WB SET History Unit : V & VI (Total-143 MCQ)
1. সুলতানি রাষ্ট্রে অমুসলিম প্রজারা কী নামে পরিচিত?
Ⓐ আসরাফ
Ⓑ জিম্মি
Ⓒ আজলাফ
Ⓓ দীনদারি
Answer : Ⓑ জিম্মি
2. কোন সুলতান ‘গণবন্টন ব্যবস্থা’ চালু করেন?
Ⓐ ফিরোজ শাহ তুঘলক
Ⓑ ইলতুৎমিস
Ⓒ মহম্মদ বিন তুঘলক
Ⓓ আলাউদ্দিন খলজি
Answer : Ⓓ আলাউদ্দিন খলজি
3. কোন সুলতান শিক্ষাব্যবস্থায় বৃত্তিমূলক কোর্স চালু করেন?
Ⓐ ফিরোজ শাহ তুঘলক
Ⓑ সিকান্দার লোদি
Ⓒ মহম্মদ বিন তুঘলক
Ⓓ আলাউদ্দিন খলজি
Answer : Ⓐ ফিরোজ শাহ তুঘলক
4. নীচের কোনটি সুলতানি যুগে রাজকীয় সচিবালয় হিসাবে চিহ্নিত ছিল?
Ⓐ দেওয়ান-ই-ইনসা
Ⓑ দেওয়ান-ই-বারিদ
Ⓒ দেওয়ান-ই-আর্জ
Ⓓ দেওয়ান-ই-উজিরাৎ
Answer : Ⓐ দেওয়ান-ই-ইনসা
5. 'পিয়েতরা দুরা' শিল্পরীতি দেখা যায়—
Ⓐ আকবরের রাজত্বকালে
Ⓑ বাবরের রাজত্বকালে
Ⓒ জাহাঙ্গিরের রাজত্বকালে
Ⓓ ঔরঙ্গজেবের রাজত্বকালে
Answer : Ⓒ জাহাঙ্গিরের রাজত্বকালে
6. সুফিবাদিদের ধারণায় সুফি সাধনার স্তর ছিল?
Ⓐ ৫টি
Ⓑ ১০টি
Ⓒ ১৫টি
Ⓓ ২০টি
Answer : Ⓑ ১০টি
7. চল্লিশ দিন ধরে পা বেঁধে ওপরদিকে করে ও মাথা জমিতে রেখে সুফিদের যোগসাধন প্রক্রিয়ার নাম ছিল?
Ⓐ পাস-ই-আনফাস
Ⓑ রিজা
Ⓒ চিল্লা-ই-মা-কুস
Ⓓ খুফ
Answer : Ⓒ চিল্লা-ই-মা-কুস
8. ওড়িয়া সাহিত্যের জনক বলা হয়?
Ⓐ সরলাদাস
Ⓑ সরলাদেবী
Ⓒ মাধবীবালা
Ⓓ সরজুবালা
Answer : Ⓐ সরলাদাস
9. ভারতে ভক্তি আন্দোলনে সূচনা ঘটে?
Ⓐ খ্রিস্টীয় পঞ্চম থেকে দশম শতকের মধ্যে
Ⓑ খ্রিস্টীয় ষষ্ঠ থেকে একাদশ শতকের মধ্যে
Ⓒ খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে
Ⓓ খ্রিস্টীয় অষ্টম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে
Answer : Ⓒ খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে
10. ভারতে সুফি আন্দোলনের সূচনা ঘটে?
Ⓐ খ্রিস্টীয় ষষ্ঠ-সপ্তম শতাব্দীতে
Ⓑ খ্রিস্টীয় সপ্তম-অষ্টম শতাব্দীতে
Ⓒ খ্রিস্টীয় অষ্টম-নবম শতাব্দীতে
Ⓓ খ্রিস্টীয় নবম-দশম শতাব্দীতে
Answer : Ⓓ খ্রিস্টীয় নবম-দশম শতাব্দীতে
11. বিজয়নগর সাম্রাজ্যে যে সব ভাষার বিকাশ ঘটেছিল সেগুলি হলো—
Ⓐ তামিল, সংস্কৃত, মালয়ালম
Ⓑ তেলেগু, উর্দু, সংস্কৃত
Ⓒ হিন্দি, মারাঠি, সংস্কৃত
Ⓓ তামিল, তেলেগু, সংস্কৃত
Answer : Ⓓ তামিল, তেলেগু, সংস্কৃত
12. বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক চিনে দূত পাঠিয়েছিলেন?
Ⓐ কৃষ্ণদেব রায়
Ⓑ প্রথম বুক্ক
Ⓒ নরসিংহ সালুভ
Ⓓ প্রথম হরিহর
Answer : Ⓑ প্রথম বুক্ক
13. কার রাজত্বকালে বিজয়নগর প্রথম উড়িষ্যার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়?
Ⓐ দ্বিতীয় বিরুপাক্ষ
Ⓑ প্রথম দেবরায়
Ⓒ বীর নরসিংহ
Ⓓ প্রথম বুক্ক
Answer : Ⓐ দ্বিতীয় বিরুপাক্ষ
14. নীচের কোন ধ্রুপদী নৃত্যশৈলীটি বিজয়নগর সাম্রাজ্যে বিকশিত হয়?
Ⓐ কথাকলি
Ⓑ ভারতনাট্যম
Ⓒ যক্ষাগণ
Ⓓ মোহিনীঅট্টম
Answer : Ⓒ যক্ষাগণ
15. নীচের কোন পণ্যদ্রব্যটি বিজয়নগর সাম্রাজ্য থেকে প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি হত?
Ⓐ কফি
Ⓑ গোলমরিচ
Ⓒ চা
Ⓓ সুগন্ধি
Answer : Ⓑ গোলমরিচ
16. কোন সুলতান ‘গুলরুখি' ছদ্মনামে কবিতা লিখতেন?
Ⓐ বহলুল লোদী
Ⓑ খিজির খাঁ
Ⓒ সিকান্দার লোদী
Ⓓ ইব্রাহিম লোদী
Answer : Ⓒ সিকান্দার লোদী
17. সুলতানি যুগে গুপ্তচরদের কী বলা হত?
Ⓐ কোতোয়াল
Ⓑ বারিদ
Ⓒ কাজী
Ⓓ মুক্তি
Answer : Ⓑ বারিদ
18. কোন সুলতান রাজত্ব করতেন, কিন্তু শাসন করতেন না?
