
Ⓐ সূর্যমন্দির—কোনারক
Ⓑ মীনাক্ষী মন্দির—মাদুরাই
Ⓒ বৃহদীশ্বর মন্দির—তাঞ্জোর
Ⓓ শোর মন্দির—মহাবলীপুরম
Answer : Ⓒ বৃহদীশ্বর মন্দির—তাঞ্জোর
Explain : তাঞ্জোরের বৃহদীশ্বর বা রাজরাজেশ্বর মন্দিরটি চোল রাজা প্রথম রাজরাজ নির্মাণ করেছিলেন। এটি ছিল শিবের মন্দির। এই মন্দিরের দেওয়ালে রাজরাজের বিভিন্ন অভিযানের কাহিনী খোদাই করা হয়েছে।
22. বাদামি চালুক্যদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ⓐ প্রথম পুলকসিন
Ⓑ প্রথম কীর্তিবর্মন
Ⓒ প্রথম বিক্রমাদিত্য
Ⓓ বিজয়াদিত্য
Answer : প্রথম পুলকসিন
Explain : বর্তমান কর্ণাটক প্রদেশের বিজাপুর জেলার বাদামি তখনকার বাতাপি নগর ছিল চালুক্যদের রাজধানী। বাতাপির চালুক্যগণ ‘পশ্চিমি চালুক্য' নামেও পরিচিত ছিল।
23. নিম্নের কোন স্থানে চোল শাসকদের পৃষ্ঠপোষকতায় শিব মন্দির নির্মিত হয়েছিল?
Ⓐ তাঞ্জাভুর
Ⓑ চিদাম্বরম
Ⓒ নানঘাট
Ⓓ গঙ্গোইকোন্ড চোলপুরম
Answer : Ⓒ নানঘাট
24. নিম্নলিখিত বিবৃতিটি কোটি সঠিক নয়?
Ⓐ আরবি শব্দ খিলাৎ এর পার্সিয়ান অংশ ‘সর-ও-পা’
Ⓑ খিলাৎ বা সর-ও-পা সার্পেজ এবং পাগড়ির সমন্বয়ে গঠিত
Ⓒ সর-ও-পা পুরোপুরিভাবে ছাপ বহন করেছিল, যা রাজার ব্যক্তির হিসাবে চিহ্নিত এখন প্রাপকের কাছে প্রেরণ করা হচ্ছে
Ⓓ যেহেতু রাজার ব্যক্তি প্রতীকিভাবে সাম্রাজ্য জুড়ে ছিল, খিলাৎ প্রাপককেও সাম্রাজ্য উপস্থিতিতে প্রতীকীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং এর অংশও প্রসার হয়ে উঠেছিল
Answer : Options Ⓑ
25. লেখা পদ্ধতিতে উল্লেখিত বিক্রয় দলিল, দাসীপত্রবিধি (১২৩০ খ্রিস্টাব্দ) অনুসারে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়?
Ⓐ খোলা বাজারে দাসেদের বিক্রি করা হত।
Ⓑ দাস সংগ্রহের মুখ্য উৎস ছিল— যুদ্ধ পরাধীন দাসদের বন্দি করে আনা হত।
Ⓒ দাসরা যদি আত্মহত্যা করে তবে মালিককে দায়বদ্ধ করে শাস্তি দেওয়া উচিত।
Ⓓ দলিল রক্ষাপাল কার্যকর করার জন্য শহরের বাসিন্দাদের।
Answer : Ⓒ দাসরা যদি আত্মহত্যা করে তবে মালিককে দায়বদ্ধ করে শাস্তি দেওয়া উচিত।
26. সুলতানি আমলে ‘ফোয়াজিলের’ অর্থ হল—
Ⓐ সরকারী কোষাগারে অতিরিক্ত অর্থ প্রদান ইক্তাদারদের
Ⓑ অভিজাতদের অতিরিক্ত অর্থ প্রদান
Ⓒ বকেয়া অর্থের বিনিময়ে বরাদ্দকৃত অর্থ প্রদান
Ⓓ কৃষকদের থেকে উত্তোলিত অবৈধ লেনদেন
Answer : Ⓐ সরকারী কোষাগারে অতিরিক্ত অর্থ প্রদান ইক্তাদারদের
27. কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন?
Ⓐ ফিরোজ তুঘলক
Ⓑ ইলতুৎমিস
Ⓒ বলবন
Ⓓ আলাউদ্দিন খলজি
Answer : Ⓒ বলবন
Explain : ষাট বছর বয়সী শাসক বলবন নিজেকে ‘নায়েবৎ-ই-খুদাই' বা ‘ঈশ্বরের প্রতিনিধি’ ভাবতেন। তিনি ‘জিলিল্লাহ' বা ‘ঈশ্বরের ছায়া' উপাধি গ্রহণ করেন।
28. 1194 খ্রিস্টাব্দে চান্দোয়ার যুদ্ধে কে পরাস্ত হন?
