WB SET HISTORY MCQ PRACTICE UNIT: VII & VIII (Colonial Economy)

WB SET HISTORY UNIT: VII & VIII (Total-189)

1. ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সবথেকে শেষে কারা ভারতে এসেছিল?
Ⓐ ব্রিটিশ
Ⓑ ডাচ 
Ⓒ পোর্তুগিজ
Ⓓ ফরাসি
Answer : Ⓓ ফরাসি

2. ডাচদের কোন দ্রব্য প্রথম রপ্তানি হত করমন্ডল উপকূলের বন্দর দিয়ে?
Ⓐ মশলা
Ⓑ বস্ত্ৰ
Ⓒ নীল
Ⓓ সোরা
Answer :  Ⓑ বস্ত্ৰ

3.‘মিরাস' কথাটির অর্থ কী?
Ⓐ জায়গিরদার
Ⓑ বংশানুক্রমিক স্বত্ত্ব
Ⓒ জমিদার
Ⓓ ইজারাদার
Answer : Ⓑ বংশানুক্রমিক স্বত্ত্ব

4. রেলওয়ে ব্যবস্থাকে রাজকীয় নিয়ন্ত্রণে আনার কথা প্রথম বলেন কে?
Ⓐ জন স্ট্রাচি
Ⓑ উইলিয়াম অ্যাকয়ার্থ
Ⓒ উইলিয়াম হল্যান্ড
Ⓓ থমসন
Answer : Ⓑ উইলিয়াম অ্যাকয়ার্থ

5. বিভীষিকাজনক স্তম্ভ বলতে কি বোঝায়?
Ⓐ পুলিশ
Ⓑ সরকার
Ⓒ জনগণ
Ⓓ কোনোটি নয়
Answer : Ⓐ পুলিশ


6. ব্যারাকপুরের কত নং সেনানিবাসে বিদ্রোহ দেখা যায়?
Ⓐ ৩৩ নং
Ⓑ ৩৪ নং
Ⓒ ৩৬ নং
Ⓓ ৩৮ নং
Answer : Ⓑ ৩৪ নং

7. 1761 সাল ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন?
Ⓐ মহীশূরের হায়দার আলির মৃত্যু
Ⓑ ইংরেজরা দিল্লী অধিকার করে
Ⓒ বাংলায় ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ
Ⓓ মারাঠারা তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হন
Answer : Ⓓ মারাঠারা তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হন

8. ভারতে নিম্নলিখিত অবস্থানগুলির মধ্যে1605 খ্রিস্টাব্দে ডাচরা তাদের প্রথম কারখানা স্থাপন কোথায় করেছিল?
Ⓐ মাসুলিপট্টনম
Ⓑ পুলিকট
Ⓒ সুরাট
Ⓓ কোচিন
Answer : Ⓐ মাসুলিপট্টনম

9. কোন বছরে কর্ণওয়ালিস কোড়-এর সূচনা হয়েছিল?
Ⓐ 1793 সালে 
Ⓑ 1805 সালে
Ⓒ 1857 সালে
Ⓓ 1723 সালে
Answer : Ⓐ 1793 সালে 

10. Battle of Swally 1612 খ্রিস্টাব্দে ব্রিটিশরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন?
Ⓐ ডাচ
Ⓑ ফ্রেঞ
Ⓒ পর্তুগীজ
Ⓓ ড্যানিস
Answer : Ⓒ পর্তুগীজ

11. কোন ইউরোপীয় কোম্পানি প্রথম ভারতে আসেন?
Ⓐ ইংরেজ
Ⓑ ফরাসি
Ⓒ ডাচ
Ⓓ পোর্তুগীজ
Answer : Ⓓ পোর্তুগীজ

12. ইংরেজরা ভারতে তাদের প্রথম কারখানা স্থাপন যে অঞ্চলে করেছিল ১৬১২ সালে?
Ⓐ গোয়া
Ⓑ মাদ্রাজ
Ⓒ কালিকট
Ⓓ সুরাট
Answer :  Ⓓ সুরাট

13. ভারতের কোন অঞ্চলটি ইউরোপীয়দের সেরা মানের লবণের ও আফিমের সরবরাহ করত?
Ⓐ মালাবার
Ⓑ বিহার
Ⓒ করমন্ডল
Ⓓ গুজরাট
Answer :  Ⓑ বিহার

14. ভারতে পর্তুগীজদের প্রাথমিক রাজধানী কোনটি?
Ⓐ কালিকট
Ⓑ গোয়া
Ⓒ কোচিন
Ⓓ কন্নোর
Answer :  Ⓒ কোচিন

15. ভাস্কো-দা-গামা যখন কালিকটে নামে তখন কোন ভারতীয় রাজা তাঁকে অভ্যর্থনা জানান?
Ⓐ কৃষ্ণদেব রায়
Ⓑ দেবরায়
Ⓒ আসফ ইসমাইল মূলক
Ⓓ জামোরিন
Answer : Ⓓ জামোরিন

16. প্রখ্যাত গ্রন্থ "The Permanent Settlement in Bengal" এর রচয়িতা কে?
Ⓐ নীলমণি মুখার্জী
Ⓑ রণজিত গুহ
Ⓒ ভেরেলস্ট
Ⓓ সিরাজ-উল ইসলাম
Answer : Ⓓ সিরাজ-উল ইসলাম

17. ফিলিপ ফ্রান্সিস কোন অর্থনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন?
Ⓐ ফিজিয়োক্র্যাট
Ⓑ ক্যাপিটালিজম
Ⓒ মার্কেন্টাইল
Ⓓ কোনোটিই নয়
Answer : Ⓐ ফিজিয়োক্র্যাট

18.‘চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দৃঢ়, সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ' - এই কথা বলেছেন?
Ⓐ হেনরি পাতুলো
Ⓑ মার্শম্যান
Ⓒ থমসন
Ⓓ হোমস 
Answer :  Ⓐ হেনরি পাতুলো

19. ‘চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দুঃখজনক ভুল'-এটি কার উক্তি?
Ⓐ মার্শম্যান
Ⓑ জোমস
Ⓒ রমেশচন্দ্র দত্ত
Ⓓ রণজিৎ গুহ
Answer : Ⓒ রমেশচন্দ্র দত্ত

20. 'A Rule of Property for Bengal' কার লেখা?
Ⓐ জেমস গ্রান্ট
Ⓑ বিপানচন্দ্র
Ⓒ রণজিৎ গুহ
Ⓓ জনমোর
Answer :  Ⓒ রণজিৎ গুহ

21. রায়তওয়ারী ভূমি বন্দোবস্ত প্রথম কোন অঞ্চলে চালু করা হয়?
Ⓐ দিন্দিগুল
Ⓑ করমণ্ডল
Ⓒ চিংগলপুট
Ⓓ সালেম
Answer : Ⓑ করমণ্ডল

22. যে জমি কোম্পানি সরকার পুরানো মুসলিম শাসকদের কাছ থেকে সরাসরি অধিগ্রহণ করেছিলেন, সেগুলিকে কী বলা হত?
Ⓐ খালিসা
Ⓑ হাভেলি
Ⓒ ওয়াতন
Ⓓ মহল
Answer : Ⓒ ওয়াতন

23. 'The Ryatwari System in Madras' গ্রন্থটির লেখক কে?
Ⓐ সিরাজুল ইসলাম
Ⓑ মুনরো
Ⓒ নীলমণি মুখার্জী
Ⓓ আলেকজান্ডার রীড
Answer : Ⓓ আলেকজান্ডার রীড

24. পত্তনি প্রথার সূচনা হয় কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে?
Ⓐ একশালা
Ⓑ চিরস্থায়ী
Ⓒ পাঁচশালা
Ⓓ দশশালা
Answer : Ⓓ দশশালা


25. সম্পদ নির্গমনের প্রক্রিয়া প্রথম শুরু হয়?
Ⓐ ১৮৫৭ মহাবিদ্রোহের পর
Ⓑ পলাশী যুদ্ধের পর
Ⓒ প্রথম বিশ্বযুদ্ধের পর
Ⓓ বাংলা বিভাজনের পর
Answer : Ⓑ পলাশী যুদ্ধের পর

26. ভারতের আর্থিক ইতিহাসের ওপর প্রথম প্রসিদ্ধ পুস্তকের লেখক কে ছিলেন?
Ⓐ রমেশচন্দ্র দত্ত
Ⓑ দাদাভাই নৌরজী
Ⓒ রাণাডে
Ⓓ মদনমোহন মালব্য
Answer : Ⓐ রমেশচন্দ্র দত্ত

27. তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের উপন্যাস ‘গণদেবতা’-য় কোন প্রথার পতনের কথা বলা হয়েছে?
Ⓐ যজমানি প্রথা
Ⓑ মহলওয়ারী প্রথা
Ⓒ তালুকদারী প্রথা
Ⓓ ভাইয়াচারী প্রথা
Answer :  Ⓐ যজমানি প্রথা