Ⓐ নাসিরউদ্দিন মামুদ
Ⓑ বাহরাম শাহ
Ⓒ আলাউদ্দিন মাসুদ শাহ
Ⓓ রুকনুদ্দিন ফিরোজ
Answer : Ⓐ নাসিরউদ্দিন মামুদ
19. কে লিখেছিলেন গীতওয়ালি, কবিতাওয়ালি এবং বিনয় পত্রিকা?
Ⓐ তুলসীদাস
Ⓑ সুরদাস
Ⓒ চৈতন্য
Ⓓ নামদেব
Answer : Ⓐ তুলসীদাস
20. ‘জনম সখী' কার আত্মজীবনী?
Ⓐ গুরু অর্জুনদেব
Ⓑ গুরু হরগোবিন্দ সিং
Ⓒ গুরুনানক
Ⓓ গুরু তেগবাহাদুর
Answer : Ⓒ গুরুনানক
21. সুফি সাধকদের জীবনযাপনের প্রচলিত পদ্ধতির নাম ছিল—
Ⓐ তরীকত
Ⓑ মারেফৎ
Ⓒ হকিকত
Ⓓ শরিয়ত
Answer : Ⓒ হকিকত
22. দিল্লি জয়ের স্মারক হিসেবে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে নির্মাণ করেন?
Ⓐ মোতি মসজিদ
Ⓑ কুয়াৎ-উল-ইসলাম মসজিদ
Ⓒ আদিনা মসজিদ
Ⓓ জামি মসজিদ
Answer : Ⓑ কুয়াৎ-উল-ইসলাম মসজিদ
23. কে গভীর পাণ্ডিত্য এবং আকবরের ঘনিষ্ঠ সান্নিধ্যের জন্য ‘আল্লামি’ উপাধি লাভ করেন?
Ⓐ আবুল ফজল
Ⓑ ফৈজি
Ⓒ বদায়ুনি
Ⓓ ইসামি
Answer : Ⓐ আবুল ফজল
24. নানকদেবের ধর্মের মূল মন্ত্র ছিল—
Ⓐ সৎ আদর্শ
Ⓑ চিরসত্য
Ⓒ দানধ্যান
Ⓓ সত্যাগ্রহ
Answer : Ⓑ চিরসত্য
25. মোগল আমলে পাহাড়ি শিল্পরীতির উদ্ভব ঘটেছিল?
Ⓐ পাঞ্জাবের পাহাড়ি অঞ্চলে
Ⓑ হরিয়ানার সমভূমি অঞ্চলে
Ⓒ অসমের পার্বত্য অঞ্চলে
Ⓓ কাশ্মীরের পার্বত্য অঞ্চলে
Answer : Ⓐ পাঞ্জাবের পাহাড়ি অঞ্চলে
26. মনসবদাররা কয়টি স্তরে বিভক্ত ছিল?
Ⓐ ৩৩টি
Ⓑ ৪৩টি
Ⓒ ৫৩টি
Ⓓ ৬৬টি
Answer : Ⓓ ৬৬টি
27. যার অধীনে তিনটি ঘোড়া থাকত তাদের কী বলা হত?
Ⓐ দো-আসপা
Ⓑ নিম-আসপা
Ⓒ ইয়াক-আসপা
Ⓓ শি-আসপা
Answer : Ⓓ শি-আসপা
28. আকবরের পূর্বে কে দাগ হুলিয়া প্রথা চালু করেন?
Ⓐ শেরশাহ
Ⓑ বাবর
Ⓒ জাহাঙ্গীর
Ⓓ হুমায়ুন
Answer : Ⓐ শেরশাহ
29. পাঁচ হাজারী মনসবদারদের মাসিক বেতন কত ছিল?
Ⓐ দশ হাজার
Ⓑ কুড়ি হাজার
Ⓒ ত্রিশ হাজার
Ⓓ চল্লিশ হাজার
Answer : Ⓒ ত্রিশ হাজার
30. কে অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করেন?
Ⓐ আকবর
Ⓑ তুলসী দাস
Ⓒ সন্ধ্যাকর নন্দী
Ⓓ আবদুর রহিম
Answer : Ⓑ তুলসী দাস
31. মুঘল সম্রাট আকবরের সময় হরিবংশ, মুকুন্দ ও দশবন্দ ছিলেন?
Ⓐ চিত্রকার
Ⓑ যোদ্ধা
Ⓒ স্থাপত্যকার
Ⓓ লেখক
Answer : Ⓐ চিত্রকার
32. ‘তিনি একজন ভাগ্যশীল সৈনিক ছিলেন, কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না’– কার সম্বন্ধে ঐরকম বলা হয়েছিল?
Ⓐ জাহাঙ্গীর
Ⓑ বাবর
Ⓒ হুমায়ুন
Ⓓ মহম্মদ শাহ
Answer : Ⓑ বাবর
33. দারা শিকোহ দ্বারা অনুদিত উপনিষদের নতুন নাম কি?
Ⓐ সির-ই-আকবর
Ⓑ মাজমা-উল-বাহরাইন
Ⓒ কিতাব-উল-বায়ান
Ⓓ আল-ফিবিস্ত
Answer : Ⓑ মাজমা-উল-বাহরাইন
34. কোন মুঘল সম্রাটের আমলে সর্বাধিক হিন্দু আধিকারিক নিযুক্ত ছিলেন?
Ⓐ শাহাজাহন
Ⓑ আকবর
Ⓒ হুমায়ুন
Ⓓ ঔরঙ্গজেব
Answer : Ⓓ ঔরঙ্গজেব
35. আকবর দ্বারা নির্মিত কোন স্থাপত্যটি বৌদ্ধ বিহারের আদলে তৈরী?
Ⓐ পাঁচ মহল
Ⓑ দিওয়ান-ই-খাস
Ⓒ যোধাবাঈ মহল
Ⓓ বুলন্দ দরজা
Answer : Ⓐ পাঁচ মহল
36. ঔরঙ্গজেবের সমসাময়িক সর্বাপেক্ষা বিখ্যাত হিন্দু ঐতিহাসিক কে ছিলেন?
Ⓐ রাই বৃন্দাবন
Ⓑ সুজন রাই
Ⓒ চন্দ্রভান ব্রাহ্মণ
Ⓓ পণ্ডিত ইশ্বরদাস নগর
Answer : Ⓓ পণ্ডিত ইশ্বরদাস নগর
37. দারা শিকোহ বেশ কিছু গ্রন্থ সংস্কৃত থেকে ফারসীতে অনুবাদ করেছিলেন। নিম্নের কোনটি তাঁর অনূদিত গ্রন্থ নয়?
