অধ্যায়ঃ ভিত্তিক তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর
তৃতীয় পাঠঃ ফুল (সুখ লতারাও)
বাংলা পাতাবাহার :
🖋 হাতে কলমে :
১ . পরিরা জাদু জানে। তারা ইচ্ছ করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে। তাদের আছে জাদুছড়ি। ধরাে তুমিও একদিন পেয়ে গেলে এমনই এক জাদুছড়ি। বদলে ফেলাে তোমার অপছন্দের তিনটি জিনিস, কী কী বদলালে লিখে রাখাে:
১ . পরিরা জাদু জানে। তারা ইচ্ছ করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে। তাদের আছে জাদুছড়ি। ধরাে তুমিও একদিন পেয়ে গেলে এমনই এক জাদুছড়ি। বদলে ফেলাে তোমার অপছন্দের তিনটি জিনিস, কী কী বদলালে লিখে রাখাে:
উত্তরঃ ১। প্রথমেই প্রতিটি দিন বদলে রবিবার করে দেবাে।
২। পড়ার বইগুলি কমিয়ে দেবাে।
৩। বাবা, মা যাতে না বকে, তাই তাদের শান্ত করে দেবাে।
২। পড়ার বইগুলি কমিয়ে দেবাে।
৩। বাবা, মা যাতে না বকে, তাই তাদের শান্ত করে দেবাে।
২ . নীচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে। পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দগুলি নিয়ে বাক্যগুলি ঠিক করে দাও :
২.১ কাঁচা আম খেতে______, পাকা আম______হয়।
২.২ নাগরদোলা বারবার____ওঠে, আবার_____নামে।
২.৩ সকালবেলা সূর্য উঠলে চারিদিকে____আর,রাতেরবেলা সব____হয়ে যায়।
২.৪ আমি যদি দুষ্টুমি করি, সবাই আমাকে_____বলবে, কিন্তু যদি কথা শুনি সবাই বলবে
____।
২.৫____দিকে সূর্য উঠলেও____দিকে অস্ত যায়।
২.১ উত্তরঃ কাঁচা আম খেতে টক, পাকা আম মিষ্টি হয়।
২.২ উত্তরঃ নাগরদোলা বারবার ওপরে ওঠে, আবার নীচে নামে।
২.৩ উত্তরঃ সকালবেলা সূর্য উঠলে
চারিদিকে আলো আর রাতেরবেলা সব
অন্ধকার হয়ে যায়।
২.৪ উত্তরঃ আমি যদি দুষ্টুমি করি,
সবাই আমাকে খারাপ বলবে, কিন্তু
যদি কথা শুনি সবাই বলবে ভালাে।
২.৫ উত্তরঃ
পূর্ব দিকে সূর্য উঠলেও
পশ্চিম দিকে অস্ত যায়।
৩ . নীচে কতগুলি ফাঁকা জায়গা দেওয়া হল। ঠিক শব্দ বেছে বাক্য গঠন করো :
৩.১ নানা রঙের কুঁড়ি থেকে হয় নানা রঙের (ফল/পাতা/ফুল)।
৩.২ পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এল। (জলপরিরা/ফুলপরিরা/বনপরিরা)।
৩.৩ ___ (রােদ/বৃষ্টি/আলাে) এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত।
৩.৪ বাতাস পাতা (শুঁকে শুঁকে /উড়িয়ে/ঝরিয়ে) চলে গেল।
৩ . নীচে কতগুলি ফাঁকা জায়গা দেওয়া হল। ঠিক শব্দ বেছে বাক্য গঠন করো :
৩.১ নানা রঙের কুঁড়ি থেকে হয় নানা রঙের (ফল/পাতা/ফুল)।
৩.২ পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এল। (জলপরিরা/ফুলপরিরা/বনপরিরা)।
৩.৩ ___ (রােদ/বৃষ্টি/আলাে) এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত।
৩.৪ বাতাস পাতা (শুঁকে শুঁকে /উড়িয়ে/ঝরিয়ে) চলে গেল।
৩.৫ এখনও নাকি ফুলপরিরা নেমে আসে। (চাঁদে/পৃথিবীতে/আকাশে)।
৪. ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে। নীচে গুণগুলি দিয়ে দেওয়া হল। শব্দগুলির ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করা (একটি করে দেওয়া হল)।
৪. ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে। নীচে গুণগুলি দিয়ে দেওয়া হল। শব্দগুলির ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করা (একটি করে দেওয়া হল)।
উত্তরঃ সঠিক উত্তর করে দেওয়া রইলো
গুণ | বাক্য |
---|---|
স্নিগ্ধতা | শরতের সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে যায়। |
পবিত্রতা | বিদ্যালয়ের পবিত্রতা ছাত্র-ছাত্রীদের রক্ষা করা উচিত। |
সুগন্ধ | শরৎকালে শিউলি ফুলের সুগন্ধে বাতাস ম ম করছে। |
বর্ণময়তা | বার্ষিক অনুষ্ঠানের বর্ণময়তা সকলকে মুগ্ধ করেছে। |
সৌন্দর্য | ফুলের সৌন্দর্য অকৃত্রিম। |
৫. দু-একটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৫.১ কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন?