Ⓐ লক্ষণ সেন
Ⓑ দ্বিতীয় ভীম
Ⓒ জয়চাঁদ
Ⓓ মহম্মদ ঘোরী
Answer : Ⓒ জয়চাঁদ
29. পল্লব বংশের কোন রাজার আমলে ইঁট ও কাঠের পরিবর্তে পাহাড় কেটে মন্দির নির্মাণ শুরু হয়?
Ⓐ প্রথম পরমেশ্বরবর্মন
Ⓑ প্রথম নরসিংহবর্মন
Ⓒ দ্বিতীয় নরসিংহবর্মন
Ⓓ প্রথম মহেন্দ্ৰবৰ্মন
Answer : Ⓓ প্রথম মহেন্দ্ৰবৰ্মন
30. 'ভারতীয় স্থাপত্যের লালনক্ষেত্র' (The Cradle of Indian Temple architecture) কোন স্থানকে বলা হয়?
Ⓐ আইহোল
Ⓑ অজন্তা
Ⓒ বাদামি
Ⓓ ইলোরা
Answer : Ⓐ আইহোল
Explain : আইহোল, যা প্রাচীন ভারতীয় স্থাপত্যের উত্পত্তিস্থল হিসেবে পরিচিত, ভারতের কর্ণাটক রাজ্যের মুম্বাই থেকে ৪০০ কিলোমিটার উত্তরে, চিঞ্চল ও মাক্তাল নদীর তীরে অবস্থিত। এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য কেন্দ্রীয় স্থান, যেখানে ভারতীয় মন্দির স্থাপত্যের ভিত্তি গড়ে ওঠে এবং বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিদ্যমান। আইহোলের স্থাপত্যশৈলীকে 'ভারতীয় মন্দির স্থাপত্যের প্রথম তাপ-শৈলী' (Cradle of Indian Temple Architecture) হিসেবে অভিহিত করা হয়, কারণ এখানেই প্রথম মন্দির নির্মাণের বিভিন্ন রীতির প্রচলন হয়, যেগুলি পরে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে।
31. পঞ্চম শতাব্দীর ‘শিলাপ্পদিকরম”-এ কোন নদীর কথা বলা হয়েছে?
Ⓐ কাবেরী
Ⓑ গঙ্গা
Ⓒ গোদাবরী
Ⓓ সরস্বতী
Answer : Ⓐ কাবেরী
32. কার্লি-শীলা-কাটা গুহাটি খনন করা হয়েছিল—
Ⓐ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক
Ⓑ খ্রিস্টপূর্ব তৃতীয় শতক
Ⓒ খ্রিস্টিয় প্রথম শতক
Ⓓ খ্রিস্টিয় দ্বিতীয় শতক
Answer : Ⓒ খ্রিস্টিয় প্রথম শতক
33. ইলোরা এবং অজন্তা গুহাচিত্রের অঙ্কন প্রণালী নিম্নের কোন বংশের শিল্পী কর্তৃক সম্পাদিত হয়েছিল?
Ⓐ পাণ্ড্য
Ⓑ চালুক্য
Ⓒ পল্লব
Ⓓ রাষ্ট্রকূট
Answer : Ⓓ রাষ্ট্রকূট
34. নিম্নের কোনটি চোল সাম্রাজ্যের মন্দির?
Ⓐ ঐরাবতেশ্বর মন্দির
Ⓑ বাদামী গুহা মন্দির
Ⓒ বিরুপাক্ষ মন্দির
Ⓓ চেন্নাকেশব মন্দির
Answer : Ⓐ ঐরাবতেশ্বর মন্দির
35. নাগর, দ্রাবিড় এবং বেসরা হল কী?
Ⓐ ভারতে তিনটি প্রধান মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য
Ⓑ ভারতে তিনটি প্রধান সংগীত ঘরানা প্রভাবশালী হয়
Ⓒ তিনটি প্রধান ভাষাগত বিভাজন যেগুলি হতে পরে অনেক ভাষা বিভাজিত হয়েছে
Ⓓ ভারতীয় উপমহাদেশে তিনটি প্রধান জাতিগত বিভাগ
Answer : Ⓐ ভারতে তিনটি প্রধান মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য
36. খাজুরাহো স্মৃতিস্তম্ভের নিদর্শন গুলি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল?
Ⓐ চান্দেল্ল
Ⓑ শুঙ্গ
Ⓒ মুঘল
Ⓓ মৌর্য
Answer : Ⓐ চান্দেল্ল
37. নীচের কোন গুহা স্থাপত্যে বৌদ্ধ, হিন্দু, জৈন ধর্ম সংস্কৃতির সংমিশ্রণ দেখা যায়?
Ⓐ এলিফেন্টা
Ⓑ অজন্তা
Ⓒ ইলোরা
Ⓓ বাদামি
Answer : Ⓒ ইলোরা
38. পদ্মপানি বোধিসত্ত্ব চিত্রটি একটি বিখ্যাত চিত্র। এটি চিত্রিত হয়েছে কোথায়?