Ⓐ ভগবৎপুরাণ
Ⓑ ভগবৎ গীতা
Ⓒ উপনিষদ
Ⓓ যোগ বশিষ্ট
Answer : Ⓐ ভগবৎপুরাণ
38. কার কবিতাগুলি ‘বাণী' নামে পরিচিত?
Ⓐ নানক
Ⓑ রামানন্দ
Ⓒ ভক্তদাদু
Ⓓ কবির
Answer : Ⓒ ভক্তদাদু
39. ভক্তি আন্দোলনের সূচনা প্রথম কোথায় ঘটে?
Ⓐ পূর্ব ভারত
Ⓑ পশ্চিম ভারত
Ⓒ উত্তর ভারত
Ⓓ দক্ষিণ ভারত
Answer : Ⓓ দক্ষিণ ভারত
40. 'বীজক' শাস্ত্ৰ গ্রন্থটি কাদের?
Ⓐ রামানন্দের অনুগামীদের
Ⓑ রবিদাসের অনুগামীদের
Ⓒ কবিরের অনুগামীদের
Ⓓ রামানুজের অনুগামীদের
Answer : Ⓒ কবিরের অনুগামীদের
41. মোগল রাজতন্ত্র বংশ পরম্পরা কোন সুফি সম্প্রদায়ের পৃষ্ঠপোষক?
Ⓐ নক্সবন্দীরা
Ⓑ সুরাবর্দী
Ⓒ চিস্তি
Ⓓ মাদারি
Answer : Ⓒ চিস্তি
42. কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায় বা সিলসিলার শিক্ষক কর্তৃক মনোনিত উত্তরসুরির জন্য সুফিরা নিম্নের কোন শব্দ ব্যবহার করে?
Ⓐ খলিফা
Ⓑ পীর
Ⓒ মুরিদ
Ⓓ খানক
Answer : Ⓐ খলিফা
43. মধ্যযুগীয় ভারতে খানকুয়াহ (Khan quah) কী?
Ⓐ একটি এলাকার কোষাগার
Ⓑ রাজ্যের শস্যাগার
Ⓒ সুফি মঠ
Ⓓ বণিকদের জন্য রাস্তার পাশে বিশ্রামাগার
Answer : Ⓒ সুফি মঠ
44. নিচের কোটি সুফিদের কথোপকথনের সংকলন নয়?
Ⓐ মতলা-উল-আনবর
Ⓑ ফাওয়াইদ-উল-ফুয়াদ
Ⓒ খায়ের-উল-মজলিস
Ⓓ সরুর-উস-সুদূর
Answer : Ⓐ মতলা-উল-আনবর
45. নিচের কোন সুফি সাধক তাঁর রুশদনামাতে ‘শ্রী গোরখ’, ‘আলখ নিরঞ্জন' এবং 'ওমকার’ নামে আবৃত্তি রচনা করেন?
Ⓐ শেখ আব্দুল কুদ্দুস গঙ্গোহি
Ⓑ শেখ নিজামুদ্দিন আউলিয়া
Ⓒ শেখ মইউদ্দিন চিস্তি
Ⓓ শেখ হামিউদ্দিন নাগোরি
Answer : Ⓐ শেখ আব্দুল কুদ্দুস গঙ্গোহি
46. সূফি ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে ‘সাম' শব্দের অর্থ কী?
Ⓐ পবিত্র গীতা পাঠ
Ⓑ যাদু কৃতিত্ব
Ⓒ আশ্ৰম
Ⓓ শিষ্য
Answer : Ⓐ পবিত্র গীতা পাঠ
47. ‘মালফুজত্ সাহিত্য হল—
Ⓐ সুফিনেতাদের বক্তৃতা
Ⓑ সুফিয়ানদের তত্ত্ব এবং অনুশীলনের উপর সুফিদের দ্বারা লিখিত চুক্তি।
Ⓒ সুফি আদেশে জীবনীমূলক অভিধান
Ⓓ উপরের সবগুলি
Answer : Ⓒ সুফি আদেশে জীবনীমূলক অভিধান
48. নিম্নলিখিতগুলির মধ্যে কে ভক্তিধর্মের প্রবক্তা ছিলেন না?
Ⓐ নাগার্জুন
Ⓑ বল্লভাচার্য
Ⓒ তুকারাম
Ⓓ ত্যাগরাজ
Answer : Ⓐ নাগার্জুন
49. দক্ষিণ ভারতের নয়নার সাধুরা কার ভক্ত ছিলেন?
Ⓐ বিষ্ণু
Ⓑ শিব
Ⓒ বুদ্ধ
Ⓓ কৃষ্ণ
Answer : Ⓑ শিব
50. প্রথমদিকের ভক্তিসন্ত দক্ষিণ ভারতের আলবাররা কোন দেবতার প্রতি উৎসর্গীকৃত ছিলেন?
Ⓐ রাম
Ⓑ কৃষ্ণ
Ⓒ শিব
Ⓓ বিষ্ণু
Answer : বিষ্ণু
51. চারার-ই-শারিফ অথবা শরিফ নামক সুফী ধর্মস্থানটি কোন শহরের কাছে অবস্থিত?
Ⓐ লক্ষ্ণৌ
Ⓑ হায়দ্রাবাদ
Ⓒ শ্রীনগর
Ⓓ মুম্বাই
Answer : Ⓒ শ্রীনগর
52. ভারতের মুঘল আমল সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
Ⓐ প্রচুর পরিমাণে শস্য ফলত
Ⓑ কৃষকদের মধ্যে একতা ছিল ও তারা স্বজাতিভুক্ত ছিল
Ⓒ বেশিরভাগ ফসল বছরে দু'বার চাষ হত
Ⓓ রাজ্যগুলি বেশি করে অর্থ উপার্জনে সক্ষম এরকম ফসল ফলাতে উৎসাহ দিত
Answer : Ⓑ কৃষকদের মধ্যে একতা ছিল ও তারা স্বজাতিভুক্ত ছিল
53. 'হুমায়ুননামা' রচনার জন্য আকবর কাকে কর্মভার দিয়েছিলেন?
Ⓐ যোধা বেগম
Ⓑ গুলবদন বেগম
Ⓒ জগৎ গোঁসাই বেগম
Ⓓ মারিয়াম-উজ-জামানি
Answer : Ⓑ গুলবদন বেগম
54. মুঘল যুগে ‘মিল্কিজাত (Milkiyat) শব্দটির অর্থ কী?