28. ঔপনিবেশিক অর্থনীতির মূল উদ্দেশ্য কোনটি?
Ⓐ ভারতে শিল্প অর্থনীতির বিকাশ
Ⓑ ভারতীয় রাজস্বকে সম্পূর্ণভাবে ব্রিটিশ নিয়ন্ত্রণে রাখা
Ⓒ ভারতের ওপর রাজনৈতিক প্রাধান্য বিস্তার
Ⓓ এগুলির কোনটিই নয়
Answer : Ⓓ এগুলির কোনটিই নয়

29. ১৮৫৭ খ্রিস্টাব্দে কটি গ্রামে বিদ্রোহ দেখা যায়?
Ⓐ ৫০০
Ⓑ ১৩৪৭
Ⓒ ১৩৪৮
Ⓓ ১৩৬৬ 
Answer : Ⓑ ১৩৪৭

30. ক্যালকাটা রিভিউ পত্রিকাটি কবে প্রকাশিত হয়?
Ⓐ ১৮৫৬
Ⓑ ১৮৫৭
Ⓒ ১৮৫৮
Ⓓ ১৮৫৯ 
Answer : Ⓐ ১৮৫৬

31. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর স্বামী তথা ঝাঁসির মহারাজার নাম কি?
Ⓐ তাঁতিয়া টোপী
Ⓑ নানাসাহেব
Ⓒ দামোদর রাও
Ⓓ গঙ্গাধর রাও 
Answer : Ⓓ গঙ্গাধর রাও 

32. ভারতীয় সিপাহীরা কত টাকা বেতন পেত?
Ⓐ ৫৬ টাকা
Ⓑ ৮২ টাকা 
Ⓒ ৮৩ টাকা 
Ⓓ ৮৪ টাকা
Answer :  Ⓓ ৮৪ টাকা

33. নীচের মন্তব্যটি কোনটি সঠিক?
Ⓐ ১৮৫৭ সালে মহাবিদ্রোহকে হায়দ্রাবাদের নিজাম সমর্থন করেননি
Ⓑ Unhappy India গ্রন্থটির লেখক দীনবন্ধু মিত্র
Ⓒ গোয়ালিয়র সিন্ধিয়া ঝাঁসির নেতৃত্ব দেন মঙ্গলপান্ডে
Ⓓ দিল্লিতে সেনা অভিযানের নেতৃত্ব দেন মঙ্গল পান্ডে
Answer : Ⓐ ১৮৫৭ সালে মহাবিদ্রোহকে হায়দ্রাবাদের নিজাম সমর্থন করেননি

34. ১৮৫৭ সালের বিদ্রোহের মুখ্য সূচনা হয়—
Ⓐ পূর্ব ও পশ্চিম দিক থেকে
Ⓑ পশ্চিম ও উত্তর দিক থেকে
Ⓒ উত্তর ও পূর্ব দিক থেকে
Ⓓ দক্ষিণ ও মধ্য ভারত থেকে
Answer : Ⓓ দক্ষিণ ও মধ্য ভারত থেকে

35. দ্য সিপাই মিউটনি অ্যান্ড দ্য রিভোল্ট অব ১৮৫৭ গ্রন্থটির রচয়িতা কে?
Ⓐ সুরেন্দ্রনাথ সেন
Ⓑ ম্যালেসন
Ⓒ এইচ মিড
Ⓓ রমেশচন্দ্র মজুমদার
Answer : Ⓓ রমেশচন্দ্র মজুমদার

36. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের বাঘ নামে পরিচিত?
Ⓐ কুনওয়ার সিং
Ⓑ বখত খান
Ⓒ মঙ্গলপান্ডে
Ⓓ নানাসাহেব
Answer : Ⓐ কুনওয়ার সিং

37. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর প্রকৃত নাম কী ছিল?
Ⓐ মীরাবাঈ
Ⓑ রাজ্যশ্রী
Ⓒ মণিকর্ণিকা 
Ⓓ রাজলক্ষী
Answer : Ⓒ মণিকর্ণিকা

38. কোন ভারতীয় ব্যক্তি ১৮৫৭ সালের বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ভেবেছিলেন যে, ব্রিটিশের অস্ত্রের সাহায্যে উৎখাত করা যেতে পারে?
Ⓐ গোপাল হরিদেশমুখ
Ⓑ বাসুদেব বলবন্ত ফাড়
Ⓒ বিনায়ক দামোদর সাভারকর
Ⓓ কেউ নন এদের মধ্যে
Answer : Ⓑ বাসুদেব বলবন্ত ফাড়

39. কার্ল মার্কস ১৮৫৭ খ্রিঃ বিদ্রোহকে কী বলে উল্লেখ করেছেন?
Ⓐ ভারতের স্বাধীনতা বিদ্ৰোহ
Ⓑ জাতীয় বিদ্রোহ
Ⓒ ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ
Ⓓ এদের কোনটি নয়
Answer : Ⓑ জাতীয় বিদ্রোহ

40. পর্তুগিজদের দ্বারা ভারতে প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? 
Ⓐ উইলিয়াম বোল্টসের স্কিম
Ⓑ কলব্লুসেস ত্রয়োট্রাস কোসাস
Ⓒ প্যান্ডিচেরির যীশু
Ⓓ খ্রিস্টান রাজতন্ত্র
Answer : Ⓑ কলব্লুসেস ত্রয়োট্রাস কোসাস

41. ভারতে কোন ইউরোপীয় বণিক সংস্থা সাম্রাজ্য স্থাপনে সফল হয়?
Ⓐ ওলন্দাজ
Ⓑ ফরাসী
Ⓒ ডেনমার্ক
Ⓓ ইংরেজ
Answer : Ⓓ ইংরেজ

42. দাদরা ও নগর হাভেলি কবে ফরাসি শাসন মুক্ত হয়?
Ⓐ ১৯৪৯
Ⓑ ১৯৫০
Ⓒ ১৯৫৪
Ⓓ ১৯৫৫
Answer : Ⓒ ১৯৫৪

43. অর্সেন্ড কোম্পানি কবে গঠিত হয়?
Ⓐ ১৭২০ খ্রিঃ
Ⓑ ১৭২৩ খ্রিঃ
Ⓒ ১৭২৫ খ্রিঃ
Ⓓ ১৭৩০ খ্রিঃ
Answer :  Ⓑ ১৭২৩ খ্রিঃ

44. সুইডিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্থাপিত হয়?
Ⓐ ১৭২৩
Ⓑ ১৭৩০
Ⓒ ১৭৩১
Ⓓ ১৭৩৩
Answer : Ⓒ ১৭৩১

45. কার নেতৃত্বে ফরাসিরা ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন?
Ⓐ মার্টিন
Ⓑ ডুপ্লে
Ⓒ ক্যারনে
Ⓓ লালি
Answer : Ⓑ ডুপ্লে

46. Murchant Advent Urers নামে ব্রিটিশ বণিক সঙ্ঘটি কবে প্রতিষ্ঠিত হয়?
Ⓐ ১৫৮৮ 
Ⓑ ১৫৯৯
Ⓒ ১৬০০
Ⓓ ১৬০১
Answer : Ⓑ ১৫৯৯

47. ভারতে প্রথম পোর্তুগীজ গভর্নর বা শাসনকর্তা কে নিযুক্ত হন?
Ⓐ আফসো আলুবুকার্ক
Ⓑ ক্যাব্রাল
Ⓒ ফ্রান্সিসকো ডি আলমেদা
Ⓓ নিনো- দ্য কানহা
Answer : Ⓒ ফ্রান্সিসকো ডি আলমেদা

48. ভারতে পোর্তুগীজ উপনিবেশের দ্বিতীয় শাসনকর্তা কে নিযুক্ত হন?
Ⓐ নিনো- দ্য কানহা
Ⓑ ক্যাব্রাল
Ⓒ আলবুকার্ক
Ⓓ আলমিডা
Answer :  Ⓒ আলবুকার্ক


49. তালিকা (I) সঙ্গে তালিকা (II ) মিলিয়ে নিম্নের কোড থেকে সঠিক উত্তর নির্বাচন কর :
তালিকা (I)           তালিকা (II) 
 (কোম্পানি)            (কুঠি)
A. ফরাসি            1. কালিকট
B. ইংরেজ           2. মুসলিপট্টম
C. ডাচ                3. পন্ডিচেরী
D. পোর্তুগীজ      4. হুগলি

কোড : A  B  C  D
      Ⓐ  3  4  1   2
      Ⓑ  3  4  2   1
      Ⓒ  4  3  1   2
      Ⓓ  4  3  2   1
Answer :   Ⓑ  3  4  2   1

50. অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে কোন ভারতীয় শাসক ব্রিটিশদের পরাজিত করেছিলেন?
Ⓐ টিপু সুলতান
Ⓑ হায়দার আলি
Ⓒ রণজিত সিংহ
Ⓓ হায়দ্রাবাদের নিজাম
Answer : Ⓑ হায়দার আলি

51. ভারতে প্রথম পোর্তুগিজ গভর্ণর ছিলেন?
Ⓐ টমাস রো
Ⓑ হকিন্স
Ⓒ আলবুকার্ক
Ⓓ আলমাইডা
Answer :  Ⓓ আলমাইডা