Ⓐ ইলোরা
Ⓑ অজন্তা
Ⓒ বাঘ
Ⓓ বাদামি
Answer : Ⓑ অজন্তা
39. নিম্নলিখিত কোন স্থানটি সর্বপ্রাচীন শিক্ষাকেন্দ্র ছিল?
Ⓐ নালন্দা
Ⓑ পাটলিপুত্র
Ⓒ তক্ষশিলা
Ⓓ বৈশালী
Answer : Ⓒ তক্ষশিলা
40. এয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে কোন রাজা দিলওয়ারা মন্দির নির্মাণ করেন?
Ⓐ মহেন্দ্ৰ পাল
Ⓑ তেজপাল
Ⓒ রাজপাল
Ⓓ দেবপাল
Answer : Ⓑ তেজপাল
41. কোন রাজার শাসনকালে পাল রাজ্য পূর্ব গৌরবের যুগ ফিরে পায়?
Ⓐ মহীপাল
Ⓑ শিশুপাল
Ⓒ রামপাল
Ⓓ দেবপাল
Answer : Ⓐ মহীপাল
42. কোন রাজবংশ নিজেকে ব্রাহ্মণ-ক্ষত্রিয় হিসাবে ঘোষণা করে?
Ⓐ রাষ্ট্রকূট
Ⓑ সেন
Ⓒ প্রতিহার
Ⓓ পাল
Answer : Ⓑ সেন
43. চোলদের রাজধানীর নাম কী?
Ⓐ তাঞ্জোর
Ⓑ পল্লব অঞ্চল
Ⓒ কনৌজ
Ⓓ কর্নাট
Answer : Ⓐ তাঞ্জোর
Explain : থাঞ্জাভুর (তাঞ্জোর) ছিল চোলদের রাজধানী। বিজয়ালয় ছিলেন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি পল্লবদের পরাজিত করেন এবং 8ম শতাব্দীর মধ্যে তাঞ্জোর রাজ্য দখল করেন এবং শক্তিশালী চোল রাজ্য প্রতিষ্ঠা করেন। তাই তাঞ্জোরকে প্রখ্যাত চোল সাম্রাজ্যের প্রাথমিক রাজধানী করা হয়েছিল।
44. কোন নদীর ধারে চোল রাজ্য গড়ে ওঠে?
Ⓐ কৃষ্ণা
Ⓑ তুঙ্গভদ্রা
Ⓒ গোদাবরী
Ⓓ কাবেরী
Answer : Ⓓ কাবেরী
45. নীচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল?
Ⓐ রাষ্ট্রকূট
Ⓑ পল্লব
Ⓒ পুষ্যভূতি
Ⓓ চোল
Answer : Ⓓ চোল
46. মাদুরাই কাদের রাজধানী ছিল?
Ⓐ পল্লব
Ⓑ পান্ড্য
Ⓒ চোল
Ⓓ রাষ্ট্রকূট
Answer : Ⓑ পান্ড্য
47. সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হত?
Ⓐ সংস্কৃত
Ⓑ তামিল
Ⓒ কানাড়া
Ⓓ পালি
Answer : Ⓑ তামিল
48. সঙ্গম যুগের সাহিত্য অধিকাংশ ক্ষেত্রে নীচের কোন ধারায় রচিত হয়েছিল?
Ⓐ গদ্য
Ⓑ নাটক
Ⓒ পদ্য
Ⓓ উপরের সবগুলি
Answer : Ⓑ নাটক
49. কল্যাণের চালুক্যবংশের প্রতিষ্ঠাতা কে?
Ⓐ তৈলপ
Ⓑ দন্তিদুর্গ
Ⓒ রাজরাজ
Ⓓ বিজয়ালয়
Answer : Ⓐ তৈলপ
50. চোল আমলে প্রদেশগুলি কি নামে পরিচিত ছিল?
Ⓐ প্রদেশ
Ⓑ নাড়ু
Ⓒ মন্ডলম্
Ⓓ স্যাট্রাপ
Answer : Ⓒ মন্ডলম্
51. ত্রিশক্তি দ্বন্দ্ব কাকে কেন্দ্র করে ঘটেছিল?
Ⓐ দোয়াব
Ⓑ কনৌজ
Ⓒ রায়পুর
Ⓓ প্রয়াগ
Answer : Ⓑ কনৌজ
52. ত্রিশক্তি দ্বন্দ্বে কোন কোন শক্তি অংশগ্রহণ করেছিল?
Ⓐ চোল,পাল,সেন
Ⓑ পাল, প্রতিহার,রাষ্ট্রকূট
Ⓒ পাল, পল্লব, সেন
Ⓓ চালুক্য,পল্লব,হোয়সল
Answer : Ⓑ পাল, প্রতিহার,রাষ্ট্রকূট
53. দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা ছিলেন—
Ⓐ পালদের অধীনে
Ⓑ গুর্জর প্রতিহারের অধীনে
Ⓒ চালুক্য শক্তির অধীনে
Ⓓ বাতাপির অধীনে
Answer : Ⓒ চালুক্য শক্তির অধীনে
54. 1721 সালের মার্কোপোলোর ভারত আগমন ইউরোপে যে কারণে খুব জনপ্রিয় হয়েছিল তা হল—
Ⓐ ভারতে আসার নিরাপদ জলপথ আবিষ্কৃত হয়েছিল
Ⓑ ভারতের বহু রাজার সাথে সদ্ভাব গড়ে ওঠে
Ⓒ পূর্বের বাণিজ্যিক, ধর্মীয় ও সামাজিক অবস্থার সম্যক ধারণা
Ⓓ উপরের সব গুলি
Answer : Ⓓ উপরের সব গুলি
55. ‘ইলতুৎমিস' শব্দের অর্থ হল?