Ⓐ ইজারাদারি
Ⓑ জায়গিরদারি
Ⓒ মনসবদার
Ⓓ জামিনদার
Answer : Ⓓ জামিনদার
55. শেরশাহ শূরীর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
Ⓐ রোহতাসগড়
Ⓑ সারারাম
Ⓒ চৌসা
Ⓓ দিল্লি
Answer : Ⓑ সারারাম
56. আকবর সম্রাট থাকাকালীন তাঁর সভাসদ দসবন্ত কি বিষয়ে পারদর্শিতা অর্জন করেন?
Ⓐ চিত্র অঙ্কন
Ⓑ তীরন্দাজি
Ⓒ সঙ্গীত
Ⓓ কর সংগ্রহ
Answer : Ⓐ চিত্র অঙ্কন
57. জাঠ উপজাতির ‘প্লেটো' নামে পরিচিত কে?
Ⓐ বদন সিং
Ⓑ সুরজমল
Ⓒ চূড়ামন
Ⓓ রাজারাম
Answer : Ⓑ সুরজমল
58. শাহজাহানের রাজত্বকালে মুঘল যুগের মাহাত্ম্য নিয়ে কে ‘চাহার চামান' (Char Chaman) নামক বইটি রচনা করেছিলেন?
Ⓐ আবুল ফজল
Ⓑ চন্দ্রভান ব্রাক্ষ্মণ
Ⓒ গুলবাদান বেগম
Ⓓ মহম্মদ ওয়ারিস
Answer : Ⓑ চন্দ্রভান ব্রাক্ষ্মণ
59. বাবরকে কে ভারত আক্রমণে প্ররোচিত করেন?
Ⓐ আলম খান লোদি
Ⓑ দৌলত খান লোদি
Ⓒ রাপা সঙ্গ
Ⓓ ইব্রাহিম লোদী
Answer : Ⓑ দৌলত খান লোদি
60. বাবর কোন দুটি স্থান জয়লাভ করেছিলেন?
Ⓐ লাহোর ও দীপালপুর
Ⓑ দীপালপুর ও লাহোর
Ⓒ বেরার ও বিদর
Ⓓ চিতোর ও আহমেদনগর ঠিাকান
Answer : Ⓑ দীপালপুর ও লাহোর
61. ‘তুলঘুমা’ যুদ্ধরীতি কোন শাসক নেন?
Ⓐ বাবর
Ⓑ হুমায়ুন
Ⓒ আকবর
Ⓓ জাহাঙ্গীর
Answer : Ⓐ বাবর
62. কোন যুদ্ধে প্রথম আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা হয়?
Ⓐ পানিপথের প্রথম যুদ্ধ
Ⓑ পানিপথের দ্বিতীয় যুদ্ধ
Ⓒ খানুয়ার যুদ্ধ
Ⓓ চান্দওয়ার যুদ্ধ
Answer : Ⓐ পানিপথের প্রথম যুদ্ধ
63. চুণার দূর্গের অধিপতি কে ছিলেন?
Ⓐ শের খাঁ
Ⓑ মামুদ লোদি
Ⓒ ইব্রাহিম লোদী
Ⓓ বাহাদুর শাহ
Answer : Ⓐ শের খাঁ
64. অমরকোটের রাণা কে ছিলেন?
Ⓐ বীরশাল
Ⓑ বীরসিংহ
Ⓒ বীরছত্রশাল
Ⓓ বীর সিকন্দর
Answer : Ⓐ বীরশাল
65. হুমায়ুনের সময়কালে পারস্যের শাসক কে ছিলেন?
Ⓐ জাহিদ খান
Ⓑ শাহ তহমাম্প
Ⓒ বীরশাল
Ⓓ সিকন্দর
Answer : Ⓑ শাহ তহমাম্প
66. শিরহিন্দের যুদ্ধ কবে সংঘটিত হয়?
Ⓐ ১৫৫২ খ্রিষ্টাব্দে
Ⓑ ১৫৫৩ খ্রিষ্টাব্দে
Ⓒ ১৫৫৪ খ্রিষ্টাব্দে
Ⓓ ১৫৫৫ খ্রিষ্টাব্দে
Answer : Ⓓ ১৫৫৫ খ্রিষ্টাব্দে
67. শাহর ‘টঙ্কা' কী নামে পরিচিত ছিল?
Ⓐ দিনার
Ⓑ রুপিয়া
Ⓒ দাম
Ⓓ জিতল
Answer : Ⓑ রুপিয়া
68. ‘তারিখ-ই-শেরশাহী' কার লেখা?
Ⓐ নিজাউদ্দিন সিরাজি
Ⓑ শামস-ই-সিরাজ আফিফ
Ⓒ খাজা আব্দুল সামাদ ইসামী
Ⓓ সিরাজুদ্দিন আলী ইয়াজদী
Answer : Ⓐ নিজাউদ্দিন সিরাজি
69. কোন ঐতিহাসিক আকবরের রাজত্বকালকে অন্তঃপুরিকার শাসনকাল বলেছেন?
Ⓐ আয়েষা জালাল
Ⓑ যদুনাথ সরকার
Ⓒ ভিনসেন্ট স্মিথ
Ⓓ তেসলিম চৌধুরী
Answer : Ⓒ ভিনসেন্ট স্মিথ
70. স্মিথ আকবরের কোন অভিযানকে ‘সর্বাপেক্ষা দ্রুততম অভিযান' বলেছেন?
Ⓐ গন্ডোয়ানা
Ⓑ গুজরাট
Ⓒ অম্বর
Ⓓ রণথম্বোর
Answer : Ⓑ গুজরাট
71. ‘সুলহ-ই-কুল' কথাটির অর্থ কী?
Ⓐ পরধর্ম সহিষ্ণুতা
Ⓑ শান্তি
Ⓒ পরিপূর্ণ অশান্তি
Ⓓ পরিপূর্ণ শান্তি
Answer : Ⓓ পরিপূর্ণ শান্তি
72. টোডরমল কখন ‘আইন-ই-দহশালা' প্ৰবৰ্তন করেন?
Ⓐ ১৫৭৭ সালে
Ⓑ ১৫৭৯ সালে
Ⓒ ১৫৭৮ সালে
Ⓓ ১৫৮০ সালে
Answer : Ⓓ ১৫৮০ সালে
73. প্রথম আকবরের আমলে সুবা কয়টি ছিল?