52. ভারতে পোর্তুগিজ বাণিজ্য কেন্দ্রের সদর দপ্তর ছিল?
Ⓐ দিউ-এ
Ⓑ সুরাটে
Ⓒ গোয়া
Ⓓ পুনায়
Answer : Ⓒ গোয়া

53. ভারতে ওলন্দাজদের সদর দপ্তর কোথায় ছিল?
Ⓐ কোচিনে
Ⓑ কইলনে
Ⓒ পুলিকটে
Ⓓ বোম্বেতে
Answer : Ⓒ পুলিকটে

54. কার অনুমতি নিয়ে ব্রিটিশরা মুসলিপত্তনমে কারখানা স্থাপন করেছিল?
Ⓐ গোলকুণ্ডার সুলতান
Ⓑ বিজাপুরের সুলতান
Ⓒ বিদরের সুলতান
Ⓓ আহম্মদনগরের সুলতান
Answer : Ⓐ গোলকুণ্ডার সুলতান

55. ১৭৬৮ সালে বাংলায় বিপ্লবের কারণ কোনটি?
Ⓐ বাংলা থেকে পর্তুগীজদের অপসারণ
Ⓑ বাংলা থেকে পর্তুগীজদের অপসারণ
Ⓒ মীরজাফরকে সরিয়ে মীরকাশিমকে নবাব করা
Ⓓ কোম্পানীর বাংলায় বাণিজ্য করা বন্ধ হয়
Answer :  Ⓒ মীরজাফরকে সরিয়ে মীরকাশিমকে নবাব করা

56. ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধের প্রধান গুরুত্ব কী?
Ⓐ ভারতের সেরা দুই শক্তির কাছে ব্রিটিশদের পরাজয়
Ⓑ অযোধ্যা ব্রিটিশদের দখলে আসে
Ⓒ ব্রিটিশরা বাংলা, বিহার ও ওড়িষ্যার শাসনকর্তা হয়
Ⓓ ভারতে মোগল শাসনের অবসান ঘটে
Answer :  Ⓓ ভারতে মোগল শাসনের অবসান ঘটে

57. কোন শিখ গুরু বিদ্রোহী নেতা খসরুকে সাহায্য করে?
Ⓐ হরগোবিন্দ
Ⓑ গোবিন্দ সিং
Ⓒ তেগ বাহাদুর
Ⓓ অর্জুন দেব
Answer :  Ⓑ গোবিন্দ সিং

58. নিম্নের কে ‘গুরু গ্রন্থ সাহেব সংকলিত করেন?
Ⓐ অর্জুনদেব
Ⓑ গোবিন্দ সিং
Ⓒ গুরু নানক
Ⓓ তেগবাহাদুর
Answer : Ⓐ অর্জুনদেব

59. ব্রিটিশ সেনাবাহিনীর দৃষ্টান্তমূলক সাফল্য কোন যুদ্ধে প্রথম দেখা যায়?
Ⓐ পলাশি
Ⓑ পাণিপথ
Ⓒ বক্সার
Ⓓ হলদিঘাট
Answer : Ⓒ বক্সার

60. আফগান রাজা দোস্ত আলির কাছে আলেকজান্ডারের বার্নকে প্রেরণ করেন?
Ⓐ ওয়েলেসলি
Ⓑ ক্যানিং
Ⓒ ক্লাইভ
Ⓓ অকল্যান্ড
Answer : Ⓓ অকল্যান্ড

61. কোন সম্রাট তাঁর সাম্রাজ্যে রেশম শিল্প গড়ে তোলেন?
Ⓐ হায়দার আলি
Ⓑ টিপু সুলতান
Ⓒ কৃষ্ণদেব রায়
Ⓓ বালাজী বাজীরাও
Answer : Ⓑ টিপু সুলতান

62. নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?
Ⓐ ভোঁসলে
Ⓑ নানা সাহেব
Ⓒ হোলকার
Ⓓ দ্বিতীয় বাজিরাও
Answer : Ⓓ দ্বিতীয় বাজিরাও

63. 1781 খ্রীঃ পোর্টোনোভোর যুদ্ধে কোন ইংরেজ সেনাপতি হায়দার আলিকে হারান?
Ⓐ আয়ারকুট
Ⓑ বেইলি
Ⓒ মনরো
Ⓓ উপরের কেউনন 
Answer : Ⓐ আয়ারকুট


64. কে বাংলা দেশকে ‘রেশম ভান্ডার' বলে উল্লেখ করেছিলেন?
Ⓐ আবুল মনসুর খাঁ
Ⓑ উইলিয়াম হকিন্স
Ⓒ শায়েস্তা খাঁ
Ⓓ মানুচি
Answer :  Ⓓ মানুচি

65. মুঘল যুগে একটি বিখ্যাত সুতি বস্ত্রের নাম কী?
Ⓐ মুর্শিদাবাদ
Ⓑ গুজরাত
Ⓒ মসলিন
Ⓓ কোনটিই নয়
Answer :  Ⓑ গুজরাত

66. কত খ্রিস্টাব্দে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিস্কৃত হয়?
Ⓐ ১৪৯৬
Ⓑ ১৪৯৭
Ⓒ ১৪৯৮
Ⓓ ১৬৯৮
Answer :  Ⓒ ১৪৯৮

67. কোন পোর্তুগিজ গভর্ণর দিউতে আরব ও মিশরীয়দের পরাস্ত করেন?
Ⓐ ফ্রান্সিসকো ডি আলমেদা
Ⓑ আলবুকার্ক
Ⓒ লালি
Ⓓ বুসি
Answer :  Ⓐ ফ্রান্সিসকো ডি আলমেদা

68. নিম্নের কোনটি পূর্বে ঘটেছিল?
Ⓐ প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ
Ⓑ দ্বিতীয় কৰ্ণাটক যুদ্ধ
Ⓒ তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ
Ⓓ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ
Answer : Ⓑ দ্বিতীয় কৰ্ণাটক যুদ্ধ

69. মুঘল যুগের সুতিবস্ত্র মসলিন হল—
Ⓐ উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে উৎপাদিত এক ধরনের মোটা ও কম দামি সুতিবস্ত্র। 
Ⓑ আগ্রায় উৎপাদিত এক ধরনের সূক্ষ্ম ও শৌখিন সুতিবস্ত্ৰ। 
Ⓒ বাংলা দেশের ঢাকায় উৎপাদিত এক ধরনের সূক্ষ্ম ও শৌখিন সুতিবস্ত্ৰ। 
Ⓓ বাংলা দেশের হুগলিতে উৎপাদিত এক ধরনের মোটা ও কম দামি সুতিবস্ত্ৰ। 
Answer : Ⓒ বাংলা দেশের ঢাকায় উৎপাদিত এক ধরনের সূক্ষ্ম ও শৌখিন সুতিবস্ত্ৰ। 

70. মুঘল আমলে যারা আন্তঃমহাদেশীয় ও আঞ্চলিক বাণিজ্যে প্রভাবশালী ছিল তাদের বলা হত?
Ⓐ আর্মেনিয়ান
Ⓑ ক্ষত্রী
Ⓒ মেনন
Ⓓ বানজারা
Answer :  Ⓓ বানজারা

71. মুঘল যুগে কার মাধ্যমে ব্যবসায়ীরা ব্যাংকারের কাছে টাকা গচ্ছিত রেখে দূরদেশে টাকা পাঠাতেন?
Ⓐ দস্তক
Ⓑ বাট্টা
Ⓒ কাৰ্তাজ
Ⓓ  হুন্ডি
Answer : Ⓓ  হুন্ডি

72. ১৫০০ খ্রিস্টাব্দে পোর্তুগিজ নাবিক কার নেতৃত্বে ভারতে সর্বপ্রথম পোর্তুগিজ কুঠি নির্মিত হয়।
Ⓐ আলবুকার্ক
Ⓑ ভাস্কো-ডা-গামা
Ⓒ ক্যাব্রাল
Ⓓ ম্যাগেলান
Answer : Ⓒ ক্যাব্রাল

73. ইউরোপীয় বণিকদের কাছে ভারতবর্ষ ছিল ‘এল-ডোরাডো' অর্থাৎ কীসের খনি?
Ⓐ সোনার
Ⓑ রুপার
Ⓒ তামার
Ⓓ লোহার
Answer :  Ⓐ সোনার

74. বাংলায় ব্রিটিশ বাণিজ্যের 'ম্যাগনা কার্টা' বলা হয়?
Ⓐ কলকাতায় ইংরেজ কোম্পানির বাণিজ্যকুঠির নির্মাণকে
Ⓑ ফারুকশিয়ারের ফরমান লাভকে
Ⓒ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভকে
Ⓓ বাংলায় ব্রিটিশ কর্তৃক প্রতিষ্ঠিত দ্বৈতশাসন ব্যবস্থাকে
Answer : Ⓑ ফারুকশিয়ারের ফরমান লাভকে

75. ভারতীয়দের পাশ্চত্য শিক্ষা, সংস্কৃতি এবং দর্শনের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য কোনটি দায়ী?
Ⓐ আধুনিক বিজ্ঞান
Ⓑ যুক্তিবাদ এবং মানবতাবাদের তত্ত্ব
Ⓒ A এবং B উভয়েই
Ⓓ কোনোটিই নয়
Answer :  Ⓒ A এবং B উভয়েই