Ⓐ সাম্রাজ্যের ধ্বংসকারী
Ⓑ সাম্রাজ্যের প্রতিপালক
Ⓒ সাম্রাজ্যের রক্ষাকারী
Ⓓ সাম্রাজ্যের গঠনকর্তা
Answer : Ⓑ সাম্রাজ্যের প্রতিপালক
56. আলাউদ্দিন কাদের দিয়ে হিসাব পরীক্ষক ও অসৎ ইক্তাদারদের নিয়ন্ত্রণ করতেন।
Ⓐ খোয়াজা
Ⓑ ইক্তাদার
Ⓒ বানিয়া
Ⓓ সেরেস্তা
Answer : Ⓐ খোয়াজা
57. ভারতের ইতিহাসে আকবর তথা মোগলদের শেষ আত্মরক্ষার যুদ্ধ ছিল?
Ⓐ ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত পানিপথের প্রথম যুদ্ধ।
Ⓑ ১৫২৭ খ্রিস্টাব্দে সংঘটিত খানুয়ার যুদ্ধ।
Ⓒ ১৫৩৯ খ্রিস্টাব্দে সংঘটিত চৌসার যুদ্ধ।
Ⓓ ১৫৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত দ্বিতীয় পানিপথের যুদ্ধ।
Answer : Ⓓ ১৫৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত দ্বিতীয় পানিপথের যুদ্ধ।
58. বিখ্যাত আরবীয় দার্শনিক অলবেরুণী ভারতে আসেন?
Ⓐ 1020 খ্রিস্টাব্দে
Ⓑ 1027 খ্রিস্টাব্দে
Ⓒ 1030 খ্রিস্টাব্দে
Ⓓ 1035 খ্রিস্টাব্দে
Answer : Ⓑ 1027 খ্রিস্টাব্দে
Explain : অলবেরুণী একজন পারস্যের পণ্ডিত ছিলেন, যিনি গজনীর সুলতান মাহমুদ এর সাথে আফগানিস্তান ও ভারতে এসেছিলেন। কিতাব-উল-হিন্দ এবং তাহকীক-ই-হিন্দ তাঁর বিখ্যাত রচনা। আল-বিরুনী তার জীবনের প্রথম পঁচিশ বছর খওয়ারেজমে কাটিয়েছেন যেখানে তিনি ইসলামিক আইনশাস্ত্র, ধর্মতত্ত্ব, ব্যাকরণ, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা ও দর্শন অধ্যয়ন করেছেন এবং শুধুমাত্র পদার্থবিদ্যার ক্ষেত্রেই নয়, বেশিরভাগ ক্ষেত্রেই তিনি কাজ করেছেন অন্যান্য বিজ্ঞানেও।
59. কুতুবউদ্দিন আইবকের প্রবর্তিত মুদ্রার নাম কী?
Ⓐ দাম
Ⓑ কুতবি
Ⓒ তঙ্কা
Ⓓ আইবক
Answer : Ⓑ কুতবি
60. ঐতিহাসিক এলিয়ট কাকে 'সুলতানি যুগের আকবর বলেছেন?
Ⓐ কুতুবউদ্দিন
Ⓑ বলবন
Ⓒ ইলতুৎমিস
Ⓓ ফিরোজ তুঘলক
Answer : Ⓓ ফিরোজ তুঘলক
61. দিল্লির সুলতানির শেষ রাজবংশ কোনটি?
Ⓐ দাস বংশ
Ⓑ সৈয়দ বংশ
Ⓒ খলজি বংশ
Ⓓ লোদী বংশ
Answer : Ⓓ লোদী বংশ
62. নিম্নের মধ্যে দিল্লির কোন সুলতান উত্তরভারতে একাধিক শহর নির্মাণ করেছিলেন?
Ⓐ ইব্রাহিম লোদি
Ⓑ ফিরোজ শাহ তুঘলক
Ⓒ বলবন
Ⓓ আলাউদ্দিন খলজি
Answer : Ⓑ ফিরোজ শাহ তুঘলক
63. 'রিহলা' বা "আল-রিহলা" ভ্রমণবৃত্তান্তটি কার লেখা?
Ⓐ ইবন বতুতা
Ⓑ ফ্রাঁসোয়া বার্নিয়ার
Ⓒ অলবেরুণী
Ⓓ আব্দুর রজ্জাক
Answer : Ⓐ ইবন বতুতা
64. মহম্মদ-বিন-তুঘলক পারদর্শী ছিলেন?