৫.১ কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন?
উত্তরঃ অনেক অনেক কাল আগে, মানুষ তখনও জন্মায়নি। মাটির ওপর শুধু বড়াে বড়াে
ঘাস আর পাতাগাছ ছিল সেইসময় পৃথিবীতে ফুল ছিল না।
৫.২ যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না, তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল?
উত্তরঃ যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না, তখন পৃথিবীর মাটির ওপর ছিল বড়াে বড়াে ঘাস আর পাতাগাছ।
৫.৩ ফুলপরিরা কেমন পােশাক পরে? তারা কী খায়?
উত্তরঃ ফুলপরিরা ফুলের পাপড়ির পোশাক পরে। তারা ফুলের মধু খায়।
৫.৪ ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল, তাতে কী কী রঙের ফুল ফুটেছিল?
উত্তরঃ ফুলপরিদের নিয়ে আলা বীজ থেকে যে গাছ হয়েছিল, তাতে সাদা,নীল, হলদে, লাল, বেগুনি রঙের ফুল ফুটেছিল।
৫.৫ গভীর জঙ্গলে সারারাত ফুলপরিরা কী করে?
উত্তরঃ গভীর জঙ্গলে সারারাত ফুলপরিরা ফুলবনে হাত ধরাধরি করে নাচ করে। ভাের না হতেই চলে যায়।
৫.৬ গভীর জঙ্গলেই বা তারা কেন নেমে আসে?
উত্তরঃ গভীর জঙ্গলে ফুলবন থাকে, সেখানে কোনো মানুষ থাকে না। তাই রাতের বেলার চাঁদ উঠলে গভীর জঙ্গলের ফুলবনে ফুলপরিরা নেমে আসে।
৫.২ যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না, তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল?
উত্তরঃ যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না, তখন পৃথিবীর মাটির ওপর ছিল বড়াে বড়াে ঘাস আর পাতাগাছ।
৫.৩ ফুলপরিরা কেমন পােশাক পরে? তারা কী খায়?
উত্তরঃ ফুলপরিরা ফুলের পাপড়ির পোশাক পরে। তারা ফুলের মধু খায়।
৫.৪ ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল, তাতে কী কী রঙের ফুল ফুটেছিল?
উত্তরঃ ফুলপরিদের নিয়ে আলা বীজ থেকে যে গাছ হয়েছিল, তাতে সাদা,নীল, হলদে, লাল, বেগুনি রঙের ফুল ফুটেছিল।
৫.৫ গভীর জঙ্গলে সারারাত ফুলপরিরা কী করে?
উত্তরঃ গভীর জঙ্গলে সারারাত ফুলপরিরা ফুলবনে হাত ধরাধরি করে নাচ করে। ভাের না হতেই চলে যায়।
৫.৬ গভীর জঙ্গলেই বা তারা কেন নেমে আসে?