Ⓐ ১২টি
Ⓑ ১৪টি
Ⓒ ৩২টি
Ⓓ ১৩২টি
Answer : Ⓐ ১২টি
74. জাবতি ব্যবস্থা কোথায় প্রথম চালু হয়?
Ⓐ গুজরাট
Ⓑ কান্দাহার
Ⓒ কাবুল
Ⓓ বিহার
Answer : Ⓓ বিহার
75. টোডরমলের ব্যবস্থা কত সালে চালু হয়?
Ⓐ ১৫৭৯ সালে
Ⓑ ১৫৮০ সালে
Ⓒ ১৫৮১ সালে
Ⓓ ১৫৮২ সালে
Answer : Ⓓ ১৫৮২ সালে
76. বিজয়নগরকে 'বিশ্বের সেরা শহর' বলে উল্লেখ করেছেন?
Ⓐ নিকোলো কন্টি
Ⓑ আব্দুর রজ্জাক
Ⓒ ডোমিনিগো পায়েজ
Ⓓ নুনিজ
Answer : Ⓒ ডোমিনিগো পায়েজ
77. কৃষ্ণদেব রায় পোর্তুগিজ সৈনিকদের সহয়তায় কোন বিজাপুর সুলতানকে পরাজিত করেন?
Ⓐ নাদির শাহ
Ⓑ মামুদ শাহ
Ⓒ ইসমাইল শাহ
Ⓓ নিজাম শাহ
Answer : Ⓒ ইসমাইল শাহ
78. 'হরিবিলাস' গ্রন্থের রচয়িতা কে?
Ⓐ দ্বিতীয় দেবরায়
Ⓑ দ্বিতীয় বিরূপাক্ষ
Ⓒ শ্রীনাথ
Ⓓ রামভদ্র
Answer : Ⓒ শ্রীনাথ
79. আলাউদ্দিন হুসেন শাহের রাজত্বকালে ভগবদ্ গীতার বাংলা অনুবাদ করেন?
Ⓐ বৃহস্পতি মিশ্র
Ⓑ মালাধর বসু
Ⓒ রূপ গোস্বামী
Ⓓ বিপ্রদাস
Answer : Ⓑ মালাধর বসু
80. বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন?
Ⓐ গিয়াসউদ্দিন তুঘলক
Ⓑ ফিরোজ শাহ তুঘলক
Ⓒ মহম্মদ বিন তুঘলক
Ⓓ আলাউদ্দিন খলজি
Answer : Ⓒ মহম্মদ বিন তুঘলক
81. কত খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
Ⓐ 1336 খ্রিস্টাব্দে
Ⓑ 1342 খ্রিস্টাব্দে
Ⓒ 1347 খ্রিস্টাব্দে
Ⓓ 1390 খ্রিস্টাব্দে
Answer : Ⓐ 1336 খ্রিস্টাব্দে
82. রুশ পর্যটক আথেনসিয়াস নিকিতিন কার রাজত্বকালে বাহমনি রাজ্যের আসেন?
Ⓐ ফিরোজ শাহ বাহমন
Ⓑ তৃতীয় মহম্মদ শাহ
Ⓒ আহম্মদ শাহ
Ⓓ মামুদ শাহ
Answer : Ⓑ তৃতীয় মহম্মদ শাহ
83. পোর্তুগিজ গভর্নর আলবুকার্ক কে ভাটখালে দুর্গ নির্মাণের অনুমতি দিয়েছিলেন?
Ⓐ দ্বিতীয় দেবরায়
Ⓑ ফিরোজ শাহ বাহমন
Ⓒ মামুদ শাহ
Ⓓ কৃষ্ণদেব রায়
Answer : Ⓓ কৃষ্ণদেব রায়
84. বিজয়নগর সাম্রাজ্যের সেনাপতিকে বলা হত?
Ⓐ মহাপ্রধান
Ⓑ দণ্ডনায়ক
Ⓒ মহাধ্যক্ষ
Ⓓ অধীশ
Answer : Ⓑ দণ্ডনায়ক
85. বাবরের রচিত 'তুজুক-ই-বাবরি’ গ্রন্থে বাংলার কোন শাসকের উল্লেখ রয়েছে?
Ⓐ হুসেন শাহ
Ⓑ সিকন্দর শাহ
Ⓒ নসরৎ শাহ
Ⓓ ইলিয়াস শাহ
Answer : Ⓒ নসরৎ শাহ
86. ‘নেগল্লপুরম' নামক একটি নগর কে প্রতিষ্ঠা করেন?
Ⓐ কৃষ্ণদেব রায়
Ⓑ দ্বিতীয় ভেঙ্কট
Ⓒ তৃতীয় রঙ্গ
Ⓓ অচ্যুত রায়
Answer : Ⓐ কৃষ্ণদেব রায়
87. কার রাজত্বকালে পোর্তুগিজরা তুতিকোরিনে স্বাধীন উপনিবেশ গড়ে তোলে?
Ⓐ প্রথম দেবরায়
Ⓑ অচ্যুত রায়
Ⓒ দ্বিতীয় দেবরায়
Ⓓ সদাশিব রায়
Answer : Ⓑ অচ্যুত রায়
88. বৌদ্ধ ভিক্ষু মহারত্ন ধর্মরাজাকে দূত রূপে চিনে প্রেরণ করেন?
Ⓐ রাজা গণেশ
Ⓑ সিকন্দর শাহ
Ⓒ নসরৎ শাহ
Ⓓ গিয়াসউদ্দিন আজম শাহ
Answer : Ⓓ গিয়াসউদ্দিন আজম শাহ
89. কার আধ্যাত্মিক কবিতাসমূহ 'অভঙ্গ' নামে পরিচিত?
Ⓐ কবির
Ⓑ তুকারাম
Ⓒ নামদেব
Ⓓ দাদু দয়াল
Answer : Ⓑ তুকারাম
90. ভারতে সুফিবাদ প্রবর্তিত হয়?
Ⓐ একাদশ শতকে
Ⓑ দ্বাদশ শতকে
Ⓒ চতুর্দশ শতকে
Ⓓ ত্রয়োদশ শতকে
Answer : Ⓓ ত্রয়োদশ শতকে
91. ‘বেদান্ত সংগ্রহ' গ্রন্থের রচয়িতা হলেন—
Ⓐ শংকরাচার্য
Ⓑ বল্লভাচার্য
Ⓒ মাধবাচার্য
Ⓓ সুরদাস
Answer : Ⓒ মাধবাচার্য
92. মুঘল স্থাপত্যে প্রথম মোজাইকের ব্যবহার কে চালু করেন?