Ⓐ সঙ্গীত
Ⓑ শিল্পকলা
Ⓒ দর্শন
Ⓓ হস্তলিপি
Answer : Ⓓ হস্তলিপি
65. মধ্যযুগীয় ভারতে জিতল (Jital) শব্দটির অর্থ কী?
Ⓐ ওজন
Ⓑ মুদ্রা
Ⓒ আহার
Ⓓ মাপার যন্ত্র বাটখারা
Answer : Ⓑ মুদ্রা
66. আলাউদ্দিন খলজীর শাসনকালে ‘আমিল' কাদের বলা হত?
Ⓐ বাঞ্জারা, যারা গ্রাম থেকে খাদ্য শস্য শহরে নিয়ে আসত
Ⓑ গ্রামস্তরের স্থানীয় জমিদার
Ⓒ জমির রাজস্ব আদায়ের জন্য সরকারি প্রতিনিধি
Ⓓ খাদ্য শস্যের খুরাসানি এবং মুলতানি বণিক শ্রেণি
Answer : Ⓒ জমির রাজস্ব আদায়ের জন্য সরকারি প্রতিনিধি
67. 'জহরব্রত' সম্পাদন করত নারী জাতি কোন এলাকাতে?
Ⓐ বাংলা
Ⓑ গুজরাট
Ⓒ মালব
Ⓓ রাজপুতানা
Answer : Ⓓ রাজপুতানা
68. ভাস্কর পণ্ডিত কার দক্ষ সেনাপতি ছিলেন?
Ⓐ শাহুজি ভোঁসলে
Ⓑ রঘুজী ভোঁসলে
Ⓒ শম্ভুজি
Ⓓ প্রথম বাজিরাও
Answer : Ⓑ রঘুজী ভোঁসলে
69. কোন ঐতিহাসিক বলেছেন আলাউদ্দিনের সময় থেকে সুলতানি সাম্রাজ্যবাদের যুগ শুরু হয়।
Ⓐ ভিনসেন্ট স্মিথ
Ⓑ রাখালদাস বন্দোপ্যাধ্যায়
Ⓒ ঐতিহাসিক হেগ
Ⓓ রমেশচন্দ্র মজুমদার
Answer : Ⓒ ঐতিহাসিক হেগ
70. পাল প্রশাসনে রাজ্যের নিম্নতম বিভাগ কোনটি?
Ⓐ পাটক
Ⓑ বিষয়
Ⓒ বীথি
Ⓓ গ্রাম
Answer : Ⓐ পাটক
71. ‘মহাশিলানা’ হল—
Ⓐ শেরশাহের রাজত্বকালে অতিরিক্ত অর্থ আদায়
Ⓑ হুমায়ুনের আমলে অর্থ আদায়ের প্রক্রিয়া
Ⓒ আকবরের রাজত্বকালে অতিরিক্ত অর্থ আদায়
Ⓓ কোনোটিই নয়
Answer : Ⓐ শেরশাহের রাজত্বকালে অতিরিক্ত অর্থ আদায়
72. ‘দীন-ই-ইলাহি' কে ‘স্বর্গীয় একেশ্বরবাদ' বলে অভিহিত করেছিলেন?
Ⓐ টোডরমল
Ⓑ আবুল ফজল
Ⓒ মনসারেট
Ⓓ বীরবল
Answer : Ⓑ আবুল ফজল
73. মুঘল যুগে কোন গ্রন্থ থেকে কৃষি ব্যবস্থা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়?
Ⓐ আকবরনামা
Ⓑ তারিখ-ই-আলফি
Ⓒ মুন্তাখাব-উল-লুবাব
Ⓓ আইন-ই-আকবরী
Answer : Ⓓ আইন-ই-আকবরী
74. নীচের কোনটি মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয়?
Ⓐ যুদ্ধের দৃশ্য
Ⓑ পৌরাণিক দৃশ্য
Ⓒ ধর্মীয় দৃশ্য
Ⓓ সাংস্কৃতিক দৃশ্য
Answer : Ⓒ ধর্মীয় দৃশ্য
75. 1761 সালভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন?
Ⓐ ইংরেজ সেনারা দিল্লি অধিকার করে
Ⓑ মারাঠারা তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হয়
Ⓒ বাংলায় ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ
Ⓓ মহীশূরের হায়দার আলির মৃত্যু হয়
Answer : Ⓑ মারাঠারা তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হয়
76. আলাউদ্দিন খলজির সেনাপতিদের মধ্যে ‘শ্রেষ্ঠবীর ও রুস্তম' রূপে পরিচিত হয়েছিলেন?
Ⓐ মালিক কাফুর
Ⓑ জাফর খান
Ⓒ গাজি মালিক
Ⓓ উপরের সকলেই
Answer : Ⓑ জাফর খান
77. বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল?