উত্তরঃ গভীর জঙ্গলে ফুলবন থাকে, সেখানে কোনো মানুষ থাকে না। তাই রাতের বেলার চাঁদ উঠলে গভীর জঙ্গলের ফুলবনে ফুলপরিরা নেমে আসে।
৬ . এই গল্পে বলা হয়েছে পরিরা কীভাবে পৃথিবীতে ফুল ফোটালো। তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনাটি লেখাে :
উত্তরঃ ফুলপরিরা অনেক কাল আগে পৃথিবীতে এসে দেখেছিল যে সেখানে ফুল নেই শুধু আছে
পাতা। এরপর সেই বীজ থেকে গাছ গজাল। এভাৱে গাছে এলাে কুঁড়ি। এরপর সেই কুঁড়ি ফুটল আর সাদা,
লাল, নীল, হলুদ, বেগুনি ফুলে পৃথিবী ভরে গেল। বন সুন্দর হয়ে উঠল এভাবেই ফুলপরিরা পৃথিবীতে ফুল
ফুটিয়েছিল।
৭. কোন ঋতুতে কী কী ফুল ফোটে তা নীচের ছকে লেখো :
উত্তরঃ সঠিক উত্তর করে দেওয়া রইলো
উত্তরঃ সঠিক উত্তর করে দেওয়া রইলো
গ্রীস্ম | টগর / জবা |
বর্ষা | কাঠবাদাম ফুল |
শরৎ | স্থলপদ্ম / শিউলি |
হেমন্ত | গাঁদা / চন্দ্রমল্লিকা |
শীত | দোপাটি / ডালিয়া |
বসন্ত | জুঁই / বেল |
৮. একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিজে লেখো :
বসুধা, মৃত্তিকা, বায়ু, বৃক্ষ, অলি, তৃণ।
● বসুধা → উত্তরঃ পৃথিবী।
● মৃত্তিকা → উত্তরঃ মাটি।
● বায়ু → উত্তরঃ বাতাস।
● বৃক্ষ → উত্তরঃ গাছ।
● অলি → উত্তরঃ মৌমাছি।
● তৃণ → উত্তরঃ ঘাস।
৯.'ক' ভন্তের সঙ্গে ‘খ’ স্কন্তু মিলিয়ে লেখো:
উত্তরঃ ফুল → মধু । পরি → রাত । বাগান → গাছ । পাপড়ি →পোশাক
১০. বর্ণ বিশ্লেষণ করো:
পৃথিবী, চমৎকার, মৌমাছি, জঙ্গল, মানুষ।
● পৃথিবী → প্ + অ + র্ + ই + থ্ + ই্ +ব্ + ঈ।
● পৃথিবী → প্ + অ + র্ + ই + থ্ + ই্ +ব্ + ঈ।
● চমৎকার → চ্+ অ + ম্ + অ + ত্ +অ্ + ক্ + আ + র্ + অ।
● মৌমাছি → ম্+ ঔ + ম্ + আ + ছ +ই।
● জঙ্গল → জ্ + অ +ঙ্ + গ্ + অ + ল্ +অ ।
● মানুষ → ম্ + আ + নু + উ + ষ্+ অ্।
১১. কটি বাক্য খুঁজে পেলে লেখাে :
অনেক অনেক কাল আগে, যখন মানুষ জন্মায়নি,তখন পৃথিবীতে ফুল ছিল না। মাটির উপর ছিল কেবল বড়ো বাড়ে ঘাস আর পাতা গাছ। আলাে এসে ফুলদের খুঁজে খুঁজে যেত। বাতাস পাতা শুঁকে শুঁকে চলে যেত। হায়, ফুল নেই।
অনেক অনেক কাল আগে, যখন মানুষ জন্মায়নি,তখন পৃথিবীতে ফুল ছিল না। মাটির উপর ছিল কেবল বড়ো বাড়ে ঘাস আর পাতা গাছ। আলাে এসে ফুলদের খুঁজে খুঁজে যেত। বাতাস পাতা শুঁকে শুঁকে চলে যেত। হায়, ফুল নেই।
উত্তরঃ পাঁচটি বাক্য খুঁজে পেলাম।
১২. বিপরীতার্থক শব্দ লেখো :
রাত, বড়াে, আগে, যেত, অনেক।
● রাত → উত্তরঃ দিন।
রাত, বড়াে, আগে, যেত, অনেক।
● রাত → উত্তরঃ দিন।