Ⓐ আকবর
Ⓑ হুমায়ূন
Ⓒ জাহাঙ্গীর
Ⓓ শাহজাহান
Answer : Ⓒ জাহাঙ্গীর
93. কার উদ্যোগে ভারতে ইন্দো-ইসলামীয় স্থাপত্যের সূচনা হয়?
Ⓐ ইলতুৎমিস
Ⓑ কুতুবউদ্দিন আইবক
Ⓒ আলাউদ্দিন খলজি
Ⓓ মহম্মদ বিন তুঘলক
Answer : Ⓑ কুতুবউদ্দিন আইবক
94. সুলতানি যুগে নির্মিত ‘অতালা মসজিদ'টি কোন শিল্পরীতির উদাহরণ?
Ⓐ জৌনপুর
Ⓑ গুজরাট
Ⓒ মালব
Ⓓ বাংলাদেশ
Answer : Ⓐ জৌনপুর
95. গৌড়ের দাখিল দরওয়াজা' কে নির্মাণ করেন?
Ⓐ সিকান্দার শাহ
Ⓑ গিয়াসউদ্দিন আজম শাহ
Ⓒ রুকনউদ্দিন বরবক শাহ
Ⓓ শামসুদ্দিন ইউসুফ শাহ
Answer : Ⓒ রুকনউদ্দিন বরবক শাহ
96. যন্তরমন্তর কোন মহারাজা স্থাপন করেন?
Ⓐ জয়পুরের প্রথম জয়সিংহ
Ⓑ জয়পুরের দ্বিতীয় জয়সিংহ
Ⓒ প্রথম রামসিংহ
Ⓓ বিষাণ সিং
Answer : Ⓑ জয়পুরের দ্বিতীয় জয়সিংহ
97. 'সুলতান ঘড়ি' কে নির্মাণ করেন?
Ⓐ কুতুবউদ্দিন আইবক
Ⓑ বলবন
Ⓒ আলাউদ্দিন খলজি
Ⓓ ইলতুৎমিস
Answer : Ⓓ ইলতুৎমিস
98. ‘দিনপনাহ’ কোথায় নির্মিত হয়?
Ⓐ আগ্রা
Ⓑ সিন্ধু
Ⓒ কান্দাহার
Ⓓ দিল্লি
Answer : Ⓓ দিল্লি
99. ‘দিনপনাহ' শব্দের অর্থ কী?
Ⓐ ঈশ্বরের আশ্রয়
Ⓑ জগতের আশ্রয়
Ⓒ দরিদ্রের আশ্রয়
Ⓓ কোনটিই নয়
Answer : Ⓑ জগতের আশ্রয়
100. নিম্নের কোন স্মৃতি সৌধটি 'Taj of the Decan' হিসেবে পরিচিত?
Ⓐ কুতুবমিনার
Ⓑ চারমিনার
Ⓒ বিবিকা মাকবারা
Ⓓ মহাবত মাকবারা
Answer : Ⓒ বিবিকা মাকবারা
101. অম্বরের শাসক সাওয়াই-জয় সিং পাচটি মহাকাশ পর্যবেক্ষণকারী ‘জন্তর মন্তর' নির্মাণের জন্য পরিচিত। নিম্নের কোন শহরে কোন ‘পর্যবেক্ষণকারী জন্তর মন্তর' নেই?
Ⓐ বারাণসী
Ⓑ উজ্জয়েন
Ⓒ মথুরা
Ⓓ উদয়পুর
Answer : Ⓓ উদয়পুর
102. 'অপভ্রংশ' শব্দটি মধ্যযুগীয় সংস্কৃত গ্রন্থগুলি বোঝাতে ব্যবহৃত হয়েছিল?
Ⓐ রাজপুতদের মধ্যে ছড়িয়ে পড়ে
Ⓑ বৈদিক আচার থেকে বিচ্যুতি
Ⓒ অ-সংস্কৃত শ্লোক
Ⓓ আধুনিক ভারতীয় ভাষার কিছু প্রাথমিক সংস্করণ
Answer : Ⓓ আধুনিক ভারতীয় ভাষার কিছু প্রাথমিক সংস্করণ
103. নীচের মধ্যে মধ্যযুগীয় ভারতের বিখ্যাত আইনজ্ঞ কে ছিলেন?
Ⓐ রাজশেখর
Ⓑ বিজ্ঞানেশ্বর
Ⓒ হেমাদ্রি
Ⓓ জিমুতবাহন
Answer : Ⓐ রাজশেখর
104. মুঘল চিত্রশিল্প ভারতীয় ক্ষুদ্র শিল্পের বিভিন্ন বিদ্যালয়ের মেরুদন্ড হয়ে উঠেছিল। কোন চিত্রশৈলী মুঘল চিত্র দ্বারা প্রভাবিত হয়নি?
Ⓐ পাহাড়ি
Ⓑ রাজস্থানি
Ⓒ কাংড়া
Ⓓ কালীঘাটা
Answer : Ⓓ কালীঘাটা
105. নাস্তালিক ছিল?
Ⓐ মুঘল শাসকদের দ্বারা আদায় করা একটি উপকর
Ⓑ উলেমাদের আচরণ বিধির জন্য একটি আইন
Ⓒ তানসেন রচিত একটি রাগ
Ⓓ একটি পার্সিয়ান শিলালেখ মধ্যযুগীয় ভারতে ব্যবহৃত হয়েছিল
Answer : Ⓓ একটি পার্সিয়ান শিলালেখ মধ্যযুগীয় ভারতে ব্যবহৃত হয়েছিল
106. নীচের মুঘল চিত্রশিল্পীতে “জাহাঙ্গীর সামাজিক রাজা শাহ আব্বাসকে জড়িয়ে রয়েছেন”–এই বিখ্যাত চিত্রটি এঁকেছিলেন?
Ⓐ বিষেনদাস
Ⓑ আব্দুল সামাদ
Ⓒ দশবন্ত
Ⓓ আবুল হাসান
Answer : Ⓐ বিষেনদাস
107. মধ্যযুগীয় ইন্দো-ইসলামিক স্থাপত্য শিল্পের সাথে সম্পর্কিত ‘পিস্তাক' (Pishtaq) শব্দটির অর্থ কী?