76. ঔপনিবেশিক বাংলায় প্রেসিডেন্সি-গভর্নর পদের নাম হয়?
Ⓐ বড়োলাট
Ⓑ জেনারেল
Ⓒ গভর্নর
Ⓓ গভর্নর-জেনারেল
Answer : Ⓓ গভর্নর-জেনারেল

77. ভারতে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ—ইংরেজ কোম্পানির এই তিন প্রশাসনিক কেন্দ্রের এক-একটিকে বলা হত?
Ⓐ কাউন্সিল
Ⓑ প্রভিন্স
Ⓒ রিজিয়ন
Ⓓ প্রেসিডেন্সি
Answer :  Ⓓ প্রেসিডেন্সি

78. নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোন কোনটি সঠিক?
(i) 1875 খ্রিস্টাব্দে আর্যসমাজ প্রতিষ্ঠা হয়
(ii) বেদের আদর্শকে সামনে রেখে আর্যসমাজের সমাজসংস্কারের বিষয়ে প্রচারের বিরোধিতা করেন লালা লাজপত রাই
(iii) কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাত্মসমাজ নারীশিক্ষার বিষয়ে প্রচার চালায়
(iv) উদ্‌বাস্তুদের উন্নয়নের জন্য আচার্য বিনোবা ভাবে সর্বোদয় সমাজ গঠন করেন
কোড :
Ⓐ (i) এবং (iii)
Ⓑ (i) এবং (ii)
Ⓒ (i) এবং (iv)
Ⓓ (i), (iii) এবং (iv)
Answer :  Ⓑ (i) এবং (ii)


79. সৈয়দ আহমেদের প্রধান পরামর্শদাতা ছিলেন?
Ⓐ থিওডর বেক
Ⓑ আব্দুল লতিফ
Ⓒ থিওডর মরিসন
Ⓓ ডব্লিউ ডব্লিউ হান্টার
Answer : Ⓐ থিওডর বেক

80. ১৮৭৫ সালে আর্যসমাজ প্রতিষ্ঠা করেন?
Ⓐ স্বামী বিবেকানন্দ
Ⓑ আত্মারাম পাণ্ডুরঙ্গ
Ⓒ রামমোহন রায়
Ⓓ দয়ানন্দ সরস্বতী
Answer : Ⓓ দয়ানন্দ সরস্বতী

81. পলাশির যুদ্ধের পর বাংলা থেকে ইংল্যান্ডে সম্পদের স্থানান্তরিতকরণকে বলা হয়?
Ⓐ অবশিল্পায়ন
Ⓑ সম্পদের নিষ্ক্রমণ
Ⓒ সম্পদের ক্ষয়ীভবন
Ⓓ সম্পদের অবনমন
Answer : Ⓑ সম্পদের নিষ্ক্রমণ

82. দেওয়ানি লাভের আগে ইংরেজরা ইংল্যান্ড থেকে যে রুপোর মুদ্রা আমদানি করত তার নাম ছিল?
Ⓐ বুলিয়ান 
Ⓑ সিলভার
Ⓒ লিয়ান
Ⓓ ইয়ান
Answer : Ⓐ বুলিয়ান 

83. দাক্ষিণাত্যে ইংরেজদের প্রধান ঘাঁটি ছিল?
Ⓐ কোচিন
Ⓑ গোয়া
Ⓒ মাদ্রাজ
Ⓓ পন্ডিচেরি
Answer : Ⓒ মাদ্রাজ

84. উপনিবেশিক বাংলার শাসন কাজ পরিচালনা করাকে বলা হত?
Ⓐ পার্বণী
Ⓑ দেওয়ানি
Ⓒ দস্তক
Ⓓ নিজামত
Answer :  Ⓓ নিজামত

85. ব্রিটিশের দেওয়ানি লাভের পর বাংলার কুটিরশিল্পের ধ্বংস-সাধন প্রক্রিয়াটি হল?
Ⓐ উপশিল্পায়ন
Ⓑ বেশিল্পায়ন
Ⓒ অবশিল্পায়ন
Ⓓ শিল্পায়ন নামা
 Answer : Ⓒ অবশিল্পায়ন

86.  ই. ভি. রামস্বামী নাইয়ারের নেতৃত্বে দক্ষিণ ভারতে কোন আন্দোলন হয়?
Ⓐ মাহার আন্দোলন
Ⓑ সেলফ রেসপেক্ট আন্দোলন
Ⓒ সংস্কৃত আন্দোলন
Ⓓ জাস্টিস পার্টি আন্দোলন
 Answer :  Ⓑ সেলফ রেসপেক্ট আন্দোলন

87.  নীচের কোন ধর্মীয় সংস্কার আন্দোলনটি ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল?
Ⓐ আর্য সমাজ
Ⓑ ব্রাহ্ম সমাজ
Ⓒ রামকৃষ্ণ মিশন
Ⓓ প্রার্থনা সমাজ
 Answer : Ⓐ আর্য সমাজ

88. ভারতে মুদ্রণ যন্ত্রের প্রচলন করেন?
Ⓐ ব্রিটিশ মিশনারি
Ⓑ পোর্তুগিজ মিশনারি
Ⓒ ব্রিটিশ ব্যবসায়ী
Ⓓ ওলন্দাজ ব্যবসায়ী
 Answer : Ⓑ পোর্তুগিজ মিশনারি

89. 1799 খ্রিস্টাব্দে ‘সেন্সরশিপ অব প্রেস অ্যাক্ট' প্রবর্তন করেন?
Ⓐ লর্ড ওয়েলেসলি
Ⓑ লর্ড ক্যানিং
Ⓒ লর্ড রিপন
Ⓓ লর্ড লিটন
Answer : Ⓐ লর্ড ওয়েলেসলি

90. নিম্নোক্তদের মধ্যে কে প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট ছিলেন?
Ⓐ কোলব্রুক
Ⓑ কলভিন
Ⓒ আলেকজান্ডার ডাফ
Ⓓ উপরোক্ত কেউ নন
Answer : Ⓐ কোলব্রুক

91. নিম্নলিখিত কোন আইনের দ্বারা ‘মিরাত-উল-আকবর' পত্রিকার প্রকাশ বন্ধ করা হয়?
Ⓐ দ্য লাইসেন্সিং অ্যাক্ট (1857)
Ⓑ সেন্সরশিপ অব প্রেস অ্যাক্ট (1799)
Ⓒ অ্যাডামস রেগুলেশন (1823)
Ⓓ প্রেস অ্যাক্ট (1835)
Answer : Ⓒ অ্যাডামস রেগুলেশন (1823)
 
92. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় কার উদ্যোগে?
Ⓐ ওয়ারেন হেস্টিংস
Ⓑ লর্ড ওয়েলেসলি
Ⓒ লর্ড কার্জন
Ⓓ লর্ড কর্নওয়ালিশ
Answer : Ⓐ ওয়ারেন হেস্টিংস

93. নিম্নলিখিত সংবাদপত্র বা পত্রিকাগুলির মধ্যে কোটি বাংলা থেকে প্রকাশিত হত না?
Ⓐ কাল
Ⓑ ধূমকেতু
Ⓒ যুগান্তর
Ⓓ সন্ধ্যা
Answer :  Ⓐ কাল

94. ‘ইন্ডিয়ান মিরর' 1862 সালের পত্রিকার সম্পাদক ছিলেন?
Ⓐ গোপালকৃষ্ণ গোখলে
Ⓑ লালা লাজপত রায়
Ⓒ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓓ বি. জি. তিলক
Answer : Ⓒ দেবেন্দ্রনাথ ঠাকুর

95. ‘অমৃতবাজার’ পত্রিকার সম্পাদক ছিলেন?
Ⓐ গিরীশকুমার ঘোষ
Ⓑ বি. জি. তিলক
Ⓒ কেশবচন্দ্র সেন
Ⓓ লালা হরদয়াল
Answer : Ⓐ গিরীশকুমার ঘোষ

96. লাহোরে ‘দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ' কে প্রতিষ্ঠা করেন?
Ⓐ বি. জি. তিলক
Ⓑ এম. জি. রানাডে
Ⓒ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓓ লালা হংসরাজ
Answer :  Ⓓ লালা হংসরাজ

97. 1880-র দশকের প্রথমার্ধে কে ‘আর্য মহিলা সমাজ' গঠন করেন?
Ⓐ স্বামী বিবেকানন্দ
Ⓑ পণ্ডিত রামবাঈ
Ⓒ দয়ানন্দ সরস্বতী
Ⓓ রমবাঈ রানাডে
Answer : Ⓑ পণ্ডিত রামবাঈ

98. নীচের কোন গ্রন্থটি স্বামী দয়ানন্দ সরস্বতী রচনা করেননি?
Ⓐ সত্যার্থ ভূমিকা
Ⓑ সত্যার্থ প্রকাশ
Ⓒ বেদ ভাষ্য ভূমিকা
Ⓓ বেদ প্রকাশ 
Answer : Ⓑ সত্যার্থ প্রকাশ