Ⓐ পেনুকোণ্ডা
Ⓑ কাঞ্চি
Ⓒ হাম্পি
Ⓓ বেল্লোর
Answer : Ⓐ পেনুকোণ্ডা
78. বিজয়নগর সাম্রাজ্যে হাজার হাজার মহিলা কর্মরত ছিল?
Ⓐ হিসাবরক্ষক হিসেবে
Ⓑ রাজ দেহরক্ষী হিসেবে
Ⓒ প্রাসাদ রক্ষী হিসেবে
Ⓓ উপরের সবগুলি
Answer : Ⓓ উপরের সবগুলি
79. বিজয়নগর সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বন্দরটি ছিল?
Ⓐ তাম্রলিপ্ত
Ⓑ কান্দালা
Ⓒ কালিকট
Ⓓ পোরবন্দর
Answer : Ⓒ কালিকট
80. বিজয়নগর সাম্রাজ্যের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো—
Ⓐ সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ
Ⓑ কৃষ্ণদেব রায়ের দুর্বল উত্তরাধিকারী
Ⓒ হিন্দু সামন্তদের বিদ্রোহ
Ⓓ বিজাপুর, গোলকুণ্ডা ও আহম্মদনগরের মুসলিম শাসকদের মধ্যে ঐক্য
Answer : Ⓓ বিজাপুর, গোলকুণ্ডা ও আহম্মদনগরের মুসলিম শাসকদের মধ্যে ঐক্য
81. সুলতানি যুগে জমি মাপের একক হিসাবে ব্যবহৃত হত?
Ⓐ গল্লা বকস
Ⓑ গজ
Ⓒ নাসাক
Ⓓ মসাহত
Answer : Ⓓ মসাহত
82. সুলতানগড়ী কোন সুলতানের সমাধিস্থল ছিলো?
Ⓐ নাসিরউদ্দিন মামুদ
Ⓑ ফিরোজ শাহ তুঘলক
Ⓒ বলবন
Ⓓ ইলতুৎমিস
Answer : Ⓐ নাসিরউদ্দিন মামুদ
83. ধর্মাশ্রয়ী রাষ্ট্রের কয়েকটি বৈশিষ্ট্য হল—
1. ঈশ্বর হলেন রাষ্ট্রের সমস্ত শক্তির উৎস
2. ঈশ্বরের প্রতিনিধি হলেন যাজক
3. ঈশ্বরের নির্দেশই হলো রাষ্ট্রের আইন
4. এইরূপ রাষ্ট্রে ধর্ম ও রাষ্ট্রের মধ্যে গভীর সম্পর্ক থাকে না।
কোড :
Ⓐ 1, 2, 3 ঠিক
Ⓑ 1 ও 2 ঠিক
Ⓒ 2, 3, 4 ঠিক
Ⓓ 2 ও 4 ঠিক
Answer : Ⓐ 1, 2, 3 ঠিক
84. সুলতানি সাম্রাজ্যে ইকতাদারদের প্রধান কাজ ছিল?
1. রাজস্ব আদায় করা
2. বাঁধ নির্মাণ করা
4. শান্তি-শৃঙ্খলা বজায় রাখা
3. সৈন্য সরবরাহ করা
কোড :
Ⓐ 1, 3, 4 ঠিক
Ⓑ 2, 3, 4 ঠিক
Ⓒ 3 ও 4 ঠিক
Ⓓ 1 ও 2 ঠিক
Answer : Ⓐ 1, 3, 4 ঠিক
85. বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?
Ⓐ হিমু
Ⓑ মান সিংহ
Ⓒ ব্রাজিৎ গৌড়
Ⓓ বীরবল
Answer : Ⓐ হিমু
86. মনসবদারি প্রথা কোন দেশের প্রথা অনুযায়ী পরিকল্পিত হয়েছিল?
Ⓐ মঙ্গোলিয়া
Ⓑ পারস্য
Ⓒ তুরস্ক
Ⓓ আফগানিস্তান
Answer : Ⓐ মঙ্গোলিয়া
87. কোন করটি সুলতানি যুগে ভূমিরাজস্বরূপে নেওয়া হত?
Ⓐ খরোজ
Ⓑ জাকাত
Ⓒ খামস
Ⓓ জিজিয়া
Answer : Ⓐ খরোজ
88. কার রাজত্বকালে ভারতে তামাক চাষের প্রচলন হয়?
Ⓐ শাহজাহান
Ⓑ আকবর
Ⓒ জাহাঙ্গির
Ⓓ শেরশাহ
Answer : Ⓒ জাহাঙ্গির
89. সুলতানি যুগের সরকারি ভাষা ছিল—
Ⓐ পার্সিয়ান
Ⓑ আরবি
Ⓒ উর্দু
Ⓓ হিন্দি
Answer : Ⓐ পার্সিয়ান
90. সামরিক বাহিনীতে 'দাগ' ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন করেন?
Ⓐ গিয়াসউদ্দিন বলবন
Ⓑ মহম্মদ বিন তুঘলক
Ⓒ আলাউদ্দিন খলজি
Ⓓ ফিরোজ শাহ তুঘলক
Answer : Ⓒ আলাউদ্দিন খলজি
91. কার সামরিক অভিযানে উজ্জয়িনীর মহাকাল মন্দিরটি ধ্বংস হয়ে যায়?