● বড়াে → উত্তরঃ ছােটো।
● আগে → উত্তরঃ পরে।
● যেত → উত্তরঃ আসতাে।
● অনেক → উত্তরঃ কম।
১৩ . কার্য-কারণ সম্পর্ক অনুযায়ী পাশে পাশে বাক্য লেখো:
১৩.১ পরিরা দুঃখে চলে যেত।
উত্তরঃ পরিরা দুঃখে চলে যেত কারণ ফুল নেই।
১৩.২ চলাে, আমরা ফুল নিয়ে আসি।
উত্তরঃ চলাে,আমরা ফুল নিয়ে আসি কারণ এমন চমৎকার জায়গায় ফুল নেই।
১৩.৩ ঘাস শুয়ে পড়েছে।
উত্তরঃ ঘাস শুয়ে পড়েছে কারণ সারারাত ফুলপরিরা নাচ করে ঘাসের ওপর।
১৩.১ পরিরা দুঃখে চলে যেত।
উত্তরঃ পরিরা দুঃখে চলে যেত কারণ ফুল নেই।
১৩.২ চলাে, আমরা ফুল নিয়ে আসি।
উত্তরঃ চলাে,আমরা ফুল নিয়ে আসি কারণ এমন চমৎকার জায়গায় ফুল নেই।
১৩.৩ ঘাস শুয়ে পড়েছে।
উত্তরঃ ঘাস শুয়ে পড়েছে কারণ সারারাত ফুলপরিরা নাচ করে ঘাসের ওপর।
১৪. নীচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ দুটি পূরণ করো :
উত্তর : পাশাপাশি ও উপর-নীচ :
পাশাপাশি | উপর-নীচ |
---|---|
১. আকাশ, নদী, গাছপালাসহ আমাদের চারপাশ। | ১. এরা কল্পনা-রাজ্যের বাসিন্দা। |
৩. বৃক্ষ বিশেষ। | ২. খুব জোরে হলে কানের পর্দা ফেটে যায়। |
৫. মৌমাছির আরেক নাম। | ৪. এর মাধ্যেও ফুলগাছ লাগানাে হয়। |
৭. ছয় ঋতুর মধ্যে সবার শেষে আসে। | ৫. মন বা.... সর্বদা পবিত্র রাখতে হয়। |
৯. 'আমরা সবাই মিলে.... বেঁধে খেলতে যাই। | ৬. সূর্য ও মামা,... ও মামা। |
১০. পরিরা খুশি হলে যা দেয়। | ৮. ‘পাখি.... কবে রব, রাতি পােহাইল'। |
তৃতীয় পাঠঃ আজ ধানের ক্ষেতে
রবীন্দ্রনাথ ঠাকুর
__ বাংলা পাতাবাহার : __
অধ্যায়ঃ ভিত্তিক অতিরিক্ত প্রশ্নাত্তর :
১. একটি বাক্যে উত্তর দাও :১.১ 'আজ ধানের ক্ষেতে’ কবিতার কবির নাম কী?
উত্তরঃ কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর।
১.২ রৌদ্রছায়া কোথায় লুকোচুরি খেলে?
উত্তরঃ রৌদ্রছায়া ধানের খেতে লুকোচুরি খেলে।
১.৩ নীল আকাশে কীসের ভেলা ভাসছে?
উত্তরঃ নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে।
১.৪ কে মধু খেতে ভুলে গেছে?
উত্তরঃ ভ্রমর মধু খেতে ভুলে গেছে।
১.৫ কোথায় চখা-চখীর মেলা বসেছে?
উত্তরঃ নদীর চরে চখা-চখীর মেলা বসেছে।
১.৬ কে ঘরে যাবে না আজ?
উত্তরঃ কবি আজ ঘরে যাবেন না।
১.৭ কী লুট করে নেবে?
উত্তরঃ আকাশ ভেঙে বাহিরকে লুট করে নেবে।
১.৮ কীরকম জলে ফেনার রাশি দেখা যাচ্ছে ?
উত্তরঃ জোয়ারের জলে ফেনার রাশি দেখা যাচ্ছে।
১.৯ কবি কী বাজিয়ে দিন কাটাবেন ?
উত্তরঃ কবি বাঁশি বাজিয়ে দিন কাটাবেন।
১.১০ কবি কখন বাঁশি বাজাবেন?