99. 'সংবাদপত্রে সেকালের কথা' গ্রন্থটি রচনা করেন?
Ⓐ বিনয় ঘোষ 
Ⓑ রাধারমণ মিত্র
Ⓒ যোগেশচন্দ্র বাগল
Ⓓ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Answer : Ⓓ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

100. ‘বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন— 
Ⓐ কৃষ্ণচন্দ্র মজুমদার
Ⓑ দ্বারকানাথ বিদ্যাভূষণ
Ⓒ উমেশচন্দ্র দত্ত
Ⓓ শিশিরকুমার ঘোষ
Answer : Ⓒ উমেশচন্দ্র দত্ত

101. “কন্যাকে প্রতিপালন করিবেক ও যত্নের সহিত শিক্ষা দিবেক’–কথাগুলি কোন সংবাদপত্রের উপরের অংশে লেখা থাকত?
Ⓐ হিন্দু প্যাট্রিয়ট
Ⓑ বঙ্গদর্শন
Ⓒ সোমপ্রকাশ
Ⓓ বামাবোধিনী
Answer : Ⓓ বামাবোধিনী


102. ‘হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার প্রথম স্বত্বাধিকারী কে ছিলেন?
Ⓐ হরিশচন্দ্র মুখোপাধ্যায়
Ⓑ নবীনচন্দ্র সেন
Ⓒ মধুসূদন রায়
Ⓓ দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
Answer : Ⓒ মধুসূদন রায়

103.‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠা করেন?
Ⓐ উমেশচন্দ্র ব্যানার্জি
Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ শুভ্রমনিয়ম আয়ার
Ⓓ বিদ্যাসাগর
Answer :  Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর

104. ‘ভ্যানগার্ড অব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স' নামক পত্রিকাটি প্রকাশিত হত কোন শহর থেকে?
Ⓐ বার্লিন
Ⓑ লন্ডন
Ⓒ মস্কো
Ⓓ টোকিও
Answer :  Ⓐ বার্লিন

105. পাশ্চাত্য শিক্ষাদানের উদ্দেশ্যে ভারতে ব্রিটিশদের প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়—
Ⓐ মাদ্রাজ বিশ্ববিদ্যালয়
Ⓑ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়
Ⓒ বম্বে বিশ্ববিদ্যালয়
Ⓓ কলিকাতা বিশ্ববিদ্যালয়
Answer : Ⓓ কলিকাতা বিশ্ববিদ্যালয়

106. কোন শহরে প্রথম খালসা কলেজ প্রতিষ্ঠিত হয়?
Ⓐ অমৃতসর
Ⓑ লুধিয়ানা
Ⓒ লাহোর
Ⓓ চণ্ডীগড়
Answer : Ⓐ অমৃতসর

107. কত খ্রিস্টাব্দ পর্যন্ত ‘বামাবোধিনী' পত্রিকা প্রকাশিত হয়েছিল?
Ⓐ ১৯২২ খ্রিস্টাব্দ
Ⓑ ১৯২৪ খ্রিস্টাব্দ
Ⓒ ১৯২৫ খ্রিস্টাব্দ
Ⓓ ১৯২৮ খ্রিস্টাব্দ
Answer : Ⓐ ১৯২২ খ্রিস্টাব্দ

108. ‘বামাবোধিনী' পত্রিকাটি ছিল—
Ⓐ দৈনিক
Ⓑ সাপ্তাহিক 
Ⓒ মাসিক 
Ⓓ পাক্ষিক
Answer :  Ⓒ মাসিক 

109. নীচের কোনটির ফলে ভারতে কৃষি অর্থনীতির উপর বাড়তি চাপ পড়েছিল?
Ⓐ মন্বন্তরের
Ⓑ সম্পদের বহির্গমনের
Ⓒ দস্তকের
Ⓓ অবশিল্পায়নের
Answer : Ⓓ অবশিল্পায়নের

110. অষ্টাদশ শতকে বাংলায় বস্ত্রশিল্পের অবনতির কারণ হল?
Ⓐ বিট্রেনে রপ্তানির উচ্চ পণ্য মাশুল
Ⓑ উৎপাদনের গুনমানের অবনমন
Ⓒ কাঁচামালের অপ্রতুলতা
Ⓓ দক্ষ কারিগরের অভাব
Answer :  Ⓓ দক্ষ কারিগরের অভাব

111. জমিদারি ব্যবস্থার নিম্নলিখিত কোন ফলাফলটি ব্রিটিশদের পক্ষে সুফলদায়ক ছিল না?
Ⓐ রাজস্বের স্থায়িত্ব
Ⓑ রাজস্ব প্রশাসনে ব্যায় হ্রাস
Ⓒ অর্থনৈতিক নিরাপত্তা বিধান
Ⓓ রাজনৈতিক মিত্র প্রতিষ্ঠা
Answer :  Ⓐ রাজস্বের স্থায়িত্ব

112. “দ্বৈত শাসন ব্যবস্থা বিশৃঙ্খল শাসন ব্যবস্থাকে আরো বিশৃঙ্খল করে তোলে”। উক্তিটি কার?
Ⓐ জন কে
Ⓑ স্মিথ
Ⓒ ম্যালেসন
Ⓓ র‍্যামসে ম্যুর
Answer : Ⓐ জন কে

113. ভারতে মূলধন বিনিয়োগ পর্বে—
Ⓐ রেলপথ নির্মিত হয়েছিল
Ⓑ ভারতীয় কুটিরশিল্প সম্পূর্ণরূপে অবহেলিত হয়েছিল
Ⓒ গ্যারান্টি প্রথা দ্বারা কোম্পানিগুলি প্রচুর অর্থ লাভ করে
Ⓓ উপরের সবগুলিই
Answer : Ⓓ উপরের সবগুলিই

114. গ্রান্ট-শোর বিতর্ক কোন বন্দোবস্তকে প্রবর্তন করা নিয়ে সংঘটিত হয়েছিল?
Ⓐ একসালা
Ⓑ পাঁচসালা
Ⓒ দশসালা
Ⓓ চিরস্থায়ী
Answer :  Ⓓ চিরস্থায়ী

115. কে ‘Economic history of India' গ্রন্থটির রচয়িতা?
Ⓐ দাদাভাই নৌরাজি
Ⓑ রমেশচন্দ্র দত্ত
Ⓒ গোপালকৃষ্ণ গোখলে 
Ⓓ বি. জি. তিলক
 Answer :  Ⓑ রমেশচন্দ্র দত্ত

116. 1772 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যাস্ত আইন প্রনয়নের কথা প্রথম বলেছিলেন?
Ⓐ জন শোর
Ⓑ আলেকজান্ডার ডাফ 
Ⓒ জেমস মিল
Ⓓ র‍্যামসে ম্যুর
 Answer :  Ⓑ আলেকজান্ডার ডাফ

117. প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে কোন ভারতীয় শিল্পোদ্যোগ নেননি?
Ⓐ লাল বিহারী দে
Ⓑ প্রফুল্লচন্দ্র রায়
Ⓒ দ্বারকানাথ ঠাকুর
Ⓓ জামশেদজি টাটা
 Answer : Ⓐ লাল বিহারী দে

118. করে এবং কার দ্বারা স্থাপিত হয়েছিল “নায়ার সার্ভি সোসাইটি”?
Ⓐ কে রামকৃষ্ণ পিল্লাই, 1916 সালে
Ⓑ নারায়ণ গুরু, 1905 সালে
Ⓒ এম পদ্মনাভ পিল্লাই, 1914 সালে
Ⓓ টি এন নায়ার, 1910 সালে
 Answer : Ⓒ এম পদ্মনাভ পিল্লাই, 1914 সালে

119. নীচের কোন বক্তব্যটি/বক্তব্যগুলি সঠিক?
(i) রামকৃষ্ণ মিশনের শুদ্ধি আন্দোলনের ধর্মন্তরিত হিন্দুরা পুনরায় হিন্দুধর্মেই প্রত্যাবর্তন করে।
(ii) দক্ষিণ ভারতে শিক্ষার প্রসার এবং সমাজসংস্কারের ক্ষেত্রে আর্য সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Ⓐ শুধুমাত্র (i)
Ⓑ (i) এবং (ii)
Ⓒ শুধুমাত্র (ii)
Ⓓ কোনোটিই নয়
Answer :  Ⓓ কোনোটিই নয়

120. নিম্নলিখিত সংগঠনগুলির মধ্যে কোটি সুমিত সরকারের মতে ধর্ম ও দর্শনের চিন্তাভূমিতে অতি সামান্য রেখাপাত করেছিল?
Ⓐ রামকৃষ্ণ মিশন
Ⓑ আলিগড় আন্দোলন
Ⓒ ইয়ং বেঙ্গল
Ⓓ ব্রাহ্ম সমাজ
Answer :  Ⓒ ইয়ং বেঙ্গল

121. নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোনটি ধর্মীয় সংস্কার আন্দোলন রূপে শুরু হলেও তা ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। ব্রিটিশ প্রশাসন কর্তৃক পাঞ্জাব দখলের বিরুদ্ধে শিখ সার্বভৌমত্বের পুনরুদ্ধারের লক্ষ্যে সংঘটিত একটি আন্দোলন রূপে?
Ⓐ কুকা আন্দোলন
Ⓑ কিট্টুর বিদ্রোহ
Ⓒ সবন্দী বিদ্রোহ
Ⓓ বুন্দেলা বিদ্রোহ
Answer :  Ⓐ কুকা আন্দোলন


122. 1878 সালে ব্রাহ্মসমাজের দ্বিতীয়বার বিভাজনের মুখ্য কারণ ছিল?
Ⓐ কেশবচন্দ্র সেনের নাবালিকা কন্যার বিবাহ আয়োজনের প্রেক্ষাপটে উদ্ভুত বিতর্ক
Ⓑ মাদ্রাজে বেদসমাজ এবং মহারাষ্ট্রে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা
Ⓒ খ্রিস্টান ও সনাতন হিন্দুধর্মের সংমিশ্রণে একটি নতুন ধর্মমত প্রচারে কেশবচন্দ্র সেনের উদ্যোগ
Ⓓ উপরোক্ত সবকটি
Answer : Ⓐ কেশবচন্দ্র সেনের নাবালিকা কন্যার বিবাহ আয়োজনের প্রেক্ষাপটে উদ্ভুত বিতর্ক

123. ঊনবিংশ শতাব্দীতে ভারতে নারীশিক্ষার প্রসারে যাঁর অবদান সর্বাধিক তিনি হলেন—
Ⓐ জে ই ডি বেন্থাম
Ⓑ ডি কে কার্ভে
Ⓒ আলেকজান্ডার ডাফ
Ⓓ বিদ্যাসাগর
Answer :  Ⓓ বিদ্যাসাগর

124. দেব সমাজ প্রতিষ্ঠা করেন?
Ⓐ শিবনারায়ণ অগ্নিহোত্ৰী
Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ কেশবচন্দ্র সেন
Ⓓ শিবনাথ শাস্ত্রী
Answer : Ⓐ শিবনারায়ণ অগ্নিহোত্ৰী

125.‘বঙ্গভাষা প্রকাশিকা সভা'-র প্রথম সভাপতি ছিলেন?
Ⓐ গৌরিশঙ্কর ভট্টাচার্য
Ⓑ কালীনাথ রায়চৌধুরী
Ⓒ প্রসন্নকুমার ঠাকুর
Ⓓ দ্বারকানাথ ঠাকুর
Answer : Ⓐ গৌরিশঙ্কর ভট্টাচার্য

126.“বঙ্গভাষা প্রকাশিকা সভা'-র প্রথম সম্পাদক কে ছিলেন?
Ⓐ দ্বারকানাথ ঠাকুর
Ⓑ দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন 
Ⓒ গৌরিশঙ্কর ভট্টাচার্য
Ⓓ কালীনাথ রায়চৌধুরী
Answer : Ⓑ দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন 

127. ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন?
Ⓐ রামমোহন রায় 
Ⓑ দ্বারকানাথ ঠাকুর
Ⓒ প্রসন্নকুমার ঠাকুর
Ⓓ রাজা রাধাকান্ত দেব
Answer : Ⓓ রাজা রাধাকান্ত দেব

128. ‘ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি' প্রতিষ্ঠার সঙ্গে নিম্নোক্ত কার নাম জড়িত?
Ⓐ সুরেন্দ্রনাথ ব্যানার্জি
Ⓑ উইলিয়াম অ্যাডাম
Ⓒ ব্লাভাটস্কি
Ⓓ রাধাকান্ত দেব
Answer :  Ⓑ উইলিয়াম অ্যাডাম

129. ‘জমিদার সভা’ ও ‘ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি' যুক্ত হয়ে তৈরি হয়?
Ⓐ বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি
Ⓑ ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি
Ⓒ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন
Ⓓ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি
Answer : Ⓑ ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি

130. নীচের কে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন না?
Ⓐ ভাবনী পাঠক
Ⓑ বিদ্যাধর মহাপাত্র
Ⓒ মুসা শাহ
Ⓓ চিরাগ আলি
Answer : Ⓑ বিদ্যাধর মহাপাত্র

131. নীচের কে পাশ্চাত্যবাদী ছিলেন?
Ⓐ কলভিন
Ⓑ উইলসন
Ⓒ কোলব্রুক
Ⓓ প্রিন্সেপ
Answer :  Ⓐ কলভিন

132. ‘ভারতীয় জাতীয়তাবাদের গীতা' বলা হয়?
Ⓐ আনন্দমঠকে
Ⓑ হিন্দু স্বরাজকে
Ⓒ বর্তমান ভারতকে
Ⓓ নীলদর্পণকে
Answer : Ⓐ আনন্দমঠকে

133. ভারতের প্রথম নারীবাদী ছিলেন?
Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓑ কেশবচন্দ্র সেন
Ⓒ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓓ রামমোহন রায়
Answer : Ⓓ রামমোহন রায়

134. ব্রিটিশ যুগে ‘ভারতের মনু’ বলা হত?
Ⓐ বেন্টিঙ্ক
Ⓑ মেকলেকে
Ⓒ কর্ণওয়ালিসকে
Ⓓ তিলককে
Answer :  Ⓑ মেকলেকে

135. ধর্মসভা প্রতিষ্ঠা করেন—
Ⓐ রামমোহন রায়
Ⓑ রাধাকান্ত দেব
Ⓒ কেশবচন্দ্র সেন
Ⓓ দেবেন্দ্রনাথ ঠাকুর
Answer : Ⓑ রাধাকান্ত দেব

136. ভারতে ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত ত্রিভুজ বাণিজ্যের সঙ্গে কোন দেশ যুক্ত ছিল না?
Ⓐ ভারত
Ⓑ মিশর
Ⓒ চিন
Ⓓ ইংল্যান্ড 
Answer : Ⓑ মিশর

137. সূর্যাস্ত আইনের হাত থেকে রক্ষা পেতে কোথাকার জমিদার প্রথম মধ্যস্বত্ব ব্যবস্থার প্রবর্তন করেন?
Ⓐ বর্ধমান
Ⓑ রাজশক্তি
Ⓒ বীরভূম
Ⓓ নদীয়া
Answer : Ⓐ বর্ধমান


138. এলাহাবাদ ও বারাণসী অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্তু চালু করেন?
Ⓐ লর্ড কর্ণওয়ালিশ
Ⓑ লর্ড উইলিয়ম বেন্টিক
Ⓒ টমাস মুনরো
Ⓓ হোল্ট ম্যাকেঞ্জি
Answer : Ⓑ লর্ড উইলিয়ম বেন্টিক

139. দক্ষিণ ভারতে কোন ভূমি ব্যবস্থা প্রচলিত ছিল?
Ⓐ দশসালা ব্যবস্থা
Ⓑ চিরস্থায়ী ব্যবস্থা
Ⓒ রায়তওয়ারি ব্যবস্থা
Ⓓ মহলওয়ারি ব্যবস্থা
Answer : Ⓒ রায়তওয়ারি ব্যবস্থা

140. নীচের কোনটি ব্রিটিশ ভারতে মহাজনদের উত্থানের কারণ ছিল না?
Ⓐ কৃষির বাণিজ্যকরণ
Ⓑ নতুন রাজস্ব নীতি
Ⓒ নতুন শিক্ষা ব্যবস্থা
Ⓓ নতুন আইন ব্যবস্থা
 Answer  :  Ⓒ নতুন শিক্ষা ব্যবস্থা

141. কোন চার্টার অ্যাক্টকে ‘চার্টার অব্ লেসেফেয়ার' বা ‘উন্মুক্ত সনদ’ বলা হয়?
Ⓐ 1793 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট
Ⓑ 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট
Ⓒ 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট
Ⓓ 1853 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট
Answer : Ⓒ 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট

142. কোন ঐতিহাসিক অবশিল্পায়নের ধারণাকে ‘অলীক কল্পনা' বলেছেন?
Ⓐ মরিস ডি. মরিস
Ⓑ রজনীপাম দত্ত
Ⓒ রমেশচন্দ্র দত্ত
Ⓓ এডমন্ড বার্ক
Answer : Ⓐ মরিস ডি. মরিস

143. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম সভাপতি ছিলেন—
Ⓐ চার্লস আয়ার
Ⓑ জন চাইল্ড
Ⓒ চার্লস বুন
Ⓓ জর্জ আক্সেসড
Answer : Ⓐ চার্লস আয়ার

144. ভূমিরাজস্ব ব্যবস্থায় সুপারভাইজার নিয়োগ করেন?
Ⓐ জন শোর
Ⓑ ভেরেলেস্ট
Ⓒ কর্ণওয়ালিশ
Ⓓ ওয়ারেন হেস্টিংস
Answer : Ⓓ ওয়ারেন হেস্টিংস