Ⓐ তৈমুর লঙ
Ⓑ ইলতুৎমিস
Ⓒ মহম্মদ ঘোরি
Ⓓ সুলতান মামুদ
Answer : Ⓑ ইলতুৎমিস
92. সুতলানি যুগে মুসলিম ধর্মাবলম্বী জনগণ সুলতানকে যে কর প্রদান করতেন তার নাম ছিল?
Ⓐ জিজিয়া
Ⓑ খরোজ
Ⓒ আদওয়াব
Ⓓ জাকাৎ
Answer : Ⓓ জাকাৎ
93. 'খানুয়ার যুদ্ধে বাবর যদি জয়লাভ না করতেন তাহলে পানিপথের প্রথম যুদ্ধ নিষ্ফল হত’—অভিমতটি কার?
Ⓐ রাসব্রুক উইলিয়ামস
Ⓑ এলফিন স্টোন
Ⓒ হেনরি এলিয়ট
Ⓓ ভিনসেন্ট স্মিথ
Answer : Ⓐ রাসব্রুক উইলিয়ামস
94. প্রতিহাররাজ মিহিরভোজ এবং রাষ্ট্রকূটরাজ অমোঘবর্ষকে পরাজিত করেন—
Ⓐ ধর্মপাল
Ⓑ দেবপাল
Ⓒ নারায়ণপাল
Ⓓ দ্বিতীয় মহীপাল
Answer : Ⓑ দেবপাল
95. লবসেন কোন পাল রাজার সেনাপতি ছিলেন?
Ⓐ ধর্মপাল
Ⓑ গোপাল
Ⓒ দেবপাল
Ⓓ রামপাল
Answer : Ⓒ দেবপাল
96. সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন?
Ⓐ সামন্তসেন
Ⓑ হেমন্তসেন
Ⓒ বিজয়সেন
Ⓓ বল্লালসেন
Answer : Ⓒ বিজয়সেন
97. প্রথম রাজেন্দ্র চোলের কাছে পরাজয় বরণ করেছিলেন?
Ⓐ প্রথম মহীপাল
Ⓑ দেবপাল
Ⓒ ধৰ্মপাল
Ⓓ রামপাল
Answer : Ⓐ প্রথম মহীপাল
98.পাল যুগের বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত কে ছিলেন?
Ⓐ অতীশ দীপঙ্কর
Ⓑ বসুবন্ধু
Ⓒ বিতপাল
Ⓓ বসুমিত্র
Answer : Ⓐ অতীশ দীপঙ্কর
99. রমাবতীতে নতুন রাজধানী স্থাপন করেন?
Ⓐ বল্লাল সেন
Ⓑ লক্ষ্মণ সেন
Ⓒ রামপাল
Ⓓ ধর্মপাল
Answer : Ⓒ রামপাল
100. কে পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন?
Ⓐ দেবপাল
Ⓑ রামপাল
Ⓒ মহীপাল
Ⓓ ধর্মপাল
Answer : Ⓐ দেবপাল
101. বিখ্যাত বৌদ্ধ সাহিত্যিক হরিভদ্র কার রাজসভা অলংকৃত করেছিলেন?
Ⓐ নারায়ণপাল
Ⓑ রামপাল
Ⓒ দেবপাল
Ⓓ ধর্মপাল
Answer : Ⓓ ধর্মপাল
102. ইন্দ্রদেবকে নালন্দায় আচার্য হিসেবে নিয়োগ করেন?
Ⓐ বিগ্রহপাল
Ⓑ প্ৰথম মহীপাল
Ⓒ দেবপাল
Ⓓ ধর্মপাল
Answer : Ⓒ দেবপাল
103. নিম্নলিখিত কোন গ্রন্থে বখতিয়ার খলজির বাংলা জয়ের কাহিনি বর্ণিত হয়েছে?
Ⓐ তবাকৎ-ই-নাসিরি
Ⓑ রামচরিত
Ⓒ বল্লালচরিত
Ⓓ কিতাব-উল-রাহেলা
Answer : Ⓐ তবাকৎ-ই-নাসিরি
104. 'অরিরাজ-নিঃশঙ্ক শঙ্কর' উপাধি কে গ্রহণ করেন?
Ⓐ রামপাল
Ⓑ দেবপাল
Ⓒ ধর্মপাল
Ⓓ বল্লালসেন
Answer : Ⓓ বল্লালসেন
105. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়?
Ⓐ পাল যুগে চর্যাপদ রচিত হয়
Ⓑ সহজিয়া সম্প্রদায়ের উদ্ভব হয় পাল যুগে
Ⓒ বৌদ্ধ পণ্ডিত বজ্ৰদত্ত অলংকৃত করেছিলেন ধর্মপালের রাজসভা
Ⓓ উপরোক্ত সবকটি
Answer : Ⓒ বৌদ্ধ পণ্ডিত বজ্ৰদত্ত অলংকৃত করেছিলেন ধর্মপালের রাজসভা
106. কার রাজত্বকালে কামরূপ বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
Ⓐ দেবপাল
Ⓑ ধর্মপাল
Ⓒ রামপাল
Ⓓ প্রথম মহীপাল
Answer : Ⓒ রামপাল
107. শিবাজি কার রাজস্বনীতি অনুসরণ করেন?