Ⓐ উঁচু প্রবেশদার
Ⓑ সত্য স্থাপত্য
Ⓒ গম্বুজ
Ⓓ জলাধার
Answer : Ⓐ উঁচু প্রবেশদার
108. কোথায় হরমন্দির সাহিব নামক স্বর্ণমন্দিরটি অবস্থিত?
Ⓐ জলন্ধর
Ⓑ অমৃতসর
Ⓒ পাতিয়ালা
Ⓓ লুধিয়ানা
Answer : Ⓑ অমৃতসর
109. কোন নদীর তীরে গুরদ্বার পাতালপুরি সাহিব নির্মিত হয়েছিল?
Ⓐ গঙ্গা
Ⓑ শতদ্রু
Ⓒ যমুনা
Ⓓ বিতস্তা
Answer : Ⓑ শতদ্রু
110. আকবর প্রবর্তিত ‘দীন-ই-ইলাহী' কোন বিশিষ্ট হিন্দু গ্রহণ করেন?
Ⓐ তানসেন
Ⓑ বাজ বাহাদুর
Ⓒ বীরবল
Ⓓ বিজয় সুরী
Answer : Ⓒ বীরবল
111. আকবর 'তীর্থকর' প্রত্যাহার করেন?
Ⓐ ১৫৬০ খ্রিস্টাব্দে
Ⓑ ১৫৬১ খ্রিস্টাব্দে
Ⓒ ১৫৬২ খ্রিস্টাব্দে
Ⓓ ১৫৬৩ খ্রিস্টাব্দে
Answer : Ⓓ ১৫৬৩ খ্রিস্টাব্দে
112. আকবর মাহজারনামা ঘোষণা করেন কত সালে?
Ⓐ ১৫৬৫ খ্রিস্টাব্দে
Ⓑ ১৫৭৫ খ্রিস্টাব্দে
Ⓒ ১৫৭৯ খ্রিস্টাব্দে
Ⓓ ১৫৮২ খ্রিস্টাব্দে
Answer : Ⓒ ১৫৭৯ খ্রিস্টাব্দে
113. আকবর জিজিয়া কর কবে তুলে দেন?
Ⓐ ১৫৬২ খ্রিস্টাব্দে
Ⓑ ১৫৬৪ খ্রিস্টাব্দে
Ⓒ ১৫৬৬ খ্রিস্টাব্দে
Ⓓ ১৫৬৮ খ্রিস্টাব্দে
Answer : Ⓑ ১৫৬৪ খ্রিস্টাব্দে
114. নিম্নের কোন শব্দটি মুঘলদের সাথে সংযুক্ত নয়?
Ⓐ জাগির (Jagir)
Ⓑ দাম (Dam)
Ⓒ জিতল (Jital)
Ⓓ মনসব (Mansab)
Answer : Ⓒ জিতল (Jital)
115. "The Last Mughal: The Fall of a Dynasty Delhi, 1857'— বইটি কে রচনা করেন?
Ⓐ জন কিরল্যান্ড
Ⓑ থমাস উইলসন
Ⓒ উইলিয়াম ডালরিম্পল
Ⓓ সাইমন ডিগবয়
Answer : Ⓒ উইলিয়াম ডালরিম্পল
116. আবুল ফজলের মতে নিম্নের কোন চিত্রশিল্পির চিত্র অঙ্কনে অসাধারণ প্রতিভা ছিল?
Ⓐ বাসাবান
Ⓑ মীর সৈয়দ আলি
Ⓒ আবদাস সামাদ
Ⓓ বেহযাদ
Answer : Ⓐ বাসাবান
117. নিম্নের কোন মুঘল সম্রাট ডেকান কিংডম কে হারানোর জন্য তার রাজত্বকালের অধিকাংশ সময় ব্যয় করেন?
Ⓐ আকবর
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ শাহজাহান
Ⓓ ঔরঙ্গজেব
Answer : Ⓓ ঔরঙ্গজেব
118. নিম্নের কোন বিবৃতিটি সঠিক?
Ⓐ আকবর গুজরাতকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে
Ⓑ শাহজাহান খানদেশকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে
Ⓒ হুমায়ুন মুঘল সাম্রাজ্যকে কাশ্মীর পর্যন্ত বিস্তৃত করে
Ⓓ জাহাঙ্গীর মালওয়াকে মুঘল সাম্রাজ্যেরঅন্তর্ভুক্ত করে
Answer : Ⓐ আকবর গুজরাতকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে
119. মালফুজাত-ই-তিমুরিত কার আত্মজীবনী মূলক গ্রন্থ?
Ⓐ মহম্মদ শাহ
Ⓑ তৈমুর লঙ
Ⓒ বিনতুঘলক
Ⓓ ইব্রাহিম লোদী
Answer : Ⓑ তৈমুর লঙ
120. ‘রায়ত-ই-আলা' কথাটির বাংলা অর্থ হল—
Ⓐ প্রধান বিচারপতি
Ⓑ প্রধান শাসন
Ⓒ প্রধানমন্ত্রী
Ⓓ প্রধানপ্রজা
Answer : Ⓓ প্রধানপ্রজা
121. লোদী বংশের কোন সুলতান হিন্দুদের যমুনা নদীতে স্নান নিষিদ্ধ করেন?
Ⓐ সিকান্দার লোদী
Ⓑ ইব্রাহিম লোদী
Ⓒ খিজির খাঁ
Ⓓ মহম্মদ শাহ
Answer : Ⓐ সিকান্দার লোদী
122. 'শ্রীকৃষ্ণবিজয়' কাব্য রচনা করেন?
Ⓐ কাশীরাম দাস
Ⓑ কৃত্তিবাস ওঝা
Ⓒ মালাধর বসু
Ⓓ শ্রীনাথ
Answer : Ⓒ মালাধর বসু
123. কে 'বেদমার্গ প্ৰতিষ্ঠাপক' উপাধি গ্রহণ করেন?
Ⓐ প্রথম দেবরায়
Ⓑ কৃষ্ণদেব রায়
Ⓒ অচ্যুত রায়
Ⓓ বুক্ক
Answer : Ⓓ বুক্ক
124. কে গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তরিত করেন?
Ⓐ নিজাম শাহ
Ⓑ মহম্মদ শাহ
Ⓒ মামুদ শাহ
Ⓓ আহম্মদ শাহ
Answer : Ⓓ আহম্মদ শাহ
125. কত খ্রিস্টাব্দে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
Ⓐ 1315 খ্রিস্টাব্দে
Ⓑ 1342 খ্রিস্টাব্দে
Ⓒ 1336 খ্রিস্টাব্দে
Ⓓ 1347 খ্রিস্টাব্দে
Answer : Ⓓ 1347 খ্রিস্টাব্দে
126. তালিকটের যুদ্ধে নিহত হন—
Ⓐ অচ্যুত রায়
Ⓑ রাম রায়
Ⓒ সদাশিব রায়
Ⓓ কৃষ্ণদেব রায়
Answer : Ⓑ রাম রায়
127. বিজয়নগর সাম্রাজ্যে সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন?
Ⓐ দ্বিতীয় হরিহর
Ⓑ দ্বিতীয় দেবরায়
Ⓒ মল্লিকার্জুন
Ⓓ দ্বিতীয় বিরূপাক্ষ
Answer : Ⓓ দ্বিতীয় বিরূপাক্ষ
128. মুঘল শাসনের সূচনাকালে বাংলার শাসক ছিলেন?
Ⓐ হুসেন শাহ
Ⓑ নসরৎ শাহ
Ⓒ সিকন্দর শাহ
Ⓓ মুজফ্ফর শাহ
Answer : Ⓑ নসরৎ শাহ
129. কে বিজয়নগরে সঙ্গম বংশের রাজত্বের অবসান ঘটান?
Ⓐ তিরুমল
Ⓑ দ্বিতীয় ভেঙ্কট
Ⓒ বীর নরসিংহ
Ⓓ নরসিংহ সালুভ
Answer : Ⓓ নরসিংহ সালুভ
130. কার রাজত্বকালে ইতালীয় বণিক নিকোলো কন্টি বিজয়নগরে আসেন?
Ⓐ কৃষ্ণদেব রায়
Ⓑ বুক্ক
Ⓒ দ্বিতীয় দেবরায়
Ⓓ বীর নরসিংহ
Answer : Ⓒ দ্বিতীয় দেবরায়
131.কৃষ্ণদেব রায় কোন ভাষায় অমুক্তমাল্যদা রচনা করেন?
Ⓐ কন্নড়
Ⓑ তেলুগু
Ⓒ তামিল
Ⓓ সংস্কৃত
Answer : Ⓑ তেলুগু
132. বিজয়নগরের প্রধানমন্ত্রীকে বলা হত—
Ⓐ দণ্ডনায়ক
Ⓑ রাজপ্রধান
Ⓒ মহাধ্যক্ষ
Ⓓ মহাপ্রধান
Answer : Ⓓ মহাপ্রধান
133. বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন?
Ⓐ মুরশিদকুলি খাঁ
Ⓑ হুসেন শাহ
Ⓒ সিকন্দর শাহ
Ⓓ শামসউদ্দিন ইলিয়াস শাহ
Answer : Ⓓ শামসউদ্দিন ইলিয়াস শাহ
134. দনুজমর্দনদেব উপাধি কে গ্রহণ করেন?
Ⓐ প্রথম হরিহর
Ⓑ কৃষ্ণদেব রায়
Ⓒ রাজা গণেশ
Ⓓ অচ্যুত রায়
Answer : Ⓒ রাজা গণেশ
135. দিল্লির কোন সুলতান বাংলায় ইলিয়াস শাহের সার্বভৌমত্ব স্বীকার করেন?
Ⓐ ফিরোজ শাহ তুঘলক
Ⓑ মহম্মদ বিন তুঘলক
Ⓒ সিকন্দর শাহ লোদি
Ⓓ আলাউদ্দিন খলজি
Answer : Ⓐ ফিরোজ শাহ তুঘলক
136. বিজয়নগরে তুলুভ বংশের প্রতিষ্ঠা করেন?
Ⓐ হরিহর ও বুক্ক
Ⓑ মল্লিকার্জুন
Ⓒ বীর নরসিংহ
Ⓓ প্রথম দেবরায়
Answer : Ⓒ বীর নরসিংহ
137. কৃষ্ণদেব রায় কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?
Ⓐ শৈব
Ⓑ জৈন
Ⓒ বৈষ্ণব
Ⓓ বৌদ্ধ
Answer : Ⓒ বৈষ্ণব
138. বিজয়নগরের প্রাদেশিক শাসনকর্তাদের বলা হত?
Ⓐ অধীশ
Ⓑ অধ্যক্ষ
Ⓒ প্রধান
Ⓓ নায়ক
Answer : Ⓓ নায়ক
139. তালিকোটার যুদ্ধের সময় বিজয়নগরের শাসক ছিলেন?
Ⓐ বীর নরসিংহ
Ⓑ সদাশিব রায়
Ⓒ অচ্যুত রায়
Ⓓ কৃষ্ণদেব রায়
Answer : Ⓑ সদাশিব রায়
140. অন্ধ্রভোজ নামে পরিচিত ছিলেন—
Ⓐ পেদ্দান
Ⓑ কৃষ্ণদেব রায়
Ⓒ বুক্ক
Ⓓ তিন্মায়ার
Answer : Ⓑ কৃষ্ণদেব রায়
141. ছোটোসোনা মসজিদ কার স্থাপত্যকীর্তি ছিল?
Ⓐ হুসেন শাহ
Ⓑ সিকন্দর শাহ
Ⓒ বরবক শাহ
Ⓓ নসরৎ শাহ
Answer : Ⓐ হুসেন শাহ
142. মালাধর বসুকে ‘গুণরাজ খাঁ’ উপাধিতে ভূষিত করেন—
Ⓐ হুসেন শাহ
Ⓑ রাজা গণেশ
Ⓒ নসরৎ শাহ
Ⓓ রুকনউদ্দিন বরবক শাহ
Answer : Ⓓ রুকনউদ্দিন বরবক শাহ
143. হুসেন শাহী বংশের রাজত্বকালে মহাভারতের বঙ্গানুবাদ করেন?
Ⓐ শ্রীধর কবিরাজ
Ⓑ কৃত্তিবাস ওঝা
Ⓒ কবীন্দ্র পরমেশ্বর
Ⓓ কাশীরাম দাস
Answer : Ⓒ কবীন্দ্র পরমেশ্বর
Unit- I (Negotiating the Sources)
Unit- II (From State to Empire)
Unit- III (Emergence of Regional Kingdoms)
Unit- IV (Source of Medieval Indian History)
Unit- V (Administration & Economy)
Unit- VI (Society and Culture)
Unit- VII (Sources of Modern Indian History)
Unit- VIII (Colonial Economy)
Unit- IX (Rise of Indian Nationalism)
Unit- X (Historical Method, Research, Methodology and Historiography)