145. নীচের কোনটির সঙ্গে ওয়ারেন হেস্টিংস যুক্ত নয়?
Ⓐ ঠগি দস্যু দমন
Ⓑ রোহিলা যুদ্ধ
Ⓒ প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ
Ⓓ নন্দকুমার মামলা
Answer : Ⓒ প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ

146. বাংলায় নবাবি শাসনকালে সিংহাসনের পশ্চাতে প্রকৃত শক্তি ছিল?
Ⓐ ইংরেজরা
Ⓑ পোর্তুগিজরা
Ⓒ ওলন্দাজরা
Ⓓ ফরাসিরা
Answer : Ⓐ ইংরেজরা

147. ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন?
Ⓐ গুরুসদয় দত্ত
Ⓑ কেশবচন্দ্র সেন
Ⓒ দয়ানন্দ সরস্বতী
Ⓓ স্বামী বিবেকানন্দ
Answer : Ⓐ গুরুসদয় দত্ত
 
148. ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন?
Ⓐ কেশবচন্দ্র সেন
Ⓑ তারাচাঁদ চক্রবর্তী
Ⓒ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓓ প্রসন্নকুমার ঠাকুর
Answer :  Ⓑ তারাচাঁদ চক্রবর্তী

149. ব্রাহ্মসমাজের ভিত্তি ছিল?
Ⓐ যুক্তিবাদ, বেদ এবং উপনিষদ
Ⓑ মানবতাবাদ এবং বেদ
Ⓒ যুক্তিবাদ এবং মানবতাবাদ
Ⓓ উপরোক্ত কোনোটিই নয়
Answer : Ⓒ যুক্তিবাদ এবং মানবতাবাদ

150. ‘দীনমিত্র' নামক একটি পত্রিকা প্রকাশ করত—
Ⓐ প্রার্থনা সমাজ
Ⓑ ব্রাহ্মসমাজ
Ⓒ সত্যশোধক সমাজ
Ⓓ আত্মীয় সভা
Answer :  Ⓒ সত্যশোধক সমাজ

151. ‘লুকিং ব্যাক' কার আত্মজীবনী?
Ⓐ ধন্দ কেশব কার্ভে
Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ জ্যোতিবা ফুলে
Ⓓ কেশবচন্দ্র সেন
Answer : Ⓐ ধন্দ কেশব কার্ভে

152. জাতীয় গৌরব সম্পাদনী (1866) প্রতিষ্ঠা করেন?
Ⓐ ঈশ্বরচন্দ্র গুপ্ত
Ⓑ রাজনারায়ণ বসু
Ⓒ দ্বারকানাথ ঠাকুর
Ⓓ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Answer : Ⓑ রাজনারায়ণ বসু

153. কোন আইন পাশ করে বেন্টিঙ্ক সতীদাহ প্রথ রদ করেন?
Ⓐ পঞ্চদশ বিধি
Ⓑ ষোড়শ বিধি
Ⓒ সপ্তদশ বিধি
Ⓓ অষ্টাদশ বিধি
Answer : Ⓒ সপ্তদশ বিধি

154. কোন আইন পাশ করে বিধবা-বিবাহ চালু হয়েছিল?
Ⓐ পঞ্চদশ আইন
Ⓑ ষোড়শ আইন
Ⓒ সপ্তদশ আইন
Ⓓ অষ্টাদশ আইন
Answer :  Ⓐ পঞ্চদশ আইন

155. হিন্দুমেলার অপর নাম কী?
Ⓐ চৈত্র মেলা
Ⓑ মিত্র মেলা
Ⓒ বৈশাখী মেলা
Ⓓ বান্ধব মেলা
 Answer :  Ⓐ চৈত্র মেলা

156. ন্যাশনাল পেপার প্রকাশ করেন?
Ⓐ নবগোপাল মিত্ৰ
Ⓑ দ্বারকানাথ বিদ্যাভূষণ
Ⓒ গিরিশচন্দ্র ঘোষ
Ⓓ রাজনারায়ণ বসু
 Answer : Ⓐ নবগোপাল মিত্ৰ

157. বাংলার ইতিহাসে ‘রেনেসাঁস’ বা ‘নবজাগরণ' শব্দের প্রথম ব্যবহার করেন?
Ⓐ সুমিত সরকার
Ⓑ শিপ্রা সরকার
Ⓒ সুশোভনচন্দ্র সরকার
Ⓓ ভিনসেন্ট স্মিথ 
Answer : Ⓒ সুশোভনচন্দ্র সরকার

158. বাংলার নবজাগরণকে ‘অতিকথা” বলে উল্লেখ করেছেন?
Ⓐ যদুনাথ সরকার
Ⓑ বিপানচন্দ্র 
Ⓒ সুমিত সরকার
Ⓓ রনজিৎ গুহ
Answer : Ⓒ সুমিত সরকার


159. "নোটস অন বেঙ্গল রেনেসাঁস" গ্রন্থটি রচনা করেন?
Ⓐ সুশোভন সরকার
Ⓑ যদুনাথ সরকার
Ⓒ সুমিত সরকার 
Ⓓ অনিল শীল
Answer : Ⓐ সুশোভন সরকার

160. ড. বিপান চন্দ্র কাকে ‘ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত' বলেছেন?
Ⓐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
Ⓑ রামমোহন রায়কে
Ⓒ ডিরোজিওকে
Ⓓ রবীন্দ্রনাথ ঠাকুরকে
Answer : Ⓑ রামমোহন রায়কে

161. ‘স্টাডিজ ইন বেঙ্গল রেনেসাঁ' প্রবন্ধের রচয়িতা কে?
Ⓐ অমিয়কুমার মজুমদার
Ⓑ কানাইলাল চট্টোপাধ্যায
Ⓒ সুমিত সরকার
Ⓓ রমেশচন্দ্র মজুমদার
Answer : Ⓐ অমিয়কুমার মজুমদার

162. ‘সম্পূর্ণ ক্রান্তীর’ ধারণা কে দিয়েছিলেন?
Ⓐ জয়প্রকাশ নারায়ণ
Ⓑ কার্ল মার্কস
Ⓒ মহাত্মা গান্ধি
Ⓓ লেনিন
Answer : Ⓐ জয়প্রকাশ নারায়ণ

163. কাকে 'আধুনিক ভারতের ইরাসমাস' বলা হয়?
Ⓐ ডিরোজিও
Ⓑ বিদ্যাসাগর
Ⓒ সৈয়দ আহমেদ
Ⓓ রাজা রামমোহন রায়
Answer : Ⓓ রাজা রামমোহন রায়

164. নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা কর।
I. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহিলাদের জন্য শিক্ষার উৎসাহের মূল লক্ষ্য নিয়ে কলকাতা বেথুন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন।
II. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক।
III. ‘সতীদাহ’র বিরুদ্ধে কেশবচন্দ্র সেনের প্রচারের ফলে গভর্নর জেনারেল কর্তৃক সতীদাহ নিষিদ্ধ করার আইন কার্যকর হয়েছিল।

উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য?
Ⓐ I এবং II
Ⓑ II এবং III
Ⓒ I, II এবং III
Ⓓ উপরের কোনোটিই নয়
Answer : Ⓐ I এবং II

165. 'India for Indian' স্লোগানটি কারা তোলেন?
Ⓐ প্রার্থনা সমাজ
Ⓑ ব্রাহ্ম সমাজ
Ⓒ আর্য সমাজ
Ⓓ শিখ সভা
Answer :  Ⓒ আর্য সমাজ
 
166. চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন— 
Ⓐ মেধা পাটেকর
Ⓑ বাবা আমতে
Ⓒ সালিম আলি
Ⓓ সরলা বেন
Answer : Ⓓ সরলা বেন

167. নিচের কোনটি প্রার্থনা সমাজের দাবী ছিল না?
Ⓐ মহিলা শিক্ষা
Ⓑ বিধবা বিবাহ
Ⓒ অস্পৃশ্যতা দূর করা
Ⓓ পুরুষ ও মহিলাদের বিবাহের বয়স বেশি করা
Answer : Ⓒ অস্পৃশ্যতা দূর করা

168. থিওসফিক্যাল সোসাইটি নিচের কোনটি প্রচার করেনি?
Ⓐ কর্ম ও পুনর্জন্মের বিশ্বাস
Ⓑ আন্তর্জাতিক সাম্যতা ও মানবিকতার ওপর বিশ্বাস 
Ⓒ বেদান্তীয় দর্শনের ওপর বিশ্বাস
Ⓓ অস্পৃশ্যতার নির্মূলকরণের ওপর বিশ্বাস
Answer : Ⓓ অস্পৃশ্যতার নির্মূলকরণের ওপর বিশ্বাস
 
169. কোন স্কটিশ অর্থনীতিবিদ এবং রাজনৈতিক দার্শনিক ৩টি বৃহৎ খন্ডে ‘A history of British India' প্রকাশ করেন?
Ⓐ সিভ লিওড
Ⓑ উইলিয়ামসন
Ⓒ জেমস অ্যান্ডারসন
Ⓓ জেমস মিল
Answer : Ⓓ জেমস মিল