Ⓐ শেরশাহ
Ⓑ আকবর
Ⓒ মহম্মদ বিন তুঘলক
Ⓓ মালিক অম্বর
Answer : Ⓓ মালিক অম্বর
108. শিবাজির সরকারি অশ্বারোহী বাহিনী কি নামে পরিচিত?
Ⓐ শিলাদার
Ⓑ সরদেশমুখী
Ⓒ চৌথ
Ⓓ বর্গি
Answer : Ⓓ বর্গি
109. বংশানুক্রমিক পেশোয়াতন্ত্রের সূচনা করেন—
Ⓐ বালাজী বিশ্বনাথ
Ⓑ বালাজী বাজিরাও
Ⓒ প্রথম বাজিরাও
Ⓓ রঘুনাথ রাও
Answer : Ⓑ বালাজী বাজিরাও
110. ‘হিন্দু পাদ পাদশাহীর' প্রবর্তক কে?
Ⓐ বালাজী বিশ্বনাথ
Ⓑ প্রথম বাজীরাও
Ⓒ মাধব রাও
Ⓓ বালাজী বাজীরাও
Answer : Ⓑ প্রথম বাজীরাও
111. কোন পেশোয়ার আমলে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়?
Ⓐ বালাজী বিশ্বনাথ
Ⓑ প্রথম বাজিরাও
Ⓒ মাধবরাও
Ⓓ বালাজী বাজিরাও
Answer : Ⓓ বালাজী বাজিরাও
112. শিবাজি কোন পার্বত্য জাতিকে নিয়ে প্রথম সামরিক বাহিনী গঠন করেন?
Ⓐ বুন্দেলা
Ⓑ মাওলী
Ⓒ পিন্ডারী
Ⓓ রামোসিস
Answer : Ⓑ মাওলী
113. শিবাজি প্রথম যে দূর্গটি দখল করেন—
Ⓐ রায়গড়
Ⓑ তোরনা
Ⓒ চুনার
Ⓓ শিবন
Answer : Ⓑ তোরনা
114. শিবাজি কোন সম্বতের প্রচলন করেন?
Ⓐ রাজ-শক
Ⓑ মারাঠা সম্বৎ
Ⓒ বিক্রম সম্বৎ
Ⓓ ভোঁসলে সম্বৎ
Answer : Ⓐ রাজ-শক
115. মারাঠাদের নিজস্ব রাজ্যকে বলা হত?
Ⓐ মুলকাগিরি
Ⓑ স্বরাজ
Ⓒ অঙ্কল
Ⓓ প্রদেশ
Answer : Ⓑ স্বরাজ
116. সালবাই চুক্তির মাধ্যমে নিচের কোন যুদ্ধের সমাপ্তি ঘটে?
Ⓐ পানিপতের তৃতীয় যুদ্ধ
Ⓑ বক্সারের যুদ্ধ
Ⓒ প্রথম মারাঠা যুদ্ধ
Ⓓ দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ
Answer : Ⓒ প্রথম মারাঠা যুদ্ধ
117. দাক্ষিণাত্যে মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের পঁচিশ শতাংশকে বলা হত?
Ⓐ চৌথ
Ⓑ সরদেশমুখী
Ⓒ ভোগ
Ⓓ ভাগা
Answer : Ⓐ চৌথ
118. শিবাজীর শাসনামলে পণ্ডিত রাও (পদবী) এর কাজ কী ছিল?
Ⓐ পররাষ্ট্র বিষয়
Ⓑ দান ও ধর্মীয় বিষয়
Ⓒ মহা হিসাবরক্ষক
Ⓓ বিচার বিষয়ক
Answer : Ⓑ দান ও ধর্মীয় বিষয়
119. পেশোয়াদের জন্য নিম্নলিখিত কোন ক্রমটি সঠিক?
Ⓐ প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও, বালাজি বিশ্বনাথ, নানাসাহেব
Ⓑ বালাজি বাজিরাও, বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, নানাসাহেব
Ⓒ নানাসাহেব, বালাজি বাজিরাও, বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও
Ⓓ বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও, নানাসাহেব
Answer : Ⓓ বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও, নানাসাহেব
Unit- I (Negotiating the Sources)
Unit- II (From State to Empire)
Unit- III (Emergence of Regional Kingdoms)
Unit- IV (Source of Medieval Indian History)
Unit- V (Administration & Economy)
Unit- VI (Society and Culture)
Unit- VII (Sources of Modern Indian History)
Unit- VIII (Colonial Economy)
Unit- IX (Rise of Indian Nationalism)
Unit- X (Historical Method, Research, Methodology and Historiography)