উত্তরঃ কবি সকালবেলা বাঁশি বাজাবেন।
১.১১ এই গানটিতে বাংলার কোন পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে ?
উত্তরঃ এই গানটিতে বাংলার গ্রাম্য পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে।
২ . শূন্যস্থান পূরণ করাে :
২.১ আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা।
২.২ সাদা মেঘের ভেলা রে ভাই।
২.৩ আজ ভ্রমর ভােলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে।
২.৪ আজ কীসের তরে নদীর চরে চখা-চখীর মেলা।
২.৫ আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে।
২.৬ জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ।
৩. বাক্য রচনা করাে:
জোয়ার, বাঁশি, লুকোচুরি, মেলা, লুট, রাশি রাশি।
● জোয়ার → উত্তরঃ নদীতে রােজ জোয়ার হয়।
জোয়ার, বাঁশি, লুকোচুরি, মেলা, লুট, রাশি রাশি।
● জোয়ার → উত্তরঃ নদীতে রােজ জোয়ার হয়।
● বাঁশি → উত্তরঃ কানাই খুব
ভালাে বাঁশি বাজাতে পারে।
● লুকোচুরি → উত্তরঃ ছোট্টরা
লুকোচুরি খেলতে ভালােবাসে।
● মেলা → উত্তরঃ আমাদের গ্রামে
প্রতিবছর দোলের মেলা বসে।
● লুট → উত্তরঃ দস্যুরা
রাতেরবেলা যাত্রীদের মাল লুট করে নেয়।
● রাশি রাশি → উত্তরঃ সারা রাশি
রাশি ভরা ভরা ধান কাটা হল।
৪ .‘ক’-এর সঙ্গে ‘খ’ মিলিয়ে লেখাে :
উত্তরঃ সঠিক উত্তর করে দেওয়া রইলো
ক - স্তম্ভ | খ - স্তম্ভ |
---|---|
রােদ | ছায়া |
ভেলা | মাঝি |
মেঘ | বৃষ্টি |
ভ্রমর | মধু |
রাখাল | বাঁশি |
৫. সঠিকভাবে সাজিয়ে লেখাে :
শি বাঁ, হি র বা, র দী ন, রি লু কো চু, য়া ছা, র ভ্র ম।
● শি বাঁ → বাঁশি।
● হি র বা → বাহির।
● র দী ন → নদীর।
● রি লু কো চু → লুকোচুরি।
● য়া ছা → ছায়া।
● র ভ্র ম → ভ্রমর।
উত্তরঃ বাঁশি, বাহির, নদীর, লুকোচুরি, ছায়া, ভ্রমর।
৬. বিপরীত শব্দ লেখাে :
ভােলে, যাব, হাসি, জোয়ার, ভাই, ভেঙে, আজ, নেব।
● ভােলে → উত্তরঃ মনে রাখে।
৬. বিপরীত শব্দ লেখাে :
ভােলে, যাব, হাসি, জোয়ার, ভাই, ভেঙে, আজ, নেব।
● ভােলে → উত্তরঃ মনে রাখে।
● যাব → উত্তরঃ আসব।
● হাসি → উত্তরঃ কান্না।
● জোয়ার → উত্তরঃ ভাটা।
● ভাই → উত্তরঃ বােন।
● ভেঙে → উত্তরঃগড়ে।
● আজ → উত্তরঃ কাল।
● নেব → উত্তরঃ দেব।
☞ আরো অধ্যায়ঃ গুলোর উত্তর দেখতে ক্লিক করো :
প্রথম পাঠ : | পাতাবাহার |
---|---|
১. সত্যি সােনা | উত্তরঃ সমাধান |
২. আমরা চাষ করি আনন্দে | উত্তরঃ সমাধান |
৩. নিজের হাতে নিজের কাজ | উত্তরঃ সমাধান |
দ্বিতীয় পাঠ : | পাতাবাহার |
---|---|
৪. দেয়ালের ছবি | উত্তরঃ সমাধান |
৫. সারাদিন | উত্তরঃ সমাধান |
চতুর্থ পাঠ : | পাতাবাহার |
---|---|
৮. সােনা | উত্তরঃ সমাধান |
৯. নদী | উত্তরঃ সমাধান |
১০ . নদীর তীরে একা | উত্তরঃ সমাধান |