170. হিন্দু পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ⓐ কস্তুরী
Ⓑ এস. সুব্রামানিয়
Ⓒ রাজা আয়ঙ্কার
Ⓓ টি.কে. মাধবন
Answer : Ⓐ কস্তুরী

171. ভারতে কোন শ্রমিক সংগঠনকে প্রথম হিসাবে বিবেচনা করা হয়?
Ⓐ প্রিন্টার্স সংগঠন কলকাতা
Ⓑ ভারতীয় শ্রমিক সংগঠন
Ⓒ বোম্বাই শ্রমিক সংগঠন
Ⓓ বোম্বাই মিলান্ত সংগঠন
Answer :  Ⓐ প্রিন্টার্স সংগঠন কলকাতা

172. ‘বন্দেমাতরম' সংগীত কোন গ্রন্থে প্রকাশ পায়?
Ⓐ বর্তমান ভারত
Ⓑ ঘরে বাইরে
Ⓒ আনন্দমঠ
Ⓓ কপালকুণ্ডলা
Answer :  Ⓒ আনন্দমঠ

173. 'ফকির অব জঙ্গিরা' গ্রন্থটির রচয়িতা কে?
Ⓐ প্যারিচাঁদ মিত্র
Ⓑ রামতনু লাহিড়ী
Ⓒ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
Ⓓ ডিরোজিও
Answer :  Ⓓ ডিরোজিও

174. ঊনিশ শতকের শেষার্ধে রচিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপন্যাস নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি?
Ⓐ নিবন্ধমালা
Ⓑ মারাঠা
Ⓒ রাস্ট গফটার
Ⓓ দুর্গেশ নন্দিনী
Answer :  Ⓓ দুর্গেশ নন্দিনী

175. অনুশীলন সমিতি হল—
Ⓐ গ্রামীণ সংগঠন
Ⓑ ধর্মীয় সংগঠন
Ⓒ সন্ত্রাসবাদী
Ⓓ নারী প্রতিরোধ সংগঠন
Answer :  Ⓒ সন্ত্রাসবাদী

176. নিম্নলিখিত কাদের সম্পর্কে ক্যাপ্টেন সিডেনহ্যাম লিখেছিলেন...“কারণ তারা লড়াই করতে নয়, লুণ্ঠনে আসে...?
Ⓐ রামোশি
Ⓑ পিন্ডারিস
Ⓒ মারাঠা
Ⓓ আফগান
Answer : Ⓑ পিন্ডারিস

177. ‘রাজকীয় পছন্দ' শব্দটি কোন ক্ষেত্রে প্রয়োগ হয়েছিল?
Ⓐ ভারতীয় ব্রিটিশ আমদানিতে বিশেষ সুবিধা
Ⓑ ব্রিটিশদের দ্বারা জাতিগত বৈষম্য
Ⓒ ব্রিটিশদের কাছে ভারতীয় স্বার্থের অধীনতা
Ⓓ ভারতীয় রাজাদের চেয়ে ব্রিটিশ রাজনৈতিক সহকারীদের অগ্রাধিকার দেওয়া
Answer : Ⓐ ভারতীয় ব্রিটিশ আমদানিতে বিশেষ সুবিধা

178. ইজারা প্রথা (Ijarah System) প্রসঙ্গে নিম্নের কোন বিবৃতিটি সঠিক নয়?
Ⓐ শিল্পে কর বা রাজস্ব সংক্রান্ত একটি প্রথা
Ⓑ দালালদের (Middle men) গুরুত্ব বৃদ্ধি পায়
Ⓒ এই প্রথায় কৃষকদের জন্য জমি রাজস্ব নির্দিষ্ট করা হয়
Ⓓ নির্দিষ্ট পরিমাণ অর্থ ইজারা স্বরূপ রাজ তহবিলে জমা করতে হবে
Answer : Ⓒ এই প্রথায় কৃষকদের জন্য জমি রাজস্ব নির্দিষ্ট করা হয়


179. দেশের নিম্নলিখিত শিল্পপতিদের মধ্যে কে ১৯৩৬ সালের বোম্বাই ম্যানিফেস্টোতে স্বাক্ষর করেছিলেন?
1. পুরুষোত্তম ঠাকুরদাস
2. এ. ডি. শ্রফ
3. অম্বলাল সারাভাই
4. ওয়ালচাঁদ হিরাচাঁদ
কোড :
Ⓐ 1 এবং 2
Ⓑ 2 এবং 3
Ⓒ 1 এবং 4
Ⓓ 2 এবং 4
Answer :  Ⓒ 1 এবং 4

180. ভারতে প্রথম পাটকল কবে স্থাপিত হয়?
Ⓐ ১৮৫১ সালে
Ⓑ ১৮৫৫ সালে
Ⓒ ১৮৫২ সালে
Ⓓ ১৮৫৬ সালে
Answer :  Ⓑ ১৮৫৫ সালে

181. ১৮৯২ সালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন?
Ⓐ জগদীশ চন্দ্র বসু
Ⓑ মেঘনাদ সাহা
Ⓒ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
Ⓓ জামসেদজি টাটা
Answer :  Ⓒ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় 

182. চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারের আদায়কৃত রাজস্বের কতভাগ কোম্পানিকে প্রদান করতে হত?
Ⓐ ১/৪ অংশ
Ⓑ ১/৬ অংশ
Ⓒ ১/৮ অংশ
Ⓓ ৯/১০ অংশ
Answer : Ⓓ ৯/১০ অংশ

183. Home Charges কি?
Ⓐ গৃহ কর
Ⓑ বাণিজ্যিক কর
Ⓒ ব্রিটিশ উপনিবেশিক শাসন পরিচালনা বিষয়ক ব্যয় বাবদ ভারত থেকে আদায়কৃত কর
Ⓓ পরিবহন ব্যবস্থার উন্নতিতে ব্যয় বাবদ কর
Answer : Ⓒ ব্রিটিশ উপনিবেশিক শাসন পরিচালনা বিষয়ক ব্যয় বাবদ ভারত থেকে আদায়কৃত কর

184. ‘পলাশীর লুন্ঠন' শব্দটি ব্যবহার করেন?
Ⓐ সব্যসাচী ভট্টাচার্য
Ⓑ পি.জে. মার্শাল
Ⓒ অম্লান দত্ত
Ⓓ ব্রুকস অ্যাডামস
Answer :  Ⓓ ব্রুকস অ্যাডামস

185. ভারতের মধ্যে উনিশ শতকে নবজাগরণ কাদের মধ্যে সীমাবদ্ধ ছিল?
Ⓐ ধনী কৃষক সম্প্রদায় 
Ⓑ উচ্চ মধ্যবৃত্ত সম্প্রদায় 
Ⓒ ব্রাহ্মণ সম্প্রদায়
Ⓓ শহরের জমিদার সম্প্রদায়
Answer : Ⓑ উচ্চ মধ্যবৃত্ত সম্প্রদায় 

186. যামিনী রায় নিচের কোন বিষয়ে নাম করেছিলেন?
Ⓐ ভাস্কর্য
Ⓑ চিত্রকলা
Ⓒ সংগীত
Ⓓ নাটক
Answer : Ⓑ চিত্রকলা

187. “হাম্‌সা দময়ন্তী” কার অঙ্কন?
Ⓐ আজোলী এলা মেনন
Ⓑ অবনীন্দ্রনাথ ঠাকুর
Ⓒ অমৃত সেহেগল
Ⓓ রাজা রবি ভার্মা
Answer :  Ⓓ রাজা রবি ভার্মা

188. ভারতে সাংস্কৃতিক ইতিহাস প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতি গুলি বিশ্লেষণ কর।
I. তেয়াগা রাজা বেশিরভাগ কৃষ্ণের প্রশংসায় ভক্তিমূলক গান।
II.তেয়াগা রাজা বেশ কয়েকটি নতুন রাগ তৈরী করেছিলেন।  
III. অন্মনাচার্য তেয়াগা রাজা
IV. অন্মনাচার্যের কীর্তনগুলি ভগবান ভেঙ্কটেশ্বরের প্রশংসায় ভক্তিমূলক গান।

কোড :
Ⓐ I এবং III
Ⓑ II এবং IV
Ⓒ I, II এবং III
Ⓓ II, III এবং IV
Answer :  Ⓑ II এবং IV

189. মহাকালী পাঠশালা (১৮৯৩) প্রতিষ্ঠা করেন কে?
Ⓐ মীরাবাঈ রানাডে
Ⓑ আনন্দী বাই করভে
Ⓒ মাতাজী গঙ্গাবাঈ
Ⓓ আনন্দী বাই ভগত
Answer : Ⓒ মাতাজী গঙ্গাবাঈ


 WB SET HISTORY PAPER-II MCQ PRACTICE
Unit- I (Negotiating the Sources)
Unit- II (From State to Empire)

Unit- III (Emergence of Regional Kingdoms)
Unit- IV (Source of Medieval Indian History)

Unit- V (Administration & Economy)
Unit- VI (Society and Culture)

Unit- VII (Sources of Modern Indian History)
Unit- VIII (Colonial Economy)

Unit- IX (Rise of Indian Nationalism)
Unit- X (Historical Method, Research, Methodology and Historiography)



Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন